Author

Topic: বাংলা (Bengali) - page 360. (Read 5703970 times)

member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 04, 2021, 01:27:19 PM
কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে।

Yeild Farming শব্দটির সাথে তেমন পরিচিত নই আমি। তবে আপনি যদি স্টেকিং এর কথা বলে থাকেন, তাহলে আমি বলবো স্টেকিংয়ে লাভের চেয়ে ঝুকি অনেক বেশি। কারন টোকেন গুলোকে নির্দিষ্ট সময়ের জন্য লক রাখতে হয়। দেখা যায় টোকেন গুলোর দাম কুমে গেলে বড় ধরনের লস হয়। আর স্টেকিং থেকে যে পরিমান লভ্যাংশ পাওয়া যায় তা যথেষ্ট নয় লসের মোকাবেলা করার জন্য।
আমি মনে করি একটু ব্রেন খাটিয়ে ট্রেড করাই উত্তম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 03, 2021, 08:19:20 AM
আমি কিছু USD invest করতে চাই । কিন্তু ভালো invest site পাইনা।কারো যদি ভালো invest site জানা থাকে তাহলে জানাবেন। ধন্যবাদ
আপনি কিসে বিনিয়োগ করার কথা বলতেছেন। কোন ক্রিপ্টোকারেন্সি তে নাকি অন্য কোন বিনিয়োগ এর কথা বলছেন। ক্রিপ্টোকারেন্সি হলে আপনি বাইন্যান্স, কুকয়েন কিংবা অন্যান্য বিশ্বস্ত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। আর অন্য কোন বিনিয়োগ এর কথা তো আমার জানা নেই। তবে, অতি লাভের আশায় অনেকেই এমএলএম স্কিমে বিনিয়োগ করতে চায় যেটা অনেক রিস্কি।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 03, 2021, 08:12:24 AM

আমি কিছু USD invest করতে চাই । কিন্তু ভালো invest site পাইনা।কারো যদি ভালো invest site জানা থাকে তাহলে জানাবেন। ধন্যবাদ

বিনিয়োগে যেমন প্রফিট রয়েছে তেমন ঝুকিও রয়েছে। আশা করি এ বিষয়ে আপনি অবশ্যই অবগত। হে আপনি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করতে চাইলে, আমি সাজেস্ট করবো, আপনি টপ কয়েকটি এক্সচেন্জার থেকে ভালো কিছু টোকেন ক্রয় করে রেখে দিতে পারেন। যে টোকেন গুলো আপনার কাছে ভালো মনে হবে এবং টোকেন এর ভবিষ্যত উজ্জল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ভালো টোকেন নির্বাচন করার জন্য আপনি Coinmarketcap.com সাইট এর সহায়তা নিতে পারেন। এখানে বিভিন্ন এঙ্গেল থেকে টোকেন গুলো পর্যায়ক্রমে সাজানো রয়েছে।
jr. member
Activity: 77
Merit: 3
October 03, 2021, 05:30:52 AM
আমি কিছু USD invest করতে চাই । কিন্তু ভালো invest site পাইনা।কারো যদি ভালো invest site জানা থাকে তাহলে জানাবেন। ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 01, 2021, 08:46:55 AM
কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে। কিন্ত রিস্ক আর অনেক ক্যলকুলেশন করতে হয়। আপনাদের কি মমে হয়ঃ আল্টকয়েন গুলো বসিয়ে না রেখে yeild farming করলে বেশি লাভ করা যায়।
আর কনটেস্ট এর জন্য মিম সাবমিট করার লাস্ট ডেট কবে?
আমি কখনো করিনি। ইল্ড ফার্মিং এ কি টোকেন/কয়েন নির্দিষ্ট দিনের জন্য লক করে রাখতে হয়? যদি ওইরকম হয় সেক্ষেত্রে অনেক রিস্ক। দাম কমে গেলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে যে। এছাড়াও এইগুলো অনেক রিস্কি। যদিও আমার নিজস্ব অভিজ্ঞতা নেই, আমি অল্টাকয়েন সাব বোর্ডে আলোচনায় অনেককে বলতে দেখেছি রিস্কি। সব কিছু ভালো করে জেনে বুঝে বিনিয়োগ করবেন।
full member
Activity: 367
Merit: 136
October 01, 2021, 06:28:13 AM
কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে। কিন্ত রিস্ক আর অনেক ক্যলকুলেশন করতে হয়। আপনাদের কি মমে হয়ঃ আল্টকয়েন গুলো বসিয়ে না রেখে yeild farming করলে বেশি লাভ করা যায়।
আর কনটেস্ট এর জন্য মিম সাবমিট করার লাস্ট ডেট কবে?
member
Activity: 86
Merit: 21
September 30, 2021, 09:03:02 PM
আমি কাউকে উল্লেখ না করেই একটি কথা বলতেছি, বাঙালিদের অন্য বাঙালি ভাই/বোনের কোনো কথা কখনোই ভালো লাগে না। কেউ যদি অন্যকে ক্ষ্যাত বলে, তখন অন্য বাঙালির মাথায় শুধু একটা চিন্তাই চলে যে বাঙালি ভাই/বোনটি তাকে ক্ষ্যাত বললো কেন এবং তাকে প্রতিউত্তর দিতেই লাগবে। আর অন্যদিকে বিদেশিরা গালি দিলেও কোনো বাঙালির সমস্যা থাকে নাহ অনেক সময়। তাই সকলে যেকোনো বিষয়কে কখনোই নিজের ইগোতে নিয়েন নাহ। আশা করি, এটি পড়ার পর কেউ ভাবেন নাহ যে আমি আপনাকে বাঁশ দিতাছি, কারণ আমি কাউকে উল্লেখ করি নাই। আর যদি কেউ নিজেই নিজের পশ্চাৎপদে বাঁশ নিতে চান, আমার করার কিছু নাই।  Grin



সুদিন আইতাসে ভাই। এইটা দেখেন - https://www.youtube.com/watch?v=oZogIfJBz7M

কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।

আমিও আপনার কিংবা অন্যান্য ব্যবহারকারীদের মতোই খুশি। কিন্তু ইংরেজিতে একটি কথা আছে "Hope for the best and prepare for the worst" আর এই বাক্যটির ভাবার্থ দ্বারা আশা করি বুঝতেই পেরেছেন। আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকা উচিত। কেননা মাননীয় জুনায়েদ স্যার যেমন মাইনিং এর কথা উল্লেখ করেছেন, তেমনি বাংলাদেশের নিজস্ব কারেন্সি চালু করার কথাও বলেছেন, যেটি চীনকে অনুসরণ করার মতো। তবে ভালোর জন্যই অপেক্ষা করতেছি এবং আমি অনেক আগেই বলেছিলাম যে, সুখবর আসবে খুব শীঘ্রই।   Cheesy

বাংলাদেশের পরিবেশে আসলে কে কখন কি যে বলে কারো হুশ থাকেনা মাঝে মধ্যে, একটা সময় দেখা যাবে যে যারা এখন বিটকয়েন এর বিরোধিতা করছে বাংলাদেশে তারাই আবার বিটকয়েন এ ইনভেস্ট করবে প্রচুর পরিমানে, আর আমার কাছে মনে হয় বিটকয়েন এর ব্যাপার টা পুরোটাই পলিটিক্যাল। এখন বাংলাদেশ ব্যাংক এর প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 30, 2021, 03:31:31 AM
কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।
পক্ষান্তরে বাংলাদেশ ব্যাংক-
"বিটকয়েন পরিচালনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাদের কোন নিবন্ধন বা লাইসেন্স নেই।"
কোন যুগে আছি। বিটকয়েন পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে? কাকে রেফার করতেছে? আর বিটকয়েনে যেসব কম্পানি বিনিয়োগ করছে তাদেরই বা লাইসেন্স নেই কে বলেছে বাংলাদেশ ব্যাংককে?
আমি খুব শীঘ্রই ভালো কিছু দেখছি না। তবে এইটাও ঠিক যে ব্যান করে রাখতে পারবে না। একসময় বাধ্য হবে এইটাকে বৈধতা দিতে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 29, 2021, 04:33:07 PM
আমি কাউকে উল্লেখ না করেই একটি কথা বলতেছি, বাঙালিদের অন্য বাঙালি ভাই/বোনের কোনো কথা কখনোই ভালো লাগে না। কেউ যদি অন্যকে ক্ষ্যাত বলে, তখন অন্য বাঙালির মাথায় শুধু একটা চিন্তাই চলে যে বাঙালি ভাই/বোনটি তাকে ক্ষ্যাত বললো কেন এবং তাকে প্রতিউত্তর দিতেই লাগবে। আর অন্যদিকে বিদেশিরা গালি দিলেও কোনো বাঙালির সমস্যা থাকে নাহ অনেক সময়। তাই সকলে যেকোনো বিষয়কে কখনোই নিজের ইগোতে নিয়েন নাহ। আশা করি, এটি পড়ার পর কেউ ভাবেন নাহ যে আমি আপনাকে বাঁশ দিতাছি, কারণ আমি কাউকে উল্লেখ করি নাই। আর যদি কেউ নিজেই নিজের পশ্চাৎপদে বাঁশ নিতে চান, আমার করার কিছু নাই।  Grin



সুদিন আইতাসে ভাই। এইটা দেখেন - https://www.youtube.com/watch?v=oZogIfJBz7M

কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।

আমিও আপনার কিংবা অন্যান্য ব্যবহারকারীদের মতোই খুশি। কিন্তু ইংরেজিতে একটি কথা আছে "Hope for the best and prepare for the worst" আর এই বাক্যটির ভাবার্থ দ্বারা আশা করি বুঝতেই পেরেছেন। আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকা উচিত। কেননা মাননীয় জুনায়েদ স্যার যেমন মাইনিং এর কথা উল্লেখ করেছেন, তেমনি বাংলাদেশের নিজস্ব কারেন্সি চালু করার কথাও বলেছেন, যেটি চীনকে অনুসরণ করার মতো। তবে ভালোর জন্যই অপেক্ষা করতেছি এবং আমি অনেক আগেই বলেছিলাম যে, সুখবর আসবে খুব শীঘ্রই।   Cheesy
member
Activity: 86
Merit: 27
September 29, 2021, 02:11:26 PM
হান্টারদের এই ক্ষুদ্র ব্যালেন্সটাও কি গ্রেফতার হওয়ার কারন হয়ে দাড়াতে পারে.?
যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সি লেনদেন অপরাধ, এইটা অপরাধই। ছোট হোক কিংবা বড়। তবে আমার মনে হয় না র‍্যাব কিংবা পুলিশ এইরকম ছোট এমাউন্টের পিছনে দৌড়াবে। তাছাড়া এ পর্যন্ত যতগুলো কেজ আমরা দেখেছি সবগুলোর পিছনেই অন্য অপরাধ ছিল। যেমন- হ্যাকিং, ফ্রড ইত্যাদি। তাই আমার মনে হয় না এইটা নিয়ে ভাবার কোন কারণ রয়েছে।

সুদিন আইতাসে ভাই। এইটা দেখেন - https://www.youtube.com/watch?v=oZogIfJBz7M

কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 28, 2021, 10:05:58 PM
এখানে অহংকারের কি দেখলেন? একটা বিষয় জানা না থাকলে এখানেতো অবশ্যই জিজ্ঞাসা করা যায় তাই না। আর @Little Mouse ভাইতো সেটার উত্তর দিয়েছেন।
[/quote]
কারো পিছনে পড়ে না থেকে এবং অন্যের দোষ খুজে না বেড়িয়ে, নিজেকে নিয়ে ভাবুন। তাহলে ফোরামের পরিবেষটাও সুন্দর থাকবে এবং আপনিও দ্রুত এগিয়ে যেতে পারবেন। কাউকে পারসোনালি এ্যাটাক করা ফোরামের নিয়মের বাইরে। এটা বোধ হয় আপনি জানেন না। আপনি প্রশ্নটা অন্যভাবেও করতে পারতেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। 
member
Activity: 86
Merit: 21
September 28, 2021, 09:30:44 PM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে একটি প্রশ্ন এই ফর্মে Rank বৃদ্ধি পাওয়ার কারণে কি কোন ইনকাম আছে ?
সরাসরি কোন ইনকাম নেই তবে আপনি চাইলে বিভিন্ন সিগ্নেচার ক্যাম্পেইন কিংবা অন্যান্য ক্যাম্পেইনে জয়েন করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আমি বর্তমানে প্লেবেটার এর সিগ্নেচার ক্যাম্পেইন করে আয় করছি।
তবে আপনার চিন্তা যদি হয় আপনি আয় করার জন্য র‍্যাংক আপ করবেন, তাহলে পথটা অনেক কঠিন হবে।

@Little Mouse আপনি ঠিক বলেছেন যদি সে চিন্তা করে যে শুধুমাত্র আয় করার জন্যে র‍্যাংক বৃদ্ধি করবে তাহলে পথটা আশলেও অনেক কঠিন হবে আর যদি অন্যদেরকে সাহায্য মুলক পোস্ট আর আয় এবং ফরামের উন্নয়নের জন্যে কাজ করে তাহলে হয়তো অনেকটাই সহজ হবে। 
full member
Activity: 1526
Merit: 110
September 28, 2021, 12:47:05 PM
অভিজ্ঞ বলে নিজেকে অহংকারী করে তোলা উচিত নয়।
এখানে অহংকারের কি দেখলেন? একটা বিষয় জানা না থাকলে এখানেতো অবশ্যই জিজ্ঞাসা করা যায় তাই না। আর @Little Mouse ভাইতো সেটার উত্তর দিয়েছেন।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 28, 2021, 05:06:49 AM
একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
ধন্যবাদ ভাই, ফোরামের রুলস সম্পর্কে সতর্ক করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিয়ে আপনি একটু বেশিই চিন্তিত। আরে ভাই সবাই সব বিষয়ে অভিজ্ঞ নয়। সিনিয়র দের যে ভুল হবে না এমন তো নয়। কারো ভুল হলে সেটা নিয়ে উপহাস না করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতেই ফোরামের পরিবেষ সুন্দর থাকবে। অভিজ্ঞ বলে নিজেকে অহংকারী করে তোলা উচিত নয়। আর আমি যতটা জেনেছি, আপনি ভাষা জানলে যে কোন লোকাল বোর্ডেই আলোচনা করতে পারেন। এটি সবার জন্য উন্মুক্ত।   
ঠিক। ভাষা জানা থাকলে যে কেউ যে কোনো board এ post করতে পারেন। এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
September 27, 2021, 11:08:04 AM
একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
[/quote]
ধন্যবাদ ভাই, ফোরামের রুলস সম্পর্কে সতর্ক করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিয়ে আপনি একটু বেশিই চিন্তিত। আরে ভাই সবাই সব বিষয়ে অভিজ্ঞ নয়। সিনিয়র দের যে ভুল হবে না এমন তো নয়। কারো ভুল হলে সেটা নিয়ে উপহাস না করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতেই ফোরামের পরিবেষ সুন্দর থাকবে। অভিজ্ঞ বলে নিজেকে অহংকারী করে তোলা উচিত নয়। আর আমি যতটা জেনেছি, আপনি ভাষা জানলে যে কোন লোকাল বোর্ডেই আলোচনা করতে পারেন। এটি সবার জন্য উন্মুক্ত।   
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 27, 2021, 02:50:12 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে একটি প্রশ্ন এই ফর্মে Rank বৃদ্ধি পাওয়ার কারণে কি কোন ইনকাম আছে ?
সরাসরি কোন ইনকাম নেই তবে আপনি চাইলে বিভিন্ন সিগ্নেচার ক্যাম্পেইন কিংবা অন্যান্য ক্যাম্পেইনে জয়েন করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আমি বর্তমানে প্লেবেটার এর সিগ্নেচার ক্যাম্পেইন করে আয় করছি।
তবে আপনার চিন্তা যদি হয় আপনি আয় করার জন্য র‍্যাংক আপ করবেন, তাহলে পথটা অনেক কঠিন হবে।
jr. member
Activity: 77
Merit: 3
September 27, 2021, 01:28:19 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে একটি প্রশ্ন এই ফর্মে Rank বৃদ্ধি পাওয়ার কারণে কি কোন ইনকাম আছে ?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 24, 2021, 10:57:38 PM
বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে।
কেউ যদি নিয়ম না মানে তাহলে "Report to mdoerator" এ প্রেস করতে পারেন। সেটা সিনিয়র হোক কিংবা জুনিয়র। আর সিনিয়ররা আপনাকে সহায়তা করবে এই আশা করার চেয়ে আপনি নিজে একটু ঘুরেন ফোরামে, সবই পেয়ে যাবেন। সেগুলোর মুল্যও থাকবে।

একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
পোস্ট লিংক https://bitcointalksearch.org/topic/m.57821942
এইরকম কোন বাধ্যবাধকতা আছে বলে আমার জানা নেই। আপনি যদি দুইটা লোকাল ভাষা জেনে থাকেন দুইটাতেই কথা বলতে পারবেন, পোস্ট করতে পারবেন। নিষেধ নেই। এইখানে অফিসিয়াল নিয়ম বলতেও কিছু নেই। নরমালী আপনি যদি চট্টগ্রাম এবং সিলেট দুই জায়গার লোকাল ভাষা জানেন এবং কথা বলেন, আপনাকে কেউ নিষেধ করবে? না। এইখানেও মোটামুটি ওইরকমই নিয়ম। ত গুগল ট্রান্সলেশন নিষিদ্ধ।
full member
Activity: 1526
Merit: 110
September 24, 2021, 12:29:15 PM
বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে।
ফোরামের নিয়ম যে ভঙ্গ করবে সেই শাস্তি পাবে হোক না সে সিনিয়র বা জুনিয়র। আর সিনিয়র দুই ধরনের আছে। ফোরামে জয়েন হবার দিক থেকে এবং Rank এর দিক থেকে। অনেকে দ্রুত Rank বৃদ্ধি করে ফেলে কিন্তু ফোরামের নিয়মগুলো কখনো পড়েই দেখে না।


একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
পোস্ট লিংক https://bitcointalksearch.org/topic/m.57821942

এটার গুগল ট্রান্সলেশন নিম্নরুপ...
jr. member
Activity: 77
Merit: 3
September 24, 2021, 07:09:03 AM


আপনি ফোরামের একজন সম্মানিত সদস্য।আপনি পূনরায় ফোরামের নিয়ম গুলো পড়ে নিবেন।কোন বড়ো টপিক কুয়াইট করার সময় ছোট করে করবেন এতে দেখতে সুন্দর হয়।বিশেষ করে একটু পড়ার দিকে মনোযোগ দিবেন। ফ্যাক টোকেন কয়েক পেজ আগে পোষ্ট করা হয়েছে।দেখে নিতে পারতেন।আবার আপনি একই পোষ্ট দুই বার কুয়াইট করেছেন? ভাই খারাপ কিছু মনে নিবেন না,নিজেকে সুন্দর করুন আশেপাসে সব সুন্দর হয়ে যাবে। আপনি যদি কোন কিছু ফোরামে খুজে না পান তাহলে গুগল ব্যাবহার করুন।না পেলে /বুঝতে না পারলে এখানে প্রশ্ন করুন অনেক বড়ো ভাই এখানে সাহায্য করে থাকবে।

ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে। অবশ্যই সিনিয়রদের কাজ নতুনদেরকে  নিয়ম জানিয়ে দাওয়া আর যদি সিনিয়ররাই নিয়ম না মানে তাহলে নতুনদেরকে কেমনে জানাবে। যেখানে নতুনরা ভুল করবে সেখানে সিনিয়রাই ভুল করে। কিছু কিছু সিনিয়র মেম্বারদের জন্য সব সিনিয়র মেম্বারদের বদনাম হয়।
Jump to: