ক্রিপ্টো মার্কেট যত আপডেট হচ্ছে আর যত নতুন নতুন টেকনোলজী আসতেছে, তত স্কামিং ও তত বাড়ছে। হ্যকার রা তাদের সিস্টেম নতুন করে বদলাচ্ছে। আমি আজকে এমন কিছুই স্কামিং এর ব্যপারে বলবো, আশা করি সেগুলো আপনাকে ক্রিপ্টো দুনিয়ায় সেফ থাকার জন্য কিছু ধারনা দিবে
•মাঝে মাঝে, আপনি অনেক বিখ্যাত ইউটিউবারের ভিডিওতে অনেক বিজ্ঞাপন দেখতে পারেন (যেমন একটি ফ্রি Arbitrage subscription)। সেই লিঙ্কগুলিতে কখনও ক্লিক করবেন না বা তাদের সাইট বা গ্রুপে এড হবেন না। এতে আপনার স্ক্যমিং হওয়ার সম্ভবনা আছে । উদাহরণ:
https://imgur.com/gallery/JXUCFvDএসব এড থেকে দুরে দুরে থাকবেন
•মাঝে মাঝে, যখন আপনি কোনও ভিডিওতে কমেন্ট করেন,দেখবেন ওই ইউটিউবারের নামে সেম প্রোফাইলের একটা ফেকএকাউন্ট থেকে আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছে। প্রোফাইলটা উপর থেকে মনে হবে মেইন টিউটিউবার রিপ্লাই দিয়েছে কিন্ত আপনি যখন প্রোফাইলের ভিতরে ক্লিক করবেন, আপনি বুঝতে পারবেন এটা ফেক প্রোফাইল,এসব কমন্টের রিপ্লাই দেওয়ারাই হচ্ছে প্রতারক। এরা আপনাকে অনেক গ্রুপ বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে বলবে। কখনও তাদের গ্রুপে যোগদান করবেন না বা তাদের লিঙ্কেও ক্লিক করবেন না। উদাহরণ:
https://imgur.com/YIS8Hpnএসব প্রতারকদের থেকে দুরে থাকবেন
•যখন আপনি ইউটিউবের কোনো ভিডিও তে ক্লিক করেন, মাঝে মাঝে আপনি অনেক ধরনের বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাবেন।বিজ্ঞাপন অনেকটা এই রকম যে, আপনি কিছু ইনভেস্ট করুন, কিছু দিন পর আপনাকে আর ৩/৪* করে ফেরত দিবে। এই স্ক্যামাররা এলন মাস্ক, ভিটালিক বুটারিন এবং আরও অনেক ক্রিপ্টো প্রভাবশালীদের অনেক ফুটেজ ব্যবহার ।
একটা অভিজ্ঞতা সম্পর্কে বলি, যদি তাদের 1 ETH দেন, তাহলে তারা আপনাকে 6 ETH ফেরত আমাকে ফেরত দিবে। মনে রাখবেন, এই ধরণের বিজ্ঞাবন কখনই বিশ্বাস করবেন না। কোন প্রজেক্টের কেউই আপনাকে এত বিনিয়োগ ফেরত দেবে না। সমস্ত ফুটেজ বা ছবি অনেক সেমিনার এবং তথ্যচিত্র থেকে কাট করে বানানো হয়। এই ঠিকানায় কখনো কোনো ধরনের ক্রিপ্টো দিবেন পাঠাবেন না। তারা আপনাকে কোনো রকম কিছু ফেরত দেবে না।
https://imgur.com/gallery/e8IJw43•যদি আমরা ক্রিপ্টোতে থাকি, প্রায় আমাদের অধিকাংশেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং টেলিগ্রাম এখন স্ক্যামারদের প্রধান একটি কেন্দ্র। যদি আপনি সচেতন না থাকেন, তাহলে আপনি সহজেই অন্যদের দ্বারা প্রতারিত হতে পারেন। স্ক্যামারা এখন অনেক নতুন নতুন পথ বের করে, সব সময়ই সচেতন থাকবেন।
কিছু উদাহরণ নিচে দেওয়া হল; আপনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
যখন আপনি আপনার প্রয়োজনে যেকোনো পছন্দের প্রজেক্ট এর গ্রুপে যোগদান করেন, তখন গ্রুপের যখন অ্যাডমিন বা মডারেটরদের সাথে আলোচনা করেন, এর পর থেকেই দেখবেন অনেক স্ক্যামাররা আপনাকে পারসোনাললি মেসেজ দিবে, এমনকি কখনও কখনও গ্রুপ অ্যাডমিনদের মতই হুবাহু মিল রেখে ফেক আইডি আপনাকে আপনার সমস্যাগুলি শেয়ার করার অনুরোধ করে। এরাই স্ক্যামার। অনেক সময় সমস্যা সমাধানের জন্য আপনার আইডি বা পাসওয়ার্ড চাবে তারা অথবা অনেক পারসোনাল ইনফোরমেশন চাইবে। তাদের সাথে আপনি কখনোই আপনার আইডি বা পাসওয়ার্ড বা কোনো কিছুই শেয়ার করবেন না। মনে রাখবেন, অ্যাডমিন বা মডারেটররা কখনোই আপনাকে উপরে থেকে এসে প্রথমে DM করবেন না। এজন্য অনেক সময় আপনি দেখতে পারেন যে অ্যাডমিন বা মডারেটরদের নামগুলি (never dm you first) লেখা থাকে। উদাহরণ:
https://imgur.com/gallery/8ntzAFdআপনি কোনো অপরিচিত এর সাথে কথা বলার সময়ে, তাদের প্রোফাইল বার বার চেক করে নিবেন, আইডি নেম, নিকনেম এগুলো ঠিকঠাক আছে কিনা।
•মাস দুয়েক আগে, Metamask একটি হ্যাকিং হয়েছিল,
হ্যাকাররা Metamask এক্সটেনশনে এমন কিছু বাগ তৈরি করে যাতে যখন কোন ব্যবহারকারী Metamask খুলবে, আপনার লগইন করার জন্য, আপনাকে সিড ফেজ শেয়ার করতে বলে। এসময়ে অনেক ইউজাররাই তাদের সিড ফেজটা শেয়ার করে দেয়। আপনি যদি রেডিট বা অন্য় কোনো নিউজপেপার ফ্লো করে থাকেন, আপনি হয়তো তখন আন্দাজ করতে পারেছেন, কি পরিমান ইউজার তাদের হ্লোডিং হারিয়েছে। আমাদের মত ছোট ছোট অনেক ইউজারা তাদের স্বভ্ল হারিয়েছে। যদিও কিছু মিনিট পরে, মেটামাস্ক এই বাগগুলির জন্য ক্ষমা চায়।
ক্রীপ্টো দুনিয়ায় একটা অলিখিত নিয়ম হচ্ছে কোনো সময়ে ই নিজের ওয়ালেটের সিড ফেজ কাউকে দিতে হয় না। সিড ফেজ শুধুমাত্র নতুন ডিভাইজে লগিন করার সময়ে দিতে হয়, সাবমিট করা লাগে। যদি কোনো কম্পানির মডারেটরও চায় তাও দিতে হয় না।
এখন অনেকে এয়ারড্রপে কাজ করে, এসুযোগে অনেক স্ক্যামাররা অনেক নতুন নতুন প্রজেক্ট তৈরি করে। তারা এরারড্রপের টাস্ক কমপ্লিড করার জন্য, আপনার ওয়ালেটের সিড ফেজ চাইতে পারে, এসব এয়ারড্রপ থেকে ১০০ হাত দুরে থাকবেন।
ক্রিপ্টো একটি বিশাল বড় কুয়া, যার কোন শেষ নেই। স্ক্যামাররা প্রায়ই তাদেরপদ্ধতি আপডেট করে। উপরোক্ত সমস্ত উপায় অতীতে ঘটেছে; আরো আপডেট আসবে। সুতরাং, এসব প্রতারকদের থেকে সাবধান থাকুন। এবং আরেকটি বিষয় যখনই, আপনি এই ধরনের স্প্যাম বা ফিশিং দেখতে পাবেন, সাথে সাথে রিপোর্ট করুন। ইউটিউব হলে তাদের ভিডিও তে, টেলিগ্রাম হলে আইডি রিপোর্ট, যেই প্লাটর্ফমে হোক না কেন, রিপোর্ট করুন। আপনি নিচশই চাইবেন না অন্য কোনো ভাই, ওই স্ক্যামারের কাছে টাকা ধরা খাক। আর বাস্তবে আমি নিজে অনেক বার স্ক্যাম এর শিকার হইছি, আমি চাইয়া অন্য কোনো ভাই এই রকম পরিস্থতিতে পরুক।
এই আর্টিকেলটি
https://www.publish0x.com/saikots-blog/crypto-markets-scams-how-to-get-rid-of-them-with-examples-xknnoql এখানে পাবলিশ ছিলো, আমি ট্রাসলেট এবং আরো আরো কিছু আপডেট করে দিয়েছি।