Author

Topic: বাংলা (Bengali) - page 352. (Read 5700413 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 22, 2021, 10:01:09 AM
@নাইম০২৭
ধন্যবাদ ভাই এইখানে শেয়ার করার জন্য যদিও আমি এইটা ব্যবহার করি অনেক আগে থেকেই। এইটা অনেক উপকারে লাগে। বিশেষ করে কেউ যদি আমাকে মেনশন দেয় সেটা সাথে সাথে পাচ্ছি। এইটা আমার খুবই কাজের।
আর একটা বট ছিল যেখানে ট্রাস্ট লিস্ট, সর্বশেষ ১২০ দিনের মেরিট গুলো কাউন্ট পাওয়া যেত। ওইটা কার আমার মনে পরছে না তবে ওইটাও খুবই কাজের।
sr. member
Activity: 476
Merit: 523
November 22, 2021, 07:29:25 AM
BitcoinTalk SuperNotifier "V2" এখন পাওয়া যাচ্ছে!





এটা ব্যবহার করতে চান? টেলিগ্রামে বটের সাথে কথা বলুন:
@BTTSuperNotifier_bot





বৈশিষ্ট্য গুলো:

- মেনশন বা কোট করলে নটিফিকেশন ( @ দিয়ে করলেও না দিয়ে করলেও


- বাক্যাংশ সহ নটিফিকেশন।

- কেউ মেরিট বা মেনশন করলে তাৎক্ষনিক নটিফিকেশন।

- সদস্যদের বা টপিক কে ইগনোর করতে পারেন যাতে নটিফিকেশন না আসে।

- বাজে টপিকের নটিফিকেশন

আমি আপনাদের কাছ থেকে নতুন সাজেশন আশা করছি যা ভবিষ্যতে এড করতে পারি। ধন্যবাদ!



কমান্ড গুলো:
/start - শুরু করতে বা আটকে গেলে /start কমান্ড ব্যবহার করুন।
/menu - মেন্যু দেখতে ব্যবহার করুন।
/alt X - অন্য ইউজারনেম ব্যবহার করেতে ব্যবহার করুন।
/setMerit X - আপনার বর্তমান মেরিট সেট করতে ব্যবহার করুন।



অনুবাদ:
-  বর্তমানে, "V2" অন্যান্য ভাষাগুলি সাপোর্ট করে না। ভবিষ্যতে সংযোজন করার পরিকল্পনা রয়েছে।


[Bonus] বিটকয়েনটক পোষ্ট/এড্রেস আর্কাইভ:

নতুন ninjastic.space রিলিজ হয়েছে! প্রথম থেকে নতুন করে তৈরী করা হয়েছে.

এটা এখন আলাদা টপিকে Ninjastic.space - BitcoinTalk Post/Address archive + API

স্ট্যাটাস পেজ: https://status.ninjastic.space



সোর্স কোড (V1):
কোডটি অগোছালো এবং আমি এ পর্যন্ত অনেক কিছু শিখেছি (স্ক্রিপ্ট লেখা সহ), কিন্তু যারা িএরকম বট বানাতে আগ্রহী তাদের জন্য আমি বটের সোর্স কোডটি গিটহাবে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি:

বট + স্ক্র্যাপার: https://github.com/ninjastic/bitcointalk-supernotifier
Ninjastic পোষ্ট আর্কাইভ (front): https://github.com/ninjastic/bitcointalk-supernotifier-web
Ninjastic পোষ্ট আর্কাইভ (api): https://github.com/ninjastic/bitcointalk-supernotifier-api

উপভোগ করুন!

সোর্স কোড (V2): https://bitcointalksearch.org/topic/m.57711617



অনুদান

অনুদানের ১০০% বট এবং ওয়েবসাইটের খরচ পরিশোধ করতে ব্যবহার করা হবে (~মাসে ১৮ ডলার):

BTC Bech32: bc1qlfzjqgleh3pg7l63p9fc596uqv30hqr9dpg59q
BTC Legacy: 1NinjabXd5znM5zgTcmxDVzH4w3nbaY16L



Thanks to:
@Piggy for his first bot, which originated this era of telegram bots in the forum.
@giammangiato for his bot, where I took some ideas and message design.
@csmiami for the Spanish translation.
@sheenshane for the Filipino translation.
@mole0815 for the German/Deutsch translation.
@mikhailr for the Russian translation.
@fillippone for the Italian translation.
@cygan for the Polish translation.
@masulum for the Indonesian translation.
@sabotag3x for the logo.

অরিজিনাল ইংরেজি টপিকঃ https://bitcointalksearch.org/topic/telegram-yet-another-bitcointalk-notification-bot-merits-mentions-topics-5248878

অনুবাদক/আমার কিছু কথাঃ এই বট টি আসলেই অনেক উপকারী। যারা বিটকয়েনটক নিয়মিত ব্যবহার করেন, তাদের জন্য এই বটটি অনেক সহায়ক হবে।
ধন্যবাদ।

jr. member
Activity: 77
Merit: 3
November 21, 2021, 12:16:33 PM
আসসালামুআলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাই বোনদের কাছ থেকে কিছু পরামর্শ চাই। আমি bitcointalk এ নতুন  এখানে আমার তেমন কোন ধারনা নাই। এখানে কিভাবে রেংক বাড়াতে হয় এবং মেরিট কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়ে আমাকে কিছু পরামর্শ দেন তাহলে আমি উপকৃত হব।
আপনি প্রায় তিন বছর ধরে এই ফর্মে কাজ করেন তাও নিজেকে নতুন দাবি করেন। আপনি হয়তো অনেকদিন যাবত এই ফর্মে কাজ করেন কিন্তু ফর্মের নিয়ম কানুন গুলো ভালোভাবে পরেননি তাই আপনি জানেন না। আপনি এইখানে পেজ ১ এ সব বিষয়ে দেওয়া আছে ওইখান থেকে সবকিছু জানতে পারবেন।
আপনি যদি রেংক বাড়াতে চান তাহলে আপনার মেরিট লাগবে। আর এই মেরিট পেতে হলে আপনাকে বিভিন্ন Thead এ ভালো মানের পোস্ট করতে হবে। আর এই ভালো মানের পোস্ট করতে হলে আপনাকে যেকোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে। আপনার পোস্ট যদি ভালো মানের হয় এবং শিখনীয় হয় তাহলে সিনিয়র মেম্বার রা আপনাকে মেরিট দিবে। ধন্যবাদ
sr. member
Activity: 476
Merit: 523
November 21, 2021, 11:49:05 AM
newbie
Activity: 193
Merit: 0
November 21, 2021, 11:07:19 AM
আসসালামুআলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাই বোনদের কাছ থেকে কিছু পরামর্শ চাই। আমি bitcointalk এ নতুন  এখানে আমার তেমন কোন ধারনা নাই। এখানে কিভাবে রেংক বাড়াতে হয় এবং মেরিট কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়ে আমাকে কিছু পরামর্শ দেন তাহলে আমি উপকৃত হব।
jr. member
Activity: 994
Merit: 1
November 20, 2021, 05:16:19 AM
হেলো স্যার আমার কাছে একটা রিপোর্ট আছে একজন ইউজারস ২ টা Bitcointalk আইডি ইউজ করে এটি ভালো কাজ না, আমার কাছে প্রুফ আছে মেসেজ এর স্ক্রিনশট কেউ কি কিছু করতে পারবেন এই বিষয়ে?
যদি কিছু করতে পারেন তবে আমাকে আপনার টেলিগ্রাম আইডি অথবা লিংক দিন আমি আপনাকে দেখাবো। এই খানে তো পিক সেন্ড করা যাবে না.

বিটকয়েনটক ফোরামে ২ টি একাউন্ট করা যায়। কেউ যদি একাধিক একাউন্ট ব্যাবহার করে কোনো নিয়ম বিরোধী কাজ না করে, তবে তা ফোরামের নিয়মের মাঝেই থাকে। ব্যাক্তিগত কোনো আক্রোশ থেকে যদি রিপোর্ট করতে চান তবে রিপোর্ট না করাই ভালো। যদি সে তার একাউন্ট ব্যাবহার করে নিয়ম বিরোধী কিছু করে থাকে, তাহলে আপনি ফোরামের মোডারেটরদেরকে জানাতে পারেন।

সে তেমন কিছু করে কিনা সঠিক জানি না কিন্তু সে ২ টা বিটকয়েনটক দিয়ে বাউন্টি জয়েন করে। এ ক্ষেত্রে এটা ঠিক কিনা যদি একটু বলতেন কারণ দেখা জায় তাদের অপর কন পদক্ষেপ  না নিলে আস্তে আস্তে এমন অনেক বেরে যাবে যারা একাধিক বিটকয়েনটক খুলে কাজ করবে আমার মনে হয় সবার ইনকাম কমে যাবে আর বাংলাদেশ এর বোর্ড এর রিপলিটিশন খারাপ হবে.  

২ টি একাউন্ট দিয়ে আপনি চাইলে বাউন্টির কাজ করতে পারেন। কিন্তু একই বাউন্টিতে ২ টি একাউন্ট ব্যাবহার করা যাবে না। সেই ক্ষেত্রে উনি যেই বাউন্টিতে ২ টি একাউন্ট ব্যাবহার করে কাজ করছেন, সেই বাউন্টির ম্যানেজারের কাছে অভিযোগ করতে পারেন। এবং মোডারেটর দের কেও জানাতে পারেন। আশা করি তারা এই ব্যাপারে পদক্ষেপ নিবেন। আমিও এই ব্যাপারে শতভাগ জানিনা। আপনি Little_Mouse ভাইয়ের সহযোগিতা নিতে পারেন।

ভাই সবাই এভিডেন্স চাইবে আর এভিডেন্স সব ইংলিশে হতে হবে
কিন্তু যে ২ টা অ্যাকাউন্ট ইউজ করে  তার সাথে কথা বলছি সে বলসে ২ টা তার আমার কাছে মেসেজ আছে কিন্তু সেটা তো বাংলা। বাংলা ভাষা তো মোডারেটর বুজবেন না

তাই আমি সবার কাছে হেল্প চাচ্ছি যাতে এটা নিয়ে একটা পদক্ষেপ নেওয়া হয় নয়তো এদের জন্য আমরা কাজ করতে পারবোনা
আমি চাই ২ টা একাউন্ট এর মধ্যে একটা একাউন্টের ব্যবস্থা নেয়া দরকার

Little_Mouse ভাইয়ের টেলিগ্রাম আইডি অথবা লিংক দিয়ে সহযোগিতা করেন অথবা তার বিটকয়েন্টক এর লিংক দিন
sr. member
Activity: 476
Merit: 523
November 20, 2021, 04:41:06 AM
হেলো স্যার আমার কাছে একটা রিপোর্ট আছে একজন ইউজারস ২ টা Bitcointalk আইডি ইউজ করে এটি ভালো কাজ না, আমার কাছে প্রুফ আছে মেসেজ এর স্ক্রিনশট কেউ কি কিছু করতে পারবেন এই বিষয়ে?
যদি কিছু করতে পারেন তবে আমাকে আপনার টেলিগ্রাম আইডি অথবা লিংক দিন আমি আপনাকে দেখাবো। এই খানে তো পিক সেন্ড করা যাবে না.

বিটকয়েনটক ফোরামে ২ টি একাউন্ট করা যায়। কেউ যদি একাধিক একাউন্ট ব্যাবহার করে কোনো নিয়ম বিরোধী কাজ না করে, তবে তা ফোরামের নিয়মের মাঝেই থাকে। ব্যাক্তিগত কোনো আক্রোশ থেকে যদি রিপোর্ট করতে চান তবে রিপোর্ট না করাই ভালো। যদি সে তার একাউন্ট ব্যাবহার করে নিয়ম বিরোধী কিছু করে থাকে, তাহলে আপনি ফোরামের মোডারেটরদেরকে জানাতে পারেন।

সে তেমন কিছু করে কিনা সঠিক জানি না কিন্তু সে ২ টা বিটকয়েনটক দিয়ে বাউন্টি জয়েন করে। এ ক্ষেত্রে এটা ঠিক কিনা যদি একটু বলতেন কারণ দেখা জায় তাদের অপর কন পদক্ষেপ  না নিলে আস্তে আস্তে এমন অনেক বেরে যাবে যারা একাধিক বিটকয়েনটক খুলে কাজ করবে আমার মনে হয় সবার ইনকাম কমে যাবে আর বাংলাদেশ এর বোর্ড এর রিপলিটিশন খারাপ হবে. 

২ টি একাউন্ট দিয়ে আপনি চাইলে বাউন্টির কাজ করতে পারেন। কিন্তু একই বাউন্টিতে ২ টি একাউন্ট ব্যাবহার করা যাবে না। সেই ক্ষেত্রে উনি যেই বাউন্টিতে ২ টি একাউন্ট ব্যাবহার করে কাজ করছেন, সেই বাউন্টির ম্যানেজারের কাছে অভিযোগ করতে পারেন। এবং মোডারেটর দের কেও জানাতে পারেন। আশা করি তারা এই ব্যাপারে পদক্ষেপ নিবেন। আমিও এই ব্যাপারে শতভাগ জানিনা। আপনি Little_Mouse ভাইয়ের সহযোগিতা নিতে পারেন।
jr. member
Activity: 994
Merit: 1
November 20, 2021, 04:34:51 AM
হেলো স্যার আমার কাছে একটা রিপোর্ট আছে একজন ইউজারস ২ টা Bitcointalk আইডি ইউজ করে এটি ভালো কাজ না, আমার কাছে প্রুফ আছে মেসেজ এর স্ক্রিনশট কেউ কি কিছু করতে পারবেন এই বিষয়ে?
যদি কিছু করতে পারেন তবে আমাকে আপনার টেলিগ্রাম আইডি অথবা লিংক দিন আমি আপনাকে দেখাবো। এই খানে তো পিক সেন্ড করা যাবে না.

বিটকয়েনটক ফোরামে ২ টি একাউন্ট করা যায়। কেউ যদি একাধিক একাউন্ট ব্যাবহার করে কোনো নিয়ম বিরোধী কাজ না করে, তবে তা ফোরামের নিয়মের মাঝেই থাকে। ব্যাক্তিগত কোনো আক্রোশ থেকে যদি রিপোর্ট করতে চান তবে রিপোর্ট না করাই ভালো। যদি সে তার একাউন্ট ব্যাবহার করে নিয়ম বিরোধী কিছু করে থাকে, তাহলে আপনি ফোরামের মোডারেটরদেরকে জানাতে পারেন।

সে তেমন কিছু করে কিনা সঠিক জানি না কিন্তু সে ২ টা বিটকয়েনটক দিয়ে বাউন্টি জয়েন করে। এ ক্ষেত্রে এটা ঠিক কিনা যদি একটু বলতেন কারণ দেখা জায় তাদের অপর কন পদক্ষেপ  না নিলে আস্তে আস্তে এমন অনেক বেরে যাবে যারা একাধিক বিটকয়েনটক খুলে কাজ করবে আমার মনে হয় সবার ইনকাম কমে যাবে আর বাংলাদেশ এর বোর্ড এর রিপলিটিশন খারাপ হবে. 
sr. member
Activity: 476
Merit: 523
November 20, 2021, 03:13:40 AM
হেলো স্যার আমার কাছে একটা রিপোর্ট আছে একজন ইউজারস ২ টা Bitcointalk আইডি ইউজ করে এটি ভালো কাজ না, আমার কাছে প্রুফ আছে মেসেজ এর স্ক্রিনশট কেউ কি কিছু করতে পারবেন এই বিষয়ে?
যদি কিছু করতে পারেন তবে আমাকে আপনার টেলিগ্রাম আইডি অথবা লিংক দিন আমি আপনাকে দেখাবো। এই খানে তো পিক সেন্ড করা যাবে না.

বিটকয়েনটক ফোরামে ২ টি একাউন্ট করা যায়। কেউ যদি একাধিক একাউন্ট ব্যাবহার করে কোনো নিয়ম বিরোধী কাজ না করে, তবে তা ফোরামের নিয়মের মাঝেই থাকে। ব্যাক্তিগত কোনো আক্রোশ থেকে যদি রিপোর্ট করতে চান তবে রিপোর্ট না করাই ভালো। যদি সে তার একাউন্ট ব্যাবহার করে নিয়ম বিরোধী কিছু করে থাকে, তাহলে আপনি ফোরামের মোডারেটরদেরকে জানাতে পারেন।
jr. member
Activity: 994
Merit: 1
November 20, 2021, 02:57:52 AM
হেলো স্যার আমার কাছে একটা রিপোর্ট আছে একজন ইউজারস ২ টা Bitcointalk আইডি ইউজ করে এটি ভালো কাজ না, আমার কাছে প্রুফ আছে মেসেজ এর স্ক্রিনশট কেউ কি কিছু করতে পারবেন এই বিষয়ে?
যদি কিছু করতে পারেন তবে আমাকে আপনার টেলিগ্রাম আইডি অথবা লিংক দিন আমি আপনাকে দেখাবো। এই খানে তো পিক সেন্ড করা যাবে না.
sr. member
Activity: 476
Merit: 523
November 19, 2021, 10:37:04 AM


বাংলাদেশের প্রশাসন এরকম হওয়ার কারণে আজ বাংলাদেশ এত পিছিয়ে আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না সেটা হলো বাংলাদেশ থেকে অনেকেই ক্রিপ্টোকারেন্সি ট্রেনিং করে অনেক টাকা ইনকাম করাতে বাংলাদেশের কি এমন ক্ষতি হয় যে বাংলাদেশ থেকে করতে দেয় না?
বাংলাদেশের একজন ব্যক্তি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে অনেক টাকা ইনকাম করছিল তারপর তার জন্য একটি দামি গাড়ি কেনার জন্য যায় তখন তার ইনকাম খবর জানতে পারে তখন তাকে পুলিশ আটকে ফেলে। এটা যদি অন্য কোন দেশে হত তাহলে তাকে গ্রেফতার করত না।

আমার মনে হয় আপনি কিছুটা ভূল জেনেছেন। এটা ঠিক যে বাংলাদেশের প্রশাসন এই ব্যাপারে একবারেই বেসিক ধারণাও রাখে না। তবে ক্রিপ্টো কারেন্সি বাংলাদেশে লিগাল হলে দূর্নীতিবাজরা কালো টাকা সাদা করার মহরায় নেমে পড়বে। এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে।

আপনি যেই ব্যাক্তির উদাহরণ দিলেন, সেই ব্যাক্তি আসলেই ওরকম কিছুর সাথে ছিলো। সে কার্ডীং করতো। আমার প্রশ্ন হচ্ছে Carding কি জানেন? যদি না জানেন, ইউটিউবে দেখে নিবেন দয়া করে। Carding হচ্ছে ক্রেডিট কার্ড জালিয়াতি। মানে আপনার ক্রেডিট কার্ড দিয়ে আরেকজন টাকা তুলে নিচ্ছে।

বাংলাদেশের ও এরকম হ্যাকার আছে। অনেকে নিজেই হ্যাক করে, আবার অনেকে ডারক ওয়েব থেকে এই জালীয়াতি করা ক্রেডিট কার্ড কিনে ব্যাবহার করে। বাংলাদেশেও কয়েকদিন আগে এক বিশব্বিদ্যালয়ের শিক্ষক ধরা পরেছে। যিনি নিজেই একজন হ্যাকার বা Carder.

আপনি https://carder.ws ভিজিট করলে হাজারো ক্রেডিট কার্ড হ্যাকার দেখতে পারবেন। সাবধান, এগুলো কখনোই ট্রাই করতে যাবেন না।

অনেক কিছুই লেখার ইচ্ছা ছিলো। সময়ের সল্পতা এক, আরেক হচ্ছে আমাদের লোকাল বোর্ডে ভালো পোস্ট ও তেমন এপ্প্রিশিয়েট করা হয় না। অথচ টেক আরটিকেল লিকে প্রতি আরটিকেলে ৩০০০ টাকাও ইনকাম করেছি এক সময়।
jr. member
Activity: 77
Merit: 3
November 19, 2021, 10:12:28 AM


বাংলাদেশের প্রশাসন এরকম হওয়ার কারণে আজ বাংলাদেশ এত পিছিয়ে আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না সেটা হলো বাংলাদেশ থেকে অনেকেই ক্রিপ্টোকারেন্সি ট্রেনিং করে অনেক টাকা ইনকাম করাতে বাংলাদেশের কি এমন ক্ষতি হয় যে বাংলাদেশ থেকে করতে দেয় না?
বাংলাদেশের একজন ব্যক্তি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে অনেক টাকা ইনকাম করছিল তারপর তার জন্য একটি দামি গাড়ি কেনার জন্য যায় তখন তার ইনকাম খবর জানতে পারে তখন তাকে পুলিশ আটকে ফেলে। এটা যদি অন্য কোন দেশে হত তাহলে তাকে গ্রেফতার করত না।
sr. member
Activity: 476
Merit: 523
November 19, 2021, 09:55:54 AM
কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই।
হুম। আমিও ঠিক এটাই বলতে চেয়েছি। ক্রিপ্টো জগতে আমাদের দেশের অনেক ভাই বোন আছেন কিন্তু একটা জিনিস সত্য যে আমাদের জেনারেল নলেজ ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই কম। আমি এবং আরো অনেকেই চেষ্টা করেছি এইগুলা নিয়ে শেয়ার করতে কিন্তু কাউকে তেমন আগ্রহী পাই না। বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো না জানলে আমরা সত্যি অনেক পিছিয়ে থাকবো।

আমি আপনার সাথে একমত। আপনিও হয়তো জানেন যে যারা এই ফোরামে আছে, ইনাদের মধ্যেও বেশিরভাগ লোকের ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেসিক ধারণা কম। প্রশ্ন হতে পারে তাহলে ওনারা ফোরামে এলো কি করে?

উত্তরটা এরকমঃ বেশিরভাগ লোকজনই বাউন্টির কাজ করতে এসেছে অথবা প্রোফাইল বিল্ড করে সিগ্নেচার ক্যাম্পেইনের মাধ্যমে টাকা ইনকাম করতে এসেছেন। আমি মনে করি টাকা ইনকাম করতে আসা দোষের কিছু নয়। আমরা সবাই টাকা ইনকাম করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নতুন কিছু শিখার ব্যাপারে অনেক পিছিয়ে আছি। কেউ শিখাতে চাইলেও আমরা তেমন মনোযোগ দেই না।

আমাদের সরকারকে দেখেন, আজকে কোনো মন্ত্রী যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেসিক নলেজ রাখতো, আমরা আরো সুন্দর একটা ডিজিটাল মারকেট প্লেস আশা করতে পারতাম। তবে পলক সাহেবের রিসেন্ট এক্টিভিটি আমার কাছে পজেটিভ মনে হয়েছে। অদুরেই হয়তো আমরা মন্ত্রণালয়ে তরুণ নেতা দেখতে পাবো, এবং এই তরুণ মন্ত্রীদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম আগিয়ে যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 19, 2021, 09:35:48 AM
কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই।
হুম। আমিও ঠিক এটাই বলতে চেয়েছি। ক্রিপ্টো জগতে আমাদের দেশের অনেক ভাই বোন আছেন কিন্তু একটা জিনিস সত্য যে আমাদের জেনারেল নলেজ ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই কম। আমি এবং আরো অনেকেই চেষ্টা করেছি এইগুলা নিয়ে শেয়ার করতে কিন্তু কাউকে তেমন আগ্রহী পাই না। বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো না জানলে আমরা সত্যি অনেক পিছিয়ে থাকবো।
sr. member
Activity: 476
Merit: 523
November 19, 2021, 08:37:06 AM
newbie
Activity: 19
Merit: 2
November 19, 2021, 08:24:23 AM
আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি
কোন বিষয় সাহায্য জানার দরকার হলে প্রশ্ন করুন। আপনার এই পোষ্টটি অফ টপিক, যা পোষ্ট করা যাবে না( ফোরামের ২ নং নিয়ম)।
ভাই আপনি ফরামের নিয়ম গুলো ভালো করে পরুন।আপনি দুইটা পোষ্ট পরপর করেছেন যেটা নিয়ম মানে না।৩২ নাম্বার নিয়মে এক সাড়িতে একাদিক পোষ্ট করতে নিষেধ বলা হয়েছে। স্পাম এড়িয়ে চলুন। প্রথম পাতা থেকে নিয়ম গুলো ভালো করে পরুন।

আসা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 28
Merit: 0
November 18, 2021, 11:52:28 PM
আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি



I am also from Bangladesh, anyone reply please.

I ame also from Bangladesh. My home district is Tangail


I ame also from Bangladesh. My home district is pabna.


What about u bro?

[moderator's note: consecutive posts merged]
sr. member
Activity: 476
Merit: 523
November 18, 2021, 06:36:33 AM
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
ভুল। আপনার উচিত এইটা নিয়ে আরো বিস্তারিত জানা।

বাউন্টি মানে হল বিভিন্ন প্রজেক্টের প্রমোশন এর বিনিময়ে রিওয়ার্ড। সে রিওয়ার্ড হতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কিংবা অন্য যে কোন কারেন্সি। এই ফোরামে রিওয়ার্ড হিসেবে দেয় টোকেন/কয়েন। এখন কথা হল বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট কেন BEP20 এড্রেস চায়। এর কারন হচ্ছে বর্তমানে বেশির ভাগ প্রজেক্ট বাইন্যান্স চেইনে লাঞ্চ হচ্ছে যেখানে আগে হত ইথেরিয়াম ব্লকচেইনে। ইথেরিয়াম এর গ্যাস ফি অবশ্যই একটা কারন তবে এখন সব প্রজেক্ট বাইন্যান্স এ টোকেন ক্রিয়েট করে যার কারনে ইথেরিয়াম এড্রেস আর চায় না।

ওনার কথা আংশিক সঠিক ধরে নিতে পারেন। এখন বেশিরভাগ প্রজেক্ট বাইনান্স স্মার্ট চেইনে হচ্ছে। ইথেরিয়াম চেইনে হচ্ছে না। প্রশ্ন হলো কেনো হচ্ছে না? কেনো প্রজেক্ট গুলো ইথেরিয়াম চেইন ব্যাবহার করছে না? কেনো সবাই বাইনান্স চেইনে প্রজেক্ট লঞ্চ করছে?

উত্তর টা এখানেই। বিগত ২ বছর যাবত ইথেরিয়াম এর ট্রাঞ্জেকশন ফি অনেক বেড়ে গেছে। অপর দিকে বাইনান্স চেইনে এটা অনেক বেশি সাশ্রয়ী।

তো গ্যাস ফি বেড়ে যাওয়ার কারনে সবাই এখন বাইনান্স চেইনে মুভ হচ্ছে এটা সঠিক। কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেই কয়েন যেই চেইনে আছে, তারা সেই চেইনের এড্রেস ই চাইবে।

ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 18, 2021, 06:19:22 AM
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
ভুল। আপনার উচিত এইটা নিয়ে আরো বিস্তারিত জানা।

বাউন্টি মানে হল বিভিন্ন প্রজেক্টের প্রমোশন এর বিনিময়ে রিওয়ার্ড। সে রিওয়ার্ড হতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কিংবা অন্য যে কোন কারেন্সি। এই ফোরামে রিওয়ার্ড হিসেবে দেয় টোকেন/কয়েন। এখন কথা হল বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট কেন BEP20 এড্রেস চায়। এর কারন হচ্ছে বর্তমানে বেশির ভাগ প্রজেক্ট বাইন্যান্স চেইনে লাঞ্চ হচ্ছে যেখানে আগে হত ইথেরিয়াম ব্লকচেইনে। ইথেরিয়াম এর গ্যাস ফি অবশ্যই একটা কারন তবে এখন সব প্রজেক্ট বাইন্যান্স এ টোকেন ক্রিয়েট করে যার কারনে ইথেরিয়াম এড্রেস আর চায় না।
full member
Activity: 1526
Merit: 110
November 17, 2021, 03:24:55 PM
erc20 এর গ্যাস ফি টা কমলে ETH পজিশন অনেক ভালো হবে।
মার্কেটি সব সময় উঠা নামা করে এজন্য সোয়াপ করতে একেক সময় একেক রকম ফি চায়।
বর্তমানে ইথারিয়ামের পজিশন কি খারাপ আছে? অনেক বেশি গ্যাস ফি হলেও এখন পর্যন্ত কোন কয়েন এটিকে তার পজিশন থেকে নড়াতে পারে নাই।
আপনি নিচের লিংক থেকে বিভিন্ন সময় ইথারিয়ামের গ্যাস ফি জানতে পারবেন।
https://etherscan.io/gastracker
Jump to: