Author

Topic: বাংলা (Bengali) - page 322. (Read 5693653 times)

member
Activity: 84
Merit: 22
May 02, 2022, 11:01:38 PM
     
                                  ┏━━━━ ﷽━━━━┓
                              ꧁🕌ঈদ মোবারক🕌꧂
                                ┗━━━━ ﷽━━━━┛
                                 تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
                    (তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম)❤️
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 02, 2022, 11:34:21 AM
সকলকে ঈদের শুভেচ্ছা এবং সকলের জন্য দোয়া রঈলো।  Smiley
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 02, 2022, 09:09:56 AM
সবাইকে জানানো যাচ্ছে যে   বাংলাদেশের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর অনুযায়ী  পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে সুতরাং কালকেই  বাংলাদেশে  ঈদ উদযাপন করা হবে ,
আনন্দের এই দিনটি ঘিরে সবার মনে বিভিন্ন আয়োজন আর পরিকল্পনার কোন কমতি নেই। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ প্রতিবেশিদের সাথে  সকল বিভেদ-দ্বন্দ্ব   ভুলে গিয়ে ঈদের আনন্দ  দিয়ে চারদিক মুখরিত হোক।  সেই আনন্দকে সামনে রেখে সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছ। ঈদ মোবারক
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়, 
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
©newresultbd
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 02, 2022, 07:18:41 AM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
কম রেটে দিলে জানাইয়েন  Cheesy
তবে বেশি রেট পাবেন না। খুব কম মানুষ বর্তমানে বাইন্যান্সের বাইরে লেনদেন করে। যারা করে তারা হয় বাইন্যান্স সম্পর্কে অবগত না অথবা তারা প্রাইভেসি সম্পর্কে খুবই সচেতন যার জন্য এক্সচেঞ্জ ব্যবহার করে না।
member
Activity: 84
Merit: 22
May 02, 2022, 05:53:14 AM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
Hello Everyone.  Hope all of you are doing well and having a blessed Ramazan. just wanted to ask do you allow people from other country in this forum too? Or is it for Bangla nationals only.
I was curious to know so I texted here. Will shoot my questions if I other nationals are allowed to participate.
First of all, welcome to Bangla thread. Only Bengali can be posted here.There are many new members of Bangladesh in this forum who understand less English. And if you can post in Bengali then you can do no problem.Thanks..
full member
Activity: 504
Merit: 212
May 02, 2022, 03:21:11 AM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
Hello Everyone.  Hope all of you are doing well and having a blessed Ramazan. just wanted to ask do you allow people from other country in this forum too? Or is it for Bangla nationals only.
I was curious to know so I texted here. Will shoot my questions if I other nationals are allowed to participate.

I am replying to your question in English because I assume you do not understand Bengali.

This thread is for Bengali-speaking people but people from other nationalities are also allowed as long as they write in Bengali here. You can ask any question or join any conversation only in the Bengali language. Please do not use other languages in this thread.
full member
Activity: 952
Merit: 105
May 01, 2022, 06:10:40 PM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
Hello Everyone.  Hope all of you are doing well and having a blessed Ramazan. just wanted to ask do you allow people from other country in this forum too? Or is it for Bangla nationals only.
I was curious to know so I texted here. Will shoot my questions if I other nationals are allowed to participate.
jr. member
Activity: 32
Merit: 2
May 01, 2022, 03:35:28 PM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
full member
Activity: 367
Merit: 136
May 01, 2022, 12:21:58 PM
সারাংশ: সাফল্য একা কঠোর পরিশ্রম থেকে আসে না, একজন নবাগত হিসাবে ভাল তথ্য ছাড়া, আপনি সবসময় ফোরাম কঠিন মনে হবে.
এটা একটি ইংরেজি পোস্ট বাংলা ট্রান্সলেশন করা হয়েছে। Link: https://bitcointalksearch.org/topic/m.59746918

লেখাটি অব্যশই ভালো ছিলো। কিন্ত পরবর্তীরতে আশা করি, ট্রান্সলেশন করলে লেখাটি সহজে বোধগম্য হবে। অনেক আর্টিকেল অন্য ভাষায় পড়তে ভালো শুনায়, কিন্ত একই আর্টিকেল সরাসরি ট্রান্সলেটর ব্যবহার করে পড়লে বোধগম্য হতে কষ্টকর হয়। আশা করি বুঝতে পারবেন। ট্রান্সলেশন করার পর, নিজে পড়বেন এরপর কোথাও ইডিট এর প্রয়োজন হলে, মানানসই চেঞ্জ করে দিবেন। যাতে রিডারের পড়তে সমস্যা না হয়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 01, 2022, 10:54:09 AM
Chittagong e ke ke achen???
Usdt lagbe amar 100

isomoyes ভাই আশা করছি এই থ্রেডে পোস্ট করার আগে আপনি নিয়মকানুন গুলা ভালো করে দেখে পোস্ট করতেছেন । কিন্তু হয়তো ভুলে গেছেন এখানে বাংলায় পোস্ট করতে হয় ।
আর ১০০ USdT লাগবে এটি কি ঋণ হিসেবে নিতে চান ? ঋণ নিতে চাইলে আমার মনে হয় না আপনাকে কেউ দেবে কারণ আপনার রাঙ্ক কম ।
আর যদি ক্রয় করতে চান তাহলে আপনি চাইলে বিনান্স এক্সচেঞ্জার থেকে P2P করে সহজেই ১০০ USdt  ক্রয় করতে পারবেন এভাবে কারো কাছ থেকে ক্রয় করতে গিয়ে আপনি স্ক্যামের শিকার হতে পারেন
sr. member
Activity: 476
Merit: 523
May 01, 2022, 10:47:51 AM
হেলো ভাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, বোনেরা তোমার Tongue বোনেরাও নিশ্চই আমার। চলুন বিগত মাসের আমাদের লোকাল থ্রেড এর ওভারভিউটি দেখা যাক।

পোষ্ট কাউন্ট: মার্চ মাসে আমাদের থ্রেড এ ১২৬ টি পোষ্ট করা হয়েছিলো। যা এই মাসে অল্প কিছু বেড়ে ১৩৪ এ দাড়িয়েছে। সকলকে ধন্যবাদ ভালো পোষ্ট করার জন্য।

মেরিটঃ বিগত মাসে আমাদের মেরিট রেশিও ছিলো ০.৫৩ যেটা অনেক বেশি। মোট মেরিট শেয়ার হয়েছিলো ৬৭ টি। এই মাসে সেটা কমে হয়েছে ৪৩ টি।

মেরিট/পোষ্ট রেশিওঃ ওপরেই বলে ফেলেছি, যেহেতু মেরিট শেয়ার কমেছে, তাই মেরিট রেশিও কমে গেছে। ০.৫৩ থেকে এই মাসে ০.২৯ এ চলে এসছে। সাধারনত এটাও একবারেই খারাপ রেশিও নয়।

পোষ্টারঃ বিগত মাসে আমাদের থ্রেড এ ২৯ জন পোষ্ট করেছিলো। এই মাসে সেটা হয়েছে ৩৩ জন। ৪ জন নতুন ভাবে থ্রেড এ পোষ্ট করেছেন। আশা করি আপনারা কন্টিনিউ করবেন।



বিগত মাসের টপ ১০ জন পোষ্টারঃ
1. Crypto Library [19]
2. shasan [15]
3. Teletalk.org [12]
4. Little Mouse [10]
5. Blue King [9]
6. naim027 [8]
7. DVlog [7]
8. musafar37 [7]
9. wtsimis [7]
10. Sumonkhan14 [4]
newbie
Activity: 327
Merit: 0
May 01, 2022, 05:07:50 AM
Chittagong e ke ke achen???
Usdt lagbe amar 100
member
Activity: 84
Merit: 22
April 30, 2022, 12:15:54 PM
অন্য প্রতিটি মানুষের মতো প্রচেষ্টার জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রয়োজন তাই এই ফোরামটি আপনার বিটকয়েন জ্ঞানকে রূপ দেওয়ার জন্য। এবং এটি এই গ্রুপের (বিটকয়েন্টলক) সিনিয়র সদস্যদের কাছ থেকে শেখার মাধ্যমে অর্জন করা যেতে পারে যাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। একজন নবাগত হিসাবে একটি নতুন ফোরামে আসা কখনও কখনও চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যখন আপনি সঠিক প্রশ্নগুলি জিজ্ঞাসা করার বিষয়ে বিভ্রান্ত হন, তবে, এই ফোরামটি প্রশ্নবান্ধব এবং সহায়ক৷ আমি আমার সহকর্মী নতুনদের এই ফোরামের সিনিয়র সদস্যদের অতীত এবং বর্তমান পোস্টগুলি পড়ার পরামর্শ দিচ্ছি এবং উত্সাহিত করছি যাতে তারা শিখতে পারে এবং এমন ভুল করতে না পারে যা তাদের নিষিদ্ধ করা হতে পারে।

নতুনরা এটি জানেন
1) পাঠকরাই নেতা: আপনি না পড়লে আপনি বাড়তে পারবেন না।
2) অভিজ্ঞতা ভাল শেখায়: আপনার সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শিখুন।
3) তথ্য: আপনি যখন আপনার সিনিয়রদের কাছ থেকে শিখবেন তখন আপনি আপনার সামনের কাজ সম্পর্কে আরও তথ্য পাবেন।

সারাংশ: সাফল্য একা কঠোর পরিশ্রম থেকে আসে না, একজন নবাগত হিসাবে ভাল তথ্য ছাড়া, আপনি সবসময় ফোরাম কঠিন মনে হবে.
এটা একটি ইংরেজি পোস্ট বাংলা ট্রান্সলেশন করা হয়েছে। Link: https://bitcointalksearch.org/topic/m.59746918
jr. member
Activity: 43
Merit: 2
April 30, 2022, 08:46:58 AM
আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে যাই। যা সাহায্যকারী বিষয়ে??

ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা একটি দেখা বা স্পর্শ করা যায় না। মূল কথা হচ্ছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে ফোরামে রেগুলার একটিভ থাকতে হবে এবং সিনিয়র ভাইদের বেশি বেশি পোস্ট পড়তে হবে। এখানে কেউ আগে থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখে আসে না সবাই সিনিয়রদের পোস্ট পড়ে পড়ে জানতে পারে। এবং আপনাকে রেগুলার একটিভ থাকতে হবে তা না হলে ভালোভাবে শিখতে পারবেন না। ধন্যবাদ,
member
Activity: 84
Merit: 22
April 30, 2022, 08:37:10 AM
আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে যাই। যা সাহায্যকারী বিষয়ে??
আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একদিনে জানতে পারবেন না। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে রেগুলার ফোরামে একটিভ থাকতে হবে এবং সিনিয়র মেম্বারদের পোস্ট পড়তে হবে। তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আছে এবং তারা বেশির ভাগ নতুনদের শেখোনি পোস্ট করে। তাই সিনিয়রদের পোস্ট পড়বেন বেশি বেশি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 12:28:24 PM
পয়গাম্বর ইনকাম কেউ আর এর মান দিকে ঝুঁকছে না।  বিশ্ববাসী বাউন্টি নিয়ে ব্যাস্ত হওয়া।  কিন্তু তারা না শুধু এখানে বাউন্টি নয়।  অনেক ভালো গুণ কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো রিপোর্ট  খবর নেওয়া যায়।  আর অনুশীলন থেকে আরো বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শ।  আমি মনে করি এই ঘেঁটে এসেছিলাম আমি আমার খুজে খুজে পাই।  আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমিও বড় ভাইদের র‍্যাঙ্কের কাছা কাছি পৌছাবো।  ইনশাআল্লাহ।
বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম । আশা করছি আপনি সকল নিয়মগুলো যথাযথ পালন করে পোস্ট করবেন ।  যদিও আপনার অনেক কথাগুলো আমার নিকট ছিল অস্পষ্ট । আমার মতে বাউন্টি করার পাশাপাশি অন্যান্য বোর্ড গুলো থেকে বাহিরের কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবেন তাহলে বেশি লাভ হবে।
আর আমার তরফ থেকে পরামর্শ  থাকবে যে নতুন কিছু জানা ট্রাই করুন আর যা জানেন তা শেয়ার করুন  আশা করি এর মাধ্যমে আপনার এবং আমাদের উভয়ের উপকার হবে । আর হ্যাঁ আপনি রাঙ্কও বাড়াতে পারবেন। Roll Eyes

আর এখান থেকে নিয়ম গুলো ভালো করে দেখে নিতে পারেনঃ- নিয়ম কানুন
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 11:14:51 AM
আমি এই ফোরামে নতুন। আমার অ্যাকাউন্ট এ একটি সমস্যা হয়েছে সেটা হলো হঠাৎ করে Bump আসে। এটা আসলে কি কোন সমস্যা হবে....?

না ভাই এটা একাউন্টের কোন সমস্যা না । আমার জানামতে  ম্যারিট পাওয়ার পরে পরে এই চিহ্নটা আসে , bump মনে হয় কোন টপিকে সবার উপরে তোলার জন্য ব্যবহার করা হয় । আমি এটা কখনো ব্যবহার করিনি , আশা করি naim027 ভাই বা অন্য কোনো সিনিয়র মেম্বাররা জেনে থাকলে বিষয়টি একটু ক্লিয়ার করবেন।

আর আপনার ইমেজ সাইজ টি আরো ছোট করতে পারতেন , সুবিধার্তে নিচের কোডটি কে ফলো করতে পারেন যদি সম্পর্কে না জেনে থাকেন ।
Code:
[center][img width=400 height=300]https://i.ibb.co/1fm0fDw/IMG-20220429-205105.jpg[/img][/center]
jr. member
Activity: 43
Merit: 2
April 29, 2022, 10:31:35 AM
আমি এই ফোরামে নতুন। আমার অ্যাকাউন্ট এ একটি সমস্যা হয়েছে সেটা হলো হঠাৎ করে Bump আসে। এটা আসলে কি কোন সমস্যা হবে....?
jr. member
Activity: 224
Merit: 2
April 29, 2022, 08:20:32 AM

আমি মনে করি এই থ্রেডটা একটা শিক্ষনীয় এবং মানসম্মত একটা থ্রেড। এটি বাংলাদেশের সব চাইতে বড় থ্রেড। আর তাই দয়া করে কেউ অফ টপিক কথাবার্তা না বললেই ভালো। কেননা এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর অবাঞ্চিত কিছু পোষ্ট এর জন্য আমরা ভালো ভালো পোষ্ট গুলা হারাচ্ছি। তাই ভাই কেউ দয়া করে শিক্ষনীয় পোষ্ট বাদে অন্য কিছু পোষ্ট করিয়েন না। যা দ্বারা কোনো উপকারই আসে না।

ধন্যবাদ। 🙏

Juwel580  ভাই আমি আপনার কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি ।   কিন্তু একটা কথা বলার ছিল আমি আপনার অ্যাকাউন্ট ঘেঁটে দেখলাম যে আপনি মাত্র চারটা পোস্ট করেছেন তম্মধ্যে দুইটা বাউন্টি আরেকটি পোস্টও ঠিক এমনই পোস্ট করেছেন । 
আশা করছি আপনার এই কথাগুলো আপনি আগে ফলো করবেন  আমরাও ফলো করব ইনশাআল্লাহ ।
ধন্যবাদ


ইনশাল্লাহ ভাইয়া আমি আমার সাধ্য অনুযায়ী সব মেনে সৎ ভাবে চলবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 08:17:57 AM
আমি মনে করি এই থ্রেডটা একটা শিক্ষনীয় এবং মানসম্মত একটা থ্রেড। এটি বাংলাদেশের সব চাইতে বড় থ্রেড। আর তাই দয়া করে কেউ অফ টপিক কথাবার্তা না বললেই ভালো। কেননা এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর অবাঞ্চিত কিছু পোষ্ট এর জন্য আমরা ভালো ভালো পোষ্ট গুলা হারাচ্ছি। তাই ভাই কেউ দয়া করে শিক্ষনীয় পোষ্ট বাদে অন্য কিছু পোষ্ট করিয়েন না। যা দ্বারা কোনো উপকারই আসে না।

ধন্যবাদ। 🙏

Juwel580  ভাই আমি আপনার কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি ।   কিন্তু একটা কথা বলার ছিল আমি আপনার অ্যাকাউন্ট ঘেঁটে দেখলাম যে আপনি মাত্র চারটা দশটা পোস্ট করেছেন তম্মধ্যে দুইটা বাউন্টি আরেকটি পোস্টও ঠিক এমনই পোস্ট করেছেন ।  
আশা করছি আপনার এই কথাগুলো আপনি আগে ফলো করবেন  আমরাও ফলো করব ইনশাআল্লাহ ।
ধন্যবাদ

Jump to: