Author

Topic: বাংলা (Bengali) - page 361. (Read 5704949 times)

jr. member
Activity: 77
Merit: 3
September 24, 2021, 07:09:03 AM


আপনি ফোরামের একজন সম্মানিত সদস্য।আপনি পূনরায় ফোরামের নিয়ম গুলো পড়ে নিবেন।কোন বড়ো টপিক কুয়াইট করার সময় ছোট করে করবেন এতে দেখতে সুন্দর হয়।বিশেষ করে একটু পড়ার দিকে মনোযোগ দিবেন। ফ্যাক টোকেন কয়েক পেজ আগে পোষ্ট করা হয়েছে।দেখে নিতে পারতেন।আবার আপনি একই পোষ্ট দুই বার কুয়াইট করেছেন? ভাই খারাপ কিছু মনে নিবেন না,নিজেকে সুন্দর করুন আশেপাসে সব সুন্দর হয়ে যাবে। আপনি যদি কোন কিছু ফোরামে খুজে না পান তাহলে গুগল ব্যাবহার করুন।না পেলে /বুঝতে না পারলে এখানে প্রশ্ন করুন অনেক বড়ো ভাই এখানে সাহায্য করে থাকবে।

ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে। অবশ্যই সিনিয়রদের কাজ নতুনদেরকে  নিয়ম জানিয়ে দাওয়া আর যদি সিনিয়ররাই নিয়ম না মানে তাহলে নতুনদেরকে কেমনে জানাবে। যেখানে নতুনরা ভুল করবে সেখানে সিনিয়রাই ভুল করে। কিছু কিছু সিনিয়র মেম্বারদের জন্য সব সিনিয়র মেম্বারদের বদনাম হয়।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
September 22, 2021, 11:47:52 AM


আপনি ফোরামের একজন সম্মানিত সদস্য।আপনি পূনরায় ফোরামের নিয়ম গুলো পড়ে নিবেন।কোন বড়ো টপিক কুয়াইট করার সময় ছোট করে করবেন এতে দেখতে সুন্দর হয়।বিশেষ করে একটু পড়ার দিকে মনোযোগ দিবেন। ফ্যাক টোকেন কয়েক পেজ আগে পোষ্ট করা হয়েছে।দেখে নিতে পারতেন।আবার আপনি একই পোষ্ট দুই বার কুয়াইট করেছেন? ভাই খারাপ কিছু মনে নিবেন না,নিজেকে সুন্দর করুন আশেপাসে সব সুন্দর হয়ে যাবে। আপনি যদি কোন কিছু ফোরামে খুজে না পান তাহলে গুগল ব্যাবহার করুন।না পেলে /বুঝতে না পারলে এখানে প্রশ্ন করুন অনেক বড়ো ভাই এখানে সাহায্য করে থাকবে।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 22, 2021, 09:02:06 AM
ভাই আসলে কিছু টোকেন রয়েছে যেগুলো কখনও সোয়াপ হবে না এবং কোন এক্সচেঞ্জারে ট্রান্সফারও হবে না।
যেমন -
-MNEB
-Zepe.io
-EVER
-VERA
-ABFIN
-AABEK Etc...
টোকেন গুলো মূলত ফ্যাক টোকেন।
[/quote]

ভাই Musk token সুয়াপ করা যাবে।
[/quote]
হে ভাই  MUSK টোকেন সম্পর্কে আমিও কিছুটা জেনেছি। এটি সোয়াপ করা যাবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর। এই টোকেন আমার কাছেও রয়েছে। একটা এয়ার্ড্রপ ক্যাম্পেইন থেকে এই MUSK টোকেন গুলো পেয়েছিলাম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 21, 2021, 10:51:10 PM
হান্টারদের এই ক্ষুদ্র ব্যালেন্সটাও কি গ্রেফতার হওয়ার কারন হয়ে দাড়াতে পারে.?
যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সি লেনদেন অপরাধ, এইটা অপরাধই। ছোট হোক কিংবা বড়। তবে আমার মনে হয় না র‍্যাব কিংবা পুলিশ এইরকম ছোট এমাউন্টের পিছনে দৌড়াবে। তাছাড়া এ পর্যন্ত যতগুলো কেজ আমরা দেখেছি সবগুলোর পিছনেই অন্য অপরাধ ছিল। যেমন- হ্যাকিং, ফ্রড ইত্যাদি। তাই আমার মনে হয় না এইটা নিয়ে ভাবার কোন কারণ রয়েছে।
full member
Activity: 1526
Merit: 110
September 21, 2021, 12:20:02 PM
@tokyohd ভাই আপনি একই সারিতে পর পর তিনটা পোস্ট করেছেন যেটা ফোরামের নিয়ম বহির্ভূত। আপনি নিচের টপিকের ৩২ নম্বর নিয়মটা একটু পড়ে দেখতে পারেন।
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ

সিগনেচারের পোস্টের কোটা পুরণ করার জন্যই হয়তো আপনি এটা করেছেন। কিন্তু এটা করা ঠিক না। একসাথে সব পোস্ট না করে প্রতিদিন এখানে পোস্ট করেন।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 21, 2021, 11:10:49 AM

আমরা ওনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। ট্রাস্ট ওয়ালেট থেকে পাংকেকসুয়াপ এক্সচেন্জ ব্যাবহার করার সময় আমাদের ওয়ালেটে এক্সচেন্জ ফি থাকা সত্যেও অনেক সময় সুয়াপ হয়না।আমাদের ছবি এর মত একটি মেসেস দেখায়।আমরা ওনেকেই জানি না এমন হলে কিভাবে সুয়াপ করবো।তাহলে দেখে নেই কিভাবে সুয়াপ করা যায়-
আমাদের প্রথমে সুয়াপ করতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে উপড়ে থাকা সেটিংস এ গিয়ে স্লিপেজ টলারেন্জ যা থাকবে তা বাড়িয়ে দেবো।যদি বাড়ানোর পরও না হয় তাহলে আবার আরো বাড়িয়ে দেবো।এমন ভাবে যতবার না হবে বাড়াতে থাকবো।তাহলে হয়ে যাবে।
স্লিপেজ টলারেন্জ সেটিং


আপনি যা বলছে সেই নিয়মে অনেকবার চেষ্টা করছি তাও হয় না।

ভাই আসলে কিছু টোকেন রয়েছে যেগুলো কখনও সোয়াপ হবে না এবং কোন এক্সচেঞ্জারে ট্রান্সফারও হবে না।
যেমন -
-MNEB
-Zepe.io
-EVER
-VERA
-ABFIN
-AABEK Etc...
টোকেন গুলো মূলত ফ্যাক টোকেন।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 21, 2021, 10:29:12 AM

আমরা ওনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। ট্রাস্ট ওয়ালেট থেকে পাংকেকসুয়াপ এক্সচেন্জ ব্যাবহার করার সময় আমাদের ওয়ালেটে এক্সচেন্জ ফি থাকা সত্যেও অনেক সময় সুয়াপ হয়না।আমাদের ছবি এর মত একটি মেসেস দেখায়।আমরা ওনেকেই জানি না এমন হলে কিভাবে সুয়াপ করবো।তাহলে দেখে নেই কিভাবে সুয়াপ করা যায়-
আমাদের প্রথমে সুয়াপ করতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে উপড়ে থাকা সেটিংস এ গিয়ে স্লিপেজ টলারেন্জ যা থাকবে তা বাড়িয়ে দেবো।যদি বাড়ানোর পরও না হয় তাহলে আবার আরো বাড়িয়ে দেবো।এমন ভাবে যতবার না হবে বাড়াতে থাকবো।তাহলে হয়ে যাবে।
স্লিপেজ টলারেন্জ সেটিং


আপনাকে ধন্যবাদ এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে পানকেক সোয়াপ থেকে সোয়াপ করতে প্রায় অধিকাংশ টোকেন এর ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়। স্লিপেজ টলারেন্স সম্পর্কে মোটামোটি ধারনা পেলাম। তাছাড়া এই পানকেক সোয়াপ থেকে সোয়াপ করতে মাঝে মাঝে "Price impact to high" এই সমস্যাটিও দেখা যায়। এটার ব্যাপারে যদি কিছু বলতেন। তাহলে ভালো হতো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 21, 2021, 02:11:45 AM
full member
Activity: 367
Merit: 136
September 20, 2021, 03:05:51 PM
@wtsimis আপনি অনেক সময় নিয়ে অনেক বড় একটা টপিক অনুবাদ করেছেন। আমাদেরকে পূর্ব থেকেই বিভিন্ন স্ক্যামিং প্রসেস সম্পর্কে সতর্ক করেছেন। আপনার এই অনুবাদটি আরো প্রাঞ্জল হলে ভাল হতো। আমরা যতক্ষন পর্যন্ত লোভের বশবর্তী না হব ততক্ষন পর্যন্ত স্ক্যামার আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না।
অনেকটা ঠিক বলেছেন কিন্ত অনেক সময়ে ভুলে বা নিজের অজান্তেই, হ্যকিং এর শিকার হই। আমারে ইক্টু চোখ,নাক,কান খোলা রাখলেই এসব স্পাম থেকে বাচা সম্ভব।
full member
Activity: 1526
Merit: 110
September 20, 2021, 02:12:52 PM
@wtsimis আপনি অনেক সময় নিয়ে অনেক বড় একটা টপিক অনুবাদ করেছেন। আমাদেরকে পূর্ব থেকেই বিভিন্ন স্ক্যামিং প্রসেস সম্পর্কে সতর্ক করেছেন। আপনার এই অনুবাদটি আরো প্রাঞ্জল হলে ভাল হতো। আমরা যতক্ষন পর্যন্ত লোভের বশবর্তী না হব ততক্ষন পর্যন্ত স্ক্যামার আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না।
A_L
jr. member
Activity: 55
Merit: 3
September 20, 2021, 07:50:47 AM
আপনি অনেকটা গুগল ট্যানসুলেশন ব্যাবহার করেছেন এটা ঠিক হয়নি।আপনার নিজের ভাষায় লিখলে আরো ভালো হতো।আপনি কোডের ন্যায় ট্যানসুলেশন এই ভাবে করে দেন না হলে স্পামিং হতে পারে
Code:
translation from/original post/Re:
 https://www.publish0x.com/saikots-blog/crypto-markets-scams-how-to-get-rid-of-them-with-examples-xknnoql
full member
Activity: 367
Merit: 136
September 19, 2021, 04:30:14 PM
ক্রিপ্টো মার্কেট যত আপডেট হচ্ছে আর যত নতুন নতুন টেকনোলজী আসতেছে, তত স্কামিং ও তত বাড়ছে। হ্যকার রা তাদের সিস্টেম নতুন করে বদলাচ্ছে। আমি আজকে এমন কিছুই স্কামিং এর ব্যপারে বলবো, আশা করি সেগুলো আপনাকে ক্রিপ্টো দুনিয়ায় সেফ থাকার জন্য কিছু ধারনা দিবে
•মাঝে মাঝে, আপনি অনেক বিখ্যাত ইউটিউবারের ভিডিওতে অনেক বিজ্ঞাপন দেখতে পারেন (যেমন একটি ফ্রি Arbitrage subscription)। সেই লিঙ্কগুলিতে কখনও ক্লিক করবেন না বা তাদের সাইট বা গ্রুপে এড হবেন না। এতে আপনার স্ক্যমিং হওয়ার সম্ভবনা আছে । উদাহরণ:
https://imgur.com/gallery/JXUCFvD
এসব এড থেকে দুরে দুরে থাকবেন

•মাঝে মাঝে, যখন আপনি কোনও ভিডিওতে কমেন্ট করেন,দেখবেন ওই ইউটিউবারের নামে সেম প্রোফাইলের একটা ফেকএকাউন্ট থেকে আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছে। প্রোফাইলটা উপর থেকে মনে হবে মেইন টিউটিউবার রিপ্লাই দিয়েছে কিন্ত আপনি যখন প্রোফাইলের ভিতরে ক্লিক করবেন, আপনি বুঝতে পারবেন এটা ফেক প্রোফাইল,এসব কমন্টের রিপ্লাই দেওয়ারাই হচ্ছে প্রতারক। এরা আপনাকে অনেক গ্রুপ বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে বলবে। কখনও তাদের গ্রুপে যোগদান করবেন না বা তাদের লিঙ্কেও ক্লিক করবেন না। উদাহরণ:
https://imgur.com/YIS8Hpn
এসব প্রতারকদের থেকে দুরে থাকবেন

•যখন আপনি ইউটিউবের কোনো ভিডিও তে ক্লিক করেন, মাঝে মাঝে আপনি অনেক ধরনের বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাবেন।বিজ্ঞাপন অনেকটা এই রকম যে, আপনি কিছু ইনভেস্ট করুন, কিছু দিন পর আপনাকে আর ৩/৪* করে ফেরত দিবে। এই স্ক্যামাররা এলন মাস্ক, ভিটালিক বুটারিন এবং আরও অনেক ক্রিপ্টো প্রভাবশালীদের অনেক ফুটেজ ব্যবহার ।
একটা অভিজ্ঞতা সম্পর্কে বলি, যদি তাদের 1 ETH দেন, তাহলে তারা আপনাকে 6 ETH ফেরত আমাকে ফেরত দিবে। মনে রাখবেন, এই ধরণের বিজ্ঞাবন কখনই বিশ্বাস করবেন না। কোন প্রজেক্টের কেউই আপনাকে এত বিনিয়োগ ফেরত দেবে না। সমস্ত ফুটেজ বা ছবি অনেক সেমিনার এবং তথ্যচিত্র থেকে কাট করে বানানো হয়। এই ঠিকানায় কখনো কোনো ধরনের ক্রিপ্টো দিবেন পাঠাবেন না। তারা আপনাকে কোনো রকম কিছু ফেরত দেবে না।
https://imgur.com/gallery/e8IJw43


•যদি আমরা ক্রিপ্টোতে থাকি, প্রায় আমাদের অধিকাংশেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং টেলিগ্রাম এখন স্ক্যামারদের প্রধান একটি কেন্দ্র। যদি আপনি সচেতন না থাকেন, তাহলে আপনি সহজেই অন্যদের দ্বারা প্রতারিত হতে পারেন। স্ক্যামারা এখন অনেক নতুন নতুন পথ বের করে, সব সময়ই সচেতন থাকবেন।
কিছু উদাহরণ নিচে দেওয়া হল; আপনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
যখন আপনি আপনার প্রয়োজনে যেকোনো পছন্দের প্রজেক্ট এর গ্রুপে যোগদান করেন, তখন গ্রুপের যখন অ্যাডমিন বা মডারেটরদের সাথে আলোচনা করেন, এর পর থেকেই দেখবেন অনেক স্ক্যামাররা আপনাকে পারসোনাললি মেসেজ দিবে, এমনকি কখনও কখনও গ্রুপ অ্যাডমিনদের মতই হুবাহু মিল রেখে ফেক আইডি আপনাকে আপনার সমস্যাগুলি শেয়ার করার অনুরোধ করে। এরাই স্ক্যামার। অনেক সময় সমস্যা সমাধানের জন্য আপনার আইডি বা পাসওয়ার্ড চাবে তারা অথবা অনেক পারসোনাল ইনফোরমেশন চাইবে। তাদের সাথে আপনি কখনোই আপনার আইডি বা পাসওয়ার্ড বা কোনো কিছুই শেয়ার করবেন না। মনে রাখবেন, অ্যাডমিন বা মডারেটররা কখনোই আপনাকে উপরে থেকে এসে প্রথমে DM করবেন না। এজন্য অনেক সময় আপনি দেখতে পারেন যে অ্যাডমিন বা মডারেটরদের নামগুলি (never dm you first) লেখা থাকে। উদাহরণ:
https://imgur.com/gallery/8ntzAFd
আপনি কোনো অপরিচিত এর সাথে কথা বলার সময়ে, তাদের প্রোফাইল বার বার চেক করে নিবেন, আইডি নেম, নিকনেম এগুলো ঠিকঠাক আছে কিনা।

•মাস দুয়েক আগে, Metamask একটি হ্যাকিং হয়েছিল,
হ্যাকাররা Metamask এক্সটেনশনে এমন কিছু বাগ তৈরি করে যাতে যখন কোন ব্যবহারকারী Metamask খুলবে, আপনার লগইন করার জন্য, আপনাকে সিড ফেজ শেয়ার করতে বলে। এসময়ে অনেক ইউজাররাই তাদের সিড ফেজটা শেয়ার করে দেয়। আপনি যদি রেডিট বা অন্য় কোনো নিউজপেপার ফ্লো করে থাকেন, আপনি হয়তো তখন আন্দাজ করতে পারেছেন, কি পরিমান ইউজার তাদের হ্লোডিং হারিয়েছে। আমাদের মত ছোট ছোট অনেক ইউজারা তাদের স্বভ্ল হারিয়েছে। যদিও কিছু মিনিট পরে, মেটামাস্ক এই বাগগুলির জন্য ক্ষমা চায়।
ক্রীপ্টো দুনিয়ায় একটা অলিখিত নিয়ম হচ্ছে কোনো সময়ে ই নিজের ওয়ালেটের সিড ফেজ কাউকে দিতে হয় না। সিড ফেজ শুধুমাত্র নতুন ডিভাইজে লগিন করার সময়ে দিতে হয়, সাবমিট করা লাগে। যদি কোনো কম্পানির মডারেটরও চায় তাও দিতে হয় না।
এখন অনেকে এয়ারড্রপে কাজ করে, এসুযোগে অনেক স্ক্যামাররা অনেক নতুন নতুন প্রজেক্ট তৈরি করে। তারা এরারড্রপের টাস্ক কমপ্লিড করার জন্য, আপনার ওয়ালেটের সিড ফেজ চাইতে পারে, এসব এয়ারড্রপ থেকে ১০০ হাত দুরে থাকবেন।

ক্রিপ্টো একটি বিশাল বড় কুয়া, যার কোন শেষ নেই। স্ক্যামাররা প্রায়ই তাদেরপদ্ধতি আপডেট করে। উপরোক্ত সমস্ত উপায় অতীতে ঘটেছে; আরো আপডেট আসবে। সুতরাং, এসব প্রতারকদের থেকে সাবধান থাকুন। এবং আরেকটি বিষয় যখনই, আপনি এই ধরনের স্প্যাম বা ফিশিং দেখতে পাবেন, সাথে সাথে রিপোর্ট করুন। ইউটিউব হলে তাদের ভিডিও তে, টেলিগ্রাম হলে আইডি রিপোর্ট, যেই প্লাটর্ফমে হোক না কেন, রিপোর্ট করুন। আপনি নিচশই চাইবেন না অন্য কোনো ভাই, ওই স্ক্যামারের কাছে টাকা ধরা খাক। আর বাস্তবে আমি নিজে অনেক বার স্ক্যাম এর শিকার হইছি, আমি চাইয়া অন্য কোনো ভাই এই রকম পরিস্থতিতে পরুক।
এই আর্টিকেলটি https://www.publish0x.com/saikots-blog/crypto-markets-scams-how-to-get-rid-of-them-with-examples-xknnoql এখানে পাবলিশ ছিলো, আমি ট্রাসলেট এবং আরো আরো কিছু আপডেট করে দিয়েছি। 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 19, 2021, 01:51:11 AM

ট্রাস্ট ফিডব্যাক দিতে নির্দিষ্ট কোন রাঙ্ক  এর প্রয়োজন আছে। না কি যে কেউ ট্রাস্ট ফিডব্যাক দিতে পারবে?
যে কেউ দিতে পারবে। কোন র‍্যাংক এর প্রয়োজন নেই। আপনি কি পুরো আর্টিকেলটা পড়েছেন। তাহলে তো বুঝার কথা। যাই হোক, আপনি চাইলেই যে কোন কাউকে ফিডব্যাক দিতে পারবেন তবে সেটা সবাই বাই ডিফল্ট দেখতে পাবে না। ফোরামে শুধু যারা ডিগল্ট ট্রাস্ট মেম্বার তাদের ফিডব্যাক গুলোই সবাই দেখতে পায়। বাকিগুলো প্রোফাইলের ফিডব্যাক পেজে ঢুকলে দেখা যায়। আপনি আর্টিকেলটি ভালো করে পড়ে দেখুন। সব তথ্যই আছে।

আপনি পুরো আর্টিকেলটা কোট কেন করেছেন। এইটা দেখতে একদম বিশ্রী দেখায়।
jr. member
Activity: 501
Merit: 1
September 19, 2021, 01:46:33 AM
jr. member
Activity: 77
Merit: 3
September 18, 2021, 08:30:00 PM
আপনি যা বলছে সেই নিয়মে অনেকবার চেষ্টা করছি তাও হয় না।
আপনার ওয়ালেটে নির্দিষ্ট পরিমান ফি থাকতে হবে।তার পরে আপনার  টলারেন্জ বাড়াতে হবে।আপনি কোন টোকেন সুয়াপ করতে সমস্যা তার নির্দিষ্ট বনর্না দিয়ে যদি পোষ্ট করতেন আরো ভালো হতো।আপনি না বুঝলে আমাকে মেসেস দিতে পারেন- @i_its
Musk টোকেন সুয়াপ করতে সমস্যা হচ্ছে। আপনার কাছে থাকলে সুয়াপ করে দেখাইলে ভালো হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 17, 2021, 09:56:44 PM
  • তুমি কাকে বিশ্বাস হিসাবে গননা করেছো
  • তোমাকে কে বিশ্বাস হিসাবে গননা করেছে
  • কে তোমাকে বিশ্বাস করে না
  • তুমি কাকে বিশ্বাস করো না
এই লেখা গুলোর অনুবাদ ঠিক করে নেবেন। আমি নিচে এই চার লাইনের সঠিক বাংলা দিচ্ছি। যদিও আমার লেখা ডিরেক্ট অনুবাদ না, তবে উনি যা বুঝাতে চেয়েছেন সেটাই লিখছি।

আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন তাদের তালিকা।
যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে তাদের তালিকা।
যারা আপনার ফিডব্যাক বিশ্বাস করে না তাদের তালিকা।
আপনি যাদের ফিডব্যাক বিশ্বাস করেন না তাদের তালিকা।

আপনাকে কোট করা টেক্সটগুলোর পরিবর্তে আমার এই চার লাইন দেন। তাহলে ভালো হবে।
এই বটের বিকল্প হিসেবে TryNinja এর বট ব্যবহার করতে পারেন যেটা আমি নিজে ব্যবহার করছি। তবে উনার টাতে কেউ মেনশন করলে বা মেরিট দিলে নোটিফিকেশন পাবেন।
TryNinja এর বট- https://bitcointalksearch.org/topic/telegram-yet-another-bitcointalk-notification-bot-merits-mentions-topics-5248878
একটা কথা বলি। আশা করি কিছু মনে করবেন না। অনুবাদ (আসলে যে কোন লেখায়) প্রাণ থাকতে হয়। সেটা নিয়ে আসার চেষ্টা করুন। পড়ার সময় যদি মনে হয় এইগুলা স্রেফ টেক্সট, পড়তেও ভালো লাগে না।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 17, 2021, 08:57:18 PM
আপনি যা বলছে সেই নিয়মে অনেকবার চেষ্টা করছি তাও হয় না।
আপনার ওয়ালেটে নির্দিষ্ট পরিমান ফি থাকতে হবে।তার পরে আপনার  টলারেন্জ বাড়াতে হবে।আপনি কোন টোকেন সুয়াপ করতে সমস্যা তার নির্দিষ্ট বনর্না দিয়ে যদি পোষ্ট করতেন আরো ভালো হতো।আপনি না বুঝলে আমাকে মেসেস দিতে পারেন- @i_its
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
September 17, 2021, 08:50:56 PM
আমার BSC অ্যাকাউন্টে অনেক ডাস্ট টোকেন আছে। শুনেছি এটা খুবই বিপজ্জনক। তাদের মুছে ফেলার কোন উপায় আছে কি? যদি কেউ আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে তবে এটি খুব সহায়ক হবে।

ডাস্ট টোকেন বিপজ্জনক না।আপনি ভূল শুনেছেন।আপনি যতক্ষন পর্যন্ত এই ডাস্ট টোকেন সুয়াপ না করবেন এটি আপনার কোন ক্ষতি করবেনা।কিছু হ্যাকাররা এই টোকেন আপনার ওয়ালেটে দিয়ে রাখে।আপনি যদি লোভে পড়ে তাদের টোকেন গুলো সুয়াপ করার সিদ্ধান্ত নেন তখনই এটি বিপজ্জনক।সুয়াপ করলে আপনার ওয়ালেটে থাকা অন্য টোকেন গুলো তারা ঐ সময়ের মথ্যে সরিয়ে নিতে পারে।আপনি আরো বিস্তারিত জানতে - https://bitcointalksearch.org/topic/m.57783406
jr. member
Activity: 77
Merit: 3
September 17, 2021, 08:49:28 PM

আমরা ওনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। ট্রাস্ট ওয়ালেট থেকে পাংকেকসুয়াপ এক্সচেন্জ ব্যাবহার করার সময় আমাদের ওয়ালেটে এক্সচেন্জ ফি থাকা সত্যেও অনেক সময় সুয়াপ হয়না।আমাদের ছবি এর মত একটি মেসেস দেখায়।আমরা ওনেকেই জানি না এমন হলে কিভাবে সুয়াপ করবো।তাহলে দেখে নেই কিভাবে সুয়াপ করা যায়-
আমাদের প্রথমে সুয়াপ করতে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে উপড়ে থাকা সেটিংস এ গিয়ে স্লিপেজ টলারেন্জ যা থাকবে তা বাড়িয়ে দেবো।যদি বাড়ানোর পরও না হয় তাহলে আবার আরো বাড়িয়ে দেবো।এমন ভাবে যতবার না হবে বাড়াতে থাকবো।তাহলে হয়ে যাবে।
স্লিপেজ টলারেন্জ সেটিং


আপনি যা বলছে সেই নিয়মে অনেকবার চেষ্টা করছি তাও হয় না।
sr. member
Activity: 1008
Merit: 366
September 17, 2021, 09:31:33 AM
আমার BSC অ্যাকাউন্টে অনেক ডাস্ট টোকেন আছে। শুনেছি এটা খুবই বিপজ্জনক। তাদের মুছে ফেলার কোন উপায় আছে কি? যদি কেউ আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে তবে এটি খুব সহায়ক হবে।
Jump to: