অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানলাম। আমি নতুন তাই সিনিয়র ফোরাম মেম্বারদের সাহায্য আশা করছি।
আচ্ছা মেরিট পয়েন্ট গুলো কারা দেয়? এবং তা পেতে হলে কোন সেকশনে পোস্ট করতে হয়?
এখানে আপনি যে কোন সাহায্য পাবেন। কেউ না কেউ অবশ্যই আপনাকে সাহায্য করবে। কোন কিছু জানার থাকলে প্রশ্ন আকারে জিজ্ঞেস করবেন, কেউ এসে অবশ্যই আপনার সে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে, এমনটি হচ্ছে এখানে দীর্ঘদিন ধরেই।
মেরিট গুলা তারাই দিতে পারে যাদের sMerit আছে। সাধারণত বড় আইডিগুলোর মেরিট থাকে বেশি, তাই তারা বেশি মেরিট দিতে পারে। আর সাধারণত অন্যান্য আইডিগুলোর ক্ষেত্রে আপনি যদি দুইটি মেরিট রিসিভ করেন অথবা কেউ আপনাকে সেন্ড করে পোস্টের কোয়ালিটি উপর নির্ভর করে তাহলে সেই দুটি মেরিটের বিপরীতে আপনি একটি মেরিট সেন্ড করার সুযোগ পাবেন। মোটকথা দুইটি মেরিট রিসিভ করলে একটি sMerit পাওয়া যায় । আর সেই এস মেরিট আপনি সেন্ড করতে পারবেন।
মেরিট পাওয়ার জন্য কোন নির্দিষ্ট বোর্ড বা সেকশন নেই। ফোরামের যেখানেই পোস্ট করেন আপনার পোস্ট যদি কোয়ালিটিফুল হয়, যেটা দ্বারা অন্য কেউ উপকৃত হয়েছে বলে মনে করে অথবা যে বা যারা আপনার পোস্ট দেখে কোয়ালিটিফুল মনে করে এবং তার এস মেরিট আছে তখন সে ইচ্ছা করলে আপনাকে মেরিট দিতে পারে। এর জন্য আলাদা কোন বোর্ড বা সেকশন এর প্রয়োজন নেই বা এরকম নির্দিষ্ট করা নেই।
আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিছু আইডি ফলো করতে পারেন, যারা বিভিন্ন কোয়ালিটি ফুল পোস্ট করার মাধ্যমে মেরিট পেয়েছে এবং তাদের নিজস্ব রেংক বৃদ্ধি করতে পেরেছে। তার মধ্যে আমাদের এখানে অনেকগুলো আইডি আছে, রিসেন্টলি @DTalk আইডিটি ফুল মেম্বার হওয়ার সক্ষমতা অর্জন করেছে। এভাবে @Review_Master আইডিটি ও পূর্বে ফুল মেম্বার হয়েছিল। @Little_Mouse উনিও ভালো পোস্ট করেন এবং মেরিট পেয়ে থাকেন, আপনি ওনাকে ফলো করতে পারেন। আমিও মোটামুটি কিছু মেরিট পেয়েছি। এভাবে আরো অনেকেই আছে।
যাদের কথা বলেছি তাদের আইডি গুলো একটু ঘুরে আসবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কি করতে হবে এবং কিভাবে পোস্ট করতে হবে ওই টাইপের একটা সুন্দর ধারণা পাবেন।