Author

Topic: বাংলা (Bengali) - page 357. (Read 5312894 times)

newbie
Activity: 406
Merit: 0
August 22, 2021, 11:24:52 AM
বর্তমান সময়ে অনেকের ওয়ালেট থেকে কিছু না কিছু টোকেন হারিয়ে যাচ্ছে বা নিজের অজান্তেই অন্য কোন ওয়ালেট এ সেন্ট হয়েযাচ্ছে।আমরা কি কখনো ভেবেদেখেছি কেন কারো ওয়ালেট থেকে এমন হচ্ছে?এটির মূলত কারন হলো হ্যাক।হ্যাকাররা তাদের করা নজরদারির মাধ্যমে টোকেন গুলো চুড়ি করে নিচ্ছে।এটি ছোট কোন এম্যাইন্ট বা বড়ো।আপনি যদি কখনো লক্ষ করেন আপনার ওয়ালেট এ থাকা কিছু টোকেন যা আপনার অজান্তেই যোগ হচ্ছে।আসলে টোকেনটি কোথা থেকে আসলো এটি না ভেবেই আপনার টোকেন এর মূল্য দেখে সুয়াপ বা বিক্রি করতে যাচ্ছি।এমনটি কখনো করবেন না।কারন হ্যাকাররা তাদের টোকেন আপনার ওয়ালেট এ দিয়ে রাখে আর আপরি যখন টোকেনটি না দেখেই সুয়াপ বা বিক্রি করতে যান তখনই হ্যাকাররা তাদের পছন্দ মত টোকেন আপনার ওয়ালেট থেকে সরিয়ে ফেলে।তেমন কিছু টোকেন যা আপনি কখনো সুয়াপ বা বিক্রি করতে যাবেন না-

*ALPACAFIN.CO... (ALPACA)
*BestAir.io (AIR)
*BNBW.IO (BNBW)
* BSCTOKEN.IO (BSCTOK...)
*GoFlux.io (FLUX)
* Minereum BSC (MNEB)
*ShibaDrop.io (SHIB)
*TheEver.io (EVER)
*AirStack.net (AIR)
*TheVera.io (VERA)


এই টোকেন গুলো থেকে সাবধান

 
এই টোকেন গুলোর মধ্যে আমার কাছে কিছু টোকেন রয়েছে এবং কি আমি সেই টোকেন গুলো সেল দিতে গিয়েছিলাম । কিন্তু সেল দিতে পারি নি। আপনার পোস্ট গুলো পড়ার পর আমি জানতে পারলাম এই টোকেন গুলো হ্যাকারদের। ভাগিস বেঁচে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় একটা সাহায্য করেছেন। আপনার কাছ থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে গেলাম।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
August 21, 2021, 12:31:59 PM
বর্তমান সময়ে অনেকের ওয়ালেট থেকে কিছু না কিছু টোকেন হারিয়ে যাচ্ছে বা নিজের অজান্তেই অন্য কোন ওয়ালেট এ সেন্ট হয়েযাচ্ছে।আমরা কি কখনো ভেবেদেখেছি কেন কারো ওয়ালেট থেকে এমন হচ্ছে?এটির মূলত কারন হলো হ্যাক।হ্যাকাররা তাদের করা নজরদারির মাধ্যমে টোকেন গুলো চুড়ি করে নিচ্ছে।এটি ছোট কোন এম্যাইন্ট বা বড়ো।আপনি যদি কখনো লক্ষ করেন আপনার ওয়ালেট এ থাকা কিছু টোকেন যা আপনার অজান্তেই যোগ হচ্ছে।আসলে টোকেনটি কোথা থেকে আসলো এটি না ভেবেই আপনার টোকেন এর মূল্য দেখে সুয়াপ বা বিক্রি করতে যাচ্ছি।এমনটি কখনো করবেন না।কারন হ্যাকাররা তাদের টোকেন আপনার ওয়ালেট এ দিয়ে রাখে আর আপরি যখন টোকেনটি না দেখেই সুয়াপ বা বিক্রি করতে যান তখনই হ্যাকাররা তাদের পছন্দ মত টোকেন আপনার ওয়ালেট থেকে সরিয়ে ফেলে।তেমন কিছু টোকেন যা আপনি কখনো সুয়াপ বা বিক্রি করতে যাবেন না-

*ALPACAFIN.CO... (ALPACA)
*BestAir.io (AIR)
*BNBW.IO (BNBW)
* BSCTOKEN.IO (BSCTOK...)
*GoFlux.io (FLUX)
* Minereum BSC (MNEB)
*ShibaDrop.io (SHIB)
*TheEver.io (EVER)
*AirStack.net (AIR)
*TheVera.io (VERA)


এই টোকেন গুলো থেকে সাবধান

 
newbie
Activity: 16
Merit: 1
August 21, 2021, 01:11:52 AM
ইনফোগ্রাফিকের আরেকটি অংশ বিটকয়েনের মান কেন বাড়ছে তা ব্যাখ্যা করার জন্য নিবেদিত, এবং এটি সীমিত সরবরাহ, খনির অসুবিধা বৃদ্ধি এবং এটি বিনিময়ের মাধ্যম এবং মুদ্রাস্ফীতি-বিরোধী নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহৃত হয়।

   এটি সম্প্রতি মরগান ক্রিক ডিজিটাল অ্যাসেটস-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যান্থনি পম্পলিয়ানো-এর মন্তব্য অনুসারে, যিনি বলেছিলেন যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত ডোবিশ পালা বিটকয়েনের জন্য "রকেট জ্বালানী" সরবরাহ করবে।

   উপরন্তু, ইনফোগ্রাফিক কুখ্যাত Mt. Gox হ্যাক, জল্পনা কল্পনা, এবং হারিয়ে যাওয়া তহবিলের গল্প উল্লেখ করে।  , বিটকয়েনের প্রধান ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক বসতি রয়েছে কারণ এর ফি উত্তরাধিকার পদ্ধতির তুলনায় কম যদিও লেনদেন দ্রুত হয়।

   যেমন Cointelegraph গতকাল রিপোর্ট করেছে, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করেন যে চীন তার নিজস্ব ডিজিটাল মুদ্রা জারি করে বাজার শেয়ারের জন্য ফেসবুকের সাথে প্রতিযোগিতা করতে পারে।

   এই মাসের শুরুর দিকে, চীনা গণমাধ্যম রিপোর্ট করেছে যে চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়না, ফেসবুকের লিব্রার প্রতিক্রিয়ায় নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করছে কারণ পরবর্তীতে এটি দেশের আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।
jr. member
Activity: 410
Merit: 1
August 20, 2021, 07:35:16 AM
স্যার, আমি নতুন।আমি এখানে পোস্ট করতে পেরে নিজেকে ধন্যা মনে করছি।আমি এখান কার পোস্টগুলো পড়েছি খুবই ভালো লাগলো।আমাকে দয়া করে  সাহায্য করবেন।

কোনো সমস্যা বা কিছু জানার থাকলে এখানে সেটি লিখবেন এখানে অভিজ্ঞতা সম্পন্ন বড় ভাইয়েরা আছে আপনাকে সমাধান করে দেয়ার চেষ্টা করবে।

এবং আমি নিজেও নতুন থেকে এখানে সমস্যার সমাধান পেয়েছি ও পাচ্ছি এবং নতুন  নতুন জিনিস ও জানতে পারছি।
jr. member
Activity: 77
Merit: 3
August 20, 2021, 01:42:10 AM
স্যার, আমি নতুন।আমি এখানে পোস্ট করতে পেরে নিজেকে ধন্যা মনে করছি।আমি এখান কার পোস্টগুলো পড়েছি খুবই ভালো লাগলো।আমাকে দয়া করে  সাহায্য করবেন।
হ্যাঁ এখানে সবাই পোস্ট করতে পারবেন। আর আপনার যেকোনো ধরনের সমস্যা হলে আপনি পোস্ট করে জানাবেন। এই ফর্মে অনেক সিনিয়র মেম্বার আছে তারা যেকোন সমস্যার সমাধান দেবে। ধন্যবাদ আপনাকে।
newbie
Activity: 16
Merit: 1
August 19, 2021, 12:13:22 AM
স্যার, আমি নতুন।আমি এখানে পোস্ট করতে পেরে নিজেকে ধন্যা মনে করছি।আমি এখান কার পোস্টগুলো পড়েছি খুবই ভালো লাগলো।আমাকে দয়া করে  সাহায্য করবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 16, 2021, 01:49:47 PM
<-- snip -->

এইটা কিভাবে সম্ভব ভাই? উনি কেন এত দাম দিয়ে কয়েনটি ক্রয় করতে যাবেন? তখন কি এই কয়েনের দাম এত বেশি ছিল? না হলে কিভাবে উক্ত বিনিয়োগকারী এইরকম ভুল করতে পারে? যাই হোক, এমনটাও সম্ভব যে এইটা কোন একটা কারনে সেল্ফ ট্রেড ছিল। মানে নিজেই বায়ার এবং সেলার। তবে এইটাও ঠিক যে ক্রিপ্টোতে সবসময় সচেতন থাকা উচিত।

আপনি যেটি বলছেন, সেটি হতেও পারে। কিন্তু একটি বিষয় হলো, সেই অজানা বিনিয়োগকারী প্রথমে ৩০ হাজার টোকেন পেয়েছিল এবং সেটি বিক্রি করে প্রায় ৩০০ BNB পায়। হয়তো এরপর সে লোভ করে এবং স্ক্যালপিং করতে যায়। সেটিতে সে তার সকল মুনাফা হারিয়ে ফেলে। নিচে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন।

৩০ হাজার টোকেন পাওয়ার ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x35e1e50410a5b974c5625baaa6bad9804a44d9d490ef9c545a2305607bf0aa10

১ম ১৫ হাজার টোকেন বিক্রির ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0xff116531b99b493fe7f13f0881509577c830b882aedd9572592facbc3d0f6570

১ম ১৫ হাজার টোকেন বিক্রির ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x78ec2c6b55d3c3ab6a09551ce9cd49652e7651299adbc95802b91209adbde0bb

প্রথমে আমি ভেবেছিলাম যে, ওই এড্রেস হয়তো কোনো আইডিও প্লাটফর্মের এবং তারা হয়তো সরাসরি লিকুইডিটি না দিয়ে টোকেন ক্রয় করার মাধ্যমে লিকুইডিটি দিয়েছে। কিন্তু এমন বড় মাপের ট্রেডিং দুইয়ের অধিক এড্রেস থেকে হওয়াতে, আইডিও প্লাটফর্মের হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারলাম নাহ। কারণ যদি লিকুইডিটি না থাকে, তিনি ৩০ হাজার টোকেন বিক্রি করে ৩০০ বিএনবি পেতেন নাহ, আর টিম লিকুইডিটি প্রদান করেছে বিধায় তিনি এত বড় অংকের টোকেন বিক্রি করতে পেরেছেন। যাইহোক বিষয়টি সকলের কাছে তুলে ধরলাম যেন কোনো বিনিয়োগকারী এমন ভুল না করে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 16, 2021, 05:01:37 AM

উপরের ট্রান্সজেকশনটি দেখেন, এই অজানা বিনিয়োগকারী ফোমোতে এসে প্রায় $৪১,০৫৭ ডলার দিয়ে মাত্র ১১ টি টোকেন ক্রয় করে, যার আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $১.১ এবং এই অজানা বিনিয়োগকারী তাড়াহুড়ো করে ক্রয় করতে যেয়ে প্রায় $৪১,০০০ ডলার মাত্র ৫ মিনিটে হারিয়ে ফেলেন। কারণ ক্রয় করার ঠিক ৫ মিনিট পর মাত্র $৪৭ ডলারে সেই ১১ টি টোকেন বিক্রি করে দেন।

এইটা কিভাবে সম্ভব ভাই? উনি কেন এত দাম দিয়ে কয়েনটি ক্রয় করতে যাবেন? তখন কি এই কয়েনের দাম এত বেশি ছিল? না হলে কিভাবে উক্ত বিনিয়োগকারী এইরকম ভুল করতে পারে? যাই হোক, এমনটাও সম্ভব যে এইটা কোন একটা কারনে সেল্ফ ট্রেড ছিল। মানে নিজেই বায়ার এবং সেলার। তবে এইটাও ঠিক যে ক্রিপ্টোতে সবসময় সচেতন থাকা উচিত।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 15, 2021, 11:42:23 AM

সচেতন হোন এবং ক্রিপ্টোতে ফোমো কিংবা হাইপ থেকে দূরে থাকুন


ক্রিপ্টোকারেন্সির মার্কেটে অনেক সময় আমরা শুনে থাকি, কোনো এক ব্যক্তি লাভপতি হয়ে গিয়েছে অল্প বিনিয়োগ করে। কিন্ত আজকে আপনাদেরকে আমি নাম না জানা কোনো দুইজন বিনিয়োগকারীর বাস্তব ঘটনা ট্রান্সজেকশনের বিবরণসহ দেখিয়ে দিবো। যারা মাত্র ৫ মিনিটের ব্যবধানে কিংবা ফোমো/হাইপে এসে লাখপতি থেকে সাধারণ পর্যায়ে চলে এসেছে।

যেমনটি এর আগের কিছু পোষ্টে জানিয়েছিলাম যে, বর্তমানে ক্রিপ্টো দুনিয়াতে যে, P2E ( Play To Earn) ভিত্তিক প্রজেক্টগুলোর হাইপ চলতেছে। তেমনি বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটি প্রজেক্ট হলো StepHero, যেটির আজকে আইডিও হয় এবং আইডিও মূল্য ছিল $০.১০ বা মাত্র দশ সেন্ট। আর আইডিও হাইপ কিন্তু বছরের শুরুর দিকে সেই ধরনের ট্রেন্ডিং এ ছিল। আইডিও শেষে টোকেনটি প্যানকেকসোয়াপে লিস্ট হয়েছে। যদিও আমি আইডিওতে যোগদান করতে পারিনি। তাই ভাবলাম, Dextool এ যেয়ে দেখি টোকেনটির সর্বোচ্চ কত মূল্য হয়েছিল এবং বিনিয়োগকারীরা কত লাভ করতে পারলো। বিশ্বাস করেন সাতোশি ভাই, টোকেনটির সর্বোচ্চমূল্য দেখে আমি অবাক এবং হাসতে শুরু করেছি। টোকেনটির এতটাই হাইপে ছিল যে, এটির লিকুইডিটি টিম ভালোভাবে প্রদানের আগে অনেকে বিশাল পরিমাণ ক্রয় করতে যেয়ে, সর্বোচ্চ মূল্য হয়েছিল ২৫৮১২৬ ডলার। ভাবা যায়, বিনিয়োগকারীরা কতটাই ফোমোতে ছিল যে, কোনো কিছু চিন্তাভাবনা না করেই বড় অংকের ডলার দিয়ে টোকেনটি ক্রয় করতে যায়। আমি সকল ট্রান্সজেকশনগুলো দেখলাম, বিশেষ করে প্রথমরে ট্রান্সজেকশনগুলো। যেগুলোর মধ্যে দুইটি ট্রান্সজেকশন দেখে, পুরাই অবাক।

Dextool Link: https://www.dextools.io/app/pancakeswap/pair-explorer/0xecdcfca27cdc643dc285cc8e000547eecc1092e4


ফোমো/হাইপে থাকা, ১ম বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x77aaaaf41e0d7c065123875582e0a47e80edd6571fcdb870cf3426133192f08f

উপরের ট্রান্সজেকশনটি দেখেন, এই অজানা বিনিয়োগকারী ফোমোতে এসে প্রায় $৪১,০৫৭ ডলার দিয়ে মাত্র ১১ টি টোকেন ক্রয় করে, যার আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $১.১ এবং এই অজানা বিনিয়োগকারী তাড়াহুড়ো করে ক্রয় করতে যেয়ে প্রায় $৪১,০০০ ডলার মাত্র ৫ মিনিটে হারিয়ে ফেলেন। কারণ ক্রয় করার ঠিক ৫ মিনিট পর মাত্র $৪৭ ডলারে সেই ১১ টি টোকেন বিক্রি করে দেন।

বিক্রি করার ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0xcc83e01a14f6890397f7445b6527ed83bbc742bcefbbfe185474e7ba567825fa



ফোমো/হাইপে থাকা, ২য় বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x38ab72727c7dad5f2f187251311cdfd4032c6d5ad7ccdf4d23ab6f993a821676

এই বিনিয়োগকারীও হয়তো ১ম ব্যক্তির মতো ফোমোত কিংবা হাইপে চলে এসেছিলেন। কারণ এই অজানা বিনিয়োগকারী প্রায় $১২,০০০ ডলার দিয়ে মাত্র ৭.৫৬ টি টোকেন ক্রয় করে, যেটি আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $০.৭৫৬ ডলার। যদিও এই বিনিয়োগকারী এখনো টোকেনটি বিক্রি করেনি । কিন্তু StepHero প্রজেক্টের টোকেন সাপ্লাই অনুযায়ী মনে হয় নাহ যে, কখনো এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

আশা করি, সকল নতুন এবং পুরাতন ক্রিপ্টো ব্যবহারকারীরা এটি থেকে একটি শিক্ষা নিবেন। আর সেট হলো, কখনোই ফোমোতে কিংবা হাইপে এসে কোনো ধরনের সিদ্বান্ত নিবেন নাহ। কারণ একটি মাত্র ভুলের কারণে কষ্টে অর্জিত অর্থ আপনি হারিয়ে ফেলতে পারেন। এমনভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে ট্রেডিং এ অল্প ক্ষতির সম্মুখীন হওয়া ভালো।

সোর্স লিংক: https://t.me/official_BitByteCrypto/267

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 13, 2021, 01:34:18 PM
২০১৮ সালের আজকের দিনে আমি বিটকয়েনটক ফোরামে জয়েন করি।

অভিনন্দন এবং সামনের দিনগুলো আরো ভালো হবে, দোয়া রঈলো। আশা করি, খুবই কম সময়ের মধ্যে আমরা আপনাকে লিজেন্ডারি মেম্বার পদে দেখবো। এভাবেই এগিয়ে যান।


ভাই প্রতিবেদন টার লিংক দিলে কি হতো একটু চেষ্টা করলাম প্রতিবেদন গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম অনেকে জানে না গুরুত্বপূর্ণ বিষয় গুলো আশা করি আমার প্রতিবেদন টায় কিছু টা হলেও বিগতো বছর গুলোর গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরন হবে।

প্রথমত @RIFAT001 ভাই quote করার বিষয়টি একটু জেনে নিন, কারণ এমন করে যদি পুরো পোষ্ট কোট করেন, তাহলে খারাপ দেখা যায়। তাই যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকু কোট করেন। আর এমন প্রতিবেদন দিয়ে, হয়তো নতুনদের জন্য কিছুটা উপকার হতে পারে, কিন্তু এমন ধরনের প্রতিবেদন ভালো নয়। কারণ নিউজপোর্টালগুলো ক্রিপ্টো নিয়ে কথা বলতেছে, কারণ এখন বুল মার্কেট চলতেছে, আর বেয়ার মার্কেট আসলে কোনো কথাই বলবে না।
jr. member
Activity: 458
Merit: 1
August 12, 2021, 10:56:27 PM
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 12, 2021, 10:24:29 PM
২০১৮ সালের আজকের দিনে আমি বিটকয়েনটক ফোরামে জয়েন করি। বিটকয়েনের সাথে এর আগে মোটামুটি পরিচিত ছিলাম। তবে খুব বেশি না আর কি। ফোরামে জয়েন করে অনেক কিছুই শিখলাম গত ৩ বছরে৷ বিটকয়েনের অনেক উত্থান-পতনও দেখা হয়েছে। কিভাবে ২০১৭ সালের ~২০ হাজার ডলার থেকে ~৩৫০০ ডলার নামল, কিভাবে প্রতিটা অল্টকয়েন ৯০%+ দাম হারালো, কিভাবে ২০ ডলারের কয়েন $০.০৫ এ নামল সবই দেখা হয়েছে। ২০১৮ বুল রানের পর মার্কেট খুব অল্প দিনেই ধ্বসে পড়ে বলতে পারেন যেটা এই বুলের ক্ষেত্রে মনে হচ্ছে হবে না।
সে যাই হোক, ৩ বছরে অনেক কিছু পেলাম এই ফোরাম থেকে।

বিটকয়েন নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের হুবহু তুলে ধরা হলো।
এইরকম হুবহু কোন প্রতিবেদন তুলে ধরার দরকারটা কোথায়, ভাই? আপনি চাইলে শুধুমাত্র লিংক দিতে পারতেন। কিন্তু যেভাবে দিয়েছেন এইটা খুব ভালো না। আপনি নিজের কোন মতামত বা নিজ থেকে কিছুই বলেননি। তাছাড়া এই প্রতিবেদন তো অনেক আগের। এখন কেন দিয়েছেন।
jr. member
Activity: 458
Merit: 1
August 12, 2021, 10:13:36 PM
বিটকয়েন নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের হুবহু তুলে ধরা হলো।


একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

দ্রুত জনপ্রিয় হচ্ছে বিটকয়েন

বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’  হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।

বিটকয়েনের জানা-অজানা

মাস্টারকার্ড, ভিসাকার্ড বা অন্য কোনো মাধ্যমে লেনদেনে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও বিটকয়েনে এসব ঝামেলা নেই। ওয়েবসাইট থেকে কেনা যায় বিটকয়েন।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে অনলাইনভিত্তিক লেনদেনে বিটকয়েনের মাধ্যমে কেনাকাটা সম্ভব।
সাধারণ ই-মেইল বা মুঠোফোনে বার্তা পাঠানোর মতোই সহজ বিটকয়েনের ব্যবহার।
বর্তমান বিশ্বে ১ বিটকয়েনের বিনিময়মূল্য ২০২ মার্কিন ডলার বা ১৪৬ ইউরো।
বিটকয়েনের ইতিহাস

২০০৮ সালে বিটকয়েন উদ্ভাবন করেন কম্পিউটারবিজ্ঞানী সাতোশি নাকামোতো। এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনা-বেচা করা যায় বলে এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেন নামে অবহিত করা হয়। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।

বিটকয়েনের ভালো-মন্দ

বিটকয়েনের লেনদেন সহজে নিয়ন্ত্রণ করা যায় না বলে বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান ও অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা সত্ত্বেও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দরের মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা ‘সিল্ক রোড’ নামের একটি অনলাইন বাজার বন্ধ করে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিটকয়েন উদ্ধারের দাবি করেছেন। তবে ভারচুয়াল এ মুদ্রাব্যবস্থাকে অনেক দেশেই লেনদেনে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
member
Activity: 86
Merit: 27
August 12, 2021, 01:07:12 PM
are u from bangladesh?
Yes and I am new in Bitcointalk.so I hope everyone support me
ভাই, ২০১৪ সালের message quote করনের কোনো কারণ দেখি না। এখানে লেখেন কম, আর পড়েন বেশি। না বুঝলে জিগান। তাইলে শিখবেন তাড়াতাড়ি।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 11, 2021, 01:14:54 PM
মিমটি তৈরির করার কাহিনি:BTC তৈরি হবার পর থেকে সবার উপরে অবস্হান করেছে।তার সাথে পাল্লা দিয়ে ETH দ্বিতৃয় অবস্হানে।যখন BTC দাম একটু নিচের দিকে ধাবিত হয় তার সাথে সাথে ETH ও কমতে থাকে।আবার যখন BTC বাড়তে থাকে তখন ETH ও তার সাথে সাথে যেতে চায়।তাই মিমটি তৈরি করলাম দেখে যেনো বোঝা যায় বিটিসির পরের স্থান হলো ইথার।
শুধু ইথার না, বিটিসি কে সবগুলো অল্টকয়েনই ফলো করে থাকে। বিটিসি দাম বৃদ্ধি পেলে বিটিসি পেয়ারে দাম কিছুটা কমলেও ইউএসডি পেয়ারে বৃদ্ধি পেতে থাকে। পক্ষান্তরে, বিটিসি দাম কমলে সব অল্টকয়েন আরো দ্রুত কমতে থাকে। এইটা সাধারণ মার্কেট বিহেভিয়ার। তবে এর পরিবর্তনও হয়ে থাকে অনেক ক্ষেত্রে যার বেশিরভাগই হয় ছোট মার্কেটক্যাপ কয়েনগুলো নিয়ে। ওইগুলো ম্যানিপুলেশন হয়ে থাকে অনেক।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
August 11, 2021, 12:04:14 PM


এখানে যারা বাউন্টি করেন তাদের অনেকেই জানেন না কিভাবে বাউন্টি নটিফিকেশন পাবেন।অনেকেই আছে যারা বাউন্টি সেকশন থেকে খুজতে থাকে কোন বাউন্টি নতুন।তাদের জন্য বলছি -আপনারা বাউন্টি আসার সাথে সাথে জিমেইল এ নটিফিকেশন পেতে আপনি বাউন্টি সেকশন এ গিয়ে নটিফাই অপশনটা অন করে দিন।হে সে জন্য আপনাকে যে জিমেইল দিয়ে আপনি ফোরামে এ্যাকাইন্ট করেছেন তা লগ ইন রাখতে হবে।তাহলে আপনি কোন বাউন্টি যদি সাবমিট হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে নটিফিকেশন পেয়ে যাবেন।তাহলে আর আপনাকে খুজতে হবে না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
August 11, 2021, 11:38:41 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে আমার একটি প্রশ্ন?..
আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?
সিনিয়র ভাইরা একটু জানাবেন।

Token বলতে আপনি সাধারণভাবে যে কোনো Cryptocurrency বোঝাচ্ছেন ধরে নিচ্ছি। সে ক্ষেত্রে, আপনার যদি দীর্ঘসময় ধরে থাকার পরিকল্পনা থাকে (চার বছরের উর্ধে), তাহলে আপনার portfolio থেকে অন্তত ৫০% Bitcoin আর Ethereum এ ধার্য করা উচিৎ বলে আমার মনে হয়। ২৫% রাখতে পারেন Top ১০ টা Coin এ ভাগ করে। আর বাকি ২৫% নিয়ে market বুঝে নিজস্ব বিচার বিশ্লেষণ প্রয়োগ করে ঝুঁকি পূর্ণ বিনিয়োগ করতে পারেন। Market যে কোনো সময় পড়ে যেতে পারে এটা ধরে নিয়ে লাভের থেকে কিছু টাকা সব সময় StableCoin এ সরিয়ে নেওয়া উচিৎ বলে আমি মনে করি।
A_L
jr. member
Activity: 55
Merit: 3
August 11, 2021, 11:27:06 AM
আমার তৈরিকৃত মিম: https://i.ibb.co/f1vhrLS/IMG-20210811-223323.jpg

মিমটি তৈরির করার কাহিনি:BTC তৈরি হবার পর থেকে সবার উপরে অবস্হান করেছে।তার সাথে পাল্লা দিয়ে ETH দ্বিতৃয় অবস্হানে।যখন BTC দাম একটু নিচের দিকে ধাবিত হয় তার সাথে সাথে ETH ও কমতে থাকে।আবার যখন BTC বাড়তে থাকে তখন ETH ও তার সাথে সাথে যেতে চায়।তাই মিমটি তৈরি করলাম দেখে যেনো বোঝা যায় বিটিসির পরের স্থান হলো ইথার।
full member
Activity: 1099
Merit: 116
August 11, 2021, 05:47:14 AM
I am new.please Help me.


আপনাকে স্বাগতম।  Smiley
নতুন অবস্থায় অনেক প্রশ্ন আপনার মনে থাকতেই পারে তাই একটু সময় নিয়ে আমাদের মডারেটর ভাইয়ের পোস্টটি পড়ুন। ফোরামের নিয়ম সংক্রান্ত অনেক তথ্যই সেখান থেকে পাবেন। তিনি কয়েকটা টপিকের লিংক দিয়েছেন। এছাড়া অন্য যে কোন প্রশ্ন যা খুঁজে পাবেন না, তা এখানে করতেই পারেন। তবে যে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন তা অবশ্যই বাংলা ফন্টে লিখবেন। বাংলা টপিকে ইংরেজি লেখা থেকে বিরত থাকার জন্য অনুরোধ রইলো।


yahoo62278
Legendary  

Wapinter
Legendary

needmoney
Legendary

Sylon
Legendary


আপনি অনেকগুলো ভালো বাউন্টি ম্যানেজারের নাম বলেছেন। আমি তার থেকে দু-তিন জনের নাম বলবো।
Wapinter এর অধিকাংশ ক্যাম্পেইন স্কাম করে নতুবা পেমেন্ট দেয়না। আর দুএকটা প্রজেক্টে পেমেন্ট দেয় তার এমাউন্ট এতই কম থাকে যে তাতে জয়েন করার মন মানসিকতা হারিয়ে যায়।

needmoney কয়েক বছর ধরে আর বাউন্টি আনেন না। রেড ট্রাস্ট খাওয়ার পরে তার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

Sylon ভালো বাউন্টি ম্যানেজার কিন্তু গত ২ বছর ধরে বাউন্টি আনা বন্ধ রয়েছে।

এছাড়া Murat- Hero Member ভালো বাউন্টি ম্যানেজার। পরিচ্ছন্ন বাউন্টি আনেন তিনি।
newbie
Activity: 4
Merit: 0
August 11, 2021, 03:35:14 AM
I am new.please Help me.
Jump to: