আমি এখানে একটি টেলিগ্রাম বট সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যা অনেকের কাজে লাগবে।বট-টি করেছেন GreatArkansas
Telegram Bot name : @BitcointalkProjectBot
এই বটে যা রয়েছে@BitcointalkProjectBot যেমন:
- ফরামে আপনার সর্বমোট মেরিট শংখ্যা।
- ১২০ দিনে আপনি কতগুলো মেরিট পেয়েছেন
- আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন তাদের তালিকা।
- যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে তাদের তালিকা।
- যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে না তাদের তালিকা।
- আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন না তাদের তালিকা।
- সাম্প্রতি তোমার মেরিট লেনদেন তালিকা [NEW]
- ...
তুমি এটি ব্যাবহার করো @BitcointalkProjectBot তোমার টেলিগ্রামে এবং সেট UID (এটি তোমার প্রফাইল এর ইউ-আইডি বা যে কারো তা বিটকয়েনট্লাক ফোরাম থেকে)
তুমি যে করো প্রফাইল দেখতে পারো SET UID শুদু তার আইডি সেট করো
- মেরিট আদানপ্রদান - (আপডেট প্রতি সপ্তাহ)
- ১২০ দিনের মেরিট তালিকা-
- সব বিশ্সাসের তথ্য- (আপডেট প্রতি সপ্তাহ)
আমি অরজিনাল পোষ্ট থেকে কিছু অংশ বাংলায় বুঝানোর চেষ্টা করলাম।আর এখানে থেকে বুঝতে না পারলে অরজিনাল পোষ্ট দেখে আসতে পারেন।এই বট সার্ভিস আমাদের অনেক কাজে লাগে।অনেকেই জানি না এর ব্যাপারে।আমি নিজেও ১২০ দিনের মেরিট হিসটরি খুজতে বট-টি পেয়েছি।আমার অনেক উপকার হয়েছে আসা করি অনেকের উপকার আসবে।
translation from/Original post= [TELEGRAM BOT] Merit, Trust List, etc. [INFORMATION]]