Author

Topic: বাংলা (Bengali) - page 332. (Read 5694034 times)

member
Activity: 184
Merit: 65
March 15, 2022, 10:42:48 PM
মার্কেটের অনেক এক্সচাঞ্জে দেখি লাঞ্জপুল ছাড়তে, যেমনঃ Binance, Bybit, MEXC এই রকম অনেক সাইটে দেখি লাঞ্জপুল বা IDO ওপেন করতে। আমি মনে করি, এই ২ টি বিষয়পুরো আলাদা, কিন্ত কারো কি এই রকম বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা? কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley

একটি প্রাথমিক মুদ্রা অফার (ICO) হল এমন একটি ইভেন্ট যেখানে একটি কোম্পানি অর্থ সংগ্রহের জন্য একটি নতুন ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে। বিনিয়োগকারীরা তাদের আর্থিক অবদানের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকে।অনেকগুলো উপায়ের মধ্যে একটি ICO হল স্টক মার্কেটে একটি প্রাথমিক পাবলিক অফার (IPO) এর ক্রিপ্টোকারেন্সি সংস্করণ। যদিও ICO-এর মাধ্যমে প্রচুর মুনাফা করা সম্ভব, কিন্তু নিয়ন্ত্রণের অভাব তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এই নির্দেশিকাটিতে, আপনি ICO সম্পর্কে সমস্ত কিছু শিখবেন, তারা কীভাবে কাজ করে এবং কিছু উল্লেখযোগ্য উদাহরণ সহ
আরো বিস্তারিত জানতে পারবেন।

https://www.fool.com/investing/stock-market/market-sectors/financials/cryptocurrency-stocks/initial-coin-offering/



legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 15, 2022, 09:12:56 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে
কখন ক্রয় করলে লাভ হবে আর কখন বিক্রয় করলে লস হবে না এইটা যদি সবসময় জানতাম তাহলে কয়েকশ কোটি টাকার মালিক থাকতাম আজকে। এইটা আপনি খুব সহজে রপ্ত করতে পারবেন না। আপনাকে মার্কেট ট্রেন্ড বুঝতে হবে হাতে কলমে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- মার্কেট ট্রেন্ড না বুঝলে কিছুই করতে পারবেন না। আমি ক্রিপ্টোকারেন্সিতে মোটামুটি ২০১৭-২০১৮ থেকে আছি। তবে সেসময় তেমন বিনিয়োগ করি নি। ওইটা আমার ভুল ছিল। মার্কেটে তখন এক্টিভ থাকলে আমি সে অভিজ্ঞতা গতবছর কাজে লাগাতে পারতাম। গতবছর আমি আমার বিনিয়োগকে ৪/৫ গুন করেও শেষ পর্যন্ত খুব বেশি লাভ নিয়ে বের হতে পারিনি। তবে অনেক নতুন অভিজ্ঞতা পেয়েছি। যদি ২০১৭/২০১৮ সালে এক্টিভ থাকতাম এই অভিজ্ঞতাগুলো তখন নিতে পারতাম এবং গত বুলে অনেক ভালো করতে পারতাম। এইটা দীর্ঘ সময়ের পরিকল্পনা। শর্ট ট্রেড হলে আপনি টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারেন।
newbie
Activity: 58
Merit: 0
March 15, 2022, 04:30:08 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 14, 2022, 08:36:08 PM
কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley
মার্কেট থেকে আয় করা যায় কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে ট্রেড করে তার দক্ষতা অভিজ্ঞতা এর ওপর। অর্থাৎ যে ব্যক্তির দীর্ঘদিনের ট্রেড করার অভিজ্ঞতা আছে এবং যে ব্যক্তি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস জানে। তাছাড়া কেউ না বুঝে ট্রেড করলে লাভের সম্ভাবনা যেমন থাকে লস হওয়ার সম্ভাবনা থাকে তার থেকে অনেক বেশি। যখন দাম একেবারে কম থাকে তখন যে কেউ/যেকোনোটা কিনলেই লাভ করতে পারে। এক্ষেত্রে যদি মার্কেট ড্রপ করে তাহলে লস হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে।
full member
Activity: 367
Merit: 136
March 14, 2022, 03:07:24 PM
মার্কেটের অনেক এক্সচাঞ্জে দেখি লাঞ্জপুল ছাড়তে, যেমনঃ Binance, Bybit, MEXC এই রকম অনেক সাইটে দেখি লাঞ্জপুল বা IDO ওপেন করতে। আমি মনে করি, এই ২ টি বিষয়পুরো আলাদা, কিন্ত কারো কি এই রকম বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা? কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি Smiley
member
Activity: 115
Merit: 28
March 13, 2022, 01:33:46 PM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।
আপনার মত আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার। কিন্তু এর সঠিক কোন ফলাফল পাইনি। এবং অভিজ্ঞদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করেছি তারাও এই সমস্যার কথা বলেছেন। অতপর আমি টেলিগ্রামের ট্রাস্ট ওয়ালেটের অফিশিয়াল গ্রুপ খুঁজে বের করেছিলাম এবং এই লেনদেন সম্পূর্ণ হওয়ার আগে ফি কেটে নেওয়ার বিষয়গুলো এডমিনের সাথে কথা বলেছিলাম। এডমিন আমায় যে ধরনের মেসেজটি দিয়েছিল সেই মেসেজটিতে এমন বলা হয়েছিল লেনদেন করার সময় ট্রানজেকশন ফি খুব অল্প পরিমাণে
কেটে নেওয়া হয় যা লেনদেন সম্পন্ন করার জন্য। লেনদেন অসম্পূর্ণ হলে সেটা আর ফেরত পাওয়া যায় না। তারা বলে ট্রানজেকশন ফি খুবই অল্প পরিমাণ এজন্যই এটা আর ফেরত দেয় না বা দেওয়া হয় না। ট্রানজেকশন ফি কেটে নেওয়ার ব্যাপারে আমি বলেছিলাম আপনারা যদি এটা ফেরত না দেন তাহলে সাধারণ গ্রাহক কিছু পরিমাণ ক্ষতি গ্রস্থ হয় ট্রানজেকশন অসম্পূর্ণ থাকলে। তারপর তারা আমাকে এমন মেসেজ দিয়েছিল যে ট্রানজেকশন ফি এতই কম যে এটিতে গ্রাহক এতটা ক্ষতিগ্রস্ত হবে না'। তারপর আর কোন কিছু বলেনি।
এজন্যই ট্রাস্ট ওয়ালেটে লেনদেন করার সময় থেকে শুনে বুঝে-শুনে লেনদেন করবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 13, 2022, 09:55:21 AM

আরোও পরিষ্কার করে বলতে Tron প্লাটর্ফমে কেউ স্টেক করে রাখলে বছরে ৬/৮% পাওয়া যায়, সেখানে কোনো সাইট কিভাবে প্রতিদিন ৬% দেওয়ার কথা বলে।
এইটাই বোঝার ব্যাপার। আপনি যদি এইটা নিয়ে একটুও এনালাইসিস করেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন তারা স্ক্যামার। নিশ্চয়ই তারা তাদের বাপের টাকা এনে মানুষকে দেবে না। তারা ধোকা বাজ এইটা নিশ্চিত। সব স্ক্যাম প্রজেক্টের মধ্যেই এইরকম কিছু ব্যাপার থাকে। আমরা সাধারণ মানুষ যারা এই স্ক্যামের শিকার হই তাদের এই নূন্যতম জ্ঞানটুকু নেই।
member
Activity: 184
Merit: 65
March 13, 2022, 07:44:17 AM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 13, 2022, 06:27:38 AM
full member
Activity: 367
Merit: 136
March 13, 2022, 03:16:12 AM
বেশকিছুদিন ধরেই একটা ব্যপার চোখে পরছে। Trx Mining সাইট, প্রতিদিন ৬% এর উপরে বিভিন্ন মেয়াদে ইন্টাররেস্ট দেয়। অনেক আগে থেকে এ ধরনের সাইট দেখা যেতো, কিন্ত ইদানিং মনে হচ্ছে, এই সাইট গুলো, এদের কার্যকম বেড়েই চলচ্ছে। আমি নিজেও অনেক ভিডিও বা পোষ্ট আর স্পোন্সর এডও দেখেছি। (এমনকি আমার একটা ফ্রেন্ড এইরকম সাইটে ইনভেস্ট করেছে আমাকেও সাজেস্ট করেছিলো এধরনের সাইতে ইনভেস্ট করার জন্য)
এসব সাইটের কার্যকম অনেকটা এমন হয় যে, আপনাকে কিছু পরিমান ইনভেস্ট করার জন্য বলবে। তারা প্রতিদিন ৫/৬/৭/১০% ইন্টারেস্ট দিবে নিদির্ষ্ট সময় পযন্ত। অন্তত লোভনীয় অফার হওয়ায় অনেকে ইনভেস্ট করে, মানিং সাইটগুলো বেশ কিছু পে আউট দিলেও একটা সময়ে দেখা যায়, সাইট চলে গেছে বা আপনার একাউন্ট ব্লক হয়ে যায়।
আসুন কিছু ডিপভাবে ভেবে দেখি,
আসলে Trx কখনো মানিং সম্ভব না। Tron ব্লকচেইন POS(Proof of Stake) পদ্ধতিতে চলে, অর্থাৎ এই ব্লকচেইনে কখনোই মানিং সম্ভব না। মানিং শুধু POW(Proof of Work) ব্লকচেইনে সম্ভব, অর্থাৎ বিটকয়েন বা ইথেরিয়ামের মত কয়েনে সম্ভব, বাকি আল্টকয়েনগুলি বেশিভাগই POS পদ্ধতিতে চলে। এখন এমন ওয়েবসাইট যা পুরো একটি মিথ্যার উপর চলচ্ছে, সেটি আপনাকে কত দিন পেআঊট দিবে সেটার গ্যারান্টি নেই।
আরোও পরিষ্কার করে বলতে Tron প্লাটর্ফমে কেউ স্টেক করে রাখলে বছরে ৬/৮% পাওয়া যায়, সেখানে কোনো সাইট কিভাবে প্রতিদিন ৬% দেওয়ার কথা বলে।
অনেক সময় দেখা যায়, এমন একটা সাইট বেশকিছু ধরেই পেমেন্ট দিয়ে আসছে, এর মানে হচ্ছে তারা একটা বড় ইনভেস্টমেন্ট এর জন্য অপেক্ষা করছে, যদি কোনো ইউজার কোনো বড় ইনভেস্টমেন্ট করবে, তখনই দেখবেন ওই সাইট স্ক্যাম করেছে।
অনেকে মনে করেন যে, আরে অল্প কিছু ইনভেস্ট করি, গেলে যাক। কিন্ত বিশ্বাস করেন আপনার এই ধরণের ভাবা এবং ইনভেস্টের জন্যই এসব সাইট ২০২২ এসেও এখনো মানুষদের কে স্ক্যাম করে যাচ্ছে।
একটা সুন্দর উদাহরন দিতে চাচ্ছি্‌:
অনেকে হয়তো MLM এর ব্যবসা স্পর্কে জানেন, যত রেফার করবেন তত লাভ, অথবা আপনার রেফার অন্য রেফার করলে আপনি বোনাস পাবেন। এমনই কিছু স্কিম আমাদের এলাকায় ভালোই প্রসার হয়েছিলো, অনেকে দেখি ভালো ২০/৩০ হাজার টাকা ইনভেস্ট করছিলো, এর মধ্যে আমার এক বন্ধুও ইনভেস্ট করে, ভাগ্যবসত সাইট বা স্কিমটি স্ক্যাম করার পর সে বেচে যায় কোনোমতে ইনভেস্ট এর টাকাটি উইথ্র করতে পেরে। কিন্ত এখানে ভাবার বিষয় হচ্ছে, সে আরও ১০/১২ জনকে রেফার করে তারা সবাই লস খায়। আমার বন্ধু খুশি ছইলো কারন সে লস খায় নাই, কিন্ত সে একবারও ভাবে নাই যে তার একার জন্য ১০/১২ জনের মত মানুষ লস করেছে সাথে ওই কোম্পানি এত টাকা নিয়ে উধাও।
এইটা একটা ভাবা বিষয়, আশা করি সকলে ব্যপারটি বুঝতে পারছেন। ইউটিউবে Trx Mining লিখে সার্চ দিলেই বোঝা যায়, কত ফালতু এসব ভিডিও। আমার মত, এসব ইউটিউবার থেকে হয়তো একটু ডিন্সটেন্ট ম্যাইন্টেন্ট করা উচিত, কেননা সে এমন একটি ইনভেস্টমেন্ট এর কথা শেয়ার করছে যার না আছে কোনো ভবিষ্যৎ বা না আছে কোনো ফান্ডামেন্টাল এনালাইসিস। হয়তো এরা বলে দিবে যে, এসব সাইট যেকোনো সময়ে স্ক্যাম করবে কিন্ত ভেবে দেখুন কেনো আপনি এসব সাইটে ইনভেস্ট করবেন, কেনোইবা এই কাজের জন্য উৎসাহ দিবেন?

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 13, 2022, 01:40:14 AM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।

আমি এর আগে মাই ইথার ওয়ালেট থেকে দেখেছিলাম যে, ফেল ট্রানজেকশন এর ক্ষেত্রেও যে ফি কেটে নেয় সে ফি আর কখনো ফেরত দেয় না। আমার মনে হয় সবগুলো ওয়ালেট একি পদ্ধতি অবলম্বন করতেছে। শুধুমাত্র এক্সচেঞ্জ সাইট এবং বেটিং সাইট এ ট্রানজেকশন না হলে ট্রানজেকশন ফি সহ ফেরত আসে।
member
Activity: 184
Merit: 65
March 12, 2022, 11:47:11 PM
ট্রাস্ট ওয়ালেটে দীর্ঘদিন একটি বিষয় লক্ষ্য করছি,অনেক সময়  লেনদেন সম্পূর্ণ না হওয়ারপরও ট্রানজেকশন ফি কেটে নিয়ে যায়,পরবর্তীতে ফি টা আর যোগ হয় না।সেক্ষেত্রে করণীয় কি?এগুলো কিভাবে ফেরত পেতে পারি?কারো অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হবো।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 12, 2022, 01:03:57 PM
বাইন্যান্স অযথা কিছুই করবে না।
আপনি মনে হয় আমার পোস্টটা দেখেন নাই। আমি একজনকে কিছু ডগিকয়েন পাঠাইছিলাম বহু আগে যখন তার ভেলু ছিল 600 ডলার এর থেকেও কম। কিন্তু তারা ওই একি অ্যাড্রেস এ সেম ডগি পাঠায় এবং যখন পাঠায় তখন তার দাম ছিল 80 হাজার ডলার। যার কারণে ওই আমার একাউন্টে যে ডলার ছিল সব আটকে দেয়। আমি অ্যাকাউন্ট ট্রেস করতে পারি নাই। কাজেই ডগি কয়েন ফেরত পাই নাই। যার দরুন আমি আমার ডলার তুলতে পারি নাই। এক্ষেত্রে দোষটা কার? যদি আমি কোন হার্ডওয়ার ওয়ালেটে রাখতাম তাহলে আমায় এই সমস্যায় পড়তাম না।
আমার পোস্টটা এখান থেকে দেখতে পারবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 12, 2022, 07:51:39 AM
এখন বাইনান্স নিজে থেকে যদি কোনো রিস্ট্রাইকশন না দেয় তবে আপাতত হ্যাকিং এর চিন্তা করছি না। তবুও কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না।
বাইন্যান্স অযথা কিছুই করবে না। তবে বলা তো যায় না কখন কি হয়। আমি জানি না আপনি কেমন লেনদেন করে বাইন্যান্স থেকে। যদি এমন হয় যে আপনি কাউকে পেমেন্ট পাঠিয়েছেন যেটা আপনি জানেন না কিসের এড্রেস, বাইন্যান্স অনুসন্ধান করে দেখলো সন্দেহজনক কিছু। আবার এমনও হতে পারে আপনি কারো কাছ থেকে পেমেন্ট নিয়েছেন কোন সার্ভিসের জন্য। কিন্তু যিনি পেমেন্ট করেছেন তার বিটিসি সোর্স সন্দেহজনক। সেক্ষেত্রে কিন্তু আপনার একাউন্ট লক করে দিতে পারে। গত কয়েক বছর আগে বাইন্যান্স এইরকম একটা কাহিনী করেছিল। একজন ব্যবহারকারীর লেনদেন এর সাথে তারা কয়েন মিক্সার ব্যবহারের সংযোগ পেয়েছিল। তখন তারা একাউন্ট লক করে দেয়। তবে পরবর্তীতে আমি ওই সংবাদের আর কিছু দেখি নি, মানে ফলো আপে ছিল না।
jr. member
Activity: 140
Merit: 1
March 12, 2022, 05:26:48 AM
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে পারি? প্রথমত, আমি যুদ্ধকে সমর্থন করছি না। আমিও ইউক্রেনকে সমর্থন করছি না। ক্ষুধার্ত মানুষ, শিশু মারা যাচ্ছে, মানুষ সংগ্রাম করছে, সবই যুদ্ধের সময় ঘটে। শুধু ইউক্রেনে নয়, যুদ্ধ হয়েছে এমন প্রতিটি দেশেই। আমি ভাবছি কেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে? কেন তারা খুব বিরক্ত? কেন তারা ইউক্রেনের জন্য দুঃখী হয়ে উঠল? একই ঘটনা ঘটেছে ফিলিস্তিনের ক্ষেত্রেও। ইসরায়েল ফিলিস্তিনের উপর একই কাজ করেছে এবং কতো মানুষ মারা গেছে এবং ইউক্রেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। বিশ্ব ফিলিস্তিনের জন্য দুঃখিত হওয়ার কথা এখন যেমন তারা ইউক্রেনের জন্য দুঃখিত। পশ্চিমা দেশগুলো কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি? আমি কি ভুল কিছু বলেছি?

যুদ্ধটা না হলে ভালো হতো। তবে, এই যুদ্ধের জন্য আমি বলব রাশিয়ার কোন দোষই নেই। অধিকাংশ দোষ রয়েছে পশ্চিমা বিশ্বের এবং বাকিটা ইউক্রেনের। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য পশ্চিমা রাই দায়ী। তারা মূলত ইউক্রেনকে ব্যবহার করে দুই পরাশক্তি জার্মানি ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করে উভয় দেশ কে ক্ষতি করার পাঁয়তারা করছে। যা জার্মানি বুঝতে পারছে না অথবা বোঝার চেষ্টা করছে না। কেননা 1914 সালে প্রথম বিশ্ব যুদ্ধ ও 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে দায়ী করা হয় তাই তৃতীয় বিশ্বযুদ্ধে (যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আরকি) তাহলে তার দায়ভার যাতে আবার জার্মানির উপর না পরে সেজন্য তারা মরিয়া।
এগ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার পরিকল্পনা এবং সবকিছু পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দিয়েছিল। ইউক্রেন পশ্চিমা দেশগুলো সাপোর্ট পেয়ে তারা রাশিয়ার সাথে যুদ্ধে নামে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে পশ্চিমা দেশগুলো যখন আমি নিয়েছে এখন এভাবেই তারা যুদ্ধ করছে।
রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে নামাতা ঠিক হয়নি বলে আমি মনে করি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 11, 2022, 02:47:02 PM
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে পারি? প্রথমত, আমি যুদ্ধকে সমর্থন করছি না। আমিও ইউক্রেনকে সমর্থন করছি না। ক্ষুধার্ত মানুষ, শিশু মারা যাচ্ছে, মানুষ সংগ্রাম করছে, সবই যুদ্ধের সময় ঘটে। শুধু ইউক্রেনে নয়, যুদ্ধ হয়েছে এমন প্রতিটি দেশেই। আমি ভাবছি কেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে? কেন তারা খুব বিরক্ত? কেন তারা ইউক্রেনের জন্য দুঃখী হয়ে উঠল? একই ঘটনা ঘটেছে ফিলিস্তিনের ক্ষেত্রেও। ইসরায়েল ফিলিস্তিনের উপর একই কাজ করেছে এবং কতো মানুষ মারা গেছে এবং ইউক্রেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। বিশ্ব ফিলিস্তিনের জন্য দুঃখিত হওয়ার কথা এখন যেমন তারা ইউক্রেনের জন্য দুঃখিত। পশ্চিমা দেশগুলো কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি? আমি কি ভুল কিছু বলেছি?

যুদ্ধটা না হলে ভালো হতো। তবে, এই যুদ্ধের জন্য আমি বলব রাশিয়ার কোন দোষই নেই। অধিকাংশ দোষ রয়েছে পশ্চিমা বিশ্বের এবং বাকিটা ইউক্রেনের। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য পশ্চিমা রাই দায়ী। তারা মূলত ইউক্রেনকে ব্যবহার করে দুই পরাশক্তি জার্মানি ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করে উভয় দেশ কে ক্ষতি করার পাঁয়তারা করছে। যা জার্মানি বুঝতে পারছে না অথবা বোঝার চেষ্টা করছে না। কেননা 1914 সালে প্রথম বিশ্ব যুদ্ধ ও 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে দায়ী করা হয় তাই তৃতীয় বিশ্বযুদ্ধে (যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আরকি) তাহলে তার দায়ভার যাতে আবার জার্মানির উপর না পরে সেজন্য তারা মরিয়া।
sr. member
Activity: 476
Merit: 523
March 11, 2022, 01:53:18 PM
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।


হ্যাক তখনি হবে যখন আপনি আপনার পিসি বা মোবাইলে কোনো ম্যালওয়্যার থাকে বা একই পাসওয়ার্ড বিভিন্ন যায়গায় ব্যাবহার করেন। আমি আমার বাইনান্স এর ইমেইল কোথাও ব্যাবহার করি না। একাউন্ট এ টু ফেক্টর করা আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন সিষ্টেম তো আছেই। এখন বাইনান্স নিজে থেকে যদি কোনো রিস্ট্রাইকশন না দেয় তবে আপাতত হ্যাকিং এর চিন্তা করছি না। তবুও কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না।
আপনার ডজ কয়েন এর কারনে বাইন্যান্স লক হওয়ার ঘটনা আমার মনে আছে। এরকম অনেকের সাথেই হয়েছে। কিনতু দিন শেষে বাইনান্স বা কয়েনবেস অনেক বড় প্ল্যাটফর্ম। সুতরাং তাদের ওপর ভরসা করা একবারে খারাপ সিদ্ধান্ত নয়।
full member
Activity: 367
Merit: 136
March 11, 2022, 12:34:34 PM
আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
হার্ডওয়ার ওয়ালেট বড়লোকদের ব্যবহার করা জিনিষ, আমরা ত গরিব মানুষ। ২,৫ ডলার জমিয়েই আমি খুশি। কিন্ত দিন শেষে যদি কেউ লং র্টাম এর জন্য কেউ হোল্ড করতে চায় তাহলে আমি মনে করি হার্ডওয়্যার ওয়ালেট বেশি ভরসাপুর্ণ। ছোট-খাটো এমাউন্ট এর জন্য আমি হার্ডওয়্যার ওয়ালেট এর ব্যবহার এর প্রয়োজন নেই। আর এখন প্রায়ই শোনা যাচ্ছে যে, এক্সচেঞ্জ গুলো অনেক বিধি-নিষেধ দিচ্ছে, একটি উদাহরন দেখতে পারেনঃ https://bit.ly/3KDo1ru
এখন এমনও শোনা যায়, বাইনেন্সে কেউ ১০কে ডলার এর উপরে রাখতে নিষেধ করে। হয়তো কিছু রিস্ক থেকেই যায়।
আর দিন শেষে লং র্টাম হোল্ডিং এর পাশাপাশি অনেকের একটা শখের ব্যাপার হার্ডওয়্যার ওয়ালেট প্রতি কাজ করে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 11, 2022, 11:50:31 AM
আমার কেনো যেনো এটা নিয়ে সমস্যা আছে। আমিও মনে করি হার্ডওয়্যার ওয়ালেট তখনই দরকার যখন আমি বড় এমাউন্ট লং টাইম হোল্ড করবো। প্রতিদিন ব্যাবহার করার জন্য হট ওয়ালেট গুলোই যথেষ্ঠ মনে হয় আমার কাছে। ধরুন বাইন্যন্স একটা এক্সচেন্জ এবং সেখানে আমি তাদের সাপোর্টেড প্রায় সব ক্রিপ্টো আমি আমার ব্যালেন্স এ রাখতে পারি। মাঝে মাঝে ষ্টেকিং করওে ভারোই প্রফিট পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সারভিস। যেখানে আমি একই সুবিধা বা কিছু ক্ষেত্রে বেশি সুবিধা ফ্রি তে পাচ্ছি, সেখানে আমি ১০০০০ টাকা খরচ করাকে অপচয় মনে করি। এটা প্রতিদিন লেনদেন এর কথা বলছি। কিন্তু যারা লং টাইম হোল্ডার, তাদের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বেষ্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিদিন লেনদেন করার জন্য আপনি যখন আপনার হার্ডওয়্যার ওয়ালেট একসেস করতে যাবেন, তখন সেটাও হ্যাকিং হয়ে যেতে পারে যেটা হট ওয়ালেট এর ক্ষেত্রেও একই।
আমি যদিও এই থ্রেড এ নিয়মিত না তবুও এই থ্রেডের সবগুলো পোস্ট ই আমি পড়ি। আপনি বাইনান্স এ যে কোন পরিমাণ ডলার জমা রাখতে পারেন। তা বাই সেল করতে পারেন এবং স্টিকিং করে আয় করতে পারেন। কিন্তু অন্যান্য ওয়ালেট এর মত এটা হ্যাক হতে পারে এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাইনান্স আপনাকে বা আপনার ব্যালেন্স লক করে দিতে পারে। অন্যান্য এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
sr. member
Activity: 476
Merit: 523
March 11, 2022, 12:46:18 AM
Jump to: