Author

Topic: বাংলা (Bengali) - page 339. (Read 5697047 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 22, 2022, 02:58:29 AM
একটা জায়গায় স্টেকিং লাগাছিলাম ৯৩$ এর মত ছিলো, আজকে দেখি ৫০$ নেমে গেছে, কি যে একটা অবস্থা। এমন বাজে অবস্থা, এত কম সময়ের মধ্যে এত ডাম্প। যারা রেগুলার ট্রেডিং করে আর স্টপ লস দিতে ভুলে গেছে, শুধু ভাবতেছি তাদের কি অবস্থা।
এত ডিপ যাওয়ার কারন কি? সঠিক কেউ বলতে পারবেন?
এখন মনে হচ্ছে যত কয়েনে ইনভেস্ট আছে, সব গুলোতে ১ বছরের মত প্লেনে হ্লোডিং রাখতে হবে। দোয়া করি শুধু ৩০কে এর সার্পোট লেভেল যেনো না ভেঙ্গে পরে।  Smiley
আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের ‌‌। এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। Sad
full member
Activity: 367
Merit: 136
January 22, 2022, 01:36:16 AM
একটা জায়গায় স্টেকিং লাগাছিলাম ৯৩$ এর মত ছিলো, আজকে দেখি ৫০$ নেমে গেছে, কি যে একটা অবস্থা। এমন বাজে অবস্থা, এত কম সময়ের মধ্যে এত ডাম্প। যারা রেগুলার ট্রেডিং করে আর স্টপ লস দিতে ভুলে গেছে, শুধু ভাবতেছি তাদের কি অবস্থা।
এত ডিপ যাওয়ার কারন কি? সঠিক কেউ বলতে পারবেন?
এখন মনে হচ্ছে যত কয়েনে ইনভেস্ট আছে, সব গুলোতে ১ বছরের মত প্লেনে হ্লোডিং রাখতে হবে। দোয়া করি শুধু ৩০কে এর সার্পোট লেভেল যেনো না ভেঙ্গে পরে।  Smiley
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 21, 2022, 02:21:10 PM
আজকে মার্কেট যে পরিমাণ ডাউন গেল মনে হচ্ছে লং টাইম বিয়ারিশ সিজনই সামনে আসছে। যদি আবার ডাউন যায় এবং ৩০ হাজার ডলারের নিচে আসে তাহলে সেটা নিশ্চিত হবে। আর সে ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই ১০ হাজার ডলারে বিটকয়েনকে দেখতে পাবো  Grin ২০২২ সালে আসবে কি ১০ হাজারে? আপনাদের মতামত কি? কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল বিটকয়েন ২০২২ এ ১ লাখ ডলারে যাবে কিনা  Cheesy

হাহাহা, বিটকয়েন আবার ১০ হাজারে চলে যাবে। তবে আমি মনে করি, বিটকয়েন আবার ১ হাজার ডলারে চলে যাবে!  Grin

তবে ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন যদি ৩৮হাজারের নিচে যায়, তাহলে হাল্কা ডাম্প এবং পরে পাম্পের চেষ্টা করবে। একবারে ৩০হাজারে যাবে নাহ, কেননা অনেক সাপোর্ট লেভেল রয়েছে। আর যদি বিটকয়েন আবার ৪২হাজারের উপরে পাম্প করে, তাহলে ৪৩হাজার অতিক্রম করার পর নতুন দিনের ট্রেন্ডিং ক্যান্ডেল তৈরি করতে হবে (যেট গতকালকে তৈরি করতে পারে নাই)। তবেই বিটকয়েন আবার বুলিশ ট্রেন্ডে আসবে এবং বৃদ্ধি পাবে।  Wink
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 21, 2022, 01:00:55 PM
আজকে মার্কেট যে পরিমাণ ডাউন গেল মনে হচ্ছে লং টাইম বিয়ারিশ সিজনই সামনে আসছে। যদি আবার ডাউন যায় এবং ৩০ হাজার ডলারের নিচে আসে তাহলে সেটা নিশ্চিত হবে। আর সে ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই ১০ হাজার ডলারে বিটকয়েনকে দেখতে পাবো  Grin ২০২২ সালে আসবে কি ১০ হাজারে? আপনাদের মতামত কি? কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল বিটকয়েন ২০২২ এ ১ লাখ ডলারে যাবে কিনা  Cheesy
newbie
Activity: 17
Merit: 10
January 20, 2022, 11:35:15 PM
বাংলাদেশের জন্য সুখবর।
অতি শীঘ্রই পৃথিবীতে বিদায় নিচ্ছে কাগজের টাকা। আসতে চলেছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। আগামী যুগ হবে ডিজিটাল কারেন্সি যুগ।ধীরে ধীরে মানুষের কাছ থেকে টাকার নোট উঠিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে। যখন টাকার নোট উঠিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে তখন বিশ্বের সকল দেশেই বিটকয়েন বৈধতা পেয়ে যাবে।

ইউটিউব লিংক: https://youtu.be/RFFWAi7wYsk

আপনি কিভাবে সেটা প্রেডিক্ট করছেন? ইউটিউব চ্যানেলগুলো ভিউজ এর জন্য অযথা কথা বার্তা বলে ভিডিও বানায়। বাংলাদেশে লিগ্যাল হতে অনেক সময় লাগবে।
এইদিকে রাশিয়ায় ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও ব্যবহার করা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক- https://www.coinalap.com/রাশিয়ায়-ক্রিপ্টোকারেন্স/
jr. member
Activity: 168
Merit: 7
January 20, 2022, 02:38:08 PM
বাংলাদেশের জন্য সুখবর।
অতি শীঘ্রই পৃথিবীতে বিদায় নিচ্ছে কাগজের টাকা। আসতে চলেছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। আগামী যুগ হবে ডিজিটাল কারেন্সি যুগ।ধীরে ধীরে মানুষের কাছ থেকে টাকার নোট উঠিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে। যখন টাকার নোট উঠিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে তখন বিশ্বের সকল দেশেই বিটকয়েন বৈধতা পেয়ে যাবে।

ইউটিউব লিংক: https://youtu.be/RFFWAi7wYsk
newbie
Activity: 213
Merit: 0
January 20, 2022, 08:48:09 AM
সিনিয়র ভাইদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই সেটা হলো:
বিটকয়েন ফোরাম এ কোন ধরনের পোস্ট করলে পার্সোনাল পোস্ট হিসেবে ধরা হয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 20, 2022, 06:25:22 AM
বর্তমানে Cardano প্রেমিদের কাছে জনপ্রিয় প্রজেক্ট হয়ে উঠেছে SundaeSwap এবং এটির হাইপও চলতেছে। প্রজেক্টটির টিম ইতিমধ্যে Beta Launch আজকে অর্থ্যাৎ ২০ জানুয়ারী চালু করবে। শুধু এটিই নয়, প্রজেক্টির ISO (Initial Staking Offer) চালু হবে ২৫ই জানুয়ারি থেকে এবং ৩১৬ epochs থেকে ৩২০ epochs এর মধ্যে সম্পন্ন হবে। Cardano ব্লকচেইনে epochs প্রতি ৪ দিন পর পর ৫ম দিনে সম্পন্ন হয়ে থাকে এবং ISO এর জন্য ৫% টোকেন বরাদ্ধ করা হয়েছে। এর মানে প্রতি epochs এ ১% করে টোকেন বিক্রি হবে এবং মোট স্টেকিং এর উপর নির্ভর করবে অংশগ্রহণকারীরা কত $SUNDAE টোকেন পাবে। তাই সকলে ISO তে অংশগ্রহণ করতে পারেন। আর একটি বিষয়, Sundaeswap এর শুধুমাত্র Beta launch হতে যাচ্ছে এবং সম্পূর্ণ mainnet launch এখনো বাকি আছে।

আরো বিস্তারিত জানুন: https://www.sundaeswap.finance/posts/wen-sundae
আমার সোর্স: https://t.me/bitbytecrypto_ann/525

আপনাদের মতামত জানাবেন প্রজেক্টটি নিয়ে এবং সকলের মতামত আশা করতেছি।  Wink

বি:দ্র: আমি শুধুমাত্র প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে জানালাম, তাই নিজের বিচার-বিশ্লেষণ করার পর যেকোনো ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন। আপনার লাভ হলে যেমন আমি কোনো কিছুর অংশীদ্বার হবো নাহ, তেমনি আপনার ক্ষতির জন্যও আমি কোনো ধরনের দ্বায়ী নয়।  Grin
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 19, 2022, 12:54:01 PM
আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না।
আপনাকে কেন ব্যান করা হয়েছিল? কিছু জানেন কি? আপনি কি ব্যান আপিল করেছিলেন? আমার মনে হয় না একবারে কোন কারণ ছাড়া আপনাকে ব্যান দিবে কিংবা আপনার পোস্ট ডিলিট করে দিবে। আপনি যদি নিয়মানুসারে পোস্ট করেন তাহলে তো ডিলিট হওয়ার কথা না। তবে আবার অনেকেই একটানা একজনের পোস্ট রিপোর্ট দেয়। তখন মনে হয় ঝামেলা।
sr. member
Activity: 1372
Merit: 322
January 18, 2022, 12:26:58 PM
@laredo
আপনাকে কেন ব্যান করা হয়েছিল বলবেন কি? স্প্যাম না করলে আমি মনে করিনা কোন কারনে কাউকে ব্যান দেয়া হয়। আমি এই ফোরামে দীর্ঘদিন ধরেই আছি৷ বিনা কারনে কাউকে ব্যান দেয়া হয় না। আর আপনি যে বললেন অনেকে অনেক বেশি স্প্যাম করেও ব্যান হয় নাই, আপনি কি তাদের পোস্ট রিপোর্ট করছিলেন?
hero member
Activity: 1498
Merit: 537
January 18, 2022, 06:07:28 AM
কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো।
আইডি শুধু তো ব্যান করে না ভাই। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যেটার কারনে আপনার আইডি ব্যান করেছে। মডারেটরদের খেয়ে দেয়ে কাজ নেই যে অযথা একজন এর আইডি ব্যান করে দিবে? আপনি আপনার ব্যান আইডি শেয়ার করলে বুঝতা পারতাম কেন ব্যান করা হয়েছে।


তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক সময় মডারেটররা অনেক ভালো মানের পোস্ট ও ডিলিট করে দেয়। আমার অনেক পোস্ট জেগুলোতে মেরিট দিয়েছিলো অনেক হাই রাঙ্ক মেম্বার সেগুলো ও মডারেটর ডিলিট করে দিয়েছে। সেই সাথে আমাকে ৭ দিনের জন্যে বান করে দিয়েছিল। আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না। আমি অনেক কেই দেখেছি যারা প্রায় সব পোস্ট ই স্পাম্মিং পোস্ট করে, বলতে গেলে শিট পোস্টার তাদেরকে কোন দিন বান খাইতে দেখলাম না তাদের পোস্ট ও ডিলিট হয় না। মডারেটর রা কিভাবে এইসব পোস্ট এর কোয়ালিটি ঠিক করে আমার জানা নাই তবে দুই একটা পোস্টিং এর জন্যে বান করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।

অনেক দিন পরে আবার লোকাল বোর্ড এ আসলাম। লোকাল বোর্ড আগের মতো এক্টিভ নাই। এখন থেকে লোকাল বোর্ড এ এক্টিভ থাকার চেষ্টা করবো।

কিছু মিমস বানানোর চেষ্টা, বাংলা টেমপ্লেট এর মধ্যেঃ

এই আপ এই ডাউন


আশা করি মাঝে মাঝে এই রকম মিমস আপ্লোড করতে পারবো। আর আপনারা যারা মার্কেটের নিউজ ও ক্রিপ্টো ইকোসিস্টেমের আপডেট স্পমর্কে জানতে চান, তাহলে Coinalap.com তে চোখ রাখতে পারেন।

মিমস গুলো অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে এরকম কিছু বিনোদন ভালই লাগে।
full member
Activity: 367
Merit: 136
January 18, 2022, 05:25:06 AM
কিছু মিমস বানানোর চেষ্টা, বাংলা টেমপ্লেট এর মধ্যেঃ

এই আপ এই ডাউন


আমার লাইফ টাই লস


সবার হিসাব মিলে, শুধু আমার হিসাব ই মিলে না


আশা করি মাঝে মাঝে এই রকম মিমস আপ্লোড করতে পারবো। আর আপনারা যারা মার্কেটের নিউজ ও ক্রিপ্টো ইকোসিস্টেমের আপডেট স্পমর্কে জানতে চান, তাহলে Coinalap.com তে চোখ রাখতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 16, 2022, 11:33:31 PM
কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো।
আইডি শুধু তো ব্যান করে না ভাই। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যেটার কারনে আপনার আইডি ব্যান করেছে। মডারেটরদের খেয়ে দেয়ে কাজ নেই যে অযথা একজন এর আইডি ব্যান করে দিবে? আপনি আপনার ব্যান আইডি শেয়ার করলে বুঝতা পারতাম কেন ব্যান করা হয়েছে।

Quote
আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?
আছে। আপনি মেটা তে ব্যান আপিল করতে পারেন। মডারেটরদের যদি মনে হয় আপনাকে ভুলে ব্যান করা হয়েছে বা আপনি আর একটা চান্স ডিজার্ভ করেন তাহলে আপনার আইডি আন ব্যান করা হবে।

Quote
আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?
খুবই সহজ। ফোরামের নিয়ম মেনে চলা।

Quote
যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।
কপার মেম্বারশিপ কিনতে গেলে এই লেখা পাবেন-
Quote
You can still be banned if you break the rules. You will not get any special treatment.
সোজা কথায় নিয়ম না মানলে ব্যান খাবেনই। সেটা যে মেম্বারশিপ হোক।

নোটসঃ আপনি এখনো ফোরামের নিয়ম মেনে চলছেন না। ফোরামে কেউ একবার ব্যান হলে সে মেটা ছাড়া অন্য কোথাও পোস্ট করতে পারেনা। মেটাতেও শুধু ব্যান আপিল থ্রেডে পোস্ট করতে পারবেন।
newbie
Activity: 19
Merit: 2
January 16, 2022, 12:23:28 PM
কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো। আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।
কোন কারন ছাড়া আইডি ব্যান্ট হয়না এটা আপনার ভূল ধারনা।
ব্যান্ট হবার পিছনে অবশ্যই কারন রয়েছে।

শুধু স্পাম এর জন্য আইডি ব্যান্ড হয় না।আরো অনেক কারন থাকে যেমন-অন্যের কোন লেখা নিজের কপি করে দেয়া,যেসব কিছু ফোরামে নিষিদ্ধ তা পোষ্ট করা,শেষ হয়ে যাওয়া বাউন্টিতে পোষ্ট করা,ইত্যাদি।মোট কথা ফোরামের নিয়ম গুলোর বাহিরে কোন কিছু পোষ্ট করলে ব্যান্ট নির্চিত।

ব্যান্ট যদি পারমাম্যান্ট না হয় তাহলে নিদির্ষ্ট সময় অনূযায়ি ছেড়ে যাবে।আর যদি পারমাম্যান্ট হয় তাহলে কিছু করার নেই।আর ফেরত পাবার আসা নেই।তবে বড়ো কোন বিষয় ছাড়া আইডি ব্যান্ট হয় না।আপনি হয়ত এমন কিছু পোষ্ট করেছেন যা ফোরামের বাহিরে।

আপনি যদি মেম্বার ও হন তাহলেও একই নিয়ম থাকবে।নিয়ম এর অন্যথা কিছু হবে না।তাই নিউবি ও মেম্বার এটাতে ব্যান্ট এর সাথে কোন সম্পর্ক নেই।আসা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 168
Merit: 0
January 16, 2022, 09:23:37 AM
কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো। আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।
full member
Activity: 367
Merit: 136
January 15, 2022, 01:44:34 PM
ভালো ফান্ডামেন্টাল এর কয়েন কিনলে পরে লস রিকভার করার চান্স আছে। কিন্তু শিটকয়েন! জীবনেও রিকভার হবে না। এইরকম ব্যাপারগুলো মাথায় রাখা উচিত আমাদের।
এর জন্য-ই বলি এবং আজকে থেকে বুঝালাম ধরে রাখলে দৈর্যের সাথে ভালো কিছুই হয়।
ভালো প্রজেক্ট হলে, যদি ভবিষ্যৎ প্ল্যান ভালো থাকে, তাহলে এক সময় না এক সময় ভালো রির্টান দিবেই, seedify নামে একটা টোকেন ছিলো, প্রথমে এয়ারড্রমে ১০০ টোকেন দিয়েছিলো,প্রথমে ১ ডলার করে ছিলো, পরে whitepaper ar plans গুলো দেখে বুঝেছিলাম যে এটা আরোও অনেক দুর যাবে, ৬০/৭০ সেন্টও গিয়েছিলো, হোল্ড করতেছিলাম, অবশেষে ভালো পর্যায়ে যাওয়ার পর সেল দেই। এই রকম অনেক প্রজেক্ট এর উদাহরণ আছে মার্কেটে। ভালো ফানডামেন্টাল প্রজেক্ট চিনাটাই হচ্ছে লং ট্রার্ম হ্লোডিং এর মুল ব্যাপার।
আমি কিছু জিনিস মাথায় রাখি, কোনো কয়েন নিয়ে ব্যাপারে ভাবতে;
১.The Community
২.Fundamental Analysis
৩.The Team
৪.The Whitepaper
৫.Their Vision
৬.Their Leadership
৭.Pricing History
৮.Reputation
আর যদি অনেক দিন প্রজেক্টের সাথে থাকা যায়, খেয়াল রাখতে হবে তারা সঠিক সময়ে প্ল্যানগুলো শেষ করতে পেরেছি কিনা। আশা করি এসব ব্যপারগুলো কোনো প্রজেক্ট ডিটারমাইন করতে পারবে।
jr. member
Activity: 40
Merit: 4
January 15, 2022, 12:23:42 PM
আজকের দিনে আমি অনেক খুশি হয়েছি যে আমি এই বিটকয়েনটক এ এসে বিভিন্ন থ্রেডের সকল বিষয় এ ভালো ভাবে অনেক কিছুই শিখেছি এবং শিখতেছি আস্তে আস্তে । সব কিছুর পাশাপাশি আমি একটা থ্রেড দেখলাম সেখানে লেখা ছিলো বাউন্টি তখন সেখানে ডুকলাম এবং দেখলাম অনেক ধরনের প্রোজেক্ট যা কিছুই মাথায় যাচ্ছিলো না এইসব কেমনে কি করে। প্রথমে ওখানে থেকে বের খুঁজতে লাগলাম কোথায় গেলে এটার গাইড লাইন পাব । তারপর বিভিন্ন ধরনের থ্রেড গুলোতে ঘুরলাম সেখানে থাকে বাউন্টি কি শিখবো সেটা মনেই ছিলো না দেখলাম ট্রেড নিয়ে বিভিন্ন কথা বার্তা । আবার শুরু হলো ঐ ট্রেউ কি কেমনে করে । সবার পোস্ট পড়লাম কিছু কিছু তখন একটা ধারনা হলো প্রথমেই মোটামুটি ট্রেডার হয়ে গেলাম। ট্রেড করা ধরলাম প্রথমও তো ভালো লস গেলো আবার রিকভারি করলাম মার্কেট সম্পর্কে বুঝে বুঝে । ট্রেডিং টা মোটামুটি আয়ত্ব হলো। ট্রেডিং করা কিছু দিন ‌বাদ দিলাম। হঠাৎ করেই আবার মনে হলো বাউন্টি শিখতে চেয়েছিলাম চলে আসলাম এইখানে এখান থেকে প্রোজেক্ট গুলো এনালাইসিস করলাম আর পড়ে বাউন্টিতে জয়েন করলাম আর আবুল তাবুল কয়েন দিন করলাম আবার দৈর্য হারা হয়ে সব বাদ দিয়ে দিলাম। অবহেলা করে যে একটা দুইটা বাউন্টি করছিলাম সেখান থেকে দেখি ১৫$ ইউএসডিটি পাইলাম । আবারও চলে আসলাম যে এইখান কার সব কিছু শিখে ফেলবো চেষ্টা চালালাম আর বিভিন্ন থ্রেড শিখতে লাগলাম। আর বাউন্টি গুলোর প্রোজেক্ট কেমন কি রকম এবং বাউন্টি গুলো প্রোজেক্ট কিভাবে চালায় কিভাবে বাউন্টির কাজ পরিচালনা করে সব শিখলাম। তারপর কারন বসতো কিছু দিন কোন কিছু করি নাই। আবার দেখলাম বাউন্টি ছাড়তে চাইলে আইডতে মেরিট থাকলে ভালো হয়। এজন্য বাউন্টি ছাড়ার চিন্তা ও গেলো গা। তারপর খালি বাউন্টি করলাম । এবং এই বাউন্টি থেকে অনেক বড় পেমেন্ট পেয়েছি । ডস খেয়ে খেয়ে আজকে এখান থেকে অনেক ভালো একটা‌ পেমেন্ট পেয়েছি ।
এর জন্য-ই বলি এবং আজকে থেকে বুঝালাম ধরে রাখলে দৈর্যের সাথে ভালো কিছুই হয়

আমি অনেক সময় অনেক কিছু না বুঝে অনেক কিছু বলেছি এই থ্রেডে যারা যারা আমায় সাহায্য করছেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সাহায্যের জন্য-ই আজকের এই খুশির দিনটি
ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 1372
Merit: 322
January 15, 2022, 10:32:57 AM
আমি স্বীকার করি যে ক্রিপ্টো বাজার আপ-ডাউন তে পূর্ণ কিন্তু আমরা যদি সঠিকভাবে গবেষণা করি তবে আমরা ক্রিপ্টো দ্বারা ধনী হতে পারি। ক্রিপ্টো হল একটি কূপ যার কোন তল নেই, এবং আমি এখনও এই বাজারের একজন শিক্ষার্থী, অনেক কিছু শিখতে হবে আমাকে।   আমি শুধু একটি চিত্র দিলাম, কেমন হতে পারে  নতুন আসা ক্রিপ্টো ইউজারের একটি জার্নি।
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা এইখানে শেয়ার করার জন্য। ক্রিপ্টো মার্কেটে আপডাউন আছেই। তবে এইটা মাথায় রাখতে হবে যে ডাউন মানে একবারে হিউজ ডাউন ও হতে পারে। ২০১৭ সালের ২০০০০ ডলারের বিটকয়েন ২০২০ (নাকি ১৯) এ ৩৮০০ ডলার ও নেমেছে। ২০১৮ তে অনেক অল্টকয়েন হিউজ পাম্প হয়েছিল। যেগুলো কিনে মানুষ আজীবনের ধরা খেয়েছে। যেমন- ডিপওনিয়ন। এইটা ২০১৮ তে প্রায় ২০ ডলার উঠেছিল কিন্তু বর্তমানে ২০ সেন্ট মনে হয়। যারা টপ এ বিনিয়োগ করেছে কিংবা অর্ধেকে আসার পরও বিনিয়োগ করেছে তারা আজকে ফকির। এইরকম অনেক প্রজেক্ট আছে। ভালো ফান্ডামেন্টাল এর কয়েন কিনলে পরে লস রিকভার করার চান্স আছে। কিন্তু শিটকয়েন! জীবনেও রিকভার হবে না। এইরকম ব্যাপারগুলো মাথায় রাখা উচিত আমাদের।
full member
Activity: 367
Merit: 136
January 15, 2022, 04:25:18 AM
আমি 2021 সালে আমার ক্রিপ্টো যাত্রা শুরু করি এবং এই বছর আমি অনেক সুযোগের পাশাপাশি অনেক কিছু লসেরও সম্মুখীন হয়েছি। কিন্তু বছরের শেষে, আমি বলতে পারি যে ক্রিপ্টো আমার জীবন পরিবর্তন করেছে এবং এতটুকু আন্দাজ করতে পারি যে,  ক্রিপ্টোর উপর নির্ভর করে আমি, আমার জীবন চালাতে পারি। আমি 2015/2016 থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতাম কিন্তু এর ইকোসিস্টেমে কখনই কাজ করিনি। 2021 এর শুরুতে, আমি একটি Airdrop পেয়েছি (আমি সেই প্রকল্পের মডারেটর কাছে কৃতজ্ঞ আমি) যেটি আমাকে ক্রিপ্টো জগতে প্রবেশ করতে সাহায্য করে। 
আমি এখানে কিছু ক্ষতি এবং লাভ সম্পর্কে কিছু পয়েন্ট উল্লেখ করেছি; 
ক্ষতি:
১.আমি সর্বদা আয়ের উত্সগুলি বের করার চেষ্টা করি যা প্যাসিভ ভাবে আসে। যখনই আমি দেখেছি যে কোনও প্রকল্প প্যাসিভ ইনকাম করার সুযোগ দিয়েছে, এটি আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি wax ব্লকচেইনে কিছু গেমিং প্রজেক্ট দেখেছি যেগুলো বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম দিচ্ছে (গেমিং আইটেম কেনা)। সুতরাং, আমি আমার ক্রিপ্টো সঞ্চয়ের 50% এরও বেশি, দুটি প্রজেক্টে ইনভেস্ট করি। আমাকে বিশ্বাস করুন, পুরো ক্রিপ্টো জার্নিতে এটি ছিল সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। আমি এমন এক প্রজেক্ট থেকে কয়েনগুলো উঠিয়ে এই ২ প্রজেক্টে ইনভেস্ট করি, যার পরে ১০০০% গ্রো করে।  এটি ছিলো আমার জিবনের সব থেকে বাজে ডিসিশন গুলোর মধ্যে একটা,  এখনও,  আমি এই দুটি প্রকল্প থেকে 20 ডলারও পেতে পারি না। অর্থের অপচয়, সময়ের অপচয়, ভুল সিদ্ধান্ত।   

২.যখন কোনো হাই পোটেনশিয়াল প্রজেক্ট কোনো এক্সচেঞ্জ এ লিস্ট করা হয়, আমাদের অনেকে জানি যে অনেক সময় কোনো কয়েন হাই গ্রো হওয়ার আগে কিছু কারেকশন করে,  কয়েক মাস আগে, আমার হোল্ডিংয়ে থাকা একটি প্রজেক্ট টায়ার 1 এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল, আমি কয়েক ঘন্টা পরে এটি সেল দিয়েছিলাম, আমি ভেবেছিলাম, টোকেনটি আবার ডাম্প করা হবে, তাই আমার এখনই তাদের সেল করা উচিত।  কিন্তু কিছু দিন পরে তারাপ্রায় ৪০০% গ্রো করে,যা আমাকে লাখপতি করে দিতে পারতো।   

৩.জার্নির শুরুর দিকে, যখনই আমি কোন মুদ্রা বা টোকেনকে ভালো পারফরমেন্স করতে দেখেছি, আল টাইম হাই দেখেছি, আমি তাদের কিছু কয়েন কিনে ফেলতাম । কিন্তু ঠিক তখনই মার্কেট ডাউন হয়ে পরতো। আমি আমার ক্ষতি পুনরুদ্ধারের জন্য কয়েক মাস অপেক্ষা করেছি।  আমি অনেক সিলি ভুল করেছি যেমন ভুল নেটওয়ার্কে কয়েন পাঠানো, ওয়ালেটের সিড ফেজ হারানো  এবং ওথিন্টিকেশন ফোন হারিয়ে যাওয়া, স্টপ লস রাখতে ভুলে যাওয়া এবং আরও অনেক কিছু।

আমি যদি সমস্ত ভুল এবং সিদ্ধান্তগুলিকে পাশে রাখি তবে আমি বলতে পারি যে 2021 ক্রিপ্টো যাত্রা শুরু করার জন্য একটি ভাল বছর ছিলো।

১.আমি ক্রিপ্টো ইকোসিস্টেমের কিছু অর্জন উল্লেখ করেছি।  আমি অনেক এয়ারড্রপ পেয়েছি যা শুরুতে শুরু করার জন্য আমাকে হ্লেপ করে। আমি শুধু বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপগুলিতে আমার নজর রাখি যা আমাকে নতুন এয়ারড্রপ সম্পর্কে জানতে সাহায্য করে। 

২.আমরা সকলেই জানি যে ক্রিপ্টো ওয়াল্ড সূযোগ পূর্ণ, তাই আমি বিভিন্ন এক্সচেঞ্জার এবং প্রজেক্ট গুলোতে নজর রাখি, যেগুলি আরও ইউজার বেসড বারনোর জন্য কোনও প্রচারমূলক অফার দিতে পারে।  কখনও কখনও, এই ধরনের প্রচার অফার আমাকে একটি ভাল পরিমাণ রির্টান দিয়ে থাকে।   

৩.আমি অনেক লোকের সাথে কথা বলেছি যা্র মাধ্যমে আমার একটি সম্পক তৈরি হয়েছে, দিন শেষে ভাই ব্রাদার সম্পক টাই আসল।

আমি স্বীকার করি যে ক্রিপ্টো বাজার আপ-ডাউন তে পূর্ণ কিন্তু আমরা যদি সঠিকভাবে গবেষণা করি তবে আমরা ক্রিপ্টো দ্বারা ধনী হতে পারি। ক্রিপ্টো হল একটি কূপ যার কোন তল নেই, এবং আমি এখনও এই বাজারের একজন শিক্ষার্থী, অনেক কিছু শিখতে হবে আমাকে।   আমি শুধু একটি চিত্র দিলাম, কেমন হতে পারে  নতুন আসা ক্রিপ্টো ইউজারের একটি জার্নি।

প্রথম পাবলিশ হয়ে ছিলোঃ https://bitcointalksearch.org/topic/m.58963543
newbie
Activity: 17
Merit: 10
January 15, 2022, 01:17:19 AM
কেউ যদি ক্রিপ্টো মিমস নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, একসাথে কাজ করতে পারবো।
আমাকে ইনবক্স করবেন। আমরা একটা এগ্রিমেন্টে যেতে পারি।
টেলিগ্রামেও মেসেজ দিতে পারেন- @coinalap_admin
Jump to: