Author

Topic: বাংলা (Bengali) - page 336. (Read 5696262 times)

member
Activity: 184
Merit: 65
February 17, 2022, 01:52:49 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপকদের দ্বারা 2018 সালে প্রতিষ্ঠিতCertiK।এটির প্রধান লক্ষ্য ব্লকচেইন নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী, ব্লকচেইন প্রোটোকল এবং স্মার্ট চুক্তিগুলিকে সুরক্ষিত ও নিরীক্ষণ।এখন পর্যন্ত 2500 টিরও বেশি এন্টারপ্রাইজ ক্লায়েন্টের সাথে সম্মিলিতভাবে কাজ করেছে, যার মূল্য $310 বিলিয়ন ডিজিটাল সম্পদ। এবং ব্লকচেইন কোডে 45,000-এর বেশি দুর্বলতা সনাক্ত করেছে।Certik এর ক্লায়েন্টদের মধ্যে Aave, Polygon, Binance Smart Chain, Terra, Yearn, এবং Chiliz-এর মতো নেতৃস্থানীয় প্রকল্প অন্তর্ভুক্ত।
যারা ক্রিপটোকারেন্সি জগতে নতুন,এবং ট্রেডিং এ নতুন তারা Certik এ গিয়ে আপনার কাঙ্ক্ষিত কয়েন টোকেন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।যা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেকাংশেই সাহায্য করবে।


https://ibb.co/D17Kbqd
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 16, 2022, 07:56:00 AM
ক্রিপ্টো জগতে আমি নতুন,প্রথম দিকে যে কোন কয়েন/টোকন সম্পর্কে জানতে খুব কষ্ট হতো,ধীরে ধীরে বুঝতে পারলাম coincapmarket  এ প্রত্যেকটি কয়েন/টোকেন এর বিস্তারিত দেওয়া থাকে।এছাড়াও coingecko তেও থাকে।যেমন আমি কোন কয়েন/টোকেন এর নাম শুনলাম,এখন ঔ কয়েন/টোকেন কোন এড্রেস এ সাপোর্ট করে,যেমন কয়েন/টোকেন টি কি Bsc? নাকি Eth এ? polygon এ? তা জানি না,টোকেন টি কি আদৌ মার্কেটে আছে?থাকলে কত দাম বর্তমান বাজারে?কয়েন/টোকেনটি কতদিন হলো মার্কেটে?টোকেনটির সর্বোচ্চ/সর্বনিম্ন কত দাম ছিলো,কয়েন/টোকেনটির কতজন হোল্ডার?কয়েন/টোকনটি কতগুলো একচেন্জ মার্কেটে লিস্টেড আছে তা নিমিষেই বের করে ফেলতে পারি এইসবগুলো তথ্য।তারজন্য প্রথমে  coincapmarket/coingecko গিয়ে  ঔ টোকেনটির নাম search বক্সে গিয়ে দিয়ে দিলেই বের হয়ে আসবে।আশা করছি নতুন আর কারো এমন সমস্যায় পরতে হবে না
আমি আমার মতামত প্রকাশ করলাম ভুলএুটি হলে সংশোধন করে দিবেন!


আপনি যা বলেছেন কথাটি সত্য যে বেশিরভাগ কয়েনের ইনফর্মেশন ই কয়েন্মারকেটক্যাপ বা কয়েনগীকোতে পাওয়া যায়। তবে, কিছু কয়েন আছে যেগুলো কয়েন্মারকেটক্যাপ বা কয়েনগীকোতে পাওয়া যায় না। কারণ, ওই কয়েন গুলো কয়েন্মারকেটক্যাপ বা কয়েনগীকোতে লিস্টেড হয় নাই। আর একটা বিষয়, আপনি কয়েন্মারকেটক্যাপ এর পরিবর্তে কোইনক্যাপমারকেট লিখেছেন।
member
Activity: 184
Merit: 65
February 16, 2022, 03:38:51 AM
ক্রিপ্টো জগতে আমি নতুন,প্রথম দিকে যে কোন কয়েন/টোকন সম্পর্কে জানতে খুব কষ্ট হতো,ধীরে ধীরে বুঝতে পারলাম coincapmarket  এ প্রত্যেকটি কয়েন/টোকেন এর বিস্তারিত দেওয়া থাকে।এছাড়াও coingecko তেও থাকে।যেমন আমি কোন কয়েন/টোকেন এর নাম শুনলাম,এখন ঔ কয়েন/টোকেন কোন এড্রেস এ সাপোর্ট করে,যেমন কয়েন/টোকেন টি কি Bsc? নাকি Eth এ? polygon এ? তা জানি না,টোকেন টি কি আদৌ মার্কেটে আছে?থাকলে কত দাম বর্তমান বাজারে?কয়েন/টোকেনটি কতদিন হলো মার্কেটে?টোকেনটির সর্বোচ্চ/সর্বনিম্ন কত দাম ছিলো,কয়েন/টোকেনটির কতজন হোল্ডার?কয়েন/টোকনটি কতগুলো একচেন্জ মার্কেটে লিস্টেড আছে তা নিমিষেই বের করে ফেলতে পারি এইসবগুলো তথ্য।তারজন্য প্রথমে  coincapmarket/coingecko গিয়ে  ঔ টোকেনটির নাম search বক্সে গিয়ে দিয়ে দিলেই বের হয়ে আসবে।আশা করছি নতুন আর কারো এমন সমস্যায় পরতে হবে না
আমি আমার মতামত প্রকাশ করলাম ভুলএুটি হলে সংশোধন করে দিবেন!

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 15, 2022, 06:09:01 PM
বাউন্টি সেকশনের লিংক। এই সাব ফোরামে অনেক বাউন্টি প্রোজেক্ট পেয়ে যাবেন।
তবে বোর্ডের শেষে এই ;sort=first_post;desc অংশ জুড়ে দিলে যে টপিকটি শেষে পোস্ট করা হয়েছে সেই পোষ্টটি শুরুতে দেখতে পারবেন এবং যে পোস্টটি অনেক আগে হয়েছে সেটি পরে দেখতে পারবেন। পুরাতন প্রজেক্টর আবেদন করার থেকে নতুন প্রজেক্টে আবেদন করা ভালো। যেমন ধরুন কোন প্রজেক্ট ৮ সপ্তাহর জন্য চালু হয়েছে এবং ৪ সপ্তাহ শেষ হয়ে গেছে ওই প্রোজেক্টের চেয়ে যে প্রজেক্ট নতুন শুরু হয়েছে সেটা ভালো।
জেমনঃ বাউন্টি
hero member
Activity: 1498
Merit: 537
February 15, 2022, 12:37:11 PM
আমি শুধু জানি যে বাউন্টি থেকেই আর্নিং করা যায়।
আসলে কি শুধু বিটকইনটাল্ক এ বাউন্টি থেকে আর্নিং করা যায়?

হ্যাঁ আপনি ঠিকই জানেন বাউন্টি থেকে আর্নিং করা যায় ।


ধন্যবাদ আপনাকে।

Quote
আর কোনো উপায় নাই?  আর থাকলে তাইলে কোথা থেকে করা যায় একটু বলবেন।
অবশ্যই আরও অনেক সেক্টর আছে এখানে, আপনি চাইলে সার্ভিসবোর্ডটা দেখে আসতে পারেন।
সার্ভিস অ্যানাউন্সমেন্ট  <--  এখানে গিয়ে আপনি দেখতে পারবেন অনেকেই তাদের কাজের বর্ণনা ও অফার দিয়ে রেখেছে। বাউন্টি ছাড়াও বিটকয়েন্টক এ অনেক সেক্টর আছে যেখান থেকে আর্নিং করা যায়। এখন বিষয় হল আপনি কোন দিকে পারদর্শী
আপনি যদি ভালো সিগনেচার বানাতে পারেন , তাছাড়াও ব্লকচেইন ডেভেলপমেন্ট , লোগো ডিজাইন এছাড়াও আরো অনেক সেক্টর আছে যেগুলো তে যদি  পারদর্শী হতে পারেন তাহলে সেখান থেকেও আর্নিং করতে পারবেন। এখন আপনি কোন দিকটায় পারদর্শী এটার উপর ভিত্তি করে যে আপনি কোন সেক্টর থেকে আর্নিং করতে পারবেন।



কিন্তু আপনি যেগুলোর কথা বললেন তার জন্য মনে হয় আমার ফ্রিল্যান্সিং শিখতে হবে।  আর ওখানে কি জুনিয়র মেম্বারদের কাজ দেওয়া হয়? আমার তো মনে হয় ওখানে শুধু সিনিয়র মেম্বারদের কাজ দেওয়া হয়।


আপনে চাইলে মার্কেটিং এর কাজ করতে পারেন বাউন্টি ক্যাম্পেইনে। এর জন্য আপনার সেরকম কোন দক্ষতার প্রয়োজন নেই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি এবং অনেক ফলোয়ার থাকলেই হবে। আপনার কাজ শুধু প্রোজেক্ট গুলোর পোস্ট প্রতি সপ্তাহে শেয়ার করা। তবে ভিডিও এবং ব্লগ লেখার জন্য আপনার কিছু অতিরিক্ত দক্ষতার প্রয়োজন হবে যেমন ভিডিও এডিটিং এবং লেখার দক্ষতা। তবে নতুন হিসেবে সহজ কাজগুলো দিয়ে শুরু করতে পারেন। বাউন্টি সেকশনের লিংক। এই সাব ফোরামে অনেক বাউন্টি প্রোজেক্ট পেয়ে যাবেন।
sr. member
Activity: 476
Merit: 523
February 13, 2022, 10:45:24 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
সেটা কেউ বলতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত বললে বলবো যাবে না। এইবার হয়ত সর্বোচ্চ ৫০-৫৫হাজার ডলার যাইতে পারে। তারপর আস্তে আস্তে আবার ডাউন যাবে মার্কেট। তবে মার্কেট তো আর আমার কথা চলবে না কারণ আমি WHALE না। হোয়াল হলে বলতে পারতাম। যাই হোক, আমার মনে হয় আপনি ট্রেডিং নিয়ে আরো ঘাটাঘাটি করা দরকার এবং অনেক কিছু শেখা উচিত।

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।

আপনার যুক্তি গুলো আমার মনের মতো মনে হয়েছে। এই বিষয়ে কিছুদিন আগে আমি একটি পোষ্ট ট্রান্সলেট করে শেয়ার করেছিলাম। সেটা ছিলো মূলত প্ল্যান বি এর একটি টক শো। যেখানে তিনি তার মডেল এর ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন। আমি আসলে বুঝতাম না দাম বাড়ার এবং কমার কারন টা আসলে কি। কিন্তু পোষ্ট টা ট্রান্সলেট করতে গিয়ে অনেক মনোযোগ দিয়ে পড়তে হয়েছে। তো বুঝতে পারলাম যে লিমিটেড সাপ্লাই একটি বড় ফ্যাক্ট। এই পোষ্ট করার পর আমার মাথায় আরো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো কিছু কিছু কয়েন আছে যেগুলোর সাপ্লাই লিমিট নেই বা সাপ্লাই লিমিট চেন্জ করা যাবে, এই ক্সেত্রে এসব কয়েনের দাম কিন্তু ডেভেলপার রা অনেকটা নিয়ন্ত্রন করতে পারবে বলে আমার মনে হয়। যে কারনে সব অল্ট কয়েনকে আমি ট্রাষ্ট করতে পারি না। এই ব্যাপারে আপনার জানা থাকলে একটু শেয়ার করবেন।
jr. member
Activity: 168
Merit: 1
February 12, 2022, 09:58:40 PM
আমি শুধু জানি যে বাউন্টি থেকেই আর্নিং করা যায়।
আসলে কি শুধু বিটকইনটাল্ক এ বাউন্টি থেকে আর্নিং করা যায়?

হ্যাঁ আপনি ঠিকই জানেন বাউন্টি থেকে আর্নিং করা যায় ।


ধন্যবাদ আপনাকে।

Quote
আর কোনো উপায় নাই?  আর থাকলে তাইলে কোথা থেকে করা যায় একটু বলবেন।
অবশ্যই আরও অনেক সেক্টর আছে এখানে, আপনি চাইলে সার্ভিসবোর্ডটা দেখে আসতে পারেন।
সার্ভিস অ্যানাউন্সমেন্ট  <--  এখানে গিয়ে আপনি দেখতে পারবেন অনেকেই তাদের কাজের বর্ণনা ও অফার দিয়ে রেখেছে। বাউন্টি ছাড়াও বিটকয়েন্টক এ অনেক সেক্টর আছে যেখান থেকে আর্নিং করা যায়। এখন বিষয় হল আপনি কোন দিকে পারদর্শী
আপনি যদি ভালো সিগনেচার বানাতে পারেন , তাছাড়াও ব্লকচেইন ডেভেলপমেন্ট , লোগো ডিজাইন এছাড়াও আরো অনেক সেক্টর আছে যেগুলো তে যদি  পারদর্শী হতে পারেন তাহলে সেখান থেকেও আর্নিং করতে পারবেন। এখন আপনি কোন দিকটায় পারদর্শী এটার উপর ভিত্তি করে যে আপনি কোন সেক্টর থেকে আর্নিং করতে পারবেন।



কিন্তু আপনি যেগুলোর কথা বললেন তার জন্য মনে হয় আমার ফ্রিল্যান্সিং শিখতে হবে।  আর ওখানে কি জুনিয়র মেম্বারদের কাজ দেওয়া হয়? আমার তো মনে হয় ওখানে শুধু সিনিয়র মেম্বারদের কাজ দেওয়া হয়।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 12, 2022, 01:45:09 PM
আমি শুধু জানি যে বাউন্টি থেকেই আর্নিং করা যায়।
আসলে কি শুধু বিটকইনটাল্ক এ বাউন্টি থেকে আর্নিং করা যায়?

হ্যাঁ আপনি ঠিকই জানেন বাউন্টি থেকে আর্নিং করা যায় ।

Quote
আর কোনো উপায় নাই?  আর থাকলে তাইলে কোথা থেকে করা যায় একটু বলবেন।
অবশ্যই আরও অনেক সেক্টর আছে এখানে, আপনি চাইলে সার্ভিসবোর্ডটা দেখে আসতে পারেন।
সার্ভিস অ্যানাউন্সমেন্ট  <--  এখানে গিয়ে আপনি দেখতে পারবেন অনেকেই তাদের কাজের বর্ণনা ও অফার দিয়ে রেখেছে। বাউন্টি ছাড়াও বিটকয়েন্টক এ অনেক সেক্টর আছে যেখান থেকে আর্নিং করা যায়। এখন বিষয় হল আপনি কোন দিকে পারদর্শী
আপনি যদি ভালো সিগনেচার বানাতে পারেন , তাছাড়াও ব্লকচেইন ডেভেলপমেন্ট , লোগো ডিজাইন এছাড়াও আরো অনেক সেক্টর আছে যেগুলো তে যদি  পারদর্শী হতে পারেন তাহলে সেখান থেকেও আর্নিং করতে পারবেন। এখন আপনি কোন দিকটায় পারদর্শী এটার উপর ভিত্তি করে যে আপনি কোন সেক্টর থেকে আর্নিং করতে পারবেন।
jr. member
Activity: 168
Merit: 1
February 12, 2022, 10:18:18 AM
আমি এই ফোরামে কিছু দিন ধরে এসেছি।
আমি শুধু জানি যে বাউন্টি থেকেই আর্নিং করা যায়।
আসলে কি শুধু বিটকইনটাল্ক এ বাউন্টি থেকে আর্নিং করা যায়?
আর কোনো উপায় নাই?  আর থাকলে তাইলে কোথা থেকে করা যায় একটু বলবেন।
member
Activity: 184
Merit: 65
February 12, 2022, 06:53:16 AM
আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
প্রথম থেকে প্রত্যেকটা পোস্ট মনযোগ সহকারে পড়েন।আপনার জানেত চাওয়া মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজভাবে দেওয়া আছে।যে কোন ধরনের অসংগতি পূর্ণ মেসেজ থেকে বিরত থাকুন।
ধন্যবাদ
hero member
Activity: 1498
Merit: 537
February 10, 2022, 10:54:59 AM
আসসালামু আলাইকুম।  আসলে আমি এই ফোরামের রুলস সম্পর্কে জানতে চাচ্ছি। যাতে আমি  বুঝতে পারি কোন কোন কাজ করলে রেড ট্রাস্ট খাবো। কোন ধরনের পোস্ট এই ফোরামে করতে পারবো আর কোন ধরনের পোস্ট করতে পারবো না?
ফোরামের রুলস কঠিন কিছু না। শুধু খেয়াল রাখবেন কারো পোস্ট কপি পেস্ট যেন না করা হয় এবং অফটপিক পোস্ট করা থেকে বিরত থাকবেন। আর রেড ট্রাস্ট খেতে না চাইলে ফোরামে কোন রকম প্রতারণার করা থেকে বিরত থাকবেনা হোক সেটা বাউন্টিতে বা কারো সাথে লেনদেনে। এই পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Link: https://bitcointalksearch.org/topic/m.7033740

বাংলাদেশ ফোরামে আপনাকে স্বাগতম। এছাড়া কোন বিষয় বুঝতে সমস্যা হলে ফোরামে সিনিয়র মেম্বারদের কাছে জানতে চাইতে পারেন।
hero member
Activity: 1498
Merit: 537
February 10, 2022, 08:17:23 AM

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।
এইটা সত্য। তবে এইটাও ঠিক এইটা ততদিন সত্য যতদিন তারা প্রফিটে আছে। তাদের ব্রেক ইভেন পয়েন্টের নিচে গেলে তখন ভিন্ন ব্যাপার হয়ে যাবে। মাইক্রোস্ট্রাটেজি কমার্সিয়াল পেপার ইস্যু করেও বিটকয়েন ক্রয় করেছে। যখন তাদের এভারেজ ক্রয়মুল্যের নিচে যাবে তখন তাদের অনেক কিছু বিবেচনা করতে হবে হোল্ড করে রাখার জন্য। যাই হোক, কি হবে না হবে সেটা আসলে আমরা সঠিক কেউই জানি না। অনেক কিছুই হতে পারে।

আপনি নিশ্চয় মাইকেল সেইলরের সাম্প্রতিক মন্তব্য শুনেছেন। তিনি বলেছেন তিনি বিটকয়েন বুল এবং তার ক্যাশ আউট করার কোন সম্ভবনা নেই। যে সব বিনিয়োগ ফার্ম বিটকয়েনে বিনিয়োগ করেছে তারা বেশিরভাগই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এখানে এসেছে। তাদের বিটকয়েনের গড় দাম ব্রেক ইভেনের নিচে আসলেও আমি মনে করিনা তারা বিটকয়েন বিক্রি করবে। তবে এটা নিশ্চিত বিটকয়েনের দাম আরো নিচে গেলে তা এসব বড় প্রতিষ্ঠানের জন্যই যাবে এবং প্যানিক সেলাররা এসব প্রতিষ্ঠানকে আরো বিটকয়েন কেনার সুযোগ করে দিবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 10, 2022, 07:44:46 AM

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।
এইটা সত্য। তবে এইটাও ঠিক এইটা ততদিন সত্য যতদিন তারা প্রফিটে আছে। তাদের ব্রেক ইভেন পয়েন্টের নিচে গেলে তখন ভিন্ন ব্যাপার হয়ে যাবে। মাইক্রোস্ট্রাটেজি কমার্সিয়াল পেপার ইস্যু করেও বিটকয়েন ক্রয় করেছে। যখন তাদের এভারেজ ক্রয়মুল্যের নিচে যাবে তখন তাদের অনেক কিছু বিবেচনা করতে হবে হোল্ড করে রাখার জন্য। যাই হোক, কি হবে না হবে সেটা আসলে আমরা সঠিক কেউই জানি না। অনেক কিছুই হতে পারে।
hero member
Activity: 1498
Merit: 537
February 09, 2022, 10:13:57 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
সেটা কেউ বলতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত বললে বলবো যাবে না। এইবার হয়ত সর্বোচ্চ ৫০-৫৫হাজার ডলার যাইতে পারে। তারপর আস্তে আস্তে আবার ডাউন যাবে মার্কেট। তবে মার্কেট তো আর আমার কথা চলবে না কারণ আমি WHALE না। হোয়াল হলে বলতে পারতাম। যাই হোক, আমার মনে হয় আপনি ট্রেডিং নিয়ে আরো ঘাটাঘাটি করা দরকার এবং অনেক কিছু শেখা উচিত।

আসলে এভাবে বলা কঠিন তবে দীর্ঘ মেয়াদী হিসেবে আমি বিটকয়েনের উপর এখনও বিশ্বাস রাখি যে এটি উপরের দিকে যাবে। আজকের দুইটা ভালো খবর দেখলাম বিটকয়েনের বিষয়ে যে ২০১৬ সালের চুরি যাওয়া ৩.৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন জব্দ করে নিয়েছে এবং সেই সাথে রাশিয়া বিটকয়েনকে অনুমোদন দিতে যাচ্ছে। এছাড়াও টেসলা আরো বিটকয়েন কিনেছে এবং তাদের সর্বোচ্চ বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে এসব প্রতিষ্ঠান যে বিটকয়েন কিনেছে সেগুলো দীর্ঘ সময়ের জন্য সার্কুলেশন এর বাইরে থাকবে। সার্কুলেশনে যত কম বিটকয়েন থাকবে মার্কেট ডাউন যাবার সম্ভবনা তত কম হবে। অর্থনীতিতে একটা থিওরি আছে এ বিষয়ে চাহিদা এবং যোগানের। যোগান কম এবং চাহিদা বেশি হলে দাম বাড়বে অবশ্যই।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 09, 2022, 06:03:43 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
সেটা কেউ বলতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত বললে বলবো যাবে না। এইবার হয়ত সর্বোচ্চ ৫০-৫৫হাজার ডলার যাইতে পারে। তারপর আস্তে আস্তে আবার ডাউন যাবে মার্কেট। তবে মার্কেট তো আর আমার কথা চলবে না কারণ আমি WHALE না। হোয়াল হলে বলতে পারতাম। যাই হোক, আমার মনে হয় আপনি ট্রেডিং নিয়ে আরো ঘাটাঘাটি করা দরকার এবং অনেক কিছু শেখা উচিত।
jr. member
Activity: 43
Merit: 2
February 09, 2022, 03:02:19 AM
বিটকয়েন কি সামনে আবার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা আছে। এর আগে বিটকয়েন 64k ডলার এ যায় আবার ডাম্পিং করে তখন বিটকয়েনের পাম্পিং এর রেকর্ড ছিল 64k ডলার। আবার পাম্পিং করে সর্বোচ্চ রেকর্ড ছিল 68k ডলার। বর্তমান বিটকয়েন ডাম্পিং করে 43k মধ্য আছে। এখন বিটকয়েন কি সামনে 68k ডলার এর রেকর্ড ভাঙতে পারবে কি?
jr. member
Activity: 168
Merit: 1
February 08, 2022, 10:19:47 AM
আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
ওয়ালাইকুম আসসালাম। নতুন মেম্বার হিসেবে আপনাকে ফোরামে স্বাগত জানাই। প্রথমে আপনাকে সাজেস্ট করব ফোরামের রূলস গুলো ভালভাবে পড়ুন। আর যদি ক্রিপ্টো তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফোরাম এ একটিভ থেকে শিখুন । আর ফোরামে ইনকাম করার জন্য আপনি Bounty এবং Airdrop এ জয়েন হতে পারেন।
বাউন্টি তে জয়েন করার জন্য এই Section ফলো করতে পারেন । https://bitcointalk.org/index.php?board=238.0
আর অবশ্যই rules ফলো করবেন এবং ফোরাম এ অভিজ্ঞ মেম্বার দের থেকে শিখুন আশাকরি আপনিও ইনকাম করতে পারবেন।
sr. member
Activity: 476
Merit: 523
February 08, 2022, 09:40:09 AM
যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।

ধন্যবাদ ভাই। তবে আপাতত কোনো প্যাডেই যাওয়ার ইচ্ছা নাই। সব ইচ্ছা মরে গেছে। কিন্তু একমাত্র অগাদ কিছু বিশ্বাস নিয়ে দাত কামড়ে বসে আছি। আমার পোর্টফোলিওর প্রায় সব কয়েন এভাবে মুখ থুবড়ে পড়ে আছে। 

একমাত্র বিটকয়েন একটু ধরে বসে আছে। যেদিন বিটকয়েন ৫% ডাউন দেয়, বাকি গুলো বিটকয়েনের পিছনে এমন জোড়ে দৌড় দেয়, বিটকয়েন থেমে গেলেও ওরা আর থামতে পারে না। যে কারনে বিটকয়েন ৫% ডাউন হলেও অন্যগুলা একই সময়ে ১০-১৫% ডাউন মেরে বসে থাকে। আপাতত চাই কনফিউজ্ড উংগা বুংগা হয়ে বসে আছি। আশা করি ছবিটা দেখে কিছুটা বুঝে যাবেন। আমার মনে হয় এই পেইন টা সব হোল্ডারদের হয়,



legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 08, 2022, 09:06:05 AM
আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink
জ্বি ভাই। ওইজন্যেই বললাম আপনি ভালোই জানেন আপনি কি করছেন। না জেনে অবশ্যই কিছু করছেন না। আমি সম্প্রতি কোন টোকেনসেল/আইসিও প্রজেক্টে আর বিনিয়োগ করছি না যদিও কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করেছিলাম কয়েকবার। যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।

আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
এসেই প্রথমে ইনকামের কথা জিজ্ঞেস করলেন। না ফোরাম রুলের কথা, না ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন প্রশ্ন। ফোরাম থেকে অনেকেই আয় করলেও ফোরামটা মুলত ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনার জায়গা। আগে সেগুলো ভালো মত বুঝে নিন। নিয়ম বুঝে নিন। ইনকাম অটোমেটিল হবেই।
newbie
Activity: 35
Merit: 0
February 08, 2022, 06:24:07 AM
আসসালামু আলাইকুম। আমি এই ফোরামে নতুন জয়েন করেছি তাই আমি জানিনা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কেউ যদি বলতেন তাহলে ভালো হতো।
Jump to: