Author

Topic: বাংলা (Bengali) - page 362. (Read 5705409 times)

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 17, 2021, 02:25:29 AM
translation from/Original post= [TELEGRAM BOT] Merit, Trust List, etc. [INFORMATION]]


আমি এখানে একটি টেলিগ্রাম বট সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যা অনেকের কাজে লাগবে।বট-টি করেছেন GreatArkansas

Telegram Bot name : @BitcointalkProjectBot


এই বটে যা রয়েছে@BitcointalkProjectBot যেমন:
  • ফরামে আপনার সর্বমোট মেরিট শংখ্যা।
  • ১২০ দিনে আপনি কতগুলো মেরিট পেয়েছেন
  • আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন তাদের তালিকা।
  • যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে তাদের তালিকা।
  • যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে না তাদের তালিকা।
  • আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন না তাদের তালিকা।
  • সাম্প্রতি তোমার মেরিট লেনদেন তালিকা [NEW]
  • ...



তুমি এটি ব্যাবহার করো @BitcointalkProjectBot তোমার টেলিগ্রামে  এবং সেট UID (এটি তোমার প্রফাইল এর ইউ-আইডি বা যে কারো তা বিটকয়েনট্লাক ফোরাম থেকে)
তুমি যে করো প্রফাইল দেখতে পারো SET UID শুদু তার আইডি সেট করো



  • মেরিট আদানপ্রদান   - (আপডেট প্রতি সপ্তাহ)
  • ১২০ দিনের মেরিট তালিকা-
  • সব বিশ্সাসের তথ্য- (আপডেট প্রতি সপ্তাহ)

আমি অরজিনাল পোষ্ট থেকে কিছু অংশ বাংলায় বুঝানোর চেষ্টা করলাম।আর এখানে থেকে বুঝতে না পারলে অরজিনাল পোষ্ট দেখে আসতে পারেন।এই বট সার্ভিস আমাদের অনেক কাজে লাগে।অনেকেই জানি না এর ব্যাপারে।আমি নিজেও ১২০ দিনের মেরিট হিসটরি খুজতে বট-টি পেয়েছি।আমার অনেক উপকার হয়েছে আসা করি অনেকের উপকার আসবে।



translation from/Original post= [TELEGRAM BOT] Merit, Trust List, etc. [INFORMATION]]
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 16, 2021, 01:15:16 PM
আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড  ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে? Huh
বিভিন্ন exchange এর API দিয়ে rate, volume এগুলোকে সাধারণতঃ cURL এর মাধ্যমে টানা হয়। Blockchain developer এর এখানে কোনো ভূমিকা নেই। Coin/Token creation এ মূলতঃ blockchain developer লাগে।



how to unbanned a account please assist me in this case
Temporary ban না Permanent ban?
newbie
Activity: 336
Merit: 0
September 16, 2021, 11:41:49 AM
how to unbanned a account please assist me in this case
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 16, 2021, 05:12:55 AM
পরিচিত কয়েক জনকে দেখছি রোবট দিয়ে বিন্যান্সে ট্রেডিং করতেছে। রোবটটি কিনতে ১৫০ ডলার লাগে এবং কাউকে রেফার করলে ৪০ ডলার পাই। এই রোবট দিয়ে ট্রেডিং করা কতটা রিস্কমুক্ত বড় ভাইদের মতামত আসা করছি

আপনি চাইলে Bituniverse ব্যবহার করে Grid Trading করতে পারেন, যেটিতে কোনো ধরনের ব্যয় করতে লাগে নাহ। আর যদি আপনার পরিচিতজন আপনাকে বলে যে, সেই রোবট/বটটি আপনাকে প্রফিট নিয়ে এসে দিবে, আপনাকে কোনো ধরনের বিশ্লেষণ করতে লাগবে নাহ। তাহলে ওসব রোবট/বট শুরুতে কাজ করবে এবং যখন আপনি অনেক বড় অর্থ ট্রেডিং এর জন্য ডিপোজিট করবেন, তখন সবগুলো ক্ষতির দিকে নিয়ে যাবে। তাই নিজের বিশ্লেষণ করেন এবং Bituniverse ব্যবহার করে Grid Trading করতে পারেন।


কয়েকদিন আগে আমার এক  বন্ধুর কাছে শুনি তাদের এলাকায় নাকি এক কোম্পানি এসেছে যেখানে তারা একবার ১০ হাজার টাকা ইনভেস্ট করলেই শুধুমাত্র মোবাইল এ এড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবে। প্রতিদিন সকালে ৮ মিনিট এর এড দেখেই নাকি প্রতিদিন ৫০০-৬০০ টাকার মতো ইনকাম হয়। এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?

ওইসব হলো MLM/Multi Level Marketing ওয়েবসাইট এবং সব সাইটে স্ক্যাম। আর নিজেই নিজেকে প্রশ্ন করেন, কোম্পানি এড দেখার জন্য যদি পেমেন্ট করে, তাহলে বিনিয়োগ আপনাকে কেন করতে লাগবে ? আশা করে উত্তর পেয়ে যাবেন এবং এড দেখে যদি এতই ইনকাম করা যাইতো, তাহলে সবাই বিল গেইটস হয়ে যেত।


জানি বিষয় টা বিটকয়েন এর সাথে রিলেটেড কিন্তু ওভারঅল প্রসেস টা কিভাবে হয় ?

বিষয়টি কখনোই বিটকয়েনে রিলেটেড নাহ। সেসব স্ক্যামাররা বিকটয়েনকে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। কারণ যদি তারা বিকাশ/রকেট/নগদ/ব্যাংক লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতো, তাহলে সরকারের নজরে আসতো এবং তাদের লেনদেনের একাউন্টগুলো বন্ধ করে দিত। কারণ আবাল বাঙালিরা ওইসব ফালতু ওয়েবসাইটে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে, অল্পতে বড়লোক হওয়ার ধান্দায়। তাই কোনোভাবেই সেটি বিটকয়েনের সাথে সম্পর্কিত নয়।


অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে। হয়তো হতে পারে এটাও কোন ধরনের ফ্রিল্যান্সিং।

ওটি কখনোই ফ্রিল্যান্সিং নয়, কারণ ততোক্ষণ পর্যন্ত কেউ নিজেকে ফ্রিল্যান্সার বলতে পারবে নাহ, যতক্ষণ পর্যন্ত নাহ সে দক্ষতাভিত্তিক কোনো কাজ করে ইনকাম করতেছে। তবে সেটি আউটসোর্সিং বলা যায় এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে আকাশ-পাতাল তফাত আছে। তাই অনেকেই বিষয়টি নাহ জেনে সকল প্রকার আউটসোর্সিংকে ফ্রিল্যান্সিং বলে থাকে। আর MLM এ কাজ করা ভন্ডামি ছাড়াই কিছু নাহ এবং এটি থেকে সকলকে দূরে থাকা উচিত।

newbie
Activity: 63
Merit: 0
September 16, 2021, 03:08:55 AM
খুব ভালো  লাগছে বাংলা দেখে এমন একটা যায়গায়। আমরা বাংলালিরাও অনেক এগিয়ে যাব এই সেক্টরে ✌️।
newbie
Activity: 364
Merit: 0
September 15, 2021, 08:33:39 AM
বিষয় টা সত্যি গুরুত্তপুরন। আশা করি এইরকম অনেক তত্ত দিয়ে আমাদের মত, না জানাদের হেল্প করবেন। ধন্যবনবা
full member
Activity: 367
Merit: 136
September 14, 2021, 01:12:55 PM
Quote from: Little Mouse link=topic=631891.msg57936051#msg57936051 date=16316306
[/quote
ভালো হত যদি আপনি আরো বেশি বিস্তারিত লিখতেন এই ব্যাপারে। যেমন, এই স্লিপেজ টলারেঞ্জ টা আসলে কি রেফার করছে, এইটা বাড়ানো কমানোর সাথে সোয়াপ হওয়া কিংবা না হওয়ার সাথে সম্পর্ক কি। এইসব বিস্তারিত লিখলে ভালো হইত। তাহলে আরো ভালো করে বুঝতে পারতাম। আমি খুব বেশি ডেক্স ব্যবহার করি নি। আর প্যানকেক সোয়াপতো কখনো ব্যবহারই করিনি।
আমরা নরমালি জানি যে, ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ভোলাটাইল, হঠাৎ করেই প্রাইজ আপস এবং ডাউন হয়ে যায়। এক্সজেন্স করার সময়ে এই প্রাইজ ভোলাটাইল কমানোর জন্যই এই স্লিপেজ সেট করা হয়। উদাহরন হিসেবে ধরতে পারেন, মনে করেন আপনার কাছে একটা শিট কয়েন আছে যেটা আপনি এখন এক্সজেন্স করতে। এখন এক্সচেঞ্জ করার ঠিক ঐ সময়ে প্রাইজ সাডেনলি ২০% ডাউন হলো, এখন এই লস আটকাতে আপনি স্লিপেজ টলারেঞ্জ ৫% সেট করে রাখেন, তাহলে আপনাকে শো করা রেটের ৫% বেশী প্রাইজ আপ্স, ডাউন হলে, আপনি যে এক্সচেঞ্জটা করতে চাচ্ছিলেন ওইটা আর সম্পন্ন হবে না।
https://imgur.com/GrviGnJ
আপনি এই পিকেই দেখতে পারেন আপনি ধরেন ৫০ উএসডিটি দিয়ে ০.১৬৯৬৫ এর মত বিএনবি নিচ্ছেন; যার স্লিপেজ সেট করা ৬%, এখন  বিএনবির প্রাইজ হঠাত করে এক্সচেজ করার ঠিক ঐ সময়ে ৬% চেঞ্জ হয়ে গেলো। তখন আর এ এক্সচেন্স আর হবে না।  আপনাকে আবার পুনরায় চেষ্টা করতে হবে। এর জন্য অনেক সময়ে দেখবেন, মার্কেটে আসা নিউ টোকেন অথবা শিট টোকেন গুলো এক্সচেঞ্জ করার সময় স্লিপেজ টোলারেঞ্জ ১০/১৫% সেট করে রাখতে বলে। যেন, প্রাইজ ভোলাটাইলে হলে আপনাকে শো করা রেটের বেশি তারতম্য না হয়। ক্রিপ্টো মার্কেট ভোলাটাইল এর জন্য এই রকম পদ্ধতি গ্রহন করা হয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 14, 2021, 09:44:18 AM
স্লিপেজ টলারেন্জ সেটিং
ভালো হত যদি আপনি আরো বেশি বিস্তারিত লিখতেন এই ব্যাপারে। যেমন, এই স্লিপেজ টলারেঞ্জ টা আসলে কি রেফার করছে, এইটা বাড়ানো কমানোর সাথে সোয়াপ হওয়া কিংবা না হওয়ার সাথে সম্পর্ক কি। এইসব বিস্তারিত লিখলে ভালো হইত। তাহলে আরো ভালো করে বুঝতে পারতাম। আমি খুব বেশি ডেক্স ব্যবহার করি নি। আর প্যানকেক সোয়াপতো কখনো ব্যবহারই করিনি।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 14, 2021, 09:20:43 AM
আাসসালামুআলাইকুম ভাইয়ারা আমি নতুন আমাকে একটু হেল্প করবেন??

নতুন ইউজার হিসেবে আপনাকে এই ফোরামে স্বাগতম। আসলে ক্রিপ্টোতে এগিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই ক্রিপ্টো সম্পর্কে আরো ভালো জানার চেষ্টা করতে হবে। আর এই ফোরামে অনেক প্রশ্ন - উত্তর এবং সিনিয়র ভাইদের অনেক ভালো শিক্ষামূলক পোস্ট রয়েছে।
তাই আমি মনে করছি, আপনার এই ফোরামে প্রচুর পরিমান সময় দেওয়া উচিত তাহলেই ক্রিপ্টো সম্পর্কে জানতে পারবেন। আর এটা বন্ধুন্তপূর্ণ ফোরাম হেল্প চাইলেও পাবেন কোন সমস্যা নেই।  
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 13, 2021, 01:10:46 PM

আমরা ওনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। ট্রাস্ট ওয়ালেট থেকে পাংকেকসুয়াপ এক্সচেন্জ ব্যাবহার করার সময় আমাদের ওয়ালেটে এক্সচেন্জ ফি থাকা সত্যেও অনেক সময় সুয়াপ হয়না।আমাদের ছবি এর মত একটি মেসেস দেখায়।আমরা ওনেকেই জানি না এমন হলে কিভাবে সুয়াপ করবো।তাহলে দেখে নেই কিভাবে সুয়াপ করা যায়-
আমাদের প্রথমে সুয়াপ করতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে উপড়ে থাকা সেটিংস এ গিয়ে স্লিপেজ টলারেন্জ যা থাকবে তা বাড়িয়ে দেবো।যদি বাড়ানোর পরও না হয় তাহলে আবার আরো বাড়িয়ে দেবো।এমন ভাবে যতবার না হবে বাড়াতে থাকবো।তাহলে হয়ে যাবে।
স্লিপেজ টলারেন্জ সেটিং

full member
Activity: 367
Merit: 136
September 13, 2021, 12:35:35 AM
আপনার ফ্রেন্ডকে কে থ্রেট দিচ্ছে? পুলিশ? আমার মনে হয় না পুলিশ। পুলিশ হলে গ্রেফতার করত। কিন্তু এইখানে আমার মনে হচ্ছে কেউ আপনার ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল।
হতে পারে, কিন্ত তার বিরুদ্ধে ভুল অভিযোগ দিয়েছিলো কেউ। অভিযোগটা এমন ছিলো যে, সে দেশের টাকা বাইরে পাচার করতেছে।
যেহেতু কারো এই ব্যাপারে তেমন কারো ধারনা নেই, তাই বাজেয়াপ্ত করা বিটিসি কিংবা ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে তেমন কেউ কথা বলে না।
সব কিছুই মনে হচ্ছে এখন ঘোলাসা। কিন্ত এটা ঠিক, আজ পযন্ত কোনো খরব পাইনি যেখানে বলা আছে, অভিযোগ বাদে কাঊ কে ধরা হয়েছে, ওইসব ব্যাপারে কিছু ডিটেলস পাওয়া যায়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 12, 2021, 11:12:54 AM
কিন্ত ভাই অনেকরেই দেখতেছি গ্রুপ খুলে অপেনলি কাজ করতেছে। আবার অন্য দিকে দেখি আমার এক ফ্রেন্ড রে ডাইরেক্ট থ্রেড দিচ্ছে, ক্রিপ্টো থেকে সরে আসা জন্য (যদিও টাড় বিরুদ্ধে একটা ভুল অভিযোগ করছিলো, কিন্ত ওই অভিযোগ উঠিয়ে নেওয়ার পর ও সেম ভাবে হয়রানী করা হয়) ওর কথায় পুলিশ তারে এমন ভাবে ট্রিট করে যেনো সে মনে হয় টেরোরিস্ট। (একটা উদাহরন ছিলো)
বাংলাদেশ পুলিশ যেখানে, মডারেট লিগ্যাল করার আবহান দেয় https://www.tbsnews.net/bangladesh/owning-trading-cryptocurrency-not-crime-bangladesh-bank-279709
, কিন্ত সেখানে ২ দিন পর সিয়াইডির চাপে কথা ফেরত নেয়, ট্রান্সপারেন্ট হওয়ার দুরের কথা ভাই, পুরো ব্যপার টাই তারা ঘোলাসা করে রাখে।
আপনার ফ্রেন্ডকে কে থ্রেট দিচ্ছে? পুলিশ? আমার মনে হয় না পুলিশ। পুলিশ হলে গ্রেফতার করত। কিন্তু এইখানে আমার মনে হচ্ছে কেউ আপনার ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি মানেই ডার্কওয়েবের কারেন্সি মনে করা হয়। শতকরা ৯০+% মানুষের চিন্তাভাবনা এইরকম।
যেহেতু কারো এই ব্যাপারে তেমন কারো ধারনা নেই, তাই বাজেয়াপ্ত করা বিটিসি কিংবা ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে তেমন কেউ কথা বলে না।
full member
Activity: 367
Merit: 136
September 12, 2021, 03:45:51 AM
আসসালামুআলাইকুম সিনিয়র ভাই এরা আশা করি সবাই ভালো আছেন। আমার একটি সমস্যা হয়েছে আশাকরি আপনারাও সমস্যার সমাধান দিতে পারবে। সমস্যাটি হলো আমার কিছু টোকেন আছে সেই টোকেন এর নিচে ডলার শো করে কিন্তু আমি যখন সেই টোকেন swap করে ডলার এ রূপান্তর করতে চাই কিন্তু হয়না। আশা করি সমস্যার সমাধান টা আপনারা বলতে পারবেন।
এখানে কয়েকটা ব্যপার মাথায় রাখলেই হয়। যে টোকেন এক্সচেঞ্জ করবেন,ওই  টোকেনটি লিজিট নাকি। এখন অনেক শিট কয়েন বের হয়েছে, অনেক কয়েন ফেক হয়ে থাকে। যেমনঃ Zepe.io, ABFIN.org (ABFIN),BestAir.io(AIR), BNBW.IO,TheVera.io(VERA), Minereum BSC (MNEB),TheEver.io (EVER) (এসব কয়েন থেকে বিরত থাকবেন, এইগুলা ফিসিং কয়েন। আপনি এটা দিয়ে এক্সচেঞ্জ করতে গেলে ওয়ালেট এর প্রব্লেম হতে পারে) । ফেক কয়েন থাকলে আপনাকে অনেক টাকা দেখাবে কিন্ত এক্সচেঞ্জ করতে গেলে ,হবে না। এসব থেকে যতটা পারেন দুরে থাকবেন, এখন ক্রিপ্টো দুনিয়ার অনেক ধরনের স্ক্যামার বের হইছে।
এরপর ওই এক্সচেঞ্জ এর ম্যধো লিকুইডিটি আছে কিনা। এর পরও যদি না হয় তাহলে স্লিপেজ হাই করে দিবেন যেমন ১০-১৫%। এর মানে আপনি যে দামে এক্সচেঞ্জ করবেন, ওইটুকু এএক্সচেঞ্জ করার সময়ে, ১০%-১৫% এর বেশি প্রাইজ চেঞ্জ হলে সোওয়াপ হবে না।
স্লিপেজ এর ব্যপারে আরো জানতে চাইলে, এইটা পড়তে পারেনঃ https://investmentu.com/what-is-slippage-in-crypto/


full member
Activity: 367
Merit: 136
September 12, 2021, 03:17:03 AM
এই পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ/র‍্যাব গ্রেফতার করেছে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার জন্য। এইটা অত্যন্ত যৌক্তিক যেহেতু সরকার আমাদের দেশে এইটা অবৈধ ঘোষনা করেছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছে নিশ্চয় বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি পাওয়া গিয়েছে। ওইগুলোর কোন হিসাব কেউ কোনদিন দেয়নি এবং কোন সংবাদপত্র ওইগুলো নিয়েও কখনো রিপোর্টও করেনি। এই তথ্যগুলো কি ট্রান্সপারেন্ট হওয়া উচিত নয়? আপনাদেত কি মতামত?
কিন্ত ভাই অনেকরেই দেখতেছি গ্রুপ খুলে অপেনলি কাজ করতেছে। আবার অন্য দিকে দেখি আমার এক ফ্রেন্ড রে ডাইরেক্ট থ্রেড দিচ্ছে, ক্রিপ্টো থেকে সরে আসা জন্য (যদিও টাড় বিরুদ্ধে একটা ভুল অভিযোগ করছিলো, কিন্ত ওই অভিযোগ উঠিয়ে নেওয়ার পর ও সেম ভাবে হয়রানী করা হয়) ওর কথায় পুলিশ তারে এমন ভাবে ট্রিট করে যেনো সে মনে হয় টেরোরিস্ট। (একটা উদাহরন ছিলো)
বাংলাদেশ পুলিশ যেখানে, মডারেট লিগ্যাল করার আবহান দেয় https://www.tbsnews.net/bangladesh/owning-trading-cryptocurrency-not-crime-bangladesh-bank-279709
, কিন্ত সেখানে ২ দিন পর সিয়াইডির চাপে কথা ফেরত নেয়, ট্রান্সপারেন্ট হওয়ার দুরের কথা ভাই, পুরো ব্যপার টাই তারা ঘোলাসা করে রাখে।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 10, 2021, 12:10:46 PM
এই পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ/র‍্যাব গ্রেফতার করেছে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার জন্য। এইটা অত্যন্ত যৌক্তিক যেহেতু সরকার আমাদের দেশে এইটা অবৈধ ঘোষনা করেছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছে নিশ্চয় বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি পাওয়া গিয়েছে। ওইগুলোর কোন হিসাব কেউ কোনদিন দেয়নি এবং কোন সংবাদপত্র ওইগুলো নিয়েও কখনো রিপোর্টও করেনি। এই তথ্যগুলো কি ট্রান্সপারেন্ট হওয়া উচিত নয়? আপনাদেত কি মতামত?
হতে পাড়ে যাদের গ্রেফতার করেছে তারা নাম মাত্র ব্যাবহারকারি।দেশে যেনো কোন প্রকার বড়ো বিনিয়োগ না হয় সেটা রুখতেও এই কাজ করতে পারে সরকার।যাদের গ্রফতার করা হয় তাদের শুধু গেফতার করার দিনটিতে নিউজ করা হয়।তারপড়ে তাদের আর কখনো নিউজ হয় না।কোন অ্যামাউন্ট ও উল্লেখ হয় না।আসলে ব্যাপারটা ভাবার বিষয়।তবে সরকারের অনেক লোক বিটকয়েনের সাথে যুক্ত আমার ধারনা।না হলে বাংলাদেশের এ্যাক্সচেন্জ গুলো আগে ট্যাগ করতো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 10, 2021, 11:42:35 AM
এই পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ/র‍্যাব গ্রেফতার করেছে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার জন্য। এইটা অত্যন্ত যৌক্তিক যেহেতু সরকার আমাদের দেশে এইটা অবৈধ ঘোষনা করেছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। যাদেরকে গ্রেফতার করেছে তাদের কাছে নিশ্চয় বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি পাওয়া গিয়েছে। ওইগুলোর কোন হিসাব কেউ কোনদিন দেয়নি এবং কোন সংবাদপত্র ওইগুলো নিয়েও কখনো রিপোর্টও করেনি। এই তথ্যগুলো কি ট্রান্সপারেন্ট হওয়া উচিত নয়? আপনাদেত কি মতামত?
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 09, 2021, 12:17:41 AM
শুরুর দিকে কিছু পেমেন্ট দিয়ে মানুষকে প্রভাবিত করে। তারপর যখন অনেকেই বিশ্বাস করে, তখন লাপাত্তা হয়ে যায় অনেকের টাকা নিয়ে। এইরকম সাইট থেকে দূরে থাকাই শ্রেয়।
হ্যা আমি এই রকম অনেক সাইট পেয়েছিলাম।আমি একটা সাইটে ইনভেস্ট করার সিন্ধান্ত নিয়েছিলাম।যেদিন ভেবেছি ইনভেস্ট করবো তার ৩/৪ দিন পরেই তাদের সার্ভার বন্ধ।বর্তমানে আবার  একটি চলছে বাংলাদেশে জানিনা এটা আবার কেমন হবে।অনেকেই অনেক ইনভেস্ট করছে।দয়া করে কেউ এই রকম সাইট ইনভেস্ট করার আগে ভাবুন।যেনো ক্ষতির সম্মুখে না পড়েন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 08, 2021, 11:11:35 PM
কয়েকদিন আগে আমার এক  বন্ধুর কাছে শুনি তাদের এলাকায় নাকি এক কোম্পানি এসেছে যেখানে তারা একবার ১০ হাজার টাকা ইনভেস্ট করলেই শুধুমাত্র মোবাইল এ এড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবে। প্রতিদিন সকালে ৮ মিনিট এর এড দেখেই নাকি প্রতিদিন ৫০০-৬০০ টাকার মতো ইনকাম হয়। ১.৫-২ মাস পরেই কোম্পানি গায়েব হয়ে যায়। যারা প্রথমদিকে ইনভেস্ট করে তাদের টাকা উঠে যাই কিন্তু যারা শেষের দিকে শুরু করে তারা ধরা খায়। জানি বিষয় টা বিটকয়েন এর সাথে রিলেটেড কিন্তু ওভারঅল প্রসেস টা কিভাবে হয় ? এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?
এইটা টোটালি স্ক্যাম। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির সাথে কোনভাবেই সম্পৃক্ত না এইটা। স্ক্যামার সাইট বিল্ড করে, শুরু দিকে কিছু পেমেন্ট দিয়ে মানুষকে প্রভাবিত করে। তারপর যখন অনেকেই বিশ্বাস করে, তখন লাপাত্তা হয়ে যায় অনেকের টাকা নিয়ে। এইরকম সাইট থেকে দূরে থাকাই শ্রেয়।
full member
Activity: 1526
Merit: 110
September 08, 2021, 07:55:35 PM
এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?
অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে। হয়তো হতে পারে এটাও কোন ধরনের ফ্রিল্যান্সিং।আপনার বন্ধুর কাছ থেকে এই বিষয়ে আরো ডিটেইলস জানতে পারেন।

আমার মনে হয় এ ধরনের কোম্পানি মানুষের সাথে প্রতারনা করার জন্যই আসে।যেমন যারা প্রথমে ইনভেস্ট করেছিল তারা দু একজন হয়তো তাদের টাকা তুলতে পেরেছে। কিন্তু তাদের দেখে যারা পরে ইনভেস্ট করেছে তাদের টাকা নিয়ে পালিয়ে যাবাই হয়তো কোম্পানির উদ্দেশ্য। আর এটাই তাদের লাভ।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 08, 2021, 06:32:24 PM
বিষয়টা বিটকয়েন এর সাথে রিলেটেড
আপনার দেয়া তথ্য অনূসারে কখনই বিটকয়েন রিরেটেট না।শুধু ইনভেস্ট বলেই যে বিটকয়েন রিলেটেট সেটা আপনি বলতে পারেন না।বিটকয়েন হলো একটি ভার্চুয়াল কারেন্সি।যাকে ধরা যায় না কিন্তু উপভোগ করা যায়।বিটকয়েনে আপনি ইনভেস্ট করলে সেটা ধংশ হবেনা।বিটকয়েন ২০০৯ সালে থেকে চালু হয়।এমনকি কয়েক রাষ্টে এখন এটি প্রচলিত মুদ্রা।তাই আপনার বলা কম্পানির সাথে এটি একদমই তুছ্য।আগে বিটকয়েনকে জানুন প্রিয় ভাই
Jump to: