Author

Topic: বাংলা (Bengali) - page 336. (Read 5315723 times)

jr. member
Activity: 129
Merit: 2
December 21, 2021, 03:23:35 AM
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা মারা গেলে তাদের এই ক্রিপ্টোকারেন্সি কি হবে? তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা ব্যবহার করবে না? আবার ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেমন আপডাউন করে এতে তারা ভীত হয়ে পড়বে। আপনি যদি নায়ক নায়িকাদের সম্বন্ধে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক নায়ক-নায়িকার ফেসবুক প্রোফাইল হ্যাক। সেখানে দুর্নীতিবাজদের ক্রিপ্টোকারেন্সি কিভাবে রক্ষা পাবে তা তারা 2/4 দিন গেলেই বুঝতে পারবে। তারা আগ্রহী হলেও পরবর্তীতে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
আপনার কথায় যুক্তি আছে কিন্তু এইটাও ভাইবেন যে দুর্নীতিবাজরা একা না,তাদের হাত অনেক বড়,যারা ভাল বুঝবে তাদেরকে দিয়ে বিটকয়েন কিনে রেখে দিবে
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈদতা দিলে ক্ষতি কম হবে, ক্ষতির চেয়ে লাভ টাই বেশি হবে
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 20, 2021, 11:03:06 PM
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা মারা গেলে তাদের এই ক্রিপ্টোকারেন্সি কি হবে? তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা ব্যবহার করবে না? আবার ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেমন আপডাউন করে এতে তারা ভীত হয়ে পড়বে। আপনি যদি নায়ক নায়িকাদের সম্বন্ধে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক নায়ক-নায়িকার ফেসবুক প্রোফাইল হ্যাক। সেখানে দুর্নীতিবাজদের ক্রিপ্টোকারেন্সি কিভাবে রক্ষা পাবে তা তারা 2/4 দিন গেলেই বুঝতে পারবে। তারা আগ্রহী হলেও পরবর্তীতে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
December 20, 2021, 10:33:52 PM
হয়তো Solana ব্লকচেইনে পছন্দের কোনো নাহ কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে। তাই সকলে আপনাদের পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম এবং কেন সেটি ভালো লাগে সেটি জানাবেন!


আমার মনে হয় আপনি https://saros.finance/ ট্রাই করতে পারেন। তবে এটা ব্যাবহার করার জন্য আপনার Coin98 ওয়ালেট ইনস্টল থাকতে হবে।েএটাও একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেন্জ। সব চাইতে বড় বিষয় হচ্ছে, সোলানা নিজেরা এই ওয়েবসাইটি প্রমোট করছে। এখান থেকে দেখে আসতে পারেন https://solana.com/ecosystem/lunadex । লুনাডেক্স নাম দেখে কনফিউজ্ড হবেন না। GET IT ক্লিক করলেই আপনাকে এই সাইটে নিয়ে যাবে।

আমাদের দেশ আগে থেকেই উন্নত আছে, কিন্তু দেশের মানুষের মন মানসিকতার উন্নতি হয় নাই। সবাই যে যার জায়গা থেকে দুর্নীতি করে যাচ্ছে। দুর্নীতি রুখে দেয়ার মত যেন কেউ ন। কৃষক ভেজাল দিচ্ছে তার ফসলে; গোয়ালা ভেজাল দিচ্ছে তার দুধে; সরকারি কর্মচারী খাচ্ছে ঘুষ। এ যেন সর্বত্র নিয়ম। টাকা কি এখন পাচার হচ্ছে না? টাকা এখনো পাচার হচ্ছে; আগেও হয়েছে; ভবিষ্যৎ এও হবে। তাই বলে আমরা প্রযুক্তি ব্যবহার করব না এটা হতে পারে না। যেখানে আমরা বলি আমাদের দেশ ডিজিটাল; সেখানে আমরা পেপাল এখনো আনতে পারি নাই। যেখানে আমরা পেপাল ই আনতে পারি নাই, সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি এর কথা চিন্তা করবো কীভাবে? এটা এখন আমাদের কাছে দিবাস্বপ্ন বই কিছু না!!

আপনার কথার সাথে আমিও একমত। তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না। দূর্নীতিবাজরা এখন কিছুটা হলেও ভয়ে থাকে যে কবে আবার ঘরবাড়ি তল্ল্যাশি শুরু করে, ব্যাংক হিসাব খতিয়ে দেখে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে অই টাকা দিয়ে ধূমায়া বিটকয়েন কিনে ফেলে রাখবে। কেউ জানতেও পারবে না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 20, 2021, 01:54:12 PM
আমাদের দেশ আগে থেকেই উন্নত আছে, কিন্তু দেশের মানুষের মন মানসিকতার উন্নতি হয় নাই। সবাই যে যার জায়গা থেকে দুর্নীতি করে যাচ্ছে। দুর্নীতি রুখে দেয়ার মত যেন কেউ ন। কৃষক ভেজাল দিচ্ছে তার ফসলে; গোয়ালা ভেজাল দিচ্ছে তার দুধে; সরকারি কর্মচারী খাচ্ছে ঘুষ। এ যেন সর্বত্র নিয়ম। টাকা কি এখন পাচার হচ্ছে না? টাকা এখনো পাচার হচ্ছে; আগেও হয়েছে; ভবিষ্যৎ এও হবে। তাই বলে আমরা প্রযুক্তি ব্যবহার করব না এটা হতে পারে না। যেখানে আমরা বলি আমাদের দেশ ডিজিটাল; সেখানে আমরা পেপাল এখনো আনতে পারি নাই। যেখানে আমরা পেপাল ই আনতে পারি নাই, সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি এর কথা চিন্তা করবো কীভাবে? এটা এখন আমাদের কাছে দিবাস্বপ্ন বই কিছু না!!
jr. member
Activity: 129
Merit: 2
December 20, 2021, 12:51:35 PM
ভারত vs বাংলাদেশ

ভারতের সাথে বাংলাদেশের তুলনা কি আদো দেওয়া উচিত!

আমরা টিভির সামনে বসলেই ভারতের অনেক চ্যানেল দেখতে পাই আর তাদের চ্যানেলে  ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক এ্যাপস আছে যেখানে আপনি একটু দক্ষতা নিয়ে অনায়াশে ব্যবসা করতে পারেন।ভারতে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত।

ওপর দিকে যদি আপনি দেখেন বাংলাদেশ।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত নাই

এখন কথা হচ্ছে ভারত এগিয়ে যাবে নাকি আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে

আপনাদের মতামত আশা করছি....


পৃথিবীতে যে সকল দেশ আছে। প্রত্যেক দেশেই দুর্নীতিবাজ লোক রয়েছে। কিছু মানুষ আছে যে তারা আশেপাশের মানুষদের এবং আত্মীয়দের সাথে দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না। আর তো দেশের কথা ভাববে। বিশেষ করে দেখা যায় যে আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজের মানুষের অভাব নেই। বাংলাদেশের মানুষ একে উপরে ভালো দেখতে পারে না। কেউ যদি একটু উন্নতির দিকে যায় তাকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা নিয়ে পড়ে থাকেন। বাংলাদেশের মানুষের মধ্যে অহংকার টা বেশি। কে কাকে মেরে উপরে উঠতে পারবে সেটা নিয়ে ভাবেন।
আর যদি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দেয়। তাহলে বাংলাদেশে দুর্নীতি তিন থেকে চার গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মানুষের তখন টাকা পাচার করতে আরো সুবিধা হবে। সবদিক দিয়ে চিন্তা করেই হয়তো বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি এদেশে বৈধতা দিচ্ছে না।

অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা করা আমি বোকামি ছাড়া আর কিছুই মনে করি না।
বাংলাদেশ সেইদিন উন্নত হবে। যেদিন এদেশ থেকে দুর্নীতিবাজ দমন করতে পারবে।
জানি না কবে আমাদের দেশ উন্নত হবে তবে আশা করি খুব শিগ্রই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈদতা দিবে

আমরাও একসময় অন্যান্য দেশের মতো উন্নয়নশিল দেশ হবো,শুধু সময়ের অপেক্ষা
jr. member
Activity: 336
Merit: 1
December 20, 2021, 12:43:33 PM
এখানে যারা মুসলিম আছেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ।  নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে।
jr. member
Activity: 475
Merit: 4
December 20, 2021, 12:00:51 PM
ভারত vs বাংলাদেশ

ভারতের সাথে বাংলাদেশের তুলনা কি আদো দেওয়া উচিত!

আমরা টিভির সামনে বসলেই ভারতের অনেক চ্যানেল দেখতে পাই আর তাদের চ্যানেলে  ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক এ্যাপস আছে যেখানে আপনি একটু দক্ষতা নিয়ে অনায়াশে ব্যবসা করতে পারেন।ভারতে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত।

ওপর দিকে যদি আপনি দেখেন বাংলাদেশ।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত নাই

এখন কথা হচ্ছে ভারত এগিয়ে যাবে নাকি আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে

আপনাদের মতামত আশা করছি....


পৃথিবীতে যে সকল দেশ আছে। প্রত্যেক দেশেই দুর্নীতিবাজ লোক রয়েছে। কিছু মানুষ আছে যে তারা আশেপাশের মানুষদের এবং আত্মীয়দের সাথে দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না। আর তো দেশের কথা ভাববে। বিশেষ করে দেখা যায় যে আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজের মানুষের অভাব নেই। বাংলাদেশের মানুষ একে উপরে ভালো দেখতে পারে না। কেউ যদি একটু উন্নতির দিকে যায় তাকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা নিয়ে পড়ে থাকেন। বাংলাদেশের মানুষের মধ্যে অহংকার টা বেশি। কে কাকে মেরে উপরে উঠতে পারবে সেটা নিয়ে ভাবেন।
আর যদি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দেয়। তাহলে বাংলাদেশে দুর্নীতি তিন থেকে চার গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মানুষের তখন টাকা পাচার করতে আরো সুবিধা হবে। সবদিক দিয়ে চিন্তা করেই হয়তো বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি এদেশে বৈধতা দিচ্ছে না।

অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা করা আমি বোকামি ছাড়া আর কিছুই মনে করি না।
বাংলাদেশ সেইদিন উন্নত হবে। যেদিন এদেশ থেকে দুর্নীতিবাজ দমন করতে পারবে।
jr. member
Activity: 129
Merit: 2
December 20, 2021, 11:20:03 AM
ভারত vs বাংলাদেশ

ভারতের সাথে বাংলাদেশের তুলনা কি আদো দেওয়া উচিত!

আমরা টিভির সামনে বসলেই ভারতের অনেক চ্যানেল দেখতে পাই আর তাদের চ্যানেলে  ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক এ্যাপস আছে যেখানে আপনি একটু দক্ষতা নিয়ে অনায়াশে ব্যবসা করতে পারেন।ভারতে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত।

ওপর দিকে যদি আপনি দেখেন বাংলাদেশ।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত নাই

এখন কথা হচ্ছে ভারত এগিয়ে যাবে নাকি আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে

আপনাদের মতামত আশা করছি....
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 19, 2021, 11:24:59 AM
এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

রিপোর্টটি ছিল মূলত WazirX এক্সচেঞ্জের এবং এসব শুধুমাত্র তাদের এক্সচেঞ্জের সার্ভে থেকে পাওয়া তথ্য। তাই এটি পুরো পৃথিবীর ক্ষেত্রে নাহ, বরং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সমীক্ষা বলা যায়। Wink আর Shiba Inu বর্তমানে memecoin থেকে অনেক বড় হয়ে গিয়েছে, কারণ তাদের টিম এখন একটি গেম ডেভেলপমেন্ট করবে এবং এইজন্য বড়মাপের দক্ষ গেম ডেভেলপারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাই Shiba Inu এখন শুধুমাত্র memecoin কয়েন আর নেই, এর থেকে অনেক নতুন কিছু করতেছে এবং এটির use-case বৃদ্ধি পাচ্ছে। এইসব বিষয় হয়তো কারণ হতে পারে।


আপনি যে পোস্টটা দিয়েছেন তার সোর্স লিঙ্কটা দিলে ভালো হতো।

সঠিক বলেছেন, সবসময় সোর্স লিংক দেওয়া ভালো। এতে অন্যরা পোষ্টটি পড়তে পারবে এবং বিস্তারিত জানতে পারবে। সবার জন্য আমি সোর্স লিংকটা দিয়ে দিলাম: https://bengali.news18.com/news/business/west-bengal-lottery-result-2021-dear-bangasree-ichamati-results-for-december-19-at-4-pm-ss-706622.html
jr. member
Activity: 129
Merit: 2
December 19, 2021, 08:17:19 AM
https://prnt.sc/23ld9uk
"মহিলাদের নাকি পছন্দ বিটকয়েন আর ছেলেদের নাকি সিবা ইনু পছন্দ"


এমনটাই বলছে কলকাতার "নিউজ ১৮ বাঙালী"

যেখানে বিটকয়েন বর্তমান মূল্য ৪৬,৬৪১ ডলার যা বাংলাদেশি টাকায় ৪,৩৩,৭৬১৩ টাকা ওপর দিকে সিবা ইনুর বর্তমান মূল্য একদম নগন্য

রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন আর পুরুষেরা বেশি ট্রেড করছে সিবা ইনুতে। আবার সেখানে বলা হয়েছে ৬৬% ইউজারের বয়স ৩৫ বছরের নিচে


এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

 Smiley
আপনি যে পোস্টটা দিয়েছেন তার সোর্স লিঙ্কটা দিলে ভালো হতো। যদি আপনার সোর্স লিনক না দেন তাহলে এটা খুঁজে পেতে খুব সমস্যা হবে। তাই দয়া করে যখন কোন সোর্স থেকে পোস্ট করবেন; তখন সোর্স লিংকটা সহ দিবেন। তাহলে সেটা আমরা সহজে খুঁজে পেতে পারবো। এতে নিউজ এর সত্যতা যাচাই করা সহজ হবে। তাছাড়া যদি আমরা গুগলের সার্চ দেই বা অন্য কোথাও সার্চ দেই সে ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। এমনকি খুজে নাও পেতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ যখন কোন পোস্ট করবেন, যদি দরকার হয় সেক্ষেত্রে সোর্স লিনক উল্লেখ করে দেবেন।

এর পর অবশ্যই দিবো,তবে এইবার আমি নিউসটা পড়ার পর বের হয়ে গিয়েছিলাম,রিফ্রেস হয়ে যাওয়ার কারনে পরিবর্তিতে আর খুজে পাইনি
আমি সত্যি খুবই দুংখিত,আশা করি আমার একটা ভূল বার বার হবে না

এর পর থেকে অবশ্যই এইরকম পোষ্ট লিংক দিয়ে পোষ্ট করবো
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 19, 2021, 07:53:21 AM
https://prnt.sc/23ld9uk
"মহিলাদের নাকি পছন্দ বিটকয়েন আর ছেলেদের নাকি সিবা ইনু পছন্দ"


এমনটাই বলছে কলকাতার "নিউজ ১৮ বাঙালী"

যেখানে বিটকয়েন বর্তমান মূল্য ৪৬,৬৪১ ডলার যা বাংলাদেশি টাকায় ৪,৩৩,৭৬১৩ টাকা ওপর দিকে সিবা ইনুর বর্তমান মূল্য একদম নগন্য

রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন আর পুরুষেরা বেশি ট্রেড করছে সিবা ইনুতে। আবার সেখানে বলা হয়েছে ৬৬% ইউজারের বয়স ৩৫ বছরের নিচে


এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

 Smiley
আপনি যে পোস্টটা দিয়েছেন তার সোর্স লিঙ্কটা দিলে ভালো হতো। যদি আপনার সোর্স লিনক না দেন তাহলে এটা খুঁজে পেতে খুব সমস্যা হবে। তাই দয়া করে যখন কোন সোর্স থেকে পোস্ট করবেন; তখন সোর্স লিংকটা সহ দিবেন। তাহলে সেটা আমরা সহজে খুঁজে পেতে পারবো। এতে নিউজ এর সত্যতা যাচাই করা সহজ হবে। তাছাড়া যদি আমরা গুগলের সার্চ দেই বা অন্য কোথাও সার্চ দেই সে ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। এমনকি খুজে নাও পেতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ যখন কোন পোস্ট করবেন, যদি দরকার হয় সেক্ষেত্রে সোর্স লিনক উল্লেখ করে দেবেন।
newbie
Activity: 212
Merit: 0
December 19, 2021, 06:07:11 AM
https://prnt.sc/23ld9uk
"মহিলাদের নাকি পছন্দ বিটকয়েন আর ছেলেদের নাকি সিবা ইনু পছন্দ"


এমনটাই বলছে কলকাতার "নিউজ ১৮ বাঙালী"

যেখানে বিটকয়েন বর্তমান মূল্য ৪৬,৬৪১ ডলার যা বাংলাদেশি টাকায় ৪,৩৩,৭৬১৩ টাকা ওপর দিকে সিবা ইনুর বর্তমান মূল্য একদম নগন্য

রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন আর পুরুষেরা বেশি ট্রেড করছে সিবা ইনুতে। আবার সেখানে বলা হয়েছে ৬৬% ইউজারের বয়স ৩৫ বছরের নিচে


এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

 Smiley

বিটকয়েন তো বেশি জনপ্রিয় আর সব নিউজ এ বিটকয়েনের প্রাধান্য বেশি। এটি হয়তো ব্যাতিক্রমধর্মী নিউজ।

বিটকয়েন তো ফাদার অফ ক্রিপ্টো। আর একেক সময় একেক টোকেনের হাইপ আসে তেমন সিবা ইনু ও 😁
jr. member
Activity: 129
Merit: 2
December 18, 2021, 01:46:18 PM
https://prnt.sc/23ld9uk
"মহিলাদের নাকি পছন্দ বিটকয়েন আর ছেলেদের নাকি সিবা ইনু পছন্দ"


এমনটাই বলছে কলকাতার "নিউজ ১৮ বাঙালী"

যেখানে বিটকয়েন বর্তমান মূল্য ৪৬,৬৪১ ডলার যা বাংলাদেশি টাকায় ৪,৩৩,৭৬১৩ টাকা ওপর দিকে সিবা ইনুর বর্তমান মূল্য একদম নগন্য

রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন আর পুরুষেরা বেশি ট্রেড করছে সিবা ইনুতে। আবার সেখানে বলা হয়েছে ৬৬% ইউজারের বয়স ৩৫ বছরের নিচে


এই রিপোর্ট নিয়ে আপনাদের মন্তব্য কি?

 Smiley
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 18, 2021, 12:42:39 PM
এখানের অনেকেই আমরা ইথিরিয়ামের উচ্চ ট্রান্সজেকশন ফি এর জন্য অন্যান্য ব্লকচেইনও ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হলো Solana ব্লকচেইন। আমিও কমবেশি ব্যবহার করে থাকি। আমাদের অনেকের যেমন ইথিরিয়ামের জন্য uniswap কিংবা বাইন্যান্স স্মার্ট চেইনের জন্য pancakeswap পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তেমনি হয়তো Solana ব্লকচেইনে পছন্দের কোনো নাহ কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে। তাই সকলে আপনাদের পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম এবং কেন সেটি ভালো লাগে সেটি জানাবেন!

আশা করি, সকলে আলোচনায় অংশগ্রহণ করবেন।  Cheesy


আপনি কি মনে করেন?এত অল্প সময়ে বিটকয়েন ধংশ সম্ভব?আমার মনে হয় না।কারন ক্রিপ্টকারেন্সির সবথেকে উপরে নং১ বিটিসি।যার উপর মানুষ তাদের আস্থা রাখতে পারে।কিন্তু কিভাবে এত তারাতরি ধংশ হতে পারে,আমার মনে প্রশ্ন। মতামত আসা করি।
নিউজ করে হয়তো মানুষের মনে কিছুদিন বিষয় গুলো রাখতে।

ওসব নিউজ মিডিয়ার দিকে নজর দিয়েন নাহ, কারণ প্রথমত ওটি একটি অনুবাদ করা খবর এবং কোন দেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি বললো সেটি কভার করলে টিআরপি বাড়বে, তাই তারা শুধুমাত্র খবরটি প্রকাশ করেছে। আর একটি বিষয়, যত ব্যাংকার কিংবা খ্যাতিমান ব্যক্তিরা ২০১৮ সালের আগে বিটকয়েনকে স্ক্যাম বলতো, তারা আজকের দিনে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে। শুধু এটিই নয়, বরং তাদের ব্যাংক ব্যবহারকারীদেরকে বিটকয়েন ও অন্য সেরা কয়েনগুলোর সেবা প্রদান করতেছে। তাই শুধু অপেক্ষা করেন, কয়েকবছর পর ব্যাংক অব ইংল্যান্ডও নিজের মতামত পরিবর্তন করবে।  Wink Grin
jr. member
Activity: 129
Merit: 2
December 17, 2021, 12:02:22 PM
                যুদ্ধ


আপনারা হয়তো হিংস টা দেখে মনে করেছেন যুদ্ধ নিয়ে কথা বলবো আসলে যুদ্ধ নিয়ে আমি তেমন কিছু বলবো না আবার কিছু বলবো


কালকে আমাদের ১৬ই ডিসেম্বর চলে গেলো কিন্তু আমরা জানি না ১৬ই ডিসেম্বর কি,আমরা ১৬ ডিসেম্বর বলতে বুঝি বন্ধুদের সাথে গুরতে যাওয়া কিংবা রাতে পিকনিক খাওয়া, এইরকম কিছুই মনে করি আমরা ১৬ই ডিসেম্বর কে।  আমরা জানিই না কেনো ১৬ ডিসেম্বর আসলো আমাদের মাঝে,কেনো আমরা স্বাধীন দেশ পেলাম,৩০ লক্ষ শহীদের কথা আমরা জানিই না।আমরা স্বাধীন ভাবে চলতে পারি কাদেন জন্য সেইটা জানি না।যাদের কারনে আমরা একটা স্বাধীন দেশ পেলাম তাদের স্বরন করি না আমরা।

আমরা নির্লজ্জ জাতি

কালকে ১৬ই ডিসেম্বরের একটা ভিডিওতে দেখলাম কিছু ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করা হচ্ছে ১৬ই ডিসেম্বর কি দিবস কিন্তু কেও বলতে পারছে না,আমাদের লজ্জা হওয়া উচিত আমরা দিবস গুলো মনে রাখি না সেইখানে শহীদদের কথা কেমনে মনে রাখবো

একজনকে প্রশ্ন করা হচ্ছে যুদ্বের সময় কতটি সেক্টর ছিলো?
আফসোস বলতে পারে নাই!



১৬ই ডিসেম্বর বিজয় দিবস

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২৬শে মার্চ স্বাধীনতা দিবস

যুদ্বের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়,ঢাকা ছিলো ২য় নম্বর সেক্টর

আমাদের টাংগাইল জেলা মুক্তিযুদ্ধের সময়  ১১ নং সেক্টরের অধীনে ছিল
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
December 17, 2021, 11:50:12 AM

 

@ jamuna tv news

আপনি কি মনে করেন?এত অল্প সময়ে বিটকয়েন ধংশ সম্ভব?আমার মনে হয় না।কারন ক্রিপ্টকারেন্সির সবথেকে উপরে নং১ বিটিসি।যার উপর মানুষ তাদের আস্থা রাখতে পারে।কিন্তু কিভাবে এত তারাতরি ধংশ হতে পারে,আমার মনে প্রশ্ন। মতামত আসা করি।
নিউজ করে হয়তো মানুষের মনে কিছুদিন বিষয় গুলো রাখতে।
jr. member
Activity: 129
Merit: 2
December 17, 2021, 03:05:56 AM
আবার দেখা যাচ্ছে পাশের হার বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার আমাদের চাকরি দিতে পারছে না,দিন দিন বেকারত্ব বাড়ছে যার ফলে আমাদের সমাজে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন করোনাকালীন সময়ে দেশের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুরন করতে যে কত বছর লেগে যাবে তার কোন ঠিক নেই।

আপনি যদি ক্রিপ্টোকারেন্সি তে নতুন হয়ে থাকেন তাহলে ধৈর্য সহকারে এর পিছনে লেগে থাকুন। আশা করি কোন এক সময় ভালো কিছু হবে। আপনি এখান থেকে বাউন্টি, এয়ার্ড্রপ করতে পারেন। বাউন্টি এয়ার্ড্রপ থেকে প্রথম সময়ে আপনি খুব অল্প পরিমাণে কিছু পেতে পারেন। তবে এটার পিছনে লেগে থাকলে ভবিষ্যতে অনেক ভালো কিছু হতে পারে।
 আর বাউন্টি এয়ারড্রপ করে আগের মত প্রেমেন্ট পাওয়া যায় না। আপনি যদি কোন চাকরির পাশাপাশি এর পিছনে লেগে থাকতে পারেন। তাহলে আপনার জন্য মঙ্গলময় হবে।
আবার এখান থেকেই অনেকে জীবিকা নির্বাহ করে। অনেকের কাছে এটা একটা পেশা হয়ে গেছে। তাদের মত হতে গেলে আপনার-আমার এর পিছনে অনেক সময় দিতে হবে। ক্রিপ্টোকারেন্সি তে ধৈর্য ছাড়া কোন কিছুই করতে পারবেন না। যাই করেন না কেন সবকিছুতেই ধৈর্য ধরতে হয়।

বাংলাদেশের সরকার বেকারদের জন্য বলেছেন তারা যেন ঘরে বসে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে তাদের জীবিকা নির্বাহ করতে বলেছেন।

হুম তা ঠিক বলেছেন

আপনাদের মতো সিনিয়রদের সাহায্য পেলে আশা করি অনেক দূর যেতে পারবো
jr. member
Activity: 168
Merit: 7
December 17, 2021, 12:33:08 AM
আবার দেখা যাচ্ছে পাশের হার বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার আমাদের চাকরি দিতে পারছে না,দিন দিন বেকারত্ব বাড়ছে যার ফলে আমাদের সমাজে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন করোনাকালীন সময়ে দেশের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুরন করতে যে কত বছর লেগে যাবে তার কোন ঠিক নেই।

আপনি যদি ক্রিপ্টোকারেন্সি তে নতুন হয়ে থাকেন তাহলে ধৈর্য সহকারে এর পিছনে লেগে থাকুন। আশা করি কোন এক সময় ভালো কিছু হবে। আপনি এখান থেকে বাউন্টি, এয়ার্ড্রপ করতে পারেন। বাউন্টি এয়ার্ড্রপ থেকে প্রথম সময়ে আপনি খুব অল্প পরিমাণে কিছু পেতে পারেন। তবে এটার পিছনে লেগে থাকলে ভবিষ্যতে অনেক ভালো কিছু হতে পারে।
 আর বাউন্টি এয়ারড্রপ করে আগের মত প্রেমেন্ট পাওয়া যায় না। আপনি যদি কোন চাকরির পাশাপাশি এর পিছনে লেগে থাকতে পারেন। তাহলে আপনার জন্য মঙ্গলময় হবে।
আবার এখান থেকেই অনেকে জীবিকা নির্বাহ করে। অনেকের কাছে এটা একটা পেশা হয়ে গেছে। তাদের মত হতে গেলে আপনার-আমার এর পিছনে অনেক সময় দিতে হবে। ক্রিপ্টোকারেন্সি তে ধৈর্য ছাড়া কোন কিছুই করতে পারবেন না। যাই করেন না কেন সবকিছুতেই ধৈর্য ধরতে হয়।

বাংলাদেশের সরকার বেকারদের জন্য বলেছেন তারা যেন ঘরে বসে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে তাদের জীবিকা নির্বাহ করতে বলেছেন।
jr. member
Activity: 129
Merit: 2
December 16, 2021, 01:34:03 PM
করনাকালীন সময়ে আমাদের বাংলাদেশের লেখাপড়া অনেক টাই হুমকির মুখে।
আমাদের স্কুল কলেজ বন্ধ থাকায় লেখা পড়া কেও ঠিক মতো করছি না,আমাদের যে সময়টা বই নিয়ে থাকার কথা আমরা সেই সময় ফোন নিয়ে পরে থাকি। ফোনে আমরা এখন প্রায় ১০-১২ ঘন্টা সময় নষ্ট করি অথচ আমাদের এই সময়টা পড়া লেখা আর খেলাধুলার মধ্যে দেওয়ার কথা।


আমাদের এইচএসসি পরিক্ষা না হওয়াতে আমরা আরো বেশি সমস্যায় পরেছি। আমাদের পড়া লেখা করনার সময়ে হয় নাই তাই বলে অটো পাস দেওয়া টা যুক্তি সম্মত মনি করি না আমি।
আবার দেখা যাচ্ছে পাশের হার বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার আমাদের চাকরি দিতে পারছে না,দিন দিন বেকারত্ব বাড়ছে যার ফলে আমাদের সমাজে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।


আমাদের দেশের পড়ালেখার মান আরো উন্নত করতে হবে,সব সমস্যা দূর করতে হবে
আমি মনে করি পড়ালেখার মান উন্নত হলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে

করনাকালীন সময়ে আমরা যে ক্ষতিরসম্মুখীন হয়েছি তা অতি শীগ্রই দূর করে স্বাভাবিক হতে হবে

দেশের প্রতি শুভ কামনা রইলো

স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছি আমরা
এটা আমাদের গর্ব
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 16, 2021, 12:41:59 PM
আর Pi network সম্পর্কে কারো ভালো জানা থাকলে অবশ্যই বলবেন।
যে Pi network এর ভবিষ্যৎ কেমন হবে?

কখনোই এমন কোনো মাইনিং অ্যাপ এ ভরসা করা উচিত নাহ। ওসব প্রজেক্ট শুধুমাত্র রেফারাল প্রোগ্রাম সিস্টেম ব্যবহার করে পরিচিত পাচ্ছে এবং আপনারা নিজের অজান্তে নিজের সকল ব্যক্তিগত তথ্য তাদেরকে দিতেছেন। তাই এসব থেকে দূরে থাকা উচিত। আর যদি ব্যবহারই করতে চান, তাহলে একটি পুরাতন মোবাইল কিনে নতুন একটি জিমেইল দিয়ে ব্যবহার করেন। আর ওই মোবাইল/ডিভাইসে কোনো ব্যক্তিগত তথ্য রাখবেন নাহ।  Grin


এইটা টোটালি একটা স্ক্যাম প্ল্যান। মানুষ ভাবছে এইখানে তো টাকা বিনিয়োগ করা লাগছে না তাহলে স্ক্যাম কেন? আমি তাদের উদ্দেশ্য জানি না তবে ভালো কিছু মনে হচ্ছে না।

পুরোই স্ক্যাম। আমার কিছু বন্ধু সেই ২০২০ এ বলছিলো যে, বছরের শেষে লিস্টিং হবে। এখনো তাদের লিস্টিং হইতেছে। ২০২০ শেষ হয়ে এখন ২০২১ এর শেষ হওয়ার পালা Grin Grin


আমি অল্পতে বেচে গেছিলাম। ৭০-৮- ডলারের মতো চুরি করেছে আমার একাউন্ট থেকে। বেশী থাকলে কোনো উপায় ছিলো না। সর্বশেষ আমি 2FA ব্যাবহার করা শুরু করি। এর আগে আমি এতা গুরুত্ব দিতাম না। যাই হোক। সবার কাছে রিকোয়েষ্ট থাকবে, নিজে বলদ হবেন না। অন্যকে বলদ বানাবেন না। নিচে আমার কিছু একাউন্ট হ্যাক এর স্ক্রিনশট দিলাম, বাকি গুলো নেই।

আপনার ক্ষতির কথা শুনে খারাপ লাগলো, কিন্তু এটি থেকে অনেকেই হয়তো বিষয়টি বুঝতে পারবে। তাই আপনাকে ধন্যবাদ বিষয়টি সকলে কাছে তুলে ধরার জন্য।  Smiley
Jump to: