Author

Topic: বাংলা (Bengali) - page 338. (Read 5696262 times)

sr. member
Activity: 476
Merit: 523
January 29, 2022, 07:28:07 AM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।

এটা ডিপেন্ড করে আপনি কেনো রেড ট্রাস্ট খেয়েছেন। আর যেহেতু রেড ট্রাস্ট ডিটি মেম্বাররা দিয়ে থাকে। আমার ধারনা ফালতু কোনো কারনে তারা রেড ট্রাষ্ট দেয় না। আর যদি রেড ট্রাষ্ট একবার খেয়ে যান, আমার মনে হয় না কোনো ডিটি মেম্বার সেটা রিভার্স করবে যদি আপনি নিজেকে নির্দোষ প্রমান না করতে পারেন। আমাদের বাংলাদেশী একাউন্ট গুলো মূলত রেড ট্রাষ্ট খায় বাউন্টি চিটিং এর জন্য। একই বাউন্টি ক্যাম্পেইনে একাধিক একাউন্ট ব্যাবহার করা নিষেধ রয়েছে। কিন্তু অনেকেই এই কাজটা করে থাকেন এবং ধরা খেয়ে যায় একটা সময়। ডিটি মেম্বারদের চোখে পড়লে তারা রেড ট্রাষ্ট মেরে দেয়। যতক্ষন না আপনি প্রমান করতে পারছেন যে আপনি কোনো চিটিং করেননি বা কোনো নিয়ম ভংগ করেননি, আমার মনে হয়না কোনো ডিটি মেম্বার রেড ট্রাষ্ট রিভার্স করবে। তবে যিনি আপনাকে রেড ট্রাষ্ট দিয়েছে, আপনি তার সাথে কথা বলে দেখতে পারেন। তবে সমাধান পাওয়ার চান্স খুবই কম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 29, 2022, 07:09:40 AM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
এইটা নির্ভর করে আপনার রেড ট্রাস্ট কেন দেয়া হয়েছে। কোন ভ্যালিড কারনে যদি সেটা দেয়া হয়, তাহলে সেটা সম্ভবত আর মুছবে না। যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর যদি কোন ভ্যালিড কারণ ছাড়া রেড ট্রাস্ট দেয়া হয় তাহলে অবশ্যই রিমুভ করা যাবে। দয়া করে আপনি কি বিস্তারিত শেয়ার করবেন কেন আপনলাএ রেড ট্যাগ দেয়া হয়েছিল?
jr. member
Activity: 31
Merit: 6
January 29, 2022, 01:48:27 AM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
jr. member
Activity: 40
Merit: 4
January 27, 2022, 02:35:02 PM
মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো, তখন বিটকয়েন লেনদেন করতাম ঠিকই, কিন্তু মার্কেট রিসার্চ করিনি বা অতোটা বুঝতাম না। এইবারের কারেকশনে আমি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি লসে আছি। কিন্তু তবুও দাতে দাত কামড় দিয়ে বসে আছি। কারণ একটাই, পেছনের ইতিহাস। আমার কয়েন কিন্তু আমার ওয়ালেটেই আছে। ব্যালেন্স কিন্তু কমে যায়নি। যেটা কমেছে সেটা হচ্ছে ডলার ভ্যালু। যা সময়ের ব্যাবধানে আবার বেড়ে যাবে। শুধুমাত্র এই একটা আশায়ই বসে আছি। ক্রিপ্টো মার্কেট এ ৩০-৪০% ডাউন এখন আর বয় পাই না। কিন্তু আপনার যদি অলস টাকা না থাকে, তবে লস করার ভয় আছে। কখন টাকার দরকার হয় বলা যায় না। কিন্তু আপনার ক্রিপ্টোতে হাত দেয়া যাবে না। যদি দিতে হয় তাহলে লস আশা করতে পারেন। এই ধরেন এখন আমি ১ লক্ষ টাকা লসে আছি, এখন আমি ওয়ালেটে হাত দিলেই লস। নয়তো কিন্তু আমি লসে নাই। উঠে আসবে আজ হোক বা কাল।
@naim027 ভাইয়া আপনি যে ২০১৭ সালের মার্কেটের অবস্থা অনুযায়ী ২০২২ সালের মার্কেটের অবস্থার উপর যতটুকু নজর রেখেছেন এবং যত টুকু এনালাইসিস করেছেন এবং আপনি ওভার অল মার্কেটের অবস্থা অনুযায়ী যে কথা বলেছেন সেটা ঠিক-ই বলেছেন যে মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো। 2017 সালের মার্কেটের অবস্থা থেকে 2022 সালের এই সময় ও মার্কেটের অবস্থা ভালোই রয়েছে। @naim027 ভাইয়া আমিও মার্কেট রিসার্চ করার পর দেখলাম যে প্রথম তো আমার ধারণা ভুল ছিলো। তারপর যখন কম্পিয়ার করলাম ২০১৭ এর দিকে তাকালাম দেখলাম সেখান কার থেকে আমরা এখনো ভালো অবস্থানে আছি। আর বছরের প্রথমে মার্কেট এর অবস্থা একটু ডামপ করেই। সাম্প্রতিক কারনে সয়তো মার্কেট পিছিয়ে আছে বছরের শুরুতে কিন্তু সামনে মার্কেট ভালো হবে খুব তাড়াতাড়ি।

@naim027 ভাইয়া আপনি যে কতটা লসে আছেন আমি সেটা জানি। আপনি এর আগেও বলেছিলেন তখন জেনেছি। তখন ভাবলাম ভাইয়া অনেক লসে আছেন। আপনি যে ভাবে দাত কামড়ে বসে আছেন কবে আপনার লসগুলো রিকভারি হবে । আপনি একজন মানুষ যিনি অনেক ধৈর্য্যবান মানুষ। আপনাদের ‌মতো মানুষের জন্য মার্কেট আজো বেঁচে আছে।

আপনার মনোবল শক্ত বলে টিকে আছেন আপনি। আপনার লস গুলো রিকভারি হোক । একটু সময় এখন ধৈর্যৈর পায়োজন।
আপনি লাভোবান হবে ভাইয়া ইনশাআল্লাহ্
sr. member
Activity: 476
Merit: 523
January 27, 2022, 08:52:45 AM
মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
মার্কেটের অবস্থা এখনো এতো খারাপ হয় নাই যে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হবে। মার্কেটের অবস্থা এখনো যথেষ্ট ভাল। আশার কথা হচ্ছে বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এতো সহজেই হতাশ হবেন না।
হতাশ লাগে তখনই যখন দেখি মার্কেট ডাম্প খাচ্ছে কিন্তু দীর্ঘদিন যাঝয়ার পর ও রিকভারি হচ্ছে না।
এখন আর হতাশ হচ্ছি না কারণ এমন টা এর আগেও ফেস করেছিলাম। সেখান থেকেও উঠে এসেছিলাম। এভাবো উঠে আসবো হয়তো একটু সময় লাগবে । দৈর্য্যের সাথে থাকি অবশ্যই ভালো কিছু পাবো। ধন্যবাদ @Cornia সাহস দেওয়ার জন্যে।

মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো, তখন বিটকয়েন লেনদেন করতাম ঠিকই, কিন্তু মার্কেট রিসার্চ করিনি বা অতোটা বুঝতাম না। এইবারের কারেকশনে আমি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি লসে আছি। কিন্তু তবুও দাতে দাত কামড় দিয়ে বসে আছি। কারণ একটাই, পেছনের ইতিহাস। আমার কয়েন কিন্তু আমার ওয়ালেটেই আছে। ব্যালেন্স কিন্তু কমে যায়নি। যেটা কমেছে সেটা হচ্ছে ডলার ভ্যালু। যা সময়ের ব্যাবধানে আবার বেড়ে যাবে। শুধুমাত্র এই একটা আশায়ই বসে আছি। ক্রিপ্টো মার্কেট এ ৩০-৪০% ডাউন এখন আর বয় পাই না। কিন্তু আপনার যদি অলস টাকা না থাকে, তবে লস করার ভয় আছে। কখন টাকার দরকার হয় বলা যায় না। কিন্তু আপনার ক্রিপ্টোতে হাত দেয়া যাবে না। যদি দিতে হয় তাহলে লস আশা করতে পারেন। এই ধরেন এখন আমি ১ লক্ষ টাকা লসে আছি, এখন আমি ওয়ালেটে হাত দিলেই লস। নয়তো কিন্তু আমি লসে নাই। উঠে আসবে আজ হোক বা কাল।
jr. member
Activity: 40
Merit: 4
January 26, 2022, 02:09:30 PM
বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?

Inshallah market akhon 38 k something tobe market dump nite pare,dump nile 29,30k modde thakbe tobe market abr 70 k tuch korbe ai year a, inshallah. Tobe vai 2017 ,2018 te jmn market silo temon jawar chance 3% dibo ami kenona present a market a onk company,boro boro buyers ra add ase tai amr mone hoy na market bearish a jabe. Thanks
আপনি যে লেখাগুলো লিখেছেন সে লেখাগুলো ভালো লিখেছেন ভাই বুঝলাম কিন্তু ভাই এটা বাংলা থ্রেড তাই যা লিখবেন যদি ইংরেজি শব্দ দিয়ে না লিখে যদি বাংলায় লেখেন তাহলে ভালো হবে।  এতে সবার বোঝার জন্যে ভালো হবে।  আশা রাখি আমার কথায় রাগ করবেন না ভাই। ধন্যবাদ।
jr. member
Activity: 40
Merit: 4
January 26, 2022, 02:01:59 PM
মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
মার্কেটের অবস্থা এখনো এতো খারাপ হয় নাই যে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হবে। মার্কেটের অবস্থা এখনো যথেষ্ট ভাল। আশার কথা হচ্ছে বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এতো সহজেই হতাশ হবেন না।
হতাশ লাগে তখনই যখন দেখি মার্কেট ডাম্প খাচ্ছে কিন্তু দীর্ঘদিন যাঝয়ার পর ও রিকভারি হচ্ছে না।
এখন আর হতাশ হচ্ছি না কারণ এমন টা এর আগেও ফেস করেছিলাম। সেখান থেকেও উঠে এসেছিলাম। এভাবো উঠে আসবো হয়তো একটু সময় লাগবে । দৈর্য্যের সাথে থাকি অবশ্যই ভালো কিছু পাবো। ধন্যবাদ @Cornia সাহস দেওয়ার জন্যে।
newbie
Activity: 126
Merit: 0
January 26, 2022, 01:23:42 PM
বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?

Inshallah market akhon 38 k something tobe market dump nite pare,dump nile 29,30k modde thakbe tobe market abr 70 k tuch korbe ai year a, inshallah. Tobe vai 2017 ,2018 te jmn market silo temon jawar chance 3% dibo ami kenona present a market a onk company,boro boro buyers ra add ase tai amr mone hoy na market bearish a jabe. Thanks
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 26, 2022, 10:47:18 AM
ব্যক্তিগত মতামত: বিটকয়েনের হঠ্যাৎ কারেকশনে অনেকে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এমন ধরনের কারেকশন এর আগেও দেখা গিয়েছে। আর আমার বিশ্লেষন অনুযায়ী, বিটকয়েন আবার সামনের মাসের শুরু কিংবা শেষের দিকে বৃদ্ধি পেতে পারে। তাই সকলে নিজের বিশ্লেষণ শেষে ক্রয় করতে পারেন।  Wink

আমার এক ভাই বিএনপিবি Grin ৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন।

উনার থেকে তো আমি অনেকে ক্ষতিতে আছি, আমি একটি টোকেন হোল্ডিং এ রাখছি যেটা $১.২ থেকে $০.১৬ এ চলে এসেছে। যদিও প্রজেক্ট ভালো কিন্তু অল্টকয়েনগুলো অনেক কারকেশন নিয়েছে, শুধুমাত্র সেরা অল্টকয়েনগুলো হাল্কা ডাম্প করছে। কিন্তু একটি বিষয় হলো, আপনি ততক্ষণ পর্যন্ত ক্ষতিতে থাকবেন নাহ, যতক্ষণ নাহ আপনি নিজের হোল্ডিং করা টোকেন/কয়েন বিক্রি করে দেন।  Wink আমার হোল্ড করা টোকেনটি লম্বা সময়ের ,তাই এটি নিয়ে কোনো সমস্যা নেই, পারলে এখন DCA (Dollar Cost Average ) করতেছি।  Cheesy
full member
Activity: 1526
Merit: 110
January 25, 2022, 05:09:41 PM
মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
মার্কেটের অবস্থা এখনো এতো খারাপ হয় নাই যে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হবে। মার্কেটের অবস্থা এখনো যথেষ্ট ভাল। আশার কথা হচ্ছে বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এতো সহজেই হতাশ হবেন না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 25, 2022, 01:08:17 PM
এখানে কি কেউ desktop/laptop থেকে Tor Browser 11.0.4 ব্যবহার করছেন? করে থাকলে, বাংলা হরফগুলো কি ঠিক আসছে?

বর্তমানে বিশিষ্ট মিলিয়নিয়ার ইলন মাস্ক ও লসে রয়েছে।
এটা কি ছিল ভাই? Roll Eyes
sr. member
Activity: 476
Merit: 523
January 25, 2022, 09:43:45 AM
আজকে মার্কেট যে পরিমাণ ডাউন গেল মনে হচ্ছে লং টাইম বিয়ারিশ সিজনই সামনে আসছে। যদি আবার ডাউন যায় এবং ৩০ হাজার ডলারের নিচে আসে তাহলে সেটা নিশ্চিত হবে। আর সে ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই ১০ হাজার ডলারে বিটকয়েনকে দেখতে পাবো  Grin ২০২২ সালে আসবে কি ১০ হাজারে? আপনাদের মতামত কি? কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল বিটকয়েন ২০২২ এ ১ লাখ ডলারে যাবে কিনা  Cheesy

যে যাই বলেন ভাই, আমার সোনার হরিণ চাই। আমি তো যেসব কয়েনে ভবিষ্যৎ সম্ভাবনা আছে, আমি সেই কয়েন গুলো প্রত্যেকটা ৩০-৫০ ডলার করে কিনে রেখেছিলাম। আমার ৪০% পোরটফোলিও বিটকয়েন। বাকিটা অল্ট কয়েন। আমার এই কয়েকদিনে টোটাল লস ১০০০ ডলার বা ৯০০০০ টাকা। আমার সকল সেভিংস ক্রিপ্টো তে। ১০ টাকাও ফিয়াট নাই। এখন এই টাকা রিকোভার করার একমাত্র উপায় হচ্ছে দাতে দাত কামড়ে চুপচাপ মারকেট দেখা। এছাড়া তো আর কিছুই করার নাই। যেহেতু সব কয়েন ওয়ালেটে আছে, এর দাম কমে গেলেও আমার কয়েন কমবে না। তাই আপাতত দাত কামড়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। আপনাদের কার কি অবস্থা জানাতে পারেন।
jr. member
Activity: 40
Merit: 4
January 24, 2022, 09:20:35 PM
২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?
২০১৭ সালের মতোই হবে এমনটাই দেখা যাচ্ছে। সঠিক করেও কিছু বলা যাচ্ছে না। বর্তমানে বিশিষ্ট মিলিয়নিয়ার ইলন মাস্ক ও লসে রয়েছে।
মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
full member
Activity: 367
Merit: 136
January 24, 2022, 02:31:19 PM
আজকের কিছু মিমসঃ
১। এত নিচে কেউ নামে? Huh https://twitter.com/crypt69o/status/1485693489346088960?s=20

২। আমার লাইফটাই লস Smiley


৩। আমি এখন এটাকে নিয়ে কোথায় যাবো?  Roll Eyes


৪। আমি চিলে থাকি ত আমার খেয়াল থাকে না। Grin
full member
Activity: 504
Merit: 212
January 24, 2022, 10:27:44 AM
আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না।
আপনাকে কেন ব্যান করা হয়েছিল? কিছু জানেন কি? আপনি কি ব্যান আপিল করেছিলেন? আমার মনে হয় না একবারে কোন কারণ ছাড়া আপনাকে ব্যান দিবে কিংবা আপনার পোস্ট ডিলিট করে দিবে। আপনি যদি নিয়মানুসারে পোস্ট করেন তাহলে তো ডিলিট হওয়ার কথা না। তবে আবার অনেকেই একটানা একজনের পোস্ট রিপোর্ট দেয়। তখন মনে হয় ঝামেলা।

আমার জানামতে মডারেটরা ফোরামের বিভিন্ন সেকশনে যায় পরিস্তিতি দেখতে।  যদি তারা মনে করে কোন মেম্বার স্পাম বা লো কোয়ালিটি পোস্ট করছে তাহলে তা ডিলিট করে দেয়। অনেক ক্ষেত্রে তারা সেই মেম্বারের বিগত পোস্টগুলোও দেখে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে যে কেউ রিপোর্ট করলেই পোস্ট ডিলিট হবে সেরকম নয়। পোস্ট রিমুভ বা ব্যান করা একান্তই মডারেটরের সিদ্ধান্তে হয়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 23, 2022, 04:37:27 AM
আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের ‌‌। এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। Sad
আমার এক ভাই বিএনপিবি Grin ৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন। মার্কেট অনেক দ্রুত ফল করেছে। এর আগে মার্কেট ফলে রিকভার খুব দ্রুতই করেছিল যেটা এইবার আর দেখা যাচ্ছে না। এইটা কিছুটা রিস্কি। রিকভার করার আগে আবার যদি খারাপ নিউজ আসে, ব্যাপারটা একটু খারাপই হবে।

নাহ ভাই ,আপনার কথা শুনে মনে হইতেছে মরার উপর খাড়ার বাড়ি ঘা সব একবারে পরল Cry 
এখন ভাবতেছি কোনোমতে ৪২২/৪২০ এ উঠলে সাথে সাথেই সেল করে দিব  -  ;’)
full member
Activity: 1526
Merit: 110
January 22, 2022, 06:06:10 PM
বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?
full member
Activity: 367
Merit: 136
January 22, 2022, 02:50:01 PM
আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের ‌‌। এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। Sad
আমার এক ভাই বিএনপিবি Grin ৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন। মার্কেট অনেক দ্রুত ফল করেছে। এর আগে মার্কেট ফলে রিকভার খুব দ্রুতই করেছিল যেটা এইবার আর দেখা যাচ্ছে না। এইটা কিছুটা রিস্কি। রিকভার করার আগে আবার যদি খারাপ নিউজ আসে, ব্যাপারটা একটু খারাপই হবে।
এই রকম আমার সাথেও একবার হয়েছিলো, ৫৬০$ তে বাই করেছিলাম লাঞ্জপেডে অংশগ্রহন করার জন্য। পরে দেখি মার্কেট ডাম্প করেছে। প্রাইজ এতই কমে গেছিলো যে হ্লোড করা ছাড়া আর কোনো উপায় ছিলো না।
কিন্ত আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আমি যদি কোনো কয়েনে ইনভেস্ট করি তাহলে অব্যশই ওই কয়েনের usecase থাকতে হবে,যেনো আমি ওই কয়েন বা টোকেন হ্লোড করে ভালো একটা বেনিফীত করতে পারি। সেটা ভেবেই টুকটাক ইনভেস্ট করি।
যাইহোক, আমি এবারও এই রকমই পথজ ফ্লো করতেছি। আমি এত পরিমাণে bnb হ্লোড করলে, সবার আছে ICO/IDO খুজতাম, যেগুলো bnb স্টেক করলে কিছু টোকেন পাবো, এই রকম ভালো না অফার না পেলে, yeild farming এর দিকে নজর দিবো, এমন কোনো আমার কোনো কয়েন পোর্টফোলিও তে আছে কিনা যা দিয়ে pancakeswap বা bekaryswap অথবা অন্যকোথাও ভালো ফার্মিং পাই কিনা।
তাও যদি না এইভাবে সুবিধা না করতে পারি, অতন্ত আমি স্টেকিং এ লাগিয়ে রাখবো, অন্তত যেনো কিছু % আপ হবে এই হ্লোডিং এর সময়ে, এটা ত কয়েন ফেলে রাখার চেয়ে ভালো। অনেকে এখন Multi-chain yield optimizer platforms ব্যাবহার করে, yeild farming বা স্টেকিং এ বেশি % পাওয়ার জন্যে,
কিছু লিস্টঃ
১ঃ beefy finance
২ঃ alpaca finance
৩ঃ autofarm
৪ঃ harvest finance
এই প্লাটর্ফম গুলো ভালো Yield Aggregator, আমার জানা মতে সব গুলোই certik audited, যদি কেউ এই হ্লোডিং এ ভাবতেছেন কিভাবে কিছু লাভ করা যায় তাহলে এই প্লাটর্ফম গুলো ট্রাই করতে পারেন।
বিঃদ্রঃ এই পুরো ব্যপার আমার একান্ত ধারনা, আর এটা কোনো ফিন্যান্সিং এডভাইস না, আপনার কোনোরকম লাভের জন্য আমি দায়ী নই,সাথে লসেরও নই। Smiley
sr. member
Activity: 1372
Merit: 322
January 22, 2022, 07:58:16 AM
আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের ‌‌। এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। Sad
আমার এক ভাই বিএনপিবি Grin ৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন। মার্কেট অনেক দ্রুত ফল করেছে। এর আগে মার্কেট ফলে রিকভার খুব দ্রুতই করেছিল যেটা এইবার আর দেখা যাচ্ছে না। এইটা কিছুটা রিস্কি। রিকভার করার আগে আবার যদি খারাপ নিউজ আসে, ব্যাপারটা একটু খারাপই হবে।
Jump to: