Author

Topic: বাংলা (Bengali) - page 327. (Read 5693653 times)

jr. member
Activity: 43
Merit: 2
April 08, 2022, 10:28:29 PM
আমরা কমবেশি সবাই ট্রেড করতে ভালোবাসি। তাই কমবেশি সবাই  ট্রেড করি। ট্রেড দুই ধরনের হয় যেমন স্পোর্ট ট্রেড এবং ফিউচার ট্রেড। অনেকে ট্রেড এর বিষয়ে ভালো ভাবে না জেনে ফিউচার ট্রেড করতে চায়। তাই সবাইরে অনুরোধ করছি কেউ ফিউচার ট্রেড এর সম্পর্কে ভালোভাবে না জেনে ফিউচার ট্রেড করবেন না। কারন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না 😥। আমি ফিউচার ট্রেড এর বিষয় ভালোভাবে না জেনে করতে গিয়ে 1 ঘন্টাই আমার 700 ডলার লস হয়েছে। তাই আমি চাইনা আমার মত এত কেউ লস খায়। ধন্যবাদ সবাইকে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 08, 2022, 01:14:34 PM
আমার মনে হয় নতুন কোন নিয়মকানুন চালু করতে হবে এগুলো রোধ করার জন্য ।
কি নিয়ম চালু করবেন ভাই ?আমরা তো সাধারন বিকাশের স্ক্যাম ঠেকাতে পারিনা। সেখানে ক্রিপ্টো এর স্ক্যাম কিভাবে নিয়ন্ত্রিত হবে? অ্যান্ড্রয়েড কোন ফোনের বিকাশ অ্যাপস এ লগ ইন করতে হলে সিম ঢুকানো লাগে। তাছাড়া হয়না। কিন্তু আইফোনে সিম ঢুকানো ছাড়া অ্যাপস এ লগইন করা যায়। বিকাশ শুধুমাত্র এই সমস্যাটি সমাধান করতে পারছে না। আর এর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বহু মানুষ। কত মানুষ হয়রানির শিকার হচ্ছে? এই বিকাশ প্রতারণার জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে তেমন কেউই প্রতিকার পাচ্ছে না। উল্টা অনেক গ্রামের মানুষ যারা বিকাশ সম্বন্ধে কিছু জানো না; তারাও আইন-শৃঙ্খলা বাহিনীর জেরার সম্মুখিন হচ্ছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 08, 2022, 11:01:56 AM
এত শত স্ক্যাম দেখে এখন কাজ করা বা নতুন কোন প্রজেক্টে ইনভেস্ট করার আশাই হারিয়ে ফেলতেছি ।  নতুন নতুন যত প্রজেক্ট আসে দেখে মনে হয় যে স্ক্যাম তাছাড়া কোনটাকে ভালো বলবেন Hhampuz ,BountyDetective ,Irfanpak  এদের ক্যাম্পেইন থেকে আসা প্রজেক্ট গুলোও  মাঝে মাঝে স্ক্যাম হয় ।  আর এদের গুলো স্ক্যাম হলে বড় ধরনের স্ক্যাম করে ।  কিছুদিন আগে  ইরফান পাকের  করা একটা ক্যাম্পেইন FOOBEE  বড় ধরনের স্ক্যাম করল.  এতে আমার ভালো বিনিয়োগ ছিল ।   আমি আসলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি   স্ক্যামের ভিড়ে   ভালো প্রজেক্ট গুলো হারিয়ে যায় । আমার মনে হয় নতুন কোন নিয়মকানুন চালু করতে হবে এগুলো রোধ করার জন্য ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 08, 2022, 08:06:11 AM
গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে  অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
ভাই যারা স্ক্যাম প্রজেক্ট চালু করে, তারা নিজেদের পরিচয় বা যেকোনো ধরনের যোগাযোগের ইনফর্মেশন গোপন রাখে।
ভাই, আমি ভিন্নভাবে চিন্তা করি। স্ক্যামার কোন না কোন প্রমাণ রেখে যায়। আমি অনেক স্ক্যামে দেখেছি। যাই হোক, আমার কাছে অনেক তথ্য আছে। তবে একদম ব্যক্তিগত প্রুফ আমার কাছে নেই। আমি সেটা খুজতেছি। অলরেডি অনেকেই আমাকে কয়েকটা এড্রেস দিয়েছে, তবে সেগুলো কনফার্ম কিছু না তাই আমি আরো খুজতেছি। শুনেছি ওই প্রজেক্ট এ এডমিন প্রায় ১ মিলিয়ন ডলার সেল করছে টোটাল।
member
Activity: 868
Merit: 15
April 08, 2022, 05:35:48 AM
অনেক সময় দেখা যায় যে অনেক স্ক্যাম ধারনা করা প্রোজেক্ট শেষ পর্যন্ত যেকোনো একটা মার্কেট এ লিস্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক ভালো সবকিছু ঠিকঠাক থাকার পরেও প্রোজেক্ট শেষ পর্যন্ত কোনো মার্কেট এ লিস্ট হয়না, টিম ম্যানেজমেন্ট, বাউন্টি ম্যানেজার, প্রোজেক্ট ডিটেইলস সবকিছু বিবেচনা করে একটা শিদ্ধান্তে আসতে হয়, আপনি একটু ভালোভাববে লক্ষ্য করলেই মোটামোটি একটা ধারনা পাবেন যে প্রজেক্ট আসলেও কতোটুকো রিয়েল ব্যাক্তিরা ম্যানেজ করছে।
আপনি ঠিক বলেছেন। তবে মার্কেটে তো আপনা আপনি লিস্টের হয়ে যায় না। তা লিস্ট করার জন্য যারা স্ক্যাম প্রজেক্ট আনে, তারা লিস্ট করে। আর এর জন্য যেসব এক্সচেঞ্জার টাকার বিনিময়ে লিস্ট করে তাদেরকে তারা টাকা দিয়ে লিস্ট করে। এক্সচেঞ্জার এ লিস্টেড হওয়ার কারণে ওই কয়েন এর প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায় এবং তখন বেশি বেশি ইনভেস্ট করে। কিছুদিন দেখা যায় দাম বাড়ে; কিন্তু তার কিছুদিন পর দেখা যায় দাম কমতে থাকে। এবং এক পর্যায়ে সেটি মূল্যহীন হয়ে পড়ে। তখন বোঝা যায় কয়েনটি স্ক্যাম ছিল।

হ্যা আপনি ঠিক বলেছেন, বিনান্স এর মতো সাইট ও দেখা যায় যে মাঝে মাঝে কিছু কয়েন এবং টোকেন লিস্ট করে, এবং তার কিছুদিন  পরেই দেখা যায় জে টোকেন বা কয়েন গুলার কোনো ভ্যালু থাকেনা আর বিভিন্ন্য কারন দেখায়ে তার কিছুদিন পরেই তারা আবার সেই টোকেন বা কয়েন গুলা ডিলিস্টেড করে দেয় আর সেখানে যারা ইনভেস্ট করে সবাই লস করে। আমি যতদুর দেখেছি সঠিক বা স্ক্যাম প্রোজেক্ট কোনোটাই দীর্ঘদীন মার্কেটে থাকেনা যদিনা তাদের টিম ভালো হয়। টিমের উদ্যেশ্য ভালো হলে ধরে নেয়া যায় সেই প্রোজেক্ট টি সাক্সেস ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 08, 2022, 01:00:28 AM
অনেক সময় দেখা যায় যে অনেক স্ক্যাম ধারনা করা প্রোজেক্ট শেষ পর্যন্ত যেকোনো একটা মার্কেট এ লিস্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক ভালো সবকিছু ঠিকঠাক থাকার পরেও প্রোজেক্ট শেষ পর্যন্ত কোনো মার্কেট এ লিস্ট হয়না, টিম ম্যানেজমেন্ট, বাউন্টি ম্যানেজার, প্রোজেক্ট ডিটেইলস সবকিছু বিবেচনা করে একটা শিদ্ধান্তে আসতে হয়, আপনি একটু ভালোভাববে লক্ষ্য করলেই মোটামোটি একটা ধারনা পাবেন যে প্রজেক্ট আসলেও কতোটুকো রিয়েল ব্যাক্তিরা ম্যানেজ করছে।
আপনি ঠিক বলেছেন। তবে মার্কেটে তো আপনা আপনি লিস্টের হয়ে যায় না। তা লিস্ট করার জন্য যারা স্ক্যাম প্রজেক্ট আনে, তারা লিস্ট করে। আর এর জন্য যেসব এক্সচেঞ্জার টাকার বিনিময়ে লিস্ট করে তাদেরকে তারা টাকা দিয়ে লিস্ট করে। এক্সচেঞ্জার এ লিস্টেড হওয়ার কারণে ওই কয়েন এর প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায় এবং তখন বেশি বেশি ইনভেস্ট করে। কিছুদিন দেখা যায় দাম বাড়ে; কিন্তু তার কিছুদিন পর দেখা যায় দাম কমতে থাকে। এবং এক পর্যায়ে সেটি মূল্যহীন হয়ে পড়ে। তখন বোঝা যায় কয়েনটি স্ক্যাম ছিল।
member
Activity: 868
Merit: 15
April 07, 2022, 10:12:42 PM

ক্রিপ্টো গেমিং এটা প্রথম শুনলাম এটা সম্পর্কে কেউ একটু বিস্তারিত জানাবেন ? :") নাকি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না ।
এখন কথা হলো আপনাকে কি জন্য স্ট্রাইক দিয়েছে আপনি কি কোন কপিরাইট আইন ভঙ্গ করেছিলেন নাকি? বেশিরভাগ ভালো সাইটেরই কপিরাইট আইন আছে এগুলো ভঙ্গ করলে স্ট্রাইক দিবেই
উনি সম্ভবত প্লে টু আর্ন গেমস এর কথা বলেছেন। কয়েনআলাপ এর লিংক করা আর্টিকেল এ আপনি প্লে টু আর্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু ক্রিপ্টোজগতে আছেন নিশ্চয়ই Axie Infinity এর নাম শুনেছেন। এইটা প্লে টু আর্ন গেম যেটা সারা পৃথিবীব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। অনেকেই এই গেমস খেলেই জীবিকানির্বাহ করেছেন।

এখন অনেক স্কমার বাউন্টি নিয়ন্ত্রণ করছে। মিথ্যে প্রকল্প পরিচালনা করছে। এই সময়ে কি ভাবে বুঝবো কোনটি সঠিক  প্রকল্প   আর কোনটি মিথ্যা।
 বড় ভাইদের সঠিক পরামর্শ আশা করছি

অনেক সময় দেখা যায় যে অনেক স্ক্যাম ধারনা করা প্রোজেক্ট শেষ পর্যন্ত যেকোনো একটা মার্কেট এ লিস্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক ভালো সবকিছু ঠিকঠাক থাকার পরেও প্রোজেক্ট শেষ পর্যন্ত কোনো মার্কেট এ লিস্ট হয়না, টিম ম্যানেজমেন্ট, বাউন্টি ম্যানেজার, প্রোজেক্ট ডিটেইলস সবকিছু বিবেচনা করে একটা শিদ্ধান্তে আসতে হয়, আপনি একটু ভালোভাববে লক্ষ্য করলেই মোটামোটি একটা ধারনা পাবেন যে প্রজেক্ট আসলেও কতোটুকো রিয়েল ব্যাক্তিরা ম্যানেজ করছে।
jr. member
Activity: 854
Merit: 6
April 07, 2022, 09:50:19 PM

ক্রিপ্টো গেমিং এটা প্রথম শুনলাম এটা সম্পর্কে কেউ একটু বিস্তারিত জানাবেন ? :") নাকি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না ।
এখন কথা হলো আপনাকে কি জন্য স্ট্রাইক দিয়েছে আপনি কি কোন কপিরাইট আইন ভঙ্গ করেছিলেন নাকি? বেশিরভাগ ভালো সাইটেরই কপিরাইট আইন আছে এগুলো ভঙ্গ করলে স্ট্রাইক দিবেই
উনি সম্ভবত প্লে টু আর্ন গেমস এর কথা বলেছেন। কয়েনআলাপ এর লিংক করা আর্টিকেল এ আপনি প্লে টু আর্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু ক্রিপ্টোজগতে আছেন নিশ্চয়ই Axie Infinity এর নাম শুনেছেন। এইটা প্লে টু আর্ন গেম যেটা সারা পৃথিবীব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। অনেকেই এই গেমস খেলেই জীবিকানির্বাহ করেছেন।

এখন অনেক স্কমার বাউন্টি নিয়ন্ত্রণ করছে। মিথ্যে প্রকল্প পরিচালনা করছে। এই সময়ে কি ভাবে বুঝবো কোনটি সঠিক  প্রকল্প   আর কোনটি মিথ্যা।
 বড় ভাইদের সঠিক পরামর্শ আশা করছি
member
Activity: 868
Merit: 15
April 07, 2022, 09:50:09 PM
গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে  অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
ভাই যারা স্ক্যাম প্রজেক্ট চালু করে, তারা নিজেদের পরিচয় বা যেকোনো ধরনের যোগাযোগের ইনফর্মেশন গোপন রাখে। আর এ সমস্ত যোগাযোগের ইনফর্মেশন তারা প্রকাশ করে; হয় সেগুলোতে ট্রেস করা যায় না অথবা ওইগুলো অন্য কোন ব্যক্তির তথ্য। এছাড়া যারা তাদের সম্বন্ধে জানে, তারা নিজেরাও ওই স্ক্যাম প্রজেক্ট এর সাথে জড়িত। কাজেই তারাও কোন তথ্য প্রকাশ করবে না। কারণ যারা পূর্ব পরিকল্পিতভাবে স্ক্যাম করে তারা আগেভাগেই প্রস্তুতি নিয়েই করে।কাজেই তাদেরকে ধরার কোন উপায় থাকে না। কয়েকদিন আগে শুনলাম হাইপ টাইপ এর প্রজেক্ট অনেকের অনেক টাকা মেরে গেল। এখন তারা না পারতেছে আইনের আশ্রয় নিতে, না পারতাছে সহ্য করতে। এটাই বাংলাদেশ জন্ম গ্রহণ করার ফল।

জি গত মাসে বেশ কয়েকটা বড় ধরনের স্ক্যাম হয়েছে "বিবিসি প্ল্যাটপফর্ম, বিটিসি টিচার"  এরোকম কমপক্ষে ৮-১০টা হাইপ টাইপের সাইট অনেক বড় ধরনের স্ক্যাম করেছে, আর যাদের মধ্যে উল্লেক্ষ্য পরিমানে স্ক্যাম করেছে "বিবিসি প্ল্যাটপফর্ম, বিটিসি টিচার" এরা সবথেকে বেশি ফান্ড কালেক্ট করেছে, অনেকেই বলছে এটার সাথে নাকি প্রশাসনের বেশ কিছু লকজন জরিত। বিন্যান্স বাংলাদেশ গ্রুপে এটা নিয়ে বেশ কিছু আলোচনা দেখেছিলাম।
member
Activity: 184
Merit: 65
April 07, 2022, 11:21:00 AM
Trusted Airdrop kivabe bujhbo ba kothay abo.


আমি শুরু থেকেই এয়ারড্রপে কাজ করছি,এয়ারড্রপের অনেকগুলো অনেক ভালো হয়,আবার অনেকগুলো সফল হতে পারে না,আমার মতামত একটা সফল এয়ারড্রপ বুঝার জন্য নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।

১.হোয়াইট পেপারঃ
যে কোন প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই প্রজেক্টের হোয়াইট পেপার,যেখানে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত লিখা থাকে।প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে যাচ্ছে বিশদভাবে উল্লেখ থাকে।মনে করেন আপনি x নামক একটি প্রজেক্টে কাজ করবেন,কাজের বিনিময়ে আপনি টোকেন পাবেন,এই টোকেন আপনি একাউন্টে হোল্ড করবেন,এই হোল্ডের বিপরীতে আপনার সুবিধাগুলো হোয়াইট পেপার এ উল্লেখ থাকে।ইনভেস্টররা কেন এই প্রজেক্টে যোগদান করবেন তাও বর্ণনা করা থাকে।তাই হোয়াইট পেপার বালো করে দেখে নিবেন।
২. টিম & রোডম্যাপঃরোডম্যাপ কে আপনি প্রজেক্টের প্রাথমিক ধাপ বলতে পারেন।রোডম্যাপে সাধারণত প্রজেক্টের প্রতিটি প্রদক্ষেপ লিখা থাকে।যেমনঃএয়ারড্রপের ডিস্ট্রিবিউশন তারিখ,কোন একচেন্জ এ প্রজেক্টটি যুক্ত হবে
৩. Erc-20 / trx/Bsc/polygon প্ল্যাটফর্মের হলে কন্ট্রাক্ট এড্রেস:
একটা এয়ারড্রপের জন্য এ বিষয় যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।আমি/আপনি যে এয়ারড্রপে জয়েন হচ্ছি আদৌও সেই নামে কোন টোকেন আছে কিনা যাচাই করা,তা জানার জন্য প্রজেক্টের কমিউনিটি থেকে তাদের টোকেন এর কন্ট্রাক্ট এড্রেস এড্রেস নিয়ে চেক করে দেখা।এটা যাচাই করার জন্য Etherscan,Bscscan,polygonscan এ গিয়ে যাচাই করে নিন।







৪. ওয়েবসাইট এ ইনফরমেশনঃ
প্রজেক্টের ওয়েবসাইটে আছে কিনা দেখুন,ওয়েবসাইটে অনেক তথ্য দেওয়া থাকে।

উপরের বিষয়গুলো দেখলে আশা করছি ভালো,খারাপ যাচাই করতে পারবেন।

jr. member
Activity: 43
Merit: 2
April 07, 2022, 09:41:57 AM
Trusted Airdrop kivabe bujhbo ba kothay abo.

আপনি যদি এয়ার্ড্রপ করতে চান তাহলে টেলিগ্রাম এ বিভিন্ন ধরনের এয়ার্ড্রপ গ্রুপ আছে সেখানে থেকে করতে পারবেন। আর এখনকার এয়ার্ড্রপ এ বেশিরভাগ স্কাম টোকেন দেয়। তাই যেগুলো এয়ার্ড্রপ এ USD দেয় সেগুলো বেশি বেশি করবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 07, 2022, 09:35:07 AM
গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে  অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
ভাই যারা স্ক্যাম প্রজেক্ট চালু করে, তারা নিজেদের পরিচয় বা যেকোনো ধরনের যোগাযোগের ইনফর্মেশন গোপন রাখে। আর এ সমস্ত যোগাযোগের ইনফর্মেশন তারা প্রকাশ করে; হয় সেগুলোতে ট্রেস করা যায় না অথবা ওইগুলো অন্য কোন ব্যক্তির তথ্য। এছাড়া যারা তাদের সম্বন্ধে জানে, তারা নিজেরাও ওই স্ক্যাম প্রজেক্ট এর সাথে জড়িত। কাজেই তারাও কোন তথ্য প্রকাশ করবে না। কারণ যারা পূর্ব পরিকল্পিতভাবে স্ক্যাম করে তারা আগেভাগেই প্রস্তুতি নিয়েই করে।কাজেই তাদেরকে ধরার কোন উপায় থাকে না। কয়েকদিন আগে শুনলাম হাইপ টাইপ এর প্রজেক্ট অনেকের অনেক টাকা মেরে গেল। এখন তারা না পারতেছে আইনের আশ্রয় নিতে, না পারতাছে সহ্য করতে। এটাই বাংলাদেশ জন্ম গ্রহণ করার ফল।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 07, 2022, 09:10:46 AM
গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে  অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 07, 2022, 01:03:07 AM
Trusted Airdrop kivabe bujhbo ba kothay abo.

tanjiul21 ভাই প্রথমত আপনাকে স্বাগতম জানাচ্ছি ফোরামে .  কিন্তু এখানে ইংলিশে না লিখে বাংলায় লিখবেন যেহেতু এটা আমাদের লোকাল থ্রেড .

এখন আসি ভালো এয়ার্ড্রপ কিভাবে বুঝবেন এ কথায় ,  আমার দিক থেকে এয়ার্ড্রপ তেমন লাভজনক নয় আপনি বাউন্টি করতে পারেন .  তারপরও ভালো ভালো এয়ার্ড্রপ  এর জন্য আপনি অথেন্টিক সোর্স মানে  যারা লেজিট এয়ার্ড্রপ  যারা আনে তাদের গুলো করতে পারেন ,  এক্ষেত্রে  Bounty Detective , Bounty Portal  এদের এয়ার্ড্রপ গুলো করতে পারেন .
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 06, 2022, 05:20:34 PM
Trusted Airdrop kivabe bujhbo ba kothay abo.
আপনি বিভিন্ন জায়গায় এয়ার্ড্রপ ইনফর্মেশন পেতে পারেন। যেমন- টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবু্‌ক, ইউটিউ্‌ব, বিটকয়েন্টক ফর্ম ইত্যাদি। কোনটি ট্রাস্টেড এয়ার্ড্রপ আর কোনটি ট্রাস্টেড নয় সেটি আপনাকে রিচার্জ করে খুঁজে বের করতে হবে। আপনি যদি এয়ার্ড্রপ খুঁজে পেতে চান তাহলে ওল্ড কয়েন এর বাউন্টি সেকশনে খুঁজে দেখতে পার। রেফারেন্স হিসেবে এই লিংকটি চেক করে দেখতে পারেন। আশা করি এখান থেকে অনেকগুলো এয়ার্ড্রপ আপনি খুঁজে পেতে পারবেন।
newbie
Activity: 1
Merit: 0
April 06, 2022, 05:29:01 AM
Trusted Airdrop kivabe bujhbo ba kothay abo.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 06, 2022, 05:22:52 AM
ধন্যবাদ musafar37
আমাদের এইখানে নিশ্চয়ই ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহারকারী আছেন। তারা সচেতন হবে আশা করি।

ফোরামে কেউ কি কোন ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট টিম এর সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? যদিও আমি কাউকে দেখিনি এখনো। কয়েকটি স্ক্যাম প্রজেক্ট এর সাথে কিছু বাংলাদেশী ভাই জড়িত আছেন সেটা অতীতে দেখেছি। লেজিট কোন প্রজেক্টের সাথে ইলভলভ হতে দেখিনি।
থাকলে আমাকে দয়া করে একটু মেসেজ দিবেন। আমার একটু তথ্য জানার আছে।
member
Activity: 184
Merit: 65
April 06, 2022, 02:03:15 AM
Trezor হার্ডওয়্যার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ব্যবহারকারীরা নতুন পরিশীলিত ইমেল ফিশিং ক্যাম্পেইনের লক্ষ্যে পরিণত হয়েছে, যেটি নিজেই প্রধান ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম Mailchimp এর সামাজিক প্রকৌশল লঙ্ঘন এবং এর ক্লায়েন্ট ডেটা চুরি করে।

আক্রমণে, সাইবার অপরাধীরা 102 জন Mailchimp ক্লায়েন্ট সম্পর্কে তথ্য অর্জনের জন্য একটি অভ্যন্তরীণ সরঞ্জাম মোতায়েন করেছিল, যার মধ্যে একটি হল ক্রিপ্টোকারেন্সি কোল্ড স্টোরেজ প্রদানকারী ট্রেজার, মেলচিম্প সোমবার, 4 এপ্রিল প্রেসকে নিশ্চিত করেছে, দ্য ভার্জ এর মাধ্যমে রিপোর্ট করা হয়েছে ।

এর পরে, তারা সপ্তাহান্তে Trezor ব্যবহারকারীদের গণ-ইমেল করেছিল, দাবি করেছিল যে তাদের অ্যাকাউন্টগুলি ডেটা লঙ্ঘনের জন্য আপস করা হয়েছে এবং তাদের Trezor Suite আপডেট করতে হবে, সেইসাথে একটি নতুন PIN সেট আপ করতে হবে:




Source:
https://finbold.com/warning-trezor-hardware-wallets-hit-by-phishing-attack-through-mailchimp/

full member
Activity: 367
Merit: 136
April 05, 2022, 12:38:54 PM
ট্রেডিং বোট এর অভুজ্ঞতা কেমন হতে পারে? ভাবতেছি ট্রিডিং বোট শুরু করবো। যদিও ট্রেডীং এ তেমন সময় দেওয়া হয় না। তাই ভাবলাম হয়তো বোট ট্রেডিং কিছু ভালো রির্টান দিতে পারে। যদিও মার্কেট ক্রাশের ভয় সব সময়ই থাকে। যাইহোক, কোনো অভিজ্ঞতা বা এই বোট ট্রডিং ব্যপারে কোনো সাজেশন  থাকলে শেয়ার করতে পারেন।
আপনি কি ট্রেডিং বোট কিনেছেন? নাকি আপনি ট্রেডিং বোট বানিয়েছেন? যদি কেনে থাকেন; তাহলে, কত টাকা দিয়ে কিনলেন? যদি কিনেনা থাকেন তাহলে এটা কি ট্রেডিং সাইটে ফ্রী পেয়েছেন? ট্রেডিং বোট দিয়ে ট্রেড করার ক্ষেত্রে আগে ছোট ছোট ট্রেড করে দেখবেন। কেমন কাজ করে। প্রথমেই বড় ট্রেড নিয়েন। আর যদি আগে থেকে ট্রেড করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই। আশা করি বট ট্রেডিং এর ঝুঁকি জেনে ও বুঝে ট্রেড করবেন।

আমি ভাই Kucoin এর ফ্রি ট্রেডিং বট কথা বলতেছি। অনেকে ত দেখতেছি ভালো আয় করতে পারতেছে এই বট থেকে। কারো এমন অভিজ্ঞতা থাকলে বলতে পারেন। অন্য প্ল্যাটর্ফমের এই রকম ফ্রি বট থাকলে সাজেস্ট করতে পারেন।
sr. member
Activity: 476
Merit: 523
April 05, 2022, 12:05:24 PM
হ্যালো, কেউ কি আমাকে ক্রিপ্টো গেমিংয়ের জন্য একটি ইউটিউব বিকল্প সাইট সাজেস্ট করতে পারেন? আপনি ঐ বিকল্প সাইট থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন? আমি একটি ইউটিউব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি আমার ভিডিওগুলিতে কিছু স্ট্রাইক পেয়েছি৷
কেউ যদি আমাকে পরামর্শ দিতে পারেন, এটি আমার জন্য সহায়ক হবে।

তমাল ভাই আপনাকে ধন্যবাদ আমার ইনভাইটেশনে বাংলাদেশ থ্রেড এ আসার জন্য। আপনার প্রশ্নটা অনেকেই বুঝতে পারেনি।

~Snip~

~Snip~

আসলে ভাই উনি একজন ইউটিউবার। ওনার CryptoCoinHub নামে একটা চ্যানেল আছে। উনি গেম্বলিং রিলেটেড কন্টেন্ট তৈরী করে থাকেন এবং ওনার প্রায় প্রতি ভিডিওতেই গিভওয়ে থাকে। যারা ওনার সাব্সক্রাইবার, ওনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে উনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছে। তো উনি এর বিকল্প হিসেবে কিছু করতে চাইছেন। এখানে কেউ এরকম কিছু করলে ওনাকে আইডিয়া দিতে পারেন।

@tomal1003 ভাই, আশা করি বাংলাদেশ থ্রেড এ একটিভ থাকবেন।
Jump to: