এই বিটকয়েন ফর্ম এ আমি নতুন।বর্তমান সময়ে এই বিটকয়েন ফর্ম এ বাউন্টি করে কে কে সফল হয়েছে?
অনেকেই আছে যারা অনেক সফল হয়েছে, সেই তুলনায় আমার সফলতা কম হলেও আমি একটি বিষয় আপনাকে উপদেশ দিতে পারি যে, বাউন্টি করার একটি সুবর্ণসময় হলো প্রতি বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবং এই সময়ের বাউন্টিগুলো খুবই সফল হয়ে থাকে। এটি আমি আমার বাউন্টির অভিঙ্গতা থেকে পেয়েছি।
আমি একজন ওয়েব ডিজাইনার।আমি এখানে সবাইকে এই বিষয়ে জানাতে চাই যে, কারো যদি কখনো কোন ডিজাইন করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন।আর আমার পেজ টা দেখে আসতে পারেন
আপনার জন্য কিছু বিষয় বলে দিতেছি, প্রথমত আপনার প্রজেক্টগুলোর একটি সম্ভবত "Programming Hero" এর প্রাক্টিস প্রজেক্ট এবং সেটির কোড সম্ভবত একটু পরিবর্তন করে পাবলিশ করেছেন, কিন্তু "Programming Hero" লেখাটি মুছে ফেলতে ভুলে গেছেন। এছাড়াও আপনি যদি ভালো মানের রিঅ্যাক্ট কিংবা ব্যাক-এন্ড ডেভেলপার হতে চান, তাহলে ফন্ট কালার/রং নির্ধারণ করায় মনযোগ দেন। এছাড়াও ওয়েবসাইট অপটিমিজম করা শেখতে পারেন, যেটি কাজে লাগবে। এছাড়াও ব্যক্তিগত তথ্য প্রোটফলিওতে না দেওয়া, যেহেতু আপনি ক্রিপ্টোতে কাজ করতেছেন। আশা করি, এই বিষয়গুলো আপনার কাজে আসবে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।
বি:দ্র: আমিও ছোটোখাটো একজন ডিজাইনার এবং ডেভেলপার।
আমাদের দেশের শেয়ার বাজারে একটা কথা প্রচলিত আছে- ষাঁড়ের লড়াই ভাল্লুকের জ্বর।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে কিছুই বলবো নাহ, কিন্তু কথাটি সত্য।
আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?
যদিও আমি কোনো ধরনের টোকেনের নাম উল্লেখ করবো নাহ। কিন্তু আপনাকে একটি পরামর্শ দিতে পারবো যে, যেসকল প্রজেক্ট ভালো এবং পরবর্তী বছরে হয়তো তারা নিজেদের ব্লকচেইন চালু করবে। সহজ কথায় টোকেন থেকে কয়েনে রপান্তর হবে, সেই সকল প্রজেক্টের কয়েন হয়তো অল্প অল্প করে ক্রয় করে রাখতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে ভালো ধরনের বিশ্লেষণ করতে হবে এবং সময় দিতে হবে। কারণ স্কামাররা হাইপ তৈরি করে টোকেনের মূল্য বৃদ্ধি করে এবং পরবর্তীতে স্ক্যাম করে। তাই নিজে ব্যক্তিগত বিশ্লেষণ করুন এবং বেশি লোভে/হাইপের মধ্য থেকে কোথায়ও বিনিয়োগ করিয়েন নাহ।
যখন কোন টোকেন ico প্রাইজ সেট করে ও তা কেনার জন্য একটি সময় দেয়া হয় আমি এটি কিভাবে কিনতে পাড়ি। এটি কেমন হতে পাড়ে তা বোঝাতে আমি নিচে ছবি পোষ্ট করলাম।আসা করি আমি কিভাবে ico prise টোকেন কিনতে পারবো তার সঠিক উপায় জানতে চাই
@Malam90 ইতিমধ্যে অনেক বিষয় তুলে ধরেছে, তার নিজের অভিঙ্গতা থেকে। তাই ভালো হয়, যেসকল প্রজেক্টের ভালো ধরনের পার্টনারশিপ রয়েছে এবং সামনে গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে, সেই সকল প্রজেক্টের কয়েন/টোকেন এ ট্রেড করা। আর যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে যখন যেটির হাইপ চলবে, তখন সেই ক্যাটাগরি/বিভাগের প্রজেক্টগুলোতে বিনিয়োগ করতে পারেন। যেমন বর্তমানে "এনএইটি ভিত্তিক গেম " প্রজেক্টগুলোর হাইপ চলতেছে,তাই নতুন কোনো প্রজেক্ট চালু হলে বিচার-বিশ্লেষণ শেষে তাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন। কিংবা সেগুলোতে অংশগ্রহণ করে টোকেন অর্জন করতে পারেন।
আশা করতেছি, খুব শীঘ্রই একটি নতুন বিষয় নিয়ে পোষ্ট লেখবো। যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, আমাকে মেনশন করে প্রশ্ন করতে পারেন। তাহলে আমার টপিকের সাথে আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দিবো, যতটুকু আমি জানি।