Author

Topic: বাংলা (Bengali) - page 324. (Read 5316867 times)

newbie
Activity: 26
Merit: 0
March 20, 2022, 01:39:03 PM
বেশ কয়েক বছর আগেই এই ফোরামে কাজ করেছিলাম। এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, কিন্তু ফোরামের নিয়ম কানুন মনে হচ্ছে অনে পরিবর্তন হয়েছে। আমি পূর্বে সিনিয়র মেম্বার ছিলাম এখন দেখছি আমাকে আবার নিউবিতে নিয়ে গেছে। ব্যাপারটা কেনো এমন হল কেউ কি বলতে পারবেন আমাকেHuh
আর আরেক্তি কথা নিউবিতে কোনো বাউন্টিতে কাজ করা যাবে কিনা তা নিয়ে কেউ আমাকে যদি বলতে পারেন তাহলে আমার জন্য সেটা অনেক বেশি উপকার হয়। আর আমি তেমন একটা লেখালেখি করি না যার কারনে মেরিট নিয়ে এখন অনেক দুশ্চিতায় আছি। কেউ কি আমাকে মেরিট দিয়ে সাহায্য করতে পারবেনHuh?
যদিও আমি চাই না এইভাবে কারো কাজ থেকে মেরিট খোঁজার কিন্তু একপ্রকার বাধ্য হয়েই তা আমি বললাম কারন আমি আবার নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি আর এই জন্য গ্রুপের সকল মেম্বার বিশেষ করে বাঙালি হয়ে একে অন্নের উপকার করার সহজাত কোন প্রবনতা যদি পানাদের মাজে কাজ করে থাকে সেই থেকে আমাকে একটু হেল্প করার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরধ পেশ করলাম।
যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, আপ্নারা কেউ মনে কিছু নিবেন না। তবুও বলতে লজ্জাবধ করিনাই। আপনাদের সকলের সুন্দর মতামত আশা করছি।

ভাই আপনে কি  Boss 2 মুভি টা দেখেছেন ওখানে একটা কথা বলে  "যে এই দুনিয়ায় কেউ কাউকে এক ইঞ্চি জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়"।

আর আপনি চাইলে আপনার জায়গা থেকে এখন Bounty করতে পারেন কোন সমস্যা হবে না।
newbie
Activity: 327
Merit: 0
March 20, 2022, 12:58:26 PM
বেশ কয়েক বছর আগেই এই ফোরামে কাজ করেছিলাম। এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, কিন্তু ফোরামের নিয়ম কানুন মনে হচ্ছে অনে পরিবর্তন হয়েছে। আমি পূর্বে সিনিয়র মেম্বার ছিলাম এখন দেখছি আমাকে আবার নিউবিতে নিয়ে গেছে। ব্যাপারটা কেনো এমন হল কেউ কি বলতে পারবেন আমাকেHuh
আর আরেক্তি কথা নিউবিতে কোনো বাউন্টিতে কাজ করা যাবে কিনা তা নিয়ে কেউ আমাকে যদি বলতে পারেন তাহলে আমার জন্য সেটা অনেক বেশি উপকার হয়। আর আমি তেমন একটা লেখালেখি করি না যার কারনে মেরিট নিয়ে এখন অনেক দুশ্চিতায় আছি। কেউ কি আমাকে মেরিট দিয়ে সাহায্য করতে পারবেনHuh?
যদিও আমি চাই না এইভাবে কারো কাজ থেকে মেরিট খোঁজার কিন্তু একপ্রকার বাধ্য হয়েই তা আমি বললাম কারন আমি আবার নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি আর এই জন্য গ্রুপের সকল মেম্বার বিশেষ করে বাঙালি হয়ে একে অন্নের উপকার করার সহজাত কোন প্রবনতা যদি পানাদের মাজে কাজ করে থাকে সেই থেকে আমাকে একটু হেল্প করার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরধ পেশ করলাম।
যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, আপ্নারা কেউ মনে কিছু নিবেন না। তবুও বলতে লজ্জাবধ করিনাই। আপনাদের সকলের সুন্দর মতামত আশা করছি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 20, 2022, 03:33:03 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে

ক্রিপ্টো মার্কেট সবসময় কোনো না কোনো ট্রেন্ডে থাকে, তাই সেইসব ট্রেন্ড খুঁজে বের করুন। আর একটি বিষয় যে, কেউ আপনাকে সম্পূর্ণ বিষয় কখনোই বলে দিবে নাহ, নিজে বিশ্লেষণ করে জানতে ও শিখতে হয়। আর ট্রেডিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো আয়ত্ত্ব করতে পারলে, মোটামুটিভাবে লাভ পাবেন।
full member
Activity: 367
Merit: 136
March 19, 2022, 12:46:21 PM
সবার উজ্জ্বল ভবিষ্যতঃ


হুদাই একটা ভাইব নেওয়াঃ


যতই না করেন, কিন্ত সবারই ইচ্ছে থাকে নিজের পোস্টে মেরিট আসুকঃ
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 19, 2022, 09:59:37 AM
স্যান্ডবক্সের মাধ্যমে HSBC ব্যাংক মেটাভার্সে আসবে বলেছেন। সোর্স- কয়েনআলাপ
 এই নিউজটা মার্কেটে যতটা প্রভাব ফেলার কথা ততটা ফেলে নাই। সাম্প্রতিক একটা নিউজ মোতাবেক তারা ৩ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে এইরকম একটা রিউমর ছড়ায় যেটা সম্পুর্ণ মিথ্যা। তাদের মোট সম্পদ এর পরিমান ৩ ট্রিলিয়ন এর কম। কেউ যদি এই সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে জানাবেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 18, 2022, 01:35:28 PM
আপনার কথার উওর দিচ্ছি আমি আপনি যে আইডি কুয়াইড করে মন্তব্য করেছেন সেটা হচ্ছে @askabir6 এই একাউন্ট খোলা হয়েছে July 25, 2017, 03:34:17 PM যখন এই একাউন্ট খোলা হয়েছে তখন মেরিট পাওয়া খুব সহজ ছিলো, একটিভি বাড়লেই আগে আইডির রেনকিং বেড়ে যেত। তখন ৩০ টা পোস্ট হলেই জেয়ার মেম্বার হয়ে যেতো। এভাবেই তাদের আইডির অবস্থান এতোটা ভালো হয়েছে।
November 21, 2020, 07:57:01 PM থেকে এই আইডি আর ব্যবহার হচ্ছে না। এই তারিখে সে সর্বশেষ আইডিতে অবস্থান করেছিল কিন্তু বর্তমানে আর এ আইডি ব্যবহার হচ্ছে না।
আপনি ভুল তথ্য দিয়েছেন। 25 শে জুলাই 2017 ম্যারিট সিস্টেমই ছিলনা। আর যেহেতু ম্যারিট সিস্টেমই ছিলনা সেহেতু ম্যারিট পাওয়া সহজ বা কঠিন সে প্রশ্নই আসে না। এবং জুনিয়র মেম্বার হওয়ার জন্য ম্যারিড সিস্টেম আরো অনেক পরে শুরু হয়েছে। তাছাড়া এই ব্যক্তি কোন ম্যারিট পায় নাই। আপনি যে ম্যারিট দেখতেছেন তার সবগুলোই এয়ার্ড্রপ ম্যারিট। এখানেই শেষ নয়, তার এই অ্যাকাউন্টটি 26 শে ডিসেম্বর 2018 সালে অটোবেন হয়েছে।
member
Activity: 115
Merit: 28
March 18, 2022, 12:44:18 PM
Jr. Member hote koto din lage please kew bol bolben

Vai apni ato druto kemne ato boro member hoye gelen?  Amake aktu apnar hidden tricksta sikhiye den. Amio to bitcointalk a pray 2-3 years ar upore kemne ki kora ato senior hoye gelen?
আপনি বাংলা থ্রেডে আইসা ইংরেজি শব্দ দিয়ে লিখছেন কেনো। আর বাংলা থ্রেডে আইসা বাংলিশ লিখবেন না। আপনি বাংলা থ্রেডে আইসা বাংলিশ লিখলে কেমন হয় বলেন । তাই আপনাকে বলবো দয়া বাংলা থ্রেডে আইসা নিজের মাতৃভাষায় বাংলার মাধ্যমে আপনার মন্তব্য তুলে ধরবেন।

আপনার কথার উওর দিচ্ছি আমি আপনি যে আইডি কুয়াইড করে মন্তব্য করেছেন সেটা হচ্ছে @askabir6 এই একাউন্ট খোলা হয়েছে July 25, 2017, 03:34:17 PM যখন এই একাউন্ট খোলা হয়েছে তখন মেরিট পাওয়া খুব সহজ ছিলো, একটিভি বাড়লেই আগে আইডির রেনকিং বেড়ে যেত। তখন ৩০ টা পোস্ট হলেই জেয়ার মেম্বার হয়ে যেতো। এভাবেই তাদের আইডির অবস্থান এতোটা ভালো হয়েছে।
November 21, 2020, 07:57:01 PM থেকে এই আইডি আর ব্যবহার হচ্ছে না। এই তারিখে সে সর্বশেষ আইডিতে অবস্থান করেছিল কিন্তু বর্তমানে আর এ আইডি ব্যবহার হচ্ছে না।

আমি তার আইডির প্রত্যেকটা পোস্ট দেখেছি কিন্তু কোন ঐরকম পৌষ দেখি নাই যে পোস্টে সে মেরিট পেয়েছে। তার এ্যাকটিভিটির কারণে আইডির অগ্ৰগতি এতটা হয়েছে।

এখন আর ওইরকম নেই যদি আপনার দক্ষতা দিয়ে পোস্ট করে মেরিট পান তাহলে আপনার আইডি রেংকিং আস্তে আস্তে এগিয়ে যাবে।

আশা রাখি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন ।ভাল থাকবেন , সুস্থ থাকবেন , ধন্যবাদ
jr. member
Activity: 956
Merit: 1
March 18, 2022, 07:30:59 AM
Jr. Member hote koto din lage please kew bol bolben

Vai apni ato druto kemne ato boro member hoye gelen?  Amake aktu apnar hidden tricksta sikhiye den. Amio to bitcointalk a pray 2-3 years ar upore kemne ki kora ato senior hoye gelen?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 18, 2022, 12:21:43 AM
বাইনান্স এ যে প্রজেক্টগুলো আসে এগুলো তো তেমন পাওয়া যায় না আর মার্কেট থেকে কিনতে গেলে যে রেটে কিনতে হয় কিছুক্ষণ পরেই বা কয়েকদিন পরেই দাম একেবারেই কমে যায়
বাইন্যান্স লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে হবে। বিনিয়োগ যত বেশি, এলোকেশন তত বেশি পাবেন। আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিএনবি হোল্ড করতে হবে। এইটা রিটার্ন খুবই ভালো দেয়। আমি অনেকগুলো প্রজেক্ট ফলো করেছি। যদিও আমি বাইন্যান্স এ অংশগ্রহণ করি নিম কুকয়েনে অংশগ্রহণ করেছি এবং খুব ভালো রিটার্ন পেয়েছি বলা চলে।
আপনি মার্কেট থেকে বায় করে প্রফিট করতে পারবেন না কারন তখন দাম অনেক বেশি থাকে এবং ধীরে ধীরে দাম একদম কমে যায়। লাঞ্চপ্যাডে ক্রয়ের চিন্তা করতে হবে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 17, 2022, 01:00:50 PM
একটি প্রাথমিক মুদ্রা অফার (ICO) হল এমন একটি ইভেন্ট যেখানে একটি কোম্পানি অর্থ সংগ্রহের জন্য একটি নতুন ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে। বিনিয়োগকারীরা তাদের আর্থিক অবদানের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকে।অনেকগুলো উপায়ের মধ্যে একটি ICO হল স্টক মার্কেটে একটি প্রাথমিক পাবলিক অফার (IPO) এর ক্রিপ্টোকারেন্সি সংস্করণ। যদিও ICO-এর মাধ্যমে প্রচুর মুনাফা করা সম্ভব, কিন্তু নিয়ন্ত্রণের অভাব তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এই নির্দেশিকাটিতে, আপনি ICO সম্পর্কে সমস্ত কিছু শিখবেন, তারা কীভাবে কাজ করে এবং কিছু উল্লেখযোগ্য উদাহরণ সহ
আরো বিস্তারিত জানতে পারবেন।
ICO বর্তমানে অনেক রিস্কি। কারন বেশিরভাগ প্রজেক্ট নিখুত স্ক্যাম প্ল্যান নিয়ে আসে। এনালাইসিস করে বোঝা মুশকিল রিয়েল প্রজেক্ট নাকি স্ক্যাম। তবে ভালো এক্সচেঞ্জগুলিতে IEO করতে পারলে লাভ আছে। বিশেষ করে বাইন্যান্স এবং কুকয়েনে করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। ক্ষতির সম্ভাবনা খুবই কম বর্তমান মার্কেটে।

বাইনান্স এ যে প্রজেক্টগুলো আসে এগুলো তো তেমন পাওয়া যায় না আর মার্কেট থেকে কিনতে গেলে যে রেটে কিনতে হয় কিছুক্ষণ পরেই বা কয়েকদিন পরেই দাম একেবারেই কমে যায় এতে হয়তোবা অনেক লস হয়ে যায় আমারে বিষয় যদিও তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি জাস্ট দুই তিনটা প্রজেক্ট দেখেছি আমার কাছে মনে হয়েছে এ ধরনের প্রজেক্ট খুবই ঝুঁকিপূর্ণ
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 17, 2022, 10:08:51 AM
একটি প্রাথমিক মুদ্রা অফার (ICO) হল এমন একটি ইভেন্ট যেখানে একটি কোম্পানি অর্থ সংগ্রহের জন্য একটি নতুন ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে। বিনিয়োগকারীরা তাদের আর্থিক অবদানের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকে।অনেকগুলো উপায়ের মধ্যে একটি ICO হল স্টক মার্কেটে একটি প্রাথমিক পাবলিক অফার (IPO) এর ক্রিপ্টোকারেন্সি সংস্করণ। যদিও ICO-এর মাধ্যমে প্রচুর মুনাফা করা সম্ভব, কিন্তু নিয়ন্ত্রণের অভাব তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এই নির্দেশিকাটিতে, আপনি ICO সম্পর্কে সমস্ত কিছু শিখবেন, তারা কীভাবে কাজ করে এবং কিছু উল্লেখযোগ্য উদাহরণ সহ
আরো বিস্তারিত জানতে পারবেন।
ICO বর্তমানে অনেক রিস্কি। কারন বেশিরভাগ প্রজেক্ট নিখুত স্ক্যাম প্ল্যান নিয়ে আসে। এনালাইসিস করে বোঝা মুশকিল রিয়েল প্রজেক্ট নাকি স্ক্যাম। তবে ভালো এক্সচেঞ্জগুলিতে IEO করতে পারলে লাভ আছে। বিশেষ করে বাইন্যান্স এবং কুকয়েনে করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। ক্ষতির সম্ভাবনা খুবই কম বর্তমান মার্কেটে।
member
Activity: 184
Merit: 65
March 15, 2022, 10:42:48 PM
মার্কেটের অনেক এক্সচাঞ্জে দেখি লাঞ্জপুল ছাড়তে, যেমনঃ Binance, Bybit, MEXC এই রকম অনেক সাইটে দেখি লাঞ্জপুল বা IDO ওপেন করতে। আমি মনে করি, এই ২ টি বিষয়পুরো আলাদা, কিন্ত কারো কি এই রকম বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা? কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley

একটি প্রাথমিক মুদ্রা অফার (ICO) হল এমন একটি ইভেন্ট যেখানে একটি কোম্পানি অর্থ সংগ্রহের জন্য একটি নতুন ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে। বিনিয়োগকারীরা তাদের আর্থিক অবদানের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকে।অনেকগুলো উপায়ের মধ্যে একটি ICO হল স্টক মার্কেটে একটি প্রাথমিক পাবলিক অফার (IPO) এর ক্রিপ্টোকারেন্সি সংস্করণ। যদিও ICO-এর মাধ্যমে প্রচুর মুনাফা করা সম্ভব, কিন্তু নিয়ন্ত্রণের অভাব তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এই নির্দেশিকাটিতে, আপনি ICO সম্পর্কে সমস্ত কিছু শিখবেন, তারা কীভাবে কাজ করে এবং কিছু উল্লেখযোগ্য উদাহরণ সহ
আরো বিস্তারিত জানতে পারবেন।

https://www.fool.com/investing/stock-market/market-sectors/financials/cryptocurrency-stocks/initial-coin-offering/



legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 15, 2022, 09:12:56 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে
কখন ক্রয় করলে লাভ হবে আর কখন বিক্রয় করলে লস হবে না এইটা যদি সবসময় জানতাম তাহলে কয়েকশ কোটি টাকার মালিক থাকতাম আজকে। এইটা আপনি খুব সহজে রপ্ত করতে পারবেন না। আপনাকে মার্কেট ট্রেন্ড বুঝতে হবে হাতে কলমে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- মার্কেট ট্রেন্ড না বুঝলে কিছুই করতে পারবেন না। আমি ক্রিপ্টোকারেন্সিতে মোটামুটি ২০১৭-২০১৮ থেকে আছি। তবে সেসময় তেমন বিনিয়োগ করি নি। ওইটা আমার ভুল ছিল। মার্কেটে তখন এক্টিভ থাকলে আমি সে অভিজ্ঞতা গতবছর কাজে লাগাতে পারতাম। গতবছর আমি আমার বিনিয়োগকে ৪/৫ গুন করেও শেষ পর্যন্ত খুব বেশি লাভ নিয়ে বের হতে পারিনি। তবে অনেক নতুন অভিজ্ঞতা পেয়েছি। যদি ২০১৭/২০১৮ সালে এক্টিভ থাকতাম এই অভিজ্ঞতাগুলো তখন নিতে পারতাম এবং গত বুলে অনেক ভালো করতে পারতাম। এইটা দীর্ঘ সময়ের পরিকল্পনা। শর্ট ট্রেড হলে আপনি টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারেন।
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2022, 04:30:08 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 14, 2022, 08:36:08 PM
কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley
মার্কেট থেকে আয় করা যায় কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে ট্রেড করে তার দক্ষতা অভিজ্ঞতা এর ওপর। অর্থাৎ যে ব্যক্তির দীর্ঘদিনের ট্রেড করার অভিজ্ঞতা আছে এবং যে ব্যক্তি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস জানে। তাছাড়া কেউ না বুঝে ট্রেড করলে লাভের সম্ভাবনা যেমন থাকে লস হওয়ার সম্ভাবনা থাকে তার থেকে অনেক বেশি। যখন দাম একেবারে কম থাকে তখন যে কেউ/যেকোনোটা কিনলেই লাভ করতে পারে। এক্ষেত্রে যদি মার্কেট ড্রপ করে তাহলে লস হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে।
full member
Activity: 367
Merit: 136
March 14, 2022, 03:07:24 PM
মার্কেটের অনেক এক্সচাঞ্জে দেখি লাঞ্জপুল ছাড়তে, যেমনঃ Binance, Bybit, MEXC এই রকম অনেক সাইটে দেখি লাঞ্জপুল বা IDO ওপেন করতে। আমি মনে করি, এই ২ টি বিষয়পুরো আলাদা, কিন্ত কারো কি এই রকম বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা? কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley
member
Activity: 115
Merit: 28
March 13, 2022, 01:33:46 PM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।
আপনার মত আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার। কিন্তু এর সঠিক কোন ফলাফল পাইনি। এবং অভিজ্ঞদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করেছি তারাও এই সমস্যার কথা বলেছেন। অতপর আমি টেলিগ্রামের ট্রাস্ট ওয়ালেটের অফিশিয়াল গ্রুপ খুঁজে বের করেছিলাম এবং এই লেনদেন সম্পূর্ণ হওয়ার আগে ফি কেটে নেওয়ার বিষয়গুলো এডমিনের সাথে কথা বলেছিলাম। এডমিন আমায় যে ধরনের মেসেজটি দিয়েছিল সেই মেসেজটিতে এমন বলা হয়েছিল লেনদেন করার সময় ট্রানজেকশন ফি খুব অল্প পরিমাণে
কেটে নেওয়া হয় যা লেনদেন সম্পন্ন করার জন্য। লেনদেন অসম্পূর্ণ হলে সেটা আর ফেরত পাওয়া যায় না। তারা বলে ট্রানজেকশন ফি খুবই অল্প পরিমাণ এজন্যই এটা আর ফেরত দেয় না বা দেওয়া হয় না। ট্রানজেকশন ফি কেটে নেওয়ার ব্যাপারে আমি বলেছিলাম আপনারা যদি এটা ফেরত না দেন তাহলে সাধারণ গ্রাহক কিছু পরিমাণ ক্ষতি গ্রস্থ হয় ট্রানজেকশন অসম্পূর্ণ থাকলে। তারপর তারা আমাকে এমন মেসেজ দিয়েছিল যে ট্রানজেকশন ফি এতই কম যে এটিতে গ্রাহক এতটা ক্ষতিগ্রস্ত হবে না'। তারপর আর কোন কিছু বলেনি।
এজন্যই ট্রাস্ট ওয়ালেটে লেনদেন করার সময় থেকে শুনে বুঝে-শুনে লেনদেন করবেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 13, 2022, 09:55:21 AM

আরোও পরিষ্কার করে বলতে Tron প্লাটর্ফমে কেউ স্টেক করে রাখলে বছরে ৬/৮% পাওয়া যায়, সেখানে কোনো সাইট কিভাবে প্রতিদিন ৬% দেওয়ার কথা বলে।
এইটাই বোঝার ব্যাপার। আপনি যদি এইটা নিয়ে একটুও এনালাইসিস করেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন তারা স্ক্যামার। নিশ্চয়ই তারা তাদের বাপের টাকা এনে মানুষকে দেবে না। তারা ধোকা বাজ এইটা নিশ্চিত। সব স্ক্যাম প্রজেক্টের মধ্যেই এইরকম কিছু ব্যাপার থাকে। আমরা সাধারণ মানুষ যারা এই স্ক্যামের শিকার হই তাদের এই নূন্যতম জ্ঞানটুকু নেই।
member
Activity: 184
Merit: 65
March 13, 2022, 07:44:17 AM
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 13, 2022, 06:27:38 AM
Jump to: