Author

Topic: বাংলা (Bengali) - page 367. (Read 5712371 times)

jr. member
Activity: 112
Merit: 1
August 06, 2021, 06:00:38 AM
হ্যালো ভাই,

আমি বিটকয়েনটক আসছি বেশি দিন হয়নি।
আমি একটা কাজে খুব চিন্তিত  আমি এখনো নিউবাই।
আমি কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি সে নিয়ে যদি আমাকে কিছু ধারণা দিতেন তাহলে এই গ্রুপে অনেকে আছে জারা এই রকম প্রশ্নের উত্তর খুচ্ছে কিন্তু পাচ্ছে না তাই ছিনিয়র ভাইদের কাছে আমার জানার ইচ্ছা কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি।


প্লিজ সবাই একটু আমার এই ছোট লেখাটা পরেবেন আশা করি।
এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ম এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয .
স্বাগতম আপনাকে বিটকয়েন ফরমে। আপনি যেহেতু নতুন তাই আপনি আগেই মেরিট এর চিন্তা ভাবনা না করে সিনিয়র ভাইদের ফলো করুন। তাদের অনেক অনেক পোষ্ট আছে এই ফরমে আপনি তাদের দিক নির্দেশনা মেনে চলুন।আর মেরিট সম্পর্কে আগে ধারনা নিন মেরিট তাদের কেই দেওয়া হয় যাদের মেধা এবং ক্রিপকারেন্সি সম্পর্কে ধারনা আছে।
আর মেরিট আপনি এমনিতেই পাবেন যদি আপনার পোষ্ট এ কারো উপকারে আসে এবং সে যদি খুশি হয় সে আপনাকে এমনিতেই মেরিট দিবে।
আর এখানে লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ।

ধন্যবাদ।
jr. member
Activity: 112
Merit: 1
August 06, 2021, 05:24:37 AM
আমি এখানে নতুন। এখানে কেমনে কাজ করবো আর কি নিয়ে পোষ্ট করবো।কেউ বলবেন প্লিজ।

স্বাগতম আপনাকে বিটকয়েন ফরমে। আপনি যেহেতু নতুন তাই আপনি সিনিয়র ভাইদের ফলো করুন। তাদের অনেক অনেক পোষ্ট আছে এই ফরমে আপনি তাদের দিক নির্দেশনা মেনে চলুন।আর বিটকয়েন সম্পর্কে আগে ধারনা নিন
 এখানে লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ।

ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 05, 2021, 01:48:53 PM
আমরা অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এখন,বাউন্টি বা এয়ারড্রপ করার জন্য এর বিকল্প নেই এবং ইজি ইউজ করা, কিন্তু ঈদানিং খেয়াল করবেন অনেক ফেইক টোকেন আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে হ্যাকার রা, গতকাল আমার ওয়ালেটে ভেরা নামক টোকেন আসে এবং সেই হ্যাকার রা হুবুহু অর্জিনাল ভেরা টোকেন এর মতো টোকেন পাঠায়

আপনি যে বিষয়টি এখানে তুলে ধরেছেন, এটিকে "ডাস্ট এট্যাক" বলা হয়ে থাকে। অনেক সময় স্ক্যামাররা আপনাকে ফ্রি টোকেন দেয়, এবং সেটি হয় তাদের নিজস্ব এক্সচেঞ্জ ছাড়া অন্যকোনো এক্সচেঞ্জে সোয়াপ করা যাবে না, কিংবা আপনাকে যত টোকেন পাঠিয়েছে তার থেকে আরো একটু বেশি টোকেন লাগবে সর্বনিম্ন সোয়াপের জন্য। এই দুইটি উপায় স্ক্যামার ব্যবহার করে থাকে বেশিরভাগ সময়। তাই যেকোনো ফ্রি টোকেন পেয়ে খুশি হবেন না। মজার বিষয় হলো, আমি প্রতিদিন বিএসসি চেইন ১০ বারের মতো ট্রান্সজেকশন করি এবং স্ক্যামার আমাকে একই টোকেন ২ বার পাঠিয়েছে, যেন আমি লোভে পড়ে সোয়াপ করি এবং আমার ওয়ালেট হ্যাক করতে পারে।  Grin Grin

এসব স্ক্যামাররা Waves ব্লকচেইনে আগে অনেক ছিল, প্রায় প্রতিদিন কোনো না কোনো টোকেন ওয়ালেটে পেতাম। তবে সবগুলো "ডাস্ট এট্যাক" এর টোকেন ছিল। তাই সকলে উচিত যেকোন অপরিচিত ওয়েবসাইট ব্যবহারের পর ট্রাস্ট ওয়ালেটের সেটিংসে যাওয়ার পর "Preferences -> DApp Browser -> Clear Browser Cache " যেয়ে, ব্রাউজিং ক্যাশ এ ক্লিক করা। কারণ হ্যাকাররা অনেক সময় ব্রাউজিং কুকিস/ক্যাশ দিয়ে ওয়ালেটের এক্সেস পায়, যদি কোনো অচেনা ওয়েবসাইটের স্মাট কন্ট্রাকে অনুমতি দিয়ে থাকে। অনেক সময় স্মাট কন্ট্রাকের ওই অনুমতি ও ব্রাউজিং কুকিস/ক্যাশ ব্যবহার করে, হ্যাকার আপনার অনুমতি ছাড়াই কোনো কন্ট্রাক/সোয়াপ চালিয়ে ফান্ড নিতে পারে। আর যেমনটি @Little Mouse বললেন যে, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে প্রাইভেট কী অথবা পাসফ্রেজ দেয়া উচিত না।  Wink
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 05, 2021, 11:44:10 AM
আমার কিছু ফ্রেন্ড লোভে পড়ে তাদের এক্সচেঞ্জে গিয়েছিলো সোয়াপ করতে এখন তাদের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে, ভালো ভালো সব টোকেন হ্যাকার নিয়ে গিয়েছে এক রাতের ভেতরেই।
ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে প্রাইভেট কী অথবা পাসফ্রেজ দেয়া লাগতে পারে। নিশ্চয় আপনার ফ্রেন্ড সেখানে ওইরকম সেনসিটিভ তথ্য দিয়েছে যার কারনে ওরা আপনার ফ্রেন্ডের ওয়ালেট এর এক্সেস পেয়েছে। যারা ক্রিপ্টোতে আছে তাদের উচিত ব্যাসিক ব্যাপারগুলো সম্পর্কে স্টাডি করা। অন্যথায়, সবসময় এইরকম স্ক্যাম এর শিকার হওয়া লাগবে। ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য।
sr. member
Activity: 1428
Merit: 250
August 05, 2021, 08:32:27 AM
আমরা অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এখন,বাউন্টি বা এয়ারড্রপ করার জন্য এর বিকল্প নেই এবং ইজি ইউজ করা, কিন্তু ঈদানিং খেয়াল করবেন অনেক ফেইক টোকেন আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে হ্যাকার রা, গতকাল আমার ওয়ালেটে ভেরা নামক টোকেন আসে এবং সেই হ্যাকার রা হুবুহু অর্জিনাল ভেরা টোকেন এর মতো টোকেন পাঠায় এবং তাদের টোকেনে ক্লিক করলে যখন ডিলেটস জানতে চাই তখন দেখি তারা সোয়াপ করার জন্য একটা ওয়েব সাইটে নিয়ে যায়, আমি  টোকেন টা অন্য এক্সচেঞ্জে সোয়াপ করতে চাই যেগুলা সচরাচর ইউজ করি সেখানে সোয়াপ হয়নি তাই সোয়াপ করিনি, আমার কিছু ফ্রেন্ড লোভে পড়ে তাদের এক্সচেঞ্জে গিয়েছিলো সোয়াপ করতে এখন তাদের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে, ভালো ভালো সব টোকেন হ্যাকার নিয়ে গিয়েছে এক রাতের ভেতরেই। তাই যারাই ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন ভুয়া টোকেন সোয়াপের থেকে সাবধান, এবং প্যানকেক সোয়াপ, বা ইউনিসোয়াপ এমন নাম করা এক্সচেঞ্জ ছাড়া উলটা পালটা এক্সচেঞ্জে ওয়ালেট কানেক্ট করবেন নাহ। আশা করি আমার লিখাটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ।
ইদানীংকালে হ্যাকাররা খুব অপতৎপরতা দেখাচ্ছে এক্ষেত্রে, আপনার পোষ্ট অবশ্যই এক্ষেত্রে সময়োপযোগী, ফিসিং লিংকের মতো এগুলোও ফিসিং টোকেন বা কয়েনের কাজ করে, আপনাকে পোষ্টের মাধ্যমে সতর্ক করায় ধন্যবাদ।
jr. member
Activity: 472
Merit: 2
August 05, 2021, 03:05:55 AM
আমরা অনেকেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এখন,বাউন্টি বা এয়ারড্রপ করার জন্য এর বিকল্প নেই এবং ইজি ইউজ করা, কিন্তু ঈদানিং খেয়াল করবেন অনেক ফেইক টোকেন আমাদের ওয়ালেটে পাঠাচ্ছে হ্যাকার রা, গতকাল আমার ওয়ালেটে ভেরা নামক টোকেন আসে এবং সেই হ্যাকার রা হুবুহু অর্জিনাল ভেরা টোকেন এর মতো টোকেন পাঠায় এবং তাদের টোকেনে ক্লিক করলে যখন ডিলেটস জানতে চাই তখন দেখি তারা সোয়াপ করার জন্য একটা ওয়েব সাইটে নিয়ে যায়, আমি  টোকেন টা অন্য এক্সচেঞ্জে সোয়াপ করতে চাই যেগুলা সচরাচর ইউজ করি সেখানে সোয়াপ হয়নি তাই সোয়াপ করিনি, আমার কিছু ফ্রেন্ড লোভে পড়ে তাদের এক্সচেঞ্জে গিয়েছিলো সোয়াপ করতে এখন তাদের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে, ভালো ভালো সব টোকেন হ্যাকার নিয়ে গিয়েছে এক রাতের ভেতরেই। তাই যারাই ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন ভুয়া টোকেন সোয়াপের থেকে সাবধান, এবং প্যানকেক সোয়াপ, বা ইউনিসোয়াপ এমন নাম করা এক্সচেঞ্জ ছাড়া উলটা পালটা এক্সচেঞ্জে ওয়ালেট কানেক্ট করবেন নাহ। আশা করি আমার লিখাটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ।
sr. member
Activity: 1428
Merit: 250
August 04, 2021, 05:47:46 AM
নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।
কি ধরনের সাহায্য লাগবে গ্রুপে জানাইয়েন আর সবার লাখগুলো অনুসরণ করবেন কোনোকিছু জানতে চাইলে এখানে ছাড়াও ফোরামের সম্পর্কিত জায়গায় ইংরেজিতে পোষ্ট করবেন তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত জানার সুযোগ পাবেন।
sr. member
Activity: 1428
Merit: 250
August 04, 2021, 02:49:59 AM
--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy
আমিতো বলেছি বিটকয়েনের ছায়া অবলম্বন করেই বেশিরভাগ ক্রিপ্টোকয়েন মার্কেটে লাইভ করে কিন্তু ব্যতিক্রম আছে কিন্তু সেটা আসলে ক্রিপ্টোকয়েনের মূল বৈশিষ্ট নয় ক্রিপ্টোকারেন্সির মূল বৈশিষ্ট আসলে বিটকয়েনকে অনুসরণ করাটাই আর এভাবেই ক্রিপ্টোকারেন্সি বাজারজাত হচ্ছে।
jr. member
Activity: 77
Merit: 3
August 03, 2021, 11:02:45 PM
নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।

হ্যাঁ আপনি অবশ্যই সাহায্য পাবেন কিন্তু শুধু ক্রিপ্টোকারেন্সি বিষয়। আপনি ক্রিপ্টোকারেন্সির যেকোনো বিষয়ে জানতে চাইলে এবং কি সমস্যায় পড়লে আপনি ফর্মে জানাবেন আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
August 03, 2021, 05:11:57 PM
London fork countdown timer এখানে চলছে - https://etherscan.io/block/countdown/12965000

হয়তো কোনো সমস্যাই হবে না, তা সত্ত্বেও বলছি, fork time এর অন্তত এক ঘন্টা আগে পরে Ethereum on chain transaction থেকে বিরত থাকাই বাঞ্চনীয়।
newbie
Activity: 178
Merit: 0
August 03, 2021, 01:59:06 PM
নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 03, 2021, 11:47:24 AM
--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy
sr. member
Activity: 1428
Merit: 250
August 03, 2021, 11:28:53 AM
আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।

যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে। যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।  Wink 

আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 03, 2021, 07:45:12 AM
আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।

যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে। যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।  Wink 
sr. member
Activity: 1428
Merit: 250
August 03, 2021, 06:53:01 AM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।
sr. member
Activity: 1428
Merit: 250
August 03, 2021, 06:47:21 AM
ফোরামের আলোচনায় অংশগ্রহণ ও পর্যালোচনায় অংশগ্রহণ করতে আমি বাংলা ফোরাম নিয়মিত পরিদর্শন করি এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তার উত্তরপ্রদানই মূলত আসল উদ্দেশ্য, কারো কোনো জিজ্ঞাসা বা মূল্যবান মতামত থাকলে তা এখানে লিখুন সেটা নিয়ে যথোপযুক্ত আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করি।
full member
Activity: 1099
Merit: 116
August 02, 2021, 03:25:54 AM

‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

source



এই নিউজটি যেদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এবং ভার্চুয়াল জগতে সরগরম হয়ে যায় ঠিক তারপরের দিনে আবার জানিয়ে দিলো যে, ক্রিপ্টোকারেন্সি দেশে অনুমোদিত নয় বা বৈধ নয়।  তারা জানিয়ে দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ এবং তা আইনত দন্ডনীয় অপরাধ। এছাড়া তাদের বক্তব্যের নাকি খন্ডিতাংশ জাতীয় দৈনিক গুলোতে প্রকাশিত হয়েছে। সঠিক তথ্য নাকি প্রকাশিত হয়নি। মূলত বাংলাদেশ ব্যাংক তাদের দূর্বলতা ঢাকার জন্য এমনটা করতেছে। বিস্তারিত
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2021, 11:17:32 AM

P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন




CryptoBlades সম্পর্কিত কিছু হালনাগাদ এবং কৌশল, যেগুলো আপনার প্যাসিভ ইনকাম বৃদ্ধি করবে।


প্রথম ভিডিওটিতে CryptoBlades নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল । কিন্তু অনেক হালনাগাদ এর মধ্যে চলে এসেছে এবং সেইসকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে। নিচে কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো, আর বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।
  • আমার এক সপ্তাহের ইনকাম এবং সেটির উইথড্র করে দেখিয়েছি
  • শুরুতে প্রত্যেকটি combat এর জন্য একটি করে ট্রান্সজেকশন করতে লাগতো, কিন্তু বর্তমানের হালনাগাদের পরে আমরা চাইলেই একটি মাত্র ট্রান্সজেকশন দিয়ে সকল ফাইট নিতে পারবো।
  • CryptoBlades  এর নিজস্ব টোকেনের মূল্য কমে গিয়েছে এবং এটির ভবিষ্যত কেমন ও বাইন্যান্সে আসতে পারে কিনা, সেটিও আলোচনা করেছি।

ভিডিওটি দেখুন: https://youtu.be/GEfTWIG5GOs



যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Youtube Channel: https://www.youtube.com/channel/UCeG5GNbVtqL0PY0o66OyFgg/

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
full member
Activity: 1099
Merit: 116
August 01, 2021, 08:53:41 AM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

আগস্ট মাসের ৪ তারিখ বা তারপর পরেই হতে যাচ্ছে বহুল আলোচিত এই হার্ডফোর্ক । গ্যাস ফি গত কয়েকমাসে অনেকটা কম আছে এবং আশা করা যাচ্ছে এই হার্ডফোর্কের মাধ্যমেই আরো কমবে এবং আগে যে টিপিএস (ট্রানজেকশন পার সেকেন্ড) ছিলো হার্ডফোর্কের পরে তা কয়েকগুণ বাড়বে এবং ট্রানজেকশন দ্রুততর হবে আগের চেয়ে। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে বিকনচেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইথারিয়াম ২.০ এর যাত্রা শুরু হয়। বর্তমানে দ্বিতীয় ধাপ “শার্ডচেইন” চলতেছে। তাদের ৩ টি ধাপ সম্পন্ন করতে ধারণা করা হচ্ছিলো ২০২১ সালের ডিসেম্বর বা আগামী বছরের প্রথম কোর্য়াটার পর্যন্ত লাগতে পারে। তার আগ পর্যন্ত তাদের আগের ভার্সণের মাধ্যমেই ট্রানজেকশন সম্পন্ন হবে (বর্তমানে যা চলতেছে) এবং পুরাপুরি সম্পন্ন হলেই কেবল ভার্সন ২.০ ব্যবহারযোগ্য হবে এবং ট্রানজেকশন দ্রুততর হবে ও ট্রানজেকশন ফিও কমবে। তবে আমি এখনও আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি যে এই হার্ডফোর্কের মাধ্যমেই কি ভার্সন১.০ এর পরিবর্তে ২.০ এর যাত্রা শুরু হবে নাকি আরো সময় লাগবে। আর হা, যে কোন হার্ডফোর্কই সেই কয়েনের দামের উপর প্রভাব ফেলে যা গত কয়েকবছর ধরে দেখে আসতেছি। আমার মনে হয়না এ বছর বিটকয়েনের গতিবিধির উপর ইথারিয়ামের দাম নির্ভর করবে বরং ইথারিয়ামের আপন গতির উপর চলার সম্ভাবনাই বেশি। যদিও ইথারিয়াম নেটওয়ার্কের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে এবং বাইনান্স স্মার্টচেইনের ব্যবহার সেই অংশটা নিয়ে নিয়েছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 31, 2021, 12:51:20 PM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
Jump to: