Author

Topic: বাংলা (Bengali) - page 369. (Read 5311652 times)

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
April 15, 2021, 04:06:44 PM
##আমি বিন্যাস নিয়ে কিছু বলতে চাই##

যারা অনলাইন কারেন্সি নিয়ে ব্যাবসা করতে চান তাদের জন্য বিন্যাস একটি খুপ সহজ সাইড।

#কিভাবে শুরু করবেন -

প্রথম এ বিন্যাস এ আপনার একটি অ্যাকাইন্ট তৈরি করতে হবে।
https://www.binance.com/en
একাউন্ট তৈরি করতে যা যা লাগবে-
১.একটি ভেরিভাই ইমেল(যা অতি গুরুত্ব পূর্ন)
২.একটি ফোন নম্বর ((যা অতি গুরুত্ব পূর্ন)
৩.পাচওয়ার্ড((যা অতি গুরুত্ব পূর্ন)
৪.গুগোল এটেন্টডেন্ট ইত্যাদি
তার পড় আপনি এই সব দিয়ে বিন্যাস এ রেজিস্টেশন সম্পূর্ন করবেন।

#ডিপোজিট-

বিন্যাস ট্রেড করতে আপনাকে প্রথম ডিপোজিট করতে হবে।এক্ষেত্রে আপনাকে ডিপোজিট অপশন থেকে আপনি কোন টোকেন (***)টি ডিপোজিট করবেন তার ওয়ালেট এ ক্লিক করে ডিপোজিট করতে হবে।

#বিক্রি ও কেনা-

আপনার টোকেন টি কোথায় বিক্রি করবেন তা আগে ঠিক করবেন যেমন(***/usdt)আরো অন্য কিছু।এখন buy অপ×ন থেকে কিনতে ও sell অপশন থেকে বিক্রি করতে পারবেন অতি সহজ এ।

#উঠ্র-

আপনার ওয়ালেট থেকে কোন টোকেন টি উঠাতে চান তা ক্লিক করবেন। তারপর কোন জায়গায় উঠাবেন তার ওয়ালেট দিবেন কত পরিমান উঠাবেন তা দিবেন।এর পর আপনার পাচওয়ার্ড গুগোল ভেরিফাই ও গুগোল এটেন্ট পিন কোট চাইবে দিয়ে দিবেন এর পর সাবমিট করবেন। কিছু সেকেন্ট পর উড্র হয়ে যাবে।

তবে এটা ব্যাবসার জন্য করতে চাইলে আপনাকে আরো ভালো করে জানতে হবে ও বুঝতে হবে।আগে শিখতে হবে সব কিছু।

এই ফোরামে আমি নতুন সদস্য তাই কোন ত্রুটি হলে ক্ষমা করবেন।ও সিনিয়র ভাইদের কাছে আমি আরো কিছু শিখতে চাই।এতে কোন ভুল থাকলে জানাবেন।

           ধন্যবাদ
বাংলা ভাষায় কথা বলার জন্য ব্যবস্তা করে দেওয়ার জন্য
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 15, 2021, 01:18:41 PM
তাই সবাইকে সচেতন হতে হবে, লোভে পরে যে কোন লেনদেন করার আগে অবশ্যই বিশ্বস্ত অভিজ্ঞতা সম্পন্নদের সাথে যোগাযোগ করবেন, অন্যথায় কষ্টের সবকিছু নিমিষেই হারিয়ে ফেলবেন।
টেলিগ্রামকে এমনিতেই বলা হয় স্ক্যামারদের স্বর্গ। আমি প্রতিদিনই অনেক লোভনীয় অফার পেয়ে থাকি  Cheesy যদিও আমি তাদের মেসেজ এর রেস্পন্স করিনা। তবে এইরকম লোভনীয় অফারের চেয়েও ডেঞ্জারাস হল কোন এক্সচেঞ্জ কিংবা কোন সার্ভিসের কমিউনিটি ম্যানেজার হিসেবে পরিচয় দেয়া স্ক্যামাররা। এরা আপনাকে সহজেই বোঝাতে সক্ষম হবে যে তারা অথেনটিক লোক। তাই, কোন তথ্য শেয়ার করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি কার সাথে কথা বলছেন। তাদের ইউজারনেম দেখে নেবেন অবশ্যই।
member
Activity: 184
Merit: 65
April 15, 2021, 12:30:29 PM
টেলিগ্রাম এপ্লিকেশন এ দীর্ঘদিন ধরে কাজ করছি,যেখানে সুযোগ-সুবিধা থাকে সেখানে প্রতারক থাকবেই, কয়কেদিন ধরে আমাকে কিছু আইডি থেকে প্রতিনিয়ত  মেসেজ করছে, কল করছে,মেসেজগুলো হলো এরকমঃ আমি কীভাবে বিটকয়েন খনির প্রোগ্রামে ব্যাপকভাবে উপার্জন করতে পারি তার সফল কৌশল নিয়ে আপনাকে গাইড করতে পারি। আমি এখানে আপনার সংস্থায় একটি ট্রেড অ্যাকাউন্ট তৈরি করব এবং আপনাকে লগইন বিশদ দেব যাতে আপনি আপনার খননটি বাড়ার সাথে সাথে পর্যবেক্ষণ করতে পারেন। আমরা এগিয়ে যাওয়ার আগে আপনি কতটা শুরু করতে চান?
তাই সবাইকে সচেতন হতে হবে, লোভে পরে যে কোন লেনদেন করার আগে অবশ্যই বিশ্বস্ত অভিজ্ঞতা সম্পন্নদের সাথে যোগাযোগ করবেন, অন্যথায় কষ্টের সবকিছু নিমিষেই হারিয়ে ফেলবেন।
newbie
Activity: 16
Merit: 0
April 14, 2021, 03:19:28 AM
newbie
Activity: 21
Merit: 0
April 14, 2021, 01:10:51 AM
"বিটকয়েনের দাম যখনই নতুন উচ্চতায় পৌঁছায় তখনই এই মুদ্রাভিত্তিক নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা এক দফা লাভ অর্জনের সাক্ষী হই।"
জেমস বাটারফিল উনার উক্তিটি ব্যাক্তিগত ভাবে আমার ভালো লেগেছে! আশাকরি একদিন আমাদের কান্ট্রি ও ক্রিপ্টো লেনদেনের বৈধ্যতা দিবে, আর তা হবে আমাদের জন্য সব থেকে প্রফুল্লিত সংবাদ।।
newbie
Activity: 6
Merit: 4
April 14, 2021, 01:05:08 AM
jr. member
Activity: 37
Merit: 1
April 13, 2021, 11:00:27 PM
সুখবর                 সুখবর               সুখবর

মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ। আর, এর ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠল বিটকয়েনের। ৬২ হাজার ৭৪১ ডলারে উঠেছে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।

বুধবার নিউ ইয়র্কের ন্যাসডাক এক্সচেঞ্জে নাম লেখানোর বিষয়টি ক্রিপ্টোকারেন্সি সমর্থকদের জন্য বিশাল এক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি ক্রম‍শ মূলধারার লেনদেনে জায়গা করে নিচ্ছে। মঙ্গলবারই এর দাম বেড়েছে পাঁচ শতাংশ। আরেক ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামেরও দাম রেকর্ড পর্যায়ে গিয়েছে। এক ইথেরিয়ামের দাম এখন দুই হাজার দুইশ' পাঁচ ডলার।


বিএনওয়াই মেলন, মাস্টারকার্ড এবং টেসলার মতো বড় প্রতিষ্ঠান এখন ডিজিটাল মুদ্রায় হয় বিনিয়োগ করেছে বা এই মুদ্রাবান্ধব অবস্থান নিয়েছে।

গত মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা প্রায় দেড় বিলিয়ন ডলারের বিটকয়েন কেনে। ওই সময়েই বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের মাইলফলক পেরোয়। তবে, গত দুই সপ্তাহে এই মুদ্রার দামে তেমন হেরফের হয়নি।

"বিটকয়েনের দাম যখনই নতুন উচ্চতায় পৌঁছায় তখনই এই মুদ্রাভিত্তিক নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা এক দফা লাভ অর্জনের সাক্ষী হই।" - বলেন কয়েনশেয়ারের ডিজিটাল সম্পদ ব্যবস্থাপক জেমস বাটারফিল।

SOURCE: https://m.bdnews24.com/bn/detail/tech/1879905
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 13, 2021, 06:20:36 AM
লাভের হিসাব করেন ক্যামনে? BTC দিয়া না USDT দিয়া?
ভাই, বিটিসি দিয়া হিসাব করে কি আর কুল পাওয়া যাবে? আমি লাইটকয়েন কিনছি ০.০০৫ (যদিও এর কমেও কেনা আছে)। এখন লাইটকয়েন এর দাম ০.০০৪২। আপনার কি মনে হয়, লাইটকয়েন ০.০০৫ যাবে কখনো? আমার মনে হয় না যাবে৷ বিটিসি যেভাবে বাড়তেছে মনে হয় আরো ডিভ্যালুড হবে।
তবে এইটাও ঠিক অল্টাতে বিনিয়োগ করে আমি দুইদিকেই লাভবান। আমার বর্তমান অল্টার ভ্যালু বিটিসিতে আগের চেয়ে ৫০% বেশি হয়েছে, যদিও আমি বিটিসি সেল দিয়েছিলাম ৩১৫০০ তে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 12, 2021, 10:35:12 PM
Trust Wallet এইরকম কেন করেছে কারো idea আছে? BNB আর BSC address তো আসলে একই! অনেকটা ETH আর ERC20 আলাদা করার মতো।

বিএনবি মূলত তিনটি ব্লকচেইনে চলতেছে: ইথিরিয়াম/ইআরসি২০ টোকেন, বাইন্যান্স স্মার্ট চেইন/বিএসসি বিইপি২০ এবং [https://explorer.binance.org/assets/bep2]বাইন্যান্স ব্লকচেইন/বিইপি২[/url] । এখন বাইন্যান্স স্মার্ট চেইন অথবা বিএসসি হলো ইথিরিয়ামের ফোর্ক/ক্লোন করা চেইন যেখানে গ্যাস মূল্য নির্ধারিত এবং এটির কোনো মূল্যে কোনো উঠানামা নেই যেমনটা ইথিরিয়ামের গ্যাস ফিতে আছে। আর বিএসসি মূলত ভ্যালিডেটর দ্বারা প্রত্যেকটি ব্লক নির্ধারণ করে থাকে এবং সবাই চাইলেই ভ্যালিডেটর হতে পারে না। যেহেতু বিএসসি ইথিরিয়ামের ফোর্ক/ক্লোন , তাই বিএসসি এড্রেস এবং ইআরসি২০ এড্রেস একই হয়। আর চাইলেই আমরা আমাদের ইথিরিয়াম এড্রেসকে বিএসসি করতে পারবো। আসা করি, বিএসসি নিয়ে আপনাকে জানাতে পেরেছি।


যাইহোক অন্যদের মতামত জানতে চাই , আইডিয়া শুনতে চাই।

বিটকয়েন, ইথিরিয়ামের মতো বিএনবিও কিন্তু এখন প্রফিট সাইকেলিং - লাভ চক্রের মধ্যে চলে এসেছে। তাই কেউ যদি বিএনবি সর্বোচ্চ মূল্যেও ক্রয় করে, তাহলে দীর্ঘদিন সময়ের ক্ষেত্রে সে অবশ্যই লাভে থাকবে। আর আমি দীর্যসময়ের হোল্ডিং করে থাকি এবং কিছু কয়েন/টোকেন খুবই ভালো লাভ দিয়েছে। এই কাজটি অনেকে করতে পারে না, কারণ তারা যখনই দেখে ক্রয় মূল্যের থেকে ট্রেডিং কম মূল্যে হচ্ছে, তখন তারা তাড়াহুড়ো করে বিক্রি করে দেয়। কোনো কয়েন/টোকেন ভালো হলে, আমি সেটি ক্রয় করার পর ওয়ালেটের দিকে ফিরেও তাকাই নাহ, শুধু বিটইউনিভার্সে প্রাইজ এলার্ট - মূল্যের সতর্কতা বার্তা নির্ধারণ করে রাখি।  Grin
member
Activity: 86
Merit: 27
April 12, 2021, 10:55:41 AM
হ্যালো ভাই ব্রাদাররা, কি খবর সবার?
সবাই কি ট্রেডিং নিয়ে ব্যস্ত। খুব একটা একটিভ দেখি না আজকাল। যাইহোক সবাই কোন না কোন কাজে থাকাটাই হচ্ছে বড় জিনিস আর ট্রেডিং এখন মোটামুটি সবাই প্রফিট করতে পারতেছেন তো ওই হিসেবে ট্রেডিং করাটা ও স্বাভাবিক। তবে আপনার আইডিয়াটা এখানে শেয়ার করতে পারেন এটা আমি কিছুদিন আগে একবার বলেছিলাম।

BNB শুধুমাত্র এই টি দিয়ে আমি প্রায় এক হাজার ডলার ইনকাম করেছি লাস্ট এক মাসে। লাস্ট এক মাসে আমি হয়তো অনেক বার কিনেছি বিক্রি করেছি। কিন্তু আমি যদি একবারে হোল্ড করতাম , একমাস পর বিক্রি করতাম তখন আমার প্রায় তিনগুণ বেশি প্রফিট হত। আসলে long-term এর মজা তারা উপভোগ করে যারা এটা সম্পর্কে খুব ভাল আইডিয়া রাখে। আমার ধৈর্য কম সেজন্য আমি long-term এ যেতে পারি নাই আজ পর্যন্ত। কিন্তু আসল মজা long-term এই এটা স্বীকার করতেই হবে। আপনি কষ্ট করে এক মাসে যেটা করবেন যারা একমাস হোল্ড করবে তারা আপনার থেকে বেশি পাবে এতোটুক আমি বিশ্বাস করি, হয়তো সময়ের কিছুটা পার্থক্য হতে পারে।

যাইহোক অন্যদের মতামত জানতে চাই , আইডিয়া শুনতে চাই।

লাভের হিসাব করেন ক্যামনে? BTC দিয়া না USDT দিয়া?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 11, 2021, 08:49:08 PM
যাইহোক অন্যদের মতামত জানতে চাই , আইডিয়া শুনতে চাই।
দীর্ঘ সময়ের জন্য হোল্ড করা এখন অনেক রিস্কি। কারণ মোটামুটি মার্কেটে এখন পিকে আছে, যে কোন সময় ধ্বসে পড়তে পারে। তাই, শর্ট টাইমের জন্যই এখন ভালো যদিও শর্ট টাইমে প্রফিট কম হয়। আমি মোটামুটি রেগুলার ট্রেড করছিলাম গত মাসেও। ট্রেডের অনেক কিছুই আমার শেখার বাকি আছে। তাই হয়তো গত মাসে লাভ করেও সেটা রাখতে পারিনি।
এখন আমার মনে হয় সবাই সাবধানে পা ফেলা উচিত। কারন, মার্কেটে ধ্বস নামলে সেটা রিকভার করতে অনেক সময় লাগে। যেমন- ২০১৮ সালের পর এই বছর এসে সেগুলো রিকভার করলো।
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
April 11, 2021, 12:44:05 PM
হ্যালো ভাই ব্রাদাররা, কি খবর সবার?
সবাই কি ট্রেডিং নিয়ে ব্যস্ত। খুব একটা একটিভ দেখি না আজকাল। যাইহোক সবাই কোন না কোন কাজে থাকাটাই হচ্ছে বড় জিনিস আর ট্রেডিং এখন মোটামুটি সবাই প্রফিট করতে পারতেছেন তো ওই হিসেবে ট্রেডিং করাটা ও স্বাভাবিক। তবে আপনার আইডিয়াটা এখানে শেয়ার করতে পারেন এটা আমি কিছুদিন আগে একবার বলেছিলাম।

BNB শুধুমাত্র এই টি দিয়ে আমি প্রায় এক হাজার ডলার ইনকাম করেছি লাস্ট এক মাসে। লাস্ট এক মাসে আমি হয়তো অনেক বার কিনেছি বিক্রি করেছি। কিন্তু আমি যদি একবারে হোল্ড করতাম , একমাস পর বিক্রি করতাম তখন আমার প্রায় তিনগুণ বেশি প্রফিট হত। আসলে long-term এর মজা তারা উপভোগ করে যারা এটা সম্পর্কে খুব ভাল আইডিয়া রাখে। আমার ধৈর্য কম সেজন্য আমি long-term এ যেতে পারি নাই আজ পর্যন্ত। কিন্তু আসল মজা long-term এই এটা স্বীকার করতেই হবে। আপনি কষ্ট করে এক মাসে যেটা করবেন যারা একমাস হোল্ড করবে তারা আপনার থেকে বেশি পাবে এতোটুক আমি বিশ্বাস করি, হয়তো সময়ের কিছুটা পার্থক্য হতে পারে।

যাইহোক অন্যদের মতামত জানতে চাই , আইডিয়া শুনতে চাই।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 11, 2021, 10:32:06 AM
2. BNB Smart Chain (BEP-20) (BSC) চাইলে Trust Wallet থেকে BNB Smart Chain এর এড্রেস দিবেন।

বিঃদ্রঃ Trust Wallet ব্যবহার করেন তাহলে ওপরের ২টা Address ই  একই রকমের হবে👆

 ট্রাস্ট ওয়ালেটে দুইটা BNB আছে। তার মাঝে একটা শুধু BNB আরেকটা BNB Smart Chain তো BEP-20 এবং BSC মানে বুঝায় BNB Smart Chain. যখন শুধু BNB এর কথা বলবে তখন BNB এড্রেস দিবেন কিন্তু যখন (BNB Smart Chain) বা (Smart Chain) বা (BSC) বা (BEP-20) চাইবে তখন (BEP-20) এড্রেস দিয়ে দিবেন।
আরেকটা কথা, ট্রাস্ট ওয়ালেটে দেখবেন (ERC-20) এবং (BEP-20) এর এড্রেস একই। সো BEP-20, BSC, ERC-20 এর ক্ষেত্রে ইথারিয়াম এড্রেস দিলেই হবে।

Trust Wallet এইরকম কেন করেছে কারো idea আছে? BNB আর BSC address তো আসলে একই! অনেকটা ETH আর ERC20 আলাদা করার মতো।
jr. member
Activity: 966
Merit: 2
April 08, 2021, 01:50:05 PM
বিটকয়েনটকে এ্যাকটিভিটি কম হলে একাউন্ট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলঃ
এক্টিভিটি কম হলে বন্ধ হয় সেটা আপনাকে কে বলছে। কেনবনিজে না জেনে অওথা ভুপভাল তথ্য দিচ্ছেন?

Quote
১. সপ্তাহে কত এ্যাকটিভিটি দরকার যার জন্য একাউন্টে কোন প্রবলেম হবেনা?
২. সপ্তাহে সর্ব্বোচ্চ কত এ্যাকটিভিটি নিরাপদ?
৩. কত ঘন্টা বা কত সময় পর পর এক একটি এ্যাকটিভিটি (কমেন্ট/পোস্ট) দেওয়া যাবে?
আপনি চাইলেও প্রতি ১৪ দিনে ১৪টি এক্টিভিটির বেশি নিতে পারবেন না। আর এইটার নির্দিষ্ট কোন সীমা নেই।

Quote
৪. কোন এ্যাকাউন্ট যদি কোন কোন মেরিট পায় তাহলে ইনএ্যাকটিভিটির জন্য আই ডি বন্ধ হতে পারে কি?
৫. মেরিট এর সুবিধা কি কি?
ইনেক্টিভিটির জন্য আইডি বন্ধ হবেনা সেটা আগেই বলছি। মেরিট এর সুবিধা হল আপনি হাই প্রফাইল এর মালিক হবেন এবং পাশাপাশি আপনার সিগ্নেচার স্পেসে অনেক সুন্দর সিগ্নেচার প্লেস করতে পারবেন।

অনেক ধন্যবাদ ভাই। আসলে ভুল তথ্য দেওয়া না, এক রকম জানতে চাওয়া বিষয়টা। আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাই।
member
Activity: 184
Merit: 65
April 08, 2021, 04:25:42 AM

আমি অনেকদিন ধরে এয়ারড্রপে কাজ করি,প্রথম দিক কাজ করতে খুবই কষ্ট হতো কারণ কিছুই বুঝতাম না,তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালেট এড্রেস সঠিকভাবে দেওয়া, তাই নতুনদের জন্য যারা এয়ারড্রপে কাজ করতে চান নিচের কাজগুলো সঠিক ভাবে করা অত্যন্ত জরুরি

এয়ারড্রপে জয়েন করার জন্য Trust Wallet থেকে কিভাবে এড্রেস গুলো দেবেন এবং অন্যান্য এড্রেসঃ

1. ETH (ERC-20) চাইলে Trust Wallet থেকে ইথারিয়াম (ETH) এড্রেস দিবেন।

2. BNB Smart Chain (BEP-20) (BSC) চাইলে Trust Wallet থেকে BNB Smart Chain এর এড্রেস দিবেন।

বিঃদ্রঃ Trust Wallet ব্যবহার করেন তাহলে ওপরের ২টা Address ই  একই রকমের হবে👆

 ট্রাস্ট ওয়ালেটে দুইটা BNB আছে। তার মাঝে একটা শুধু BNB আরেকটা BNB Smart Chain তো BEP-20 এবং BSC মানে বুঝায় BNB Smart Chain. যখন শুধু BNB এর কথা বলবে তখন BNB এড্রেস দিবেন কিন্তু যখন (BNB Smart Chain) বা (Smart Chain) বা (BSC) বা (BEP-20) চাইবে তখন (BEP-20) এড্রেস দিয়ে দিবেন।
আরেকটা কথা, ট্রাস্ট ওয়ালেটে দেখবেন (ERC-20) এবং (BEP-20) এর এড্রেস একই। সো BEP-20, BSC, ERC-20 এর ক্ষেত্রে ইথারিয়াম এড্রেস দিলেই হবে।

3. (TRC-20) হলে Trust Wallet থেকে Tron/TRX এর এড্রেস দিবেন।

4. ETH (HRC20) or HT/HECO/Huobi Eco Chain এর জন্য TokenPocket এর Haubi Eco Chain এড্রেস ক্রিয়েট করা যায়, ওখানে থেকে দিতে হবে।

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 06, 2021, 05:25:49 AM
এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে https://t.me/Bd71dbs
Scam alert.

একজন নিউবি মেম্বারের সাথে লেনদেন করার আগে ভাবুন। এই ফোরামে যারা অনেক হাই প্রোফাইল তারাও অনেক টাকা মেরে দেয়। তাই, লেনদেন এর ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন কারন উনার বিরুদ্ধে কম্পলেইন করেও কিছু হবে না।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
April 06, 2021, 05:16:44 AM
Merit is very important of every member.... so need write good post...
হ্যা মেরিট খুব ইম্পর্ট্যান্ট। আপনি এটা বুঝলেন কিন্তু স্প্যামিংটা বুঝলেন না। আপনার আইডি ঘুরে আসলাম, মেরিট দেয়ার মতো পোস্ট তো দূরে থাক, ৩টা পোস্টের মধ্যে সবগুলো স্পামিং হিসেবে ধরার মতো।

যাই হোক, এটি বাংলাদেশের মানুষের জন্য লোকাল বোর্ডের মতো। এখানে অবশ্যই বাংলাতেই পোস্ট করবেন। আর আমি বিশ্বাস করি, আপনি অবগত আছেন পৃথিবীর একমাত্র বাংলা ভাষার জন্য প্রান দেওয়া হয়েছিল। তাই বাংলা ভাষা ব্যবহার করতে কোন সংকোচ বোধ করার প্রয়োজন মনে করছি না। এটা ইচ্ছে করেই করেছেন কারণ আপনার আগে পরে এখানে সবাই বাংলাতেই পোস্ট করেছে। তবে পরের বার অবশ্যই বাংলাতেই করার চেষ্টা করবেন। ইংরেজিতে লিখতে হলে এই বোর্ডে না ফোরামে অনেক বোর্ড আছে ঐখানে লেখতে পারবেন।

নতুন হিসেবে ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। ফোরামের নিয়মকানুন না জানলে একটু স্ক্রল করুন, এখানে অনেক কিছু পেয়ে যাবেন।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
April 02, 2021, 12:18:06 PM
member
Activity: 184
Merit: 65
April 02, 2021, 05:45:33 AM
member
Activity: 184
Merit: 65
April 02, 2021, 05:39:26 AM
Bitcoin Forum theke ki tk ase keo ki ekhn theke tk peyechen

এখান থেকে আয় করা যায়।  আমার পরিচিত কয়েকজন ও পেয়েছে। তবে তার আগে কিছু কাজ করতে হয়, যা ফোরামের নিয়মকানুন এ দেওয়া থাকে।  ফোরামের সকল নিয়ম কানুন মেনে ভালোমানের পোস্ট করে নিজের প্রোফাইল উপরের মর্যাদায় নিয়ে যাওয়ারপর কিছু সিগনেচার ক্যাম্পেইন থাকে ঔ গুলোতে আপানাকে সংযুক্ত হতে হবে, সিগনেচার ক্যাম্পেইনের নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে,নিয়মকানুন অনুযায়ী কাজ শেষ করতে পারলেই তারা আপনাকে তাদের দেওয়া শর্ত অনুযায়ী ১০০ % পেমেন্ট করবে।জুনিয়র মেম্বার আইডি থেকে সবাই আয় করা শুরু করে আমার জানা মত।
Jump to: