Author

Topic: বাংলা (Bengali) - page 366. (Read 5712075 times)

full member
Activity: 1099
Merit: 116
August 11, 2021, 05:47:14 AM
I am new.please Help me.


আপনাকে স্বাগতম।  Smiley
নতুন অবস্থায় অনেক প্রশ্ন আপনার মনে থাকতেই পারে তাই একটু সময় নিয়ে আমাদের মডারেটর ভাইয়ের পোস্টটি পড়ুন। ফোরামের নিয়ম সংক্রান্ত অনেক তথ্যই সেখান থেকে পাবেন। তিনি কয়েকটা টপিকের লিংক দিয়েছেন। এছাড়া অন্য যে কোন প্রশ্ন যা খুঁজে পাবেন না, তা এখানে করতেই পারেন। তবে যে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন তা অবশ্যই বাংলা ফন্টে লিখবেন। বাংলা টপিকে ইংরেজি লেখা থেকে বিরত থাকার জন্য অনুরোধ রইলো।


yahoo62278
Legendary  

Wapinter
Legendary

needmoney
Legendary

Sylon
Legendary


আপনি অনেকগুলো ভালো বাউন্টি ম্যানেজারের নাম বলেছেন। আমি তার থেকে দু-তিন জনের নাম বলবো।
Wapinter এর অধিকাংশ ক্যাম্পেইন স্কাম করে নতুবা পেমেন্ট দেয়না। আর দুএকটা প্রজেক্টে পেমেন্ট দেয় তার এমাউন্ট এতই কম থাকে যে তাতে জয়েন করার মন মানসিকতা হারিয়ে যায়।

needmoney কয়েক বছর ধরে আর বাউন্টি আনেন না। রেড ট্রাস্ট খাওয়ার পরে তার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

Sylon ভালো বাউন্টি ম্যানেজার কিন্তু গত ২ বছর ধরে বাউন্টি আনা বন্ধ রয়েছে।

এছাড়া Murat- Hero Member ভালো বাউন্টি ম্যানেজার। পরিচ্ছন্ন বাউন্টি আনেন তিনি।
newbie
Activity: 4
Merit: 0
August 11, 2021, 03:35:14 AM
I am new.please Help me.
jr. member
Activity: 63
Merit: 3
August 11, 2021, 02:01:33 AM



আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়

আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই , আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে

আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন । অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)

আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট always invest in you own risk
আশা করি, সবগুলো আপনার নিজের তৈরি। প্রথম দুইটি মোটোমোটি সবারই বর্তমান অবস্থা বলা যায়। Grin Grin আর ৪র্থটি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আগে থেকেই আছে, তাই এটি প্রতিযোগিতায় গণ্য হবে নাহ। আর পরবর্তীতে যারা পোষ্ট করবেন,তারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আর নতুন কিছু তৈরি করেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কোনো মিমের বিষয় নিয়ে নিজের মতো করে পুনরায় তৈরি করবেন নাহ। এককথায় নতুন কিছু তৈরি করেন।

[/quote]
প্রথমে ধন্যবাদ, নিজের কোনো কাজ রিচ না পেয়েও উথসাহ পেলে ভালো লাগে।আসলে ওই রকম মিমস এ সময় দেওয়া হয় না আর এটাও সত্য যে আমাদের পুরো বাংলা ক্রিপ্টো কমুনিটিতে অনেক কম মিমস পাওয়া যায়,যা আমাদের পরিবেশের সাথে তুলে ধরে।
আর মেরিট এরও আশাতেও ছিলাম, ওইটা থেকেই চেষ্টা। আশা করি ভবিষ্যতে আরো কিছু মিমস বানাবো আর হ্যা একটা রিকুয়েস্ট থাকলো, আপনি প্রতিযোগিতা নিয়মে, কেউ যেনো নিজের লগো ব্যবহার না করে, এটা এড কতে দিতেন।
পুরো কমুনিটি যেনো সব জায়গায় এইগুলো ব্যবহার করতে পারে। 
আর শেষেরটা মনে হইছিলো যে আগে বানানো হইছে, দেখি আরো সুন্দর করে করতে পারি কিনা
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 10, 2021, 12:29:06 PM
মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

