Author

Topic: বাংলা (Bengali) - page 324. (Read 5693559 times)

member
Activity: 224
Merit: 26
April 25, 2022, 06:13:04 AM
ক্রিপ্টো মার্কেট আবার পতন!

সাম্প্রতিক বছরগুলিতে ক্রিপ্টোকারেন্সি একটি বিশ্বব্যাপী ঘটনা, যদিও এই প্রযুক্তিটি এখনও তার বিকশিত অবস্থায় রয়েছে, এর ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু উদ্বেগ এবং উদ্বেগ রয়েছে। বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের সমর্থকরা দাবি করেন যে এই আর্থিক প্ল্যাটফর্মগুলি সহজাতভাবে কোনও সরকার বা কেন্দ্রীভূত প্রতিষ্ঠান দ্বারা সমর্থিত নয় এবং তাই রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত, এটি বিকেন্দ্রীকরণ সমর্থকদের জন্য এবং দূষিত অনুশীলনকারীদের জন্য বেশ লাভজনক সুযোগ করে তুলেছে। ক্রিপ্টো বাজার নিয়ন্ত্রন করার সময় নীতিনির্ধারকদের চোয়াল আটকে রাখার জন্য বেশ কিছু কারণ রয়েছে। ক্রিপ্টো নিয়ন্ত্রণের ভয় পুরো বাজারে ছড়িয়ে পড়েছে, যার ফলে দামের বড় অস্থিরতা দেখা দিয়েছে। এই নিবন্ধে, অ্যানালিটিক্স ইনসাইট 25 এপ্রিল, 2022-এর জন্য শীর্ষ ক্রিপ্টোকারেন্সি মূল্য উপস্থাপন করে।

বিটকয়েন: US$39,106.88 (1.51% কমে)

ইথেরিয়াম: US$2,862.48 (2.99% কমে)

Tether: US$1.00 (0.00% পর্যন্ত)

BNB: US$394.27 (2.43% কমে)

USD মুদ্রা: US$1 (0.02% কমে)

XRP: US$0.6821 (3.98% কমে)

Solana: US$97.69 (3.67% কমে)

Terra: US$90.70 (1.35% কমে)

Cardano: US$0.8725 (2.65% কমে)

Avalanche: US$70.30 (3.88% কমে)
member
Activity: 84
Merit: 22
April 25, 2022, 03:39:39 AM
 রাশিয়া যুদ্ধের লক্ষ্যে ব্যর্থ হচ্ছে এবং ইউক্রেন সফল হচ্ছে, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এই খবর শোনার পর বিশ্বাস না হওয়ারই কথা। কারণ রাশিয়া-ইউক্রেন এর তুলনায় অনেক শক্তিশালী একটি দেশ। রাশিয়ার একটি পারমাণবিক বোমা ইউক্রেনের মত দেশ ধ্বংস করতে পারবে। আর রাশিয়া-ইউক্রেন এর সাথে যুদ্ধের লক্ষ্যে ব্যর্থ হচ্ছে।
member
Activity: 224
Merit: 26
April 24, 2022, 04:00:18 AM
Quote
হোয়েল অ্যালার্ট ক্রিপ্টো ট্র্যাকিং বট তিনটি XRP লেনদেন সনাক্ত করেছে, মোট 512.1 মিলিয়ন XRP বহন করেছে। তারা Ripple fintech behemoth এবং wallets দ্বারা পরিচালিত হয়েছিল যাকে Whale Alert "অজানা" হিসাবে ট্যাগ করেছে
আমার জানামতে, হোয়েল অ্যালার্ট ক্রিপ্টো ট্র্যাকিং খুবই ভালো এবং এটি প্রকাশ করে যে কোন টোকেন বা কয়েনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। তাই আমরা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারি এবং তাদের কত লেনদেন আছে। যারা অনায়াসে এই ক্রিপ্টো ট্র্যাকিং বোঝার চেষ্টা করছেন তাদের জন্য Ripple একটি খুব ভালো মুদ্রা।

Quote
রিপল-অধিভুক্ত টোকেনের অন্য দুটি অংশে 226,439,980 এবং 235,725,280 XRP মূল্য $163,244,540 এবং $170,121,600 রয়েছে। স্থানান্তরিত XRP পরিমাণের মোট সমতুল্য মোটামুটি $370 মিলিয়ন।

Whale Alert এই দুটি XRP পরিমাণের প্রেরক এবং রিসিভারকে "অজানা" ঠিকানা হিসাবে ট্যাগ করেছে কিন্তু XRP-কেন্দ্রিক ডেটা প্ল্যাটফর্ম Bithomp দেখায় যে প্রেরক এবং প্রাপক উভয় ক্ষেত্রেই আপহোল্ড ক্রিপ্টো এক্সচেঞ্জ ছিল যা অভ্যন্তরীণভাবে তহবিল স্থানান্তরিত করেছিল।

রিপল-অধিভুক্ত টোকেনের অন্য দুটি অংশে 226,439,980 এবং 235,725,280 XRP মূল্য $163,244,540 এবং $170,121,600 রয়েছে। স্থানান্তরিত XRP পরিমাণের মোট সমতুল্য মোটামুটি $370 মিলিয়ন।

যা আমি একটি টুইটের মাধ্যমে দেখতে পেয়েছি।
টুইট লিংকঃ
1. https://twitter.com/whale_alert/status/1517505698942312448
2. https://twitter.com/whale_alert/status/1517505511872249857



এই পোস্ট টি গ্লোবাল থ্রেড এ করা হয়েছে। Teletalk.org পোস্ট করেছে।
sr. member
Activity: 476
Merit: 523
April 24, 2022, 12:33:36 AM

  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
ধন্যবাদ আপনার এহেন প্রস্তাব এবং কনটেস্ট এর জন্য। আমাদের এইখানে আসলে কিছু কনটেস্ট এর আয়োজন করা যায় সবাইকে একসাথে এক্টিভ করার জন্য। যাই হোক, আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।

প্রথমেই বলে নেই, এগুলো আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কন্টেষ্ট জেতার উদ্দেশ্য করে এই পোষ্ট নয়। তবুও কেউ কিছু জোর করে দিতে চাইলে আমি আবার না করতে পারি না। আমার শরম করে  Grin Grin

প্রতি মাসেই গিভওয়ে

এটা করা সহজ হবে বলে আমার মনে হয় না, তবে আপনারা যারা পাকিস্তান থ্রেড ভিজিট করেন, দেখবেন যে সেখানে প্রতি মাসে ছোট এমাউন্ট এর কিছু গিভওয়ে করা হচ্ছে টপ পোষ্টারদের জন্য।

একটিভিটি কিভাবে বাড়ানো যায়ঃ

আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে আছি, অনেকের লোকাল পোষ্ট কাউন্ট হয় না। সেজন্য লোকালে পোষ্ট করার ইচ্ছে অনেকের নেই বল্লেই চলে। যদি আসলেই সবার ইচ্ছা থাকে আপনার লোকাল থ্রেড কে এগিয়ে নেয়ার। প্রতি ২ দিন এ অন্তত ১ টি পোষ্ট করুন। সিগনেচার ক্যাম্পেইন এর জন্য প্রতিদিন ৩-৪ টি পোষ্ট করার পর আপনার লোকাল থ্রেড এর জন্য ২ দিনে ১ টি পোষ্ট করে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন।

নতুন টপিক আনা

একই ব্যাপারে বার বার পোষ্ট দেখে দেখে আমরা অনেকেই ইন্টারেষ্ট ফিল করি না। যাদের ইংলিশ ভালো এব্ং অন্যান্য বোর্ড গুলোর পোষ্ট আপনারা পড়ে থাকেন, আপনারা অব্শ্যই প্রতিদিন নতুন টপিক দেখে থাকেন। সেই পোষ্ট গুলো এখানে বাংলায় শেয়ার করতে পারেন। নিজে ট্রান্সলেট করে সেই পোষ্ট এর অরিজিনাল লেখকরে নাম এবং টপিক রিংক শেয়ার করে দিবেন যেনো রিপোর্ট না খেতে হয়। এত করে অনেকেই নতুন কিছু শিখতে পারবে। উদাহারনঃ আমি fillippone এর Stock-to-Flow Model: Modeling Bitcoin's Value with Scarcity এই থ্রেড টি ট্রান্সলেট করেছি, ট্রান্সলেটঃ স্টক-টু-ফ্লো মডেল: অভাবের সাথে বিটকয়েনের ÷। এটা ট্রান্সলেট করার আগে আমি স্টক টু ফ্লো মডেলের কিছুই বুঝতাম না। এটা ট্রান্সলেট করতে গিয়েই মূলত এই ব্যাপারে আমি জানতে পেরেছি।

পোষ্ট কোয়ালিটি বাড়ানো

এটা হচ্ছে সবচাইতে বেশি জরুরী। আমি যখন পোষ্ট গুলো দেখি, মেরিট দেয়ার মতো পোষ্ট খুজে পাই না। বেশিরভাগ পোষ্ট গুলো হচ্ছে, জি ভাই, পাশে থাকবেন টাইপের পোষ্ট। যারা ১-২ লিাইনের পাষ্ট করেন তাদের বলতে চাই, দয়া করে সকল পোষ্ট এ সহমত জানানোর দরকার নেই। আপনার ব্যাক্তিগম মতামত মেয়ার করূন। কোনো কিছু না বুঝতে পারলে প্রশ্ন করুন। কোনো কিছু ভূল মনে হলে গঠনমূলক সমারোচনা করূন।

শেষ কথাঃ আমি এই ফোরামে রেজিষ্ট্রেশন করেছি ২০১৭ সালে। কিন্তু একটিভ ছিলাম না। আমি এখানে রিটার্ন করেছি খুব বেশিদিন হয়নি। আমি একটিভ হওয়ার পর আমার প্রথম ১০০ মেরিট পেতে সময় লেগেছে ৩৪ দিন। যারা ভাবছেন মেরিট পাচ্ছি না, পোষ্ট করে কি হবে? সত্তি বলছি ভাই, আমি প্রতিদিন থেড চেক করি মেরিট দেয়ার জন্য। সেরকম পোষ্ট পেলে মেরিট শেয়ার করবো।

নোটঃ এই পোষ্ট এর মাধ্যমে ফোরামে আমার ৯০০ পোষ্ট পূরণ হলো।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 23, 2022, 12:32:44 PM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।

BitcoinTalk এর মধ্যে খুঁজলে এই board এ খেয়াল রাখবেন - https://bitcointalk.org/index.php?board=159.0.

এছাড়াও Reddit/Telegram/Discord এর বিভিন্ন group এ নজর রাখতে হবে।

Listing site গুলোর মধ্যে এই দুটোয় অনেক সময় দ্রুত নতুন token list হয়...

১. https://nomics.com/new

২. https://www.coingecko.com/en/coins/recently_added
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 23, 2022, 11:18:33 AM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
Coincalendar দিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো। এইগুলোতে সব ধরনের ইভেন্ট খুজে পাবেন। তবে, এইগুলো অনুসরণ করে যদি ট্রেড করেন তাহলে খুবই রিস্কি বলব। এইগুলোতে যেমন লাভ করার সুযোগ থাকে, তার চেয়ে বেশি লস করার চান্স থাকে।

আচ্ছা ভাই যেকোনো ধরনের কয়েনের ইভেন্ট বলতে উনি কি বুঝিয়েছেন এটাই তো আমি বুঝলাম না , উনি কি এয়ার্ড্রপ এর কথা বুঝিয়েছেন ,  নাকি কোন কয়েনের আইসিও এসব বুঝিয়েছেন। আমি আসলে তার প্রশ্নটাই বুঝিনি। যদি এয়ার্ড্রপ এর ইভেন্ট সম্পর্কে জানতে চায় তাহলে আমি তাকে এয়ার্ড্রপ করতেই না বলব এয়ার্ড্রপ করে আমার মনে হয় না খুব বেশি প্রফিট হয় অঝথা সময় অপচয় শুধু,  এয়ারড্রপের  পরিবর্তে সে  বাউন্টি করতে পারে।   আর  কয়েন ক্যালেন্ডার এর কথা তো  আপনি বলেই দিয়েছেন  এর ইভেন্ট  গুলোতে রিক্স  থাকবেই।
member
Activity: 224
Merit: 26
April 23, 2022, 10:00:24 AM
কার্ডানো নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে অন-চেইন KYC সংহত করার জন্য অংশীদারিত্ব ঘোষণা করেছে

EMURGO, Cardano এর বাণিজ্যিক শাখা, সম্প্রতি তার নিয়ন্ত্রক সম্মতি দরপত্রে অন-চেইন KYC-তে ব্লকপাসের সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই সহযোগিতা ব্লকপাসকে ব্লকপাস অ্যাপে কার্ডানো ক্রিপ্টো ঠিকানা যোগ করার অনুমতি দেবে এবং কার্ডানো ইকোসিস্টেম প্রকল্পগুলির জন্য অন-চেইন KYC পরিষেবাগুলি অফার করবে, তাদের KYC প্রয়োজনীয়তাগুলি অপ্টিমাইজ করবে৷ EMURGO-এর মতে, একটি Web3 বিশ্বের দিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চলছে, বিকেন্দ্রীকৃত অ্যাপ্লিকেশনগুলি পরিচালনা করা হচ্ছে এবং কার্ডানোর ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি হচ্ছে, বিশেষ করে DeFi এবং NFT স্পেসে।

আমার এই পোস্টটি আরবিক লোকাল বোর্ডে দেখতে পাবেনঃ
https://bitcointalksearch.org/topic/m.59946071
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 23, 2022, 09:27:37 AM
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

আপনার এই উদ্যোগটি  আমার অনেক পছন্দ হয়েছে আমার মনে হয় আমাদের লোকাল বোর্ডের সবাই মিলে এরকম কনটেস্ট   আয়োজন করা উচিত  সেখানে আমরা যদি যে যার সামর্থ্য অনুযায়ী কিছু ডোনেট করি  তাহলে কনটেস্ট   এর পুরস্কার এর আকার বড় করা যাবে ,  এক্ষেত্রে কনটেস্ট   এ মানুষের অংশগ্রহণের ইচ্ছা ও বাড়বে , 

কনটেস্ট গুলোর বিজয়ী সিনিয়রদের ভোটাভোটের মাধ্যমে অথবা একটি নির্দিষ্ট সময়ের পূর্বে  তৈরিকৃত  একাউন্টগুলোর ভোটের মাধ্যমে অথবা সর্বোচ্চ মেরিট যারা পেয়েছে  এদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করা   যেতে পারে । 
এখানে অনেকেই আছে এদের মধ্যে  সিনিয়র একজন টোটাল অ্যামাউন্ট হোল্ড করলেই হবে .
একটি নির্দিষ্ট টাইম টেবিল পরপর এরকম কনটেস্ট গুলো প্রতিনিয়ত দিলে আমাদের লোকাল থ্রেড  আশা করি অনেক দ্রুত আগাবে ।
এখানে অনেকেই আছে এদের মধ্যে  সিনিয়র একজন টোটাল অ্যামাউন্ট হোল্ড করলেই হবে .
সিনিয়ররা যদি এ বিষয়ে এগিয়ে আসেন তাহলে  সহজেই বাস্তবায়িত   করা যাবে

আমার মনে হয় এ উদ্যোগে অনেকেই আমার সাথে একমত হবেন ।



legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 22, 2022, 11:10:08 AM

  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
ধন্যবাদ আপনার এহেন প্রস্তাব এবং কনটেস্ট এর জন্য। আমাদের এইখানে আসলে কিছু কনটেস্ট এর আয়োজন করা যায় সবাইকে একসাথে এক্টিভ করার জন্য। যাই হোক, আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।
copper member
Activity: 182
Merit: 1
Trident Protocol | Simple «buy-hold-earn» system!
April 22, 2022, 09:55:28 AM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।

Airdrop এর জন্য অনেক টেলিগ্রাম চ্যানেল পবেন এছাড়া আপনি যদি বিভিন্ন Coin/Token এর Airdrop তারাতারি পেতে চান বা শিগ্রহি যে সকল Airdrop Event আসবে সে গুলি দেখতে এই ওয়েব সাইট দেখতে পারেন।>>> Airdrops এ ছাড়া বাউন্টি ক্যাম্পেইন এ ওয়েব সাইটের এই ফরমে পাবেন।>>> Bounties
member
Activity: 224
Merit: 26
April 22, 2022, 06:07:48 AM

হুম। আমিও আগের পেজগুলো দেখছি, মেরিট দেওয়ার মতো কোন পোষ্টই নাই।সবার কাছে আনুরোদ মেরিট সংক্যালন্ত পোষ্ট করেন।

হ্যালো ভাই আমাদের বাংলা থ্রেড এ মেরিট দেওয়ার মতো কোনো পোস্ট নেই তার কারণ হচ্ছে আমরা যারা বাঙালী যারা আছি তারা শুধু টাকার পেছনে দৌড়ায়। তারা চায় কিভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু তারা জ্ঞান অর্জনের লক্ষ্যে দৌড়ায় না সুতরাং তাই আমাদের বাংলা থ্রেড এ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কোন পোস্ট করা হয় না।

Quote
লিজেন্ড যারা আছে তারা মেরিট অবশ্যই শেয়ার করবে।

আমাদের বাংলা থ্রেড এ আমার দেখা কোন লেজেন্ডারি মেম্বার অ্যাক্টিভ নেই। যেমন এই থ্রেডটা যখন তৈরি করেন তখন @botany ভাই এর কিছু পোস্ট ছিল কিন্তু সে এখন ইন্যাক্টিভ। আর এই থ্রেড টা তৈরি করেছেন @BitCoinDream ভাইয়া সেও এখন একটিভ নেই। এখন আমাদের যে সিনিয়র ভাই রা যারা আছেন তারা যদি  ক্রিপ্টো রিলেটেড কোন পোস্ট না করে তাহলে আমরা কিভাবে শিখতে পারবো। আশাকরি এখন যারা সিনিয়র আছেন অবশ্যই তারা ক্রিপ্টো রিলেটেড পোস্ট করবেন। এবং সেই পোস্ট থেকে অনেক জ্ঞান অর্জন করতে এবং অনেক উৎসাহিত হব।
newbie
Activity: 462
Merit: 0
April 22, 2022, 01:33:18 AM
আমাদের লোকাল থ্রেডের উন্নতি হয়েছে অনেক এই কথা অনস্বীকার্য। তবে এখনো চোখে পড়ার মত কিছু না। এখনো বলার মত কোন আলোচনা এইখানে হয় না৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেসব আলোচনা হওয়া দরকার সেগুলোরও কোন লেশমাত্র দেখা যায় না।
হুম। আমিও আগের পেজগুলো দেখছি, মেরিট দেওয়ার মতো কোন পোষ্টই নাই।সবার কাছে আনুরোদ মেরিট সংক্যালন্ত পোষ্ট করেন।

লিজেন্ড যারা আছে তারা মেরিট অবশ্যই শেয়ার করবে।

ধন্যবাদ সবাইকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 21, 2022, 01:22:04 PM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
Coincalendar দিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো। এইগুলোতে সব ধরনের ইভেন্ট খুজে পাবেন। তবে, এইগুলো অনুসরণ করে যদি ট্রেড করেন তাহলে খুবই রিস্কি বলব। এইগুলোতে যেমন লাভ করার সুযোগ থাকে, তার চেয়ে বেশি লস করার চান্স থাকে।
full member
Activity: 504
Merit: 212
April 21, 2022, 12:23:15 PM
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ তবে এই অর্থ কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে? কেউ এই অর্থ জমা রাখলে ভালো হয় যাকে সবাই ট্রাস্ট করে। বাংলা থ্রেডে এক্টিভ মেম্বার বেশি না হলে আমাদের মেরিট সোর্স পাওয়া কষ্ট। আবার মেরিট ছাড়া লোকাল থ্রেডে ইউজার আনাও সহজ না। কারণ ফোরামে সবাই তাদের কাজের জন্য কিছু একটা বিনিময় আশা করে। তবে এইটা অবশ্যই ভালো উদ্যোগ এবং যেসব বাংলাদেশি মেম্বার লোকাল থ্রেডে পোস্ট করেনা তাদের এইখানে আমন্ত্রণ জানালেও লোকাল বোর্ডের এক্টিভিটি বাড়তে পারে।
newbie
Activity: 4
Merit: 0
April 21, 2022, 12:02:07 PM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
কোন কয়েন ই আপনি আগে থেকে জানতে পারবেন না।তবে যদি মার্কেটে তা লিস্ট হয় আপনি কয়েন মার্কেট ও তাদের ওয়েব সাইড থেকে তথ্য পাবেন।
newbie
Activity: 12
Merit: 0
April 21, 2022, 09:13:13 AM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
full member
Activity: 367
Merit: 136
April 21, 2022, 01:58:00 AM
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
member
Activity: 224
Merit: 26
April 20, 2022, 10:02:48 PM
ট্রেডিং ছাড়াও আরো অনেক কিছু জানার আছে। আমরা কয়জন জানি কিভাবে একটি কয়েন ক্রিয়েট করতে হয় (না জানা ভালো, দেশে স্ক্যামার এর অভাব নেই)। আমরা কজন জানি ব্লক টাইম কি, ব্লক সাইজ কি, কয়েনবেজ কি, ব্লক টাইম এডজাস্ট কি? একদম সাধারণ প্রশ্ন, একেবারে ব্যাসিক লেভেলের। কিন্তু কজন জানি। জানি না। অনেকেই জানি না। জানার প্রয়োজনও মনে করি না। কারন আমরা সবাই এইখানে আয় করতেই এসেছি।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে এখানে শুধু টাকা আয় করার জন্য এসেছে। ধরা যাক একজন টাকায় করার জন্য এসেছে তার পাশাপাশি সবদিক দিয়ে জ্ঞান অর্জন করতে চায়। সে ক্ষেত্রে তার একার পক্ষে সম্ভব না কারণ যদি একটা কয়েন তৈরি করা হয় তার পিছনে অনেক টাকা লাগে তার পাশাপাশি অনেক জ্ঞান অর্জন করতে হয় সেগুলো করতে অনেক সময় লেগে যায় যেমন : কয়েন তৈরি করার পরে সেই কয়েন ভেরিফাইড করতে হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে হয়, প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয় আরো অনেক কিছু। তাই সবাই এর থেকে বিরত থাকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 20, 2022, 05:25:49 PM
ভাই, আমাদের মধ্যে ৮০% লোকজন এসেছি শুধু টাকা ইনকাম করতে। অনেকে আবার বিটকয়েনের নামই শুনেছে ২-১ বছর হলো। এখানে যদি আপনি বিটকয়েন ফান্ডমেন্টাল বা টেকনিক্যাল এনালাইসিস পোষ্ট করেন, সেই পোষ্ট পড়ারও কেউ থাকবে না। সেটা রিপ্লাই করারও কেউ থাকবে না। সেটাতে ভূল থাকলেও কেউ ধরে দিবে না। উত্তর আসবে ভাই খুব ভালো লিখেছেন। এগিয়ে যান।
আমাদের মধ্যে বেশিরভাগ এইখানে টাকা আয় করতে এসেছি এইটা ঠিক। তবে এইটাও ঠিক যে ফোরামের বেশিরভাগ ব্যবহারকারী এই উদ্দেশ্যে এসেছে। আমি নিজেও কিছু কাজের জন্য লোক খুজতে এসে এই ফোরাম সম্পর্কে জানতে পারি।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ছাড়াও আরো অনেক কিছু জানার আছে। আমরা কয়জন জানি কিভাবে একটি কয়েন ক্রিয়েট করতে হয় (না জানা ভালো, দেশে স্ক্যামার এর অভাব নেই)। আমরা কজন জানি ব্লক টাইম কি, ব্লক সাইজ কি, কয়েনবেজ কি, ব্লক টাইম এডজাস্ট কি? একদম সাধারণ প্রশ্ন, একেবারে ব্যাসিক লেভেলের। কিন্তু কজন জানি। জানি না। অনেকেই জানি না। জানার প্রয়োজনও মনে করি না। কারন আমরা সবাই এইখানে আয় করতেই এসেছি।
newbie
Activity: 182
Merit: 0
April 20, 2022, 03:20:29 PM
~
মাশাল্লাহ দারুন খবর.  এখন কথা হইলো বিটকয়েন কতদূর আগায়, অনেকে বলাবলি করতে ছিল 2022 এবং 2023 সালে মার্কেট বেয়ারিশ যাবে ----  বিটকয়েনের দাম বাড়লেও  যেরকম ধারণা করা হচ্ছিল মনে হয় না 2022 এ সে ধারণা বা  আশা পূর্ণ হবে .

বিটকয়েন বর্তমান 40 থেকে 45 হাজার এরমধ্যে ওঠানামা করছে অনেকদিন হলো আশা করা যাচ্ছে সামনে ভালো কোন নিউজ আসলে বিটকয়েন বেয়ারিশ যাবে ----
বর্তমানে বিটকয়েনে অনেক নতুন মানুষ বিনিয়োগ  করতেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এছরের  শেষের দিকে ১০০ হাজারের  কাছাকাছি যাবে, 2023 সালে ১০০ হাজার  ছাড়িয়ে যাবে
Jump to: