Author

Topic: বাংলা (Bengali) - page 359. (Read 5703832 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 12, 2021, 06:53:14 AM
DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন।
DYOR মানে Do Your Own Research যেটার মানে দাঁড়ায় 'নিজে গবেষণা করুন'।
অবচেতন মনেই রিসার্চকে এনালাইসিস লিখে ফেলেছি। ধন্যবাদ।
member
Activity: 86
Merit: 27
October 12, 2021, 06:50:56 AM
DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন।
DYOR মানে Do Your Own Research যেটার মানে দাঁড়ায় 'নিজে গবেষণা করুন'।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 12, 2021, 04:42:01 AM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।

আমি বলবো, আমি যেহেতু এ জগতই নতুন তাই ফোরামে এবং বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড সাইট গুলোতে বেশি বেশি সময় দিন। আগে আপনি নিজে নিজে ধারনা নেওয়ার চেষ্টা করুন। 
আমি মনে করি, ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই ক্রিপ্টো ফোরাম তাই আপনি ফোরামেই বেশি বেশি সময় দিন। আশা করছি ধীরে ধীরে সব কিছুই শিখে নিতে পারবেন।     
full member
Activity: 367
Merit: 136
October 12, 2021, 02:52:46 AM
আপনাকে যদি ১০০০ ডলার দেওয়া হয়, এবং সত্য দেওয়া হয় যেকোনো ৩ টা কয়েনে ইনভেস্ট করতে, আপনি কোন ৪/৫ টা কয়েনে ইনভেস্ট করতে চান এবং কেনো করতে চান?
আমার জন্য
  • Seedify 30% - হোল্ডিং থাকলে ভালো ICO অফার পাওয়া যায়
  • Preseach 20% - নোড রান করা সুবিধা আছে, আর ভবিষ্যতে গ্রো করার ভালো পটেনশিয়াল আছে
  • ADA or Matic 40% - তাদের কোমুনিটী এবং ফিউচার প্লানিং এই ২ টা কয়েনে আরো প্টেনশিয়াল এনে দিতে পার
  • Any meme coin 10% - মিমস কয়েন এখন অন পাম্প হলী একেবারে ১০০/২০০% ও পাম্প হয়। সেহুতু, মার্কেট গ্যাপ হলেও এটাতে কিছু হোল্ডিং রাখা দরকাররর্‌ যেনো বুল মার্ক্কেট এর সুবিধা আমিও নিতে পারি
এটা সম্পুন আমার একার চিন্তা ভাবনা, আপনারা নিজের করে বানাতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 11, 2021, 12:06:45 AM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।
আগে ভালোভাবে ধারনা নিয়ে নেন। ধারনা ছাড়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ খুবই ঝুকিপূর্ণ যদিও অনেকেই খুব ভালো ধারনা থাকা সত্ত্বেও লসে আছে। ক্রিপ্টোকারেন্সিতে সবসময় একটা কথা বলা হয়ে থাকে- DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন। আর এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অন্যের বিশ্লেষণ দিয়ে টাকা লস খাওয়ার চাইতে নিজের বিশ্লেষণ দিয়ে লস খাওয়া ভালো। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। ভবিষ্যতে ভালো করতে পারবেন।
newbie
Activity: 140
Merit: 0
October 10, 2021, 11:58:45 PM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 10, 2021, 02:56:20 PM
কোন টোকেন টা কিনলে বেশি লাভবান হওয়া যাবে।কেউ আমাকে কিছু পরামর্শ দেন।

সবচেয়ে ভালো হয়ে, আপনি নিজে বিশ্লেষণ করার পর কোনো টোকেন ক্রয় করেন। কারণ এখানে আমরা হয়তো আপনাকে একটি টোকেন ক্রয়ের পরামর্শ দিতে পারবো, কিন্তু কখন টোকেনটি বিক্রয় করতে হবে, সেটি হয়তো বলতে ভুলে যাবো। তাই নিজের বিশ্লেষণ করা অনেক ভালো।

তবে আপনাকে আমি হয়তো পরবর্তী হাইপের কথা বলতে পারি, কিন্তু আপনি অবশ্যই নিচের বিশ্লেষণ করার পর ক্রয় করবেন। ক্রিপ্টো মার্কেটে যেমন BSC, Polygon, Fantom, Avalanche চেইনের হাইপ চলছিল, তেমনি Harmony চেইনের হাইপ চালু হইতে পারে। তাই নিজের বিশ্লেষণ শেষে এটি নিজের সিদ্ধান্তে ক্রয় করতে পারেন।
newbie
Activity: 140
Merit: 0
October 10, 2021, 01:50:02 PM
কোন টোকেন টা কিনলে বেশি লাভবান হওয়া যাবে।কেউ আমাকে কিছু পরামর্শ দেন।
jr. member
Activity: 210
Merit: 6
October 09, 2021, 07:25:52 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 08, 2021, 02:46:03 PM
বিটকয়েন কী 60k ছাড়িয়ে যাবে ?

সম্ভাবনা অনেক বেশি আছে, যদি বিটকয়েন সাপ্তাহিক ট্রেডিং ক্যান্ডেল ৫০ কিংবা ৫৫ হাজার ডলারের উপরে তৈরি হয়। কারণ এই সপ্তাহে একটি ETF অনুমোদন পেয়েছে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিটকয়েনের জন্য। আর ETF এর অনুমোদন পাওয়া মানে, অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েনে বিনিয়োগ করতে পারবে। আমার মতে, যেটি বিটকয়েনকে আরো উচ্চমূল্যে নিয়ে যাবে।  Wink
jr. member
Activity: 77
Merit: 3
October 08, 2021, 11:38:52 AM
বিটকয়েন কী 60k ছাড়িয়ে যাবে ?
jr. member
Activity: 38
Merit: 2
October 08, 2021, 04:09:25 AM
Don't miss the Livestream of @charlesdhaussy's keynote speech on Oct 8 of Bangladesh!

This year, IBCOL is hosted by the #Bangladesh Blockchain Olympiad and the Govt of Bangladesh, in collaboration with the Hong Kong Blockchain Society and other partners.

https://ibcol2021.com/

https://twitter.com/ConsenSys/status/1444006678626766860
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 08, 2021, 03:35:23 AM
ইথেরিয়াম এর লোগো আসলেই কি আছে এই নোটে? নাকি আপনি এড করেছেন? লল। আমি আসলে এই নোটে এইটা কখনো খেয়াল করি নি। দেখতে অনেকটাই ইথেরিয়াম এর লোগোর মতই।
[/quote]
এটা সতিই আছে, কিন্ত এটার মিনিং আমিও জানি না। হয়তো কোনো অন্য কিছু বোঝায় এটা দিয়ে।
[/quote]
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, ২০২০ সালে ২০০ টাকার কিছু বিশেষ নোট বাজারে আনা হয়।
এই নোটে "বিশেষ নোট" শব্দটিও খোদাই করা আছে। এবং নোটের শীর্ষে ইংরেজিতে লেখা আছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ ১৯২০-২০২০’ এবং নিচের বাম কোণে লেখা আছে ‘জন্ম শতবার্ষিকী’। এবং একটি লোগো ব্যবহার করা হয়েছে। লোগোটি ইথেরিয়াম লোগোর মতো দেখতে। আমার মনে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বরণীয় করার উদ্দেশ্যে এবং নোটটিকে বিশেষ নোট হিসেবে চিহ্নিত করার উদ্দ্যেশেই এই বিশেষ ধরনের লোগো ব্যবহার করা হয়েছে। এই লোগোর বিষয়ে কোন প্রতিবেদন তুলে ধরা হয় নি।
আবার হতে পারে, বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা ক্রিপ্টোকারেন্সিকে বৈধ করার একটা সংকেত দিচ্ছেন এই লোগোর মাধ্যমে। যাইহোক, যে নোট গুলো শুধু ২০২০ সালেই বের হয়েছিলো৷ ২০২১ সালের নোট গুলোতেই আর কোন লোগো বা বিশেষ কোন কিছু লেখা নেই।
full member
Activity: 367
Merit: 136
October 08, 2021, 02:01:06 AM
আমি চেনা মতে অনেকে লং রান বিটিসি হোল্ড করতেছে,তারা বিভিন্ন ট্রাস্টেট প্লাটর্ফম যেমন, crypto.com,nexo,lendn আরও অনেক সাইটে ৪/৬% হারে স্ট্যাকিং করতেছে।
এতে করে কিছু % ইনকাম করতেছে আবার হোল্ড করে রাখাও হচ্ছে।
এইগুলো সব সেন্ট্রালাইজড প্লাটফর্ম। আপনি কিভাবে এদের ট্রাস্টেড বলছেন? সেন্ট্রালাইজড প্লাটফর্ম সবসময় রিস্কি। সবসময় মানুষ একটা কথা বলে, "প্রাইভেট কী আপনার না মানে ফান্ডও আপনার না"। সুতরাং এইগুলো অনেক রিস্কি। আপনি আরো ভালো করে জেনে নিবেন বিনিয়োগ করার পূর্বে।
কোনো কোম্পানি তে ইনভেস্ট করার পুর্বে, সবার আগে ওই প্লাটর্ফমের অডিট রিপোর্ট অথবা তাদের কমুনিটি ব্যপারে জানতে হয়। আর ওপরের প্লাট্ররফম গুলো অনেক বড় পরিসরের ইনভেস্ট্র আছে। যেখানের crypto.com (নিজেদের ভিসা কার্ডও আছে) আর celcius এর নিজ টোকেন আছে। আর লেনডিং আর ব্রোইয়িং প্লাটর্ফমে TVL প্যানকেক বা অন্যান্য DEX থেকেও বেশি।  যাইহোক, আপনার কথাও সঠিক, ইনভেস্ট করার পুর্বে ভালোভাবে, চেক করে নিয়ে তারপর ইনভেস্ট করতে হয়।

https://imgur.com/Jf4l3uC

ইথেরিয়াম এর লোগো আসলেই কি আছে এই নোটে? নাকি আপনি এড করেছেন? লল। আমি আসলে এই নোটে এইটা কখনো খেয়াল করি নি। দেখতে অনেকটাই ইথেরিয়াম এর লোগোর মতই।
এটা সতিই আছে, কিন্ত এটার মিনিং আমিও জানি না। হয়তো কোনো অন্য কিছু বোঝায় এটা দিয়ে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 08, 2021, 01:43:25 AM
আমি চেনা মতে অনেকে লং রান বিটিসি হোল্ড করতেছে,তারা বিভিন্ন ট্রাস্টেট প্লাটর্ফম যেমন, crypto.com,nexo,lendn আরও অনেক সাইটে ৪/৬% হারে স্ট্যাকিং করতেছে।
এতে করে কিছু % ইনকাম করতেছে আবার হোল্ড করে রাখাও হচ্ছে।
এইগুলো সব সেন্ট্রালাইজড প্লাটফর্ম। আপনি কিভাবে এদের ট্রাস্টেড বলছেন? সেন্ট্রালাইজড প্লাটফর্ম সবসময় রিস্কি। সবসময় মানুষ একটা কথা বলে, "প্রাইভেট কী আপনার না মানে ফান্ডও আপনার না"। সুতরাং এইগুলো অনেক রিস্কি। আপনি আরো ভালো করে জেনে নিবেন বিনিয়োগ করার পূর্বে।

ইথেরিয়াম এর লোগো আসলেই কি আছে এই নোটে? নাকি আপনি এড করেছেন? লল। আমি আসলে এই নোটে এইটা কখনো খেয়াল করি নি। দেখতে অনেকটাই ইথেরিয়াম এর লোগোর মতই।
full member
Activity: 367
Merit: 136
October 07, 2021, 02:51:05 PM
প্রথমেই ভুল স্বিকার করে নিচ্ছি, কারন এক সাথে দুটি পোস্ট করা উচিত ছিলো না, কিন্ত মিম কনটেস্ট এর ডেট মনে হয় শেষ করে দিতে পারে, এর জন্য বাধ্য হয়েই এক সাথে দুটী পোষ্ট এক সাথে করছি।
1.আমার তৈরিকৃত মিম: কখনো আশা হত হবেন না
মিমটির লিংক : https://twitter.com/MdxCrypto4/status/1446181207394291728/photo/1
মিমটি তৈরির করার কাহিনি: ক্রিপ্টো মার্কেট আপ্স ডাউন থাকবেই, কিন্ত হ্লোডিং একদিন না একদিন আপনাকের সময়ের দাম দিবে।
2.আমার তৈরিকৃত মিম: জ্ঞান বিলানো
মিমটির লিংক: https://twitter.com/AaravCarrel/status/1446195619316461574?s=20
মিমটি তৈরির করার কাহিনি: প্রতিবার কাউকে যখন ক্রিপ্টো ব্যপারে প্রথম বলি
3. আমার তৈরিকৃত মিম: পোর্টফোলিও
মিমটির লিংক: https://twitter.com/AaravCarrel/status/1446181555076927503?s=20
মিমটি তৈরির করার কাহিনি: যার হ্লোডিং আছে, তার স্ক্রিনশট নেওয়ার প্রবনতা বেশি থাকে  Smiley
4. আমার তৈরিকৃত মিম: কাকতালীয়
মিমটির লিংক: https://imgur.com/Jf4l3uC
মিমটি তৈরির করার কাহিনি: কাকতালীয় ভাবে মিলে গেছে। কিন্ত মন্দ হবে না যদি ক্রিপ্টো বাংলাদেশে ওপেন সোর্স ভাবে ব্যাবহার করা হয়।
কোনো মিম তেই লোগো বা কোনো ওয়াটারর্মাক ব্যাবহার করা হয়নি, যেকেউ চাইলে,যেকোনো জায়গয়ায় ব্যবহার করতে পারেন। আর উত্থসাহ পেলে আরো বানাবো Grin
full member
Activity: 367
Merit: 136
October 06, 2021, 02:45:57 PM
কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে।

Yeild Farming শব্দটির সাথে তেমন পরিচিত নই আমি। তবে আপনি যদি স্টেকিং এর কথা বলে থাকেন, তাহলে আমি বলবো স্টেকিংয়ে লাভের চেয়ে ঝুকি অনেক বেশি। কারন টোকেন গুলোকে নির্দিষ্ট সময়ের জন্য লক রাখতে হয়। দেখা যায় টোকেন গুলোর দাম কুমে গেলে বড় ধরনের লস হয়। আর স্টেকিং থেকে যে পরিমান লভ্যাংশ পাওয়া যায় তা যথেষ্ট নয় লসের মোকাবেলা করার জন্য।
আমি মনে করি একটু ব্রেন খাটিয়ে ট্রেড করাই উত্তম।
এই কয় দিনে বেশ কিছু জিনিস শিখলাম। আসলে স্ট্যাকিং বা ইলদ ফার্মিং এর আসল মজা যারা SIP ইনভেস্ট করে থাকে। লং টাইমের জন্য যখন মানুষ কোনো কয়েনের উপর ইনভেস্টমেন্ট করতে চায়, তখন হার্ড ওয়ালেট থেকে স্ট্যাকিং এ লাগিয়ে রাখা ভালো। আমি চেনা মতে অনেকে লং রান বিটিসি হোল্ড করতেছে,তারা বিভিন্ন ট্রাস্টেট প্লাটর্ফম যেমন, crypto.com,nexo,lendn আরও অনেক সাইটে ৪/৬% হারে স্ট্যাকিং করতেছে।
এতে করে কিছু % ইনকাম করতেছে আবার হোল্ড করে রাখাও হচ্ছে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
October 06, 2021, 02:15:17 PM
কেউ কি yeild farming করেন? আমার কাছে ত yeild farming ব্যপারটা অনেক কুল লাগে। কিন্ত রিস্ক আর অনেক ক্যলকুলেশন করতে হয়। আপনাদের কি মমে হয়ঃ আল্টকয়েন গুলো বসিয়ে না রেখে yeild farming করলে বেশি লাভ করা যায়।
Principal loss হবে না এমন জায়গায় বিনোয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি। বিভিন্ন ধরণের Yield Farming opportunity সম্পর্কে জানতে এখানে দেখতে পারেন - https://www.coingecko.com/en/yield-farming.
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 05, 2021, 09:20:10 PM
আমি খুব শীঘ্রই ভালো কিছু দেখছি না। তবে এইটাও ঠিক যে ব্যান করে রাখতে পারবে না। একসময় বাধ্য হবে এইটাকে বৈধতা দিতে।
[/quote]
আপনি ঠিক, আমিও মনে করছি বাংলাদেশও খুব বেশি দিন এটিকে অবৈধ করে রাখতে পারবে না। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ক্রিপ্টোকারেন্সিকে বৈধ করে এর পূর্ণ সুবিধা ভোগ করছে সেখানে আমাদের বাংলাদেশও পিছিয়ে থাকার নয়। আশা করি একটু দেড়িতে হলেও আমাদের দেশও বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবে।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
October 05, 2021, 04:18:37 PM
@ Jahid420  ভাই শুধু লিংকটা দিলেই পারতেন।নিজে যেহেতু সুন্দর করে সাজাতে পারেননি তাহলে কোন ডিজাইনার বা এই বিষয়ে যারা কাজ করেন তাদের দিয়ে ডিজাইন করে নিলে আরো ভালো হতো। আপনি আরো ভালো করতে কপার মেম্বার ]কিনে নিতে পারেন।তাহলে প্রজেক্ট আরো ভালো সাজাতে পারবেন।কিছু মনে নিবেন না যাস্ট সাজেশন দিলাম।
Jump to: