Author

Topic: বাংলা (Bengali) - page 329. (Read 5316288 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 10, 2022, 07:44:46 AM

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।
এইটা সত্য। তবে এইটাও ঠিক এইটা ততদিন সত্য যতদিন তারা প্রফিটে আছে। তাদের ব্রেক ইভেন পয়েন্টের নিচে গেলে তখন ভিন্ন ব্যাপার হয়ে যাবে। মাইক্রোস্ট্রাটেজি কমার্সিয়াল পেপার ইস্যু করেও বিটকয়েন ক্রয় করেছে। যখন তাদের এভারেজ ক্রয়মুল্যের নিচে যাবে তখন তাদের অনেক কিছু বিবেচনা করতে হবে হোল্ড করে রাখার জন্য। যাই হোক, কি হবে না হবে সেটা আসলে আমরা সঠিক কেউই জানি না। অনেক কিছুই হতে পারে।
hero member
Activity: 1498
Merit: 537
February 09, 2022, 10:13:57 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
সেটা কেউ বলতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত বললে বলবো যাবে না। এইবার হয়ত সর্বোচ্চ ৫০-৫৫হাজার ডলার যাইতে পারে। তারপর আস্তে আস্তে আবার ডাউন যাবে মার্কেট। তবে মার্কেট তো আর আমার কথা চলবে না কারণ আমি WHALE না। হোয়াল হলে বলতে পারতাম। যাই হোক, আমার মনে হয় আপনি ট্রেডিং নিয়ে আরো ঘাটাঘাটি করা দরকার এবং অনেক কিছু শেখা উচিত।

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 09, 2022, 06:03:43 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
সেটা কেউ বলতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত বললে বলবো যাবে না। এইবার হয়ত সর্বোচ্চ ৫০-৫৫হাজার ডলার যাইতে পারে। তারপর আস্তে আস্তে আবার ডাউন যাবে মার্কেট। তবে মার্কেট তো আর আমার কথা চলবে না কারণ আমি WHALE না। হোয়াল হলে বলতে পারতাম। যাই হোক, আমার মনে হয় আপনি ট্রেডিং নিয়ে আরো ঘাটাঘাটি করা দরকার এবং অনেক কিছু শেখা উচিত।
jr. member
Activity: 43
Merit: 2
February 09, 2022, 03:02:19 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
jr. member
Activity: 168
Merit: 1
February 08, 2022, 10:19:47 AM
আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
ওয়ালাইকুম আসসালাম। নতুন মেম্বার হিসেবে আপনাকে ফোরামে স্বাগত জানাই। প্রথমে আপনাকে সাজেস্ট করব ফোরামের রূলস গুলো ভালভাবে পড়ুন। আর যদি ক্রিপ্টো তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফোরাম এ একটিভ থেকে শিখুন । আর ফোরামে ইনকাম করার জন্য আপনি Bounty এবং Airdrop এ জয়েন হতে পারেন।
বাউন্টি তে জয়েন করার জন্য এই Section ফলো করতে পারেন । https://bitcointalk.org/index.php?board=238.0
আর অবশ্যই rules ফলো করবেন এবং ফোরাম এ অভিজ্ঞ মেম্বার দের থেকে শিখুন আশাকরি আপনিও ইনকাম করতে পারবেন।
sr. member
Activity: 476
Merit: 523
February 08, 2022, 09:40:09 AM
যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।

ধন্যবাদ ভাই। তবে আপাতত কোনো প্যাডেই যাওয়ার ইচ্ছা নাই। সব ইচ্ছা মরে গেছে। কিন্তু একমাত্র অগাদ কিছু বিশ্বাস নিয়ে দাত কামড়ে বসে আছি। আমার পোর্টফোলিওর প্রায় সব কয়েন এভাবে মুখ থুবড়ে পড়ে আছে। 

একমাত্র বিটকয়েন একটু ধরে বসে আছে। যেদিন বিটকয়েন ৫% ডাউন দেয়, বাকি গুলো বিটকয়েনের পিছনে এমন জোড়ে দৌড় দেয়, বিটকয়েন থেমে গেলেও ওরা আর থামতে পারে না। যে কারনে বিটকয়েন ৫% ডাউন হলেও অন্যগুলা একই সময়ে ১০-১৫% ডাউন মেরে বসে থাকে। আপাতত চাই কনফিউজ্ড উংগা বুংগা হয়ে বসে আছি। আশা করি ছবিটা দেখে কিছুটা বুঝে যাবেন। আমার মনে হয় এই পেইন টা সব হোল্ডারদের হয়,



legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 08, 2022, 09:06:05 AM
আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink
জ্বি ভাই। ওইজন্যেই বললাম আপনি ভালোই জানেন আপনি কি করছেন। না জেনে অবশ্যই কিছু করছেন না। আমি সম্প্রতি কোন টোকেনসেল/আইসিও প্রজেক্টে আর বিনিয়োগ করছি না যদিও কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করেছিলাম কয়েকবার। যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।

আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
এসেই প্রথমে ইনকামের কথা জিজ্ঞেস করলেন। না ফোরাম রুলের কথা, না ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন প্রশ্ন। ফোরাম থেকে অনেকেই আয় করলেও ফোরামটা মুলত ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনার জায়গা। আগে সেগুলো ভালো মত বুঝে নিন। নিয়ম বুঝে নিন। ইনকাম অটোমেটিল হবেই।
newbie
Activity: 35
Merit: 0
February 08, 2022, 06:24:07 AM
আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
jr. member
Activity: 476
Merit: 1
February 07, 2022, 03:21:01 PM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
ভাই আমিও আপনার মত বুল টোকেন এ ট্রেডিং করতাম FTX এ কিন্তু আমার ট্রেডিং স্ট্রাটেজি ভিন্ন ছিল তাই আপনার মত লস হয়নাই। আপনার উচিত ছিল সর্বদা স্টপলস ব্যবহার করা। কেননা বুল বা বিয়ার টোকেন তার আসল কয়েন থেকে ৩× বেশি পাম্প বা ডাম্প হয়।
আর আমার মতে অভিজ্ঞ ট্রেডার ছাড়া কখনোই ফিউচার ট্রেডিং এবং বুল বিয়ার টোকেন ট্রেডিং করা উচিত না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 07, 2022, 01:10:13 PM
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।

আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 07, 2022, 09:32:10 AM
@Review Master
আমিও SXPBULL নিয়ে ট্রেড করেছিলাম। $৩০০ দিয়ে শুরু করে $৮০০ তে সেল দেই। কিন্তু পরে ধরা খাইছিলাম যদিও আমার লিমিট ছিল আমার বিনিয়োগ পর্যন্ত। মানে বিনিয়োগের চাইতে কমছে দেখলে আমি প্যানিক সেলার  Grin এইটা অনেক সময় আমার পক্ষে কাজ করে আবার অনেক সময় বিপক্ষেও। যেমন আমি MATIC ক্রয় করেছিলাম $০.০৩ তে প্রায় ২০০০ ডলার এর। দুর্ভাগ্য আমার আমি $১৫০-$২০০ ডলার লসে বিক্রি করে দেই। নাহলে যেটা হইত সেটা মনে হয় আমার জন্য অনেক বেশি হয়ে যাই তো।


আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 07, 2022, 05:15:35 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।

আপনি শুধু নাহ, এটিতে যারা লম্বা সময়ের জন্য হোল্ড করছিল, সবাই ক্ষতির মুখ দেখেছে। মূলত আমিই এই টোকেনটির সিগন্যাল দিয়েছিলাম এবং অনেকেই এটি থেকে লাভ করছে। আর বলার পরও বিক্রি করে নাই, তারা সব হারিয়েছে। যাই হোক, পুরো কাহিনীটি সকলের জন্য এখানে তুলে ধরলাম।

আমার আগে কেউ এই বুল/বেয়ার সম্পর্কে কমিউনিটিতে জানিয়ে কিনা বলতে পারবো নাহ। কিন্তু আমি নিজের কমিউনিটি এবং বাউন্টি হান্টারদের কমিউনিটিতে প্রথম XRPBULL টোকেনটি নিয়ে কথা বলি এবং এই টোকেনটি প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা আমার বলার পর ক্রয় করেছিল, তারা সর্বনিম্ন ৩ গুণ লাভ পেয়েছিল। এরপর অনেকেই অন্যান্য বুল/বেয়ার টোকেন সম্পর্কে জানতে চায়। এরই এক পর্যায়ে আমি SXPBULL টোকেন ক্রয় করতে বলি। বলে রাখা ভালো, আমি সকল বুল/বেয়ার টোকেন ক্রয়ের আগেই বলে রাখছিলাম যে, এই টোকেন ক্রয়ে যে ফান্ডই ব্যবহার করেন না কেন সেই ফান্ড পুরোপুরি হারিয়ে ফেলবেন এমন সতর্কতাও দিয়েছি। এরপর যাদের ভালো লাগছে, তারা ক্রয় করেছেন। এরপর টোকেনটি ভালোই পাম্প করেছিল এবং অনেকেই ভালো লাভ করেছিল। আমি ব্যক্তিগতভাবে সম্ভবত $১০০ এর কম অর্থ দিয়ে ট্রেড শুরু করেছিলাম এবং $১০০০ বানিয়েছিলাম। পরবর্তীতে মার্কেট ডাম্প করেছিল এবং এখন সেটির মূল্য $০.০০১  Grin Grin
SXPBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1025

তো যেটি বলতেছিলাম, SXPBULL টোকেনটি ক্রয় করে অনেকেই ১০গুণ কিংবা ২০গুণ লাভ করেছিল। কিন্তু ততদিনে সবাই FOMO তে চলে আসে এবং আমি অনকজনকে মানা করছিলাম যে, ক্রয় করা বন্ধ করতে। কিন্তু FOMO এর কারণে তারা ক্রয় করতেছিল এবং শেষে মার্কেট সেই ধরনের ডাম্প করে। আর যেই SXPBULL এর মূল্য $৬০ এর বেশি ছিল, সেটি প্রায় $১০ এর কমে ট্রেড শুরু করে। আর সবাই বুঝতে পারে যে, তারা FOMO তে রয়েছে। এই পর্যায়ে অনেকেই বুল/বেয়ার টোকেন থেকে বের হয়ে যায় এবং FOMO থেকে বাহির হয়েছিল । কিন্তু অনেকেই কিছুটা ক্ষতিতে এবং FOMO তে থাকায়, তারা সেটিতে ট্রেড করতে থাকে। কারণ তারা তাদের আসল অর্থ বের করার চেষ্টা করতেছিল। আর এটিই ছিল, তাদের ভুল পদক্ষেপ এবং তারাই এখন পর্যন্ত হোল্ড করে ক্ষতিতে আছে।

যদিও আমি পরবর্তীতে MATICBULL এ ট্রেডের কথা বলেছিলাম এবং এটিতেও অনেকে লাভ করেছে। আর যারা SXPBULL এর মতো হোল্ড করেছিল, তারাই শেষে ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকেই অবশ্য MATICBULL এ ট্রেড নেয় নাই, কারণ SXPBULL এ তারা ধরা খেয়েছে। কিন্তু MATICBULL প্রায় ১৫গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা শেষেও ট্রেড নিয়েছে, তাদেরও ৪গুণ লাভ হয়েছিল। তবে তারা FOMO করে কিংবা লোভে পড়ে হোল্ড করেছে, তারাই ক্ষতির সম্মুখীন হয়েছে।
MATICBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1056

সারমর্ম: সর্বোপরি এটি থেকে অনেকেই লাভ করেছে এবং অনেকেই FOMO কিংবা লোভ করে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে $১০০ কে $১০০০ করেছিলাম এবং সেটি পরবর্তীতে শূন্য হয়ে যায়। মানে পুরোটাই ক্ষতি হয়েছে। কিন্তু এর মানে এই নাহ যে, আমি কিংবা যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা থেমে আছে। অনেকেই আমার সঙ্গে BitByte Crypto কমিউনিটিতে ছিল এবং আমরা সকলেই সেই ক্ষতিটা অন্য সেক্টর থেকে পুনরুদ্ধার করেছি। ব্যক্তিগতভাবে, কমিউনিটির অনেকই IDO থেকে অনেক লাভ করেছে কিংবা প্রজেক্টে বিনিয়োগ করে সেটি পুনরুদ্ধার করেছে। তাই কখনোই একটি বিষয় নিয়ে বসে থাকবেন নাহ, কারণ কোনো একটি থেকে আপনি লাভ করবেন এবং অন্যটিতে ক্ষতি হবে। এভাবেই এগিয়ে যেতে হবে।  Wink


ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে।

আমি একপায়ে খাড়া এবং আপনার ক্ষতির পরিমাণ বইলেন, আমি আমার লাভ থেকে দিয়ে দিবো। আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
jr. member
Activity: 854
Merit: 6
February 07, 2022, 03:09:42 AM
[quote authorauthor]
আপনার পরিকল্পনা দেখে আমি শিহরিত Grin আসলে এই প্রবলেম টা আমার সাথেও হয়। এইজন্যই আমি এখন আর ট্রেডিং করছিনা যতক্ষন না ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারি।
[/quote]
টেকনিক্যাল এনালাইসিস  শিখলে ট্রেড ভাল পারা যাবে নাকি।
এহা শিখব কি ভাবে কোর্স আছে নাকি।।।
jr. member
Activity: 168
Merit: 1
February 07, 2022, 02:40:20 AM
ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে। তখন মোটামোটি আমরা সবাই লাভে থাকবো  Smiley। তো চলুন কিভাবে মারকেট আপ করে দেবা সেটা শেয়ার করি। আমার জীবনে আমি যতো বাড়ই মারকেট এ ভালো পরিমান কিছু টাকা ইনভেষ্ট করেছি, ২-১ বার ছাড়া প্রতিবারই হিউজ লস করে প্যানিক সেল দিয়ে দিছি। সেল দেয়ার সর্বোচ্চ ১ মাসে সময়ের মধ্যে ২০-৩০% আপ হয়ে মারকেট বুল রানে চলে যায়। তো এবারও ভাবছি, সকলের সুবিধার্তে নিজের সকল কয়েন গুলো সেল করে দেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মারকেট আপ হবেই  Grin। আর যদি আমি সেল না দিয়ে বসে থাকি। আর আমার সাথে আপনারাও বসে থাকেন। অন্তত এই কোয়াটারে আগের লস রিকোভার করে প্রফিটে ফেরত যেতে পারবেন না। সুতরাং সিদ্ধান্ত আপনার  Grin
আপনার পরিকল্পনা দেখে আমি শিহরিত Grin আসলে এই প্রবলেম টা আমার সাথেও হয়। এইজন্যই আমি এখন আর ট্রেডিং করছিনা যতক্ষন না ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারি।
jr. member
Activity: 154
Merit: 1
February 06, 2022, 11:29:46 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
আমার মতে খুব লস এ থাকলে আপনার হোল্ড করা উচিত। আর ভাই Bull Bear টোকেন এ ট্রেডিং করলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি টা নিয়ে পর্যাপ্ত এনালাইসিস করতে হবে। আর সর্বদা মার্কেট পর্যালোচনা করে ট্রেড এ এন্ট্রি নিলে আশাকরি লস রিকোভার করতে পারবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাই,,
sr. member
Activity: 476
Merit: 523
February 06, 2022, 08:02:49 AM
ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে। তখন মোটামোটি আমরা সবাই লাভে থাকবো  Smiley। তো চলুন কিভাবে মারকেট আপ করে দেবা সেটা শেয়ার করি। আমার জীবনে আমি যতো বাড়ই মারকেট এ ভালো পরিমান কিছু টাকা ইনভেষ্ট করেছি, ২-১ বার ছাড়া প্রতিবারই হিউজ লস করে প্যানিক সেল দিয়ে দিছি। সেল দেয়ার সর্বোচ্চ ১ মাসে সময়ের মধ্যে ২০-৩০% আপ হয়ে মারকেট বুল রানে চলে যায়। তো এবারও ভাবছি, সকলের সুবিধার্তে নিজের সকল কয়েন গুলো সেল করে দেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মারকেট আপ হবেই  Grin। আর যদি আমি সেল না দিয়ে বসে থাকি। আর আমার সাথে আপনারাও বসে থাকেন। অন্তত এই কোয়াটারে আগের লস রিকোভার করে প্রফিটে ফেরত যেতে পারবেন না। সুতরাং সিদ্ধান্ত আপনার  Grin
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 06, 2022, 07:43:42 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
এটা কোন ব্যক্তিগত সমস্যা না এটা সবারই সমস্যা| আমরা যখন কোন কিছু ক্রয করি তখন ওই জিনিসের দাম কমে যায়|  আবার আমরা যখন কোন কিছু বিক্রি করি তখন ওই জিনিসের দাম বেড়ে যায়| আসলে ট্রেড করা খুবই ঝামেলার| ট্রেড করতে হলে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস ভালো জানতে হয়| তা না হলে ঝড়ে বক মারা মত অবস্থা হয় আরকি| তখন লাভ হলে আরো বেশি ইনভেস্ট করি এবং পরিণামে লস হয়|
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
February 06, 2022, 07:37:59 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 05, 2022, 11:32:53 AM
কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো।

এটা ডেডক্যাট বাউন্স এবং এই বিষয়ে আমিও কিছুটা একমত। যদিও এটি ডেডক্যাট বাউন্স, কিন্তু একদিনে ১০% এর ডাম্প আমি আশা করতেছি নাহ। হয়তো আবার ডাম্প করবে যদি সামনের রেজিস্ট্যান্টগুলো ভেঙ্গে সেগুলো সার্পোর্ট লেভেল না বানাইতে পারে। এছাড়াও আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারীতে একটি পাম্প দেখতে পারবো এবং এটি শুরুতে কিংবা শেষে হবে। আশা করতেছি, এটিই সেই পাম্প এবং আবার ৫০ হাজার স্পর্শ করার পর ডাম্প হবে।  Wink

ফেব্রুয়ারীতে পাম্প হতে পারে, এটি অবশ্য অনেক আগেই টেলিগ্রামে বলেছি: https://t.me/bitbytecrypto/21389
এবং এখানেও বলেছিলাম:  Smiley
তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
February 05, 2022, 08:06:14 AM
ভাই এবং ভাবীরা, কেমন আছেন আপনারা? ক্রিপ্টো এসেট আপনার, আর লাড়া দেওয়ার দ্বায়িত্য বড় বড় তিমি দের। আজকের মারকেট দেখে যদিও একটু ভালো লাগতেছে। কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো। এভাবে ভয়ে ভয়ে বেচে আছি। যদি মারকেট আরো ডাউন হয়. এই কোয়াটারে অন্তত রিকোভার করা সম্ভব হবে বলে মনে হয় না।  যারা ফিউচার মারেন, সাবধান ভাই। কোনো কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না। আমাদের জানুয়ারী তে যে এক্সপেটেশান ছিলো, সেটা কিন্তু হয়ে উঠেনি। সামনে কি হবে এখনি বলা যাচ্ছে না। সুতরাং, সবাই সাবধানে
Jump to: