Author

Topic: বাংলা (Bengali) - page 340. (Read 5315166 times)

jr. member
Activity: 475
Merit: 4
December 06, 2021, 12:10:26 PM
বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো কারেন্সি উতসাহিদের সাথে নেটওয়ার্ক করতে ইচ্ছুক।

আপনি বিটকয়েনের সাথে কীভাবে পরিচিত হন?
আপনি কি সম্প্রতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ করেছেন?
বিটকয়েন আয় করার জন্য আপনি কোন উপায় এবং পদ্ধতি ব্যবহার করছেন?
member
Activity: 1638
Merit: 15
🪙 🪙 🪙 🪙
December 06, 2021, 10:53:11 AM

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
আপনি যদি ডিভাইস সংগ্রহ করতে পারেন এবং নিরাপদ জায়গায় প্লেস করতে পারেন তাহলে খুব একটা রিস্কের কিছু নেই। কেউ জানবে বলেও আমার মনে হয় না। আমি নিজে মাইনিং করি নি, কিন্তু যেটা বুঝলাম আপনি ইলেকট্রিসিটি বিল নিয়ে ফাপরে পরবেন। যদিও এইটা খুব বড় বিষয় না। আর তেমন কোন ঝুঁকি আছে বলে মনে হয় না কারণ তথ্য তেমন লিকড হবে না। আবার দেশের যে অবস্থা ৯৫%+ লোকে বুঝতেই পারবে না আপনি কি করছে।
লিটল মাউস ভাই যে কথাটা বলল যে ঠিক মত জায়গায় যদি আপনি মাইনিং সেটআপ করতে পারেন তাহলে আশা করা যায় কেউ জানবে না কিন্তু সবচেয়ে বড় ভাবনার বিষয় হল বিদ্যুৎ বিল কারণ আপনি যখন মাইনিং স্টার্ট করবেন তখন আপনার অনেক বিদ্যুৎ বিল আসবে তখন হঠাৎ করে এত বিদ্যুৎ বিল বেড়ে যাবে তখন হয়তো আপনি সমস্যার সম্মুখীন হতে পারে | তবে আপনার যদি খুবই ইচ্ছা থাকে আপনি এই বিদ্যুৎ বিলের সমস্যার সমাধানের জন্য প্রিপেইড মিটার ইউজ করতে পারেন কারন প্রিপেইড মিটারের বিল গুলো ঐরকম মনিটরিং করা হয় না আপনি শুধু রিচার্জ করবেন আর ইউজ করবেন |
jr. member
Activity: 35
Merit: 3
December 06, 2021, 07:40:40 AM
এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
Bitcoin Mining কইরা লাভ নাই ভাই। আপনারে ASIC আনাইতে হইবো। Customs সমস্যা দিতে পারে। তার থেকে CPU/GPU Mining করেন। কোনো special device লাগবো না। Electricity ঠিক থাকলে ঘরেই করতে পারবেন। Profitable ও হইবো। চাইলে mined coin BTC তে convert কইরা লইতে পারবেন। নিচের লেখাদুটি হয়তো আপনার কাজে আইতে পারে।

1. https://coinguides.org/cpu-mining-coins-algorithms/

2. https://www.guru99.com/best-cryptocurrencies-mine-gpu-profitable-easy.html
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 06, 2021, 05:34:04 AM
Quote
Bitmart has lost $196 million in various cryptocurrencies in the latest centralized exchange (CEX) breach, which may be the most devastating hack to date.


Peckshield, a security analysis firm, first tweeted about the alleged breach on Saturday night.


The hacker has systematically used a decentralized exchange (DEX) aggregator 1inch (1INCH) to exchange stolen money for Ethereum (ETH), then Tornado Cash (TORN), making the stolen funds more difficult to track.


In today’s news, El Salvador has purchased 150 additional Bitcoins, Bitget exchange lost license in Singapore, and FTX seeks $1.5B in new funding round at $32B valuation.
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2021, 11:43:26 PM
বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
আপনি যদি ডিভাইস সংগ্রহ করতে পারেন এবং নিরাপদ জায়গায় প্লেস করতে পারেন তাহলে খুব একটা রিস্কের কিছু নেই। কেউ জানবে বলেও আমার মনে হয় না। আমি নিজে মাইনিং করি নি, কিন্তু যেটা বুঝলাম আপনি ইলেকট্রিসিটি বিল নিয়ে ফাপরে পরবেন। যদিও এইটা খুব বড় বিষয় না। আর তেমন কোন ঝুঁকি আছে বলে মনে হয় না কারণ তথ্য তেমন লিকড হবে না। আবার দেশের যে অবস্থা ৯৫%+ লোকে বুঝতেই পারবে না আপনি কি করছে।
sr. member
Activity: 476
Merit: 523
December 05, 2021, 01:06:44 PM
মার্কেট কবে নাগাদ কামবেক করতে পারে?

অভিজ্ঞদের মতামত আশা করছি

মারকেট কবে ঠিক হবে এটা কেউ শতভাগ বরতে পারবে না। তবে বর্তমানের যে ডাম্পিংটা চলছে, এটা মূলত এক্সচেন্জার সাইট গুলোর খেলা বলে মনে করা হচ্ছে। যারা লেভারেজ নিয়ে ট্রেডিংয়ে নেমেছিলো, তাদের সবার ব্যালেন্স লিকুইডেটেড হয়ে গেছে।

আমাদের লোকাল ফোরাম থেকে কি কেউ কোন ক্রিপ্টোকারেন্সির সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? বেশ কয়েক মাস আগে একজন দেখছিলাম যিনি একটা প্রজেক্ট বিল্ড করতে আগ্রহী। কেউ আমাকে ওই পোস্টের লিংক দিতে পারবেন। আমি খুজে দেখছি কিন্তু পাইনি।

আমিও খুজে দেখেছি। কিন্তু পাইনি। আপনি কি সিওর যে ওটা বাংলাদেশ থ্রেডেই ছিলো? হতে পারে তিনি পোষ্ট টা ডিলেট করে দিয়েছে।
ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করা তেমন কোনো বিষয় না। কিন্তু মারকেটে আনা এবং লিকুইডিটি প্রোভাইডার পাওয়া অনেক ঝামেলা। আমার নিজেরই একটা কয়েন আছে। ক্রিয়েট করে ফেলে রেখেছি। স্ক্যম করার ইচ্ছা নাই। কোনোদিন ইনভেষ্টর পেলে মারকেটে নিয়ে আসবো। অপেক্ষা করছি কবে বাংরাদেশে ক্রিপ্টো লিগ্যাল হবে।

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?


ক্রিপ্টোর সব ব্যাপারেই ধরপাকড় রয়েছে। খোনেই ছোট বড় এমাউন্ট ল্যানদেন তারা ধরতে পারবে সেখান থেকেই ধরবে। মাউনিং এর ব্যাপারে বলতে হলে, আপনি যদি সবাইকে জানিয়ে মাউনিং করেন তবে সমস্যা। এগুলো সিক্রেট বিষয়। মাইনিং হবে আপনার ঘরে। মানুষ জানবে কেমনে আপনি যদি নিজে না বলেন? আর লেনদেন করবেন প্রাইভেসি বজায় রেখে। তাহলেই হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 05, 2021, 12:51:29 PM
বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
sr. member
Activity: 1372
Merit: 322
December 05, 2021, 10:30:25 AM
আমাদের লোকাল ফোরাম থেকে কি কেউ কোন ক্রিপ্টোকারেন্সির সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? বেশ কয়েক মাস আগে একজন দেখছিলাম যিনি একটা প্রজেক্ট বিল্ড করতে আগ্রহী। কেউ আমাকে ওই পোস্টের লিংক দিতে পারবেন। আমি খুজে দেখছি কিন্তু পাইনি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 04, 2021, 01:23:11 PM
মার্কেট কবে নাগাদ কামবেক করতে পারে?

এটি সম্পূর্ণ নির্ভর করবে, বিটকয়েনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলের উপর। বর্তামানে আমাদেরকে দেখতে লাগবে যে, রবিবারের পর যখন নতুন করে মার্কেট চালু হবে তখন বিটকয়েন কি $৫০.৭ হাজার ডলারের উপর অতিক্রম নাকি আরো কমে যাবে। যদি নতুন সপ্তাহের মার্কেটটি ভালোভাবে চালু হয় এবং বিটকয়েনের মূল্য ৫০ হাজারের উপরে আসে। তাহলে মার্কেট আবার ভালো পর্যায়ে চলে আসবে। তাই এখন স্টপ-লস ব্যবহার করে ট্রেড নেন। Wink
newbie
Activity: 178
Merit: 0
December 04, 2021, 09:30:52 AM
মার্কেট কবে নাগাদ কামবেক করতে পারে?

অভিজ্ঞদের মতামত আশা করছি
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 03, 2021, 01:49:46 PM
ভারতের ক্রিপ্টোর প্রতি এমন আচরণের কারণে হয়তোবা বাংলাদেশ সরকার ও ক্রিপ্টোকারেন্সিকে নতুনভাবে ভাবতে শুরু করবে।যা বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সির জগতে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে।

সবাই সেই ভালো সংবাদের জন্য অপেক্ষা করতেছে। আশা করি, বেশিদিন লাগবে নাহ ক্রিপ্টো বাংলাদেশে নিয়ম-নীতি দ্বারা পর্যালোচনা করা হবে এবং আমরা সকলে উন্মুক্তভাবে ব্যবহার করতে পারবো। যদিও বাংলাদেশে অনেক আগে থেকেই প্রাইভেট/বদ্ধ ব্লকচেইনের ব্যবহার চলতেছে এবং অনেক দেশীয় কোম্পানিগুলো বাহিরেরে দেশকে সেই বিষয়ক সুবিধা/সার্ভিস প্রদান করে আসতেছে।  Wink


২০২২ সালের জন্য যদি হোল্ড করতে চান তাহলে মেটাভার্স এর টোকেন গুলোর পরেই আপনি ওয়েব ৩.০ এর কয়েন গুলো হোল্ড করতে পারেন।
1  Helium (HNT)

মেটাভার্স হাইপে/ট্রেন্ডে আছে এবং কিছুটা সময় থাকবে। আর এটি সত্য যে, ওয়েব ৩.০ এর হাইপ/ট্রেন্ড আসবে, যদিও এখনো সেটি তেমন মেইনস্ট্রিমে আসে নাই। কিন্তু অনেকেই প্রস্তুত হয়ে গেছে ওয়েব ৩.০ এর হাইপের জন্য। আমি ব্যক্তিগতভাবে অন্য দুইটি টোকেন/কয়েন নিয়ে তেমন বুলিশ না হইলেও Helium নিয়ে অনেকটা আশাবাদী। কেননা তাদের মাইনিং ডিভাইস/বিষয়টা খুবই ভালো লেগেছে। এখন শুধুমাত্র সময়ে পালা।  Grin
jr. member
Activity: 854
Merit: 6
December 03, 2021, 11:44:24 AM
[quote author=
বাংলা ফোরাম এ কাইন্ডলি বাংলা টাইপ করবেন৷

২০২২ সালের জন্য যদি হোল্ড করতে চান তাহলে মেটাভার্স এর টোকেন গুলোর পরেই আপনি ওয়েব ৩.০ এর কয়েন গুলো হোল্ড করতে পারেন। আমি ৩টি কয়েন এর নাম বলে দিচ্ছি।
1  Helium (HNT)
2 Flux (Flux)
3  Fliecoin (FIL)

তারপরেও নিজ দায়িত্বে,  নিজ রিসার্চ এ কয়েন কিনবেন

ভাই টোকেন গুলা কেমন প্রফিট দিবেএকটু বলবেন প্লিজ
যেমন ঃ ২x/3x/4/5x.


আর মেটাভার্স টোকেন কোন গুলা একটু বুজাই দিলে উপকৃত হতাম।
ধন্যবাদ ভাই
member
Activity: 119
Merit: 46
December 03, 2021, 11:40:52 AM
2022 Shales Kon Token Hold Korle Lavoban howaa jabe Kew janlee janaben plz.

বাংলা ফোরাম এ কাইন্ডলি বাংলা টাইপ করবেন৷

২০২২ সালের জন্য যদি হোল্ড করতে চান তাহলে মেটাভার্স এর টোকেন গুলোর পরেই আপনি ওয়েব ৩.০ এর কয়েন গুলো হোল্ড করতে পারেন। আমি ৩টি কয়েন এর নাম বলে দিচ্ছি।
1  Helium (HNT)
2 Flux (Flux)
3  Fliecoin (FIL)

তারপরেও নিজ দায়িত্বে,  নিজ রিসার্চ এ কয়েন কিনবেন
jr. member
Activity: 854
Merit: 6
December 03, 2021, 11:32:24 AM

ভাই psawp টা কিভাবে xor দিয়ে বাই করবো??
একটু যদি প্রসেস টা বলতেন..

Kft/slp/Pswap/
/xpr / Layer/mnst..
খুব ভালো হবে ভবিষ্যতে!
[/quote]
[/quote]

এটা uniswap থেকে  buy করতে হবে।
jr. member
Activity: 854
Merit: 6
December 03, 2021, 10:18:40 AM
2022 Shales Kon Token Hold Korle Lavoban howaa jabe Kew janlee janaben plz.


Kft/slp/Pswap/
/xpr / Layer/mnst..
খুব ভালো হবে ভবিষ্যতে!
newbie
Activity: 840
Merit: 0
December 03, 2021, 06:44:42 AM
2022 Shales Kon Token Hold Korle Lavoban howaa jabe Kew janlee janaben plz.
jr. member
Activity: 854
Merit: 6
December 03, 2021, 03:01:18 AM

ঠিক আছে ভাই।

ভাইয়া আপনি এইভাবে পুরো পোস্ট টা Quote না করে যে বিষয়ের রিপ্লে টা দিতে চাচ্ছেন সেই বিষয় টুকু quote করে  রিপ্লে টা দিন। এতে করে পুরো পোস্ট সহ quote করলে দেখতে ভালো লাগে না। আর ফোরাম এ বেশী বেশী পড়ুন আর শিখুন।  আর সবসময় আসা করি গঠনমূলক কিছু বলবেন।

[/quote]
ভাই আমি নতুন তাই বেশি ভালো লিখতে পারি না।
আশা করি আস্তে আস্তে ঠিক হবে।
আমি চেষ্টা করি গঠন মূলক কিছু বলতে ধন্যবাদ ভাই।
member
Activity: 119
Merit: 46
December 03, 2021, 12:11:16 AM
বাংলাদেশ থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য সকলকেই ধন্যবাদ। বিগত মাস গুলোতে বাংলাদেশ থ্রেড এ পারফরমেন্স অনেক খারাপ ছিলো। আশা করছি আমাদের থ্রেড এর পারফরমেন্স দিন দিন ভালো হবে। সকলকেই বলতে চাই, দয়া করে বাংলাদেশ থ্রেড এ একটু সময় দেয়ার চেষ্টা করবেন। বিগত অক্টোবর মাসের থেকে নভেম্বর মাসে আমাদের পারফরমেন্স এ অনেক উন্নতি হয়েছে। দিন দিন আমরা সকলকে সাথে নিয়ে এগিয়ে যে তে চাই।


হ্যা ভাই ঠিক বলেছেন এখন বাংলাদেশ থ্রেড ভালো কুয়ালিটি সম্পন্ন পোস্ট হচ্ছে, সবাই এরকম ভাবে কন্ট্রিবিউট করলে আমরা আরো অনেক এগিয়ে যাব। বাংলাদেশ থ্রেড এ যদি ইনফরমেটিভ পোস্ট বেশী বেশী করা হয় তাহলে বাংলাদেশের অনেক ইউজার বিশেষ করে যারা নতুন আছে তারা কিছু শিখবে এবং কমিনিটি টা আরো বড় হবে Cheesy


ঠিক আছে ভাই।

ভাইয়া আপনি এইভাবে পুরো পোস্ট টা Quote না করে যে বিষয়ের রিপ্লে টা দিতে চাচ্ছেন সেই বিষয় টুকু quote করে  রিপ্লে টা দিন। এতে করে পুরো পোস্ট সহ quote করলে দেখতে ভালো লাগে না। আর ফোরাম এ বেশী বেশী পড়ুন আর শিখুন।  আর সবসময় আসা করি গঠনমূলক কিছু বলবেন।
sr. member
Activity: 476
Merit: 523
December 02, 2021, 11:07:32 PM

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের পাশে থাকার জন্য, দোয়া করি অনেক শান্তিতে থাকুন আল্লাহ যেনো ভালো রাখে এই বাংলাদেশ ফ্রমের সবাইকে।

এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন। অন্য দের ফলো করুন। ভাই ধন্যবাদ, পাশে আছি, পাশে থাকুন, আল্লাহ ভালো রাখুক, শান্তিতে থাকুন, ভূল হলে মাফ করবেন, এগুলো কি কোনো পোস্ট হলো? এটা ফেইসবুক না যে যা মন চাইলো লিখে দিলেন হয়ে গেলো। এখানে কেউ কারো উইশ পাওয়ার অপেক্ষায় বসে থাকে না। কোয়ালিটিফুল পোস্ট করতে পারলে করবেন। নইলে এসব স্পাম পোস্ট করবেন না। তাহলে ব্যান খাবেন শিওর।

নতুনরা প্রায়ই দেখছি এরকম পোস্ট করেন, ধন্যবাদ ভাই, ভালোবাসা নিবেন, হ্যান ত্যান। ভাই আপনার ভালোবাসার জন্য কেউ বসে নাই এখানে। আগে তিতা পরে মিঠা। অন্য পুরাতন মেম্বারদের পোস্ট ফলো করেন।
sr. member
Activity: 476
Merit: 523
December 02, 2021, 02:31:57 PM
বাংলাদেশ থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য সকলকেই ধন্যবাদ। বিগত মাস গুলোতে বাংলাদেশ থ্রেড এ পারফরমেন্স অনেক খারাপ ছিলো। আশা করছি আমাদের থ্রেড এর পারফরমেন্স দিন দিন ভালো হবে। সকলকেই বলতে চাই, দয়া করে বাংলাদেশ থ্রেড এ একটু সময় দেয়ার চেষ্টা করবেন। বিগত অক্টোবর মাসের থেকে নভেম্বর মাসে আমাদের পারফরমেন্স এ অনেক উন্নতি হয়েছে। দিন দিন আমরা সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

পোষ্ট কাউন্টঃ নভেম্বর মাসে আমাদের থ্রেড এ মোট ১১৩ টি পোষ্ট হয়েছে। বিগত সেপ্টেম্বর মাসে যার সংখ্যা ছিলো ১০৩ টি। আগের মাস থেকে নভেম্বর মাসে ৯% উন্নতি হয়েছে।

মেরিট শেয়ারঃ নভেম্বর মাসে আমাদের থ্রেড এ মোট ৩০ টি মেরিট দেয়া হয়েছে। বিগত মাসে যেটার সংখ্যা ছিলো ১২ টি। আগের মাস থেকে নভেম্বর মাসে ২৫০% উন্নতি হয়েছে।

পোষ্ট এ মেরিট এর হারঃ নভেম্বর মাসে আমাদের থ্রেড এর পোষ্ট প্রতি মেরিট হার ০.২৬%। যেটা আগের মাসে ছিলো ০.১১%।



চার্টঃ আমার নিজের তৈরী।

আমাদের বাংলাদেশ থ্রেড এর নভেম্বর মাসের সেরা ১০ জন কন্ট্রিবিউটর হলেনঃ

1. naim027  [19]
2. Little Mouse  [13]
3. Review Master [10]
4. Cornia  [9]
5. tokyohd  [7]
6. Jontokhan65  [6]
7. Abir13 [4]
8. junaid55  [4]
9. AALL [3]
10. HridoyHk_15  [3]

সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।
Jump to: