সচেতন হোন এবং ক্রিপ্টোতে ফোমো কিংবা হাইপ থেকে দূরে থাকুন
ক্রিপ্টোকারেন্সির মার্কেটে অনেক সময় আমরা শুনে থাকি, কোনো এক ব্যক্তি লাভপতি হয়ে গিয়েছে অল্প বিনিয়োগ করে। কিন্ত আজকে আপনাদেরকে আমি নাম না জানা কোনো দুইজন বিনিয়োগকারীর বাস্তব ঘটনা ট্রান্সজেকশনের বিবরণসহ দেখিয়ে দিবো। যারা মাত্র ৫ মিনিটের ব্যবধানে কিংবা ফোমো/হাইপে এসে লাখপতি থেকে সাধারণ পর্যায়ে চলে এসেছে।
যেমনটি এর আগের কিছু পোষ্টে জানিয়েছিলাম যে, বর্তমানে ক্রিপ্টো দুনিয়াতে যে, P2E ( Play To Earn) ভিত্তিক প্রজেক্টগুলোর হাইপ চলতেছে। তেমনি বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটি প্রজেক্ট হলো StepHero, যেটির আজকে আইডিও হয় এবং আইডিও মূল্য ছিল $০.১০ বা মাত্র দশ সেন্ট। আর আইডিও হাইপ কিন্তু বছরের শুরুর দিকে সেই ধরনের ট্রেন্ডিং এ ছিল। আইডিও শেষে টোকেনটি প্যানকেকসোয়াপে লিস্ট হয়েছে। যদিও আমি আইডিওতে যোগদান করতে পারিনি। তাই ভাবলাম, Dextool এ যেয়ে দেখি টোকেনটির সর্বোচ্চ কত মূল্য হয়েছিল এবং বিনিয়োগকারীরা কত লাভ করতে পারলো। বিশ্বাস করেন সাতোশি ভাই, টোকেনটির সর্বোচ্চমূল্য দেখে আমি অবাক এবং হাসতে শুরু করেছি। টোকেনটির এতটাই হাইপে ছিল যে, এটির লিকুইডিটি টিম ভালোভাবে প্রদানের আগে অনেকে বিশাল পরিমাণ ক্রয় করতে যেয়ে, সর্বোচ্চ মূল্য হয়েছিল ২৫৮১২৬ ডলার। ভাবা যায়, বিনিয়োগকারীরা কতটাই ফোমোতে ছিল যে, কোনো কিছু চিন্তাভাবনা না করেই বড় অংকের ডলার দিয়ে টোকেনটি ক্রয় করতে যায়। আমি সকল ট্রান্সজেকশনগুলো দেখলাম, বিশেষ করে প্রথমরে ট্রান্সজেকশনগুলো। যেগুলোর মধ্যে দুইটি ট্রান্সজেকশন দেখে, পুরাই অবাক।
Dextool Link: https://www.dextools.io/app/pancakeswap/pair-explorer/0xecdcfca27cdc643dc285cc8e000547eecc1092e4
ফোমো/হাইপে থাকা, ১ম বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x77aaaaf41e0d7c065123875582e0a47e80edd6571fcdb870cf3426133192f08fউপরের ট্রান্সজেকশনটি দেখেন, এই অজানা বিনিয়োগকারী ফোমোতে এসে প্রায় $৪১,০৫৭ ডলার দিয়ে মাত্র ১১ টি টোকেন ক্রয় করে, যার আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $১.১ এবং এই অজানা বিনিয়োগকারী তাড়াহুড়ো করে ক্রয় করতে যেয়ে প্রায় $৪১,০০০ ডলার মাত্র ৫ মিনিটে হারিয়ে ফেলেন। কারণ ক্রয় করার ঠিক ৫ মিনিট পর মাত্র $৪৭ ডলারে সেই ১১ টি টোকেন বিক্রি করে দেন।
বিক্রি করার ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0xcc83e01a14f6890397f7445b6527ed83bbc742bcefbbfe185474e7ba567825fa
ফোমো/হাইপে থাকা, ২য় বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x38ab72727c7dad5f2f187251311cdfd4032c6d5ad7ccdf4d23ab6f993a821676এই বিনিয়োগকারীও হয়তো ১ম ব্যক্তির মতো ফোমোত কিংবা হাইপে চলে এসেছিলেন। কারণ এই অজানা বিনিয়োগকারী প্রায় $১২,০০০ ডলার দিয়ে মাত্র ৭.৫৬ টি টোকেন ক্রয় করে, যেটি আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $০.৭৫৬ ডলার। যদিও এই বিনিয়োগকারী এখনো টোকেনটি বিক্রি করেনি । কিন্তু StepHero প্রজেক্টের টোকেন সাপ্লাই অনুযায়ী মনে হয় নাহ যে, কখনো এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
আশা করি, সকল নতুন এবং পুরাতন ক্রিপ্টো ব্যবহারকারীরা এটি থেকে একটি শিক্ষা নিবেন। আর সেট হলো, কখনোই ফোমোতে কিংবা হাইপে এসে কোনো ধরনের সিদ্বান্ত নিবেন নাহ। কারণ একটি মাত্র ভুলের কারণে কষ্টে অর্জিত অর্থ আপনি হারিয়ে ফেলতে পারেন। এমনভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে ট্রেডিং এ অল্প ক্ষতির সম্মুখীন হওয়া ভালো। সোর্স লিংক: https://t.me/official_BitByteCrypto/267বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".