Author

Topic: বাংলা (Bengali) - page 366. (Read 5311652 times)

newbie
Activity: 24
Merit: 0
May 23, 2021, 01:17:45 AM
কয়েনআলাপ আজকের বিটকয়েন পিজা দিবস উপলক্ষে সব তথ্যের সমন্বয়ে সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করল যেখানে পিজা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনের অনুভুতির কথাও তুলে ধরা হয়েছে। লাসযেলো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।

https://i.ibb.co/8NH3H4g/pizza-day2.jpg
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নিউজ জানানোর জন্য। আমরা অনেকেই আপনার নিউজ পাওয়ার আগে এই বিষয়ে জানতাম না কিন্তু আপনার নিউজ পাওয়ার পর আমরা সবাই জানতে পারি আপনাকে অনেক ধন্যবাদ।
jr. member
Activity: 68
Merit: 3
May 23, 2021, 12:41:57 AM
[quote author=Little Mouse লো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।
[/quote]

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমাদেরকে অনেক ভালো ভালো নিউজ শোনান এবং অন্যান্য ভাই দের কেউ
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2021, 06:44:52 AM
কয়েনআলাপ আজকের বিটকয়েন পিজা দিবস উপলক্ষে সব তথ্যের সমন্বয়ে সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করল যেখানে পিজা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনের অনুভুতির কথাও তুলে ধরা হয়েছে। লাসযেলো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
May 22, 2021, 01:30:46 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
আপনি ফোরামে নতুন? আমি আপনার প্রোফাইলে অনেকগুলো পোস্ট দেখতেছি। আপনি সম্ভবত এই থ্রেডে নতুন। যাই হোক, নতুন হলেও আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আপনার কি সাহায্য লাগবে। যে কোন প্রশ্ন করতে পারেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তবে বাউন্টি হান্টিং এর প্রশ্ন হলে বেশিরভাগ মেম্বার এড়িয়ে যাবে কারণ ফোরামটা শিখার জন্যে।
আপনি Little_Mouse কে প্রশ্ন করুন কোন বিষয় নিয়ে জানতে চান।আসা করি সর্বচ্চ উত্তর টি পেয়ে যাবেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 20, 2021, 12:47:12 PM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
আপনি ফোরামে নতুন? আমি আপনার প্রোফাইলে অনেকগুলো পোস্ট দেখতেছি। আপনি সম্ভবত এই থ্রেডে নতুন। যাই হোক, নতুন হলেও আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আপনার কি সাহায্য লাগবে। যে কোন প্রশ্ন করতে পারেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তবে বাউন্টি হান্টিং এর প্রশ্ন হলে বেশিরভাগ মেম্বার এড়িয়ে যাবে কারণ ফোরামটা শিখার জন্যে।
newbie
Activity: 378
Merit: 0
May 20, 2021, 10:55:44 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
newbie
Activity: 24
Merit: 0
May 19, 2021, 05:11:51 AM
বাংলাদেশের বিটকয়েন বিনিয়োগ করার কারণে বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে। আমাদেরকে অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে এবং যারা নিয়মিত বিনিয়োগ করেন তারা একটু সতর্ক হয়ে করবেন কারণ বর্তমান বাংলাদেশের বিটকয়েন বিনিয়োগকারীকে ধরার জন্য সরকার বিভিন্ন গোয়েন্দা পাঠানো হয়েছে।

আপনারা ভিডিওটি দেখতে পারেন:
https://youtu.be/8oQvaZOVN-Q
newbie
Activity: 24
Merit: 0
May 17, 2021, 08:09:26 PM
Btt একাউন্ট কেন বার বার ব্যান হয়।। 4 টা একাউন্ট ব্যান হইছে,আমি শুধু বাউন্টিতে কাজ করি, বাউন্টি ছাড়া আমি অন্য কোন কাজে ব্যাবহার করি না,তার পরেও আমার একাউন্ট কেন বার বার ব্যান হয়। Btt একাউন্ট যেনো ব্যান না হয় , কেউ জানালে উপক্রিত হতাম।

ভাই আপনি একটু সাবধানে কাজ করবেন কারণ বর্তমান কিছু বাউন্টি আছে যে তারা বাউন্টি ছেড়ে আবার স্কাম করে ফেলে আপনি যদি ওই স্কাম বাউন্টিতে কাজ করে পোস্ট করেন তাহলে সেটা অফটপিক হিসেবে ধরা হয় তার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। আপনি নতুন হয়তো অফ টপিক বুঝবেন না আমি আপনাকে অফটপিকের একটু ধারনা দিচ্ছি যেমন একটি বাউন্টি ছাড়ার পর সেখানে পোস্ট করা যাবে তারপর সেটা যদি স্কাম করা হয় তারপর সেখানে পোস্ট করলে সেটা  অপ্রয়োজনীয় হয় তাই সেটাকে অফটপিক বলে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ।
jr. member
Activity: 392
Merit: 1
May 17, 2021, 08:06:59 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
jr. member
Activity: 68
Merit: 3
May 17, 2021, 06:33:16 AM

 ৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।
আপনার পোস্টটি পড়ে অজানা অনেক তথ্য জানতে পারলাম এবং আপনার ও  সিনিয়র ভাইদের জন্য শুভকামনা রইল।
jr. member
Activity: 410
Merit: 1
May 16, 2021, 09:52:48 AM
মেরিট পাওয়ার জন্য কোন থ্রেড এ পোস্ট করতে হবে। কারো জানা থাকলে দয়া করে একটু বলেবন
অল্টকয়েন এবং ট্রেডিং ডিসকাশন এ সহজে পাবেন।
ভালো মানের পোস্ট হলে সবখান থেকেই পাওয়া সম্ভব।     
jr. member
Activity: 602
Merit: 3
May 15, 2021, 09:35:05 AM
আজকে অনেক দিন পর বউন্টি থ্রেড এ গেলাম এবং দুটি বউন্টি পেলাম আমার পছন্দের বউন্টি ম্যানেজার এর। আমি আগে ওদের বউন্টি করে ভালো ফলাফল পেয়েছি, যারা বউন্টি তে কাজ করেন তারা জয়েন্ট করতে পারেন। লিঙ্ক নিচে দিলাম, আশা করি আপনাদের উপকার হবে।

https://bitcointalksearch.org/topic/meduse-bountyopen-5335374

https://bitcointalksearch.org/topic/overbountywpp-energy-to-represent-one-kg-of-hydrogen-gas-bitmart-5337045

jr. member
Activity: 686
Merit: 1
hire me @mdmofizur
May 13, 2021, 10:32:32 AM
মেরিট পাওয়ার জন্য কোন থ্রেড এ পোস্ট করতে হবে। কারো জানা থাকলে দয়া করে একটু বলেবন
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
May 13, 2021, 07:58:34 AM


বাংলাদেশের সকল সদস্য কে ঈদের শুভেচ্ছা।
এবং কৃতক্ষতা জানাই মহান আল্লাহ্ কে জিনি এই মহামারিতে আমাদের বাচিঁয়ে রেখেছেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 09, 2021, 05:07:44 PM
👉 পৃথিবীতে সর্বমোট ডজকয়েনের মূদ্রা তৈরি করা যাবে 127 বিলিয়ন এবং 113 বিলিয়ন ডজকয়েন ইতিমধ্যে তৈরি করা হয়েগেছে। আশা করা যায় ২০৩৫সালের মধ্যেই সব ডজকয়েন তৈরি হয়ে যাবে।
ডজকয়েনের সাপ্লাই নির্দিষ্ট নয়। এইটার কোন ক্যাপ নেই। মানে সাপ্লাই অসীম। শুরুতে ২০১৫ সালের মধ্যে ১০০ বিলিয়ন ছিল যা পরবর্তী ২০ বছরে দ্বিগুন হবে। মানে ২০৩৫ সালে দ্বিগুন হবে। তারপর, দ্বিগুন হতে লাগবে আরো ৬০ বছর।
Quote
আর অন্যদিকে পৃথিবীতে সর্বমোট ২কোটি ১০লাখ পিচ বিটকয়েন তৈরি হবে। ১কোটি ৮৬লাখ ৬০হাজার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন যে হারে বিটকয়েন তৈরি হচ্ছে আনুমানিক ২০৪০ সালেই সব বিটকয়েন তৈরি হয়ে যাবে।
বিটিসি সর্বোচ্চ সাপ্লাই যেতে লাগবে ২১৪০ সাল।
newbie
Activity: 29
Merit: 11
May 09, 2021, 12:34:29 AM
Btt একাউন্ট কেন বার বার ব্যান হয়।। 4 টা একাউন্ট ব্যান হইছে,আমি শুধু বাউন্টিতে কাজ করি, বাউন্টি ছাড়া আমি অন্য কোন কাজে ব্যাবহার করি না,তার পরেও আমার একাউন্ট কেন বার বার ব্যান হয়। Btt একাউন্ট যেনো ব্যান না হয় , কেউ জানালে উপক্রিত হতাম।

আপনি যদি বাউন্টি কাজ করেন তাহলে ব্যান হওয়ার মূল কারন হলো,কোন ক্যাম্পেইন হেষ হওয়ার পর ও আপনি ঐথ্রেড এ  পোষ্ট করতে থাকেন।আর শেষ হওয়া ক্যাম্পেইন গুলোতে পোষ্ট করা হলে একে কেলেঙ্কারি/scam ধরা হয়।এতে ব্যান হতে পারে।
newbie
Activity: 280
Merit: 0
May 08, 2021, 03:13:04 PM
Btt একাউন্ট কেন বার বার ব্যান হয়।। 4 টা একাউন্ট ব্যান হইছে,আমি শুধু বাউন্টিতে কাজ করি, বাউন্টি ছাড়া আমি অন্য কোন কাজে ব্যাবহার করি না,তার পরেও আমার একাউন্ট কেন বার বার ব্যান হয়। Btt একাউন্ট যেনো ব্যান না হয় , কেউ জানালে উপক্রিত হতাম।
newbie
Activity: 61
Merit: 0
May 08, 2021, 11:00:36 AM
আপনি জানেন কিHuh?

👉 ১ডজকয়েন ব্লক সম্পূর্ণ হতে বা তৈরি হতেসময় লাগে ১ মিনিট ।
আর ১বিটকয়েন ব্লক সম্পূর্ণ হতে বা তৈরি হতে সময় লাগে ১০ মিনিট ।

👉 পৃথিবীতে সর্বমোট ডজকয়েনের মূদ্রা তৈরি করা যাবে 127 বিলিয়ন এবং 113 বিলিয়ন ডজকয়েন ইতিমধ্যে তৈরি করা হয়েগেছে। আশা করা যায় ২০৩৫সালের মধ্যেই সব ডজকয়েন তৈরি হয়ে যাবে।

আর অন্যদিকে পৃথিবীতে সর্বমোট ২কোটি ১০লাখ পিচ বিটকয়েন তৈরি হবে। ১কোটি ৮৬লাখ ৬০হাজার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন যে হারে বিটকয়েন তৈরি হচ্ছে আনুমানিক ২০৪০ সালেই সব বিটকয়েন তৈরি হয়ে যাবে।
jr. member
Activity: 210
Merit: 1
May 08, 2021, 09:30:15 AM
যে কোন জিনিসের দুইটা দিক থাকে। একটা হল ভালো দিক আর একটু হলেও খারাপ দিক। সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটকয়েন।এই বিটকয়েনের কিছু খারাপ ও ভালো দিক তুলে ধরা হলো যাতে করে বিটকয়েন সম্পর্কে আপনাদের ধারণা হয়:-

বিটকয়েন এর সুবিধা সমূহ:-
১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
 ২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
 ৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
 ৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাছানো সম্ভব হয়।
 ৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।
full member
Activity: 1190
Merit: 100
May 06, 2021, 10:32:03 AM
বিটকয়েন বৈধ যে সকল দেশে
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া,  ফিনল্যান্ড,  বেলজিয়াম, যুক্তরাজ্য,  বুলগেরিয়া,  জার্মানী সহ বেশ কয়েকটি দেশে।

বিটকয়েন নিষিদ্ধ যে সকল দেশে
বাংলাদেশ, চীন, রাশিয়া,  মিশর, আলজেরিয়া,  বলিভিয়া,  মরক্কো, ভিয়েতনাম,  কলম্বিয়া, ইকুয়েডর সহ কয়েকটি দেশে।

অবৈধ হবার কারন

১. মানি লন্ডারিং
২. ড্রাগ ট্রাফিকিং
৩. ভোলাটিলিটি ( Volatility)
৪. ডিসেন্ট্রালাইজড ( Decentralized Nature)
৫. বর্তমানের আর্থিক সিস্টেমের জন্য হুমকিস্বরূপ
৬. বেনামী লেনদেন
৭. ক্রিমিনাল ট্রানজেকশন

মূলত এইসব কারনে বিভিন্ন দেশের সরকার বিটকয়েনকে স্বীকৃতি দিতে নারাজ।



বর্তমান বিশ্বে ডিজিটাল মুদ্রার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে উন্নত বিশ্ব গুলো অনেক আগেই এই ব্যবস্থাকে গ্রহণ করেছে শুধুমাত্র তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো এর থেকে পিছিয়ে আছে আশাকরি অদূর ভবিষ্যতে এই সমস্ত দেশ গুলো যেমন বাংলাদেশ এর মতো দেশগুলো ডিজিটাল মুদ্রা গুলোকে পারমিশন দেবে ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য
ভাই সকল বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিলে সরকারদলীয় আমলারা এদেশে টাকা অবৈধভাবে পাচার করে দেশটাকে ফকির বানিয়ে দিতে তাদের দশটা মিনিট সময় লাগবে না। তাই বাংলাদেশে বৈধতার না দেওয়াই যুক্তিসঙ্গত। দরকার নেই আমার মাতৃভূমি যে রকম আছে এরকমই থাকতে দেন।
Jump to: