আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
হার্ডওয়ার ওয়ালেট বড়লোকদের ব্যবহার করা জিনিষ, আমরা ত গরিব মানুষ। ২,৫ ডলার জমিয়েই আমি খুশি। কিন্ত দিন শেষে যদি কেউ লং র্টাম এর জন্য কেউ হোল্ড করতে চায় তাহলে আমি মনে করি হার্ডওয়্যার ওয়ালেট বেশি ভরসাপুর্ণ। ছোট-খাটো এমাউন্ট এর জন্য আমি হার্ডওয়্যার ওয়ালেট এর ব্যবহার এর প্রয়োজন নেই। আর এখন প্রায়ই শোনা যাচ্ছে যে, এক্সচেঞ্জ গুলো অনেক বিধি-নিষেধ দিচ্ছে, একটি উদাহরন দেখতে পারেনঃ
https://bit.ly/3KDo1ruএখন এমনও শোনা যায়, বাইনেন্সে কেউ ১০কে ডলার এর উপরে রাখতে নিষেধ করে। হয়তো কিছু রিস্ক থেকেই যায়।
আর দিন শেষে লং র্টাম হোল্ডিং এর পাশাপাশি অনেকের একটা শখের ব্যাপার হার্ডওয়্যার ওয়ালেট প্রতি কাজ করে।