এইটা একটা স্ক্যাম আমার মতে। মাইনিং করলে সেখানে আবার আপনাকে কেন আপনার আইডির প্রুফ দিতে হবে মাইনিং কয়েনগুলো উইথড্র দেয়ার জন্য? এইটা কেমন মাইনিং? এইটা টোটালি একটা স্ক্যাম প্ল্যান। মানুষ ভাবছে এইখানে তো টাকা বিনিয়োগ করা লাগছে না তাহলে স্ক্যাম কেন? আমি তাদের উদ্দেশ্য জানি না তবে ভালো কিছু মনে হচ্ছে না।
শুধু পাই নেটওয়ার্ক নয়। যতগুলো টোকেন বা কয়েন মোবাইল এপ মাইনিং করায় সব স্ক্যাম। মোবাইল দিয়ে আবার মাইনিং হয় নাকি? আবার কোনো নেট কানেকশন লাগে না। মোবাইল দিয়ে মাইনিং হয়। ৯০ দিনে ১০ TRX. আমি কিছু মোবাইল মাইনিং এপ ব্যাবহার করেছিলাম। এবং এর ফলাফল হয়েছিলো খুবই ভয়াবহ। আমার জিমেইল থেকে শুরু করে আমার সকল একাউন্ট হ্যাক হয়েছিলো। একই সাথে আমি যেই যেই মোবাইলে এইসব এপ ইনস্টল করেছিলাম, সবার সব একাউন্ট হ্যাক হয়েছিলো। আমি অল্পতে বেচে গেছিলাম। ৭০-৮০ ডলারের মতো চুরি করেছে আমার একাউন্ট থেকে। বেশী থাকলে কোনো উপায় ছিলো না। সর্বশেষ আমি 2FA ব্যাবহার করা শুরু করি। এর আগে আমি এতা গুরুত্ব দিতাম না। যাই হোক। সবার কাছে রিকোয়েষ্ট থাকবে, নিজে বলদ হবেন না। অন্যকে বলদ বানাবেন না। নিচে আমার কিছু একাউন্ট হ্যাক এর স্ক্রিনশট দিলাম, বাকি গুলো নেই।