Author

Topic: বাংলা (Bengali) - page 329. (Read 5693653 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 31, 2022, 11:03:01 AM
এক সপ্তাহ ধরে দেখতেসি মার্কেটের অবস্থা ভালই যাচ্ছে , বিটকয়েন  প্রায় ১০%   পাম্প করেছিল ,  সাথে সাথে ইথারিয়াম ও ভালোই পাম্প করেছে ।  কিন্তু আজকে থেকে দেখতেছি বিটকয়েন আবার একটু ডাউন খেতেছে ,  সংবাদ শুনলাম যে "মালয়েশিয়ায়  ৬০০  এর কাছাকাছি  লোক অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে মাইনিং করার জন্য " আপনাদের কি মনে হয় এটার  জন্য কি মার্কেটের অবস্থা নিচে যাবে ?
full member
Activity: 367
Merit: 136
March 31, 2022, 03:35:21 AM
(Degen is short for degenerate), এই ক্রিপ্টো র্টামটি এমন ট্রেডারকে বোঝানো হয়েছে যিনি সত্যিকার অর্থে কোনো এনালাইসিস না করেই, যেকোনো ক্রিপ্টো প্রজেক্টগুলিকে চরম মাত্রায় আত্মবিশ্বাসে বিশ্বাস করে।



আরো ক্লিয়ার করে বললে, Degen ট্রেডিং বা Degen মোড হল যখন একজন ট্রেডার যথাযথ রির্সাচ কিংবা গবেষণা ছাড়াই ট্রেড, সিগন্যাল এবং FOMO তে পড়ে ট্রেড করে। একজন ডিজেন ট্রেডার FDV বা TVL-এর মতো মেট্রিক্স সম্পর্কে জানেন না বা কোনো তোয়াক্কা করেন না। আপনি সম্ভবত Degen মানসিকতা কখনই বুঝতে পারবেন না। তারা অত্যন্ত ঝুঁকি গ্রহণকারী যারা প্রযুক্তিগত বিশ্লেষণের পরিবর্তে তাদের বিশ্বাসের জন্য বিনিয়োগ করে। যেকোন সুন্দর লোগো, দুর্দান্ত স্লোগান, বা এমনকি চমৎকার ধারণাগুলি তাদের বিশ্বাস করার জন্য একক নির্ধারক ফ্যাক্টর হতে পারে।

কখনোই Degen ট্রেডার হবেন না, প্রতিটা ইনভেস্টমেন্ট ফান্ডামেন্ট্যাল এনালাইসিস করে তারপর ইনভেস্ট করুন।
সোর্সঃ What is Degen
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2022, 10:54:17 PM
এটি আহামোরি কোনো সিকুরিটি বা অনেকটা সেফটি থাকবে এমনটি কিন্ত না, এই ব্যপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত।
যেহেতু আপনি সবকিছুই আসলে অনলাইনে বা আপনার ডিভাইস অনলাইনে রেখে করা লাগব, এইটা কোনভাবেই সিকিউর হতে পারে না। আপনি যেটা করেছেন সেটা এমনে পিসিতে ওয়ালেট ফাইল ক্রিয়েট করার মতই। শুধু ওয়ালেট ফাইলটা আপনি পেনড্রাইভে রেখে দিচ্ছেন। তবে, কিছুটা সিকিউর করতে আপনি ওয়ালেট ফাইলকে এনক্রিপ্টেড করতে পারেন। কিন্তু যেহেতু এইখানে সিড কী আছে, ওয়ালেট ফাইলের আসলে দরকারও হয় না।
আশা করি আমার পয়েন্ট বুঝতে পেরেছেন।

তবে এখন প্রশ্ন হলো যে, কে পাবে সেই $৫? তাহলে আমি বলছি কে পাবে সেই ডলার। $৫ ডলার একইসাথে দুইজনকে পাঠাবে। আর তখন ব্লকচেইনে একটি পুল তৈরী হবে। তারপর দুই এড্রেসে $৫ নেওয়ার জন্য মাইনিংরা ব্লক তৈরী করবে। যে মাইনার আগে মাইনিং করতে পারবে সে $৫ পেয়ে যাবে, আর অন্য দোকানের ট্রানজেকশন তখন বাতিল হয়ে যাবে। কারন, ব্লকচেইন অবৈধ ট্রানজেকশন এর তথ্য মুছে ফেলে দেয়। তাই আমাদের ক্রিপটো মুদ্রা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
এইখানে আপনার আসলে ভুল হয়েছে। ডাবল স্পেন্ডিং মানে আসলে একই ইনপুটকে দুইবার ব্যবহার করা বোঝায় সহজ ভাষায় বললে। এর জন্য আপনাকে জানতে হবে ইনপুট এবং আউটপুট কি। বিস্তারিত এইখানে দেখুন- https://bitcointalksearch.org/topic/m.51289995
একই ইনপুট ব্যবহার করে প্রথমে ধরে নিলাম কেউ আপনাকে ১ সাতশি পার বাইটে ট্রাঞ্জেকশন রিলিজ করলো। কিন্তু কারেন্ট নেটওয়ার্ক এ ফি বেশি হলে সেটা সাথে সাথে কনফার্ম হবে না কিংবা নতুন ব্লক না পাওয়া পর্যন্ত কনফার্ম হবে না। সেক্ষেত্রে, প্রেরক ওই একই ইনপুট ব্যবহার করে মনে করুন ১০ সাতশি পার বাইটে অন্য এড্রেসে পাঠালো। যখন লেনদেনটি ব্লকে এড করবে মাইনিং প্রসেস, তখন যেখানে ফি বেশি সেটাই গ্রহণযোগ্য হবে এবং পরের লেনদেন ইনভ্যালিড হয়ে যাবে। কারণ ওইখানে একই ইনপুট আর খুজে পাবে না মাইনার।
jr. member
Activity: 99
Merit: 4
March 30, 2022, 08:18:06 PM
ডাবল স্পেনডিং কি? 😇

ক্রিপটো মুদ্রা দিয়ে ডাবল স্পেনডিং করা সম্ভব। তাই আজ আমি আপনাদের মাঝে ডাবল স্পেনডিং নিয়ে আলোচনা করবো।

প্রকৃতপক্ষে, ডাবল স্পেনডিং হচ্ছে দুইবার খরচ করা বা ব্যয় করা। এর মানে হলো, আপনি $৫ ডলার একসাথে দুইবার খরচ করবেন। সহজ করে যদি বলি তাহলে হলো, আপনার কাছে $৫ আছে, কিন্তু আপনি দুইজনকেই $৫ করে প্রদান করবেন। কিন্তু, আপনার দুইজনকে $৫ করে পাঠাতে হলে আপনার মোট $১০ লাগবে। কিন্তু আপনার কাছে রয়েছে $৫। আর এই $৫ ডলার দুইজনকে একইসাথে প্রদান করার নামই হচ্ছে ডাবল স্পেনডিং।

ক্রিপটো বিশ্বে ডাবল স্পেনডিং করা সম্ভব, কিন্তু অফলাইনে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন না। কারন, আপনি যদি অফলাইনে কিছু ক্রয় করেন তাহলে আপনাকে সাথে সাথে টাকা প্রদান করতে হয়। অফলাইনে ডাবল স্পেনডিং করার কোনো সুযোগই থাকেনা। তবে ক্রিপটো মুদ্রা দিয়ে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন সহজেই।

উদাহরণঃ ধরুন, আপনি একজন ক্রেতা। আর আপনি একটি কসমেটিকস এর শো রুমে গিয়েছেন। আর সেখানে যেয়ে আপনি বডি পারফিউম কিনবেন। আপনি একটি দোকানে গেলেন আর সেই দোকানের পারফিউম ভালো লেগেছে আপনার। কিন্তু আপনি আরেকটি দোকানে প্রবেশ করলেন আর আরেকটি পারফিউম আপনার ভালো লেগেছে। আর তখন আপনি দুই দোকানের দুটি পারফিউম কিনতে চাইলেন। ধরুন পারফিউম দুইটির দামই $৫ করে, আর দুটি পারফিউম কিনতে হলে আপনার লাগবে $১০। কিন্তু আপনার কাছে $৫। আর তখন আপনি দুটি পারফিউম কিনবেন, তখন আপনি দুই পারফিউম অর্ডার করলেন আর দুই দোকানের ক্রিপটো এড্রেসে একইসাথে $৫ ক্রিপটো মুদ্রা বা বিটকয়েন সেন্ড করলেন। আর তখন তাদের ওয়ালেটে নোটিফিকেশন চলে যাবে। আর এভাবেই আপনি একই অর্থ দুইবার ব্যবহার করতে পারবেন।

তবে এখন প্রশ্ন হলো যে, কে পাবে সেই $৫? তাহলে আমি বলছি কে পাবে সেই ডলার। $৫ ডলার একইসাথে দুইজনকে পাঠাবে। আর তখন ব্লকচেইনে একটি পুল তৈরী হবে। তারপর দুই এড্রেসে $৫ নেওয়ার জন্য মাইনিংরা ব্লক তৈরী করবে। যে মাইনার আগে মাইনিং করতে পারবে সে $৫ পেয়ে যাবে, আর অন্য দোকানের ট্রানজেকশন তখন বাতিল হয়ে যাবে। কারন, ব্লকচেইন অবৈধ ট্রানজেকশন এর তথ্য মুছে ফেলে দেয়। তাই আমাদের ক্রিপটো মুদ্রা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

আমি আরেকটু উদাহরণ দেয়, যখন আমরা ডিপোজিট করি তখন দেখতে পায় যে কনফার্মেশন দেখায়। যদি কনফার্মেশন সম্পূর্ণ না হয়, তাহলে ট্রানজেকশন বাতিল হয়ে যাবে।

সুতরাং, ডাবল স্পেনডিং এর স্বীকার আমরাও হতে পারি। তাই আমরা কনফার্মেশন সম্পূর্ন না হওয়া পর্যন্ত কোনো কিছু প্রদান করবো না।
আমার অরজিনাল পোস্ট লিংকঃ https://read.cash/@Rashed8/dabl-spending-ki-c43023b0
তথ্যের সোর্সঃ khutinati.com
full member
Activity: 367
Merit: 136
March 30, 2022, 02:42:53 PM
যারা ক্রিপ্টোতে কাজ করে হয়তো অনেকেরই শখের একটা ব্যপার থাকে যে নিজের একটা হ্যাডওয়ার ওয়ালেট থাকুক। আর সেটি আমর ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। ওই পরিপেক্ষিতেই একটা USB Pendrive কে হ্যাডওয়ার ওয়ালেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করলাম। হয়তো অনেকে জানেন এই ব্যপারে, কিন্ত যারা জানেন না, তারাও আমার মত শখের জায়গাটি পুরণ করতে পারেন।


আমি আজকে এই পেনড্রাইভটি ক্রয় করছি,(৬০০ রাখছে Transcend এর ৩২ জিবি)। বাসায় এসেই পাগ্ল-ইন করলাম।
টিউটেরিয়ালটি একদম সহজ, আপনি একটা ওয়ালেট পিসিতে ইন্সটল দিবে, আর সেটির স্টোরেজ পেনড্রাইভ তে সেভ করবেন। পরবর্তীতে সে পেনড্রাইভ থেকেই আপনি স্টোর করতে পারবেন।
আমি ওয়ালেট হিসেবে Coinomi ওয়ালেট ব্যবহার করেছি। ইউন্ডোজ ভার্সন ডাউনলোড করে ওপেন করলাম


এখন ব্রাউজের এ ক্লিক করে স্টোরেজ ফাইলগুলো আপনার পেনড্রাইভে সেভ করতে হবে,


তারপর সব ওকে দিয়ে রান করাবেন। প্রথমে দুইটি অপশন আসবে; Create a new wallet and Restore wallet। আমি নতুন করে তৈরি করার জন্য, Create a new wallet এ ক্লিক করলাম এবং সিড-ফেজ টি সেভ করে রাখলাম। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন, কোন কয়েন আপনি ওয়ালেটে রাখতে চান, পছন্দীয় কয়েনগুলিকে সিলেক্ট করে ওয়ালেট ওপেন করুন।
এখন আমর সামনে, ওয়ালেট ওপেন করা আছে, এখন টপ-আপ করার পালা।
(আপনি ওয়ালেটটি পেনড্রাইভে সেভ করলে, শুধু পেনড্রাইভ পাগ্ল-ইন করলেই ওয়ালেটটি ওপেন হবে)


এটি আহামোরি কোনো সিকুরিটি বা অনেকটা সেফটি থাকবে এমনটি কিন্ত না, এই ব্যপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। আর অনেকেই coinomi এর ওয়ালেট পছন্দ না, এক্ষেত্রে Atomic wallet ব্যবহার করতে পারেন। (Atomic wallet ব্যবহারের জন্য Ubuntu ইন্সটল করা লাগে)।
আপনার ইন্টারনেট কানেকশন চলে গেলে, ওয়ালেট অফলাইনে পোর্টফোলিও দেখাবে। আর ইন্টারনেট কানেকশন ফেরত আসলে, ওয়ালেট আপডেট হয়ে যাবে।

বিঃদ্রঃ এটি শুধুমাত্র শখের জন্য করতে পারেন, এর বেশি কোনোকিছু হ্লোডিং করবেন না, এতে হারানোর সম্ভবনা আছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2022, 09:12:47 AM
হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
হার্ডওয়্যার ওয়ালেট আনতে কোন ঝামেলা হয় না। আমি এখনো দেখিনি আসলে। সেইফপাল আমি নিজে আনিয়েছি। একবারে আমার পোস্ট অফিসে যাওয়ার আগে আমাকে কোন কিছুই করতে হয় নি। এছাড়া, এইখান থেকে একজন ট্রেজর এনেছেন। কাস্টমস থেকে ফি এর জন্য যোগাযোগ করা হয়। উনি ফি দিলে উনার ওয়ালেট পাঠিয়ে দেয়া হয়।
DIY কি? আমার মনে হয় dkbit এর একটা থ্রেডে দেখেছিলাম কিন্তু মনে পড়ে না।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 30, 2022, 02:34:50 AM
হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
যে সময় আলোচনা হয়েছিল তখন শুনেছিলাম বাংলাদেশ হার্ডওয়ার ওয়ালেট আনলে তেমন কোনো সমস্যা হয় না। কাজেই আপনি যদি হার্ডওয়ার ওয়ালেট আনান বা আনতে চান, তাহলে হয়তো আপনারও তেমন কোনো সমস্যা হবে না। যাই হোক আপনি নিজে হার্ডওয়ার বানাতে পারলে আপনার জন্য সুবিধাই হবে। এবং সেটা বাংলাদেশী হিসেবে আমাদের জন্য গর্বের বিষয় পরিণত হবে। আশা করি আপনি সাফল্য অর্জন করবেন এবং বাংলাদেশীদের মুখ উজ্জল করবেন।
full member
Activity: 367
Merit: 136
March 30, 2022, 01:36:33 AM

মোবাইল ওয়ালেট কিংবা সফটওয়্যার ওয়ালেট হল হট ওয়ালেট যেগুলো অনলাইনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কেন আমি রিস্ক নিতে যাবো? একটা হার্ডওয়্যার ওয়ালেট থাকা মানে অফলাইনে ট্রাঞ্জেকশন সাইন করা যায়।
আপনার টাকা আপনি ভালো বোঝেন, আপনার কাছে রিস্কি মনে না হলে তো কিছু করার নেই। আর ডেইলি লেনদেন মানে যে সবার কাছে $১০০-২০০ ডলার তাও না। দৈনন্দিন প্রয়োজনের ওয়ালেটেও অনেক বেশি ফান্ড থাকতে পারে। পক্ষান্তরে, একটা হার্ডওয়্যার ওয়ালেটের দাম আর শিপিং খরচ নিয়ে ১১৫-১২০ ডলারের বেশি লাগে না। তাহলে কেন আমি অযথা একটা হট ওয়ালেট ব্যবহার করতে যাবো যেটা যেকোন সময় হ্যাকিং এর শিকার হতে পারে।


হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
jr. member
Activity: 99
Merit: 4
March 29, 2022, 10:42:34 AM
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।

আমিও সেটা অনুমান করেছিলাম।হাহা বিষয়টা মজার।ধন্যবাদ সেবা প্রদান করার জন্য।


আপনার পোষ্ট পরে আমি বলদ হয়ে গেছি। আপনি কি অনুমান করেছেন আপনিই ভালো জানেন। কোন বিষয়টা আপনার কাছে মজার মনে হয়েছে? আর কে আপনাকে কি সেবা প্রদান করেছে? আপনার পোষ্ট পড়ে হাসবো নাকি কাদবো সেটাই বুঝতে পারতেছি না  Cry। উনি বলেছেন, পর পর ১ টির বেশি পোষ্ট করবেন না। এটা ফোরামের নিয়মের বাইরে। আপনার পোষ্ট একজন মডারেটর অলরেডি মার্জ করে দিয়েছে। এই কাজটি ভাই আপনাকে না করার জন্য বলেছে। তবুও আপনি সেটাই করছেন  Huh, আবার বিষয়টা আপনার কাছে মজাও লেগেছে  Grin Grin

জি বুঝতে পেরেছি। আমার একের পর এক পোস্ট করা ভুল হয়েছে। আশা করছি আর হবেনা।
sr. member
Activity: 476
Merit: 523
March 29, 2022, 07:03:09 AM
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।

আমিও সেটা অনুমান করেছিলাম।হাহা বিষয়টা মজার।ধন্যবাদ সেবা প্রদান করার জন্য।


আপনার পোষ্ট পরে আমি বলদ হয়ে গেছি। আপনি কি অনুমান করেছেন আপনিই ভালো জানেন। কোন বিষয়টা আপনার কাছে মজার মনে হয়েছে? আর কে আপনাকে কি সেবা প্রদান করেছে? আপনার পোষ্ট পড়ে হাসবো নাকি কাদবো সেটাই বুঝতে পারতেছি না  Cry। উনি বলেছেন, পর পর ১ টির বেশি পোষ্ট করবেন না। এটা ফোরামের নিয়মের বাইরে। আপনার পোষ্ট একজন মডারেটর অলরেডি মার্জ করে দিয়েছে। এই কাজটি ভাই আপনাকে না করার জন্য বলেছে। তবুও আপনি সেটাই করছেন  Huh, আবার বিষয়টা আপনার কাছে মজাও লেগেছে  Grin Grin
jr. member
Activity: 99
Merit: 4
March 28, 2022, 11:27:20 PM
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।

আমিও সেটা অনুমান করেছিলাম।হাহা বিষয়টা মজার।ধন্যবাদ সেবা প্রদান করার জন্য।



বিটকয়েন ক্যাশ ব্যবহারের সুবিধাঃ

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিবন্ধন শুরু করছি। আজকের টপিক হলো বিটকয়েন ক্যাশ নিয়ে। তাই দেরী না করে আমি এখন শুরু করতে যাচ্ছি।

বিটকয়েন ক্যাশ সম্পর্কে পরিচিতিঃ বিটকয়েন ক্যাশ আগস্ট মাসের ২০১৭ সালে তৈরা করা হয়। বিটকয়েন ক্যাশ মূলত বিটকয়েন এর ফর্ক। বিটকয়েন ক্যাশ এর আলাদা ব্লকচেইন রয়েছে, বিটকয়েন ক্যাশ বিটকয়েন থেকে বেশী সুবিধা প্রদান করে। বিটকয়েন এর নানারকম সমস্যার কারনে বিটকয়েন ক্যাশ ফর্ক তৈরী করা হয়। আবার, বিটকয়েন ক্যাশ থেকে আরো তিনটি ফর্ক তৈরী হয়।

বিটকয়েন ক্যাশ তৈরীর মূল কারনঃ বিটকয়েন ক্যাশ মূলত বিটকয়েন এর উচ্চ ট্রানজেকশন ফি ও অতিরিক্ত সময় প্রয়োজন হতে ট্রানজেকশন হতে। তাই, এসব কারনে বিটকয়েন ফর্ক তৈরী করা হয়।

বিটকয়েন ক্যাশ এর সুবিধাঃ বিটকয়েন ক্যাশ একটি ভালো মুদ্রা। বর্তমানে বিটকয়েন ক্যাশ এর চাহিদা ও ব্যবহার বেড়ে যাচ্ছে। বিটকয়েন ক্যাশ দিয়ে দ্রুত ট্রানজেকশন করা যায় এবং খুব সস্তা ফি দিয়ে ট্রানজেকশন করা যায়। যারা ক্রিপটো মুদ্রা ব্যবহার করে তারা সবসময় ট্রানজেকশন করার জন্য এমন মুদ্রা খুজেন,যে মুদ্রা দিয়ে দ্রুত ও সস্তা ফি দিয়ে ট্রানজেকশন করা যায়। আর এইসব সুবিধার কারনে বিটকয়েন ক্যাশ সকলের কাছে জনপ্রিয়।

বিটকয়েন ক্যাশ এর বৈশিষ্ট্যঃ

ব্লক সাইজঃ বিটকয়েন ক্যাশ যখন তৈরী হয় তখন এর ব্লক সাইজ ২ মেগাবাইট ছিলো। কিন্তু কয়েল মাস পরেই বিটকয়েন ক্যাশ এর ব্লক সাইজ ৮ মেগাবাইটে রুপান্তরি করা হয়। কিন্তু বর্তমানে বিটকয়েন ক্যাশ ব্লক সাইজ হলো ৩২ মেগাবাইট। যার ফলে, বিটকয়েন ক্যাশ দিয়ে দ্রুত লেনদেন করা যায়। ব্লক সাইজ বেশী হওয়ার ফলে ব্লকচেইনে কোনো ট্রানজেকশন আটকে থাকেনা। এর ফলে বিটকয়েন ক্যাশ ব্যবহারকারীরা দ্রুত ট্রানজেকশন করতে পারে।

ট্রানজেকশনঃ বিটকয়েন ক্যাশ এর ট্রানজেকশন ফি খুবই সস্তা। আপনি যদি বিটকয়েন ক্যাশ দিয়ে ট্রানজেকশন করেন তাহলে খুব দ্রুত ও সস্তা ট্রানজেকশন করতে পারবেন। ব্লক সাইজ বেশী হওয়ার ফলে দ্রুত ও সস্তা ট্রানজেকশন করা যায়। ট্রানজেকশন ফি $০.০৫-$০.১০ এর মতো হয়। তবে এটি সকলের কাছেই খুবই সস্তা ট্রানজেকশন ফি।

পেমেন্ট মেথডঃ বিটকয়েন ক্যাশ দিয়ে দ্রুত ও সস্তা ট্রানজেকশন করা যায়। যার ফলে অনেক মার্চেন্ট বিটকয়েন ক্যাশ দিয়ে পেমেন্ট গ্রহন করা শুরু করেছে। অনেক শপিংমল ও রেস্টুরেন্টে বিটকয়েন ক্যাশ দিয়ে পেমেন্ট গ্রহন করে।দিন দিন বিটকয়েন ক্যাশ ব্যবহার বেড়ে যাচ্ছে।

সুতরাং, বিটকয়েন ক্যাশ বর্তমানে জনপ্রিয় মুদ্রা। বিটকয়েন ক্যাশ ভবিষ্যতে আমাদের জন্য লাভজনক হবে।তাই আমরা বিটকয়েন ক্যাশ ব্যবহার করবো এবং বিটকয়েন ক্যাশ এর সুবিধা ভোগ করবো।

আমার অরিজিনাল পোস্ট লিংকঃ https://read.cash/@Rashed8/bitkyen-kzas-bzbharer-upkarita-f064c7f9



[moderator's note: consecutive posts merged]
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 28, 2022, 11:20:14 PM
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।
jr. member
Activity: 99
Merit: 4
March 28, 2022, 09:28:12 PM
@Cleaner00
Exodus ওয়ালেট সম্পর্কে আমার ধারনা নেই। তবে ট্রাস্ট ওয়ালেট আর কয়েনমি ওয়ালেট এত মধ্যে ট্রাস্ট ওয়ালেটই ভালো। কয়েনমি ওয়ালেট সম্পর্কে কিছু বাজে টপিক এই ফোরামে রয়েছে যেগুলো থেকে দেখা যায় এইটা খুব ভালো না। তাই ব্যবহার করার সময় সবার সতর্ক হয়েই ব্যবহার করা উচিত।
আর আমার ব্যক্তিগত মতামত, ৫০০/১০০০ ডলারের ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে থাকলে সেটার জন্য হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করাই শ্রেয়।
ধন্যবাদ ভাই। তবে ট্রাস্ট ওয়ালেট সকলের কাছে। আমিও নিজেও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। আর মনে করি, ট্রাস্ট ওয়ালেট সকলের প্রিয়।



~Snip~

ভাই আপনার পোষ্ট গুলো ভালো লেগেছে। আমার একটা প্রশ্ন আছে। এই লেখা গুরোর অরিজিনাল লেখক কে? এগুলো কি আপনার নিজের লেখা? যদি আপনার নিজের লেখা হয়ে থাকে, তবে দয়া করে ফোরামে একটিভ হয়ে যান। আপনার র‌্যাংক বাড়তে সময় লাগবে না। আর যদি লেখা গুলো আপনার না হয়ে থাকে, তাহলে দয়া করে সোর্স লিংক গুলো এড করে দিবেন। নয়তো এটাকে Plagiarism হিসেবে দেখা হবে এবং আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে একই সাথে ২ টি পোষ্ট করবেন না।
ধন্যবাদ  naimo27 ভাই। মূলত আমি গুগল ও ইউটিউব রিসার্চ করেছি। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে এসব লিখেছি। আমি কপি পোস্ট করিনা। সতর্ক ও উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ।
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে।




সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান।

রিক্স বলতে কোনটাকে বুঝিয়েছেন  মানে আমি বলতে চাচ্ছি যে, আমি এমন কয়েনের উপর ইনভেস্ট করলাম সেটায়  মূল্য কমে গেল  ,এটাই কি শুধু একমাত্র রিক্স ?  নাকি আরো কোন রিক্স রয়েছে ?

যদি এটাই শুধু একমাত্র রিক্স হয়ে থাকে তাহলে ধরেন আমি এমন কোন ইনভেস্ট করলাম যেটায় পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়বে , তাহলেতো এই দিক কাটিয়ে ওঠা গেল--

আপনি ক্রিপটোতে যাই করেন সেখানেই ঝুকি রয়েছে।তবে ঝুকি এড়াতে আমাদের অনেক কিছু জানতে হবে।আপনি যদি ক্রিপটো বিশ্ব সম্পর্কে ধারনা কম রাখেন তাহলে আপনি বিনিয়োগ করে ততটা ফায়দা করতে পারবেন না।কারন আপনার ক্রিপটো সম্পর্কে জ্ঞান কম। আপনি একটা কথা বলেছেন যে, আমি কয়েন এর উপর ইনভেস্ট করবো আর  দাম কমে গেলে তা ধরে রাখবেন, আর দাম বাড়ার জন্য অপেক্ষা করবেন। তবে যদি এরকম তাহলে লসের মুখে পড়বেন। ক্রিপটোতে বিনিয়োগ করার জন্য সবসময় আপনার থেকে যে ভালো জানে তার পরামর্শ নিবেন। তবে কোনো কয়েন এর উপর বিনিয়োগ করার আগে কয়েন সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে হবে। সকল দিক ভালো লাগলে বিনিয়োগ করতে পারেন। আর যদি বিনিয়োগ করার পর দাম কমে যায় তাহলে সেই কয়েন থেকে বের হয়ে যাবেন। আর যখন প্রফিট পাবেন তখনও সেই কয়েন থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। তবে বেশী লাভের আশায় ফাদে পড়বেন না। আশা করি কিছু হলেও বুঝতে পেরেছেন।

[moderator's note: consecutive posts merged]
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 28, 2022, 10:07:49 AM
@Cleaner00
Exodus ওয়ালেট সম্পর্কে আমার ধারনা নেই। তবে ট্রাস্ট ওয়ালেট আর কয়েনমি ওয়ালেট এত মধ্যে ট্রাস্ট ওয়ালেটই ভালো। কয়েনমি ওয়ালেট সম্পর্কে কিছু বাজে টপিক এই ফোরামে রয়েছে যেগুলো থেকে দেখা যায় এইটা খুব ভালো না। তাই ব্যবহার করার সময় সবার সতর্ক হয়েই ব্যবহার করা উচিত।
আর আমার ব্যক্তিগত মতামত, ৫০০/১০০০ ডলারের ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে থাকলে সেটার জন্য হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করাই শ্রেয়।
sr. member
Activity: 476
Merit: 523
March 28, 2022, 07:48:36 AM
~Snip~

ভাই আপনার পোষ্ট গুলো ভালো লেগেছে। আমার একটা প্রশ্ন আছে। এই লেখা গুরোর অরিজিনাল লেখক কে? এগুলো কি আপনার নিজের লেখা? যদি আপনার নিজের লেখা হয়ে থাকে, তবে দয়া করে ফোরামে একটিভ হয়ে যান। আপনার র‌্যাংক বাড়তে সময় লাগবে না। আর যদি লেখা গুলো আপনার না হয়ে থাকে, তাহলে দয়া করে সোর্স লিংক গুলো এড করে দিবেন। নয়তো এটাকে Plagiarism হিসেবে দেখা হবে এবং আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে একই সাথে ২ টি পোষ্ট করবেন না।
jr. member
Activity: 99
Merit: 4
March 27, 2022, 10:17:34 PM
তিনটি ভালো ওয়ালেটঃ

ক্রিপটো ওয়ালেটঃ আমরা সাধারনত ওয়ালেট বলতে যেখানে অর্থ জমা রাখি, আর তাকেই ওয়ালেট বলে থাকি। আর ক্রিপটো ভাষায় যেখানে আমরা ক্রিপটো মুদ্রা জমা রাখি, তাকেই ক্রিপটো ওয়ালেট বলি।

আমাদের অর্থ জমা রাখার জন্য আমরা সাধারণত ব্যাংক ব্যবহার করি। আমরা ব্যাংকে দীর্ঘদিনের জন্য অর্থ জমা রাখি এবং যখন প্রয়োজন হয় তখন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করি।

তাই, আমাদের ক্রিপটো মুদ্রা জমা রাখার জন্য আমরা ক্রিপটো ওয়ালেট ব্যবহার করি। যখন ক্রিপটো মুদ্রার প্রয়োজন হবে তখন আমরা ক্রিপটো ওয়ালেট থেকে উত্তোলন করতে পারবো।

সুতরাং,  আমাদের অর্থ বা ক্রিপটো মুদ্রা নিরাপদে রাখার জন্য আমাদের ভালো ওয়ালেট বা ব্যাংক ব্যবহার করা প্রয়োজন। নয়তো, আমাদের অর্থ হারানোর ভয় থাকবে।

তাই ক্রিপটো মুদ্রা সংরক্ষণ করার জন্য অবশ্যই আমাদের ভালো ওয়ালেট বেছে নিতে হবে। আর আজ আমি কয়েকটি ভালো নিরাপত্তা ও ভালো বৈশিষ্ট্য সম্পূর্ন ওয়ালেট এর কথা তুলে ধরবো আপনাদের মাঝে।

Exodus wallet: এই ওয়ালেট দিয়ে সেন্ড,রিসিভ এবং একচেন্জ করতে পারবেন। এই ওয়ালেটে ১৭৩ ক্রিপটো মুদ্রার সুবিধা পাবেন। এই ওয়ালেট আপনি ডেস্কটপ, মোবাইল ও হার্ডওয়্যার এর সুবিধা প্রদান করে।

এই ওয়ালেটে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার পোর্টফলিও এর মেয়াদ দেখতে পারবেন, সকল কয়েন এর পরিবর্তন এর পার্সেন্ট দেখতে পারবেন।

এই ওয়ালেট এর কমিউনিটি আপনাকে ২৪ ঘন্টা সেবা প্রদান করবে। এই ওয়ালেট দিয়ে বিটকয়েন এর মাধ্যমে একচেন্জ করার সুবিধা রয়েছে। এই ওয়ালেট এর সিকিউরিটি অনেক শক্তিশালী।  exodus wallet আপনি ইমেইল বা জিমেইল দিয়ে খুলতে পারবেন। এই ওয়ালেট এর seed phrase and pasword সংরক্ষণ করে রাখবেন। যদি আপনার ওয়ালেট এর unlog হয়ে যায়, তাহলে তখন আপনি জিমেইল,সিড phrase and pasword দিয়ে ওয়ালেট access করতে পারবেন।

আর একটি সুবিধা হলো, আপনি যদি exodus ওয়ালেট দিয়ে একচেন্জ করেন, তাহলে আপনি ২%-৫% কমিশন পাবেন। তবে, এই ওয়ালেট আমার কাছে সেরা মনে হয়েছে। এটি আমার কাছে একটি পারফেক্ট ওয়ালেট।

এই ওয়ালেট এর ফই খুবই কম। এই ওয়ালেট দিয়ে ৫-৩০ মিনিটের মধ্যে ট্রানজেকশন সম্পূর্ণ হয়ে যায়। এই ওয়ালেট উচ্চ লিমিট দিবে একচেন্জ করার জন্য। আর ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট প্রদান করে।

Exodus wallet link: exodus.com
আপনি উপরোক্ত সাইটে প্রবেশ করলে ডেস্কটপ, মোবাইল ওয়ালেট ও হার্ডওয়্যার ওয়ালেট পেয়ে যাবেন।

Trust wallet:
ট্রাস্ট ওয়ালেট একটি ফ্রি ওয়ালেট। এই ওয়ালেট সকলে ব্যবহার করতে পারবে। এই ওয়ালেট অনেক ভালো ওয়ালেট। এটি একটি মোবাইল ওয়ালেট। আপনি ট্রাস্ট ওয়ালেটে ক্রয় করতে পারবেন, জমা রাখতে পারবেন, এনএফটি সংরক্ষণ করতে পারবেন এবং ক্রিপটো মুদ্রা আয় করতে পারবেন। এই ওয়ালেট এর ব্যবহারকারীর সংখ্যা ২৫ মিলিয়ন অতিক্রম করেছে। আমার কাছে এটি একটি বিশ্বস্ত ওয়ালেট।

ট্রাস্ট ওয়ালেট দিয়ে যা যা করতে পারবেনঃ
বিটকয়েন পাচ মিনিটের মধ্যে কিনতে পারবেন
একচেন্জ করতে পারবেন
স্টেকিং করতে পারবেন
এনএফটি কালেক্ট করতে পারবেন
দামের সকল পোর্টফোলিও দেখতে পারবেন
মুদ্রা নিরাপদ থাকবে হ্যাকার ও প্রতারক থেকে


ভিসা ক্রেডিট কার্ড ও মাস্টারকার্ড  দিয়ে ক্রিপটো মুদ্রা ক্রয় করা যাবে। ভিসা ক্রেডিট  কার্ড দিয়ে বিটকয়েন, ইথেরেয়াম, বিএনবি সহ আরো অনেক কয়েন ক্রয় করতে পারবেন। যারা সহজে ক্রিপটো মুদ্রা সংরক্ষণ করতে পারেনা, তাদের জন্য ভিসা কার্ড দিয়ে সহজেই ক্রিপটো মুদ্রা ক্রয় করার সুযোগ করে দিয়েছে। তাই সকলে ট্রাস্ট ওয়ালেট দিয়ে সহজেই ক্রিপটো মুদ্রা ক্রয় করতে পারবে ভিসা কার্ডের মাধ্যমে।


একচেন্জ করা যাবে খুব দ্রুত।  ট্রাস্ট ওয়ালেট দিয়ে মুদ্রা একচেন্জ ও সোয়াপ করার সুবিধা রয়েছে। এর ফলে আপনাকে অন্য কোনো একচেন্জ সাইট ব্যবহার করতে হবেনা। যার ফলে আপনি ট্রাস্ট ওয়ালেটেই সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।

এই ওয়ালেট খুবই সংরক্ষিত। ট্রাস্ট ওয়ালেট নিরাপদ ও প্রাইভেট। এই ওয়ালেটে kyc করার প্রয়োজন হয়না। যার ফলে ব্যবহারকারীরা নিরাপদে এই ওয়ালেট ব্যবহার করতে পারবে।

ট্রাস্ট ওয়ালেটে Dapp এর সুবিধা পাবেন। আপনি সকল জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড app ব্যবহার করতে পারবেন। মোট কথা, আপনি এখানে সকল ধরনের ব্রাউজার এর সুবিধা পাবেন।

ট্রাস্ট ওয়ালেটে আপনি সকল ধরনের কয়েন ও টোকেন এর সুবিধা পাবেন। এই ওয়ালেটে erc20,erc71, bep20 and matic চেইন এর সুবিধা পাবেন। তবে অন্যান চেইন এর সুবিধাও থাকতে পারে।

ট্রাস্ট ওয়ালেটে স্টেকিখ করতে পারবেন। স্টেকিং করার জন্য Osmosis,bnb,kava,algorand,cosmos,tezos,terra and tron কয়েন দিয়ে স্টেকিং করে আয় করতে পারবেন। আপনি স্টেকিং করার জন্য আরো অন্যান্য কয়েন বেছে নিতে পারেন। আপনি স্টেকিখ চালু করে ঘুমিয়ে ঘুমিয়ে আয় করতে পারবেন। তবে কয়েন এর staking APR rate ভালো হলে আপনায় আয় ভালো হবে।

সুতরাং, ট্রাস্ট ওয়লােট একটি ভালো ও সেরা ওয়ালেট। এই ওয়ালেট ব্যবহার করে আপনি অবশ্যই সস্তি অনুভব করবেন। এই ওয়ালেট এর লিংকঃ trustwallet.com

Coinomi wallet: এই ওয়ালেট ২০১৪ সালে তৈরী করা হয়। এই ওয়ালেট একটি ভালো ওয়ালেট।  এই ওয়ালের এর ব্যবহারকারীর সংখ্যা মিলিয়নার। এটি অনেকের কাছে পছন্দের একটি ওয়ালেট।

এই ওয়ালেটে আমরা ১৭৭০ ক্রিপটো মুদ্রার সুবিধা পাবো। আর এটি সকলের জন্য অনেক আশ্চর্যজনক।   যাদের আল্টকয়েন এর ব্যাগ অনেক ভারী, তারা এই ওয়ালেট ব্যবহার করতে পারেন। এই ওয়ালেটে ১২৫ ব্লকচেইন এর কয়েন ও টোকেন এর সুবিধা পাবে। এটি একটি বৃহদাকার কয়েন ও টোকেন সংরক্ষণ করার ওয়ালেট।

Coinomi wallet মোবাইল,ডেস্কটপ ও ios  ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এই ওয়ালের এর সুরক্ষা সব ক্ষেত্রেই  সমান।

এই ওয়ালেটে ভিসা কার্ড ও মাস্টার কার্ড এর মাধ্যমে ক্রিপটো মুদ্রা ক্রয় করতে পারবেন। আপনি বিটিসি সহ আরো অনেক মুদ্রা কিনতে পারবেন।

Coinomi wallet এর বৈশিষ্ট্য অনেক। এই ওয়ালেট এর সিকিউরিটি শক্তিশালী,মাল্টি চেইন এর সুবিধা রয়েছে, জিরো ফি,একচেন্জ এর সুবিধা, Dapp সহ আরো অনেক সুবিধা রয়েছে।

এই ওয়ালেট এর সাপোর্ট অনেক ভালো,আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন। এই ওয়ালেট অনেক সুরক্ষিত। এই ওয়ালেট অনেকের পছন্দের।  

Coinomi wallet link: coinomi.com



বিনিয়োগ করার জন্য যা যা প্রয়োজন

 বিনিয়োগ কিঃ বিনিয়োগ হলো কোনো মুদ্রা বা কোনো জিনিসের উপরে আপনার মূলধন দিয়ে সেসব ক্রয় করা।  বিনিয়োগ করা আমাদের জন্য লাভজনক হবে। তবে আমি ক্রিপটোতে বিনিয়োগ করতে পছন্দ করি। তাই আমি ক্রিপটো বিনিয়োগ  নিয়েই আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

বিনিয়োগ করার জন্য যা যা প্রয়োজনঃ
১. মূলধন
২. ক্রিপটো অভিজ্ঞতা
৩. ক্রিপটো মুদ্রা বেছে নেওয়া
৪. ধৈর্য
৫. লোভ নিয়ন্ত্রণ
ক্রিপটো বিশ্বে বিনিয়োগ করার জন্য আপনি যদি এসব কিছু ভালো জানেন, তাহলে আপনি বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। আমি নিচে চারটি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

মূলধনঃ প্রথমত ক্রিপটো বিশ্বে বিনিয়োগ করার জন্য আপনার মূলধন প্রয়োজন। আপনার যদি মূলধন না থাকে তাহলে আপনি বিনিয়োগ করতে পারবেন না। তবে আপনি অল্প পরিমান অর্থ দিয়েও বিনিয়োগ শুরু করতে পারবেন। বিনিয়োগ করার জন্য আপনার অবশ্যই মূলধন থাকা জরুরি।  আপনার যদি মূলধন না থাকে, তাহলে ক্রিপটো মুদ্রা আয় করার জন্য  অনেক সাইট রয়েছে। যেগুলোতে কাজ করে আয় করতে পারেন। মূলকথা হলো, আপনি অর্থ দিয়ে অর্থ বৃদ্ধি করার নাম হলো বিনিয়োগ।  তাই আপনি কম পরিমান অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করবেন আর লাভ হলে আপনার মূলধন বাড়বে। তাই, বিনিয়োগ করার জন্য মূলধন আবশ্যক।

ক্রিপটো অভিজ্ঞতাঃ ক্রিপটো বিশ্বের অভিজ্ঞতা ব্যতীত আপনি বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না। কারন অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনো কয়েনে বিনিয়োগ করতে হবে তা জানবেন না। ক্রিপটো বিশ্বে অনেক স্ক্যামার রয়েছে, আর আপনি কোনোভাবে স্ক্যাম কয়েন ক্রয় করেন,তাহলে আপনার মূলধন হারিয়ে ফেলবেন। ক্রিপটো বিশ্বের অভিজ্ঞতা থাকলে আপনি সকল কয়েন সম্পর্কে জানতে পারবেন। কিভাবে কয়েন ক্রয় করবেন তা জানতে পারবেন। কোন ওয়ালেট বা একচেন্জ সাইট থেকে কয়েন ক্রয় ও বিক্রয় করা যাবে তা জানতে পারবেন। এককথায়, ক্রিপটো বিশ্বের অভিজ্ঞতা ব্যতীত আপনি বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না,আর বিনিয়োগ করলেও লসের মুখোমুখি হবেন।

মুদ্রা বেছে নেওয়াঃ বিনিয়োগ করার জন্য মুদ্রা বেছে নেওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।আপনার মূলধন রয়েছে আর আপনি ক্রিপটো বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, আর তখন আপনি অভিজ্ঞতা থেকে ভালো কয়েন বিনিয়োগ করার জন্য বেছে নিবেন। আপনি যদি রিসার্চ করে ভালো কয়েন বেছে নিয়ে বিনিয়োগ করেন তাহলে ভালো প্রফিট পাবেন। আপনি নতুন প্রজেক্ট এর কয়েন বা জনপ্রিয় কয়েনও বিনিয়োগ করার জন্য বেছে নিতে পারেন। তবে মুদ্রাতে বিনিয়োগ করার আগে মুদ্রার সকল ওয়েবসাইট ও সকল তথ্য রিসার্চ করে বিনিয়োগ করবেন। তবে যারা আপনার নিকটবর্তী ক্রিপটো এক্সপার্ট রয়েছে তাদের পরামশ নিতে পারেন। তবে নিজে রিসার্চ করে মুদ্রা বেছে নিয়ে বিনিয়োগ করা উত্তম। বিনিয়োগ করার জন্য আপনি বিটকয়েন ক্যাশ বেছে নিতে পারেন। তবে বর্তমানে বিটকয়েন ক্যাশ এর দাম অনেক কম, তাই আপনারা dca করতে পারেন।

ধৈর্যঃ বিনিয়োগ করার জন্য আপনার ধৈর্য প্রয়োজন। ক্রিপটো মুদ্রার দাম সবসময় উঠা-নামা করে।আর আপনি যদি উঠা নামা দেখে নিজেকে কন্টোল না করতে পারেন তাহলে আপনি বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না। বিনিয়োগ দীর্ঘদিনের জন্য  বা মিড টার্ম এর জন্য করতে পারেন। আপনি যদি দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনাকে অবশ্যই ১ বছরের উপর ধৈর্য ধরতে পারেন। তবে ছয় মাসের বেশী সময় বিনিয়োগ করে রাখবেন। এর ফলে প্রফিট হওয়ার সম্ভবনা থাকে। বিনিয়োগ সময় লং টার্ম এর জন্য  করবেন।  আমি লং টার্ম বলতে ১ বছর বা এর বেশী সময়কে বুঝিয়েছি। তবে বিনিয়োগ করার কয়েকদিনের মধ্যে যদি আপনি ভালো রিটার্ন পেয়ে থাকেন,  তাহলে আপনি কয়েন বিক্রি করে দিতে পারেন। আপনি যখন ভালো প্রফিট পাবেন তখন তা বিক্রি করে দিবেন।

লোভ নিয়ন্ত্রণঃ ক্রিপটো বিশ্বে অনেকে লোভে পড়ে সকল কিছু হারিয়ে ফেলে।আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। আমি ১৫০ ডলার দিয়ে বিনিয়োগ করে একটি কয়েন এর উপর আর তার দাম বৃদ্ধি পেয়ে ১২০০ ডলারে উঠেছিলো। কিন্তু আমি লোভে পড়েছিলাম, আর ধীরে ধীরে কয়েন এর দাম আগের দামের থেকে আরো নিচে চলে যায়। এর ফলে আমি লোভ করে অনেক ভুল করেছি এবং অর্থ হারিয়েছি। তাই যখন আপনার বিনিয়োগ থেকে ভালো প্রফিট আসবে, তখনই আপনি সেই কয়েন বিক্রি করে দিবেন। তবে আরেকটি কথা, আপনি কখনই একটি কয়েন এর উপর আপনার সকল মূলধন বিনিয়োগ করবেন না। আপনি সবসময় কয়েকটি মুদ্রা বেছে নিয়ে বিনিয়োগ করবেন। এর ফলে একটি কয়েনে লস হলেও অন্য কয়েন থেকে আপনি প্রফিটে থাকবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 27, 2022, 07:38:43 AM
।কিছুদিন যাওয়ার পর চিন্তা করলাম ভবিষ্যতের জন্য কিছু জমা করি।যে ভাবা সেই কাজ শুরু করলাম জমানো।কিন্তু গতবছরে আমার স্বপ্নের সবকিছু মাটিতে মিশে যায়।Expresscrypto তে গিয়ে দেখি সাইট ব্লক।এখন পর্যন্ত কোন আপডেট নাই।একাউন্টে প্রায় ১০০০ ডলার।
আমার সবচেয়ে বড় ভুল ছিলো ঔ সাইটের মিনিমাম এমাউন্ট হলেই উইথড্র করে ফেলা।তাহলে আজ এইদিনের কথা মাথায় আসতো না।
আপনি আপনার উপার্জন থেকে সম্পূর্ণ ডলার জমা করবেন বা আংশিক কিছু ডলার জমা করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা আপনার ভালো সিদ্ধান্ত ছিলা। কিন্তু আপনি যে সাইটে সঞ্চয় করেছিলেন সেটা ভুল ছিলা। আপনি যদি এটা নিরাপদ কোন সাইট বা ওয়ালেট এ জমা রাখতেন, তাহলে আপনাকেই করুন পরিস্থিতির সম্মুখীন হতে হতো নাা। আশা করি ভুল থেকে শিক্ষা নিবেন এবং অন্যরা যাতে ধরনের ভুল না করে এজন্য অন্যদেরকে উপদেশ দিবেন, ধন্যবাদা।
member
Activity: 184
Merit: 65
March 27, 2022, 04:20:47 AM
ক্রিপ্টোকারেন্সি জগৎ সম্পর্কে জানারপর,আয়ের কোন দিক-নির্দেশনা পাচ্ছিলাম না। মাথায় একটা পোকা ছিলো প্রতিদিন যতই ছোটহোক, কিছু ক্রিপ্টো উপার্জন করবো, যা আমার একাউন্টে আমি দেখতে পারবো। নিজের উপার্জন ছোট হলেও দেখতে ভালো লাগে এবং পরিতৃপ্তি পাওয়া যায়।সেই চিন্তা থেকে তখন প্রথমদিকেfaucetpay এবং Expresscrypto,faucet-এ কাজ শুরু করি।এইসব faucet এ রেফার করলেই মোটামুটি ভালো উপার্জন করতে পারা যায়,যা নতুন ক্রিপ্টো জগতে প্রবেশকারীদের জন্য যথেষ্ট।আমি দিন-রাত পরিশ্রম করে Expresscrypto তে কাজ শুরু করি।রেফারেন্সের মাধ্যমে কয়েক মাসের মধ্যে মোটামুটি মাসিক ৫/৬ ডালার আয় করা শুরু করি।প্রথমদিকে উত্তোলন করে ফেলতাম।কিছুদিন যাওয়ার পর চিন্তা করলাম ভবিষ্যতের জন্য কিছু জমা করি।যে ভাবা সেই কাজ শুরু করলাম জমানো।কিন্তু গতবছরে আমার স্বপ্নের সবকিছু মাটিতে মিশে যায়।Expresscrypto তে গিয়ে দেখি সাইট ব্লক।এখন পর্যন্ত কোন আপডেট নাই।একাউন্টে প্রায় ১০০০ ডলার।
আমার সবচেয়ে বড় ভুল ছিলো ঔ সাইটের মিনিমাম এমাউন্ট হলেই উইথড্র করে ফেলা।তাহলে আজ এইদিনের কথা মাথায় আসতো না।



এই সাইট কিন্তু অনেক বিশ্বস্ততার সাথে কাজ করছিলো।হঠাৎ করে এমন হলো।
তাই নতুনদের প্রতি আহ্বান যে কোন সাইটে কাজ করার পর মিনিমাম এমাউন্ট হলেই উপার্জিত ক্রিপ্টো একটি সুরক্ষিত ওয়ালেটে নিয়ে যাওয়া,অনেক বড় এমাউন্ট হবে চিন্তা করলে আমার মত কষ্ট ভোগ করতে হতে পারে।কষ্টার্জিত উপার্জন হারালেই বুঝা যায় কেমন লাগে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 26, 2022, 02:36:22 PM
বিটকয়েন সিগনেচার কিভাবে করে এবং কিভাবে ভেরিফাই করে তা আমি জানি। কিন্তু শুধু বিটকয়েন সিগনেচার ভেরিফাই কড়াই নয় আমাদের পিজিপি ভেরিফাই করাও জানা উচিত। আমাদের এই লোকাল টপিকের কোন ভাই বা বোন যদি পিজিপি ভেরিফাই সংক্রান্ত তথ্য জেনে থাকেন, তাহলে পোস্ট করবেন। এতে আমার মত অনেকেই হয়তো লাভবান হবেন। তাই যে ভাই বোন পিজিপি সিগনেচার করতে পারেন তার বা তাদের কে সবিনয় অনুরোধ করছি এখানে পোষ্ট করার জন্য।
full member
Activity: 367
Merit: 136
March 26, 2022, 09:44:29 AM
ক্রিপ্টোতে যারা লেখালেখি করতে ইচ্ছুক, তাদের জন্য এখন মার্কেটে অনেক প্লাটর্ফম তৈরি হয়েছে যারা লেখক ও রিডার দুপক্ষ এর ম্যধস্থতা ভালোভাবে তৈরি করেছে। আর সব থেকে ভালো ব্যপার হচ্ছে, লেখক যাদের নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ আছে তারাও এসব প্লাটর্ফম ব্যবহার করতে পারে এবং একই আর্টিক্যাল সব জায়গায় পাব্লিশ করতে পারে। এখন অনেক ব্লগার আছে যারা, একটি আর্টিক্যাল লিখে, সেটি নিজের ব্লগে দেওয়ার সাথে সাথে সব প্লাটর্ফমে পাব্লিশ করে। সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে , এরা এসব প্লাটর্ফমে ভালো একটা পরিচিতি লাভ করছে। বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টও পাবলিসিটির জন্য এসব সাইটে নিজেদের আর্টিক্যাল পাব্লিশ করে থাকে। যাইহোক, আপনি এই রকম লেখালেখি করে আহামরি আয় করতে পারবেন না, কিন্ত আস্তে আস্তে একটা ভালো ফ্লোয়ারবেজ ক্রিয়েট করতে পারলে, মাস শেষে একটা ভালো আয় করতে পারেন। এমন প্লাটর্ফমগুলোকে নরমালি ক্রিপ্টো মাইক্রোব্লগ বলে থাকে, আর কিছু ক্রিপ্টো মাইক্রোব্লগ এর লিস্ট দিতে যাচ্ছি যা আপনার লেখালেখি এর শখটার একটু পরিধি দিতে পারবে।

Publish0x: ক্রিপ্টো লেখালেখি এর দুনিয়ায় এই নামটি দিন দিন ভালোই ছড়াচ্ছে এবং আমার নিজস্ব পারসোনালভাবে পছন্দনীয় প্লাটর্ফম। এই সাইটের লেআউট এবং টিপিং পদদ্ধিটি অনেকটা আলাদা অন্যসব ক্রিপ্টো মাইক্রোব্লগ থেকে। রিডার এবং লেখক দুজনই আয় করতে পারবেন এই সাইট ব্যবহারের ফলে। রিডার সাধারনত তাদের পছন্দের আর্টিক্যালকে কিছু পরিমাণ টিপ দিতে পারেন যা গিয়ে ডাইরেক্ট লেখক এর একাউন্টে জমা হবে। আর যেকোনো লেখক যেকোনো সময় জামানো এমাউন্ট উইড্র করতে পারেন।

Leofinance: Hive ব্লকচেইনের উপর বেস করে এই প্লাটর্ফমটি তৈরি করা হয়েছে। আপনি মেইল বা Keychain for Hive এক্সটেনশন এর মাধ্যমে একাউন্ট ওপেন করতে পারবেন। এই সাইটে প্রোফাইলের রেপুটেশন বাড়াতে পারলে আপনার আয়ের সুযোগ আরও বেড়ে যাবে। আপনি কোনো লেখা থেকে যা আয় করতে পারবেন সেটি ৭ দিনের পর সেটির অর্ধের আপনার ওয়ালেটে পেয়ে যাবে (বাকি অর্ধেক আপনি আপনার পাওয়ার আপ করতে খরচ হবে)। আপনার পাওয়ার আপ আর আয়ের এর অনুপাত আপনার আর্টিক্যাল পাব্লিশ করার আগেই সেটিং করতে পারবেন। 

Hive Blog এবং Steemit: দুটি প্লাটর্ফম একই রকম টিপিং মডেলে কাজ কারার দরুন, একসাথে দেওয়া। এ প্লাটর্ফম দুটির বেশ পুরোনো। যারা অনেক দিন ধরে এই দুনিয়ায় আছে, তারা এই সাইট স্পরকে জানেন। Steemit ২০১৬ সালে আসলেও এর পরে রিব্র্যান্ডিং করে আর Hive Blog বেশ পড়ে শুরু করলেও ভালো এক্টিভিটি আর ডেভেলপার জন্য ভালো জনপ্রিয়তা পায়। দুই প্লাটর্ফমটি রেপুটেশন বাড়াতে পারলে একটা সময়ে ভালো আয় সম্ভব।

Read.cash এবং Noise.Cash : উপরের প্লাটর্ফমগুলির সাধারনত ক্রিপ্টো রিলেটেড হলেও এই দুটি সাইটের ইউজার ব্লগগুলি ক্রিপ্টো বাদেও অন্যসব লেখা দেখা যায়। এই দুই সাইট টিপিং মডেল সাধারণত BCH এর উপর নির্ভর করে। লেখককে যেকোনোএকটি গ্রুপে পোষ্ট করতে হয়, যা বিভিন মেম্বারদের থেকে ক্রিয়েট করা থাকে। এই দুই সাইটের আয় অন্য সাইটগুলো থেকে কিছুটা কম হয়ে থাকে কেননা যারা টিপ করে তাদের নিজের ওয়ালেট থেকে টিপিং করতে হয়, এই সাইটের নিজস্ব কোনো টোকেন বা কয়েন নেই।

কোনো ইউজার এক আর্টিক্যাল লিখে এক সাথে নিজের ব্লগে পাব্লিশ করার সাথে সাথে এসব প্লাটর্ফমে পাব্লিশ করতে পারেন। সব এই সুবিধাটা দিয়ে থাকে, আর যদি রেফারেন্স লিংক দিয়ে থাকেন তাহলে আরোও ভালো হয়। আর এই লেখাটি শুধুমাত্র ধারনার জন্য, আপনি শুরু বা চেষ্টা করতে চাইলে আরও রিসার্চ করে তারপর চেষ্টা করতে পারেন।





সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে

এটি তো লম্বা সময়ের হোল্ডারদের জন্য খুবই ভালো উপায়।  Grin আমি আমার নিজের একটি কৌশল সবার জন্য বলে দিতেছি:
 
প্রথমত ধরে নিলাম বিটকয়েনের মূল্য কমে গেল, তাহলে আমি বিটকয়েন পাবো। এরপর আমি বিটকয়েনের মূল্য বৃদ্ধির জন্য অপেক্ষা করব, কিন্তু সেটিতে বিনিয়োগ করব নাহ। যখন বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে, তখন আমি বিটকয়নকে ডলারে কনভার্ট করার পর বিনিয়োগ করব। এরপর মূল্য হ্রাসের অপেক্ষা করবো, এতে আবার বিটকয়েন পাবো। এরপর এমন করে পুনরাবৃত্তি করতে থাকবো এবং আমার বিটকয়েন হোল্ডিং বৃদ্ধি পাবে।  Grin Grin

যারা দীর্ঘসময়ের জন্য বিটকয়েন হোল্ড করতে চান আমার মতো, তারা এই কৌশল নিজের রিস্কে ব্যবহার করুন। আশা করি, ক্ষতি হবে নাহ। কেননা আপনার বিটকয়েনের পরিমাণ বৃদ্ধি করা দরকার। বাকি আপনাদের মর্জি।
এতেও কিছুটা জটিলতা থেকেই যায়। আর লংর্টাম ইনভেস্টটর বা বড় ইনভেস্টমেন্ট বাদে হয়তো এটি অপশন বেশি কাজে আসবে না। আর হঠাত মার্কেট ক্রাশ খেলে ত, অনেক সময় হ্লোড করতে হবে। কিন্ত যাইহোক যদি ২/৩ বছর পযন্ত কারো হ্লোড এ করার ইচ্ছা থাকে তাহলে হয়তো এই অপশনটি ভালো কাজে দিতেও পারে।
Jump to: