বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
ভূতের বাড়ি
আপনার অনর্থকযুক্তিতে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। আপনি যথাযথ সাক্ষ্য প্রমাণ দিতে পারবেন বলে আমি মনে করি না। আপনি মিডিয়ার কথা গুলোর উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন করতে পারবেন? আমি মনে করি আপনি নিজেউ জানেন, মিডিয়ায় কি পরিমান মিথ্যা নিউযে লিপ্ত! না তারা আপনি আমার মতো দেশের ভালো কিছু থেকে খারাপ কিছু প্রকাশে এক্টু বেশি সাতসন্দ্য ভোগ করে! তাহলে কেন আপনার এই ধরনের post? কোন কিছু হলেই তার দায় ভার সবাই BNP এর উপর চাপানোর চেষ্টা করে। কোন আগা ঘোরা কিছু না বুঝুই! না আমি কোন দলের সাথে সম্পৃক্ত নেই। আমি নিরপেক্ষ। আমি চাই সুস্থ দেশ পরিচালনা! না বুঝে কোনো দুর্বলের বিরোধিতা না। কিন্তু ভাই আপনি নিজেউ হয়তো জানেন, দেশে আন্তরিকতার চেয়ে ক্ষতির চিন্তা নিয়ে জাপিয়ে পরা মানুষের অভাব নেই!
একটা উদাহরণ দেই আপনাকে! (আপনি কথাটা ধারা আমি সবার মনকে বুঝিয়েছি। দয়া করে মন খারাপ করবেন না)
আমার দেশের মানুষ, অন্য দেশের মানুষের থেকে পিছিয়ে কেনযানেন! নিজেরা নিজেদের ক্ষতি সাধিত করতে পেরে আত্ম তৃপ্তি পায়! যেমন ধরুন আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনার উপর আপনার উপর শ্রদ্ধা রেখে আপনাকে বোঝানোর! কিন্তু আপনি নিজে নিজে ধরে নিবেন যে আমি আপনাকে ছোট করার চেষ্টা করেছি! যার কারনে আপনি আমার ত্রুটি ধরার চেষ্টা করবেন। for example2: AU4 account টির এত বড় সাহস সে সিনিয়র এর tropic Quote করলো এভাবে! আর আপনি চেষ্টা করবেন, AU4 কোন মাল্টিপল সেটা ধরা বলেন r না হলে যে কোন প্রকার ভুল ধরে একাউন্টের এগেনস্টে পোস্ট করা! ( just বুঝালাম! )
মোরালিটিঃ আমাদের ইগো কারনে আমরা সহ আমাদের দেশটা পিছিয়ে নিয়ে যাচ্ছি।