Author

Topic: বাংলা (Bengali) - page 369. (Read 5715488 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 15, 2021, 09:42:30 AM
কোন কিছু জানতে চাইলে কেউ হেল্প করে না ভালো ভাবে।😭😰😨😱
আপনি যদি এমন কোন প্রশ্ন জিজ্ঞেস করেন যেগুলো বারবার জিজ্ঞেস করা হয়েছে এবং উত্তর ও দেয়া হয়েছে, তাহলে কেউ তেমন উত্তর দেয়ার প্রয়োজন মনে করবে না। কারণ, এইগুলো আপনি একটু খুজলেই উপরের পোস্টগুলোতে পাবেন। বেশিরভাগ সময়ই সবাইকে ওইরকম প্রশ্ন করতে দেখা যায়।
আর সবাই দেখা যায় আর্নিং নিয়ে কিংবা বাউন্টি নিয়ে প্রশ্ন করে যেগুলো আসলে অনেকের আগ্রহ না থাকতে পারে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু জিজ্ঞেস করেন, অনেকেই আগ্রহ নিয়ে সহযোগিতা করবে আশা করি।
jr. member
Activity: 68
Merit: 3
July 14, 2021, 09:54:16 PM
কোন কিছু জানতে চাইলে কেউ হেল্প করে না ভালো ভাবে।😭😰😨😱
jr. member
Activity: 410
Merit: 1
July 14, 2021, 02:53:09 PM
সবার ইনকাম কেমন হচ্ছে?
কিভাবে করে?
ভাইয়া আপনি শুরু করছেন ইনশাআল্লাহ  ইনকাম করতে পারবেন। আপনি আগে আপনার আইডি মজবুদ করেন বা বারি করেন তারপর ভালো ইনকাম করতে পারবেন আশা করি।ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ভাইয়া মোটা মুটি   ভালো আল্লাহ যা দিচ্ছে সুক্রিয়া
অনলাইনে যেহেতু আসছেন ধৈর্য  দরেন ইনশাআল্লাহ আপনার ও ইনকাম হবে হাল ছেরে দিলেন তো হার মেনে গেলেন আমি প্রায় ১ বছর আগে হাল ছেরে দিছিলাম কোনো ইনকাম পাইনাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিছু হলেও ইনকাম হয় ভাই

২০১৮ সালের শুরু থেকে বাউন্টির সুসময় চলে গেছে। এরপর থেকে অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া যায়না। হয় সেই প্রজেক্ট ফেইলড হয়, নতুবা স্কাম করে। তবে কিছু কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায় যদিও সেটা কম হলেও। এজন্য কেউ যদি বাউন্টি ছেড়ে দেয় তাহলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। যারা নিয়মিত লেগে থাকে বাউন্টিতে তারা ছোট ছোট হলেও কিছু পেমেন্ট পায়। এছাড়া বছরে ২-৩ টা হলেও বড় পেমেন্ট আসে যেটা গত ৩ বছর ধরে দেখতেছি। ছোট বড় মিলিয়ে বছরে যা আসবে তাতে যারা বাউন্টি করে আসছে তাদের পুষিয়ে যায় এভারেজে। তাই হতাশ না হয়ে নিয়মিত কিছু কিছু বাউন্টি করতে থাকুন। পেমেন্ট আসবেই কিছু না কিছু।

জি ঠিক বলেছেন তবে আমরা নিরাশ হয়ে যাই কারন এখন স্কাম বাউন্টি অনেক বেশিই আসছে। যেমন আজকে সেফমুনক্যাশ করলো।

তবে চেষ্টা করে যাই।অল্প অল্পতেই স্যাটিসফাইড হওয়ার চেষ্টা   করি।     
A_L
jr. member
Activity: 55
Merit: 3
July 13, 2021, 01:55:45 PM
আপনারা যারা নতুন অনেকেই হয়তো জানেন না ইমেজ,লিং,বোল্ট কুয়াইট,আন্ডার লাইন, ইত্যাদি কেমন করে করতে হয়।তাই একটি বিশেষ গুরুত্ব পূর্ন পোষ্ট শেয়ার করলাম আসা করি দেখে নিবেন-
Posting techniques for newbies on the forum

এই লিংকটি পোষ্টিং করতে সর্বত্ত সাহায্য করে থাকবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 13, 2021, 12:56:51 PM
আপনি সঠিক কথা বলেছেন কারণ বর্তমান বাউন্টি ম্যানেজার পেমেন্ট দেওয়ার আগে স্কাম করে। আবার অনেক বাউন্টি ছাড়ার কয়েকদিন পর স্কাম করে। মূল কথা হলো বর্তমান অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট দেয় না দেখা যায় যে 100 বাউন্টি করলে তার মধ্যে চার পাঁচটা থেকে পেমেন্ট পাওয়া যায় তাও খুব কম টাকা। বর্তমান আমি দেখতে পাচ্ছি যে বাউন্টির টোকেনের দাম কম বলা যায় একেবারেই কম সেটা থেকে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমান ভালো  বাউন্টি খুব কম আসে।
বুল রানের আগে যে কয়টা বাউন্টি ডিস্ট্রিবিউশন করছে ওইগুলো তো মোটামুটি ভালো দাম হইতে দেখা গেছে। আপনি মনে হয় করেন নাই ওইগুলা। আর বর্তমানে যেগুলো আসছে ওইগুলার দাম তেমন হবে না কিন্তু পরবর্তী বুল রানের সময় ঠিকই দাম বাড়বে। যারা বাউন্টি করেন তারা কয়েন সাথে সাথে না বিক্রি করে হোল্ড রাখতে পারেন যদি মনে হয় প্রজেক্ট ভালো।
আর বাউন্টি সবসময় স্বনামধন্য ক্যাম্পেইন ম্যানেজার এর গুলো করার চেষ্টা করবেন। তাহলেই কেবল রিওয়ার্ড পাওয়া নিশ্চিত থাকবে।
jr. member
Activity: 68
Merit: 3
July 12, 2021, 01:02:17 PM
Bithumb এবং Coinone এই দুই একচেঞ্জে  বাংলাদেশ থেকে ট্রেড এবং ওইথড্রো করা যায় কি। এই বিষয়ে কেও জানলে যানান অনুগ্রহ করে।
Bithump থেকে করতে পারবেন কিন্তু coinone বাংলাদেশে সাপোর্ট না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য দেয়ার জন্য। এইটা কিন্তু শুধু বিথাম্ব একচেঞ্জ। লিনক https://coinmarketcap.com/exchanges/bithumb/
A_L
jr. member
Activity: 55
Merit: 3
July 12, 2021, 10:00:50 AM
Bithumb এবং Coinone এই দুই একচেঞ্জে  বাংলাদেশ থেকে ট্রেড এবং ওইথড্রো করা যায় কি। এই বিষয়ে কেও জানলে যানান অনুগ্রহ করে।
Bithump থেকে করতে পারবেন কিন্তু coinone বাংলাদেশে সাপোর্ট না।
jr. member
Activity: 68
Merit: 3
July 11, 2021, 04:14:48 AM
Bithumb এবং Coinone এই দুই একচেঞ্জে  বাংলাদেশ থেকে ট্রেড এবং ওইথড্রো করা যায় কি। এই বিষয়ে কেও জানলে যানান অনুগ্রহ করে।
jr. member
Activity: 77
Merit: 3
July 11, 2021, 01:55:36 AM
সবার ইনকাম কেমন হচ্ছে?
কিভাবে করে?
ভাইয়া আপনি শুরু করছেন ইনশাআল্লাহ  ইনকাম করতে পারবেন। আপনি আগে আপনার আইডি মজবুদ করেন বা বারি করেন তারপর ভালো ইনকাম করতে পারবেন আশা করি।ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ভাইয়া মোটা মুটি   ভালো আল্লাহ যা দিচ্ছে সুক্রিয়া
অনলাইনে যেহেতু আসছেন ধৈর্য  দরেন ইনশাআল্লাহ আপনার ও ইনকাম হবে হাল ছেরে দিলেন তো হার মেনে গেলেন আমি প্রায় ১ বছর আগে হাল ছেরে দিছিলাম কোনো ইনকাম পাইনাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিছু হলেও ইনকাম হয় ভাই

২০১৮ সালের শুরু থেকে বাউন্টির সুসময় চলে গেছে। এরপর থেকে অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া যায়না। হয় সেই প্রজেক্ট ফেইলড হয়, নতুবা স্কাম করে। তবে কিছু কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায় যদিও সেটা কম হলেও। এজন্য কেউ যদি বাউন্টি ছেড়ে দেয় তাহলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। যারা নিয়মিত লেগে থাকে বাউন্টিতে তারা ছোট ছোট হলেও কিছু পেমেন্ট পায়। এছাড়া বছরে ২-৩ টা হলেও বড় পেমেন্ট আসে যেটা গত ৩ বছর ধরে দেখতেছি। ছোট বড় মিলিয়ে বছরে যা আসবে তাতে যারা বাউন্টি করে আসছে তাদের পুষিয়ে যায় এভারেজে। তাই হতাশ না হয়ে নিয়মিত কিছু কিছু বাউন্টি করতে থাকুন। পেমেন্ট আসবেই কিছু না কিছু।


আপনি সঠিক কথা বলেছেন কারণ বর্তমান বাউন্টি ম্যানেজার পেমেন্ট দেওয়ার আগে স্কাম করে। আবার অনেক বাউন্টি ছাড়ার কয়েকদিন পর স্কাম করে। মূল কথা হলো বর্তমান অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট দেয় না দেখা যায় যে 100 বাউন্টি করলে তার মধ্যে চার পাঁচটা থেকে পেমেন্ট পাওয়া যায় তাও খুব কম টাকা। বর্তমান আমি দেখতে পাচ্ছি যে বাউন্টির টোকেনের দাম কম বলা যায় একেবারেই কম সেটা থেকে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমান ভালো  বাউন্টি খুব কম আসে।
jr. member
Activity: 68
Merit: 3
July 10, 2021, 09:16:44 AM
PGP Message কিভাবে সাইন করে। অভিজ্ঞদের উত্তর আশা করছি
আপনি এই গাইডলাইনটি অনুসরণ করতে পারেন- https://bitcointalksearch.org/topic/eng-tutorial-pgp-signature-encryptdecrypt-message-fingerprint-4059348

যদি এইটা না বুঝে থাকেন তাহলে জানাবেন। আমি বাংলায় একটা গাইডলাইন লিখবো ইংরেজি টা না বুঝলে জানাবেন।
ভাই ইংরেজি টা বুঝি নাই বাংলায় দিলে ভালো হত অনেক।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 10, 2021, 05:10:05 AM
dollarexchangebd সাইটে লেনদেন করতে সাবধান। ওরা সম্ভবত স্ক্যামার। তারা তাদের ওয়েবসাইটে বলছে তারা নাকি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারন বিটকয়েন বাংলাদেশে অবৈধ। সরকার কোন লাইসেন্স দিতে পারে না।
বিস্তারিত জানার জন্য এইটা পড়তে পারেন- https://bitcointalksearch.org/topic/dt-member-tag-required-5348617
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
July 09, 2021, 12:33:34 PM
Please help me. Iam a new bitcointalk.

স্বাগতম
আপনি প্রথমে বাংলা ব্যাবহার করুন।কারন এটা বাংলাদেশিদের নিজের ভাষায় কথা বলার জন্যই তৈরি করা। কি বিষয়ে আপনার সাহায্য লাগবে তা প্রকাশ করুন।তবে সাহায্য চাইবার আগে প্রথম পেজ এ সব বিষয়ে ভালো করে বলা আছে তা দেখুন।আরও জানতে ফোরামের মূল পেজ এ উপরের দিকে দেখেন সার্চ দেবার মত একটি যায়গা আছে-সেখানে সার্চ করুন কি বিষয় জানতে চান।যখন সেটি না পাবেন তাহলে প্রশ্ন করুন কি বিষয় জানতে চান।আর ফোরাম টা হচ্ছে একটি তথ্য কেন্দ্র।এখানে যা জানতে চাইবেন বিটকয়েন বা ক্রিপ্ট বিষয়ে কেউ না কেউ আপনাকে উত্তর দিবেনই
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 08, 2021, 06:34:53 PM
ভাই এটির গুরুত্ত সম্পর্কে জানতে চাই।এটি করলে কি সুবিদা পেতে পাড়ি?
মেসেজ সাইন করা মানে এড্রেসের মালিকানা প্রমাণ করা। কিংবা আরো বলতে পারেন অথেনটিক মেসেজ পাঠানো।
মেসেজ সাইন করতে হলে আপনার কাছে প্রাইভেট কি থাকা লাগবে। মনে করুন আপনি এই ফোরামে কাউকে বলছেন যে আপনার কাছে ১ বিটিসি আছে। আপনি ১ বিটিসি ব্যালেন্সের একটা এড্রেস ও শেয়ার করলেন। এইটা কিন্তু প্রমাণ করেনা যে এড্রেসটা আপনার। কিন্তু যদি এড্রেসের সাথে একটা সাইন করা মেসেজ দেন তাহলে মানুষ সেটা ভেরিফাই করে দেখতে পারবে আর নিশ্চিত হতে পারবে যে এইটা আপনারই এড্রেস।
member
Activity: 462
Merit: 16
July 08, 2021, 02:11:40 AM
আমি এখানে নতুন। এখানে কেমনে কাজ করবো আর কি নিয়ে পোষ্ট করবো।কেউ বলবেন প্লিজ।
আপনি যেহেতু এখানে নতুন তাই আপনি এখন কিছু বাউন্টি এর কাজ করতে পারেন। এছাড়া আপনি ভালো ভালো পোস্ট করে মেরিট অর্জন করতে পারেন এবং পরবর্তীতে সিগনেচার ক্যাম্পেইনে যোগদান করতে পারবেন।
A_L
jr. member
Activity: 55
Merit: 3
July 07, 2021, 07:46:18 PM
A_L
jr. member
Activity: 55
Merit: 3
July 07, 2021, 07:33:19 PM
আপনি যে পোর্টফলিও ব্যবহার করেছেন সেটা কি আপনার? মানে সেখানে দেখলাম ৩টা প্রজেক্ট দেখানো হয়েছে, সেগুলোর কাজ কি আপনি করেছেন? জাস্ট জানতে চাওয়া। কোন সন্দেহ করছি না। আপনার জন্য কিছু সাজেশন। আমার মনে হয় আপনার উচিত কপার মেম্বারশিপ ক্রয় করা যাতে আপনি আপনার সার্ভিস থ্রেডটি খুব সুন্দরভাবে সবার কাছে প্রকাশ ক্রতে পারেন। ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আপনার এনাউন্সমেন্ট থ্রেড আরো সুন্দর করা, আপনার সার্ভিসগুলোকে প্রেজেন্ট করা। তাহলে আপনি সহজেই ক্লায়েন্ট পাবেন।
গুড লাক আপনার জন্যে।
জি বড়ো ভাই দোয়া করবেন ও এই বিষয়ে সাহায্য করবেন।আমি যেনো কাজ সুন্দর করে করতে পাড়ি।ভাই আমাকে দরকার হলে বলবেন। @ButterF_ly
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 07, 2021, 01:28:51 PM
আমি একজন ওয়েব ডিজাইনার।আমি এখানে সবাইকে এই বিষয়ে জানাতে চাই যে, কারো যদি কখনো কোন ডিজাইন করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন।আর আমার পেজ টা দেখে আসতে পারেন- https://bitcointalksearch.org/topic/m.57401453
আপনি যে পোর্টফলিও ব্যবহার করেছেন সেটা কি আপনার? মানে সেখানে দেখলাম ৩টা প্রজেক্ট দেখানো হয়েছে, সেগুলোর কাজ কি আপনি করেছেন? জাস্ট জানতে চাওয়া। কোন সন্দেহ করছি না। আপনার জন্য কিছু সাজেশন। আমার মনে হয় আপনার উচিত কপার মেম্বারশিপ ক্রয় করা যাতে আপনি আপনার সার্ভিস থ্রেডটি খুব সুন্দরভাবে সবার কাছে প্রকাশ ক্রতে পারেন। ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আপনার এনাউন্সমেন্ট থ্রেড আরো সুন্দর করা, আপনার সার্ভিসগুলোকে প্রেজেন্ট করা। তাহলে আপনি সহজেই ক্লায়েন্ট পাবেন।
গুড লাক আপনার জন্যে।
newbie
Activity: 30
Merit: 0
July 07, 2021, 08:12:01 AM
 Please help me. Iam a new bitcointalk.
newbie
Activity: 1
Merit: 0
July 07, 2021, 05:47:37 AM
আমি এখানে নতুন। এখানে কেমনে কাজ করবো আর কি নিয়ে পোষ্ট করবো।কেউ বলবেন প্লিজ।
full member
Activity: 1099
Merit: 116
July 06, 2021, 11:54:33 PM
সবার ইনকাম কেমন হচ্ছে?
কিভাবে করে?
ভাইয়া আপনি শুরু করছেন ইনশাআল্লাহ  ইনকাম করতে পারবেন। আপনি আগে আপনার আইডি মজবুদ করেন বা বারি করেন তারপর ভালো ইনকাম করতে পারবেন আশা করি।ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ভাইয়া মোটা মুটি   ভালো আল্লাহ যা দিচ্ছে সুক্রিয়া
অনলাইনে যেহেতু আসছেন ধৈর্য  দরেন ইনশাআল্লাহ আপনার ও ইনকাম হবে হাল ছেরে দিলেন তো হার মেনে গেলেন আমি প্রায় ১ বছর আগে হাল ছেরে দিছিলাম কোনো ইনকাম পাইনাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিছু হলেও ইনকাম হয় ভাই

২০১৮ সালের শুরু থেকে বাউন্টির সুসময় চলে গেছে। এরপর থেকে অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া যায়না। হয় সেই প্রজেক্ট ফেইলড হয়, নতুবা স্কাম করে। তবে কিছু কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায় যদিও সেটা কম হলেও। এজন্য কেউ যদি বাউন্টি ছেড়ে দেয় তাহলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। যারা নিয়মিত লেগে থাকে বাউন্টিতে তারা ছোট ছোট হলেও কিছু পেমেন্ট পায়। এছাড়া বছরে ২-৩ টা হলেও বড় পেমেন্ট আসে যেটা গত ৩ বছর ধরে দেখতেছি। ছোট বড় মিলিয়ে বছরে যা আসবে তাতে যারা বাউন্টি করে আসছে তাদের পুষিয়ে যায় এভারেজে। তাই হতাশ না হয়ে নিয়মিত কিছু কিছু বাউন্টি করতে থাকুন। পেমেন্ট আসবেই কিছু না কিছু।
Jump to: