Author

Topic: বাংলা (Bengali) - page 325. (Read 5316831 times)

full member
Activity: 367
Merit: 136
March 13, 2022, 03:16:12 AM
বেশকিছুদিন ধরেই একটা ব্যপার চোখে পরছে। Trx Mining সাইট, প্রতিদিন ৬% এর উপরে বিভিন্ন মেয়াদে ইন্টাররেস্ট দেয়। অনেক আগে থেকে এ ধরনের সাইট দেখা যেতো, কিন্ত ইদানিং মনে হচ্ছে, এই সাইট গুলো, এদের কার্যকম বেড়েই চলচ্ছে। আমি নিজেও অনেক ভিডিও বা পোষ্ট আর স্পোন্সর এডও দেখেছি। (এমনকি আমার একটা ফ্রেন্ড এইরকম সাইটে ইনভেস্ট করেছে আমাকেও সাজেস্ট করেছিলো এধরনের সাইতে ইনভেস্ট করার জন্য)
এসব সাইটের কার্যকম অনেকটা এমন হয় যে, আপনাকে কিছু পরিমান ইনভেস্ট করার জন্য বলবে। তারা প্রতিদিন ৫/৬/৭/১০% ইন্টারেস্ট দিবে নিদির্ষ্ট সময় পযন্ত। অন্তত লোভনীয় অফার হওয়ায় অনেকে ইনভেস্ট করে, মানিং সাইটগুলো বেশ কিছু পে আউট দিলেও একটা সময়ে দেখা যায়, সাইট চলে গেছে বা আপনার একাউন্ট ব্লক হয়ে যায়।
আসুন কিছু ডিপভাবে ভেবে দেখি,
আসলে Trx কখনো মানিং সম্ভব না। Tron ব্লকচেইন POS(Proof of Stake) পদ্ধতিতে চলে, অর্থাৎ এই ব্লকচেইনে কখনোই মানিং সম্ভব না। মানিং শুধু POW(Proof of Work) ব্লকচেইনে সম্ভব, অর্থাৎ বিটকয়েন বা ইথেরিয়ামের মত কয়েনে সম্ভব, বাকি আল্টকয়েনগুলি বেশিভাগই POS পদ্ধতিতে চলে। এখন এমন ওয়েবসাইট যা পুরো একটি মিথ্যার উপর চলচ্ছে, সেটি আপনাকে কত দিন পেআঊট দিবে সেটার গ্যারান্টি নেই।
আরোও পরিষ্কার করে বলতে Tron প্লাটর্ফমে কেউ স্টেক করে রাখলে বছরে ৬/৮% পাওয়া যায়, সেখানে কোনো সাইট কিভাবে প্রতিদিন ৬% দেওয়ার কথা বলে।
অনেক সময় দেখা যায়, এমন একটা সাইট বেশকিছু ধরেই পেমেন্ট দিয়ে আসছে, এর মানে হচ্ছে তারা একটা বড় ইনভেস্টমেন্ট এর জন্য অপেক্ষা করছে, যদি কোনো ইউজার কোনো বড় ইনভেস্টমেন্ট করবে, তখনই দেখবেন ওই সাইট স্ক্যাম করেছে।
অনেকে মনে করেন যে, আরে অল্প কিছু ইনভেস্ট করি, গেলে যাক। কিন্ত বিশ্বাস করেন আপনার এই ধরণের ভাবা এবং ইনভেস্টের জন্যই এসব সাইট ২০২২ এসেও এখনো মানুষদের কে স্ক্যাম করে যাচ্ছে।
একটা সুন্দর উদাহরন দিতে চাচ্ছি্‌:
অনেকে হয়তো MLM এর ব্যবসা স্পর্কে জানেন, যত রেফার করবেন তত লাভ, অথবা আপনার রেফার অন্য রেফার করলে আপনি বোনাস পাবেন। এমনই কিছু স্কিম আমাদের এলাকায় ভালোই প্রসার হয়েছিলো, অনেকে দেখি ভালো ২০/৩০ হাজার টাকা ইনভেস্ট করছিলো, এর মধ্যে আমার এক বন্ধুও ইনভেস্ট করে, ভাগ্যবসত সাইট বা স্কিমটি স্ক্যাম করার পর সে বেচে যায় কোনোমতে ইনভেস্ট এর টাকাটি উইথ্র করতে পেরে। কিন্ত এখানে ভাবার বিষয় হচ্ছে, সে আরও ১০/১২ জনকে রেফার করে তারা সবাই লস খায়। আমার বন্ধু খুশি ছইলো কারন সে লস খায় নাই, কিন্ত সে একবারও ভাবে নাই যে তার একার জন্য ১০/১২ জনের মত মানুষ লস করেছে সাথে ওই কোম্পানি এত টাকা নিয়ে উধাও।
এইটা একটা ভাবা বিষয়, আশা করি সকলে ব্যপারটি বুঝতে পারছেন। ইউটিউবে Trx Mining লিখে সার্চ দিলেই বোঝা যায়, কত ফালতু এসব ভিডিও। আমার মত, এসব ইউটিউবার থেকে হয়তো একটু ডিন্সটেন্ট ম্যাইন্টেন্ট করা উচিত, কেননা সে এমন একটি ইনভেস্টমেন্ট এর কথা শেয়ার করছে যার না আছে কোনো ভবিষ্যৎ বা না আছে কোনো ফান্ডামেন্টাল এনালাইসিস। হয়তো এরা বলে দিবে যে, এসব সাইট যেকোনো সময়ে স্ক্যাম করবে কিন্ত ভেবে দেখুন কেনো আপনি এসব সাইটে ইনভেস্ট করবেন, কেনোইবা এই কাজের জন্য উৎসাহ দিবেন?

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 13, 2022, 01:40:14 AM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।

আমি এর আগে মাই ইথার ওয়ালেট থেকে দেখেছিলাম যে, ফেল ট্রানজেকশন এর ক্ষেত্রেও যে ফি কেটে নেয় সে ফি আর কখনো ফেরত দেয় না। আমার মনে হয় সবগুলো ওয়ালেট একি পদ্ধতি অবলম্বন করতেছে। শুধুমাত্র এক্সচেঞ্জ সাইট এবং বেটিং সাইট এ ট্রানজেকশন না হলে ট্রানজেকশন ফি সহ ফেরত আসে।
member
Activity: 184
Merit: 65
March 12, 2022, 11:47:11 PM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 12, 2022, 01:03:57 PM
বাইন্যান্স অযথা কিছুই করবে না।
আপনি মনে হয় আমার পোস্টটা দেখেন নাই। আমি একজনকে কিছু ডগিকয়েন পাঠাইছিলাম বহু আগে যখন তার ভেলু ছিল 600 ডলার এর থেকেও কম। কিন্তু তারা ওই একি অ্যাড্রেস এ সেম ডগি পাঠায় এবং যখন পাঠায় তখন তার দাম ছিল 80 হাজার ডলার। যার কারণে ওই আমার একাউন্টে যে ডলার ছিল সব আটকে দেয়। আমি অ্যাকাউন্ট ট্রেস করতে পারি নাই। কাজেই ডগি কয়েন ফেরত পাই নাই। যার দরুন আমি আমার ডলার তুলতে পারি নাই। এক্ষেত্রে দোষটা কার? যদি আমি কোন হার্ডওয়ার ওয়ালেটে রাখতাম তাহলে আমায় এই সমস্যায় পড়তাম না।
আমার পোস্টটা এখান থেকে দেখতে পারবেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 12, 2022, 07:51:39 AM
এখন বাইনান্স নিজে থেকে যদি কোনো রিস্ট্রাইকশন না দেয় তবে আপাতত হ্যাকিং এর চিন্তা করছি না। তবুও কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না।
বাইন্যান্স অযথা কিছুই করবে না। তবে বলা তো যায় না কখন কি হয়। আমি জানি না আপনি কেমন লেনদেন করে বাইন্যান্স থেকে। যদি এমন হয় যে আপনি কাউকে পেমেন্ট পাঠিয়েছেন যেটা আপনি জানেন না কিসের এড্রেস, বাইন্যান্স অনুসন্ধান করে দেখলো সন্দেহজনক কিছু। আবার এমনও হতে পারে আপনি কারো কাছ থেকে পেমেন্ট নিয়েছেন কোন সার্ভিসের জন্য। কিন্তু যিনি পেমেন্ট করেছেন তার বিটিসি সোর্স সন্দেহজনক। সেক্ষেত্রে কিন্তু আপনার একাউন্ট লক করে দিতে পারে। গত কয়েক বছর আগে বাইন্যান্স এইরকম একটা কাহিনী করেছিল। একজন ব্যবহারকারীর লেনদেন এর সাথে তারা কয়েন মিক্সার ব্যবহারের সংযোগ পেয়েছিল। তখন তারা একাউন্ট লক করে দেয়। তবে পরবর্তীতে আমি ওই সংবাদের আর কিছু দেখি নি, মানে ফলো আপে ছিল না।
jr. member
Activity: 140
Merit: 1
March 12, 2022, 05:26:48 AM
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে পারি? প্রথমত, আমি যুদ্ধকে সমর্থন করছি না। আমিও ইউক্রেনকে সমর্থন করছি না। ক্ষুধার্ত মানুষ, শিশু মারা যাচ্ছে, মানুষ সংগ্রাম করছে, সবই যুদ্ধের সময় ঘটে। শুধু ইউক্রেনে নয়, যুদ্ধ হয়েছে এমন প্রতিটি দেশেই। আমি ভাবছি কেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে? কেন তারা খুব বিরক্ত? কেন তারা ইউক্রেনের জন্য দুঃখী হয়ে উঠল? একই ঘটনা ঘটেছে ফিলিস্তিনের ক্ষেত্রেও। ইসরায়েল ফিলিস্তিনের উপর একই কাজ করেছে এবং কতো মানুষ মারা গেছে এবং ইউক্রেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। বিশ্ব ফিলিস্তিনের জন্য দুঃখিত হওয়ার কথা এখন যেমন তারা ইউক্রেনের জন্য দুঃখিত। পশ্চিমা দেশগুলো কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি? আমি কি ভুল কিছু বলেছি?

যুদ্ধটা না হলে ভালো হতো। তবে, এই যুদ্ধের জন্য আমি বলব রাশিয়ার কোন দোষই নেই। অধিকাংশ দোষ রয়েছে পশ্চিমা বিশ্বের এবং বাকিটা ইউক্রেনের। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য পশ্চিমা রাই দায়ী। তারা মূলত ইউক্রেনকে ব্যবহার করে দুই পরাশক্তি জার্মানি ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করে উভয় দেশ কে ক্ষতি করার পাঁয়তারা করছে। যা জার্মানি বুঝতে পারছে না অথবা বোঝার চেষ্টা করছে না। কেননা 1914 সালে প্রথম বিশ্ব যুদ্ধ ও 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে দায়ী করা হয় তাই তৃতীয় বিশ্বযুদ্ধে (যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আরকি) তাহলে তার দায়ভার যাতে আবার জার্মানির উপর না পরে সেজন্য তারা মরিয়া।
এগ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার পরিকল্পনা এবং সবকিছু পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দিয়েছিল। ইউক্রেন পশ্চিমা দেশগুলো সাপোর্ট পেয়ে তারা রাশিয়ার সাথে যুদ্ধে নামে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে পশ্চিমা দেশগুলো যখন আমি নিয়েছে এখন এভাবেই তারা যুদ্ধ করছে।
রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে নামাতা ঠিক হয়নি বলে আমি মনে করি।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 11, 2022, 02:47:02 PM
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে পারি? প্রথমত, আমি যুদ্ধকে সমর্থন করছি না। আমিও ইউক্রেনকে সমর্থন করছি না। ক্ষুধার্ত মানুষ, শিশু মারা যাচ্ছে, মানুষ সংগ্রাম করছে, সবই যুদ্ধের সময় ঘটে। শুধু ইউক্রেনে নয়, যুদ্ধ হয়েছে এমন প্রতিটি দেশেই। আমি ভাবছি কেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে? কেন তারা খুব বিরক্ত? কেন তারা ইউক্রেনের জন্য দুঃখী হয়ে উঠল? একই ঘটনা ঘটেছে ফিলিস্তিনের ক্ষেত্রেও। ইসরায়েল ফিলিস্তিনের উপর একই কাজ করেছে এবং কতো মানুষ মারা গেছে এবং ইউক্রেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। বিশ্ব ফিলিস্তিনের জন্য দুঃখিত হওয়ার কথা এখন যেমন তারা ইউক্রেনের জন্য দুঃখিত। পশ্চিমা দেশগুলো কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি? আমি কি ভুল কিছু বলেছি?

যুদ্ধটা না হলে ভালো হতো। তবে, এই যুদ্ধের জন্য আমি বলব রাশিয়ার কোন দোষই নেই। অধিকাংশ দোষ রয়েছে পশ্চিমা বিশ্বের এবং বাকিটা ইউক্রেনের। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য পশ্চিমা রাই দায়ী। তারা মূলত ইউক্রেনকে ব্যবহার করে দুই পরাশক্তি জার্মানি ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করে উভয় দেশ কে ক্ষতি করার পাঁয়তারা করছে। যা জার্মানি বুঝতে পারছে না অথবা বোঝার চেষ্টা করছে না। কেননা 1914 সালে প্রথম বিশ্ব যুদ্ধ ও 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে দায়ী করা হয় তাই তৃতীয় বিশ্বযুদ্ধে (যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আরকি) তাহলে তার দায়ভার যাতে আবার জার্মানির উপর না পরে সেজন্য তারা মরিয়া।
sr. member
Activity: 476
Merit: 523
March 11, 2022, 01:53:18 PM
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।


হ্যাক তখনি হবে যখন আপনি আপনার পিসি বা মোবাইলে কোনো ম্যালওয়্যার থাকে বা একই পাসওয়ার্ড বিভিন্ন যায়গায় ব্যাবহার করেন। আমি আমার বাইনান্স এর ইমেইল কোথাও ব্যাবহার করি না। একাউন্ট এ টু ফেক্টর করা আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন সিষ্টেম তো আছেই। এখন বাইনান্স নিজে থেকে যদি কোনো রিস্ট্রাইকশন না দেয় তবে আপাতত হ্যাকিং এর চিন্তা করছি না। তবুও কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না।
আপনার ডজ কয়েন এর কারনে বাইন্যান্স লক হওয়ার ঘটনা আমার মনে আছে। এরকম অনেকের সাথেই হয়েছে। কিনতু দিন শেষে বাইনান্স বা কয়েনবেস অনেক বড় প্ল্যাটফর্ম। সুতরাং তাদের ওপর ভরসা করা একবারে খারাপ সিদ্ধান্ত নয়।
full member
Activity: 367
Merit: 136
March 11, 2022, 12:34:34 PM
আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
হার্ডওয়ার ওয়ালেট বড়লোকদের ব্যবহার করা জিনিষ, আমরা ত গরিব মানুষ। ২,৫ ডলার জমিয়েই আমি খুশি। কিন্ত দিন শেষে যদি কেউ লং র্টাম এর জন্য কেউ হোল্ড করতে চায় তাহলে আমি মনে করি হার্ডওয়্যার ওয়ালেট বেশি ভরসাপুর্ণ। ছোট-খাটো এমাউন্ট এর জন্য আমি হার্ডওয়্যার ওয়ালেট এর ব্যবহার এর প্রয়োজন নেই। আর এখন প্রায়ই শোনা যাচ্ছে যে, এক্সচেঞ্জ গুলো অনেক বিধি-নিষেধ দিচ্ছে, একটি উদাহরন দেখতে পারেনঃ https://bit.ly/3KDo1ru
এখন এমনও শোনা যায়, বাইনেন্সে কেউ ১০কে ডলার এর উপরে রাখতে নিষেধ করে। হয়তো কিছু রিস্ক থেকেই যায়।
আর দিন শেষে লং র্টাম হোল্ডিং এর পাশাপাশি অনেকের একটা শখের ব্যাপার হার্ডওয়্যার ওয়ালেট প্রতি কাজ করে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 11, 2022, 11:50:31 AM
আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
sr. member
Activity: 476
Merit: 523
March 11, 2022, 12:46:18 AM
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 11, 2022, 12:37:19 AM
আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আপনি হট ওয়ালেটে রাখা মানে আপনার ওয়ালেট অনলাইনে সংযোগ রয়েছে।
আপনি এক্সচেঞ্জে ট্রেডিং না করলে ফান্ড রাখা খুবই রিস্কি। যে কোন সময় কোন কারনে একাউন্ট লক করলে ভালো ঝামেলা পোহাতে হবে। উদাহরণ, কুকয়েনে ২ লাখ ৩০ হাজার ডলার নিয়ে আটকা পরছে। কিছুই করার নাই কারন "Not your keys, not your coins."
হার্ডওয়্যার ওয়ালেট আপনার ওয়ান টাইম বিনিয়োগ। সেটা আপনি অনলাইনে কানেক্ট না করেও লেনদেন করতে পারেন। মোবাইল ডিভাইস দিয়েও করতে পারেন। সব হার্ডওয়্যার ওয়ালেটে পিসি লাগে না। একটা হার্ডওয়্যার ওয়ালেট হ্যাক করার চেয়ে আপনার পিসি, মোবাইলে থাকা হট ওয়ালেট হ্যাক করা নিশ্চয়ই অনেক সহজ।
এইটা আমার ব্যক্তিগত মতামত বিভিন্ন ফ্যাক্টর এর ভিত্তিতে। আপনি ফ্যাক্টরগুলো যদি মনে করেন ততটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে আপনি হট ওয়ালেটকে অবশ্যই দৈনন্দিন লেনদেন এর জন্য ব্যবহার করতে পারেন।
আপনার প্রতিদিন লেনদেন ওয়ালেটে ৫০০ ডলার+ থাকা খুব আহামরি বেশি না। কিন্তু সেটা নিরাপদ রাখার জন্য আপনার অবশ্যই ১০০০০ টাকা খুব বেশি কিছু না।
আমি বলছি না হট ওয়ালেট মানেই হ্যাক হতে পারে। আমি এখনো হ্যাক এর শিকার হইনি তার মানে এইটা না যে হব না। এইরকম অনেক কেজ আছে যেখানে হট ওয়ালেটের হ্যাক হওয়ার ব্যাপার আছে। কিন্তু আপনি যদি হার্ডওয়্যার ওয়ালেটের রেশিও দেখেন, সেটা অবশ্যই অনেক কম হবে।
sr. member
Activity: 476
Merit: 523
March 10, 2022, 12:19:51 PM
একথা অনস্বীকার্য যে সব ধরনের ওয়ালেটই হ্যাক হতে পারে। তবে আপনি যদি সেই ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার না করেন তাহলে নিশ্চয়ই একটা হট ওয়ালেট ব্যবহার করবেন না।

আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 10, 2022, 08:08:22 AM
প্রতিদিনের ব্যবহারের জন্যে Hardware Wallet এর খরচ কেন বহন করতে হবে বুঝলাম না! তার জন্যে তো Mobile বা Laptop এর Software Wallet আছে।
মোবাইল ওয়ালেট কিংবা সফটওয়্যার ওয়ালেট হল হট ওয়ালেট যেগুলো অনলাইনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কেন আমি রিস্ক নিতে যাবো? একটা হার্ডওয়্যার ওয়ালেট থাকা মানে অফলাইনে ট্রাঞ্জেকশন সাইন করা যায়।
আপনার টাকা আপনি ভালো বোঝেন, আপনার কাছে রিস্কি মনে না হলে তো কিছু করার নেই। আর ডেইলি লেনদেন মানে যে সবার কাছে $১০০-২০০ ডলার তাও না। দৈনন্দিন প্রয়োজনের ওয়ালেটেও অনেক বেশি ফান্ড থাকতে পারে। পক্ষান্তরে, একটা হার্ডওয়্যার ওয়ালেটের দাম আর শিপিং খরচ নিয়ে ১১৫-১২০ ডলারের বেশি লাগে না। তাহলে কেন আমি অযথা একটা হট ওয়ালেট ব্যবহার করতে যাবো যেটা যেকোন সময় হ্যাকিং এর শিকার হতে পারে।

Quote
Hardware Wallet বা Paper Wallet এর প্রসঙ্গ তো তখনই আসে যখন কোনো Significant Amount দীর্ঘ সময়ের জন্যে সংরক্ষণের প্রয়োজনীয়তা আসে।
সেটা শুধুই পেপার ওয়ালেট এর জন্য। একটি হার্ডওয়্যার ওয়ালেট দৈনন্দিন জীবনে ওয়ালেট হিসেবে ব্যবহার করার জন্য পারফেক্ট একটা জিনিস।
Quote
Hardware Hacker রা যে Trezor hack করতে পারে, তার একটা live example share করলাম - https://www.youtube.com/watch?v=dT9y-KQbqi4

একথা অনস্বীকার্য যে সব ধরনের ওয়ালেটই হ্যাক হতে পারে। তবে আপনি যদি সেই ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার না করেন তাহলে নিশ্চয়ই একটা হট ওয়ালেট ব্যবহার করবেন না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
March 10, 2022, 07:39:01 AM
Hardware wallet কি ব্যক্তিগত স্তরে সত্যিই প্রয়োজন? Paper wallet কি cold storage এর জন্যে যথেষ্ট নয়?

আমি দীর্ঘদিনের paper wallet ব্যবহারকারী। কখনো কিন্তু Crypto খোয়া যায় নাই।

অপরদিকে, সময়ের সাথে সাথে hardware wallet এর একাধিক security risk কিন্তু আমাদের সামনে এসেছে। নিচের link এ এরকমই কিছু listed আছে। দেখতে পারেন।

https://en.bitcoin.it/wiki/Hardware_wallet#Security_risks


হার্ডওয়্যার ওয়ালেট ব্যক্তিগত কিংবা বানিজ্যিক দুই স্তরেই প্রয়োজন আমি মনে করি। আপনি পেপার ওয়ালেট থেকে তো আর প্রতিদিন লেনদেন করতে পারবেন না। এইটা দীর্ঘ সময় সংরক্ষণ এর জন্য ঠিক আছে। কিন্তু যারা প্রতিদিন লেনদেন করছে তাদের জন্য পেপার ওয়ালেট কোন কাজেরই না। হার্ডওয়্যার ওয়ালেটই সমাধান। আপনি যে তালিকা দিয়েছেন এইটা সম্ভাব্য ত্রুটির তালিকা।
প্রতিদিনের ব্যবহারের জন্যে Hardware Wallet এর খরচ কেন বহন করতে হবে বুঝলাম না! তার জন্যে তো Mobile বা Laptop এর Software Wallet আছে। সর্বক্ষণের Trader রা Exchange Wallet ও ব্যবহার করে থাকেন। Hardware Wallet বা Paper Wallet এর প্রসঙ্গ তো তখনই আসে যখন কোনো Significant Amount দীর্ঘ সময়ের জন্যে সংরক্ষণের প্রয়োজনীয়তা আসে।

আর যে list টা দিয়েছি, সেইটা Security Risk তো বলাই আছে। সম্ভাব্য ত্রুটি বা Probable Error list নয়।

Hardware Hacker রা যে Trezor hack করতে পারে, তার একটা live example share করলাম - https://www.youtube.com/watch?v=dT9y-KQbqi4
sr. member
Activity: 476
Merit: 523
March 09, 2022, 12:14:25 PM
ক্রিপ্টো জগতে বিটকয়েন, ডোজকয়েন এবং অন্যান্য আর্থিক পণ্যগুলি ধর্মীয় মুসলমানদের দ্বারা অনুমোদিত কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত করছে৷

এই বিতর্কের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছে বলতে পারেন? আমার মনে হচ্ছে কোনো মুসলিম দেশ থেকেই হয়তো বা হতে পারে। আমি জানিনা এটা কেনো অনুমোদন নিয়ে বিতর্ক হচ্ছে। প্রথমে আমার একটা প্রশ্ন থাকবে, ইসলাম কি শেয়ার বাজারকে অনুমোদন দেয়? উত্তর আমার জানা নেই তাই আমি বলতে পারছি না। যদি শেয়ার বাজার ইসলাম অনুমোদন না দেয়, তবে এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু আমি তখনই কথা বাড়াবো যখন আলেমরা বলবেন যে ইসলাম শেয়ার বাজার অনুমোদন দেয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হওয়ার কারণ কি? শেয়ার বাজার এবং ক্রিপ্টো কারেন্সির লাভ/লস বা দাম একই ভাবে বাড়ে কমে। যত বেশি চাহিদা থাকবে, দাম বাড়বে। আবার চাহিদা কমে গেলে বা মারকেট থেকে কেউ বড় পরিমান টাকা নিয়ে বেড়িয়ে গেলে দড় পতন হবে। সুতরাং শেয়ার বাজার যদি বৈধ হয়, ক্রিপ্টো কেনো বৈধ নয়?
newbie
Activity: 7
Merit: 10
March 09, 2022, 11:37:28 AM
ক্রিপ্টো জগতে বিটকয়েন, ডোজকয়েন এবং অন্যান্য আর্থিক পণ্যগুলি ধর্মীয় মুসলমানদের দ্বারা অনুমোদিত কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত করছে৷
full member
Activity: 367
Merit: 136
March 08, 2022, 02:23:33 PM
আমরা যদি কোনো কয়েন বা টোকেন এক এড্রেস থেকে অন্য এড্রেসে পাঠাই, তাহলে লেনদেন এর সব তথ্য যেমন; কোন এড্রেসে পাঠানো, কত এমাউন্ট এবং মেমো সহ সকল ধরনের তথ্য ব্লকচেইনে সংগ্রহ করা থাকে। যেকেউ চাইলে এসব তথ্য দেখতে বা সংগ্রহ করতে পারে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ট্রান্সপেরেন্সি আর ডিসেন্ট্রেলাইজড র্টাম বেশি লক্ষ করা গেলেও, অনেকের চোখে এই ট্রান্সপেরেন্সি ব্যাপারটি ভালো চোখে দেখে না। অনেকে তাদের ট্রানজেকশনের ডিটেলস পাবলিক্লি শেয়ার করতে চায় না। এই বিষয়টি মাথায় রেখে, অনেক ব্লকচেইন তাদের প্লাটর্ফমে Shielded Transaction সুবিধাটি ডেভেলপ করেছে। Shielded Transaction হচ্ছে মূলত এক ধরনের লেনদেন যা দুটি সূরক্ষিত এড্রেস বা Shielded Address এর মধ্যে হয়ে থাকে, এই ধরনের ট্রানজেকশনে এড্রেসের ঠিকানা, লেনদেনের পরিমাণ এবং মেমো ফিল্ডকে জনসাধারণের স্বচোখে আনে না।


একটি Shielded এড্রেস প্রেরক একটি এনক্রিপ্ট করা মেমো সংযুক্ত করতে পারে এবং ডিশিল্ডিং লেনদেনের প্রাপকরা তাদের ওয়ালেটে লেনদেনের রিসিটের মাধ্যমে প্রেরকের ঠিকানা সম্পর্কে জানতে পারবে৷
রিসিভার শুধুমাত্র তাদের এড্রেস ঠিকানায় যে পরিমানটি পাঠানো হয়েছে তা জানতে পারবে। জটিল মনে হচ্ছে? চলেন কিছু উদাহরন দেখে নেই।
Shielded Transaction পরিপ্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত সেরা বাস্তবায়ন দেখেছি Zcash-তে। Zcash-এ দুই ধরনের এড্রেস আছে, ট্রান্সপ্যারেন্ট এড্রেস এবং শিল্ডেড এড্রেস। Zcash প্রোটোকলের ট্রান্সপ্যারেন্ট এড্রেসগুলি বিটকয়েন প্রোটোকলের সমতুল্য এবং ফলস্বরূপ একইভাবে কাজ করে। ট্রান্সপ্যারেন্ট এড্রেসগুলি সর্বজনীনভাবে লেনদেনের ডেটা প্রকাশ করে এবং যেকোনো সময়ে Zcash ব্লকচেইনে দেখার সুযোগ থাকে।

বিপরীতে, সংরক্ষিত বা Shielded এড্রেসগুলি লেনদেনের ডেটাগুলো এনক্রিপ্ট করে এবং লেনদেনের বৈধতা যাচাই করার জন্য zkSNARKs তৈরি করা হয়। যখন আমরা ট্রান্সপ্যারেন্ট এড্রেসের সাথে সুরক্ষিত ঠিকানাগুলি বা Shielded এড্রেসগুলি তুলনা করি তখন এই Shielded এড্রেসগুলি একটি নতুন, উচ্চ স্তরের গোপনীয়তার পাশাপাশি নিরাপত্তা নিয়ে আসে। এই ধরনের ব্যখ্যার উপর ভিত্তি করে তিন ধরনের লেনদেন হয়ে থাকে।

পাবলিক অ্যাড্রেস থেকে শিল্ডড অ্যাড্রেস লেনদেন: পাবলিক অ্যাড্রেসের তথ্য পাবলিক এবং শিল্ডেড অ্যাড্রেসের তথ্য লুকানো থাকে। যেমনঃ https://blockchair.com/zcash/transaction/de1d78ee310ba2c9fbeb13881f431fdc8b55aa5f79e61dd3c294177401878f11
শিল্ডেড অ্যাড্রেস থেকে শিল্ডেড অ্যাড্রেস লেনদেন: প্রেরক এবং প্রাপকের ঠিকানা এবং লেনদেনের পরিমাণ লুকানো থাকে। যেমনঃ https://blockchair.com/zcash/transaction/35f6674a1691f21aff6a3819467dbba82aaebf061d50c6ac55f39fbeae73b9a6
শিল্ডেড অ্যাড্রেস থেকে পাবলিক অ্যাড্রেস লেনদেন: শিল্ডেড অ্যাড্রেসের তথ্য লুকানো থাকে, পাবলিক অ্যাড্রেসের তথ্য পাবলিক হয়ে থাকে। যেমনঃ https://blockchair.com/zcash/transaction/218f5cee4aa8d3469ea0e4cd49fc0b5b60e3d53fcff9392384a2c137fc48ea45



Shielded এড্রেসগুলি নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য রয়েছে:
১.প্রাইভেট কী এর গঠন ভিন্ন হয়ে থাকে, যার মধ্যে একটি রুট কী (sk) এবং অন্যান্য কী এর থেকে প্রাপ্ত বিভিন্ন ফাংশন কাজ করে।
২.লেনদেনের নির্দিষ্ট তথ্য চেইনে লুকানো থাকে এবং শুধুমাত্র প্রাইভেট কী গুলির মাধ্যমে এ তথ্যগুলো দেখা যায়।
৩.কোন রিসোর্স মডেল নেই, অর্থাৎ ঠিকানায় কোনো ব্যান্ডউইথ এবং শক্তি নেই এবং লেনদেন ব্যান্ডউইথ এবং শক্তি ব্যবহার করে না।
newbie
Activity: 4
Merit: 0
March 08, 2022, 12:31:42 PM
ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়া এবং ইউক্রেনের কাগজের টাকার প্রচলন বন্ধ।

ইউক্রেন যুদ্ধে একে অপরের মধ্যে মুদ্রা টান্সফার করা বন্ধ হয়ে গেছে। কারণ ইউক্রেনের বেশিরভাগ ব্যাংক বিধ্বস্ত ।

ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়া এবং ইউক্রেনের কাগজের টাকার প্রচলন বন্ধ। এইক্ষেত্রে ইউক্রেনের সরকার প্রধানরা সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন থেকে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো তারা ০৩ টি ক্রিপ্টোকারেন্সি কি বৈধ ঘোষণা দিয়েছে। সেই ক্রিপ্টোকারেন্সিগুলি হচ্ছে :-
০১) BTC
০২)ETH
০৩)USDT

আর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটাকে একটি আলোড়ন হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার সুইফট ব্যবস্থা বন্ধ করা হয়েছে। আর সুইফট ব্যবস্থা বন্ধ থাকাতে আমেরিকা ও ইউরোপে রাশিয়াতে ব্যাংকিং ট্রানজেকশন নিষিদ্ধ ঘোষণা করেছে। আর তাই এখন কেউ আর রাশিয়া থেকে অন্য দেশে বা অন্যদেশ থেকে রাশিয়াতে কোন মুদ্রা স্থানান্তর করতে পারবে না।

এই ক্ষেত্রে রাশিয়ার সরকার প্রধান বলেছে, রাশিয়ায় বিটকয়েন এখন থেকে বৈধ ও মুদ্রা স্থানান্তরের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দেওয়া হলো এবং এখন থেকে ক্রিপ্টোকারেন্সিতেই মুদ্রার স্থানান্তর হবে।

বিশেষ দ্রষ্টব্য :- আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই যুদ্ধের ফলে যদি তেমন ব্যাপক ক্ষয়ক্ষতি নাও হয় তবু প্রচলিত কাগজে টাকার উপর একটা বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ।
               
sr. member
Activity: 476
Merit: 523
March 06, 2022, 08:59:11 AM
আমার জানতে ইচ্ছে হচ্ছে আদৌ কি ক্রিপ্টোকারেন্সিতে বিধিনিষেধ জারি করা সম্ভব?এর আগে কখনো এমন হয়েছিল?যদি বিধিনিষেধ কার্যকর হয় তাহলে নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি জগতে বড় ধরনের দরপতন হবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া কি যায়?
ওইরকম নিষেধাজ্ঞা এপ্লাই করলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো শুধু লসের সম্মুখীন হবে। আর কেউ না। লেনদেন এর জন্য ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে, স্টাবল কয়েনের জন্য ডিসেন্ট্রালাইজড স্টাবল কয়েন (DAI) আছে। তাহলে নিষেধাজ্ঞা জারি করবে কোথায়? হয়ত সাময়িক অসুবিধা হবে। কিন্তু খুব বেশি প্রভাব পরবে না।

গত ২-৩ দিন আগের একটা নিউজ আপনারা দেখেছেন কি-না জানি না। পুতিন সাহেব নতুন এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রাশিয়া থেকেকেউ ১০ হাজার ডলারের বেশি নিয়ে বাইরে যেতে পারবে না। আবার অন্য দিকে আন্তর্জাতিক সুইফট ব্যাবস্থা থেকে রাশিয়াকে সাস্পেন্ড করা হয়েছে যার ফলে রাশিয়ার কারেন্সি রাবল প্রায় ২৫% মূল্য হ্রাস হয়েছে। আর এই কারনে মূলত পুতিন সাহেব ওইরকম সিদ্ধান্ত নিয়েছে। নয়তো রাশিয়া খুব শীগ্রই আর্থীক সংকটে পড়তে পারে। যদিও ক্রিপ্টো কারেন্সি এই সম্ভাবনা অনেকটা দূর করে দিতে পারে, তবুও মস্কো ক্রিপ্টো তে ভরসা করছে না বলেই মনে হয়েছে। আর তার প্রতিফলন হচ্ছে নতুন নতুন নিষেধাজ্ঞা।
Jump to: