Author

Topic: বাংলা (Bengali) - page 328. (Read 5693653 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 05, 2022, 09:54:13 AM

ক্রিপ্টো গেমিং এটা প্রথম শুনলাম এটা সম্পর্কে কেউ একটু বিস্তারিত জানাবেন ? :") নাকি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না ।
এখন কথা হলো আপনাকে কি জন্য স্ট্রাইক দিয়েছে আপনি কি কোন কপিরাইট আইন ভঙ্গ করেছিলেন নাকি? বেশিরভাগ ভালো সাইটেরই কপিরাইট আইন আছে এগুলো ভঙ্গ করলে স্ট্রাইক দিবেই
উনি সম্ভবত প্লে টু আর্ন গেমস এর কথা বলেছেন। কয়েনআলাপ এর লিংক করা আর্টিকেল এ আপনি প্লে টু আর্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু ক্রিপ্টোজগতে আছেন নিশ্চয়ই Axie Infinity এর নাম শুনেছেন। এইটা প্লে টু আর্ন গেম যেটা সারা পৃথিবীব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। অনেকেই এই গেমস খেলেই জীবিকানির্বাহ করেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 05, 2022, 06:14:50 AM
হ্যালো, কেউ কি আমাকে ক্রিপ্টো গেমিংয়ের জন্য একটি ইউটিউব বিকল্প সাইট সাজেস্ট করতে পারেন? আপনি ঐ বিকল্প সাইট থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন? আমি একটি ইউটিউব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি আমার ভিডিওগুলিতে কিছু স্ট্রাইক পেয়েছি৷
কেউ যদি আমাকে পরামর্শ দিতে পারেন, এটি আমার জন্য সহায়ক হবে।

ক্রিপ্টো গেমিং এটা প্রথম শুনলাম এটা সম্পর্কে কেউ একটু বিস্তারিত জানাবেন ? :") নাকি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না ।
এখন কথা হলো আপনাকে কি জন্য স্ট্রাইক দিয়েছে আপনি কি কোন কপিরাইট আইন ভঙ্গ করেছিলেন নাকি? বেশিরভাগ ভালো সাইটেরই কপিরাইট আইন আছে এগুলো ভঙ্গ করলে স্ট্রাইক দিবেই
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 05, 2022, 05:53:53 AM
হ্যালো, কেউ কি আমাকে ক্রিপ্টো গেমিংয়ের জন্য একটি ইউটিউব বিকল্প সাইট সাজেস্ট করতে পারেন? আপনি ঐ বিকল্প সাইট থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন? আমি একটি ইউটিউব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি আমার ভিডিওগুলিতে কিছু স্ট্রাইক পেয়েছি৷
কেউ যদি আমাকে পরামর্শ দিতে পারেন, এটি আমার জন্য সহায়ক হবে।
ইউটিউব বিকল্প সাইট বলতে কি বুঝায় আপনি কি ইউটিউব এর মত অন্য কোনো সাইটের কথা ভাবছেন? সরি বাট এ সম্বন্ধে আমার কোন কোন ধারণা নাই। আমি পোস্টটি ফলো করবো আপনি এবং আপনারা কি বলেন দেখব। আশা করি কেউ না কেউ আপনাকে সাহায্য কর। আর আপনি যদি পরিষ্কার করে না বলে থাকেন, তাহলে দয়া করে পরিষ্কার করে বলবেন। হয়তো আপনি ঠিকই বলেছেন। যেহেতু, আমার এ বিষয়ে কোন ধারনা নাই তাই আমার কাছে কেমন যেন মনে হচ্ছে।
jr. member
Activity: 130
Merit: 2
April 05, 2022, 05:48:33 AM
হ্যালো, কেউ কি আমাকে ক্রিপ্টো গেমিংয়ের জন্য একটি ইউটিউব বিকল্প সাইট সাজেস্ট করতে পারেন? আপনি ঐ বিকল্প সাইট থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন? আমি একটি ইউটিউব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি আমার ভিডিওগুলিতে কিছু স্ট্রাইক পেয়েছি৷
কেউ যদি আমাকে পরামর্শ দিতে পারেন, এটি আমার জন্য সহায়ক হবে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 04, 2022, 05:37:08 PM
ট্রেডিং বোট এর অভুজ্ঞতা কেমন হতে পারে? ভাবতেছি ট্রিডিং বোট শুরু করবো। যদিও ট্রেডীং এ তেমন সময় দেওয়া হয় না। তাই ভাবলাম হয়তো বোট ট্রেডিং কিছু ভালো রির্টান দিতে পারে। যদিও মার্কেট ক্রাশের ভয় সব সময়ই থাকে। যাইহোক, কোনো অভিজ্ঞতা বা এই বোট ট্রডিং ব্যপারে কোনো সাজেশন  থাকলে শেয়ার করতে পারেন।
আপনি কি ট্রেডিং বোট কিনেছেন? নাকি আপনি ট্রেডিং বোট বানিয়েছেন? যদি কেনে থাকেন; তাহলে, কত টাকা দিয়ে কিনলেন? যদি কিনেনা থাকেন তাহলে এটা কি ট্রেডিং সাইটে ফ্রী পেয়েছেন? ট্রেডিং বোট দিয়ে ট্রেড করার ক্ষেত্রে আগে ছোট ছোট ট্রেড করে দেখবেন। কেমন কাজ করে। প্রথমেই বড় ট্রেড নিয়েন। আর যদি আগে থেকে ট্রেড করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই। আশা করি বট ট্রেডিং এর ঝুঁকি জেনে ও বুঝে ট্রেড করবেন।
full member
Activity: 367
Merit: 136
April 04, 2022, 02:56:53 PM
ট্রেডিং বোট এর অভুজ্ঞতা কেমন হতে পারে? ভাবতেছি ট্রিডিং বোট শুরু করবো। যদিও ট্রেডীং এ তেমন সময় দেওয়া হয় না। তাই ভাবলাম হয়তো বোট ট্রেডিং কিছু ভালো রির্টান দিতে পারে। যদিও মার্কেট ক্রাশের ভয় সব সময়ই থাকে। যাইহোক, কোনো অভিজ্ঞতা বা এই বোট ট্রডিং ব্যপারে কোনো সাজেশন  থাকলে শেয়ার করতে পারেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 04, 2022, 02:48:12 PM
আপনি যে BTCS এর কথা বলছেন এইখানে মনে ওই BTCS এর আলোচনা হচ্ছে না যদিও আমি নিশ্চিত না। কিছুদিন আগে দেখলাম মানুষ রেফারেল নেয়ার জন্য এইরকম একটা লিংক পোস্ট করছে। এইগুলো অনেকটা PI Network এর মত। আশা করা যায় লাভ কিছুই হবে না এইটা থেকে। এইরকম আরো অনেক এপ আছে। যদিও আমি জানি না তারা কি করে এইগুলো দিয়ে।
যদি তারা কোন কিছু বিক্রয় করে থাকে তাহলে; ওই বিক্রয় করা জিনিস থেকে যে লাভ হবে তা তারা পাবে। যেমন, কোন টোকেন বা কয়েন সেল করা। যদি কোন কিছু বিক্রয় করে না থাকে; তাহলে তারা হয়তো ভিজিটর/ডাউনলোডার বাড়াতে চাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে, তারা ঐ ভিজিটর অন্য সাইটে কনভার্ট করে দেয়। এতে যে সকল ভিজিটর অন্য সাইটে কনভার্ট হয়, তার উপর ভিত্তি করে তারা কমিশন পেতে পারে। এবং যে সাইটে কনভার্ট হয়ে কোন ভিজিটর প্রবেশ করে, ওই সাইটের মালিক যদি এ ধরনের অ্যাপস এর মালিক হয় তাহলে সে তার নিজের ব্যবসা নিজে প্রমোট করতে পারে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 04, 2022, 11:29:16 AM
গুগলে সার্চ দিলে এই ফলাফল আসে: https://www.google.com/search?client=firefox-b-d&q=btcs
এদের ওয়েবসাইট হল: https://www.btcs.com/
এদের কয়েনমার্কেটক্যাপ লিংক হল: https://coinmarketcap.com/currencies/bitcoin-scrypt/
এবং এদের টিম ম্যানেজমেন্ট এর লিংক হলো: https://www.btcs.com/about/#management
যার কোথাও সাতোশি নাকামোতো এর নাম নেই। তাই যারা বলছেন এটা সাতোশি নাকামোতো দ্বিতীয় প্রজেক্ট তারা ভুল বলছেন। এছাড়া বিটকয়েন প্রজেক্টর কোন ঠিকানা দেওয়া হয় নাই। কিন্তু, এই প্রোজেক্টের ঠিকানা দেওয়া হয়েছে। আরো অনেক ভাবে প্রমাণ করা যায় যে, বিটকয়েন টিমের সাথে এই টিমের কোন সম্পর্ক নেই।

আপনি যে BTCS এর কথা বলছেন এইখানে মনে ওই BTCS এর আলোচনা হচ্ছে না যদিও আমি নিশ্চিত না। কিছুদিন আগে দেখলাম মানুষ রেফারেল নেয়ার জন্য এইরকম একটা লিংক পোস্ট করছে। এইগুলো অনেকটা PI Network এর মত। আশা করা যায় লাভ কিছুই হবে না এইটা থেকে। এইরকম আরো অনেক এপ আছে। যদিও আমি জানি না তারা কি করে এইগুলো দিয়ে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 03, 2022, 01:55:53 AM
BTCs টা মূলত কিছু ইউটিউবার রেফার বেশি পাওয়ার আশায় এর দাম আকাশে তুলেছে,যাতে লোভের বর্শবর্তী হয়ে একাউন্টের হিড়িক পরে যায়,একপক্ষে বলতে গেলে তারা সফলও হয়েছে আমিও একটা মাইনিং এপস এ ব্যবহার করে একাউন্টে জমা করছি,আপনার হিসেবে আমি কয়েকশত কোটি টাকার মালিক ভাবতেই কেমন জানি লাগছে।এর দাম এখনো কোথাও আমি পাই নি।আশা করছি আপনার কাছেও ভালো পরিমাণ BTCs আছে।
আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো।

গুগলে সার্চ দিলে এই ফলাফল আসে: https://www.google.com/search?client=firefox-b-d&q=btcs
এদের ওয়েবসাইট হল: https://www.btcs.com/
এদের কয়েনমার্কেটক্যাপ লিংক হল: https://coinmarketcap.com/currencies/bitcoin-scrypt/
এবং এদের টিম ম্যানেজমেন্ট এর লিংক হলো: https://www.btcs.com/about/#management
যার কোথাও সাতোশি নাকামোতো এর নাম নেই। তাই যারা বলছেন এটা সাতোশি নাকামোতো দ্বিতীয় প্রজেক্ট তারা ভুল বলছেন। এছাড়া বিটকয়েন প্রজেক্টর কোন ঠিকানা দেওয়া হয় নাই। কিন্তু, এই প্রোজেক্টের ঠিকানা দেওয়া হয়েছে। আরো অনেক ভাবে প্রমাণ করা যায় যে, বিটকয়েন টিমের সাথে এই টিমের কোন সম্পর্ক নেই।
member
Activity: 184
Merit: 65
April 03, 2022, 01:33:51 AM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?

BTCs টা মূলত কিছু ইউটিউবার রেফার বেশি পাওয়ার আশায় এর দাম আকাশে তুলেছে,যাতে লোভের বর্শবর্তী হয়ে একাউন্টের হিড়িক পরে যায়,একপক্ষে বলতে গেলে তারা সফলও হয়েছে আমিও একটা মাইনিং এপস এ ব্যবহার করে একাউন্টে জমা করছি,আপনার হিসেবে আমি কয়েকশত কোটি টাকার মালিক ভাবতেই কেমন জানি লাগছে।এর দাম এখনো কোথাও আমি পাই নি।আশা করছি আপনার কাছেও ভালো পরিমাণ BTCs আছে।
আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 02, 2022, 01:27:38 PM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?

এ ধরনের কোন নিউজ শুনি নাই| বেশি সম্ভবত এটা গুজব হতে পারে| আবার এপ্রিলফুল উপলক্ষে আমাদেরকে বোকা বানানোর জন্য করা হতে পারে| তবে, এটা যাই হোক আমার মনে হয় না যে, এ ধরনের কোনো প্রজেক্ট সাতোশি নাকামোতো নিয়ে আসবেন| আর যদি নিয়ে আসতেন ও তাহলে, অন্ততপক্ষে এই ফোরাম এবং অন্যান্য রেপুটেড এক্সেঞ্জার, নিউজ, ব্লগ, ফোরাম ইত্যাদিতে এর সম্পর্কে তুমুল আলোচনা করা হতো| কিন্তু এ ধরনের কোনো কিছুই হয় নাই| অর্থাৎ এ ধরনের কোনো প্রজেক্ট হয়তোবা চালু হয় নাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 02, 2022, 01:17:30 PM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 01, 2022, 11:57:55 AM
িটল মাউস ভাই ঠিকই বলেছেন। কেননা আইকিউ এর সাথে ফোরামের কোন সম্পর্ক নেই এবং এ ধরনের কাজ প্রতিবছরই ফেমাস করে থাকে। এর আগে এক বছর ফেমাস মেরিট কিনেছিলেন তখন অনেকে বিক্রি করেছিলেন। পরবর্তীতে সকলের ম্যারিড রিফান্ড করে দিয়েছিলেন। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই ফোরামে আগে থেকে আলোচনা করবে হুটহাট কোনো সিদ্ধান্ত ফোরামের সদস্যদের উপর চাপিয়ে দেবে না।
@naim027 আর @Crypto Library ভাই এ ধরনের নিউজ দেখে হতাশ হওয়ার কিছু নাই। এই নিউজটা বা এই পোস্টটা আর শুয়া 7 ঘন্টার ভিতরে আউট হয়ে যাবে। অযথাই চিন্তা করে মাথার চুল গুলো ফেলে দিয়েন না। আপনারা দুজন যা ভাবছেন তা কখনো সম্ভব হবে না যদি হয় তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ।
sr. member
Activity: 476
Merit: 523
April 01, 2022, 08:13:15 AM
থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।

আমিও ব্যাপারটা কে সকাল থেকে এপ্রিল ফুল মনে করলেও এখন বিষয়টা কিছুটা সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। নিচের কোট টি খেয়াল করুন।

Anybody else been appointed as an IQ Source?


So, This is not April Fools anymore. Huh

DdmrDdmr কে আই কিউ সোর্স হিসেবে এপয়েন্টেড করা হয়েছে। ব্যাপারটা আমার কাছে এখন সিরিয়াস মনে হচ্ছে। যদিও এটা সময়ই বলে দেবে। দেখা যাক কি হয়।



আপডেট:

I know it's an April Fools, Still, Let's discuss it. That's a Stupid way/Reason to ban members. I don't have common sense and that's why I am here in Bitcointalk to learn more and build up my IQ. Isn't it enough reason to be here? I was curious about my country's job viva system. They ask stupid questions. Suppose my Job position is Marketing manager, They will ask me- Who won the first Noble? Fuck off. That's why I never looked for a job. If you really want to erase us from here. That's a nice addition.
I've always seen IQ as a relatively meaningless thing. Even  doing tests are somewhat inaccurate, since some people are just not great testers. Bitcointalk would never seriously implement something like this, but that's what April Fools is all about, this forum is usually rather serious so its nice to see forum users loosen up a little, and have a bit of fun. Even if its just for the one day.

That's why I never looked for a job. If you really want to erase us from here.
Nah, definitely meant as a tongue in cheek remark.

ওয়েল্স থেমোস কে এক্সপোস করে দিয়েছে। সে নিজেও জানে এটা এপ্রিল ফুল। আর আই কিউ সোর্স এড করেছে এটাকে আরো সিরিয়াস বানানোর জন্য  Grin Grin
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 01, 2022, 03:49:52 AM


বুঝতেছি না আসলে হতে যাচ্ছে টা কি ? আপনার পোস্ট থেকে ফার্স্টে ভাবলাম যে এপ্রিল ফুল  করতেছে । এখন আবার কিছু কিছু পোস্ট দেখে সিরিয়াসলি মনে হইতেছে , যদি আসলেও এমনটা হয় তাহলে সামনে  খারাপ দিন আসতেছে আমাদের জন্য । shasan আপনার কি মনে হচ্ছে আসলে কি এপ্রিল পলি করতেছে নাকি আসলেই সিস্টেম চালু হবে , যদিও আপনার লাস্টের কথাগুলোর দ্বারা এপ্রিল ফুল ই বোঝা যাচ্ছে


থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 01, 2022, 01:02:39 AM
সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
এখানে লিজেন্ডারির কোন বেল নাই। যে কেউ ভুল উত্তর দিলে তার আইকিউ কমে যাবে। আবার কেউ সঠিক উত্তর দিলে তার আইকিউ বেড়ে যাবে। এবং আমি এই পর্যন্ত যা বুঝলাম আইকিউ কমে বাড়ে; আবার কম বেশি হারে। যদি দেরিতে পোস্ট করা যায়, তাহলে আইকিউ বেশি বাড়ে। যদি তাড়াতাড়ি পোস্ট করা হয়, তাহলে আইকিউ কম বাড়ে। আইকিউ সিস্টেম টা থাকলে পোস্ট করতে আমাদের খুব সমস্যা হবে তবে অনেক স্প্যাম পোস্ট কমে যাবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যারা লেজিট ইউজার তাদের সমস্যা বেশি হবে। কেননা, স্প্যামাররা আবোল তাবল যে কোন একটা মার্ক করেই পোস্ট করবে। কিন্তু যারা লেজিট ইউজার তারা তারা তো আবোল তাবোল মার্ক করতে পারবে না। যদিও এগুলো বলার কোন মানেই হয়না, কেননা এ পদ্ধতি থাকবে না এটা জাস্ট এপ্রিল ফুল এর জন্য।

বুঝতেছি না আসলে হতে যাচ্ছে টা কি ? আপনার পোস্ট থেকে ফার্স্টে ভাবলাম যে এপ্রিল ফুল  করতেছে । এখন আবার কিছু কিছু পোস্ট দেখে সিরিয়াসলি মনে হইতেছে , যদি আসলেও এমনটা হয় তাহলে সামনে  খারাপ দিন আসতেছে আমাদের জন্য । shasan আপনার কি মনে হচ্ছে আসলে কি এপ্রিল পলি করতেছে নাকি আসলেই সিস্টেম চালু হবে , যদিও আপনার লাস্টের কথাগুলোর দ্বারা এপ্রিল ফুল ই বোঝা যাচ্ছে

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 31, 2022, 10:58:05 PM
সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
এখানে লিজেন্ডারির কোন বেল নাই। যে কেউ ভুল উত্তর দিলে তার আইকিউ কমে যাবে। আবার কেউ সঠিক উত্তর দিলে তার আইকিউ বেড়ে যাবে। এবং আমি এই পর্যন্ত যা বুঝলাম আইকিউ কমে বাড়ে; আবার কম বেশি হারে। যদি দেরিতে পোস্ট করা যায়, তাহলে আইকিউ বেশি বাড়ে। যদি তাড়াতাড়ি পোস্ট করা হয়, তাহলে আইকিউ কম বাড়ে। আইকিউ সিস্টেম টা থাকলে পোস্ট করতে আমাদের খুব সমস্যা হবে তবে অনেক স্প্যাম পোস্ট কমে যাবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যারা লেজিট ইউজার তাদের সমস্যা বেশি হবে। কেননা, স্প্যামাররা আবোল তাবল যে কোন একটা মার্ক করেই পোস্ট করবে। কিন্তু যারা লেজিট ইউজার তারা তারা তো আবোল তাবোল মার্ক করতে পারবে না। যদিও এগুলো বলার কোন মানেই হয়না, কেননা এ পদ্ধতি থাকবে না এটা জাস্ট এপ্রিল ফুল এর জন্য।
full member
Activity: 367
Merit: 136
March 31, 2022, 10:46:11 PM
আজ সবার প্রোফাইলে আই কিউ 100 লেখা আছে। এবং পোস্ট করলে বা পোস্ট এডিট করলে 100 এর থেকে কমতেছে বা বাড়তেছে। থেমাস বলছে আজ থেকে আইকিউ চালু থাকবে। এবং যাদের আইকিউ 120 এর কম থাকবে তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে ব্যান করা হবে। এটা যদি সত্যি হয় তাহলে সেটা হবে খুবই উদ্বেগের যদিও আমি মনে করি এধরণের কোন ঘটনা ঘটবে না। থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 31, 2022, 08:42:16 PM
আজ সবার প্রোফাইলে আই কিউ 100 লেখা আছে। এবং পোস্ট করলে বা পোস্ট এডিট করলে 100 এর থেকে কমতেছে বা বাড়তেছে। থেমাস বলছে আজ থেকে আইকিউ চালু থাকবে। এবং যাদের আইকিউ 120 এর কম থাকবে তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে ব্যান করা হবে। এটা যদি সত্যি হয় তাহলে সেটা হবে খুবই উদ্বেগের যদিও আমি মনে করি এধরণের কোন ঘটনা ঘটবে না। থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন
full member
Activity: 504
Merit: 212
March 31, 2022, 11:56:46 AM
এক সপ্তাহ ধরে দেখতেসি মার্কেটের অবস্থা ভালই যাচ্ছে , বিটকয়েন  প্রায় ১০%   পাম্প করেছিল ,  সাথে সাথে ইথারিয়াম ও ভালোই পাম্প করেছে ।  কিন্তু আজকে থেকে দেখতেছি বিটকয়েন আবার একটু ডাউন খেতেছে ,  সংবাদ শুনলাম যে "মালয়েশিয়ায়  ৬০০  এর কাছাকাছি  লোক অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে মাইনিং করার জন্য " আপনাদের কি মনে হয় এটার  জন্য কি মার্কেটের অবস্থা নিচে যাবে ?

আমার মনে হয়না মালয়েশিয়া এর এই নিউজ এর জন্যে মার্কেট ডাউন যাবে। মার্কেট প্রায় ১৫০ দিনের মত বেয়ারিশ ট্রেন্ডে ছিলো একটা রিলিফ বউন্স সবাই আশা করছিলো এবং সেটাই হয়েছে। এছাড়াও পূর্বের ডাটাগুলো দেখলে বুঝা যায় এপ্রিল মাস ক্রিপ্টোর জন্য সব সময়ই বুলিস ছিলো। এসবের সাথে টেরা এর সিইও বিটকয়েনের রিজার্ভ ব্যাক স্টেবল কয়েন আনার ঘোষনা এবং বিটকয়েন কেনা শুরুর পর মার্কেট বুলিস হয়ে গিয়েছে। এখন যে কারেকশন দেখা যাচ্ছে এটা স্বল্প মেয়াদি ট্রেডাররা প্রফিট বুক করার কারণে হচ্ছে। তবে যেহেতু টেরা ১০ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন কেনার পরিকল্পনার কথা বলেছে তাই আশা করা যায় মার্কেট আরো উপরের দিকে যাবে আস্তে আস্তে।
Jump to: