আমি লক্ষ্য করেছি যে, বিভিন্ন ব্যবহারকারী অনেক সময় মেরিট প্রদানের প্রতিযোগিতা করে, হোক সেটি কোনো ক্রিপ্টো নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রতিযোগিতা কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। তাই আমি সিদ্বান্ত নিয়েছি যে, আমাদের বাংলা ফোরামের সকল ব্যবহারকারীদের জন্য একটি Meme Contest ( মিম প্রতিযোগিতা ) করবো। আর এটির জন্য অবশ্য আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ দিয়ে সেরাদের পুরস্কৃত করবো। আশা করি, সকলে অংশগ্রহণ করবেন। তাই নিয়মগুলো দেখে নিন।
প্রতিযোগিতার নিয়ম-নীতি:- যেকোনো ব্যবহারকারী এতে অংশগ্রহণ করতে পারবে এবং যতটি ইচ্ছা মিম তৈরি করতে পারবে।
- অন্যকারো কাজ/মিম কপি করা যাবে নাহ এবং আপনি যে মিমটি তৈরি করবেন, সেটির চিন্তাভাবনা আপনার মাথায় কেমন করে আসলো। সেই বিষয়টি মিমের সাথে উল্লেখ করতে হবে।
- প্রথম তিনজনকে সমান অর্থে পুরস্কৃত করবো ( মোট রিওয়ার্ড/অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি)
- আর কেউ মেরিট চেয়ে কোনো পোষ্ট করবেন নাহ এবং এমনটি কেউ যদি করেন, তাহলে আপনার পোষ্টটি ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
- এই প্রতিযোগিতায় কেউ তার অল্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন নাহ। এককথায় যারা খারাপ পোষ্ট কিংবা বাউন্টিতে দুর্নীতি করতে যেয়ে, নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন।
- উচ্চপদের মেম্বাররা চাইলে ভালো পোষ্টদাতা বাছাইকরণে ভোট কিংবা মতামত দিতে পারেন।
মিম তৈরি করার জ্ন্য কিছু বিষয়: ক্রিপ্টোকারেন্সি-ব্লকচেইন সম্পর্কিত, বাংলাদেশ ও ক্রিপ্টোকারেন্সি, ডেফি-ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বিভিন্ন ট্রেন্ড/হাইপ, শিক্ষামূলক প্রভৃতি।
প্রতিযোগিতার সময়সীমা: এক মাস ( আজকে থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত )
পোষ্ট করার পদ্ধতি:আমার তৈরিকৃত মিম: ______( মিমটির লিংক )______
মিমটি তৈরির করার কাহিনি: _____( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )____
[/quote]
আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক )
https://twitter.com/MoinulSaykot1/status/1424822686094528563?s=20মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়
আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক )
https://twitter.com/MoinulSaykot1/status/1424822341117218834?s=20মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে
আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )https://www.reddit.com/r/Enayet_Chowdhury/comments/p192jf/%E0%A6%AD%E0%A6%87_%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0_%E0%A6%9B%E0%A6%87%E0%A7%9C_%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%86%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC_%E0%A6%A8/
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন )অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)
আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক )
https://www.reddit.com/r/cryptomemes/comments/p19a17/ups_and_downs/মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট ( বিস্তারিতভাবে বিবরণ দিবেন ) always invest in you own risk