আমি ভুল করে, প্রথম তিনজন লেখেছিলাম। কিন্তু ওটা হবে, সেরা তিনজনকে ক্রিপ্টো দিয়ে পুরস্কৃত করা হবে। যদি অনেক ব্যবহারকারী এত অংশগ্রহণ করে, তাহলে হয়তো সেরা ৫জনকে পুরস্কৃত করবো, যদিও এটি এখনো নির্ধারণ করা হয়নি।

আর একটি বিষয় হলো, আপনি quote করতে পারেননি। তাই ভালোভাবে quote করার বিষয়টি জেনে নিন। আর পুরোপোষ্ট quote করলে খারাপ দেখা যায়।  Cheesy



আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়

আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই , আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে

আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন । অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)

আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট always invest in you own risk
আশা করি, সবগুলো আপনার নিজের তৈরি। প্রথম দুইটি মোটোমোটি সবারই বর্তমান অবস্থা বলা যায়। Grin Grin আর ৪র্থটি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আগে থেকেই আছে, তাই এটি প্রতিযোগিতায় গণ্য হবে নাহ। আর পরবর্তীতে যারা পোষ্ট করবেন,তারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আর নতুন কিছু তৈরি করেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কোনো মিমের বিষয় নিয়ে নিজের মতো করে পুনরায় তৈরি করবেন নাহ। এককথায় নতুন কিছু তৈরি করেন।



মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

মেরিট চেয়ে পোষ্ট কেন করবে?

সম্ভবত আপনি ভুল ব্যবহারকারীকে রিপ্লাই দিয়েছেন। কারণ উনি পুরস্কৃত করার বিষয়টি বলেছেন, যেটি আমি সেরা তিনজনকে প্রতিযোগিতা শেষে দিবো। আপনি সম্ভবত @abdurrahman99 কে রিপ্লাই দিতে চেয়েছিলেন। আর একটু অনুরোধ রইলো, পুরো পোষ্টটি quote না করলে ভালো হয়।  Smiley
newbie
Activity: 411
Merit: 0
August 10, 2021, 11:54:33 AM
যারা নতুন একাউন্ট খুলেছেন তারা এবং আমরা সবাই ভালো ক্যাম্পেইং করতে চাই এবং পেমেন্ট পেতে চাই। যারা পুরানো ক্যাম্পেইনার তারা সাধারনত ভালো ক্যাম্পেইং চিনেন বা ম্যানেজার এর নাম দেখেই চিনে ফেলেন যে এই ম্যানেজার ভালো, মানে তার ক্যাম্পেইং ও ভালো এবং পেমেন্ট দিবে কিন্তু যারা নতুন তারাতো চিনবে না কোনটা ভালো বা খারাপ তাই আমি বলবো নতুনরা সব ধরনের ক্যাম্পেইং করুন তাতে নিজেরাই ভালো বুঝবেন কোনটা ভালো বা খারাপ ধিরে ধিরে পরিচিত হতে পারবেন এবং ক্যাম্পেইং সম্পর্কে ধারনা নিতে পারবেন নিজেরাই।

তবে আমার দেখা সবচেয়ে কিছু ভালো ম্যানেজার এর নাম নিচে উল্লেখ করতেছি যাদের ক্যাম্পেইং না করলেই নয়---

Fatemablabla
Full Member

yahoo62278
Legendary  

Wapinter
Legendary

Hhampuz
Leggendery

deadley
Legendery

julerz12
Sr. Member

Arteezy.rtx
Full Member  

DentIt
Member  


Hotachy
Full Member  

SANDRA EVANS
Full Member  

CryptoMaze official
Jr. Member

olcaytu2005
Legendary

needmoney
Legendary

Sylon
Legendary

BountyDetective
member

এছারাও আরো অনেক ম্যানেজার এর ক্যাম্পেইং রয়েছে যেগুলো আপনারা করতে পারেন।

ধন্যবাদ।
full member
Activity: 1099
Merit: 116
August 10, 2021, 11:17:21 AM
মেরিট চেয়ে পোষ্ট কেন করবে? মেরিট অবশ্যই দরকার এবং সেটা নাহলে একাউন্টের তেমন মূল্য থাকেনা যদি তিনি বাউন্টি এবং সিগনেচার ওয়ার্ক করতে চান তবে সচেয়ে সমস্যা হচ্ছে ভাল পোষ্ট করেও অনেকেই হতাশাগ্রস্ত হন কারন কেউ মেরিট দেয়না তাই আসলে যিনি পোষ্ট দ্বারা উপকার পাবেন তিনি অবশ্যই অন্তত একটা মেরিট দিলে ভাল হয় তাই এইব্যাপারে আমাদের সবারি আগ্রহ থাক উচিৎ।

আমাদের বাংলা সেকশনে দেখেন যারাই একটু ভালো পোস্ট করে তাদের কিন্তু মেরিট দেওয়া হয়। বিশেষ করে কয়েকজন সিনিয়র ভাই আছেন তারা ভালো পোস্ট পেলেই মেরিট দেন। এটা খুবই ভালো দিক। ভালো পোস্ট করলে অবশ্যই মেরিট পাওয়া যায়। আর ভালো পোস্ট হতে হলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতে হবে যা অন্যদের উপকারে আসে। আর মেরিট চাওয়া ফোরামের রুলস বিরোধি। আমাদের অনেক ভাই ভালো পোস্ট করে কিন্তু মাত্র অল্প দিনের মধ্যে বড় র‌্যাংক অর্জন করেছেন। কারণ তাদের পোস্ট কোয়ালিটি ছিলো অনেক ভালো যার কারণে তারা সবত্র মেরিট পেয়েছেন। ভালোর কদর সব খানেই আছে।
sr. member
Activity: 1428
Merit: 250
August 10, 2021, 10:03:56 AM
jr. member
Activity: 238
Merit: 1
August 10, 2021, 07:32:20 AM
I am also from Bangladesh, anyone reply please.
ভাই আমার আর কিছু মেরিট লাগবে আমি কি করলে  তাড়াতাড়ি করে মেরিট আমার একাউন্টে পাব।  আমাকে একটা মেরিট দেওয়া যায় ভাই খুব দরকার ছিল
jr. member
Activity: 63
Merit: 3
August 09, 2021, 03:13:51 PM

আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • প্রথম তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: এক মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম: ______( মিমটির লিংক )______
মিমটি তৈরির করার কাহিনি: _____( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )____



[/quote]


আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক ) https://twitter.com/MoinulSaykot1/status/1424822686094528563?s=20
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়

আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক ) https://twitter.com/MoinulSaykot1/status/1424822341117218834?s=20
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে

আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )https://www.reddit.com/r/Enayet_Chowdhury/comments/p192jf/%E0%A6%AD%E0%A6%87_%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0_%E0%A6%9B%E0%A6%87%E0%A7%9C_%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%86%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC_%E0%A6%A8/
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)

আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক ) https://www.reddit.com/r/cryptomemes/comments/p19a17/ups_and_downs/
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) always invest in you own risk
jr. member
Activity: 63
Merit: 3
August 09, 2021, 01:58:33 PM




আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • প্রথম তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: এক মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম: ______( মিমটির লিংক )______
মিমটি তৈরির করার কাহিনি: _____( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )____



[/quote]

মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 09, 2021, 11:43:20 AM
  <-- snip -->

”ডাস্ট এ্যাটাক” বর্তমানে একটি কমন বিষয় হয়ে দাড়িয়েছে বিশেষ করে বিএসসি নেটকওয়ার্কে। এরা কিছু কিছু ফ্রি টোকেন সেন্ড করে ওয়ালেটে। নতুনরা সেটা যখন দেখে সেল করলে কিছু ডলার পাওয়া যাবে তখন তাদের মাথায় কাজ করেনা।

এইজন্য সকলের উচিত বিভিন্ন বিষয়ে আগে জানা। আর একটি বিষয় হলো যে, স্ক্যামাররা যেকোন উপায় খুজে বের করবে যদি কোনো কিছুর হাইপ/ট্রেন্ড চলতে থাকে। তাই সকলকেই সতর্ক থাকা উচিত এবং টাকা চিন্তা আগে না করে সকল বিষয় নিয়ে ভালো করে বিশ্লেষণ করা। তাহলে স্ক্যামাররা তাদের কাজে সফল হতে পারবে না।  Grin


আমার বাসা টাঙ্গাইল আমি এই ফোরামে আজকের নতুন।

পুরাতন পোষ্টে রিপ্লাই না দেওয়া খুবই ভালো হবে, যদি না সেটি কোনো তথ্যমূলক পোষ্ট হয়। আর ক্রিপ্টোকারেন্সি+ব্লকচেইন দুনিয়াতে আপনাকে স্বাগতম এবং ব্যক্তিগত তথ্য কারো সাথে বিনিময় না করাই ভালো, যেহেতু ক্রিপ্টো এখনো সম্পূর্ণরূপে বাংলাদেশে বৈধ না। আর বাংলা বোর্ডের প্রথম পোষ্টে যেসকল পোষ্টের লিংক করে দেওয়া হয়েছে, সেগুলো পড়ুন এবং ফোরাম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।  Wink





একটি বিশেষ বিজ্ঞপ্তি বাঙালি ফোরাম ব্যবহারকারীদের জন্য




আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।

প্রতিযোগিতার নিয়ম-নীতি:
  • যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
  • অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
  • সেরা তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
  • আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
  • এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
  • উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।

মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: দুই মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত অক্টোবরে শেষ করা হবে )
পোষ্ট করার পদ্ধতি:
Code:
আমার তৈরিকৃত মিম ( মিমটির লিংক ):  
মিমটি তৈরির করার কাহিনি( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ):


বি:দ্র: সকলের জন্য একটি বিষয়, যদি কেউ quote করেন, তাহলে সম্পূর্ণ পোষ্ট quote করবেন নাহ। এতে খারাপ দেখা যাবে এবং নিজে নতুন পোষ্ট করেও রিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা নেই।
newbie
Activity: 1
Merit: 0
August 09, 2021, 03:28:02 AM
আমার বাসা মধুপুর।
আমার বাসা টাঙ্গাইল আমি এই ফোরামে আজকের নতুন।
full member
Activity: 1099
Merit: 116
August 08, 2021, 06:47:49 AM
jr. member
Activity: 77
Merit: 3
August 08, 2021, 06:39:41 AM
I am also from Bangladesh, anyone reply please.
ভাই আমিও বাংলাদেশি কিন্তু আমার মেরিট লাগতো কেউ কি দেবেন আমাকে

এভাবে আপনাকে কেউ মেরিট দেবেনা। আপনি ফর্মে ভালো মানের পোস্ট করুন সেই পোস্ট পড়ে সিনিয়র ভাইদের ভালো লাগলো আপনাকে মেরিট দিবে। এবং ক্রিপ্টোকারেন্সি বিষয় অজানা তথ্য কে পোস্ট করে সবাইকে জানাবেন। এবং কি ক্রিপ্টোকারেন্সি এর বিষয় আপনি যতটুকু জানেন সবাইকে জানাবেন তাহলে দেখবেন আপনি মেরিট পাবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 07, 2021, 12:59:47 PM
এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

পোষ্টটি করেছিলাম যখন ইথিরিয়ামের মূল্য প্রায় ২৪৫০ ডলারে ছিল। আর ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক শেষ হওয়ার পর এখন ইথিরিয়ামের মূল্য ৩০০০ ডলার বেশি চলে গিয়েছে। আর বিটকয়েন যদি বৃদ্ধি পেতে থাকে , তাহলে আশা করা যায় নতুন সর্বোচ্চ মূল্যতে যেতে পারে।  Cheesy


ধন্যবাদ ভাইয়া।  একটা প্রশ্ন আমি VERA  (pancakeswap) এ সোয়াপ করার চেষ্টা করি কিন্তু ফেইল্ড হয়ে যায়। কিন্তু আমি তাদের ওয়েবসাইট এ গিয়ে swap করি নি।কোন সমস্যা হবে কি? আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো এয়ারড্রপ থেকে পেয়েছি তাই পেনকেকসোয়াপ এ গিয়ে সোয়াপ করি কিন্তু ফেইল্ড হয়। এখন কি কোন সমস্যা হবে?



ওই টোকেনটি হলো একটি ভুয়া টোকেন, আপনি ওটা এক্সচেঞ্জ করতে পারবেন না, কেননা ওদের স্মার্ট কন্ট্রাকটি ওমন করেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র তাদের ওয়েবসাইটে এক্সচেঞ্জ করা যাবে , যেন অন্যদের ওয়ালেটের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ নিতে পারে। আর একটি বিষয় Bscscan ইতিমধ্যে ওদের কন্ট্রাক এড্রেসকে ফিসিং কন্ট্রাক হিসেবে ট্যাগ করে দিয়েছে। তাই ওই টোকেন নিয়ে কোনো আশাই রাখেন নাহ।  Wink



ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি? নাকি জিয়ার মেম্বার হওয়ার জন্য কপার মেম্বার হওয়া লাগবে আগে যদি আমাকে বলেন তাহলে অনেক উপকার হত আর যেহেতু আমি বাঙালি তাই এক বাঙালি আরেক বাঙালিকে সাহায্য করা উচিত

প্রথমত শুধুমাত্র মেরিট হইলেই হবে না, বরং মেরিট ও এক্টিভিটি থাকতে হবে। কেবল তখনই আপনি জুনিয়র মেম্বার হবে। বিস্তারিত জানতে এই পোষ্টটি ভালো করে পড়ুন: https://bitcointalksearch.org/topic/m.53602200
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 07, 2021, 11:36:17 AM
ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি?
জুনিয়র মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই ১টি মেরিট এবং ৩০ টি এক্টিভিটি লাগবে। এই দুইটা টার্গেট ফিল আপ হলে তখনই আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন। যে কোন একটা না থাকলে সম্ভব না। আপনি যাদের কথা বলছেন তাদের নিশ্চয়ই এক্টিভিটি কম যার কারনে তারা এখনও জুনিয়র মেম্বার হতে পারেনি। মেটা বোর্ডে গিয়ে ফোরামের নিয়ম, র‍্যাংকিং এর জন্য কি কি লাগে সেটা দেখে নিতে পারেন।
jr. member
Activity: 238
Merit: 1
August 07, 2021, 08:51:04 AM
ভাই আমি দেখতেছি কিছু একাউন্টে মেরিট আছে তারপরও তারা
JR মেম্বার পাইতেছে না এটা কি?

 নাকি জিয়ার মেম্বার হওয়ার জন্য কপার মেম্বার হওয়া লাগবে আগে যদি আমাকে বলেন তাহলে অনেক উপকার হত আর যেহেতু আমি বাঙালি তাই এক বাঙালি আরেক বাঙালিকে সাহায্য করা উচিত
jr. member
Activity: 238
Merit: 1
August 07, 2021, 08:44:38 AM
I am also from Bangladesh, anyone reply please.
ভাই আমিও বাংলাদেশি কিন্তু আমার মেরিট লাগতো কেউ কি দেবেন আমাকে
jr. member
Activity: 410
Merit: 1
August 07, 2021, 07:35:57 AM
jr. member
Activity: 472
Merit: 2
August 06, 2021, 03:14:22 PM
Jump to: