আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের । এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই।
আমার এক ভাই বিএন
পিবি
৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন। মার্কেট অনেক দ্রুত ফল করেছে। এর আগে মার্কেট ফলে রিকভার খুব দ্রুতই করেছিল যেটা এইবার আর দেখা যাচ্ছে না। এইটা কিছুটা রিস্কি। রিকভার করার আগে আবার যদি খারাপ নিউজ আসে, ব্যাপারটা একটু খারাপই হবে।
এই রকম আমার সাথেও একবার হয়েছিলো, ৫৬০$ তে বাই করেছিলাম লাঞ্জপেডে অংশগ্রহন করার জন্য। পরে দেখি মার্কেট ডাম্প করেছে। প্রাইজ এতই কমে গেছিলো যে হ্লোড করা ছাড়া আর কোনো উপায় ছিলো না।
কিন্ত আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আমি যদি কোনো কয়েনে ইনভেস্ট করি তাহলে অব্যশই ওই কয়েনের usecase থাকতে হবে,যেনো আমি ওই কয়েন বা টোকেন হ্লোড করে ভালো একটা বেনিফীত করতে পারি। সেটা ভেবেই টুকটাক ইনভেস্ট করি।
যাইহোক, আমি এবারও এই রকমই পথজ ফ্লো করতেছি। আমি এত পরিমাণে bnb হ্লোড করলে, সবার আছে ICO/IDO খুজতাম, যেগুলো bnb স্টেক করলে কিছু টোকেন পাবো, এই রকম ভালো না অফার না পেলে, yeild farming এর দিকে নজর দিবো, এমন কোনো আমার কোনো কয়েন পোর্টফোলিও তে আছে কিনা যা দিয়ে pancakeswap বা bekaryswap অথবা অন্যকোথাও ভালো ফার্মিং পাই কিনা।
তাও যদি না এইভাবে সুবিধা না করতে পারি, অতন্ত আমি স্টেকিং এ লাগিয়ে রাখবো, অন্তত যেনো কিছু % আপ হবে এই হ্লোডিং এর সময়ে, এটা ত কয়েন ফেলে রাখার চেয়ে ভালো। অনেকে এখন Multi-chain yield optimizer platforms ব্যাবহার করে, yeild farming বা স্টেকিং এ বেশি % পাওয়ার জন্যে,
কিছু লিস্টঃ
১ঃ beefy finance
২ঃ alpaca finance
৩ঃ autofarm
৪ঃ harvest finance
এই প্লাটর্ফম গুলো ভালো Yield Aggregator, আমার জানা মতে সব গুলোই certik audited, যদি কেউ এই হ্লোডিং এ ভাবতেছেন কিভাবে কিছু লাভ করা যায় তাহলে এই প্লাটর্ফম গুলো ট্রাই করতে পারেন।
বিঃদ্রঃ এই পুরো ব্যপার আমার একান্ত ধারনা, আর এটা কোনো ফিন্যান্সিং এডভাইস না, আপনার কোনোরকম লাভের জন্য আমি দায়ী নই,সাথে লসেরও নই।