Author

Topic: বাংলা (Bengali) - page 368. (Read 5311652 times)

jr. member
Activity: 99
Merit: 4
April 29, 2021, 12:35:00 PM
কয়েনবেস গ্রাহকরা পেপাল একাউন্ট ব্যবহার করে ক্রিপটো মুদ্রা কিনতে পারবে


কয়েনবেস ব্যবহারকারীরা পেপাল একাউন্ট থেকে একচেন্জ  এর মাধ্যমে ক্রিপটো মুদ্রা কিনতে পারবে। এই সংবাদটি কয়েনবেস ঘোষণা করেছে। কিন্তু এই উপায় অবলম্বন করে সকলে ক্রিপটো মুদ্রা কিনতে পারবে না। এই পরিসেবাটি শুধু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনগনদের জন্য।  মার্কিন যুক্তরাষ্ট্রের জনগন পেপাল থেকে তাদের ব্যাংক একাউন্ট  ও ডেবিট কার্ড যুক্ত করে তারা ক্রিপটো মুদ্রা কিনতে পারবে।  তবে তাদের ব্যাংক একাউন্ট  ও ডেবিট কার্ডের কোনো তথ্য প্রয়োজন হবেনা ক্রিপটো মুদ্রা কেনার জন্য। তারা পেপাল একাউন্ট দিয়ে ডেবিট কার্ড ও বাংক একাউন্ট দিয়ে ক্রিপটো মুদ্রা কিনে কয়েনবেসে নিতে পারবে। তবে তারা 25000$  ক্রিপটো মুদ্রা একদিনে কিনতে পারবে।
এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জনগনের জন্য  একটি সুখবর, তবে কয়েনবেজ জানিয়েছে যে তারা কয়েকমাসের মধ্যে এই সুবিধা আরো কিছু দেশে প্রদান করবে। 

সোর্স লিংকঃ https://cointelegraph.com/news/coinbase-offers-customers-a-way-to-purchase-crypto-using-paypal
newbie
Activity: 29
Merit: 11
April 28, 2021, 12:13:31 PM
                         NFT  কি এবং কেনো

NFT একটি ডিজিটাল সঞ্চিত ডেটার একটি বই,
একটি ব্লকচেইন , যে প্রত্যয়িত একটি ডিজিটাল সম্পদ ।
NFT গুলি ফটো, ভিডিও, অডিও এবং অন্যান্য ধরণের ডিজিটাল ফাইলের মতো উপস্থাপন করতে ব্যবহার করা যেতে পারে। মূল ফাইলের কোনও অনুলিপি অ্যাক্সেস, তবে, এনএফটি ক্রেতার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ডিজিটাল আইটেমগুলির অনুলিপিগুলি যে কারও কাছে পাওয়ার জন্য উপলব্ধ, এনএফটিগুলি মালিককে মালিকানা প্রমাণের সাথে কপিরাইট থেকে পৃথক করার জন্য ব্লকচেইনে ট্র্যাক করা হয় ।

Blockchains Ethereum , প্রবাহ, এবং Tezos তাদের নিজস্ব মান যখন এটি সমর্থন NFT আছে, কিন্তু প্রতিটি কাজ তা নিশ্চিত করার জন্য ডিজিটাল আইটেমটি প্রতিনিধিত্ব প্রকৃত এক-এর একটি ধরনের। NFTs এখন ব্যবহার করা হচ্ছে শ্লি ল্প, সঙ্গীত, খেলাধুলা, এবং অন্যান্য জনপ্রিয় বিনোদন এ। বেশিরভাগ এনএফটি ইথেরিয়াম ব্লকচেইনের অংশ; তবে অন্যান্য ব্লকচেইনগুলি এনএফটিগুলির নিজস্ব সংস্করণগুলি প্রয়োগ করতে পারে।

এনএফটি-র বাজার মূল্য 2020 সালে তিনগুণ বেড়েছে।

আর্ট

এনএফটিগুলির অনন্য স্বাক্ষর এবং মালিকানা নিশ্চিত করার জন্য ব্লকচেইন প্রযুক্তির দক্ষতার কারণে  আর্ট একটি প্রাথমিক ব্যবহার ছিল ।শিল্পী মাইক উইঙ্কেলম্যান, " বিপল নামে পরিচিত," মজাদার উইনকেলমান "র" এরিডিডস - দ্য ফার্স্ট 5000 দিন "শিরোনামে ডিজিটাল শিল্পকর্মটি ২০২১ সালে অনেক মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।  "ক্রসরোড" শিরোনামে আরও একটি বিপল টুকরা, যেখানে 10 সেকেন্ডের ভিডিও রয়েছে যাতে অ্যানিমেটেড পথচারীরা ডোনাল্ড জে ট্রাম্পের চিত্র ধরে চলেছে, ডিজিটাল শিল্পের জন্য একটি অনলাইন ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লে নিফ্টি গেটওয়ে  মার্কিন ডলারে বিক্রি করেছে।  


সংগীত


সঙ্গীতজ্ঞরা NFT ব্যবহার করে ব্লকচেইনগুলিতে তাদের কাজ টোকানাইজ করতে পারেন। মার্চ 3, 2021-এ, লিওনের রক ব্যান্ড কিংস প্রথমবারের একটি অ্যালবাম এনএফটি হিসাবে প্রকাশের পরিকল্পনা করেছিল,  তাদের আসন্ন মুক্তির মাধ্যমে  । এনএফটি বিক্রয় হিসাবে রিপোর্ট করা $ 2 মিলিয়ন ডলার উত্পন্ন করেছিল, যার প্রায় এক চতুর্থাংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়েছিল।  একই মাসের পরে আমেরিকান র‌্যাপার লিল পাম্প একটি বিশেষ এনএফটি সংগ্রহ প্রকাশের জন্য এনএফটি প্ল্যাটফর্ম সুইট এর সাথে অংশীদারিত্ব করেছিলেন।

চলচ্চিত্র নির্মাতারা, স্টুডিওগুলি এবং এজেন্সিগুলির অন্যান্য বেশ কয়েকটি পরীক্ষামূলক এবং পরীক্ষামূলক মুক্তি অনুসরণ করেছে, লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা করেছিল যে একই দিনে ছবিটি প্রেক্ষাগৃহে হিট হয়েছে এমন একমাত্র গডজিলা বনাম কং এনএফটি সংগ্রহ মুক্তি দেবে ;  পরিচালক কেভিন স্মিথ 2021 এপ্রিল এ ঘোষণা করেছিলেন যে তাঁর আসন্ন হরর মুভি কিলরয় ওয়াজ হিয়ার এই এনএফটি হিসাবে প্রকাশিত হবে;  এবং যেমন প্রতিভা সংস্থা UTA এবং Endeavor ঘোষণা NFT সংক্রান্ত উদ্যোগ।

খেলাধুলা


অ্যাথলিটরা বিভিন্ন উপায়ে এনএফটি বুমের সুবিধা নেওয়া শুরু করছে। 2019 এর সেপ্টেম্বরে, এনবিএ প্লেয়ার স্পেন্সার ডেনউইডি তার চুক্তিটিকে টোকানাইজ করেছিল যাতে অন্যরা এতে বিনিয়োগ করতে পারে।  তদ্ব্যতীত, ব্লগারচেন প্রযুক্তি ভিত্তিক সংস্থা ড্যাপার ল্যাবগুলি এনবিএর সাথে "এনবিএ টপ শট" তৈরির জন্য সহযোগিতা করেছে, ডিজিটাল হাইলাইট ক্লিপগুলির একটি মার্কেটপ্লেস।

২০২১ সালের মার্চ মাসে টেনিসের প্রো খেলোয়াড় ওলেকসান্দ্রা ওলিয়েনিকোভা সম্ভাব্য এনএফটি ক্রেতাকে তার ডান বাহুর অংশের আজীবন অধিকার প্রদান করেছিলেন।  

ফ্যাশন

2019 সালে, নাইক একটি পেটেন্ট অর্জন করেছিলেন যা ব্লকচেইন প্রযুক্তিটিকে এনটিএফ'র আকারে ক্রিপ্টোগ্রাফিক সুরক্ষিত ডিজিটাল সম্পদগুলিকে "ক্রাইপ্টোকিক্স" নামে স্নিকারের এক জোড়া হিসাবে শারীরিক পণ্যগুলির সাথে সংযুক্ত করতে দেয়।  

পর্নোগ্রাফি

কিছু পর্ন তারকারা তাদের পর্নোগ্রাফিক কাজকে টোকানাইজড করেছেন , তাদের গ্রাহকদের জন্য অনন্য সামগ্রী বিক্রি করার অনুমতি দিয়েছে, যদিও পর্নোগ্রাফিক উপাদানের প্রতি এনএফটি মার্কেটপ্লেস থেকে শত্রুতা স্রষ্টাদের জন্য উল্লেখযোগ্য ত্রুটিগুলি উপস্থাপন করেছে।  

Thank you

jr. member
Activity: 99
Merit: 4
April 28, 2021, 02:33:29 AM
Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?

 আমরা অনেকেই হয়তো জানিনা যে লিভারেজড টোকেন কি,তাহলে আসুন প্রথমে আমরা এই টোকেন সম্পর্কে জেনে নেই। আমরা হয়তো অনেকেই sxpbull and sxpbear,ethbull and ethbear এরকম নামের টোকেনের কথা শুনেছি।  আবার অনেকে এই টোকেন দিয়ে ট্রেড করেছে এটা শুনেছি। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যে এই টোকেন কিভাবে কাজ করে এবং কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো তার কিছু জানিনা। আমি আজ তাদের জন্য  মূলত টপিকটি তৈরী করছি।
 আমরা প্রথমে leveraged টোকেন এর নাম সম্পর্কে জানবো।
ltcbull and ltcbear
Sxpbull and sxpbear
Ethbull and ethbear
Xrpbull and xrpbear
Dogebull and dogebear
Maticbull and maticbear
 তার মানে প্রায় সকল কয়েন পাশে আমরা bull and bear নাম দেখা মাত্রই বুঝে নিবো যে  এটি হলো leveraged টোকেন।
তাহলে আসুন আমরা জেনে নেই এই টোকেন কিভাবে কাজ করে,তার মানে এর দাম কিভাবে আপ ডাউন করে। ক্রিপটো মুদ্রা যেভাবে আপ ডাউন ঠিক সেভাবেই এই মুদ্রা আপ ডাউন করে।
 আমাদের একটা কথা জেনে রাখা দরকার, আর তা হলো leveraged টোকেন ৩× leveraged সংযুক্ত। আর তার মানে হলো এই টোকেন এর তিনগুন তরলতা বেশী৷
উদাহারন দিয়ে এর ৩× বুঝিয়ে দিচ্ছি।
যদি sxp 1% দাম আপ হয় তাহলে sxpbull এর দাম  ৩%  বাড়বে।
আর যদি sxp 1%  দাম ডাউন হয় তাহলে sxpbear এর দাম  3%  বাড়বে।
আর যদি sxp  এর দাম 1% ডাউন হয় তাহলে sxpbull এর দাম 3% ডাউন করবে।
আবার ঠিক একইভাবে sxp ১% আপ হলে sxpbear এর দাম ৩% কমে যাবে।
তাহলে আমরা এখন খুব সহজেই বুঝে গেছি যে leveraged টোকেন কি এবং এর দাম কিভাবে আপ ও ডাউন হয়।
leveraged টোকেন এর দাম মূলত মূল ক্রিপটোকারেন্সি এর উপর নির্ভর করে।
 এখন আমরা জেনে নিবো যে leveraged টোকেন দিয়ে কিভাবে ট্রেড করবো।
আমি আগেই বলবো যারা ক্রিপটো বাজারের মুভমেন্ট বুঝতে পারেন তারাই এই টোকেন দিয়ে ট্রেড করবেন। আর কেউ যদি ক্রিপটো বাজার এর কোনো আগা মাথা বুঝেনা, আর সে যদি এই টোকেন দিয়ে ট্রেড করে তাহলে সে অচিরেই ফকির হবে😋😋।
তাই এই টোকেন দিয়ে তারাই ট্রেড করে লাভবান হতে পারবে যারা ক্রিপটো বাজার সম্পর্কে ভালো আইডিয়া করতে পারে। এবং যারা ফিউচার ট্রেড করতে দক্ষ্য।  তবে যারা ক্রিপটো বাজার বুঝেন না তারা কোনে ট্রেডার এর থেকে দিক নির্দেশনা নিয়ে ট্রেড করতে পারেন। তবে আমি বলবো যে নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করা ভালো।
আর আমরা  leveraged টোকেন দিয়ে কোন কোন একচেন্জ সাইটে ট্রেড করতে পারবো। তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা সর্বপ্রথম FTX একচেন্জ বেছে নিতে পারেন। কারন সেখানে leveraged টোকেন এর পরিমান বেশী এবং সেখানকার টোকেন এর দাম আপ ডাউন খুব বেশী হয়। তার মানে হলো  leveraged টোকেন দিয়ে যারা ট্রেড করে তারা ftx  একচেন্জ বেশী ব্যবহার করে। তবে আমরা leveraged টোকেন দিয়ে binance একচেন্জ সাইটেও ট্রেড করতে পারবো।
jr. member
Activity: 99
Merit: 4
April 27, 2021, 11:11:40 PM
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি যেভাবে নিরাপদে থাকবেন,  আপনি যখন নতুন করে ট্রানজেকশন করবেন তখন আপনি এড্রেস পরিবর্তন করে নিবেন এবং ওয়ালেটের 2fa করে নিবেন।
এইটার মাধ্যমে কি আপনি ডাস্ট এট্যাক থেকে পরিত্রাণ পাবেন? নিশ্চয়ই না। যারা এইটা করে তাদের উদ্দেশ্য হল আপনার এড্রেস ট্রাকিং করা এবং তারা সেটা করতে পারবে যদিও আপনি কোন স্টেপ না নেন।
এইটার মুল উদ্দেশ্য হল আপনার ওয়ালেটের অন্যসব এড্রেস সম্পর্কে জানা। তাই আপনার উচিত, কয়েন কনট্রোল ব্যবহার করা যদিও ট্রাস্ট ওয়ালেটে এইরকম কোন ফিয়েচার নেই।
তাহলে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো ওয়ালেট থেকে সমস্ত ফান্ড সরিয়ে নিতে পারি। এবং আমরা নতুন করে ওয়ালেট তৈরী করতে পারি।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 27, 2021, 08:50:21 PM
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি যেভাবে নিরাপদে থাকবেন,  আপনি যখন নতুন করে ট্রানজেকশন করবেন তখন আপনি এড্রেস পরিবর্তন করে নিবেন এবং ওয়ালেটের 2fa করে নিবেন।
এইটার মাধ্যমে কি আপনি ডাস্ট এট্যাক থেকে পরিত্রাণ পাবেন? নিশ্চয়ই না। যারা এইটা করে তাদের উদ্দেশ্য হল আপনার এড্রেস ট্রাকিং করা এবং তারা সেটা করতে পারবে যদিও আপনি কোন স্টেপ না নেন।
এইটার মুল উদ্দেশ্য হল আপনার ওয়ালেটের অন্যসব এড্রেস সম্পর্কে জানা। তাই আপনার উচিত, কয়েন কনট্রোল ব্যবহার করা যদিও ট্রাস্ট ওয়ালেটে এইরকম কোন ফিয়েচার নেই।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
April 27, 2021, 01:32:51 PM
বিটকয়েন এর দাম কি বারতে পারে নাকি কেউ বলবেন
ভার্চুয়াল কারেন্সি এর জগতে বিটকয়েনের কোন তূলনা নেই।বিটকয়েন সব সময় সবাইকে চমকে দিতে ভালোবাসে।তাই আসা রাখবেন বিটকয়েন সবাইকে চমকে দিবেন- ই।
jr. member
Activity: 99
Merit: 4
April 27, 2021, 08:50:06 AM
ভাই, আমার ধারণা বিটকয়েনের দাম আরো বাড়বে। কারণ কিছুদিন আগে দেখা গেছে যে বিটকয়েনের দাম কমতে ছিল কিন্তু বর্তমান বিটকয়েনের দাম বাড়তেছে এবং কি  ভবিষ্যতে আরো বাড়বে আমার ধারণা।
আপনার মতে অনেকের ধারনা রয়েছে  যে বিটকয়েন এর দাম  ভবিষ্যতে বাড়বে। তবে বিটকয়েন এর দাম এখন ডাম্প থেকে একটু পাম্প করেছে। বিটকয়েন  এর সম্ভবত কারেকশন এর চলছে যার ফলে এর দাম বেয়ার মার্কেট এর দিকে। তবে বর্তমানে বিটকয়েন এর দাম পাম্পের দিকে যাচ্ছে। আমি মনে করি এইবার বিটিসি ডাম্প থেকে নতুন ATH গড়বে
jr. member
Activity: 210
Merit: 1
April 27, 2021, 07:19:38 AM
ভাই, আমার ধারণা বিটকয়েনের দাম আরো বাড়বে। কারণ কিছুদিন আগে দেখা গেছে যে বিটকয়েনের দাম কমতে ছিল কিন্তু বর্তমান বিটকয়েনের দাম বাড়তেছে এবং কি  ভবিষ্যতে আরো বাড়বে আমার ধারণা।
jr. member
Activity: 99
Merit: 4
April 27, 2021, 06:54:22 AM
newbie
Activity: 1
Merit: 0
April 27, 2021, 05:03:53 AM
  অ্যাটার্ক এর শিকার হতে পারি। আমি বলবো না সে কারনে আপনি ডাস্টিং অ্যাটার্ক এর শিকার হবেন না।
 তাহলে আমরা এখন জানবো কিভাবে আমরা ডাস্টিং অ্যাটার্ক বুঝতে পারবোঃ
আমরা যখন আমাদের মূল ব্যালেন্সে হঠাৎ করে বা অপ্রত্যাশিত ভাবে কোনো ছোট এমাউন্ট রিসিভ করবো তখন বুঝতে হবে এটি ডাস্টিং অ্যাটার্ক।  অপ্রত্যাশিত ভাবে বলতে আপনার জানামতে কেউ আপনাকে কোনো এমাউন্ট পাঠায়নি।  আর কেউ যদি কাউকে এমাউন্ট পাঠায় তাহলে এতো কম এমাউন্ট কেউ পাঠাবে না।
 কারন হ্যাকাররা এমন ছোট এমাউন্ট পাঠায় যে এমাউন্ট আপনার কোনো কাজে আসবে না,, ১০ -১২ সাটোশি এমাউন্ট দিয়ে কিছু হবে কি, না কিছুই হবেনা। তারা এই ছোট এমাউন্ট পাঠিয়ে সেই এড্রেস এর উপর ট্রাকিং ঠিক রাখে।
ডাস্টিং অ্যাটার্ক সাধারনত ব্যক্তিগত বা গ্রুপ ভিত্তিক হয়ে থাকে। তাই আমাদের ওয়ালেট ও একচেন্জ এর লেনদেন এর  বা আমােদর ব্যক্তিগত  তথ্য থার্ড পার্টি হতে নিরাপদ রাখা খুবই প্রয়োজন।
কারন ক্রিপটো বিশ্বে অনেক ধরনের স্ক্যামার রয়েছে। তাই ক্রিপটো বিশ্বে নিজের তথ্য গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ।
 আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডাস্ট এমাউন্ট কেমন হতে পারে এবং কিভাবে ডাস্টিং অ্যাটার্ক এর শিকার বুঝবো। 
এখন আমরা জেনে নিবো যে ডাস্টিং অ্যাটার্ক এর হাত থেকে কিভাবে নিজেদের কে নিরাপদে রাখবো।
 প্রথমে এর বিপদ সম্পর্কে জেনে নেইঃ হ্যাকাররা সাধারনত খুব ছোট এমাউন্ট পাঠিয়ে থাকে এবং তারা সেই এমাউন্ট পাঠানোর পর তারা সেই এড্রেস কে খুব সহজেই ট্রাকিং করতে সক্ষম হয়। কারন আপনি যখন কাউকে কোনো এমাউন্ট পাঠাবেন তখন তার এড্রেস ট্রাক করতে পারবেন খুব সহজেই। আর এই কারনেই হ্যাকাররা এই ছোট এমাউন্ট পাঠিয়ে এড্রেস কে ট্রাকিং করতে থাকে।  আর তারা যদি ট্রাকিং করে আপনারা সকল তথ্য খুজে বের করতে পারে তাহলে আপনি খুব সহজেই তাদের কাছে
jr. member
Activity: 99
Merit: 4
April 27, 2021, 12:58:04 AM
      ডাস্টিং আ্যাটার্ক বলতে কি এবং এটি কিভাবে হতে পারে?

 আমি এই বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরতে চাই।

ডাস্টিং আ্যাটাক বলতে আমরা ছোট ফান্ড কে বুঝিয়ে থাকে। ছোট ফান্ড বলতে যেমন ৫-১০ সাটোশি কে বুঝিয়ে থাকি।  আমরা যখন ট্রেড করে থাকি তখন সম্পূর্ন ট্রেড করার পর আমাদের ব্যালেন্সে কিন্তু ছোট একটি এমাউন্ট থেকে যায়, আর সেই এমাউন্টকেও আমরা ডাস্ট এমাউন্ট বলতে পারি।
অনেকে বলবে ট্রেড করার পর যে ছোট এমাউন্ট থেকে যায়, আর সেই এমাউন্টের কারনে কি আমরা ডাস্টিং অ্যাটার্ক এর শিকার হতে পারি। আমি বলবো না সে কারনে আপনি ডাস্টিং অ্যাটার্ক এর শিকার হবেন না।
 তাহলে আমরা এখন জানবো কিভাবে আমরা ডাস্টিং অ্যাটার্ক বুঝতে পারবোঃ
আমরা যখন আমাদের মূল ব্যালেন্সে হঠাৎ করে বা অপ্রত্যাশিত ভাবে কোনো ছোট এমাউন্ট রিসিভ করবো তখন বুঝতে হবে এটি ডাস্টিং অ্যাটার্ক।  অপ্রত্যাশিত ভাবে বলতে আপনার জানামতে কেউ আপনাকে কোনো এমাউন্ট পাঠায়নি।  আর কেউ যদি কাউকে এমাউন্ট পাঠায় তাহলে এতো কম এমাউন্ট কেউ পাঠাবে না।
 কারন হ্যাকাররা এমন ছোট এমাউন্ট পাঠায় যে এমাউন্ট আপনার কোনো কাজে আসবে না,, ১০ -১২ সাটোশি এমাউন্ট দিয়ে কিছু হবে কি, না কিছুই হবেনা। তারা এই ছোট এমাউন্ট পাঠিয়ে সেই এড্রেস এর উপর ট্রাকিং ঠিক রাখে।
ডাস্টিং অ্যাটার্ক সাধারনত ব্যক্তিগত বা গ্রুপ ভিত্তিক হয়ে থাকে। তাই আমাদের ওয়ালেট ও একচেন্জ এর লেনদেন এর  বা আমােদর ব্যক্তিগত  তথ্য থার্ড পার্টি হতে নিরাপদ রাখা খুবই প্রয়োজন।
কারন ক্রিপটো বিশ্বে অনেক ধরনের স্ক্যামার রয়েছে। তাই ক্রিপটো বিশ্বে নিজের তথ্য গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ।
 আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডাস্ট এমাউন্ট কেমন হতে পারে এবং কিভাবে ডাস্টিং অ্যাটার্ক এর শিকার বুঝবো।  
এখন আমরা জেনে নিবো যে ডাস্টিং অ্যাটার্ক এর হাত থেকে কিভাবে নিজেদের কে নিরাপদে রাখবো।
 প্রথমে এর বিপদ সম্পর্কে জেনে নেইঃ হ্যাকাররা সাধারনত খুব ছোট এমাউন্ট পাঠিয়ে থাকে এবং তারা সেই এমাউন্ট পাঠানোর পর তারা সেই এড্রেস কে খুব সহজেই ট্রাকিং করতে সক্ষম হয়। কারন আপনি যখন কাউকে কোনো এমাউন্ট পাঠাবেন তখন তার এড্রেস ট্রাক করতে পারবেন খুব সহজেই। আর এই কারনেই হ্যাকাররা এই ছোট এমাউন্ট পাঠিয়ে এড্রেস কে ট্রাকিং করতে থাকে।  আর তারা যদি ট্রাকিং করে আপনারা সকল তথ্য খুজে বের করতে পারে তাহলে আপনি খুব সহজেই তাদের কাছে হ্যাক হয়ে যাবেন। তারা যখন আপনার সকল তথ্য খুজে পেতে সক্ষম হবে তখন আপনাকে তারা ফিসিং অ্যাটার্ক দ্বারা বিপদে ফেলবে।
একটি উদাহারন দেয়, আমরা প্রায় সকলেই  বিন্যান্স একচেন্জ এর কথা জানি এবং তা ব্যবহার করে ট্রেড করি।
এই বিন্যান্স  ৮ আগস্ট ২০১৯ সালে লাইটকয়েন নেটওয়ার্কে ডাস্টিং অ্যাটার্ক এর মুখে পড়েছিলো এবং তারা দুইদিন পর তা পয়েন্ট করতে সক্ষম হয়েছিলো।
 অনেকেই প্রশ্ন করতে পারে যে ডাস্টিং অ্যাটার্ক কোন ওয়ালেটে বা কোন একচেন্জে হতে পারে?
 আমি তাদের জন্য  বলবো যে সকল ওয়ালেট ও সকল একচেন্জ সাইটে আপনি ডাস্টিং অ্যাটার্ক এর শিকার হতে পারেন।
একচেন্জ সাইটে আমাদের কিন্তু ওয়ালেট রয়েছে আর সেই ওয়ালেটেও ডাস্টিং অ্যাটার্ক হয়ে থাকে। আর ব্যক্তিগত ওয়ালেট বলতে ট্রাস্ট ওয়ালেট বুঝিয়ে থাকি। ব্যক্তিগত ওয়ালেট ও একচেন্জ ওয়ালেটে এই অ্যাটার্ক এর শিকার হতে পারেন।
 একচেন্জ ওয়ালেট ব্যবহারকারীদের জন্য কিছু কথাঃ একচেন্জ ওয়ালেট ব্যবহারকারীর উপর  হ্যাকাররা ডাস্টিং অ্যাটার্ক করে ততটা লাভবান হতে পারেনা। কারন আমরা জানি যে একচেন্জ ওয়ালেটের মাল্টপল এড্রেস এর সুবিধা থাকে। এর ফলে আপনি যখন নতুন করে ডিপোজিট করবেন তখন সেই এড্রেস পরিবর্তন হয়। আর এর কারনে হ্যাকাররা ততটা সক্ষম হতে পারেনা ব্যবহারকারীকে হ্যাক করার।
আর ব্যক্তিগত ওয়ালেটের ব্যবহারকারীরা একটু ঝুকিতে থাকে, কারন ব্যক্তিগত ওয়ালেটের এড্রেস কিন্তু পরিবর্তন হয়না, আর যদি হ্যাকাররা ব্যক্তিগত ওয়ালেটে ব্যবহারকারীর পরিচয় বের করতে সক্ষম হয় তখন সে অনেক বিপদে পড়তে পারে এবং তার সকল তথ্য ফাস হওয়ার আশংকা থাকে।


এখন আমরা জেনে নিবো যে কিভাবে  ডাস্টিং অ্যাটার্ক থেকে নিরাপদে থাকবোঃ  
একচেন্জ সাইটে যদি আপনি  ডাস্টিং  এর মুখে পড়েন তাহলে আপনি ২fa  করে নিবেন আর আপনার  উইথড্র হোয়াইটলিস্ট করে রাখতে পারেন। আর আপনি এর জন্য একচেন্জ এর কতৃপক্ষের কাছে জানাতে পারেন তারা এই সমস্যার সকল সমাধান করে দিবে। আর আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন।
আর ব্যক্তিগত ওয়ালেটে আপনি যেভাবে নিরাপদে থাকবেন,  আপনি যখন নতুন করে ট্রানজেকশন করবেন তখন আপনি এড্রেস পরিবর্তন করে নিবেন এবং ওয়ালেটের 2fa করে নিবেন।

সকলকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য 👍🧡
jr. member
Activity: 43
Merit: 2
April 26, 2021, 06:03:17 PM
কোন টকেন বা কয়েন মেইনেট( Mainned) বলতে আসলে কি বুঝায়। সিনিয়র ভাইদের সর্বোত্তম মতামত আশা করছি।

ব্লকচেইন প্রোটোকলটি পুরোপুরি বিকাশ ও স্থাপন করা হওয়ার সময় মাইননেট শব্দটি ব্যবহৃত হয়, যার অর্থ হ'ল কোনো প্রজেক্ট এর কয়েন যখন পুরোপুরি ভাবে ভেরিফাইড হয়ে রেডি হয় ট্রানজেকশন করার জন্য সব টেস্টিং পাশ করে এর পরেই সেটার মেইননেট লঞ্চ করা হয়  Grin


সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন টোকেন বা কয়েন  এর জন্যে মাইননেট হলে সেটা কয়েনের জন্য ভালো নিউজ না খারাপ নিউজ। আর কোন কোন নিউজগুলো বেশিরভাগ গুড নিউজ হয়। এবং কোন কোন নিউজগুলো বেশিরভাগ খারাপ নিউজ হয়।
newbie
Activity: 268
Merit: 0
April 25, 2021, 09:45:44 AM
বিটকয়েন এর দাম কি বারতে পারে নাকি কেউ বলবেন
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
April 22, 2021, 09:03:02 AM
অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানলাম। আমি নতুন তাই সিনিয়র ফোরাম মেম্বারদের সাহায্য আশা করছি।
আচ্ছা মেরিট পয়েন্ট গুলো কারা দেয়? এবং তা পেতে হলে কোন সেকশনে পোস্ট করতে হয়?

আসলে যারা সিনিয়র মেম্বার তারাই আপনাকে মেরিট দিতে পারবে। আপনি যদি ভালো পোস্ট করেন বা কাউকে গুরুত্বপূর্ণ তথ্য রিপ্লে দিয়ে সাহায্য করেন তখন উপরের র‍্যাংকে যারা আছেন তারা আপনাকে টিপস হিসেবে মেরিট দিতে পারেন এটা যেকোনো যায়গার পোস্ট বা কমেন্টেসে হতে পারে। 

ভাই আপনি আগে https://bitcointalksearch.org/topic/m.7033740
এটা খুপ ভালোভাবে পড়তে পারেন তাহলে সব কিছু বুঝতে পারবেন
jr. member
Activity: 472
Merit: 2
April 22, 2021, 03:03:44 AM
অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানলাম। আমি নতুন তাই সিনিয়র ফোরাম মেম্বারদের সাহায্য আশা করছি।
আচ্ছা মেরিট পয়েন্ট গুলো কারা দেয়? এবং তা পেতে হলে কোন সেকশনে পোস্ট করতে হয়?

আসলে যারা সিনিয়র মেম্বার তারাই আপনাকে মেরিট দিতে পারবে। আপনি যদি ভালো পোস্ট করেন বা কাউকে গুরুত্বপূর্ণ তথ্য রিপ্লে দিয়ে সাহায্য করেন তখন উপরের র‍্যাংকে যারা আছেন তারা আপনাকে টিপস হিসেবে মেরিট দিতে পারেন এটা যেকোনো যায়গার পোস্ট বা কমেন্টেসে হতে পারে। 
jr. member
Activity: 280
Merit: 1
April 20, 2021, 04:53:03 AM
বাংলাদেশিদের দেখলেই ভালো লাগে, আমি নোয়াখালি থেকে।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
April 19, 2021, 01:31:29 PM
         কি ভাবে crypton(CRP)ওয়ালেট করেবন।
প্রথমেই বলি এটি একটি Utopia P2P Eosystem ওয়ালেট।

প্রথমে আপনাকে https://u.is/en/download.html ডাইনলোড করতে হবে।
ডাইনলোড হবার পর আপনি এটি ক্লিক করবেন ও দেখতে পাবেন login পেজ।
যেখানে লক ইন ও নিচে লেখা আছে creat new account এটি ক্লিক করবেন।
তারপর পরের পেজ আসলে দেখতে পারবেন নিচের দিকে next বাটন ক্লিক করেন।এখন creat your Utopia aaccount নামে একটি পেজ আসবে।
আপনি Basic informanation -Nickname লিখবেন। পরে Frist nname ও last name আছে এটি অপশনাল দেওয়ার প্রয়োজন নেই তাতে আপনি দিলে  দিতে পারেন।
পরবর্তি ধাপ এ যেতে next বাটন ক্লিক করেন।এর পর আপনার কাছে পাচওয়ার্ড চাইবে যা আপনি শক্তি শালি পাচওয়ার্ড দিয়ে Finish বাটন ক্লিক করবেন।
এরপর Generating New private key দেখতে পারবেন একটু অপেক্ষা করুন। এখন public key..your address the network is দেখতে পারবেন এটি ই আপনার Crypton(CRP) wallet.

আমি নতুন আমার কোন জায়গায় ভূল হলে ক্ষমা করবেন ও শিখিয়ে দিবেন প্রিয় বড়ো ভাইয়েরা।
ধন্যবাদ
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 17, 2021, 07:02:21 AM

বিএসসি কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন কি এবং এর ওয়ালেট সংক্রান্ত সকল তথ্য?


আমরা সকলেই ইথিরিয়াম ব্লকচেইন ব্যবহার করে অভ্যস্থ এবং মেটামাস্ক কিংবা মাইইথারওয়ালেট সম্পর্কে অল্প হলেও জানি। কিন্তু বর্তমানে ইথিরিয়াম ব্লকচেইনের ট্রান্সজেকশন/গ্যাস ফি বেশি হওয়াতে অনেকের জন্য টোকেন পাঠানো কিংবা ইথিরিয়াম পাঠানোর জন্য অতিরিক্ত ট্রান্সজেকশন ফি দিতে লাগতেছে, যেটি সকলের জন্য সম্ভব নয়। আর এর মাঝে একটি হাইপ চলে আসে বিএসসি চেইনের, কারণ সেখানে ট্রান্সজেকশন ফি খুবই কম এবং যেকোনো টোকেন পাঠানোর ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে বিএনবি ফি হিসেবে কেটে নেয়। তাহলে এখন অনেকের মনের মাঝে প্রশ্ন জাগতে পারে যে, বিএসসি কি এবং এটি কিভাবে কাজ করে?


বিএসসি কি এবং ইথিরিয়ামের সাথে এর পার্থক্যগুলো কি কি?


বিএসসি এর পুরো নাম হলো বাইন্যান্স স্মাট চেইন ( BSC = Binance Smart Chain ) এবং এটি এক ধরনের ইথিরিয়ামের ফোর্ক কিংবা ক্লোন বলা যায়, যেটি কিছু বিষয়ের পরিবর্তন করেছে। সকলের জন্য বিএনবি সংক্রান্ত কিছু বিষয়: বিএনবি বর্তমানে তিনটি চেইনের উপর রয়েছে এবং তিনটি চেইনগুলো হলো: (১) ইথিরিয়াম কিংবা ইআরসি২০ টোকেন , (২)বিএসিস - বিইপি২০  কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন এবং (৩) বাইন্যান্স চেইন/ বিইপি২০  কিংবা বাইন্যান্সের নিজস্ব ব্লকচেইন

বিএনবি কোন কোন চেইনে রয়েছে , এটি বলার একমাত্র কারন হলো যে, আজকের পোষ্ট শুধুমাত্র ইথিরয়াম কিংবা ইআরসি২০ এবং বিএসসি কিংবা বাইন্যান্স স্মার্ট চেইন নিয়ে কথা বলব । কারণ বাইন্যান্স চেইন কিংবা বিইপি২০ হলো বাইন্যান্সের নিজস্ব ব্লকচেইন এবং সেটির উপর অনেক টোকেন রয়েছে যেগুলো বাইন্যান্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং হচ্ছে।

যেহেতু বিএসসি ইথিরিয়ামের একটি ফোর্ক কিংবা ক্লোন ব্লকচেইন, সেইজন্য আমরা যেকোনো ইথিরিয়াম এড্রেসকে বিএসসি এড্রেস হিসেবে ব্যবহার করতে পারবো। এই বিষয়টিও শেষে বলে দিবো, কিন্তু তার আগে আমরা বিএসসি এবং ইথিরিয়ামের মধ্যকার পার্থক্যগুলো জেনে নেই।
ইথিরিয়াম ব্লকচেইন সকল ব্লক মাইনারদের দ্বারা যাচাই করা হয়ে থাকে, কিন্তু বিএসসিতে ভেলিডেটর থাকেন এবং তারাই প্রত্যেকটি ব্লক যাচাই করেন। আর একটি বিষয়, ইথিরয়ামে আমরা যেকেউ চাইলে মাইনার হতে পারবো, কিন্তু বিএসসি এর ভেলিডেটর যেকেউ হতে পারবো না। এইজন্য অনেকেই বিএসসিকে সেন্ট্রালাইজ চেইন বলে থাকে, কারণ সাধারন ক্রিপ্টো ব্যবহারকারী ভেলিডেটর হতে পারে না। শুধুমাত্র এটিই নয়, ইথিরিয়ামের বর্তমান যে ট্রান্সজেকশন ফি সিস্টেম রয়েছে সেটিতে গ্যাসের মূল্য ওঠানামা করে ব্লকচেইনের কনজাকশনের উপর। কিন্তু বিএসসিতে এই গ্যাসের মূল্য বর্তমানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এবং সেটি হলো ১০ । চাইলেই আমরা এটি বৃদ্ধি করতে পারবো, কিন্তু কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না যেমন: ট্রান্সজেকশন খুবই তাড়াতাড়ি হওয়া।
এই ছিল বিএসিস এবং ইথিরিয়াম চেইনের মধ্যকার পার্থক্য।  সকলের মনে প্রশ্ন থাকে যে, বিএসসি এড্রেস কোথায় পাবো কিংবা ইথিরিয়াম এড্রেসকে কিভাবে বিএসসি এড্রেস বানাবো। এখন এই প্রশ্নের উত্তরে আসা যাক এবং মোবাইল ও কম্পিউটার উভয় ব্যবহারকারীদের জন্য উপায়গুলো বলে দিবো।


বিএসসি এড্রেস মোবাইল ওয়ালেটে কিংবা মেটামাস্কে সংযুক্ত করার উপায়


প্রথমেই বলেছি যে, বিএসসি হলো ইথিরিয়ামেরই ফোর্ক কিংবা ক্লোন , তাই আমরা ইথিরিয়ামের যে এড্রেসটি ব্যবহার করে থাকি, সেটিই হবে আমাদের বিএসসি এড্রেস। সুতরাং ইথিরিয়াম ও বিএসসি এড্রেস একই কিন্তু চেইন/নেটওয়ার্ক ভিন্ন। আর আপনারা মোবাইলে যেভাবে ইথিরিয়াম এড্রেসকে বিএসসি এড্রেস করবেন, এককথায় যেভাবে ইথিরিয়াম থেকে বিএসসিতে চেইন/নেটওয়ার্ক পরিবর্তন করতে হয়, তার উপায়গুলো বলবো। সবচেয়ে সহজ উপায় হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা, কেননা এখানে ইথিরিয়ামকে স্মার্ট চেইন ওয়ালেটে সংযোজন করলেই হয়ে যায়। তাহলে আপনাদেরকে ছবি সহকারে বিষয়টি বুঝিয়ে দেই।
সর্বপ্রথম আপনি নিজের ট্রাস্ট ওয়ালেটটিতে প্রবেশ করুন। যদি আপনার ওয়ালেট আগে থেকেই ইম্পোর্ট করা থাকে, তাহলে সেটিংস থেকে ওয়ালেট নামের উপর ক্লিক করলে নিচের ছবিটির প্রথম অংশের মতো অপশন পাবেন। সেখান থেকে “+” আইকনটিতে ক্লিক করুন, তাহলে নিচের ছবির মাঝখানের অংশটি চলে আসবে। আর কোনো ওয়ালেট ইম্পোর্ট করা না থাকলে নিচের ছবিটির মাঝখানের মতো অপশন পাবেন। এখন আপনি নিচের ছবির ২য় অংশের মতো দুইটি অপশন থাকবে: (১) Create a new Wallet (২) I already have a wallet । এই দুইটি অপশনের মধ্যে ২নং অপশন “ I already have a wallet “ এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির ৩য় অংশের মতো অনেকগুলো কয়েনের নাম আসবে। এসবের মধ্যে একটি অপশন পাবেন, যেটি আমি মার্ক করে দিয়েছি এবং সেটি হলো: “Smart Chain” । এখন আপনি এই “Smart Chain” অপশনটিতে ক্লিক করলে পরবর্তীতে ওয়ালেট ইম্পোর্টের অপশন আসবে। এখন আপনি নিজের ইথিরিয়াম ওয়ালেটে প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস দিয়ে ওয়ালেট ইম্পোর্ট করেন। তাহলে আপনার ইথিরিয়াম ওয়ালেটকে সংক্রিয়ভাবে বিএসসি ওয়ালেট হিসেবে সংযুক্ত করতে পারবেন। আর সেটি দিয়ে যেকোনো বিএসসি প্রজেক্টের ডিএপ ব্যবহার করতে পারবেন।


এটি হলো সবচেয়ে সহজ উপায় কোনো ধরনের নেটয়ার্ক/চেইন বিবরণি সংযোজন ছাড়াই বিএসসি ব্যবহার করার । এখন মেটামাস্কে কিভাবে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন করবেন এবং যেকোন ওয়ালেটকে ইথিরিয়াম থেকে বিএসসিতে পরিবর্তন করবেন, সেটি বুঝিয়ে দিবো। প্রথমেই মোবাইলে মেটামাস্ক ব্যবহারকারীদের জন্য বিষয়টি বুঝিয়ে দিতেছি এবং পরের অংশে কম্পিউটারের এক্সটেনশনে একইভাবে নেটওয়ার্ক/চেইন সংযোজনের বিষয়টি দেয়া হয়েছে।

আপনারা সঠিক মেটামাস্ক এপটি মোবাইলে ইনস্টল করুন এবং নিজেদের ইথিরিয়াম ওয়ালেটটি সেটিতে ইম্পোর্ট করে ফেলুন। ওয়ালেট ইম্পোর্ট করা শেষ হলে, সকলে নিচের ছবির প্রথম অংশের মতো বামদিকের সর্বোউপরে থাকব মেনু আইকনটিতে ক্লিক করুন । এরপর ছবির ২য় অংশের মতো “ Settings ” অপশনটিতে ক্লিক করুন। এরপর ছবির ৩য় অংশটি আসবে , সেখানের “ Networks ” অপশনটিতে ক্লিক করুন।


এবার নিচের ছবির প্রথম অংশের মতো “ Add Network ” অপশটি পাবেন এবং সেটিতে ক্লিক করলে, ২য় অংশের মতো একটি ফরম পাবেন, যেটিতে বিএসসি নেটওয়ার্কের সকল তথ্য দিতে হবে। নিচে দেওয়া সকল তথ্যগুলো ওই ফরমগুলোতে পূরণ করুন। নিচের ছবির ৩য় অংশের মতো সকল তথ্য পূরণ শেষে “ Add ” বাটনটিত ক্লিক করুন। তাহলে আপনি সফলভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটি মেটামাস্কে সংযোজন করে ফেলেছেন।

Network Name: BSC Mainnet
New RPC URL: https://bsc-dataseed.binance.org/
ChainID: 56
Symbol: BNB
Block Explorer URL: https://bscscan.com

উপরের সকল বিষয়গুলো ফরমটিতে ভালো করে পূরণ করুন এবং নেটওয়ার্ক নামের ক্ষেত্রে যেকোনো নাম ব্যবহার করতে পারবেন।



অভিনন্দন সফলভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটি মেটামাস্কে সংযোজন করতে পারায়। এখন আপনাকে ইথিরিয়াম মেইননেট থেকে নেটওয়ার্ক/চেইন পরিবর্তন করে বিএসসিতে যেতে হবে । এইজন্য নিচের ছবির প্রথম ১ম অংশের মতো মার্ক করে দেওয়া অংশটিতে ক্লিক করলে, আপনি বিভিন্ন নেটওয়ার্ক অপশন পাবেন । যদি একটু নিচের দিকে দেখেন ,তাহলে নিজের সংযোজন করা বিএসসি মেইননেট অপশনটি পাবেন, যেটি নিচের ছবির ২য় অংশে দেখানো হয়েছে। এখন শুধু ওই “ BSC Mainnet ” অপশনটিতে ক্লিক করুন, তাহলে আপনি সফলভাবে ইথিরিয়াম থেকে বিএসসি চেইন/নেটওয়ার্কে ওয়ালেটকে পরিবর্তন করতে পারবেন এবং নিচের ছবির ৩য় অংশের মতো আপনার ওয়ালেটে “ BNB ” দেখাবে।


আশা করি সকল মোবাইল ব্যবহারকারীরা এখন থেকে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন কিংবা ট্রাস্ট ওয়ালেটে ইথিরিয়ামকে বিএসসি হিসেবে ব্যবহারের উপায়গুলো বুঝতে পেরেছেন।

এখন কম্পিউটার ব্যবহারকারীরা হয়তো ভাবতেছেন যে, ব্রাউজারের মেটামাস্কে কিভাবে বিএসসি চেইন/নেটওয়ার্কটিকে সংযোজন করবো। যদি আপনি মোবাইলের মেটামাস্কে নেটওয়ার্কের বিষয়টি বুঝতে পারেন, তাহলে আপনার কাছে ব্রাউজারের মেটামাস্ক এক্সটেনশনে বিএসসি নেটওয়ার্ক সংযোজন করা কিছুই না। কারণ সকল বিষয়গুলো একই ধরনের শুধুমাত্র অপশনগুলো খুজে পাওয়াটাই মূল বিষয়। তাই আমি নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখিয়ে দিলাম এবং উপরের দেওয়ার নেটওয়ার্কের তথ্যগুলো একটভাবে পূরণ করুন এবং মেটামাস্ক এক্সটেনশনে বিএসসি চেইন/নেটওয়ার্ক সংযোজন করে ব্যবহার করুন।






উপরোক্ত সকল বিষয়বস্তু আমি  “Review Master” নিজে লেখেছি এবং এই বিষয়টি সকলকে অবগত করার জন্য বিভিন্ন ক্রিপ্টো বিষয়ক ফোরামে প্রকাশ করেছি। তাই এই পোষ্টটি “Review Master” এর কপিরাইট অধিকারে রয়েছে। ধন্যবাদ সবাইকে বিষয়টি পড়ার জন্য।

newbie
Activity: 11
Merit: 0
April 17, 2021, 04:46:03 AM
কোন টকেন বা কয়েন মেইনেট( Mainned) বলতে আসলে কি বুঝায়। সিনিয়র ভাইদের সর্বোত্তম মতামত আশা করছি।

ব্লকচেইন প্রোটোকলটি পুরোপুরি বিকাশ ও স্থাপন করা হওয়ার সময় মাইননেট শব্দটি ব্যবহৃত হয়, যার অর্থ হ'ল কোনো প্রজেক্ট এর কয়েন যখন পুরোপুরি ভাবে ভেরিফাইড হয়ে রেডি হয় ট্রানজেকশন করার জন্য সব টেস্টিং পাশ করে এর পরেই সেটার মেইননেট লঞ্চ করা হয়  Grin
jr. member
Activity: 43
Merit: 2
April 16, 2021, 05:58:55 PM
কোন টকেন বা কয়েন মেইনেট( Mainned) বলতে আসলে কি বুঝায়। সিনিয়র ভাইদের সর্বোত্তম মতামত আশা করছি।
Jump to: