Author

Topic: বাংলা (Bengali) - page 335. (Read 5696262 times)

jr. member
Activity: 172
Merit: 1
February 23, 2022, 04:08:09 AM
NFT কেনার জন্য কোন সাইট টি ব্যবহার করা উত্তম হবে? Opensea এবং Binance NFT দেখলাম মোটামুটি জনপ্রিয় আছে। এছাড়া আর অন্য কোথাও NFT কেনা বেচা করা যায় কি? NFT কেন কিনব? আর কি বুঝেই বা আমরা কিনব যে এটার দাম বাড়োবে অথবা কমবে? অভিজ্ঞ ভাইয়েরা আছেন, আশাকরি আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 22, 2022, 11:23:44 AM
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ,বিটকয়েন মাইনিং হল নতুন ব্লক আবিষ্কার করার প্রক্রিয়া, লেনদেন যাচাই করা এবং বিটকয়েন ব্লকচেইনে যুক্ত করা। এখানে এর অর্থ কী, এটি কীভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ।ঐতিহ্যগত অর্থে, বিটকয়েন মাইনিং সম্পদের সন্ধানে জড়িত একই পদক্ষেপগুলিকে অন্তর্ভুক্ত করে; অন্যদের আগে কিছু উন্মোচন করার জন্য বিপুল পরিমাণ শক্তি, সময় এবং অর্থের প্রয়োজন। যেখানে সোনার খনিরা সোনা খুঁজে পেতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে, সেখানে বিটকয়েন মাইনার বিটকয়েন ব্লকচেইনে যোগ করার জন্য নতুন ব্লক “আবিষ্কার” করতে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে।
আরো বিস্তারিত জানতে আপনি coinalap e visit করতে পারেন।
আপনার পোস্টটা খুব সুন্দর হয়েছে। কিন্তু, আমার মনে হয় আপনি এই পোস্টটা এর আগে করেছেন। এবং সেটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট করেছেন। যদি এটা সত্য হয়ে থাকে; এবং এভাবে আপনি কয়েকবার করেন; তাহলে, আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। সুতরাং, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। তা না হলে যেকোনো সময় আপনি দেখতে পাবেন আপনার একাউন্ট ব্যান করা হয়েছে।
member
Activity: 184
Merit: 65
February 22, 2022, 11:19:12 AM
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ,বিটকয়েন মাইনিং হল নতুন ব্লক আবিষ্কার করার প্রক্রিয়া, লেনদেন যাচাই করা এবং বিটকয়েন ব্লকচেইনে যুক্ত করা। এখানে এর অর্থ কী, এটি কীভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ।ঐতিহ্যগত অর্থে, বিটকয়েন মাইনিং সম্পদের সন্ধানে জড়িত একই পদক্ষেপগুলিকে অন্তর্ভুক্ত করে; অন্যদের আগে কিছু উন্মোচন করার জন্য বিপুল পরিমাণ শক্তি, সময় এবং অর্থের প্রয়োজন। যেখানে সোনার খনিরা সোনা খুঁজে পেতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে, সেখানে বিটকয়েন মাইনার বিটকয়েন ব্লকচেইনে যোগ করার জন্য নতুন ব্লক “আবিষ্কার” করতে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে।
আরো বিস্তারিত জানতে আপনি coinalap e visit করতে পারেন।
jr. member
Activity: 31
Merit: 6
February 22, 2022, 12:25:12 AM
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।
member
Activity: 184
Merit: 65
February 21, 2022, 01:17:02 PM
Ethereum, BSC, Tron, ইত্যাদির মতো Blockchains-এ Ethereum, BNB, Tron-এর মতো প্রধান ক্রিপ্টো ছাড়াও অন্যান্য টোকেন থাকতে পারে যা বিভিন্ন কারণে আপনার ওয়ালেট অ্যাপের ভিতরে সবসময় দেখাবে না।ডিফল্টরূপে, ট্রাস্ট ওয়ালেটে 4টি টোকেন রয়েছে৷এর মধ্যে রয়েছে "বিটকয়েন", "ইথেরিয়াম", "বিএনবি", এবং "স্মার্ট চেইন"।
ট্রাস্ট ওয়ালেটে ফিল্টার আইকনে ট্যাপ করে আপনি অন্যান্য টোকেন যোগ করতে পারেন।
আপনি ফিল্টার আইকনে ট্যাপ করার পরে, আপনি টোকেনগুলির একটি তালিকা দেখতে পাবেন যা আপনি ট্রাস্ট ওয়ালেটে যুক্ত করতে পারেন৷যাইহোক, যদি টোকেনটি নতুন হয়, আপনি তালিকায় এটি খুঁজে পাবেন না।
তাই, আপনাকে ম্যানুয়ালি টোকেন যোগ করতে হবে এর ঠিকানা পেস্ট করে।ট্রাস্ট ওয়ালেটে একটি কাস্টম টোকেন/ক্রিপ্টো/কয়েন যোগ করতে হয় যাতে আপনি এর ব্যালেন্স দেখতে পারেন।
ট্রাস্ট ওয়ালেটে একটি কাস্টম টোকেন যোগ করতে, আপনাকে CoinMarketCap-এ গিয়ে
টোকেনের ঠিকানা কপি করতে হবে।
CoinMarketCap এ যান এবং অনুসন্ধান আইকনে আলতো চাপুন৷


উদাহরণস্বরূপ, আমি যদি ট্রাস্ট ওয়ালেটে" Matic" টোকেন এড করতে ইচ্ছুক।তাই উপরের বক্সে টোকনটির নাম দিয়ে সার্চ করব।করার পর নিচের চিত্রের মত আসবে।



ছবির নির্দেশনা ফলো করুন। কনট্রাকটস এড্রেস কপি করুন।
এখন ট্রাস্ট ওয়ালেট খুলুন এবং ফিল্টার আইকনে আলতো চাপুন



টোকেনের এড্রেস পেস্ট করুন এবং এটি সক্রিয় করুন








টোকেন না দেখালে, আপনাকে "কাস্টম টোকেন যোগ করুন" এ আলতো চাপতে হবে।





এরপরে, নেটওয়ার্ক, চুক্তির ঠিকানা, নাম, প্রতীক, দশমিক প্রদান করুন এবং "সংরক্ষণ করুন" এ আলতো চাপুন।




উপরের প্রত্যেকটি ধাপের কাজ করতে পারলেই আপনি সফলভাবে টোকেন এড করতে সক্ষম হবেন।




member
Activity: 224
Merit: 26
February 20, 2022, 09:40:03 AM

আর সিগনেচার ক্যাম্পেইনের কাজ   হলো  ক্যাম্পেইনের রুলস অনুযায়ী বিভিন্ন ফোরামে  ডিসকাশন করা(অ্যাভাটার এবং সিগনেচার ব্যবহার করে)   সহজ কথায় আপনার  আপনার পোস্ট গুলোকেই কাউন্ট করা  হবে  এক্ষেত্রে  পোস্টগুলো গঠনমূলক এবং স্পাম  প্লাগারিজম মুক্ত হতে হবে ।
অনেক ক্যাম্পেইনে লোকাল বোর্ডের পোষ্টগুলো কেউ কাউন্ট করা হয়।
আর কোন ক্যাম্পেইনের জয়েন হওয়ার আগে ওদের রুলস গুলো ভালো করে দেখে নিবেন তাহলেই  একটা ধারণা পাবেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন ফোরাম মানে বিটকয়েন ডিসকাশন, মেটা, Altcoin ডিসকাশন, Economics এইগুলা তে পোস্ট করা লাগে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 20, 2022, 08:58:01 AM
আপনি যত বেশি অর্থ প্রদান করবেন তত দ্রুত আপনার লেনদেন প্রক্রিয়া করা হবে।

বিটকয়েন এর ফি নিয়ে DTalk লিখেছেন অনেক আগে সম্ভবত। আমার মনে নেই৷ তবে যতদুর মনে পরে উনি লিখেছেন। সে যাই হোক, এইটা নিয়ে আরো বিস্তারিত লেখা উচিত। আপনার লেখা খুবই সংক্ষিপ্ত। নতুনদের জন্য খুব একটা উপকারে আসবে না। তারা আপনার কথার মর্মই ধরতে পারবে না।

কেউ যদি বিটকয়েন এর ফি নিয়ে জানতে চান তাহলে কয়েনআলাপের আর্টিকেলটা সর্বোত্তম হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 20, 2022, 08:30:47 AM
আপনি আমার কথাটি বুঝতে পারেন নাই। আমি বলছি সিগনেচার ক্যাম্পিং এ জয়েন করলে কাজ হিসেবে কি করতে হবে। সেটা জুনিয়র মেম্বারই বা লেজেন্ডারি মেম্বারই হোক।
সিগনেচার ক্যাম্পেইন করতে নূন্যতম যোগ্যতা কত লাগে।

আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি

সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন যে সিগনেচার ক্যাম্পেইন করতে কি করতে হয়।
আর সিগনেচার ক্যাম্পেইনের কাজ   হলো  ক্যাম্পেইনের রুলস অনুযায়ী বিভিন্ন ফোরামে  ডিসকাশন করা(অ্যাভাটার এবং সিগনেচার ব্যবহার করে)   সহজ কথায় আপনার  আপনার পোস্ট গুলোকেই কাউন্ট করা  হবে  এক্ষেত্রে  পোস্টগুলো গঠনমূলক এবং স্পাম  প্লাগারিজম মুক্ত হতে হবে ।
অনেক ক্যাম্পেইনে লোকাল বোর্ডের পোষ্টগুলো কেউ কাউন্ট করা হয়।
আর কোন ক্যাম্পেইনের জয়েন হওয়ার আগে ওদের রুলস গুলো ভালো করে দেখে নিবেন তাহলেই  একটা ধারণা পাবেন

আর এভাটার এবং সিগনেচার এড করার জন্য এই পোস্টটি ফলো করতে পারেন
UPDATE: Newbie members can no longer add a signature because of the new decision taken within the Forum. The required explanation has been added to the bottom of the header.

Hello friends,

I'm with another helpful topic. In this article I will briefly and plainly explain how you can change your signature or edit your signature. I feel like I hear people who do not know it yet try to do it for nothing, but I still want to give information for new friends. At least I think it would be useful for those who use the search button in the forum without hesitation and want to get information. Anyway, let's make a statement without going too far. Smiley


Step 1: Click on the '' Profile '' tab.

Step 2: On the left side we enter the '' Forum Profile Information '' section via the menu that appears.

Step 3: We move the page down a bit and find the '' Signature '' box. Inside this box we add the signature code you want to attach your signature to.

Step 4: We are at the bottom of the page and click on the '' Change Profile '' button.

When these steps are completed, your signature will change immediately. Signature exchange is that simple and easy!  Roll Eyes

NOTE: The whole process is quite easy and I did not add picture description because it is done with one click.

Have a nice day!

@xxx, @ xxx:

Both of you have a Newbie rank, and since the 17/09/2018, are not allowed to have a signature nor personal text until you rank-up to Jr. Member rank (requires >= 30 Activity and >= 1 Merit). Read the following post to see the complete implications and reasons behind this measure taken by the forum to lower the degree of spam: Enhanced newbie restrictions & requirements.

As the above referenced posts states, you can bypass most of these requirements by acquiring a copper membership. Nevertheless, if you set your minds to it, earning 1 merit is not really that tough, although it will require some time and effort into the posts one makes.

member
Activity: 184
Merit: 65
February 20, 2022, 06:34:07 AM
 আপনি আপনার ঠিকানা থেকে অন্য ঠিকানায় কোনো ক্রিপ্টোকারেন্সি পাঠালে, আপনাকে একটি নেটওয়ার্ক লেনদেন ফি দিতে হবে, যাকে নেটওয়ার্ক ফি বলা হয়। এক্সচেঞ্জে লেনদেন করার জন্য প্রতিটি ক্রয় বা বিক্রয় লেনদেনের জন্যও ফি প্রয়োজন।আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করেন তার ভিত্তিতে আপনি যে প্রকৃত ফি প্রদান করেন তা পরিবর্তিত হবে। উদাহরণ স্বরূপ, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম বা লাইটকয়েন নেটওয়ার্কে করা লেনদেনের তুলনায় একটি বিটকয়েন লেনদেনের আলাদা ফি থাকবে। এমনকি এমন টোকেন রয়েছে যেগুলির নেটওয়ার্ক ফি প্রদানের জন্য একটি মাধ্যমিক বা "গ্যাস" টোকেন প্রয়োজন৷বাজারের চাহিদা এবং নেটওয়ার্ক ক্ষমতার উপর নির্ভর করে ফি ওঠানামা করতে পারে। প্রতি লেনদেনে আপনি যে পরিমাণ অর্থ প্রদান করবেন তা আপনি কতটা ব্যয় করতে ইচ্ছুক তার দ্বারা নির্ধারিত হয়। আপনি যত বেশি অর্থ প্রদান করবেন তত দ্রুত আপনার লেনদেন প্রক্রিয়া করা হবে।

member
Activity: 224
Merit: 26
February 20, 2022, 05:37:17 AM
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন যে সিগনেচার ক্যাম্পেইন করতে কি করতে হয়। এবং সিগনেচার ক্যাম্পেইন করতে নূন্যতম যোগ্যতা কত লাগে।
সিগনেচার ক্যাম্পেইনের জন্য  ফুল মেম্বার বা সিনিয়র মেম্বার র‍্যাংক  এর বিটকয়েন টক  একাউন্ট থেকে শুরু করে লেজেন্ডারি একাউন্ট পর্যন্ত বেশি নেওয়া হয় বা এদের বেশি প্রাধান্য দেওয়া হয় তাছাড়াও অনেক ক্যাম্পেইনে জুনিয়র মেম্বার থেকেও নেওয়া হয়।
আপনি আমার কথাটি বুঝতে পারেন নাই। আমি বলছি সিগনেচার ক্যাম্পিং এ জয়েন করলে কাজ হিসেবে কি করতে হবে। সেটা জুনিয়র মেম্বারই বা লেজেন্ডারি মেম্বারই হোক।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 20, 2022, 03:58:26 AM
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন যে সিগনেচার ক্যাম্পেইন করতে কি করতে হয়। এবং সিগনেচার ক্যাম্পেইন করতে নূন্যতম যোগ্যতা কত লাগে।
সিগনেচার ক্যাম্পেইনের জন্য  ফুল মেম্বার বা সিনিয়র মেম্বার র‍্যাংক  এর বিটকয়েন টক  একাউন্ট থেকে শুরু করে লেজেন্ডারি একাউন্ট পর্যন্ত বেশি নেওয়া হয় বা এদের বেশি প্রাধান্য দেওয়া হয় তাছাড়াও অনেক ক্যাম্পেইনে জুনিয়র মেম্বার থেকেও নেওয়া হয়।
member
Activity: 224
Merit: 26
February 20, 2022, 02:28:50 AM
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন যে সিগনেচার ক্যাম্পেইন করতে কি করতে হয়। এবং সিগনেচার ক্যাম্পেইন করতে নূন্যতম যোগ্যতা কত লাগে।
full member
Activity: 367
Merit: 136
February 19, 2022, 02:32:17 AM

আমি নিজেও স্ট্যাকিং লস খেয়ে এখন স্ট্যাকিং করতেছি, এতে অন্ততত কিছু লস রিকভার করা সম্ভব।
আমি নিজেও লস খেয়ে এখন ইনভেস্টেড কয়েনকে স্ট্যাকিং করে রাখতেছি, এতে যদি কিছু রিকভার করা যায়।

আপনি কি LP Mining এ লস করে এখন স্টেকিং করতেছেন, এটি কি বুঝাইতে চাইছেন নাকি। আমিও LP mining/staking এবং single staking দুটিই করেছি। মোটামোটি ৭০% প্রেজক্টে লাভ করছি।
আপনিই ত ভাই কোপ দিতেছেন, লং-র্টাম এর জন্য farming/staking ভালো প্রফিট পাওয়া যায়। Imparment Loss টা যদি প্রোপারলি মাথায় রেখে করা যায় তাহলে, প্রফিট আশা করাই যেতে পারে।
সবচেয়ে বেশি লাভ হয়েছে CAKE স্টেকিং থেকে।  Grin
এখন দেখি pancakeswap এ cake স্ট্যকিং রেট কমিয়ে দিয়েছে, নরমালি ৫০/৬০% দিচ্ছে, এমনতাস্থায় yield farming aggregators প্লাটর্ফম গুলো ভালো রির্টান দিচ্ছে। মার্কেটে এখন অনেক yield optimizers আছে, চাইলে এইগুলো দেখতে পারেন।
গোপন সুত্রে জানা গেছে যেঃ Grin Safepal ওয়ালেট এ এখন সব থেকে বেশি APY রেট দিচ্ছে cake স্ট্যাকিং তে (১১০% এর মত)। চাইলে এটাও দেখতে পারেন, সিকিউর প্লাটর্ফম সাথে ডাবল APY রেট যেখানে cake স্ট্যাকিং এ cake এর সাথে SEP ক্লেইম করতে পারবেন।
(জেনেশুনে রির্চাচ করে ইনভেস্ট করবেন, আপনার লসের দ্যায়িত্ব আপনার)
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 18, 2022, 01:12:58 PM
Certik এর কথা শুনলে সেই প্রজেক্টে ইনভেস্ট করার ভরসা পাই।😎

Certik শুধুমাত্র প্রজেক্টের স্মার্ট কন্ট্রাক নিরীক্ষা কিংবা বিশ্লেষণ শেষে সেটির একটি মানদন্ড দিয়ে থাকে। যেমন Spartan Protocol, Akropolis এবং Saddle প্রজেক্টগুলো Certik এর নিরীক্ষা করার পরও হ্যাক হয়েছিল এবং হ্যাকের পরই Certik তাদের নিরীক্ষা রিপোর্ট আবার হালনাগাদ করে দেয়।  Grin Grin
সোর্স: https://dyor-crypto.fandom.com/wiki/CertiK_(CTK)#Bugs.2FExploits


আমি নিজেও স্ট্যাকিং লস খেয়ে এখন স্ট্যাকিং করতেছি, এতে অন্ততত কিছু লস রিকভার করা সম্ভব। Yield farming এ অনেক বেশি রির্টান পাওয়া যায়, যদি বুঝে শুনে ইনভেস্ট করা যায় তাহলে ভালো আয় করা যেতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মার্কেটে এই ৩ বিষয় অনেকটা একে অপরের সাথে জরিত।

আপনি কি LP Mining এ লস করে এখন স্টেকিং করতেছেন, এটি কি বুঝাইতে চাইছেন নাকি। আমিও LP mining/staking এবং single staking দুটিই করেছি। মোটামোটি ৭০% প্রেজক্টে লাভ করছি। সবচেয়ে বেশি লাভ হয়েছে CAKE স্টেকিং থেকে।  Grin
full member
Activity: 367
Merit: 136
February 18, 2022, 10:52:08 AM
আপনে যে ছবিটা দিয়েছেন তার মান খুবই খারাপ। আশা করি আরো পরিষ্কার ছবি দিয়ে পোস্ট আপডেট করবেন যাতে সবাই দেখতে পারে। প্যাসিভ ইনকামের মধ্যে আমি স্টেকিং বা ডেলিগেশনকে পছন্দ করি। এখানে ইনপারমেন্ট লসের কোন ভয় নাই। কেউ যদি কোন প্রোজেক্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে হোল্ড করে তাহলে তার জন্য স্টেকিং ভালো অপশন। Yeild Farming এ বিনিয়োগের ওপর লাভ বেশি পাওয়া গেলেও বিনিয়োগকৃত অর্থ ইনপারমেন্ট লসের কারণে কমে যাবার ভয় থাকে।
ছবিটা স্ক্রিনশট নেওয়া হইছিলো, মনে হয়ে এর জন্য ফেটে গেছে, যাইহোক প্রোপার করে দিচ্ছি।

আমি নিজেও স্ট্যাকিং লস খেয়ে এখন স্ট্যাকিং করতেছি, এতে অন্ততত কিছু লস রিকভার করা সম্ভব। Yield farming এ অনেক বেশি রির্টান পাওয়া যায়, যদি বুঝে শুনে ইনভেস্ট করা যায় তাহলে ভালো আয় করা যেতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মার্কেটে এই ৩ বিষয় অনেকটা একে অপরের সাথে জরিত।
আর ব্যাক্তিগত সমস্যার জন্য ডিলিট করতে হচ্ছে, আশা করি ব্যপারটা বুঝতে পারবেন। কারো যদি দরকার পরে তাহলে ডক্স ফাইলটি নিতে পারেনঃ https://docs.google.com/document/d/1R5y-xgmkodmYDxUFY9kkCvsRmXaSENJm/edit?usp=sharing&ouid=101607774350029519917&rtpof=true&sd=true

আর Yield Farming, Staking, Lending এর APY উদাহরন হিসেবে একটা ডক্স ফাইল বানানোর জন্য একটি ডক্স ফাইল বানাইছি, যদি কারো APY রেট অনুমান করতে চান তাহলে এটি দেখতে পারেনঃ https://docs.google.com/document/d/1r9E8Sjj9IFtl_hRgjMQoH1LtsH2vYHca/edit?usp=sharing&ouid=101607774350029519917&rtpof=true&sd=true
hero member
Activity: 1498
Merit: 537
February 18, 2022, 08:46:37 AM
member
Activity: 184
Merit: 65
February 18, 2022, 05:26:20 AM
বর্তমানে আমরা একটি নাম শুনে থাকিPolygon( Matic),এটি আসলে কি?

polygon(বহুভুজ) হল একটি "স্তর দুই" বা "সাইডচেইন" স্কেলিং সলিউশন যা ইথেরিয়াম ব্লকচেইনের পাশাপাশি চলে — দ্রুত লেনদেন এবং কম ফি দেওয়ার অনুমতি দেয়। MATIC হল নেটওয়ার্কের নেটিভ ক্রিপ্টোকারেন্সি, যা ফি, স্টেকিং এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়।পলিগনের দৃষ্টিভঙ্গির কেন্দ্রে রয়েছে Ethereum, একটি প্ল্যাটফর্ম যা বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশনগুলির একটি পরিসরের আবাসস্থল, যেখানে আপনি ভার্চুয়াল জগতে যোগ দিতে, গেম খেলতে, শিল্প কিনতে এবং বিভিন্ন আর্থিক পরিষেবাগুলিতে অংশগ্রহণ করতে পারেন৷ যাইহোক, এর ব্লকচেইনে এত বেশি ক্রিয়াকলাপ ইথেরিয়ামকে প্রায় অব্যবহারযোগ্য করে তুলেছে, কারণ ট্রান্সমিশনের খরচ বাড়ছে এবং ট্রাফিক আটকে যাচ্ছে।

এটি কারা তৈরী করেছেন?

2017 সালে ভারতে polygon(বহুভুজ) তৈরি করা হয়েছিল এবং মূলত ম্যাটিক নেটওয়ার্ক নামে পরিচিত ছিল। এটি ছিল অভিজ্ঞ ইথেরিয়াম ডেভেলপার-জয়ন্তী কানানি, সন্দীপ নাইলওয়াল, এবং অনুরাগ অর্জুন, সেইসাথে মিহাইলো বেজেলিক-এর মস্তিষ্কপ্রসূত।ম্যাটিক নেটওয়ার্ক 2020 সালে লাইভ হয়েছিল এবং বিকেন্দ্রীভূত অর্থায়নের বিশ্বের শীর্ষস্থানীয় কিছু নামকে আকৃষ্ট করেছে , যা DeFi নামেও পরিচিত , যার মধ্যে Decentraland এবং MakerDAO ও রয়েছে । ম্যাটিক নেটওয়ার্কটি 2021 সালের ফেব্রুয়ারিতে বহুভুজ হিসাবে পুনরায় ব্র্যান্ড করা হয়েছে।
পলিগনকে অন্যান্য প্রতিযোগী নেটওয়ার্কের সাথে তুলনা করা যেতে পারে যেমন Polkadot , Cosmos , এবং Avalanche.

newbie
Activity: 4
Merit: 0
February 18, 2022, 01:29:47 AM
আপনার ওয়ালেট অন্যজন ব্যবহার করার জন্য আপনাকে রেডটাস্ট দিছে। এটা যদিও আপনার কাছে মনে হতে পারে চিটিং নয় কিন্তু এটা অবশ্যই চিটিং এর মধ্যে পরে। আপনি কেনো নিজের পিওএ পোস্ট অন্যজনের সাথে সেয়ার করেন। এটা করবেন না কখনো।

সে এখানে ঐ বিষয়ের জন্য সাজেশন আসা করেছে।আর আপনি যা লিখেছেন তা মোটেও তার কোন সাজেশন না বা এই কথার উপর তার কোন উপকার ও আসবে না।যদি কাওকে সাহায্য করতে চান তাহলে তার নির্দিষ্ট সাজেশন দিবেন না হলে না।

হ্যা আপনার ট্রাস্ট সরানো সম্ভব। আপনি প্রথমে যে আপনাকে ট্রাস্ট এ যোগ করেছেন তাকে pm করবেন ও যদি বোঝাতে পারেন এটি একটি ভূল ছিলো তাহলে সে চাইলে আপনার ট্রাস্ট সরাতে পারে।
আবার আপনি এই বিষয়ে একটি টপিক তৈরি করতে পারেন রেপুটেশন সেকশনে।কিন্তু সেখেত্রে আপনাকে প্রমান দিতে হবে ওয়ালেটা একান্তই আপনার। ওয়ালেট টা যে আপনার তা প্রমান করতে আপনাকে ওয়ালেট ভেরিফাই করতে হবে, সাইন মেসেস করে ওয়ালেট টা যে একান্তই আপনার তা প্রমান করতে পারলে অবশ্যই আপনার ট্রাস্ট ফিডবেক সরানো হবে।
jr. member
Activity: 40
Merit: 4
February 17, 2022, 10:37:44 PM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।

আপনি যে সমস্যা জানতে চেয়ে পোস্ট করেছেন সেই সমস্যাটার শুধু একটা পোস্ট যমেরে চলে গেছে কেনো? আপনি কি কারনে কি সমস্যার জন্য রেডটাস্ট টা খাইছেন সেটা তো বলবেন।

যদি কোন ভ্যালিড কারণ ছাড়া রেড ট্রাস্ট দেয়া হয় তাহলে অবশ্যই রিমুভ করা যাবে। দয়া করে আপনি কি বিস্তারিত শেয়ার করবেন কেন আপনলাএ রেড ট্যাগ দেয়া হয়েছিল?

@Siyamsk আপনাকে কি কারনে রেডটাস্ট দেওয়া হয়েছিল @Little Mouse ভাইয়া কে জানালেন না‌। কেনো জানালেন না বুঝলাম না।

এটা ডিপেন্ড করে আপনি কেনো রেড ট্রাস্ট খেয়েছেন। আর যেহেতু রেড ট্রাস্ট ডিটি মেম্বাররা দিয়ে থাকে। আমার ধারনা ফালতু কোনো কারনে তারা রেড ট্রাষ্ট দেয় না। তবে যিনি আপনাকে রেড ট্রাষ্ট দিয়েছে, আপনি তার সাথে কথা বলে দেখতে পারেন। তবে সমাধান পাওয়ার চান্স খুবই কম।
হুম ভাই এটা একদম ঠিক বলেছেন আপনি । রেডটাস্ট কখনো এমনি এমনি দেয় না যদি হঠাৎ কখনো ভুল বসতো হয় তাহলে তাদের বললে রেড টাস্ট তুলে নেয় তারা।

আমাকে রেড টাস্ট দেওয়া আমার POA পোস্ট একজনে কপি করে সে সব কিছু পরিবর্তন করে কিন্তু আমার ওয়ালেট  টা পরিবর্তন করে না। সে কারনে আমাকে রেড টাস্ট দেওয়া হয়। এই রেড টাস্ট কি উটানো যাব আমি কোন চিটিং করি নাই। যদি কেউ জানেন তাহলে একটু সাহায্য করবেন প্লিজ
আপনার ওয়ালেট অন্যজন ব্যবহার করার জন্য আপনাকে রেডটাস্ট দিছে। এটা যদিও আপনার কাছে মনে হতে পারে চিটিং নয় কিন্তু এটা অবশ্যই চিটিং এর মধ্যে পরে। আপনি কেনো নিজের পিওএ পোস্ট অন্যজনের সাথে সেয়ার করেন। এটা করবেন না কখনো।
 
যারা নতুন এবং কোন কিছু নিয়ে সমস্যায় পড়ে পোস্ট করেন তাদের কাছে অনুরোধ রইল আপনাদের সমস্যাগুলোর পরে সমাধান করার জন্য বড় ভাইরা যখন সাহায্য করার চেষ্টা করে তখন মুল সমস্যা টা কি বলবেন অবশ্যই না বলে শুধু শুধু পোস্ট করে চলে যাবেন না।
আর এই বিষয় টা যদি আগের পোস্ট তবুও তুলে ধরলাম কারন সব



newbie
Activity: 58
Merit: 0
February 17, 2022, 11:59:02 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপকদের দ্বারা 2018 সালে প্রতিষ্ঠিতCertiK।এটির প্রধান লক্ষ্য ব্লকচেইন নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী, ব্লকচেইন প্রোটোকল এবং স্মার্ট চুক্তিগুলিকে সুরক্ষিত ও নিরীক্ষণ।এখন পর্যন্ত 2500 টিরও বেশি এন্টারপ্রাইজ ক্লায়েন্টের সাথে সম্মিলিতভাবে কাজ করেছে, যার মূল্য $310 বিলিয়ন ডিজিটাল সম্পদ। এবং ব্লকচেইন কোডে 45,000-এর বেশি দুর্বলতা সনাক্ত করেছে।Certik এর ক্লায়েন্টদের মধ্যে Aave, Polygon, Binance Smart Chain, Terra, Yearn, এবং Chiliz-এর মতো নেতৃস্থানীয় প্রকল্প অন্তর্ভুক্ত।
যারা ক্রিপটোকারেন্সি জগতে নতুন,এবং ট্রেডিং এ নতুন তারা Certik এ গিয়ে আপনার কাঙ্ক্ষিত কয়েন টোকেন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।যা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেকাংশেই সাহায্য করবে।


https://ibb.co/D17Kbqd

Certik এর কথা শুনলে সেই প্রজেক্টে ইনভেস্ট করার ভরসা পাই।😎
Jump to: