Author

Topic: বাংলা (Bengali) - page 337. (Read 5696245 times)

jr. member
Activity: 476
Merit: 1
February 07, 2022, 03:21:01 PM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
ভাই আমিও আপনার মত বুল টোকেন এ ট্রেডিং করতাম FTX এ কিন্তু আমার ট্রেডিং স্ট্রাটেজি ভিন্ন ছিল তাই আপনার মত লস হয়নাই। আপনার উচিত ছিল সর্বদা স্টপলস ব্যবহার করা। কেননা বুল বা বিয়ার টোকেন তার আসল কয়েন থেকে ৩× বেশি পাম্প বা ডাম্প হয়।
আর আমার মতে অভিজ্ঞ ট্রেডার ছাড়া কখনোই ফিউচার ট্রেডিং এবং বুল বিয়ার টোকেন ট্রেডিং করা উচিত না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 07, 2022, 01:10:13 PM
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।

আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 07, 2022, 09:32:10 AM
@Review Master
আমিও SXPBULL নিয়ে ট্রেড করেছিলাম। $৩০০ দিয়ে শুরু করে $৮০০ তে সেল দেই। কিন্তু পরে ধরা খাইছিলাম যদিও আমার লিমিট ছিল আমার বিনিয়োগ পর্যন্ত। মানে বিনিয়োগের চাইতে কমছে দেখলে আমি প্যানিক সেলার  Grin এইটা অনেক সময় আমার পক্ষে কাজ করে আবার অনেক সময় বিপক্ষেও। যেমন আমি MATIC ক্রয় করেছিলাম $০.০৩ তে প্রায় ২০০০ ডলার এর। দুর্ভাগ্য আমার আমি $১৫০-$২০০ ডলার লসে বিক্রি করে দেই। নাহলে যেটা হইত সেটা মনে হয় আমার জন্য অনেক বেশি হয়ে যাই তো।


আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 07, 2022, 05:15:35 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।

আপনি শুধু নাহ, এটিতে যারা লম্বা সময়ের জন্য হোল্ড করছিল, সবাই ক্ষতির মুখ দেখেছে। মূলত আমিই এই টোকেনটির সিগন্যাল দিয়েছিলাম এবং অনেকেই এটি থেকে লাভ করছে। আর বলার পরও বিক্রি করে নাই, তারা সব হারিয়েছে। যাই হোক, পুরো কাহিনীটি সকলের জন্য এখানে তুলে ধরলাম।

আমার আগে কেউ এই বুল/বেয়ার সম্পর্কে কমিউনিটিতে জানিয়ে কিনা বলতে পারবো নাহ। কিন্তু আমি নিজের কমিউনিটি এবং বাউন্টি হান্টারদের কমিউনিটিতে প্রথম XRPBULL টোকেনটি নিয়ে কথা বলি এবং এই টোকেনটি প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা আমার বলার পর ক্রয় করেছিল, তারা সর্বনিম্ন ৩ গুণ লাভ পেয়েছিল। এরপর অনেকেই অন্যান্য বুল/বেয়ার টোকেন সম্পর্কে জানতে চায়। এরই এক পর্যায়ে আমি SXPBULL টোকেন ক্রয় করতে বলি। বলে রাখা ভালো, আমি সকল বুল/বেয়ার টোকেন ক্রয়ের আগেই বলে রাখছিলাম যে, এই টোকেন ক্রয়ে যে ফান্ডই ব্যবহার করেন না কেন সেই ফান্ড পুরোপুরি হারিয়ে ফেলবেন এমন সতর্কতাও দিয়েছি। এরপর যাদের ভালো লাগছে, তারা ক্রয় করেছেন। এরপর টোকেনটি ভালোই পাম্প করেছিল এবং অনেকেই ভালো লাভ করেছিল। আমি ব্যক্তিগতভাবে সম্ভবত $১০০ এর কম অর্থ দিয়ে ট্রেড শুরু করেছিলাম এবং $১০০০ বানিয়েছিলাম। পরবর্তীতে মার্কেট ডাম্প করেছিল এবং এখন সেটির মূল্য $০.০০১  Grin Grin
SXPBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1025

তো যেটি বলতেছিলাম, SXPBULL টোকেনটি ক্রয় করে অনেকেই ১০গুণ কিংবা ২০গুণ লাভ করেছিল। কিন্তু ততদিনে সবাই FOMO তে চলে আসে এবং আমি অনকজনকে মানা করছিলাম যে, ক্রয় করা বন্ধ করতে। কিন্তু FOMO এর কারণে তারা ক্রয় করতেছিল এবং শেষে মার্কেট সেই ধরনের ডাম্প করে। আর যেই SXPBULL এর মূল্য $৬০ এর বেশি ছিল, সেটি প্রায় $১০ এর কমে ট্রেড শুরু করে। আর সবাই বুঝতে পারে যে, তারা FOMO তে রয়েছে। এই পর্যায়ে অনেকেই বুল/বেয়ার টোকেন থেকে বের হয়ে যায় এবং FOMO থেকে বাহির হয়েছিল । কিন্তু অনেকেই কিছুটা ক্ষতিতে এবং FOMO তে থাকায়, তারা সেটিতে ট্রেড করতে থাকে। কারণ তারা তাদের আসল অর্থ বের করার চেষ্টা করতেছিল। আর এটিই ছিল, তাদের ভুল পদক্ষেপ এবং তারাই এখন পর্যন্ত হোল্ড করে ক্ষতিতে আছে।

যদিও আমি পরবর্তীতে MATICBULL এ ট্রেডের কথা বলেছিলাম এবং এটিতেও অনেকে লাভ করেছে। আর যারা SXPBULL এর মতো হোল্ড করেছিল, তারাই শেষে ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকেই অবশ্য MATICBULL এ ট্রেড নেয় নাই, কারণ SXPBULL এ তারা ধরা খেয়েছে। কিন্তু MATICBULL প্রায় ১৫গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা শেষেও ট্রেড নিয়েছে, তাদেরও ৪গুণ লাভ হয়েছিল। তবে তারা FOMO করে কিংবা লোভে পড়ে হোল্ড করেছে, তারাই ক্ষতির সম্মুখীন হয়েছে।
MATICBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1056

সারমর্ম: সর্বোপরি এটি থেকে অনেকেই লাভ করেছে এবং অনেকেই FOMO কিংবা লোভ করে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে $১০০ কে $১০০০ করেছিলাম এবং সেটি পরবর্তীতে শূন্য হয়ে যায়। মানে পুরোটাই ক্ষতি হয়েছে। কিন্তু এর মানে এই নাহ যে, আমি কিংবা যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা থেমে আছে। অনেকেই আমার সঙ্গে BitByte Crypto কমিউনিটিতে ছিল এবং আমরা সকলেই সেই ক্ষতিটা অন্য সেক্টর থেকে পুনরুদ্ধার করেছি। ব্যক্তিগতভাবে, কমিউনিটির অনেকই IDO থেকে অনেক লাভ করেছে কিংবা প্রজেক্টে বিনিয়োগ করে সেটি পুনরুদ্ধার করেছে। তাই কখনোই একটি বিষয় নিয়ে বসে থাকবেন নাহ, কারণ কোনো একটি থেকে আপনি লাভ করবেন এবং অন্যটিতে ক্ষতি হবে। এভাবেই এগিয়ে যেতে হবে।  Wink


ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে।

আমি একপায়ে খাড়া এবং আপনার ক্ষতির পরিমাণ বইলেন, আমি আমার লাভ থেকে দিয়ে দিবো। আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
jr. member
Activity: 854
Merit: 6
February 07, 2022, 03:09:42 AM
[quote authorauthor]
আপনার পরিকল্পনা দেখে আমি শিহরিত Grin আসলে এই প্রবলেম টা আমার সাথেও হয়। এইজন্যই আমি এখন আর ট্রেডিং করছিনা যতক্ষন না ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারি।
[/quote]
টেকনিক্যাল এনালাইসিস  শিখলে ট্রেড ভাল পারা যাবে নাকি।
এহা শিখব কি ভাবে কোর্স আছে নাকি।।।
jr. member
Activity: 168
Merit: 1
February 07, 2022, 02:40:20 AM
ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে। তখন মোটামোটি আমরা সবাই লাভে থাকবো  Smiley। তো চলুন কিভাবে মারকেট আপ করে দেবা সেটা শেয়ার করি। আমার জীবনে আমি যতো বাড়ই মারকেট এ ভালো পরিমান কিছু টাকা ইনভেষ্ট করেছি, ২-১ বার ছাড়া প্রতিবারই হিউজ লস করে প্যানিক সেল দিয়ে দিছি। সেল দেয়ার সর্বোচ্চ ১ মাসে সময়ের মধ্যে ২০-৩০% আপ হয়ে মারকেট বুল রানে চলে যায়। তো এবারও ভাবছি, সকলের সুবিধার্তে নিজের সকল কয়েন গুলো সেল করে দেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মারকেট আপ হবেই  Grin। আর যদি আমি সেল না দিয়ে বসে থাকি। আর আমার সাথে আপনারাও বসে থাকেন। অন্তত এই কোয়াটারে আগের লস রিকোভার করে প্রফিটে ফেরত যেতে পারবেন না। সুতরাং সিদ্ধান্ত আপনার  Grin
আপনার পরিকল্পনা দেখে আমি শিহরিত Grin আসলে এই প্রবলেম টা আমার সাথেও হয়। এইজন্যই আমি এখন আর ট্রেডিং করছিনা যতক্ষন না ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারি।
jr. member
Activity: 154
Merit: 1
February 06, 2022, 11:29:46 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
আমার মতে খুব লস এ থাকলে আপনার হোল্ড করা উচিত। আর ভাই Bull Bear টোকেন এ ট্রেডিং করলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি টা নিয়ে পর্যাপ্ত এনালাইসিস করতে হবে। আর সর্বদা মার্কেট পর্যালোচনা করে ট্রেড এ এন্ট্রি নিলে আশাকরি লস রিকোভার করতে পারবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাই,,
sr. member
Activity: 476
Merit: 523
February 06, 2022, 08:02:49 AM
ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে। তখন মোটামোটি আমরা সবাই লাভে থাকবো  Smiley। তো চলুন কিভাবে মারকেট আপ করে দেবা সেটা শেয়ার করি। আমার জীবনে আমি যতো বাড়ই মারকেট এ ভালো পরিমান কিছু টাকা ইনভেষ্ট করেছি, ২-১ বার ছাড়া প্রতিবারই হিউজ লস করে প্যানিক সেল দিয়ে দিছি। সেল দেয়ার সর্বোচ্চ ১ মাসে সময়ের মধ্যে ২০-৩০% আপ হয়ে মারকেট বুল রানে চলে যায়। তো এবারও ভাবছি, সকলের সুবিধার্তে নিজের সকল কয়েন গুলো সেল করে দেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মারকেট আপ হবেই  Grin। আর যদি আমি সেল না দিয়ে বসে থাকি। আর আমার সাথে আপনারাও বসে থাকেন। অন্তত এই কোয়াটারে আগের লস রিকোভার করে প্রফিটে ফেরত যেতে পারবেন না। সুতরাং সিদ্ধান্ত আপনার  Grin
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 06, 2022, 07:43:42 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
এটা কোন ব্যক্তিগত সমস্যা না এটা সবারই সমস্যা| আমরা যখন কোন কিছু ক্রয করি তখন ওই জিনিসের দাম কমে যায়|  আবার আমরা যখন কোন কিছু বিক্রি করি তখন ওই জিনিসের দাম বেড়ে যায়| আসলে ট্রেড করা খুবই ঝামেলার| ট্রেড করতে হলে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস ভালো জানতে হয়| তা না হলে ঝড়ে বক মারা মত অবস্থা হয় আরকি| তখন লাভ হলে আরো বেশি ইনভেস্ট করি এবং পরিণামে লস হয়|
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
February 06, 2022, 07:37:59 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 05, 2022, 11:32:53 AM
কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো।

এটা ডেডক্যাট বাউন্স এবং এই বিষয়ে আমিও কিছুটা একমত। যদিও এটি ডেডক্যাট বাউন্স, কিন্তু একদিনে ১০% এর ডাম্প আমি আশা করতেছি নাহ। হয়তো আবার ডাম্প করবে যদি সামনের রেজিস্ট্যান্টগুলো ভেঙ্গে সেগুলো সার্পোর্ট লেভেল না বানাইতে পারে। এছাড়াও আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারীতে একটি পাম্প দেখতে পারবো এবং এটি শুরুতে কিংবা শেষে হবে। আশা করতেছি, এটিই সেই পাম্প এবং আবার ৫০ হাজার স্পর্শ করার পর ডাম্প হবে।  Wink

ফেব্রুয়ারীতে পাম্প হতে পারে, এটি অবশ্য অনেক আগেই টেলিগ্রামে বলেছি: https://t.me/bitbytecrypto/21389
এবং এখানেও বলেছিলাম:  Smiley
তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
February 05, 2022, 08:06:14 AM
ভাই এবং ভাবীরা, কেমন আছেন আপনারা? ক্রিপ্টো এসেট আপনার, আর লাড়া দেওয়ার দ্বায়িত্য বড় বড় তিমি দের। আজকের মারকেট দেখে যদিও একটু ভালো লাগতেছে। কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো। এভাবে ভয়ে ভয়ে বেচে আছি। যদি মারকেট আরো ডাউন হয়. এই কোয়াটারে অন্তত রিকোভার করা সম্ভব হবে বলে মনে হয় না।  যারা ফিউচার মারেন, সাবধান ভাই। কোনো কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না। আমাদের জানুয়ারী তে যে এক্সপেটেশান ছিলো, সেটা কিন্তু হয়ে উঠেনি। সামনে কি হবে এখনি বলা যাচ্ছে না। সুতরাং, সবাই সাবধানে
newbie
Activity: 17
Merit: 10
February 05, 2022, 12:27:58 AM
ক্রিপ্টোকারেন্সি সংবাদ নিয়ে কেউ যদি coinalap.com এ লিখতে আগ্রহী হন, তাহলে আমাকে এইখানে মেসেজ দিতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রাম- @coinalap_admin

পেমেন্ট এবং অন্যান্য বিস্তারিত ইনবক্সে আলোচনা করা যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 03, 2022, 10:43:20 AM
আমি কোন হার্ডওয়্যার ওয়ালেট আনিনাই। তবে আমি যে গ্রুপে আছি সে গ্রুপের প্রায় সবার সেফপালের হার্ডওয়্যার ওয়ালেট কাস্টমস আটকে দিয়েছিলো দ্বিতীয়বার যারা ওয়ালেট আনার চেষ্টা করেছিলো। আমার গ্রুপ থেকেই প্রায় ২০ এরও বেশি ওয়ালেট এভাবে আটকে যায় দ্বিতীয় চালানের যা কেউ আনতে যাবার সাহস করেনাই বলেই জানি। তবে প্রথমবার যারা এনেছিলো তাদের কোন সমস্যা হয়নি। এ বিষয়ে এখন গ্রুপে আলোচনা হয় এবং অনেকেই ইন্ডিয়ান আত্নীয়ের ঠিকানা ব্যবহার করে ওয়ালেট আনার চেষ্টা করছে বলে শুনেছি।
খারাপ লাগলো শুনে। সেইফপাল মোটামুটি সেইফ ছিল বাংলাদেশে নিয়ে আসা। আমি পোস্ট অফিস থেকে কালেক্ট করেছিলাম। খুব বেশি ঝামেলা হয় নি। আপনার কি গ্রুপ? শেয়ার করা যাবে কি? ইনবক্সে শেয়ার করতে পারেন।

আমাকে রেড টাস্ট দেওয়া আমার POA পোস্ট একজনে কপি করে সে সব কিছু পরিবর্তন করে কিন্তু আমার ওয়ালেট  টা পরিবর্তন করে না। সে কারনে আমাকে রেড টাস্ট দেওয়া হয়। এই রেড টাস্ট কি উটানো যাব আমি কোন চিটিং করি নাই। যদি কেউ জানেন তাহলে একটু সাহায্য করবেন প্লিজ
যদি ওইটা আসলেই আপনার একাউন্ট না হয় তাহলে যাবে। আপনি কি যারা আপনাকে রেড ট্রাস্ট দিয়েছে তাদেরকে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করেছেন? কিংবা রেপুটেশন বোর্ডে সুন্দর করে একটা থ্রেড করতে পারেন আপনার ব্যাপারটা নিয়ে। তাহলে আশা করি নেগেটিভ ফিডব্যাক তুলে দিবে।
newbie
Activity: 98
Merit: 0
February 03, 2022, 09:40:35 AM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
এইটা নির্ভর করে আপনার রেড ট্রাস্ট কেন দেয়া হয়েছে। কোন ভ্যালিড কারনে যদি সেটা দেয়া হয়, তাহলে সেটা সম্ভবত আর মুছবে না। যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর যদি কোন ভ্যালিড কারণ ছাড়া রেড ট্রাস্ট দেয়া হয় তাহলে অবশ্যই রিমুভ করা যাবে। দয়া করে আপনি কি বিস্তারিত শেয়ার করবেন কেন আপনলাএ রেড ট্যাগ দেয়া হয়েছিল?
আমাকে রেড টাস্ট দেওয়া আমার POA পোস্ট একজনে কপি করে সে সব কিছু পরিবর্তন করে কিন্তু আমার ওয়ালেট  টা পরিবর্তন করে না। সে কারনে আমাকে রেড টাস্ট দেওয়া হয়। এই রেড টাস্ট কি উটানো যাব আমি কোন চিটিং করি নাই। যদি কেউ জানেন তাহলে একটু সাহায্য করবেন প্লিজ
hero member
Activity: 1498
Merit: 537
February 03, 2022, 08:29:57 AM
ধন্যবাদ laredo
আপনি কিভাবে জানেন যে সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট বর্তমানে কাস্টমস এ আটকে দিয়েছে। আপনার কি এমন হয়েছিল? এইটা কবে থেকে। আমি সেইফপাল এনেছি যে মোটামুটি অনেক টাইম হয়েছে। তাই আমি জানি না। কেউ কি সম্প্রতি এই ঝামেলায় পরছে? প্লীজ জানাবেন।

আমি কোন হার্ডওয়্যার ওয়ালেট আনিনাই। তবে আমি যে গ্রুপে আছি সে গ্রুপের প্রায় সবার সেফপালের হার্ডওয়্যার ওয়ালেট কাস্টমস আটকে দিয়েছিলো দ্বিতীয়বার যারা ওয়ালেট আনার চেষ্টা করেছিলো। আমার গ্রুপ থেকেই প্রায় ২০ এরও বেশি ওয়ালেট এভাবে আটকে যায় দ্বিতীয় চালানের যা কেউ আনতে যাবার সাহস করেনাই বলেই জানি। তবে প্রথমবার যারা এনেছিলো তাদের কোন সমস্যা হয়নি। এ বিষয়ে এখন গ্রুপে আলোচনা হয় এবং অনেকেই ইন্ডিয়ান আত্নীয়ের ঠিকানা ব্যবহার করে ওয়ালেট আনার চেষ্টা করছে বলে শুনেছি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 03, 2022, 08:23:09 AM
ধন্যবাদ laredo
আপনি কিভাবে জানেন যে সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট বর্তমানে কাস্টমস এ আটকে দিয়েছে। আপনার কি এমন হয়েছিল? এইটা কবে থেকে। আমি সেইফপাল এনেছি যে মোটামুটি অনেক টাইম হয়েছে। তাই আমি জানি না। কেউ কি সম্প্রতি এই ঝামেলায় পরছে? প্লীজ জানাবেন।
hero member
Activity: 1498
Merit: 537
February 02, 2022, 03:01:21 PM
আপনারা কে কোন হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করছেন? আমার কাছে একটা সেইফপাল আছে যেটা আমি রেগুলার ট্রাঞ্জেকশন এর জন্য ব্যবহার করছি পক্ষান্তরে আমার লেজার ন্যানো এস আমি দীর্ঘ সময় হোল্ড এর জন্য ব্যবহার করছি। কিন্তু সমস্যা হচ্ছে সীড কী লিখে রাখার জন্য বেস্ট অপশনটা কি আমি সেটা বুঝতেছি না। যদিও আমার কাছে সেইফপালের একটা মেটাল বক্স আছে যেখানে আমি সেইফপালের সীড কী লিখে রাখতে পারছি কিন্তু লেজার এর জন্য ওইরকম কোন অপশন খুজে পাচ্ছি না। মানে নতুন করে অর্ডার করা ছাড়া অন্য কোন অপশন নেই। আপনাদের মাথায় কি অল্টারনেটিভ কোন বুদ্ধি আছে?

বাংলাদেশে প্রথমদিকে সেফপাল আনা গেলেও সম্প্রতি অনেকগুলো সেফপাল ওয়ালেট কাস্টমস আটকে দিয়েছে। বাংলাদেশে ক্রিপ্টো লিগ্যাল না সুতরাং বাইরের দেশ থেকে এসব ডিভাইস আনার ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো।

আমার জানা কিছু পদ্ধতি শেয়ার করছি সীড কি নিরাপদে রাখার জন্য।

১. সীড কি লিখে রাখার জন্য মেটাল বক্স ব্যবহার করা সবচাইতে নিরাপদ পদ্ধতি যা আপনি সেফপাল ওয়ালেটের জন্য ব্যবহার করছেন।

২.তবে আপনে চাইলে ফ্লাশ ড্রাইভও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফ্লাশ ড্রাইভ ব্যবহার করার সময় কোন ইন্টারনেট সংযোগ না থাকে।

৩. আবার চাইলে কাগজের পেপারে লিখে তা লেমোনেডিং করেও রাখতে পারেন যাতে তা নষ্ট না হয় পানিতে। এক্ষেত্রে ১২ শব্দকে তিন ভাগে ভাগ করে তিনটি আলাদা ডকুমেন্ট তৈরী করে আলাদা স্থানে রাখতে পারেন। কেউ একটা ডকুমেন্ট পেলেও তিনটা ছাড়া আপনের ফান্ড এর কিছু করতে পারবে না।

৪. আবার নিজের শরীর গোপন কোন স্থানে ট্যাটুও করতে পারেন  Grin যদিও আমি তা করা নিরাপদ মনে করিনা তবে এতে সীড কী হারানোর ভয় থাকবে না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 01, 2022, 07:57:54 AM
আপনারা কে কোন হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করছেন? আমার কাছে একটা সেইফপাল আছে যেটা আমি রেগুলার ট্রাঞ্জেকশন এর জন্য ব্যবহার করছি পক্ষান্তরে আমার লেজার ন্যানো এস আমি দীর্ঘ সময় হোল্ড এর জন্য ব্যবহার করছি। কিন্তু সমস্যা হচ্ছে সীড কী লিখে রাখার জন্য বেস্ট অপশনটা কি আমি সেটা বুঝতেছি না। যদিও আমার কাছে সেইফপালের একটা মেটাল বক্স আছে যেখানে আমি সেইফপালের সীড কী লিখে রাখতে পারছি কিন্তু লেজার এর জন্য ওইরকম কোন অপশন খুজে পাচ্ছি না। মানে নতুন করে অর্ডার করা ছাড়া অন্য কোন অপশন নেই। আপনাদের মাথায় কি অল্টারনেটিভ কোন বুদ্ধি আছে?
newbie
Activity: 252
Merit: 0
February 01, 2022, 06:51:27 AM
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
রেডটাস্ট খাওয়া আইডি থেকে রেডটাস্ট সরানো সম্ভব।  আপনাকে যে বাউন্টি ম্যানেজার আপনার কোন ভুল এর কারনে  রেডটাস্ট  দিয়েছে তাকে ইমেইল এর মাধ্যমে আপনার ভুল গুলোর জন্য ক্ষমা চেয়েনিবেন যদি বাউন্টি ম্যানেজার মনে করেন আপনি ক্ষমার যোগ্য তাহলে আপনাকে ক্ষমা করে দিয়ে রেডটাস্ট তুলে নিবে।। আশা করি বুঝতে পেরেছেন।
Jump to: