Author

Topic: বাংলা (Bengali) - page 330. (Read 5693513 times)

full member
Activity: 367
Merit: 136
March 25, 2022, 12:33:30 PM

সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান।

রিক্স বলতে কোনটাকে বুঝিয়েছেন  মানে আমি বলতে চাচ্ছি যে, আমি এমন কয়েনের উপর ইনভেস্ট করলাম সেটায়  মূল্য কমে গেল  ,এটাই কি শুধু একমাত্র রিক্স ?  নাকি আরো কোন রিক্স রয়েছে ?

যদি এটাই শুধু একমাত্র রিক্স হয়ে থাকে তাহলে ধরেন আমি এমন কোন ইনভেস্ট করলাম যেটায় পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়বে , তাহলেতো এই দিক কাটিয়ে ওঠা গেল--

ক্রিপ্টো মার্কেট আসলে আপনি কোনো প্রিডিক্ট করতে পারবেন না, ভবিষ্যতে কি হবে। বিটকয়েন এখন ৪৪০০০কে এর মত প্রাইজ আছে, এ সময়ে যদি আপনি এই পদ্ধতিটি চেষ্টা করেন, আর কালকে দেখেন মার্কেট ক্রাশ করেছে আবার তাহলে তাহলে আবার এই প্রাইজের জন্য অপেক্ষা করতে হবে রিকাভারির জন্য। অন্যদিকে, এটাও ভেবে দেখতে পারেন, আপনার বিটিসি হোল্ডিংস নিয়ে এক্সেঞ্জাররা লাভ করতেছে, সেটেলমেন্ট এর সময়ে প্রাইজ বেশি থাকলে আপনাকে USDT ধরিয়ে দিবে আর কম থাকলে আরও বিটিসি এড করে দিবে। কিন্ত হ্যা, আপনি যদি লং র্টাম চিন্তা ভাবনা করেন বা আপনার হাতে অনেক সময় রয়েছে রিকাভারির জন্য তাহলে আপনি এই অপশন দেখতে পারেন। বিটিসি বাদে অন্য আল্টকয়েন আরও উঠানামা করে। 
বিঃদ্রঃ এটী কোনো ইনভেস্টমেন্ট সাজেশন নয়

নাকি আরো কোন রিক্স রয়েছে ?
KYC করা থাকলে আর এক্সচেঞ্জার থেকে কোনো সমস্যা হবার কথা না।

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 25, 2022, 12:18:22 PM
কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ।

ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।

মুদ্রার এপিঠ এবং ওপিঠ থাকে। সাধারণত সবাই মুদ্রার এপিঠ নিয়ে চিন্তা করে, কিন্তু আমি মুদ্রার ওপিঠ নিয়ে কম চিন্তা করে। আর আপনি যদি আমার পূর্ববর্তী পোষ্টগুলো দেখেন, তাহলে এটি বুঝতে পারবেন যে সবাই যখন মুদ্রার এপিঠ নিয়ে কথা বলে, তখন আমি মুদ্রার ওপিঠ নিয়ে কথা বলে সবাইকে অবগত করি। আমি আপনাদের মতামতের সাথে সহমত, কিন্তু মুদ্রার ওপিঠটা সবাইকে মূলত বলে রাখছিলাম। যেন অনেকে এক্টিভ হওয়ার পর হতাশ না হয়। আমার ২০১৭ তে অনেকের সাথে পরিচয় হয়েছিল, তারা এখন আর ক্রিপ্টোমার্কেটে এক্টিভ নাহ। তাই সবাই নিচের জায়গা থেকে এক্টিভ থাকলেই হবে, অন্যদের আশায় থাকলে হবে নাহ যে তারাও এক্টিভ হলে আমিও এক্টিভ থাকবো।  Wink মূলত আপনার আর আমার কথা একই, কিন্তু কথাটি আমি ঘুরিয়ে বলেছি কিছু সমস্যার দিকসহ।



সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে

এটি তো লম্বা সময়ের হোল্ডারদের জন্য খুবই ভালো উপায়।  Grin আমি আমার নিজের একটি কৌশল সবার জন্য বলে দিতেছি:
 
প্রথমত ধরে নিলাম বিটকয়েনের মূল্য কমে গেল, তাহলে আমি বিটকয়েন পাবো। এরপর আমি বিটকয়েনের মূল্য বৃদ্ধির জন্য অপেক্ষা করব, কিন্তু সেটিতে বিনিয়োগ করব নাহ। যখন বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে, তখন আমি বিটকয়নকে ডলারে কনভার্ট করার পর বিনিয়োগ করব। এরপর মূল্য হ্রাসের অপেক্ষা করবো, এতে আবার বিটকয়েন পাবো। এরপর এমন করে পুনরাবৃত্তি করতে থাকবো এবং আমার বিটকয়েন হোল্ডিং বৃদ্ধি পাবে।  Grin Grin

যারা দীর্ঘসময়ের জন্য বিটকয়েন হোল্ড করতে চান আমার মতো, তারা এই কৌশল নিজের রিস্কে ব্যবহার করুন। আশা করি, ক্ষতি হবে নাহ। কেননা আপনার বিটকয়েনের পরিমাণ বৃদ্ধি করা দরকার। বাকি আপনাদের মর্জি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 25, 2022, 12:14:15 PM

সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান।

রিক্স বলতে কোনটাকে বুঝিয়েছেন  মানে আমি বলতে চাচ্ছি যে, আমি এমন কয়েনের উপর ইনভেস্ট করলাম সেটায়  মূল্য কমে গেল  ,এটাই কি শুধু একমাত্র রিক্স ?  নাকি আরো কোন রিক্স রয়েছে ?

যদি এটাই শুধু একমাত্র রিক্স হয়ে থাকে তাহলে ধরেন আমি এমন কোন ইনভেস্ট করলাম যেটায় পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়বে , তাহলেতো এই দিক কাটিয়ে ওঠা গেল--
jr. member
Activity: 84
Merit: 3
March 25, 2022, 11:54:37 AM
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড  Kiss,   বাই দা রাস্তা  এটা মজার ছলে বললাম । Tongue
আপনি বাংলাদেশ টপিকঃ অ্যাক্টিভ রয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তা না হলে তা আমাদের এই টপিকের জন্য যেমন খারাপ বা বিরূপ প্রভাব ফেলবে, তেমনি ভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যেমন আপনি পরপর দুটি পোস্ট করতে পারবেন না। যদি আপনার কোনো তথ্য দেয়ার থাকে তাহলে পূর্ববর্তী পোষ্ট এডিট করে দিতে হবে। যদি আপনি কোন টপিক ওপেন করে থাকেন সে ক্ষেত্রে রিজার্ভ হিসেবে দু-একটা পোস্ট করতে পারবেন। অন্যথায় পরপর আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট ডিলিট হতে পারে। তেমনি ভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।

ধন্যবাদ ভাই এর সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম,  ধন্যবাদ আপনাকে আমাকে সচেতন করে দেওয়ার জন্য.
full member
Activity: 367
Merit: 136
March 25, 2022, 11:17:35 AM
ক্রিপ্টো মার্কেটে ভোলাটিলিটির জন্য অনেক প্লাটর্ফম উচ্চ রিস্ক ত সাথে ভালো আয়ের এর সুযোগ করে দেয়। তেমন একটা হাই রিস্ক ইনভেস্টমেন্ট হচ্ছে Dual Currency Investment। পদ্ধতিটি শুধুমাত্র Binance এবং Bybit এই দুই এক্সচেঞ্জারে আছে। কোনো ইউজার ইনভেস্টমেন্ট এর অপশনে গেলেই এইটি সেগমেন্টটি দেখতে পারবেন। আমি BYBIT এর অপশনটি উদাহরণ হিসেবে দেখাই।



আপনারা এই অপশন্টীতে গেলেই দেখতে পাআরবেন যে ৩০০%/৳০০% এর মত APY রির্টান। প্রথম প্রথম দেখলে ভালোই লাগে। কোনো ইনভেস্টমেন্টে এত্ত রির্টান সাধারনত বিষ্ময়কর মনে হবে। কিন্ত এই পুরো অপশনটা অনেক জটিল ও রিস্কি।



ইনভেস্ট করার আগে দেখতে হবে সেটেলমেন্ট এর ডেট কবে*(অর্থাৎ আপনি কত দিনের জন্য ইনভএস্ট করতে চাচ্ছেন)
ধরেন আজকের বিটকয়েনের প্রাইজ ৪৪০০০$, এখন ধরণের আপনি এই রেটে ১০০$ ইনভেস্ট করলেন। এখন ২৪ ঘন্টার পরে এর প্রাইজ যদি ৪৪০০০$ এর নিচে যায় তাহলে আপনি  (৩০০%/৳৪০০% APY রেট যাই থাকুক না কেনো) এর রেট অনুযায়ি এক্সট্রা বিটকয়েন পাবেন আর যদি বিটকয়েন্ এর প্রাইজ ৪৪০০০$ এর উপরে চলে যায়, তাহলে ওই রেটে USDT পাবেন।
সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে

আমি কখনো এমন ইনভেস্টমেন্ট সাজেস্ট করি না। কেউ যদি উচ্চ APY দেখে লোভে পরে ইনভেস্ট করতে চান, তাহলে অনুরোধ থাকবে যে নিজে একবার যাচাই বাছাই করে তারপর ইনভেস্ট করতে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 25, 2022, 10:48:38 AM
ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড  Kiss,   বাই দা রাস্তা  এটা মজার ছলে বললাম । Tongue
এইটা উনি কথার কথা বলেছেন। আমরা অনেকেই এই বোর্ডে এক্টিভ আছি। আলাদা আলাদা করে হিসেব করলে প্রতি মাসে অন্তত ২০ জন আলাদা আলাদা মানুষ পোস্ট করি কিন্তু দুঃখের বিষয় সবাই একটানা এক্টিভ থাকি না যেমনটা Review Master ভাই বলেছেন। যদি থাকতাম তাহলে আমাদের মাসিক পোস্ট অনেক বেশি হত এবং সেক্ষেত্রে আমাদের লোকাল বোর্ড পাওয়ার চান্স অনেক বৃদ্ধি পেত। সেটাই বলতে চেয়েছেন শাসান ভাই।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 24, 2022, 10:57:24 AM
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড  Kiss,   বাই দা রাস্তা  এটা মজার ছলে বললাম । Tongue
আপনি বাংলাদেশ টপিকঃ অ্যাক্টিভ রয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তা না হলে তা আমাদের এই টপিকের জন্য যেমন খারাপ বা বিরূপ প্রভাব ফেলবে, তেমনি ভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যেমন আপনি পরপর দুটি পোস্ট করতে পারবেন না। যদি আপনার কোনো তথ্য দেয়ার থাকে তাহলে পূর্ববর্তী পোষ্ট এডিট করে দিতে হবে। যদি আপনি কোন টপিক ওপেন করে থাকেন সে ক্ষেত্রে রিজার্ভ হিসেবে দু-একটা পোস্ট করতে পারবেন। অন্যথায় পরপর আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট ডিলিট হতে পারে। তেমনি ভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।
jr. member
Activity: 84
Merit: 3
March 24, 2022, 10:14:51 AM
আমি ইতিপূর্বে সকলের জন্য Meme প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো সেটিতে তেমন কেউ অংশগ্রহণ করে নাই। এছাড়াও অনেক সময় বিষয় বিষয় এখানে পোষ্ট করার মাধ্যমে নিজেদের মধ্যে মতামত বিনিময় শুরু করার চেষ্টা করেছি। কিন্তু সবাই পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত যতটুকু দেখলাম। তাই এসব শুধুমাত্র আমাদের আলোচনাই থেকে যাবে, কাজের কাজ করতে চাইলে আমাদেরকে নিজে থেকেই সব কিছু করতে হবে। কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ। উদাহরণ হিসেবে আমাকেই নেন, আমি গত একমাস ব্যক্তিগত কারণে এক্টিভ ছিলাম নাহ। তাই আমরা যারাই এখানে আছি, তারা নিজেদের মধ্যে যেকোনো বিষয় মতামত বিনিময় শুরু করি এবং লোকাল থ্রেড এমনিতেই তথ্যবহুল হবে এবং এক্টিভিটিও বাড়বে। এটি আমার অভিজ্ঞতা থেকে মতামত পোষণ করলাম, বাকি আপনাদের মর্জি। Wink

আমি আপনার কথাগুলোর সাথে একমত আছি যেহেতু প্রতিযোগিতার ব্যবস্থা করলে প্রতিযোগিতায় অংশগ্রহণ পরিমাণ খুবই কম হয়  আর আমাদের মধ্যে আলোচনা করলেও তো অনেক তথ্য আমরা নিজেরা নিজেরাই পেয়ে যায় আমি নিজেও লোকাল পর থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি



ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড  Kiss,   বাই দা রাস্তা  এটা মজার ছলে বললাম । Tongue
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 24, 2022, 07:04:51 AM
বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।

তবে যে যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। যে যা পারি তাই এখানে উল্লেখ করতে হবে। তাহলে এমনিতেই একটিভ হয়ে যাবে। আর আমাদের একটিভ দেখে অবশ্যই লোকাল বোর্ড করার পারমিশন দেবে। অ্যাক্টিভিটি না বারলে আসলে আমরা কিছু করতে পারবোনা। যেমন ধরেন কোন রাফেল বা যেকোনো ধরনের কনটেস্ট এর আয়োজন করা হলে দেখা যাবে পার্টিসিপেন্ট নাই সে ক্ষেত্রে তো তেমন কোনো লাভ হবে না।

কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ।
ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 24, 2022, 03:03:02 AM

আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।

কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।

বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।

আমি ইতিপূর্বে সকলের জন্য Meme প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো সেটিতে তেমন কেউ অংশগ্রহণ করে নাই। এছাড়াও অনেক সময় বিষয় বিষয় এখানে পোষ্ট করার মাধ্যমে নিজেদের মধ্যে মতামত বিনিময় শুরু করার চেষ্টা করেছি। কিন্তু সবাই পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত যতটুকু দেখলাম। তাই এসব শুধুমাত্র আমাদের আলোচনাই থেকে যাবে, কাজের কাজ করতে চাইলে আমাদেরকে নিজে থেকেই সব কিছু করতে হবে। কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ। উদাহরণ হিসেবে আমাকেই নেন, আমি গত একমাস ব্যক্তিগত কারণে এক্টিভ ছিলাম নাহ। তাই আমরা যারাই এখানে আছি, তারা নিজেদের মধ্যে যেকোনো বিষয় মতামত বিনিময় শুরু করি এবং লোকাল থ্রেড এমনিতেই তথ্যবহুল হবে এবং এক্টিভিটিও বাড়বে। এটি আমার অভিজ্ঞতা থেকে মতামত পোষণ করলাম, বাকি আপনাদের মর্জি। Wink
full member
Activity: 367
Merit: 136
March 24, 2022, 12:52:10 AM

আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।

কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।

বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 23, 2022, 09:57:43 PM
এখানে আমার একটা প্রশ্ন আছে 30 তারিখের পরে ভিপিএন ব্যবহার  করে  GATE IO ব্যবহার করা যাবে না?

ফিনান্সিয়াল সাইট গুলো ভিপিএন ব্যবহার না করাই ভালো।  কারণ তারা যদি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলে তখন আপনি কিভাবে করবেন।  তাছাড়া ভিপিএন এ একেক সময় একেক আইপি শো করবে।  সুতরাং ভিপিএন ব্যবহার না করাই ভালো।

প্রতিদিন কমপক্ষে 10 টা থেকে 15 টা অ্যাক্টিভিটি বলতে কোনটাকে বুঝিয়েছেন টোটাল অ্যাক্টিভিটি না প্রতি জনের জন্য।
আর একটা প্রশ্ন লোকাল বোর্ড এবং লোকাল থ্রেডের  মধ্যে পার্থক্য কি? লোকাল বোর্ডের ক্ষেত্রে কি বিশেষ সুবিধা রয়েছে?

প্রতিদিন কেউতো আর পনেরোটা অ্যাক্টিভিটি করতে পারবে না এই টপিক থেকে।  কারণ নিজের পনেরোটা পোস্ট করতে হলে কমপক্ষে অন্যদের আরও 15 টা পোস্ট করতে হবে। বোর্ডে যে কেউ টপিক অপেন করতে পারে কিন্তু থ্রেড এ টপিকঃ অপেন করা যায় না।

কিন্তু এগুলোর জন্য কি করা যায়? টেলিগ্রাম গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনা করলে কেমন হয়? সবার মতামত আশা করছি।

আমরা যারা রেগুলার কাজ করি তারা যদি প্রতিদিন একটা করে পোষ্ট করি এবং আমাদের সংখ্যা যদি 10 হয় তাহলেও দেখা যাবে অ্যাক্টিভিটি হয়ে গেছে। কারণ যারা রেগুলার না তারাও অনেক পোস্ট করে এবং আমরা যদি রেগুলার পোস্ট করি তারা আরো বেশি পোস্ট করবে।
টেলিগ্রাম গ্রুপ করা যায়। তবে তখন আলোচনা গ্রুপেই হবে। এইখানে অ্যাক্টিভিটি বাড়ানোই মূল উদ্দেশ্য হতে হবে। দেখা গেল সবাই টেলিগ্রাম আলোচনা করলাম, কিন্তু এখানের পোস্ট করলাম না। তাহলেতো হিতে বিপরীত হয়ে যাবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 23, 2022, 03:11:04 PM
বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন  gate.io  একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন  ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।


এই বিষয়টি নিয়ে অনেক আগেই আমি BitByteCrypto কমিউনিটিতে পোষ্ট করেছিলাম, কিন্তু একটি বিষয় এখনো ধোয়াশা থেকেই গেল। আপনার সরবরাহ করা স্ক্রিনশট অনুযায়ী, কেউ তাদের এক্সচেঞ্জ ব্যবহার করতে পারবে নাহ। অন্যদিকে আমি যতটুকু তাদের ডকুমেন্টটি পড়েছি। উল্লিখিত দেশগুলোর জন্য Gate io এক্সচেঞ্জটি তাদের সকল সার্ভিস প্রদান করবে নাহ, যেমন: লেন্ডিং, ফান্ডরাইজিং/আইইও ইত্যাদি। তবে তাদের এক্সচেঞ্জের স্পট ট্রেডিংটি ব্যবহার করা যাবে এবং ক্রিপ্টো জমা/উত্তোলন করা যাবে।

গুরুত্বপূর্ণ লিংক এক নজরে:
BitByte Crypto তে প্রথম পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/573
BitByte Crypto তে পরবর্তী আপডেট: https://t.me/bitbytecrypto_ann/574
Gate io এর অফিসিয়াল এডমিনের রিপ্লাই: https://t.me/gateio/1126565
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 23, 2022, 02:28:21 PM
বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন  gate.io  একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন  ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।
আশা করছি কেউ ক্ষতিগ্রস্হ হবেন না।



ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের সামনে পেশ করার জন্য।
এখানে আমার একটা প্রশ্ন আছে 30 তারিখের পরে ভিপিএন ব্যবহার  করে  GATE IO ব্যবহার করা যাবে না?
ভিপিএন ব্যবহার  করলে কি কোনো অসুবিধা নেই পড়ার সম্ভাবনা আছে?


প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 টা অ্যাক্টিভিটি করতে হবে।
প্রতিদিন কমপক্ষে 10 টা থেকে 15 টা অ্যাক্টিভিটি বলতে কোনটাকে বুঝিয়েছেন টোটাল অ্যাক্টিভিটি না প্রতি জনের জন্য।
আর একটা প্রশ্ন লোকাল বোর্ড এবং লোকাল থ্রেডের  মধ্যে পার্থক্য কি? লোকাল বোর্ডের ক্ষেত্রে কি বিশেষ সুবিধা রয়েছে?

member
Activity: 184
Merit: 65
March 23, 2022, 02:08:44 PM
বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন  gate.io  একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন  ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।







আশা করছি কেউ ক্ষতিগ্রস্হ হবেন না।
member
Activity: 86
Merit: 21
March 23, 2022, 02:02:22 PM
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।
এখানে লজ্জার কিছু নাই। ভদ্রলোক সম্ভবত অনেকগুলো একাউন্ট চালান। তাই তার অন্য কোন অ্যাকাউন্ট হয়তো এসার মেম্বার ছিল। কিন্তু, তিনি সেটাই লগইন না করে এটাই লগইন করেছেন। এইজন্য তিনি হয়তো ভেবেছেন যে, তার ম্যারিড গুলো উধাও হয়ে গেছে। এবং তিনি এসার মেম্বার থেকে নিউ হয়ে গেছেন। আসলে এটা তার বা আপনার বা আমাদের কারো ভুল না, এটা হয়তো বা অনেক একাউন্ট করার দরুন এই সামইক দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়েছে এর বই কিছু নয়।

ধন্যবাদ আপনার সাথে আমিও একমত কেউ যদি অনেক গুলা এ্যাকাউন্ট চালাই তাহলে এমন টা হতে পারে ।

আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।

লজ্জার কোনো কারন নেই বিটকয়েনটল্ক ফোরামে কেউ মেরিট দিয়ে সেই মেরিট আবার ফেরত নেয়ার কোনো ধরনের অপশন নেই, আপনার এ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তারপরেও মেরিট থেকে যায়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 23, 2022, 08:58:23 AM
আসলে বাংলাদেশ লোকাল বোর্ড মোটামুটি এক্টিভিটি দেখা যায় অন্যান্য লোকাল বোর্ডের তুলনায়। সব সময় আমাদের লোকাল বোর্ড সবার লোকাল বোর্ড তালিকার উপরে দেখা যায়। আর মেইন বোর্ডে যদি বাংলাদেশ আনা যায় হয়তো আরোও এক্টিভ মেম্বার এর সংখ্যা বাড়বে।
আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।
ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমাদের থ্রেড আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। এখন মোটামুটি মানের আলোচনা হয়। হয়ত অদুর ভবিষ্যতে সেটা আরো বাড়বে। তবে, আমরা এখনো অনেক পিছিয়ে। সম্প্রতি লোকাল বোর্ড/থ্রেডের তথ্য ও উপাত্ত থেকে দেখা যায় আমরা মোটামুটি কয়েকটা লোকাল বোর্ড থেকে এগিয়ে থাকি। তবে আমাদের অবশ্যই আরো বেশি এক্টিভিটি লাগবে এইটাও ঠিক।
কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।

আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেড এ আরো এক্টিভেট বাড়াতে হবে। যারা ভালো রাঙ্ক ও ভালো রেপুটেড তাদেরকে এই থ্রেড এ আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে এখানে একটিভ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 টা অ্যাক্টিভিটি করতে হবে। তারপর এপ্লাই করে সবাই মিলে সাপোর্ট করলে তখন লোকাল বোর্ড পাওয়া যেতে পারে। এর আগে এমডিওয়ানলাইনার সম্ভবত চেষ্টা করেছিলেন তখনো হয় নাই বারবার আমরা যদি রিজেক্টেড হই, তাহলে আমরা হয়তো আর কখনোই লোকাল বোর্ড পাব না। কাজেই আমাদেরকে আট সাট বেঁধে নামতে হবে।
একমত না হয়েও উপায় নেই। এইটা ঠিক যে আমাদের এক্টিভিটি অনেক কম তবে সেটা বেশ কিছু লোকাল বোর্ড থেকে বেশি। আমাদের এইখানে আসলে আলোচনা খুব বেশি হয় না। এর জন্য অবশ্য অনেক কারন রয়েছে। একটি থ্রেডে আলোচনা আসলে খুব একটা জমে না। দেখা যায় অন্যান্য পোস্টের ভীড়ে ভালো তথ্যগুলো হারিয়ে যায়।
যাই হোক, আমরা সবাই এক্টিভ হলে আমার মনে হয় এইটা কোন ব্যাপার না। লোকাল থ্রেডে সবাই যদি তথ্যবহুল আলোচনা করি তাহলে থিমস অবশ্যই কনসিডার করবেন।
কিন্তু এগুলোর জন্য কি করা যায়? টেলিগ্রাম গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনা করলে কেমন হয়? সবার মতামত আশা করছি।


বিশেষ দ্রষ্টব্য
আমাদের এইখানে আপনারা যদি কোন পোস্ট মেরিট পাওয়ার যোগ্য মনে করেন তাহলে অবশ্যই মেরিট শেয়ার করবেন। আমি আবারো বলছি যদি মেরিট পাওয়ার যোগ্য হয়। এতে আমাদের লোকাল বোর্ডে আশা করি এক্টিভিটি বাড়বে এবং পোস্টের কোয়ালিটিও বাড়বে।
full member
Activity: 367
Merit: 136
March 23, 2022, 03:19:17 AM
DeFi প্রজেক্টে অনেক আয়ের অনেক সুযোগ থাকায়, আমরা অনেকে এসব প্রেজেক্ট গুলোতে কাজ করে থাকি। কিন্ত মার্কেটে এত এত ব্লকচেইন, সাথে তাদের DEX,DAPPS- এসব প্লাটর্ফমের সব তথ্য বের করে ক্যালকুলেশন করা অনেক প্যারাদায়ক। ধরেন আপনি কোনো প্লাটর্ফমে কোনো কয়েন স্ট্যাক করবেন কিন্ত জানেন না এই প্লাটর্ফমটি অডিট কিনা বা TVL কত বা অন্য DAPP তুলনায় এর রেট কেমন এসব ব্যাপার ক্যালকুলেশন করাও অনেকটা সময়ের ব্যাপার। কিছু DeFi টুলস আছে যা এসব কাজকে আরও সহজ করে দেয়। কয়েকটি টুলস হচ্ছে-

DeFi Pulse সম্ভবত DeFi স্পেসে সমস্ত ধরণের প্রকল্পের ট্র্যাক রাখার জন্য শীর্ষ সাইটের মধ্যে একটি। এর হোম পেজে পুরো DeFi জগতের একটি সহজ ওভারভিউ রয়েছে, যেখানে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত $100 বিলিয়ন মোট লক করা মূল্য (TVL) রয়েছে, যা ধাপে ধাপে সাজানো রয়েছে।
বিভিন্ন DeFi প্রোটোকলের সর্বশেষ বিশ্লেষণ এবং র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি, DeFi Pulse যে কেনো ইউজার অ্যাক্সেস করতে পারে। কিন্ত লিমিটেশন বলতে এই সাইটে শুধু ইথেরিয়াম বেসড সাইটগুলোই প্রাধান্য দেওয়া হয়।

DappRadar বিশ্বে dApp স্টোর হিসাবে পরিচিত। প্ল্যাটফর্মটির মাধ্যমে, DeFi, NFT এবং ক্রিপ্টো-ভিত্তিক গেমিং অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে সবকিছু অনুসন্ধান, ট্র্যাক এবং রির্সাচ ক্ষেত্রে ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মের পোর্টফোলিও কার্যকারিতা একজন ইউজার তার সমস্ত ওয়ালেট এক জায়গায় পরিচালনা করতে সাহায্য করে। ইন্ডাস্ট্রির dApp স্পেসের একটি ব্যাপক ওভারভিউ দেয়, বাজারে DappRadar-এর মাধ্যমে মাল্টিচেইন Dapps গুলোর সার্বিক আপডেট ২৪ ঘন্টায় আপডেট করা হয়। আমি নিজে ব্যাক্তিগভাবে বিগত কয়েকবার এই প্লার্টফমটি ব্যবহার করেছি। কিছুদিন আগে এদের একটি এয়ারড্রপও করা হয় যার মাধ্যমে এরা এদের নিজস্ব টোকেন মার্কেটে আনে।
বর্তমানে এই প্লাটর্ফমটিতে গেমস এবং DeFi বিভাগের ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

DeFi Llama DeFi অ্যাপে ভিত্তিক ক্রিপ্টোকারেন্সির ট্র্যাকিং সাইট, যা যেকোনো DEX মোট লক করা মান (TVL) সহ অন্যান্য সব তথ্য দিয়ে থাকে। এই সাইটি আমরা ব্যক্তিগতভাবে পছন্দ, কেননা এইসাইটে আপনি একাধারে ক্যাটাগরি বেসড ট্র্যাকিং দেখতে পারবেন। 2021 সাল পর্যন্ত, 500+ ক্রিপ্টো কয়েন সাইটে ট্র্যাক করা হয়েছে, যেখানে TVL ভিত্তিক অনুসারে সাজানো হয়েছে।
মেনশনঃ এই সাইটে একটি ক্যাটাগরি আছে, Airdrop এর। এখানে ইউজাররা সেসব প্লাটর্ফম দেখতে পাবেন, যারা এখনো তাদের কোনো টোকেন রিলিজড করে নেই। আর হয়তো অনেকে জানেন বেশইভাগ প্লাটর্ফম তাদের পুরাতন ইউজারদের কিছু Airdrop হিসেবে থাকে।


DeFi অ্যাক্সেসের জন্য DEFIYIELD ইউজারদেরকে ডিজিটাল এসেটগুলিকে পরিচালনা করার সুযোগ দেয়৷
 আপনার ENS (Ethereum Name Service) ডোমেনে প্রবেশ করুন, অথবা একটি  ETH বা BSC এড্রেস সরাসরি আপনার ক্রিপ্টো ওয়ালেট সংযোগ করুন – এবং আপনি প্ল্যাটফর্মটি ব্যবহার শুরু করতে পারেন।
DEFIYIELD একটি সাধারণ ড্যাশবোর্ড ভিউয়ের মাধ্যমে আপনার পোর্টফোলিও, লেনদেন এবং পুলগুলির ট্র্যাকিং সহ একটি সম্পূর্ণ DeFi ব্যবস্থাপনা টুলসেটের মাধ্যমে তথ্য বিনিয়োগের সিদ্ধান্তগুলিতে ফোকাস করে৷
অ্যাপের ডেভেলপাররা অ্যাপটির সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কাজ করে, বিভিন্ন DeFi টুলে 50টির বেশি অডিট সম্পন্ন করা এবং বিনিয়োগকারীদের দেখার জন্য 500+ দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। যেকোনো ইউজার কোনো নির্দিষ্ট প্লাটর্ফমে ইনভেস্ট করার আগে, ঐ প্লাটর্ফমের অডিট রের্কড, হ্যাকিং এট্যাক এর রের্কড দেখতে পারেন যা এই প্লাটর্ফমটিকে অন্য সব টুল থেকে আলাদা করে রাখে।

যারা DeFi এর বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে হয়তো তাদের এই জন্য এইটুল গুলির ব্যবহার খুবই গুরুত্বপুর্ণ।

সাহায্য কারী উৎস https://rugdoc.io/education/defi-tools/
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 23, 2022, 03:03:46 AM
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।
এখানে লজ্জার কিছু নাই। ভদ্রলোক সম্ভবত অনেকগুলো একাউন্ট চালান। তাই তার অন্য কোন অ্যাকাউন্ট হয়তো এসার মেম্বার ছিল। কিন্তু, তিনি সেটাই লগইন না করে এটাই লগইন করেছেন। এইজন্য তিনি হয়তো ভেবেছেন যে, তার ম্যারিড গুলো উধাও হয়ে গেছে। এবং তিনি এসার মেম্বার থেকে নিউ হয়ে গেছেন। আসলে এটা তার বা আপনার বা আমাদের কারো ভুল না, এটা হয়তো বা অনেক একাউন্ট করার দরুন এই সামইক দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়েছে এর বই কিছু নয়।
member
Activity: 184
Merit: 65
March 23, 2022, 01:56:56 AM
বেশ কয়েক বছর আগেই এই ফোরামে কাজ করেছিলাম। এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, কিন্তু ফোরামের নিয়ম কানুন মনে হচ্ছে অনে পরিবর্তন হয়েছে। আমি পূর্বে সিনিয়র মেম্বার ছিলাম এখন দেখছি আমাকে আবার নিউবিতে নিয়ে গেছে। ব্যাপারটা কেনো এমন হল কেউ কি বলতে পারবেন আমাকেHuh
আর আরেক্তি কথা নিউবিতে কোনো বাউন্টিতে কাজ করা যাবে কিনা তা নিয়ে কেউ আমাকে যদি বলতে পারেন তাহলে আমার জন্য সেটা অনেক বেশি উপকার হয়। আর আমি তেমন একটা লেখালেখি করি না যার কারনে মেরিট নিয়ে এখন অনেক দুশ্চিতায় আছি। কেউ কি আমাকে মেরিট দিয়ে সাহায্য করতে পারবেনHuh?
যদিও আমি চাই না এইভাবে কারো কাজ থেকে মেরিট খোঁজার কিন্তু একপ্রকার বাধ্য হয়েই তা আমি বললাম কারন আমি আবার নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি আর এই জন্য গ্রুপের সকল মেম্বার বিশেষ করে বাঙালি হয়ে একে অন্নের উপকার করার সহজাত কোন প্রবনতা যদি পানাদের মাজে কাজ করে থাকে সেই থেকে আমাকে একটু হেল্প করার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরধ পেশ করলাম।
যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, আপ্নারা কেউ মনে কিছু নিবেন না। তবুও বলতে লজ্জাবধ করিনাই। আপনাদের সকলের সুন্দর মতামত আশা করছি।
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।মেরিট ছাড়া আপনি সিনিয়র হলেন কিভাবে? অথচ আপনার প্রথম পোস্ট এখনো আইডিতে আছে।এটা কি সম্ভব?ভাই আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন সদস্য অথচ  আপনি কয়েকমাস পরপর এক্টিভেট থাকেন।ফোরামের বুকে বাংগালী-বাংগালীকে সাহায্য করবে এবং বিদেশিরাও এটাই স্বাভাবিক,তার জন্য আপনাকে ফোরামের নিয়ম কানুন মেনে পোস্ট করতে হবে।তাহলে সাহায্য পাবেন।অযথা মিথ্যা তথ্য দিয়ে নতুনদের বিভ্রান্ত করবেন না।আপনি যে মতবাদ প্রকাশ করেছেন তা নতুনদের মাঝে অহেতুক একটা ভয়ের সৃষ্টি করবে।
Jump to: