Author

Topic: বাংলা (Bengali) - page 326. (Read 5316867 times)

newbie
Activity: 7
Merit: 10
March 06, 2022, 03:18:32 AM
রাশিয়ানরা ক্রিপ্টোকারেন্সি মজুত করছে কারণ বিলিয়নেয়ার অলিগার্চদের চারপাশে ফাঁদ শক্ত হয়ে যাচ্ছে

এই সপ্তাহে, রাশিয়া একটি ক্রিপ্টোকারেন্সি বুম শুরু করেছে কারণ নিষেধাজ্ঞাগুলি তাদের অর্থনীতিতে শ্বাসরোধ করেছে। যাইহোক, এই পরিকল্পনায় একটি সমস্যা রয়েছে যা এটিকে একটি ব্যাপক প্রস্থান কৌশল হতে বাধা দেয়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 06, 2022, 12:55:11 AM
আমার জানতে ইচ্ছে হচ্ছে আদৌ কি ক্রিপ্টোকারেন্সিতে বিধিনিষেধ জারি করা সম্ভব?এর আগে কখনো এমন হয়েছিল?যদি বিধিনিষেধ কার্যকর হয় তাহলে নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি জগতে বড় ধরনের দরপতন হবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া কি যায়?
ওইরকম নিষেধাজ্ঞা এপ্লাই করলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো শুধু লসের সম্মুখীন হবে। আর কেউ না। লেনদেন এর জন্য ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে, স্টাবল কয়েনের জন্য ডিসেন্ট্রালাইজড স্টাবল কয়েন (DAI) আছে। তাহলে নিষেধাজ্ঞা জারি করবে কোথায়? হয়ত সাময়িক অসুবিধা হবে। কিন্তু খুব বেশি প্রভাব পরবে না।
member
Activity: 184
Merit: 65
March 05, 2022, 01:06:58 PM
জাপানের অর্থমন্ত্রী, শুনিচি সুজুকিও পার্লামেন্টে বক্তৃতার সময় একটি সমস্যার কথা বলেছেন।তিনি বলেন"আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কার্যকারিতা সুরক্ষিত করার জন্য ক্রিপ্টো সম্পদ এবং এসপিএফএস-এর মতো বন্দোবস্তের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।তিনি আরো বলেন রাশিয়া ক্রিপ্টো ব্যবহার করে  তাদের নিষেধাজ্ঞা এড়াতে পারে এই বিষয়টি উদ্বেগের,এটি জাপানের একার চিন্তার বিষয় নয়।এছাড়াও এই সপ্তাহে, ইউএস ট্রেজারি নতুন নিয়ম ঘোষণা করেছে যা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বিরুদ্ধে বিধিনিষেধের বিরুদ্ধে ক্র্যাক ডাউন করার জন্য একটি বিদ্যমান নির্বাহী আদেশের উপর নির্ভরশীল।রাশিয়া বিভিন্ন উপায়ে নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারে।সবচেয়ে বিশিষ্ট ঝুঁকিগুলির মধ্যে একটি হল রাশিয়ার র‍্যানসমওয়্যারের ব্যবহার। একটি শিল্প যা ইতিমধ্যেই দেশে সুপ্রতিষ্ঠিত।সাম্প্রতিক চেনালাইসিস ডেটাতে দেখা গেছে যে 2021 সালের জন্য বিশ্বের মোট র্যানসমওয়্যার আয়ের প্রায় 75% রাশিয়া- যুক্ত ছিল।

আমার জানতে ইচ্ছে হচ্ছে আদৌ কি ক্রিপ্টোকারেন্সিতে বিধিনিষেধ জারি করা সম্ভব?এর আগে কখনো এমন হয়েছিল?যদি বিধিনিষেধ কার্যকর হয় তাহলে নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি জগতে বড় ধরনের দরপতন হবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া কি যায়?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 05, 2022, 05:55:15 AM
আমি যদি জানতাম যে আপনার এতো সমস্যা হবে, তাহলে আমি এ কাজ টা করতাম না
কোন সমস্যা না হওয়ার জন্যই রেপুটেশন এ থ্রেড খুলেছি এবং আপনার প্রোফাইলে ট্যাগ দিয়েছি, যাতে মানুষ কনফিউশান না হয় যেমনটা একটু উপরে গেলেই দেখবেন একজন হয়েছে। ফোরামে ছদ্মবেশী অনেক লোক/স্ক্যামার আছে। যেহেতু আমি এইখানে টুকিটাকি ব্যবসায়ের সাথে জড়িত, আমার নিজের দায়িত্ব আছে। সেসব চিন্তা ভাবনা থেকেই এত কিছু করা। আপনাকে একাউন্ট ব্যবহার না করতে আমি বলতে পারি না। তবে ব্যবহার না করলেই খুশি হব। ধন্যবাদ।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 05, 2022, 04:45:47 AM
যাই হোক, এবার এটা জানান যে এই Little Mouse10 আইডি টা আপনার কিনা। হলে কিছু বলার নেই একটা নিউট্রাল মেরে রাখেন যেনো সবাই বুঝতে পারে। আর আপনার না হলে কি করবেন ভেবে দেখেন।

এইটা আমার আইডি না। এইখানে আমি সেটা বলেছি- https://bitcointalksearch.org/topic/someone-from-bengali-local-has-created-an-account-with-same-of-my-username-5388290
আমি বুঝলাম না কেন আমাকে অনেকেই টার্গেট করেছে। কিছুদিন আগে দেখেছি লিটল মাউজ টোকেন, আবার টেলিগ্রামে আমার ছদ্মবেশে স্ক্যামার, এখন আমার নামের মত করে আইডি। যাই হোক, আমি এইসব কোন কিছু বা আইডির সাথে সম্পৃক্ত না। আমার একমাত্র টেলিগ্রাম- @LT_Mouse
ভাই আপনে ভয় পাবেন না। আমি কোন হ্যাকার নই। আর আমার কারণে যদি আপনার বেশি সমস্যা হয় তা হলে বলেন আমি আমার একাউন্ট ডিলিট করে দিবে। আর আমি কোন  ছদ্মবেশ স্ক্যামার নই। আমি একজন সাধারণ মানুষ। আপনার আইডির নাম টা অনেক ভালো লাগছে তাঁর কারনে আমি নামটা দিয়ে একাউন্ট করেছি। আমি দেখলাম ইতিমধ্যে আপনে অনেক জায়গায় পোস্ট করেছেন। আমি যদি জানতাম যে আপনার এতো সমস্যা হবে, তাহলে আমি এ কাজ টা করতাম না

বিটকয়েন্টক একাউন্ট ডিলিট করা যায় না। মানে আপনি আপনার এই একাউন্টটা ডিলিট করতে পারবেন না। এই নামে একাউন্টটা আপনার করা উচিত হয় নাই। আপনি আরো অনেক ভালো ভালো নাম ছিল সেগুলো থেকে যে কোন একটা নিজস্ব নাম দিতেন যার সাথে এই ফোরামে অন্য কোন অ্যাকাউন্ট এর কোন মিল থাকত না তাহলে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হতো না। আপনি একাউন্ট দিয়ে পোস্ট চালাইতে পারেন। তবে কোন ধরনের স্ক্যাম করার চেষ্টাও কইরেন না। আর যদি সম্ভব হয় একাউন্ট দিয়ে পোস্ট না করে অন্য কোন অ্যাকাউন্ট চালান তাহলে সবার জন্যই ভালো হবে। তবে এটা চালালেও খুব একটা সমস্যা হবে না।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 04, 2022, 10:16:10 PM
যাই হোক, এবার এটা জানান যে এই Little Mouse10 আইডি টা আপনার কিনা। হলে কিছু বলার নেই একটা নিউট্রাল মেরে রাখেন যেনো সবাই বুঝতে পারে। আর আপনার না হলে কি করবেন ভেবে দেখেন।

এইটা আমার আইডি না। এইখানে আমি সেটা বলেছি- https://bitcointalksearch.org/topic/someone-from-bengali-local-has-created-an-account-with-same-of-my-username-5388290
আমি বুঝলাম না কেন আমাকে অনেকেই টার্গেট করেছে। কিছুদিন আগে দেখেছি লিটল মাউজ টোকেন, আবার টেলিগ্রামে আমার ছদ্মবেশে স্ক্যামার, এখন আমার নামের মত করে আইডি। যাই হোক, আমি এইসব কোন কিছু বা আইডির সাথে সম্পৃক্ত না। আমার একমাত্র টেলিগ্রাম- @LT_Mouse
member
Activity: 184
Merit: 65
March 04, 2022, 01:16:51 PM
এই যুদ্ধে ইউক্রেনের জন্য কষ্ট পান?
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি হয়তো এখন ফিলিস্তিনের মানুষের কষ্ট বুঝতে পারতেছে। ইউক্রেনের এই প্রেসিডেন্ট যতবার সুযোগ পেয়েছে ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে। এমনকি, গতবছর যখন ইসরায়েলের বিপক্ষে নিন্দা প্রস্তাব এবং ফিলিস্তিনের মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়া নিয়ে জাতিসংঘের অধিবেশন বসে, জেলেনেস্কি সেখান থেকে বের হয়ে যায়।
এই সেই ইউক্রেন যারা ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের পক্ষে লড়াই করেছে। আবার  ইরাকে যখন ২০০৩ সালে আমেরিকা বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করছিল, তখন এই ইউক্রেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণহত্যায় অংশগ্রহণ করেছে।
 সাদা চামড়ার দুই মুসলিম হত্যাকারী দেশের পরস্পর লড়াইয়ে বাংলাদেশের যেসব মানুষ ইউক্রেনের পক্ষে নিচ্ছেন, তাদের উচিত পেছনের ইতিহাস থেকে একবার ঘুরে আসা।
ইউক্রেনের জনগণ আজ হয়তো আফগানিস্তান, ইরাক এবং ফিলিস্তিনের সেই নির্যাতিত মানুষগুলোর যন্ত্রণা স্বয়ং উপলব্ধি করতে পারছে।

উপর আলা ছাড় দেন।  কিন্তু ছেড়ে দেননা। তবে যুদ্ধ নয় শান্তি চাই!

দয়া করে এমন অসামঞ্জস্যপূর্ণ,গুরুত্বহীন,অপ্রয়োজনীয় পোস্ট  থেকে বিরত থাকুন।আপনি নতুন তাই ফোরামের প্রথম দিকের নিয়ম কানুন পড়ুন।অন্যথায় আপনার আইডি নিষিদ্ধ হবে।
sr. member
Activity: 476
Merit: 523
March 04, 2022, 11:23:11 AM
আপনার ডিটি হওয়া না হওয়ার সাথে ফিডব্যাকের সম্পর্ক নেই। ফিডব্যাক সিস্টেমটা আপনি আপনার নিজের জন্য ব্যবহার করবেন। আপনি ফিডব্যাক দিলে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এবং পরবর্তীতে ট্রেড করার সময় সেটা আপনাকে খুবই কাজে দিবে। তাছাড়া আপনি যদি ফিডব্যাক সিটেম ব্যবহার না করেন তাহলে ডিটি মেম্বারে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং, আমি মনে করি আপনার উচিত ফিডব্যাক সিস্টেমের ব্যবহার করা।

ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি একবারেই ফিডব্যাক দেই না তা নয়। ধরেন অনেক বড় স্ক্যামার বা অন্যান্য ক্ষেত্রে আমি কিছু ফিডব্যাক দিয়েছি। তবে বাউন্টি চিটিং, অল্ট একাউন্ট, এসবের জন্য আমি ফিডব্যাক তেমন দেই না। তবে আপনার উপদেশ মনে থাকবে। ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই ফিডব্যাক দেই আমি। যেমন আমি আপনার কাছে বিটকয়েন সেল করেছিলাম এবং আপনাকে আমার ট্রাষ্টেড মনে হয়। সুতরাং আমি আপনার প্রোফাইলে ফিডব্যাক দিয়েছিলাম। অনেকে মনে করতে পারেন এডভারটাইজ করছি কি না, আসলে না। অনেকেই হয়তো জানেন না যে লিটল মাউস ভাই বিট কয়েন ক্রয় করে থাকেন। @Little Mouse ভাই ফ্রি ফ্রি প্রমোশন করে দিলাম এবার রেট আরো ভালো দিবেন আশা করি  Grin (Kidding) । যাই হোক, এবার এটা জানান যে এই Little Mouse10 আইডি টা আপনার কিনা। হলে কিছু বলার নেই একটা নিউট্রাল মেরে রাখেন যেনো সবাই বুঝতে পারে। আর আপনার না হলে কি করবেন ভেবে দেখেন।
newbie
Activity: 224
Merit: 0
March 04, 2022, 07:44:48 AM
এনএফটি ক্রয় এবং বিক্রয় এর জন্য কোন  মাধ্যমগুলো খুবই জনপ্রিয় এবং ট্রাস্টেড। কিছু জনপ্রিয় এবং ট্রাস্টেড সাইট প্রদান করার জন্য অনুরোধ রইল।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 04, 2022, 04:30:43 AM
আমি বিটকয়েনটকে নতুন। এই ফোরামে পোস্ট করার নিয়ম জানি না। মানে আমি যদি কোন পোস্ট করতে চাই তাহলে ছবি কিভাবে আপলোড করব, লিংক কিভাবে শেয়ার করব এগুলা জানতে চাই। আমি জানি এটা নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে, কেউ সেই লিংক দিয়ে সাহায্য করলে খুব উপকার হত আর কি!
ছবি পোস্ট করার জন্য আপনাকে সর্বনিম্ন জুনিয়ার মেম্বার হতে হবে। অথবা কপার মেম্বার রেঙ্ক কিনতে হবে। তাছাড়া আপনি ছবি পোস্ট করতে পারবেন না। ছবি পোস্ট করার জন্য আপনি যেখানে লিখতেছেন তার উপরে ইমেজ আইকন দেওয়া আছে। ঐখানে ক্লিক করলে ইমেজের লিংক পোস্ট করতে পারবেন। আর ওয়েব লিংক পোস্ট করতে চাইলে পাশেই দেখবেন ওয়েব আইকন দেওয়া আছে। ওইখানে ক্লিক করলে লিংক পোস্ট করার অপশন পাবেন।


@shasan
ভাই আপনি কি ফন্ট সাইজ বড় না করে পোস্ট করবেন? ফন্ট সাইজ বড় করলে পড়তে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয় মনে হয়। অন্ততপক্ষে, আমার কাছে সেরকমই লাগছে। দয়া করে নরমাল ফন্টে পোস্ট করবেন ভাই।
আমার কাছে ফন্টগুলো ছোট মনে হয়। ​যাই হোক এখন থেকে নর্মাল ফন্ট এ পোস্ট করব ভাই
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 04, 2022, 04:22:33 AM
@shasan
ভাই আপনি কি ফন্ট সাইজ বড় না করে পোস্ট করবেন? ফন্ট সাইজ বড় করলে পড়তে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয় মনে হয়। অন্ততপক্ষে, আমার কাছে সেরকমই লাগছে। দয়া করে নরমাল ফন্টে পোস্ট করবেন ভাই।

যদিও আমি রেড ট্রাষ্ট দেই না কারণ আমি কোনো ডিটি মেম্বার নই
আপনার ডিটি হওয়া না হওয়ার সাথে ফিডব্যাকের সম্পর্ক নেই। ফিডব্যাক সিস্টেমটা আপনি আপনার নিজের জন্য ব্যবহার করবেন। আপনি ফিডব্যাক দিলে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এবং পরবর্তীতে ট্রেড করার সময় সেটা আপনাকে খুবই কাজে দিবে। তাছাড়া আপনি যদি ফিডব্যাক সিটেম ব্যবহার না করেন তাহলে ডিটি মেম্বারে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং, আমি মনে করি আপনার উচিত ফিডব্যাক সিস্টেমের ব্যবহার করা।
newbie
Activity: 250
Merit: 0
March 03, 2022, 09:40:13 PM
আমি বিটকয়েনটকে নতুন। এই ফোরামে পোস্ট করার নিয়ম জানি না। মানে আমি যদি কোন পোস্ট করতে চাই তাহলে ছবি কিভাবে আপলোড করব, লিংক কিভাবে শেয়ার করব এগুলা জানতে চাই। আমি জানি এটা নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে, কেউ সেই লিংক দিয়ে সাহায্য করলে খুব উপকার হত আর কি!
sr. member
Activity: 476
Merit: 523
March 03, 2022, 12:42:48 PM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556


এই মুহূর্তে আমার একটা মিমস মনে পড়েছে। ইন্ডিয়ার একজন পুলিশ বসে একটা গান গাচ্ছিলো, গানটা ছিরো এরকম,

একদি মার যায়েগা,
কুতেতকি মওত,
বাদ মে সাব কাহেঙ্গে,
মারগায়া মাদার***.....

লা লা, লা, লা, লা, লা।
https://www.youtube.com/watch?v=ZY-o8KpSnEs

আপনার জন্য এক বালতি সমবেদনা ভাই। ফোরাম একাউন্ট সেল করার জিনিস নয়। তারপরেও কেউ সেল করলে সেই সেলকৃত একাউন্ট গুলো দিয়ে যত আকাম কুকাম করা হয়। তো, ফোরামে এটা অনেকটা আন-এথিকাল এবং আইডি বাই সেল এর কারনে রেড ট্রাষ্ট খেতে হয়। যদিও আমি রেড ট্রাষ্ট দেই না কারণ আমি কোনো ডিটি মেম্বার নই কিন্তু আমাদের  লোকাল ডিটি মেম্বার রয়েছেন যারা এসব দেখলে ঔ গানের মতো হয়ে যাবে আপনার অবস্থা।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 03, 2022, 06:41:06 AM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556

আইডি সেল দেওয়া মোটেই উচিৎ নয় কারন আইডি সেল করলে যারা আইডি কিনে তারা ঐ আইডি দিয়া স্পাম করে, স্কাম করে থাকে। তাই আমাদের আইডি সেল করা বা কিনা লোকদের থেকে দুরুত্ত বজায় রাখা উচিৎ। দুরভাজ্ঞজনক হলেও আমি আপনাকে নেগেটিভ ট্রাস্ট দিতে বাধ্য হলাম। এই পোস্টটা যদি অন্য কোথাও করতেন তাহলে আমি স্কাম আকুজেসন এ পোস্ট করতাম।
newbie
Activity: 2
Merit: 0
March 03, 2022, 04:36:03 AM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 08:17:40 PM
Hardware wallet কি ব্যক্তিগত স্তরে সত্যিই প্রয়োজন? Paper wallet কি cold storage এর জন্যে যথেষ্ট নয়?

আমি দীর্ঘদিনের paper wallet ব্যবহারকারী। কখনো কিন্তু Crypto খোয়া যায় নাই।

অপরদিকে, সময়ের সাথে সাথে hardware wallet এর একাধিক security risk কিন্তু আমাদের সামনে এসেছে। নিচের link এ এরকমই কিছু listed আছে। দেখতে পারেন।

https://en.bitcoin.it/wiki/Hardware_wallet#Security_risks


হার্ডওয়্যার ওয়ালেট ব্যক্তিগত কিংবা বানিজ্যিক দুই স্তরেই প্রয়োজন আমি মনে করি। আপনি পেপার ওয়ালেট থেকে তো আর প্রতিদিন লেনদেন করতে পারবেন না। এইটা দীর্ঘ সময় সংরক্ষণ এর জন্য ঠিক আছে। কিন্তু যারা প্রতিদিন লেনদেন করছে তাদের জন্য পেপার ওয়ালেট কোন কাজেরই না। হার্ডওয়্যার ওয়ালেটই সমাধান। আপনি যে তালিকা দিয়েছেন এইটা সম্ভাব্য ত্রুটির তালিকা।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
March 02, 2022, 01:30:33 PM
ভাই আপনি কি এটা কিনেছেন? যদি এটা কিনে থাকেন, তাহলে কতদিন আগে কিনেছেন এবং আসতে কত দিন সময় লেগেছে? এটা কি কাস্টমে কোন ঝামেলা করেছে কিনা? এর আগে শুনলাম এ ধরনের ডিভাইস নাকি বাংলাদেশ আনলে অনেক ঝামেলা। দয়া করে জানাবেন, প্লিজ। যদি কোন ঝামেলা না হয় তাহলে আমি চেষ্টা করব একটা আনার জন্য। আর হ্যাঁ ভাই এটা সার্ভিস কেমন দিচ্ছে?
Hardware wallet কি ব্যক্তিগত স্তরে সত্যিই প্রয়োজন? Paper wallet কি cold storage এর জন্যে যথেষ্ট নয়?

আমি দীর্ঘদিনের paper wallet ব্যবহারকারী। কখনো কিন্তু Crypto খোয়া যায় নাই।

অপরদিকে, সময়ের সাথে সাথে hardware wallet এর একাধিক security risk কিন্তু আমাদের সামনে এসেছে। নিচের link এ এরকমই কিছু listed আছে। দেখতে পারেন।

https://en.bitcoin.it/wiki/Hardware_wallet#Security_risks

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 12:48:11 PM
সম্প্রতি ইউক্রেন ভাইস প্রেসিডেন্ট ঘোষনা দিয়েছেন এখন থেকে যারা তাদেরকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে সহায়তা করবে তারা চাইলে ডজকয়েন দিয়েও ডোনেশন করতে পারবে। এইটা নিঃসন্দেহে মিম কয়েন সাপোর্টারদের জন্য ভালো খবর।
বিস্তারিত- https://www.coinalap.com/ইউক্রেন-ডজকয়েন-৩৫/
sr. member
Activity: 476
Merit: 523
March 02, 2022, 11:54:28 AM

-বিটকয়েনের জন্য খুব ভাল জিনিস হল, এবং এক মুহুর্তের জন্য মনোনিবেশ করুন, কারণ এটি গুরুত্বপূর্ণ,… এটি বুল দৌড়ের সময় পিছিয়ে যায় যখন রাজনৈতিক বুলশিট এটিকে আরও নিচের দিকে নিয়ে যায়।

 মূলত বিক্রেতাদের বিক্রি করা হয় এবং এটি একত্রীকরণ সময়ের মধ্যে ছিল,... এটি নিজেকে আনপেগ করার সেরা সম্ভাব্য সুযোগ প্রদান করে।

এই ২ টি লাইনে আপনি কি বুঝাতে চেয়েছেন একটু বিস্তারিত বলবেন কি? আমার তো মনে হয় না আপনি অরিজিনাল লেখক। এমনকি আপনি অরিজিনাল ট্রান্সলেটর ও নন। আপনি গুগল থেকে ট্রান্সলেট করে একটা বুলশীট পোষ্ট করে দিয়েছেন কোনো প্রকার এডিট না করেই। পাঠক তো বুঝবেই না আপনি কি বলতে চেয়েছেন। আমার তো মনে হয় আপনি নিজেই জানেন না আপনি বুঝাতে চেয়েছেন। তবে পুরো লেখাটার সারমর্ম এটাই দারায় যে রাশিয়াকে যেহেতু ব্যাংক ব্যান করা হচ্ছে। তারা সম্ভবত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি তে ঝুকতে পারে। এবং এটাই রাশিয়ানদের জন্য এই মুহুর্তে সবচেয়ে ভালো উপায় হবে কারন ইউ এস ডলার এখন তাদের জন্য নিরাপদ নয়। সবশেষে আপনাকে বলতে চাই, এরকম বুলশীট পোষ্ট না করাই উত্তম। এটা এক প্রকার কপি পেষ্ট এর আওতায় পরে যা কিনা ফোরাম রূলসের বাইরে। আশা করি পোষ্ট করার ব্যাপারে আরো সতর্ক থাকবেন।

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 12:53:01 AM
ভাই আপনি কি এটা কিনেছেন? যদি এটা কিনে থাকেন, তাহলে কতদিন আগে কিনেছেন এবং আসতে কত দিন সময় লেগেছে? এটা কি কাস্টমে কোন ঝামেলা করেছে কিনা? এর আগে শুনলাম এ ধরনের ডিভাইস নাকি বাংলাদেশ আনলে অনেক ঝামেলা। দয়া করে জানাবেন, প্লিজ। যদি কোন ঝামেলা না হয় তাহলে আমি চেষ্টা করব একটা আনার জন্য। আর হ্যাঁ ভাই এটা সার্ভিস কেমন দিচ্ছে?
আমার মনে হয় না কোন ঝামেলা হবে বলে। কাস্টমস এ অনেকেই বলে ঝামেলা হতে তবে এখনো ওইভাবে দেখি নাই বা শুনি নাই। সময় ১-২ মাস লাগতে পারে। আমি বর্তমানে সেইফপাল এবং লেজার ন্যানো এস ব্যবহার করছি। সেইফপাল অর্ডার করে এনেছিলাম আর লেজার একজন ভাই আমাকে গিফট করেছে। আশা করি তেমন কোন ঝামেলায় পরবেন না। অর্ডার করতে পারেন। তবে শিউর হয়ে নেন যে, আপনি অথেনটিক সাইট থেকে অর্ডার করছেন। না হলে রিস্ক থেকে যায়।
Jump to: