Author

Topic: বাংলা (Bengali) - page 364. (Read 5705816 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 28, 2021, 11:43:24 AM
থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং করা কতটা নিরাপদ? এতে আমাদের ওয়ালেট হ্যাক হবার সম্ভাবনা আছে কি? আপনি কি এ ধরনের থার্ড পার্টি প্লাটফর্ম এর লিঙ্ক দিতে পারবেন আমাকে? আমি এটি কখনো ব্যবহার করি নাই যদি নিরাপদ হয় তবে ব্যবহার করতে চাই।

থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করা কখনোই সুবিধার নয়, তাছাড়া কিছু কিছু প্রজেক্টের স্মার্ট কন্ট্রাকগুলোও বেশিরভাগই নিরীক্ষিত/Audited নাহ। তাই কোনো ধরনের ভুল যদি স্মার্ট কন্ট্রাকে থাকে , তাহলে সকল ব্যবহারকারীর অর্থ হ্যাকার নিতে পারবে। কারণ অনেক প্লাটফর্ম স্মার্ট কন্ট্রাকের মাধ্যমে লিমিট ট্রেডিং সরবরাহ করে। তাই যদি কেউ এমন থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করতে চান, তাহলে একটি নতুন ওয়ালেট ব্যবহার করবেন, শুধুমাত্র সেটির জন্য এবং সকল ক্রিপ্ট অন্য ওয়ালেটে রাখবেন।  Wink
full member
Activity: 1526
Merit: 110
August 28, 2021, 03:39:35 AM
স্পট কিংবা লিমিট ট্রেডিং যেকোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সম্ভব, কিন্তু এইজন্য আপনাকে কিছু থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করতে হবে। সেই প্লাটফর্মগুলো মূলত আপনাকে স্পট/লিমিট ট্রেডিং এর ব্যবস্থা স্মার্ট কন্ট্রাক দ্বারা করে থাকে। এছাড়াও অনেক সময় অনেকে স্মার্ট কন্ট্রাক ব্যবহার করে বট ট্রেডিং করে থাকে। মূলত যেগুলো টোকেনের ভলিউম কম থাকে, কিন্তু জনপ্রিয়তা অনেক। সেগুলো বট ট্রেডিং এর টার্গেটে পড়ে।  Smiley
থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং করা কতটা নিরাপদ? এতে আমাদের ওয়ালেট হ্যাক হবার সম্ভাবনা আছে কি? আপনি কি এ ধরনের থার্ড পার্টি প্লাটফর্ম এর লিঙ্ক দিতে পারবেন আমাকে? আমি এটি কখনো ব্যবহার করি নাই যদি নিরাপদ হয় তবে ব্যবহার করতে চাই।
jr. member
Activity: 38
Merit: 2
August 27, 2021, 11:59:13 PM
ভাই binance p2p  তে trade করতে সর্বনিম্ন কত ডলার লাগবো ।

https://p2p.binance.com/en/trade/sell/USDT

সাধারণত 5000 টাকা, উপরের লিঙ্ক এ গিয়ে দেখতে পারেন ।
jr. member
Activity: 77
Merit: 3
August 27, 2021, 08:12:15 PM
Binance p2p তে লেনদেন করতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রেট ও অনেক বেশি, যদি কেউ চান Trade করতে পারেন।

ভাই binance p2p  তে trade করতে সর্বনিম্ন কত ডলার লাগবো ।
jr. member
Activity: 38
Merit: 2
August 27, 2021, 10:33:43 AM
Binance p2p তে লেনদেন করতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রেট ও অনেক বেশি, যদি কেউ চান Trade করতে পারেন।
আমার বিন্যান্সে একাউন্ট আছে। কিন্তু আমি কখনো p2p ট্রেড করি নাই। আসলে এ বিষয়ে আমার জ্ঞান কম তাই সাহস হয় নাই। p2p ট্রেডে কিভাবে ট্রেড করে, কি কি ট্রেড করা যায়? এ বিষয়ে একটু বিস্তারিত বললে ভাল হবে। আর এখনতো বিন্যান্সে kyc লাগছে। আমারতো kyc করা নেই। এতে কি কোন সমস্যা হবে?

KYC ছাড়া ট্রেড করতে পারবেন না, Binance p2p তে ট্রেড করা খুব সহজ ।
full member
Activity: 1526
Merit: 110
August 27, 2021, 10:29:54 AM
Binance p2p তে লেনদেন করতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রেট ও অনেক বেশি, যদি কেউ চান Trade করতে পারেন।
আমার বিন্যান্সে একাউন্ট আছে। কিন্তু আমি কখনো p2p ট্রেড করি নাই। আসলে এ বিষয়ে আমার জ্ঞান কম তাই সাহস হয় নাই। p2p ট্রেডে কিভাবে ট্রেড করে, কি কি ট্রেড করা যায়? এ বিষয়ে একটু বিস্তারিত বললে ভাল হবে। আর এখনতো বিন্যান্সে kyc লাগছে। আমারতো kyc করা নেই। এতে কি কোন সমস্যা হবে?
jr. member
Activity: 38
Merit: 2
August 27, 2021, 05:55:32 AM
Binance p2p তে লেনদেন করতেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রেট ও অনেক বেশি, যদি কেউ চান Trade করতে পারেন।
newbie
Activity: 4
Merit: 0
August 25, 2021, 02:29:21 PM
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
আপনি যদি আপনার একাউন্টে না ঢুকতে পারেন তবে এই পোস্টটি লিখলেন কিভাবে?
আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তবেই সে আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবে। তবে সবচেয়ে ভাল হবে আপনি আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করে ফেলেন। নতুন একটা ইমেল খুলে সেই ইমেলকে আপনার একাউন্টে সেট করে দেন।
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
যে email দিয়ে locked account টি বানিয়েছিলেন সেটা থেকে আপনার username উল্লেখ করে recoveries_2021_xxlgg [at] bitcointalk.org তে mail করুন। বিস্তারিত জানার জন্যে এই topic টি দেখুন - https://bitcointalksearch.org/topic/recovering-hackedlost-accounts-5089777.

প্রথমে আমি মনে করেছিলাম আমার ইমেইল হ্যাক করে হ্যাকার bitcointalk এর একাউন্ট হ্যাক করে নিয়েছে। তারপরে ভাল করে দেখার পরে বুঝলাম আমার ইমেইল এড্রেস হ্যাক না করে আমার  bitcointalk এর password  এবং ইমেইল চেঞ্জ করে ফেলেছে। এটা কি করে সম্ভব আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আমার দুইটা একাউন্ট ছিল দুই ওটা একাউন্ট সে একই কাজ করছে। আর যে ইমেইল গুলো আমি ব্যবহার করেছিলাম bitcointalk এর একাউন্টে এই ইমেইলগুলো তার জানার কথা ছিল না। আমি বুঝতে পারতেছিনা অ্যাকাউন্ট হ্যাক করে তার লাভ কি হবে। কারো যদি এই সম্পর্কে একটু বিস্তারিত জানা থাকে একটু বলতে পারলে অনেক উপকার হবে আমার।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 25, 2021, 10:51:10 AM
ট্রেডটি প্যানকেকসোয়াপে হয়েছিল। প্যানকেকসোয়াপ একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। এখানে কি সেল্ফ ট্রেড করা যায়? এখানেতো বাই/সেল অর্ডার দেখা যায় না। তবে কিভাবে সেল্ফ ট্রেড করা যায়? এখানে সেল্ফ ট্রেড করতে গেলেতো অন্য কারো অর্ডারের সাথে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে।

স্পট কিংবা লিমিট ট্রেডিং যেকোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সম্ভব, কিন্তু এইজন্য আপনাকে কিছু থার্ড পার্টি প্লাটফর্ম ব্যবহার করতে হবে। সেই প্লাটফর্মগুলো মূলত আপনাকে স্পট/লিমিট ট্রেডিং এর ব্যবস্থা স্মার্ট কন্ট্রাক দ্বারা করে থাকে। এছাড়াও অনেক সময় অনেকে স্মার্ট কন্ট্রাক ব্যবহার করে বট ট্রেডিং করে থাকে। মূলত যেগুলো টোকেনের ভলিউম কম থাকে, কিন্তু জনপ্রিয়তা অনেক। সেগুলো বট ট্রেডিং এর টার্গেটে পড়ে।  Smiley
jr. member
Activity: 82
Merit: 2
August 24, 2021, 01:03:53 PM
বর্তমানে ভাল পপুলারিটি অর্জন করেছে এমন কয়েকটি গেমসের নাম উল্লেখ করা হল।

এক্সি ইনফিনিটি (Axie Infinity)
বর্তমান প্লে-টু-আর্ন ব্লকচেইন গেমিং ল্যান্ডস্কেপের পরিপ্রেক্ষিতে, অ্যাক্সি ইনফিনিটি বর্তমানে চার্টের শীর্ষে থাকার কোন কারণ নেই। এটি একটি শীর্ষ-রেটযুক্ত ব্লকচেইন গেম যা খেলোয়াড়দের ভালভাবে খেলে অর্থ উপার্জন করতে দেয়। তদুপরি, গেমের মধ্যে অর্থনীতির গতি বাড়ছে বলে মনে হচ্ছে, যা এই প্রকল্পের সামগ্রিক সামাজিক ক্রিয়াকলাপে অবদান রাখছে। খেলাটি কতক্ষণ এই শীর্ষস্থানটি বজায় রাখতে পারে তা স্পষ্ট নয়, তবে পোষা প্রাণীর সাথে লড়াই করার ধারণা - পিভিই এবং পিভিপি মোডে - ভবিষ্যতের জন্য কার্যকর থাকবে।

ক্রিপ্টোব্লেডস (Cryptoblades)
ক্রিপ্টোব্ল্যাডস হল আরেকটি প্লে-টু-আর্ন ব্লকচেইন গেম, কিন্তু একটি আরো traditionalতিহ্যগত ফ্যান্টাসি সেটিং। খেলোয়াড়রা শত্রুদের পরাজিত করে, আক্রমণ করে এবং তাদের লাভ জোগাড় করে স্কিল টোকেন অর্জন করে। অতিরিক্তভাবে, গেমটিতে অগ্রসর হওয়ার জন্য বা দেশীয় বাজারের মাধ্যমে বিক্রয় করার জন্য চরিত্র এবং অস্ত্র এনএফটি তৈরি করা সম্ভব। ক্রিপ্টোব্ল্যাডগুলি অক্ষর এবং অস্ত্রের জন্য অবিরাম কাস্টমাইজেশন অফার করে। একটি আকর্ষণীয় বিকল্প যা মনে হয় খেলা থেকে উপার্জনকারীদের মধ্যে সামাজিক আকর্ষণ অর্জন করবে, যা ইঙ্গিত দেয় যে ধারণাটি আকর্ষণীয়।

ফক্সি এন এফ টি (Foxy NFT)
বিনেন্স স্মার্ট চেইনে একটি পরীক্ষামূলক অ-ছত্রাকপূর্ণ টোকেন গেম হিসাবে, ফক্সি এনএফটি ব্যবহারকারীদের অন্যদের সাথে লড়াই করে খেলতে উপার্জন করতে এবং প্রক্রিয়ায় ফক্সি টোকেন উপার্জন করতে দেয়। খেলোয়াড়রা পোষা প্রাণী গ্রহণ করতে পারে, তাদের বংশবৃদ্ধি করতে পারে এবং তাদের গেমটিতে ব্যবহার করতে পারে বা বাজারে পুনরায় বিক্রয় করতে পারে। গেমটি PvE এবং PVP যুদ্ধকে সমর্থন করে, যদিও ইন্টারফেসটি কিছুটা মৌলিক। তা সত্ত্বেও, ব্লকচেইন-ভিত্তিক প্লে-টু-আর্ন গেমিং এর সাথে মানুষকে পরিচিত করার জন্য এটি একটি কার্যকর প্রকল্প।

লুজার চিক (LoserChick)
LoserChick গেমটি একটি 3D অন-চেইন "ক্লো ক্রেন"। খেলোয়াড়রা বিনামূল্যে খেলতে পারে কিন্তু পথে বিভিন্ন আর্থিক সেবা এবং পণ্য অ্যাক্সেস করতে পারে। লোসারচিক ইকোসিস্টেম এনএফটি কার্যকারিতা, তারল্য খনন, এনএফটি মিন্টিং, এনএফটি স্টেক মাইনিং, অ্যাসেট ট্রেডিং ইত্যাদিকে স্প্যাম করে। একটি আর্কেড-স্টাইলের গেমটি ব্লকচেইনে এসে খেলা-থেকে-উপার্জনের মডেলটি গ্রহণ করা আকর্ষণীয়, তবুও সেই ধারণাটিও অসাধারণ সম্ভাবনা প্রদান করে।

X World Games:
এক্স ওয়ার্ল্ড গেমস নিজেকে বিনেনস স্মার্ট চেইন এবং ইথেরিয়াম ব্লকচেইনে একটি বিকেন্দ্রীভূত গেমিং ইকোসিস্টেম হিসাবে অবস্থান করে। খেলোয়াড়রা ড্রিম কার্ড সহ ফ্রি গেম খেলে নেটিভ টোকেন উপার্জন করতে পারে। এই গেমের মাধ্যমে, খেলোয়াড়রা সংগ্রহযোগ্য অক্ষর অর্জন করবে, যা বাজারে বিক্রি করা যেতে পারে বা বিভিন্ন বৈশিষ্ট্য এবং যুদ্ধের বৈশিষ্ট্য সহ নতুন চরিত্র হয়ে উঠতে পারে। তাম ভবিষ্যতে আরও গেমস বিকাশের পরিকল্পনা করেছে এবং অফিসিয়াল সামাজিক চ্যানেলের মাধ্যমে আরও বিস্তারিত ঘোষণা করা হবে।

ই টি এন এ নেটওয়ার্ক (ETNA Network)
নতুন এই প্রজেক্টি খুব শিগরই তাদের গেম বাজারে নিয়ে আসছে।আমরা অলরেডি ডেমো গেম দেখেছি। তাদের ডেভলোপমেন্ট প্রায় শেষ। আশা করি খুব শিগরই যারা প্লে টু আর্ন গেম পছন্দ করি তারা বেশ ভাল কিছু গেম পাব। ই টি এন এ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখানে পাচ্ছি লেনডিং বোরোয়িং সহ এন এফ টি মার্কেট প্লেস। ইতমধ্যে প্রজেক্টি মার্কেটে এসে এর সম্ভাবনারদ্বার উন্মুক্ত করেছে। এখানে আমার গেমিং এ বিভিন্ন ধরনের ক্যারেকটার সহ এই সর্ম্পকৃত আরও এন এফ টি গুলি পাব। আশা করি ই টি এন এ প্রজেক্টি গেমিং দুনিয়াতে একটি নতুন দিগন্ত সৃষ্টি করবে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
August 24, 2021, 12:23:51 PM
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
আপনি যদি আপনার একাউন্টে না ঢুকতে পারেন তবে এই পোস্টটি লিখলেন কিভাবে?
আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তবেই সে আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবে। তবে সবচেয়ে ভাল হবে আপনি আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করে ফেলেন। নতুন একটা ইমেল খুলে সেই ইমেলকে আপনার একাউন্টে সেট করে দেন।
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
যে email দিয়ে locked account টি বানিয়েছিলেন সেটা থেকে আপনার username উল্লেখ করে recoveries_2021_xxlgg [at] bitcointalk.org তে mail করুন। বিস্তারিত জানার জন্যে এই topic টি দেখুন - https://bitcointalksearch.org/topic/recovering-hackedlost-accounts-5089777.
full member
Activity: 1008
Merit: 101
The Standard Protocol - Solving Inflation
August 24, 2021, 03:05:01 AM
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
আপনার ইমেল যদি হ্যাক না হয় বা আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ না জানে তবে যতই আবেদন করুক ইমেল চেঞ্জ করতে পারবে না। তবে ভুল করেও আপনি ঐসব আবেদন গ্রহন করবেন না। অন্য কেউ আপনার একাউন্ট লক করতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকুন। এক সময় আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
full member
Activity: 1526
Merit: 110
August 23, 2021, 10:21:20 PM
হোক, এমনটাও সম্ভব যে এইটা কোন একটা কারনে সেল্ফ ট্রেড ছিল। মানে নিজেই বায়ার এবং সেলার। তবে এইটাও ঠিক যে ক্রিপ্টোতে সবসময় সচেতন থাকা উচিত।
ট্রেডটি প্যানকেকসোয়াপে হয়েছিল। প্যানকেকসোয়াপ একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। এখানে কি সেল্ফ ট্রেড করা যায়? এখানেতো বাই/সেল অর্ডার দেখা যায় না। তবে কিভাবে সেল্ফ ট্রেড করা যায়? এখানে সেল্ফ ট্রেড করতে গেলেতো অন্য কারো অর্ডারের সাথে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে।
jr. member
Activity: 266
Merit: 3
August 23, 2021, 03:23:47 PM

উপরের ট্রান্সজেকশনটি দেখেন, এই অজানা বিনিয়োগকারী ফোমোতে এসে প্রায় $৪১,০৫৭ ডলার দিয়ে মাত্র ১১ টি টোকেন ক্রয় করে, যার আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $১.১ এবং এই অজানা বিনিয়োগকারী তাড়াহুড়ো করে ক্রয় করতে যেয়ে প্রায় $৪১,০০০ ডলার মাত্র ৫ মিনিটে হারিয়ে ফেলেন। কারণ ক্রয় করার ঠিক ৫ মিনিট পর মাত্র $৪৭ ডলারে সেই ১১ টি টোকেন বিক্রি করে দেন।

এইটা কিভাবে সম্ভব ভাই? উনি কেন এত দাম দিয়ে কয়েনটি ক্রয় করতে যাবেন? তখন কি এই কয়েনের দাম এত বেশি ছিল? না হলে কিভাবে উক্ত বিনিয়োগকারী এইরকম ভুল করতে পারে? যাই হোক, এমনটাও সম্ভব যে এইটা কোন একটা কারনে সেল্ফ ট্রেড ছিল। মানে নিজেই বায়ার এবং সেলার। তবে এইটাও ঠিক যে ক্রিপ্টোতে সবসময় সচেতন থাকা উচিত।

সবার উচিত এ ধরনের ভুল না পারার কারণ অনেকগুলো কিছু কয়েন রয়েছে যেগুলো অতিরিক্ত দাম বলে মনে হয়। ওইসব কয়েন ট্রেডার নিজেই বিক্রয় করে আবার ক্রয় করে যার কারণে এত দাম বৃদ্ধি হয় পরবর্তীতে দাম নিয়ে থাকে না। তাই এধরনের না করাই উচিত।
jr. member
Activity: 422
Merit: 1
August 23, 2021, 01:23:52 PM
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
আপনি যদি আপনার একাউন্টে না ঢুকতে পারেন তবে এই পোস্টটি লিখলেন কিভাবে?
আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তবেই সে আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবে। তবে সবচেয়ে ভাল হবে আপনি আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করে ফেলেন। নতুন একটা ইমেল খুলে সেই ইমেলকে আপনার একাউন্টে সেট করে দেন।
আমি আমার অন্য একাউন্ট দিয়ে ঢুকেছি। সে আমার একাউন্টে ঢুকে ইমেইল চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট  লক করে দিছে।  এখন আমি কি করতে পারি।
full member
Activity: 1008
Merit: 101
The Standard Protocol - Solving Inflation
August 23, 2021, 12:20:27 PM
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
আপনি যদি আপনার একাউন্টে না ঢুকতে পারেন তবে এই পোস্টটি লিখলেন কিভাবে?
আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তবেই সে আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবে। তবে সবচেয়ে ভাল হবে আপনি আপনার একাউন্টের ইমেল চেঞ্জ করে ফেলেন। নতুন একটা ইমেল খুলে সেই ইমেলকে আপনার একাউন্টে সেট করে দেন।
jr. member
Activity: 422
Merit: 1
August 23, 2021, 12:05:10 PM
আমার  bitcointalk একাউন্ট এর ইমেইল অন্য কেউ চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি ঢুকতে পারতেছি না। এখন আমি কি করতে পারি।
full member
Activity: 1526
Merit: 110
August 22, 2021, 10:07:22 PM
টোকেন গুলোর মধ্যে আমার কাছে কিছু টোকেন রয়েছে এবং কি আমি সেই টোকেন গুলো সেল দিতে গিয়েছিলাম । কিন্তু সেল দিতে পারি নি। আপনার পোস্ট গুলো পড়ার পর আমি জানতে পারলাম এই টোকেন গুলো হ্যাকারদের। ভাগিস বেঁচে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় একটা সাহায্য করেছেন। আপনার কাছ থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে গেলাম।
আমার কাছেও এ ধরনের কিছু টোকেন আছে। আমি সব সময় একটা থিউরী ফলো করি সেটা হচ্ছে যে টোকেন আমি কিনি নাই  বা বাউন্টি / এয়ারড্রপ থেকে পাই নাই সে টোকেন আমি কখনো সোয়াপ করি না। আমার পরিচিত অনেকেই এধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছেন। বিশেষ করে TRC-10 টোকেন সোয়াপ করতে গিয়ে।
newbie
Activity: 406
Merit: 0
August 22, 2021, 11:24:52 AM
বর্তমান সময়ে অনেকের ওয়ালেট থেকে কিছু না কিছু টোকেন হারিয়ে যাচ্ছে বা নিজের অজান্তেই অন্য কোন ওয়ালেট এ সেন্ট হয়েযাচ্ছে।আমরা কি কখনো ভেবেদেখেছি কেন কারো ওয়ালেট থেকে এমন হচ্ছে?এটির মূলত কারন হলো হ্যাক।হ্যাকাররা তাদের করা নজরদারির মাধ্যমে টোকেন গুলো চুড়ি করে নিচ্ছে।এটি ছোট কোন এম্যাইন্ট বা বড়ো।আপনি যদি কখনো লক্ষ করেন আপনার ওয়ালেট এ থাকা কিছু টোকেন যা আপনার অজান্তেই যোগ হচ্ছে।আসলে টোকেনটি কোথা থেকে আসলো এটি না ভেবেই আপনার টোকেন এর মূল্য দেখে সুয়াপ বা বিক্রি করতে যাচ্ছি।এমনটি কখনো করবেন না।কারন হ্যাকাররা তাদের টোকেন আপনার ওয়ালেট এ দিয়ে রাখে আর আপরি যখন টোকেনটি না দেখেই সুয়াপ বা বিক্রি করতে যান তখনই হ্যাকাররা তাদের পছন্দ মত টোকেন আপনার ওয়ালেট থেকে সরিয়ে ফেলে।তেমন কিছু টোকেন যা আপনি কখনো সুয়াপ বা বিক্রি করতে যাবেন না-

*ALPACAFIN.CO... (ALPACA)
*BestAir.io (AIR)
*BNBW.IO (BNBW)
* BSCTOKEN.IO (BSCTOK...)
*GoFlux.io (FLUX)
* Minereum BSC (MNEB)
*ShibaDrop.io (SHIB)
*TheEver.io (EVER)
*AirStack.net (AIR)
*TheVera.io (VERA)


এই টোকেন গুলো থেকে সাবধান

 
এই টোকেন গুলোর মধ্যে আমার কাছে কিছু টোকেন রয়েছে এবং কি আমি সেই টোকেন গুলো সেল দিতে গিয়েছিলাম । কিন্তু সেল দিতে পারি নি। আপনার পোস্ট গুলো পড়ার পর আমি জানতে পারলাম এই টোকেন গুলো হ্যাকারদের। ভাগিস বেঁচে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় একটা সাহায্য করেছেন। আপনার কাছ থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে গেলাম।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
August 21, 2021, 12:31:59 PM
বর্তমান সময়ে অনেকের ওয়ালেট থেকে কিছু না কিছু টোকেন হারিয়ে যাচ্ছে বা নিজের অজান্তেই অন্য কোন ওয়ালেট এ সেন্ট হয়েযাচ্ছে।আমরা কি কখনো ভেবেদেখেছি কেন কারো ওয়ালেট থেকে এমন হচ্ছে?এটির মূলত কারন হলো হ্যাক।হ্যাকাররা তাদের করা নজরদারির মাধ্যমে টোকেন গুলো চুড়ি করে নিচ্ছে।এটি ছোট কোন এম্যাইন্ট বা বড়ো।আপনি যদি কখনো লক্ষ করেন আপনার ওয়ালেট এ থাকা কিছু টোকেন যা আপনার অজান্তেই যোগ হচ্ছে।আসলে টোকেনটি কোথা থেকে আসলো এটি না ভেবেই আপনার টোকেন এর মূল্য দেখে সুয়াপ বা বিক্রি করতে যাচ্ছি।এমনটি কখনো করবেন না।কারন হ্যাকাররা তাদের টোকেন আপনার ওয়ালেট এ দিয়ে রাখে আর আপরি যখন টোকেনটি না দেখেই সুয়াপ বা বিক্রি করতে যান তখনই হ্যাকাররা তাদের পছন্দ মত টোকেন আপনার ওয়ালেট থেকে সরিয়ে ফেলে।তেমন কিছু টোকেন যা আপনি কখনো সুয়াপ বা বিক্রি করতে যাবেন না-

*ALPACAFIN.CO... (ALPACA)
*BestAir.io (AIR)
*BNBW.IO (BNBW)
* BSCTOKEN.IO (BSCTOK...)
*GoFlux.io (FLUX)
* Minereum BSC (MNEB)
*ShibaDrop.io (SHIB)
*TheEver.io (EVER)
*AirStack.net (AIR)
*TheVera.io (VERA)


এই টোকেন গুলো থেকে সাবধান

 
Jump to: