Author

Topic: বাংলা (Bengali) - page 340. (Read 5697047 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 14, 2022, 02:55:11 PM
আর একটা প্রশ্ন ছিলো, আমি কি কোনো ইংরেজি আরটিক্যাল,যেটা এই ফোরামেই আছে, ওইটা ট্রান্সলেট করে এইখানে পোস্ট করতে পারবো?

জি, তবে রেফারেঞ্চ দিতে ভুল্বেন নাহ।
full member
Activity: 367
Merit: 136
January 14, 2022, 02:22:15 PM
অনেক দিন আগে থেকেই ভাবতেছিলাম যে মিমস গুলো আপ দিবো, সময় হচ্ছিলো না।।



মজার জন্য বানানো, আইনের প্রতি সব সময় সম্মান আছেঃ https://twitter.com/sykt232/status/1482065748181024771?s=20
বাদ যাবে না একটিও শিশুঃ https://twitter.com/sykt232/status/1482065998031515650?s=20
কেউ যদি ক্রিপ্টো মিমস নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, একসাথে কাজ করতে পারবো।
আর একটা প্রশ্ন ছিলো, আমি কি কোনো ইংরেজি আরটিক্যাল,যেটা এই ফোরামেই আছে, ওইটা ট্রান্সলেট করে এইখানে পোস্ট করতে পারবো?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 14, 2022, 03:56:01 AM
কিন্তু যারা ৫৫-৬০ কে তে কিনেছিলো, তারা মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি হবে।
আফসোস আমি ৬৪কে তে ট্রেড নিয়েছিলাম এখন মাথা কপাল সব হাতাচ্ছি, একটা   কানাঘুষো শুনছিলাম যে 70 ছুবে  Smiley
ওইজন্য আছে DCA। এখন আপনার কাছে যদি পর্যাপ্ত বিনিয়োগ থাকে তাহলে বিটকয়েন নিতে পারেন। আপনার এভারেজ বায় প্রাইচ অনেক কমে যাবে।  আমি কিছু কয়েনে DCA মেথড ফলো করছি বলে এখনো তেমন লস নেই। না হলে অনেক লস হইত।
সে যাই হোক, বিটিসি আজকের মুভমেন্ট দেখে মনে হচ্ছে আবার বিগ ডাম্প আসবে। সেক্ষেত্রে বিয়ার মার্কেট দীর্ঘ সময়ের জন্য মার্কেট গ্রাস করে নিবে।
jr. member
Activity: 40
Merit: 4
January 13, 2022, 03:27:20 PM
কিন্তু যারা ৫৫-৬০ কে তে কিনেছিলো, তারা মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি হবে।
আফসোস আমি ৬৪কে তে ট্রেড নিয়েছিলাম এখন মাথা কপাল সব হাতাচ্ছি, একটা   কানাঘুষো শুনছিলাম যে 70 ছুবে  Smiley
আপনার কথাটা শুনে একটু হতোমম্ব হয়েছি।কারন যখন আপনি
‌ ভেবেছিলেন মার্কেট উধ্বগামীর দিকে কিন্তু না হয়ে নিম্নগামীর দিকে চলে আসছে। নিম্নগামী হয়ে এতটাই নিচে নেমে আসছে কল্পনা করা যায় না। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যদি আপনি দীর্ঘ সময় ধরে মার্কেট এর সাথে দৈর্য্য রাখতছ পারেন তবেই এটা রিকভারি করা সম্ভব ‌।
ভেঙ্গে পড়লে চলবে না দৈর্য্য রাখুন একসসময় আপনিও লাভবান হবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 13, 2022, 12:21:53 PM
কিন্তু যারা ৫৫-৬০ কে তে কিনেছিলো, তারা মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি হবে।
আফসোস আমি ৬৪কে তে ট্রেড নিয়েছিলাম এখন মাথা কপাল সব হাতাচ্ছি, একটা   কানাঘুষো শুনছিলাম যে 70 ছুবে  Smiley
jr. member
Activity: 40
Merit: 4
January 13, 2022, 10:03:36 AM
@GoodLuckHK @Fernandoo আপনারা থ্রেড এ কন্ট্রিবিউশান করছেন এজন্য ধন্যবাদ। কিন্তু আপনারা মাঝে মাঝে কিছু পোস্ট ট্রান্সলেশন করে ধুম করে পোস্ট মেরে দেন। যেগুলোর কোনো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। পোস্ট ট্রান্সলেশন করার পর এগুলো আরো কিছু সংশোধন করতে হয়। এরকম পোস্ট না করাই ভালো।
@naim027, দাদা বলার জন্য ধন্যবাদ কিন্তু দাদা আমি তো নতুন আমার কোন কিছু জানার হলে আপনাদের ফলো করি। এবং সব ধরনের থ্রেড থেকে আস্তে আস্তে সবকিছু ফলো করে শিখতেছি পরবর্তী সময় থেকে আর কোন রকমের ভুল হবেনা ।
আর দাদা সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় দাদা।
sr. member
Activity: 476
Merit: 523
January 13, 2022, 07:32:51 AM
নতুন সপ্তাহের আগে অবশ্য sideways movement এ দেখা যাবে এবং ট্রেডিং ভলিউম যদি তেমন বেশি না হয়। তাহলে মার্কেট হয়তো আবারও নিম্নগামী হবে। এটি আমার বিশ্লেষণ থেকে মনে হয়। Wink
মার্কেট আবার নিন্মগামী হলে আমার মনে হয় খুব খারাপ অবস্থানে যাবে এবং সেটা বেশি সময় নিবে না। আমরা এর আগে ২৯০০০ ডলার দেখেছি, যদি আবার কমে তাহলে লং টাইম বিয়ারিশ মার্কেট চলে আসবে। তবে এইটা ঠিক যে ৪০ হাজার এর আশেপাশে গত কাল বা পরশু হিউজ ভলিউম দেখা গিয়েছিল। সেটা ভেঙে নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম বলা যায়। সামনে আগামী সপ্তাহ যদি মোটামুটি নিন্মগামী না হয় তাহলে সম্ভবত বিগ বুল আসবে আবার।

এটাই হচ্ছে ক্রিপ্টোর আসল খেলা। কি হবে কেউ বলতে পারবে না। গতকাল ইরান ক্রিপ্টো কারেন্সি এলাউ করেছে এবং এই নিউজ মার্কেটে আসার পর সব কারেন্সি কিছু পাম্প করেছে। আজকের আবার নতুন নিউজ হলো সুইজারল্যান্ড ডিজিটাল কারেন্সি নিয়ে তাদের ব্যাংক গুলোর সাথে প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে। এতে পজেটিভ রেজাল্ট আসলে আমরা সামনে আরো একটি ভালো খবর দেখতে পারি। আর পজেটিভ নিউজ এর এফেক্ট মারকেটে পড়ে এটা আমরা সবাই জানি। যারা বিটকয়েন কিনবে তারা তো মনে প্রানে চায় আরেকটা কারেকশন হোক। কিন্তু যারা ৫৫-৬০ কে তে কিনেছিলো, তারা মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি হবে।



@GoodLuckHK @Fernandoo আপনারা থ্রেড এ কন্ট্রিবিউশান করছেন এজন্য ধন্যবাদ। কিন্তু আপনারা মাঝে মাঝে কিছু পোস্ট ট্রান্সলেশন করে ধুম করে পোস্ট মেরে দেন। যেগুলোর কোনো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। পোস্ট ট্রান্সলেশন করার পর এগুলো আরো কিছু সংশোধন করতে হয়। এরকম পোস্ট না করাই ভালো। @GoodLuckHK, আপনার তো মনে হয় আগের আইডি টি ব্যান হয়েছে কপি পোস্ট করার জন্য। এরকম যদি ট্রান্সলেশন করে কপি পোস্ট মেরে দেন, এটাও কিন্তু ঠিক না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 13, 2022, 07:07:26 AM
নতুন সপ্তাহের আগে অবশ্য sideways movement এ দেখা যাবে এবং ট্রেডিং ভলিউম যদি তেমন বেশি না হয়। তাহলে মার্কেট হয়তো আবারও নিম্নগামী হবে। এটি আমার বিশ্লেষণ থেকে মনে হয়। Wink
মার্কেট আবার নিন্মগামী হলে আমার মনে হয় খুব খারাপ অবস্থানে যাবে এবং সেটা বেশি সময় নিবে না। আমরা এর আগে ২৯০০০ ডলার দেখেছি, যদি আবার কমে তাহলে লং টাইম বিয়ারিশ মার্কেট চলে আসবে। তবে এইটা ঠিক যে ৪০ হাজার এর আশেপাশে গত কাল বা পরশু হিউজ ভলিউম দেখা গিয়েছিল। সেটা ভেঙে নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম বলা যায়। সামনে আগামী সপ্তাহ যদি মোটামুটি নিন্মগামী না হয় তাহলে সম্ভবত বিগ বুল আসবে আবার।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 13, 2022, 06:00:56 AM

নতুন সপ্তাহের আগে অবশ্য sideways movement এ দেখা যাবে এবং ট্রেডিং ভলিউম যদি তেমন বেশি না হয়। তাহলে মার্কেট হয়তো আবারও নিম্নগামী হবে। এটি আমার বিশ্লেষণ থেকে মনে হয়। Wink
jr. member
Activity: 475
Merit: 4
January 13, 2022, 03:07:27 AM


বিটকয়েন নিখুঁতভাবে ভাঙ্গুন এবং পরিসীমার উপরে বন্ধ করুন এবং তাজা HH এবং HL তৈরি করুন৷ বর্তমানে, বাজার ৪৩,৬৮৯ ডলারের কাছাকাছি ক্ষুদ্র প্রতিরোধের ক্ষেত্র ভেঙে শক্তিশালী প্রতিরোধের স্তরের দিকে যাচ্ছে।
jr. member
Activity: 40
Merit: 4
January 12, 2022, 02:54:31 AM
শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত। 
১ মিলিয়নে পৌছানো খুব বেশি কিছু নয়। এইটা শুধু বর্তমান অল টাইম হাই থেকে ~২০ গুনের চেয়েও কম। হতেই পারে। তবে প্ল্যান বি এর কথা যদি বলি, আপনি হয়ত জানেন যে তার S2F মডেল প্রথমবারের মত ফেইল হয়েছে। তার মতে ২০২১ এ বিটকয়েন ১ লক্ষ ডলার যাওয়ার কথা। যাই হোক, যারা লং টাইম প্ল্যান করছেন তারা অবশ্যই লাভবান হবেন এইটা নিশ্চিত।
আপনি কিন্তু ঠিক বলেছেন ভাইয়া। ১ মিলিয়নে যাওয়া টা খুব বেশি কিছু নয়। বর্তমান এর এভারেজ হিসাব করলে দেখা যায় প্রায় ২০x ও হয়‌ না । এটা আরো অনেক বেশি কিছুর ব্যাপার না । স্বাভাবিক একটা ব্যাপার। ২০x  কেনো শুধু এটা মেভি আরো বেশি হবে । মার্কেট থমকে গেছে বলতে পারেন এটা না। কিন্তু বছরের শুরুতে একটু খারাপ অবস্থা তে থাকে সবই । ১ মিলিয়নে পৌঁছে যাবেই দেখতে পারবেন সামনে। ২০২১ সালে ১ লক্ষ হবে এমন মন্তব্য অনেক পড়েছিলাম। কিন্তু হয়নি। কিন্তু এখন মার্কেট ২০২২ এ একটু খারাপ অবস্থাতে আছে এখান থেকে উঠে আসবে। লং টাইম প্লান করেছে তকরা লাভোবান হবেই।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 11, 2022, 05:55:30 AM
শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত। 
১ মিলিয়নে পৌছানো খুব বেশি কিছু নয়। এইটা শুধু বর্তমান অল টাইম হাই থেকে ~২০ গুনের চেয়েও কম। হতেই পারে। তবে প্ল্যান বি এর কথা যদি বলি, আপনি হয়ত জানেন যে তার S2F মডেল প্রথমবারের মত ফেইল হয়েছে। তার মতে ২০২১ এ বিটকয়েন ১ লক্ষ ডলার যাওয়ার কথা। যাই হোক, যারা লং টাইম প্ল্যান করছেন তারা অবশ্যই লাভবান হবেন এইটা নিশ্চিত।
jr. member
Activity: 40
Merit: 4
January 10, 2022, 09:54:00 PM
কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটু ব্যাস্ত ছিলাম। তাই ফোরামে কোনো পোস্ট করতে পারিনি।  কিন্তু সকলের পোস্ট গুলো ফলো করছিলাম।

ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত।  ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।

#HoDL
ক্রিপ্টো অ্যাডভোকেটস থেকে প্রাক্তন সংশয়ীদের কাছে, পন্ডিতরা বিটকয়েনের জন্য আরও বেশি দামের পূর্বাভাস দেওয়ার জন্য নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

বিটকয়েনের দাম পরিসীমাতে বিটকয়েন ষাঁড় এবং ভালুকের মধ্যে বর্তমান যুদ্ধ সত্ত্বেও, বিশ্লেষক এবং ভাষ্যকারদের একটি ভেলা বিটকয়েনের দামের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের স্ফটিক বল পেয়েছে।
ব্লামবাগ‌‌ ইন্টেলিজেন্সের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট মাইক ম্যাকগ্লোন historical ঐতিহাসিক তথ্যের দিকে ইঙ্গিত করেছেন যাতে পরামর্শ দেয় যে বিটকয়েন $ ১০০,০০০ ডলার যাবে এবং আরো বেশি ও হতে পারে।

ম্যাকগ্লোনের যুক্তি গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টে শেয়ারের ক্রমবর্ধমান ছাড়ের চারদিকে ঘোরে যা গত বছরের কালো সময় পতনের মতো একই স্তরে রয়েছে। ছাড়টি বোঝায় যখন গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টের শেয়ারগুলি অন্তর্নিহিত বিটকয়েনের মানের চেয়ে কম মূল্যে বাণিজ্য করে (সাধারণত তারা প্রিমিয়ামে বাণিজ্য করে)।
সুতরাং বিটকয়েন হলো মার্কেটপ্লেসে ইস্টাবল ‌একটা কয়েন ২০২১ সালের দিকে ও খারাপ অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠে ভালো অবস্থানে গিয়েছিল। ২০২২ সালের এই খারাপ অবস্থা কাটিয়ে ২০২১ এর সর্বচ্চতম সীমা ছাড়িয়ে উধ্বে উঠে যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
January 10, 2022, 09:02:01 AM
কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটু ব্যাস্ত ছিলাম। তাই ফোরামে কোনো পোস্ট করতে পারিনি।  কিন্তু সকলের পোস্ট গুলো ফলো করছিলাম।

ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত।  ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।

#HoDL
jr. member
Activity: 31
Merit: 6
January 08, 2022, 09:18:29 PM
আপনি ঠিক বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক বিনিয়োগ এর হাতিয়ার। এই সময় মার্কেট এর অবস্থা অনুযায়ী বলা যে, যারা উচ্চবিত্ত মানুষ তারা মার্কেট এর উপর নজর রাখে যখন দেখে যে  মার্কেট একটু ডাউনে আছে তখন তারা বিনিয়োগ করে তারা পরবর্তীতে লাভবান হয়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের দিকে আমরা এর প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে।
এমন ভাবে বিশ্বের বড় বড় কম্পানিতে বিনিয়োগ এর খাত বাড়িয়ে বিশ্ব সেরা হতে যাচ্ছে। মুদ্রা গুলো এভাবেই এগিয়ে যাচ্ছে।
দিন বদলের সাথে সাথে ক্রিপ্টোকারন্সিও থেমে নেই। প্রতিটি সেক্টরে এর প্রভাব এখন লক্ষনীয়। অদুর ভবিষ্যতে যা বলবৎ থাকবে।ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক সেক্টর । ইতিমধ্যে বিশ্বের অনেক জনপ্রিয় ও বড় বড় কোম্পানিগুলো তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন শুরু করছে।অনেক বড় বড় কোম্পানির তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করতে অনেক আগ্রহ প্রকাশ করছে। অল্প খরচে এখানে লেনদেন করা যায় এবং প্রেরক এবং গ্রাহক এরমধ্যে যাবতীয় তথ্য গোপনীয় থাকে এবং  প্রেরক এবং গ্রাহক ছাড়া তাদের মধ্যেকার তথ্য অন্য কোন ব্যক্তি জানতে পারবে না যার কারণে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ক্রিপটোর সাথে যুক্ত হচ্ছে ।
jr. member
Activity: 40
Merit: 4
January 08, 2022, 08:37:21 PM
ক্রিপ্টোকারেন্সি হল সেই সমস্ত লোকদের জন্য একটি আর্থিক বিনিয়োগের হাতিয়ার যারা জানেন যে বাজারের যে কোনও মুদ্রা  বৃদ্ধির জন্য খুঁজছে। ক্রিপ্টোকার মুদ্রা নতুন দিগন্ত উন্মোচন করে এবং লোকেদের বিনিয়োগ জগতের সমস্ত আকর্ষণ আবিষ্কার করতে দেয়।
আপনি ঠিক বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক বিনিয়োগ এর হাতিয়ার। এই সময় মার্কেট এর অবস্থা অনুযায়ী বলা যে, যারা উচ্চবিত্ত মানুষ তারা মার্কেট এর উপর নজর রাখে যখন দেখে যে  মার্কেট একটু ডাউনে আছে তখন তারা বিনিয়োগ করে তারা পরবর্তীতে লাভবান হয়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের দিকে আমরা এর প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে।
এমন ভাবে বিশ্বের বড় বড় কম্পানিতে বিনিয়োগ এর খাত বাড়িয়ে বিশ্ব সেরা হতে যাচ্ছে। মুদ্রা গুলো এভাবেই এগিয়ে যাচ্ছে।
jr. member
Activity: 336
Merit: 1
January 08, 2022, 02:19:54 PM
ক্রিপ্টোকারেন্সি হল সেই সমস্ত লোকদের জন্য একটি আর্থিক বিনিয়োগের হাতিয়ার যারা জানেন যে বাজারের যে কোনও মুদ্রা  বৃদ্ধির জন্য খুঁজছে। ক্রিপ্টোকার মুদ্রা নতুন দিগন্ত উন্মোচন করে এবং লোকেদের বিনিয়োগ জগতের সমস্ত আকর্ষণ আবিষ্কার করতে দেয়।
jr. member
Activity: 504
Merit: 1
January 08, 2022, 01:08:57 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus


ভাই,
আমিও আপনার সাথে এক মত এটি সামনে 100k ছাড়িয়ে যাবে বিটকোইন ডাম্পের কারণে এখন বড় বড় ইনভেস্টরা এখনে ইনভেস্ট করবে তাই আশা করা জায় তারাতারি আবার আগের জাগায় চলে যাবে
jr. member
Activity: 475
Merit: 4
January 07, 2022, 12:46:18 PM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 07, 2022, 10:32:46 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

আমি ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন মোটামোটি ৩৮হাজার ডলারের নিচে আসতে পারে। এরপর হয়তো আবার বৃদ্ধি পাবে। এছাড়াও অনেকের বিশ্লেষণ অনুযায়ী এটি আবার ৩০ হাজারের নিচে চলে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হয়, যেকোনো ট্রেডিং এর জন্য স্টপ-লস ব্যবহার করা।

কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

এটি সত্য যে, বিটকয়েনকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর সেটি কেউ সঠিকভাবে বলতে পারবে নাহ, তবে অবাক করার বিষয় যে সকল হোয়েলসরা বিকটয়েন ক্রয় করতেছে। আর আমাদের অনেকেই এতটুকু ডাম্পে কি করবো সেটি নিয়ে চিন্তিত হয়ে যাই। তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
Jump to: