Author

Topic: বাংলা (Bengali) - page 370. (Read 5311678 times)

member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
March 31, 2021, 02:05:41 PM
বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
গত কিছুদিন ধরে বাংলাদেশের প্রশাসন বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনছে,প্রিন্ট-মিডিয়াতেও দেখাচ্ছে বিটকয়েন একটি অবৈধ, অন্যদিকে সরকার প্রিল্যান্সারদের পরিচয় দিবে বলে প্রচার ও করেছে।আজ পর্যন্ত বিটকয়েন বাংলাদেশে অবৈধ, হয়তো-বা ভবিষ্যতে  প্রিল্যান্সার হিসেবে বৈধতা দিতেও পারে।বাংলাদেশী হিসেবে বিটকয়েন ক্রয়-বিক্রয়ে  সতর্ক হওয়া উচিত।
সরকার ফ্রিল্যান্সারদের অনেকভাবেই সুযোগ-সুবিধা দিতেছে, সেটি কম বা বেশি হোক। বাংলাদেশ ফ্রিল্যান্সারের দিক থেকে অনেক এগিয়ে বিশ্ব রেংকিং এ। কিন্তু আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তাদের একটা রিস্ক থেকে যায়, যেহেতু এটি আমাদের দেশে অবৈধ।  হোক আপনি সেটা যেভাবেই বিচার করেন না কেন। এটি অবৈধ অবশ্যই আপনাকে এটির লুকিয়ে করতে হবে। নিজের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা থাকাটাই হচ্ছে সাবধানতার প্রথম ধাপ।

সরকার যেহেতু এটি অবৈধ ঘোষণা করেছিল আর এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এটি আপনিও জানেন আমিও জানি। এত বিটকয়েন এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে উন্নত দেশগুলো এটিকে বৈধ ঘোষণা করেছে এবং এর অবাধ বিচরণ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের ও সময় এসেছে এটি নিয়ে কাজ করার। সমস্যা যেখানে আছে সমস্যা থেকে উত্তরণের সুযোগ আছে ।

ব্লকচেইন টেকনোলজি এর ব্যবহার ব্যাপক। প্রাথমিকভাবে আমাদের দেশেও এর টুকটাক গবেষণা চলছে। বৃহৎ পরিসরে এটি দেশের উপকারী হবে বলে আমি মনে করি। সরকার অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে এবং এর সময় এসেছে। কিন্তু সেটা ঠিক কবে এটা আসলে বলা যাচ্ছে না ঠিক ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
March 31, 2021, 01:56:08 PM
অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানলাম। আমি নতুন তাই সিনিয়র ফোরাম মেম্বারদের সাহায্য আশা করছি।
আচ্ছা মেরিট পয়েন্ট গুলো কারা দেয়? এবং তা পেতে হলে কোন সেকশনে পোস্ট করতে হয়?
এখানে আপনি যে কোন সাহায্য পাবেন। কেউ না কেউ অবশ্যই আপনাকে সাহায্য করবে। কোন কিছু জানার থাকলে প্রশ্ন আকারে জিজ্ঞেস করবেন, কেউ এসে অবশ্যই আপনার সে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে, এমনটি হচ্ছে এখানে দীর্ঘদিন ধরেই।

মেরিট গুলা তারাই দিতে পারে যাদের sMerit আছে। সাধারণত বড় আইডিগুলোর মেরিট থাকে বেশি, তাই তারা বেশি মেরিট দিতে পারে। আর সাধারণত অন্যান্য আইডিগুলোর ক্ষেত্রে আপনি যদি দুইটি মেরিট রিসিভ করেন অথবা কেউ আপনাকে সেন্ড করে পোস্টের কোয়ালিটি উপর নির্ভর করে তাহলে সেই দুটি মেরিটের বিপরীতে আপনি একটি মেরিট সেন্ড করার সুযোগ পাবেন। মোটকথা দুইটি মেরিট রিসিভ করলে একটি sMerit পাওয়া যায় । আর সেই এস মেরিট আপনি সেন্ড করতে পারবেন।

মেরিট পাওয়ার জন্য কোন নির্দিষ্ট বোর্ড বা সেকশন নেই। ফোরামের যেখানেই পোস্ট করেন আপনার পোস্ট যদি কোয়ালিটিফুল হয়, যেটা দ্বারা অন্য কেউ উপকৃত হয়েছে বলে মনে করে অথবা যে বা যারা আপনার পোস্ট দেখে কোয়ালিটিফুল মনে করে এবং তার এস মেরিট আছে তখন সে ইচ্ছা করলে আপনাকে মেরিট দিতে পারে। এর জন্য আলাদা কোন বোর্ড বা সেকশন এর প্রয়োজন নেই বা এরকম নির্দিষ্ট করা নেই।

আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিছু আইডি ফলো করতে পারেন, যারা বিভিন্ন কোয়ালিটি ফুল পোস্ট করার মাধ্যমে মেরিট পেয়েছে এবং তাদের নিজস্ব রেংক বৃদ্ধি করতে পেরেছে। তার মধ্যে আমাদের এখানে অনেকগুলো আইডি আছে, রিসেন্টলি @DTalk আইডিটি ফুল মেম্বার হওয়ার সক্ষমতা অর্জন করেছে। এভাবে @Review_Master আইডিটি ও পূর্বে ফুল মেম্বার হয়েছিল। @Little_Mouse উনিও ভালো পোস্ট করেন এবং মেরিট পেয়ে থাকেন, আপনি ওনাকে ফলো করতে পারেন। আমিও মোটামুটি কিছু মেরিট পেয়েছি। এভাবে আরো অনেকেই আছে।

যাদের কথা বলেছি তাদের আইডি গুলো একটু ঘুরে আসবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কি করতে হবে এবং কিভাবে পোস্ট করতে হবে ওই টাইপের একটা সুন্দর ধারণা পাবেন।
member
Activity: 184
Merit: 65
March 31, 2021, 09:46:23 AM
বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
গত কিছুদিন ধরে বাংলাদেশের প্রশাসন বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনছে,প্রিন্ট-মিডিয়াতেও দেখাচ্ছে বিটকয়েন একটি অবৈধ, অন্যদিকে সরকার প্রিল্যান্সারদের পরিচয় দিবে বলে প্রচার ও করেছে।আজ পর্যন্ত বিটকয়েন বাংলাদেশে অবৈধ, হয়তো-বা ভবিষ্যতে  প্রিল্যান্সার হিসেবে বৈধতা দিতেও পারে।বাংলাদেশী হিসেবে বিটকয়েন ক্রয়-বিক্রয়ে  সতর্ক হওয়া উচিত।
member
Activity: 184
Merit: 65
March 31, 2021, 08:55:37 AM
অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানলাম। আমি নতুন তাই সিনিয়র ফোরাম মেম্বারদের সাহায্য আশা করছি।
আচ্ছা মেরিট পয়েন্ট গুলো কারা দেয়? এবং তা পেতে হলে কোন সেকশনে পোস্ট করতে হয়?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 28, 2021, 07:04:26 PM
বিটকয়েনটকে এ্যাকটিভিটি কম হলে একাউন্ট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলঃ
এক্টিভিটি কম হলে বন্ধ হয় সেটা আপনাকে কে বলছে। কেনবনিজে না জেনে অওথা ভুপভাল তথ্য দিচ্ছেন?

Quote
১. সপ্তাহে কত এ্যাকটিভিটি দরকার যার জন্য একাউন্টে কোন প্রবলেম হবেনা?
২. সপ্তাহে সর্ব্বোচ্চ কত এ্যাকটিভিটি নিরাপদ?
৩. কত ঘন্টা বা কত সময় পর পর এক একটি এ্যাকটিভিটি (কমেন্ট/পোস্ট) দেওয়া যাবে?
আপনি চাইলেও প্রতি ১৪ দিনে ১৪টি এক্টিভিটির বেশি নিতে পারবেন না। আর এইটার নির্দিষ্ট কোন সীমা নেই।

Quote
৪. কোন এ্যাকাউন্ট যদি কোন কোন মেরিট পায় তাহলে ইনএ্যাকটিভিটির জন্য আই ডি বন্ধ হতে পারে কি?
৫. মেরিট এর সুবিধা কি কি?
ইনেক্টিভিটির জন্য আইডি বন্ধ হবেনা সেটা আগেই বলছি। মেরিট এর সুবিধা হল আপনি হাই প্রফাইল এর মালিক হবেন এবং পাশাপাশি আপনার সিগ্নেচার স্পেসে অনেক সুন্দর সিগ্নেচার প্লেস করতে পারবেন।
jr. member
Activity: 141
Merit: 2
March 28, 2021, 01:44:50 PM
বিটকয়েনটকে এ্যাকটিভিটি কম হলে একাউন্ট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলঃ
১. সপ্তাহে কত এ্যাকটিভিটি দরকার যার জন্য একাউন্টে কোন প্রবলেম হবেনা?
২. সপ্তাহে সর্ব্বোচ্চ কত এ্যাকটিভিটি নিরাপদ?
৩. কত ঘন্টা বা কত সময় পর পর এক একটি এ্যাকটিভিটি (কমেন্ট/পোস্ট) দেওয়া যাবে?
৪. কোন এ্যাকাউন্ট যদি কোন কোন মেরিট পায় তাহলে ইনএ্যাকটিভিটির জন্য আই ডি বন্ধ হতে পারে কি?
৫. মেরিট এর সুবিধা কি কি?
অভিজ্ঞদের পরামর্শ চাই, নির্ভরযোগ্য তথ্য চাই।

[/আমি এখানে নতুন তাই আমি হয়তো আপনার সব গুলো প্রশ্নের উত্তর দিতে পারব না তবে কিছুটা চেস্টা করব।


বিটকয়েন টল্ক সত্তি অনেক সততার সাথে কাজ করে এখানে কেউ নিজের ইচ্ছে মত কিছু করতে গেলে শুধুমাত্র তাকেই ব্যান করা হয়।
আর আপনি বলে জানতে চেয়েছেন জে এখানে কম পোস্ট হলে কি বিটকয়েন টল্ক বন্ধ হয়ে জাবে।
উত্তর না বন্ধ হবে না, তবে এখানে ভালো মানের পোস্ট করে আপনার rangk বারিয়ে নিতে হবে, মেরিট নিয়ে জানন্তে চেয়েছেন মেরিট হলো আপনার একাউন্ট টিকে সতুন রুপে রুপ দিয়ে লেবেল বারিয়ে  জেমন ঃCopper Member, jr.member , member,  full member, Hero  member, sr.member  etc   হয়ে আপনি আপনার একাউন্ট টিকে সাজাতে পারনেন মেরিটের দারা।

আমি আপনার জন্য সিনিয়র এক বড় ভাইয়ে লিংক  দিয়ে দিলাম আপনি মনোযোগ দিয়ে পরলে এখানে আর সমস্যা হবে বলে আমি মনে করি না  ধন্যবাদ
link : https://bitcointalksearch.org/topic/m.7033740]
jr. member
Activity: 966
Merit: 2
March 28, 2021, 07:36:03 AM
বিটকয়েনটকে এ্যাকটিভিটি কম হলে একাউন্ট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলঃ
১. সপ্তাহে কত এ্যাকটিভিটি দরকার যার জন্য একাউন্টে কোন প্রবলেম হবেনা?
২. সপ্তাহে সর্ব্বোচ্চ কত এ্যাকটিভিটি নিরাপদ?
৩. কত ঘন্টা বা কত সময় পর পর এক একটি এ্যাকটিভিটি (কমেন্ট/পোস্ট) দেওয়া যাবে?
৪. কোন এ্যাকাউন্ট যদি কোন কোন মেরিট পায় তাহলে ইনএ্যাকটিভিটির জন্য আই ডি বন্ধ হতে পারে কি?
৫. মেরিট এর সুবিধা কি কি?
অভিজ্ঞদের পরামর্শ চাই, নির্ভরযোগ্য তথ্য চাই।
jr. member
Activity: 410
Merit: 1
March 28, 2021, 06:42:22 AM
Vai merit Pete kon site a post korte hoi
ভালো মানের পোস্ট শেয়ার করুন এবং ডিসকাশন করুন ভালো মানের যাতে অন্যের কাজে আসে।

আপনি আগের পেজ গুলোয় ভিজিট করুন বিস্তারিত জানার জন্।       
newbie
Activity: 2
Merit: 0
March 27, 2021, 12:17:19 PM
Hi everyone i am new on this site. So please  everyone help me.
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 26, 2021, 10:38:06 PM
টক টুকেন সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন ? কিছু টক টুকেন ছিল ।  ভাবছিলাম দাম বাড়বে । বিপরীতে রেট আর উঠেই নাহ । এটার দাম কি আর বাড়বে নাহ ? 
টক টোকেন কোনটা? যেইটা সেইফপাল ওয়ালেট এর সাথে পার্টনারশিপ করেছে ওইটা? যদি ওইটার কথা বলে থাকেন তাহলে আশা করি বাড়বে। আর অন্য কোন ক্রিপ্টো হলে সেটার কয়েনমার্কেটক্যাপ লিংক শেয়ার দিয়েন।
newbie
Activity: 224
Merit: 0
March 26, 2021, 10:34:54 PM
are u from bangladesh?
যেহেতু এটা বাংলা ফোরাম তাই বাংলায় কথোকপতন করলেই ভালো হয়। এতে করে যারা ইংলিশে কম পারদর্শী তারাও বিটকয়েনটক ফোরাম সম্পর্কে ধারনা অর্জন করতে পারবে।এবং আপনিও দারুণ সাড়া পাবেন।
newbie
Activity: 966
Merit: 0
March 26, 2021, 12:04:06 AM
Vai merit Pete kon site a post korte hoi
newbie
Activity: 1
Merit: 0
March 23, 2021, 11:05:36 AM
আশা করছি দিন শেষে সন্তুষ্ট থাক‌তে পারব।
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
March 23, 2021, 05:14:15 AM
কুপার মেম্বার এর নিচে কি কোন মেম্বারশিপ আছে ?  এটার জন্য প্রায় ২২ ডলার পেমেন্ট করতে হবে যা একটু ব্যয়বহুল আমার জন্য
কুপার মেম্বারশিপ আপনাকে কিনতে হবে ব্যাপারটা আসলে ওরকম না। বিটকয়েন্টক ফোরামে অনেক ধরনের কাজ আছে। আপনি যদি কাজ করতে চান সে ক্ষেত্রে আপনি অবশ্যই রিওয়ার্ড বেশি যেখানে ওইটাই আপনি পছন্দ করবেন। সেজন্য আমি আপনাকে কুপার মেম্বারশিপ নেয়ার জন্য প্রেফার করেছিলাম। কিন্তু এটি আবশ্যকীয় নয়। কেউ চাইলে কিনতে পারে সে ছোট রেংক হোক কিংবা বড়।

আপনি যদি কুপার মেম্বারশিপ কিনতে না পারেন কিন্তু আপনি চাচ্ছেন আপনার আইডির রেংক বাড়াতে, সে ক্ষেত্রে আপনাকে ফোরামে ভালোভাবে একটিভ হতে হবে ফোরামে ভালো ভালো পোস্ট করতে হবে যেটি অবশ্যই কোয়ালিটি ফুল। সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি যেমন বৃদ্ধি পাবে আবার অন্যরা উপকৃত হলে আপনি মেরিট পাবার সম্ভাবনা আছে। অ্যাক্টিভিটি বাড়লে সাথে যদি মেরিটের সংখ্যা ও বাড়ে তাহলে আপনার পরবর্তী রেঙ্ক এচিভ করা সহজ হবে।

অ্যাক্টিভিটি এবং মেরিট অনুসারে রেঙ্ক বৃদ্ধি করার চার্ট:


RankRequired activityRequired merit
Brand new00
Newbie10
Jr Member301
Member6010
Full Member120100
Sr. Member240250
Hero Member480500
LegendaryRandom in the range 775-10301000

jr. member
Activity: 408
Merit: 1
March 23, 2021, 05:05:21 AM
বিটকয়েন টক ফোরামে একাউন্ট কিভাবে এক্টিভ করবো ?  আমি এই সাইটে নতুন, অভিজ্ঞরা যদি বলতেন ।  ধন্যবাদ
আপনার অ্যাকাউন্টটি নতুন হলেও এখানে রেজিস্টার্ড। কারণ আপনি অলরেডি পোস্ট করতে পারছেন। বিটকয়েন্টক ফোরামে তারাই পোস্ট করতে পারে যাদের রেজিস্টার্ড একাউন্ট থাকে। আপনি যেহেতু পোস্ট করতে পারছেন তার মানে আপনার একাউন্টটি একটিভ আছে এখন পর্যন্ত। আর বিটকয়েন্টক ফোরামে একাউন্ট ক্রিয়েট করলেই সেটি একটিভ হয়ে যায়। একাউন্ট ক্রিয়েট করার পর একটিভ করার জন্য আলাদা কোন প্রসেস নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যায়।

তবে নতুন হিসেবে আপনি ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। এইখানে জানার মতো অনেক কিছু আছে যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে। আপনি যদি 2 বা 3 দিন সময় নিয়ে শুধু এই বাংলা টপিকের পোস্ট গুলো পড়েন তাহলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। সে জন্যই বলছি নতুন হিসেবে ফোরামকে জানতে হবে তারপর জেনেশুনে ফোরাম ব্যবহার করা শুরু করবেন। আশাকরি আপনার জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভালো একটা ইনকামের পথ তৈরি হবে।

পরবর্তী যে কোন জিজ্ঞাসা এখানে করতে পারেন। আশা করছি আপনার মাধ্যমে আমরা শিখতে পারবো, আর আপনিও শিখতে পারবেন এখান থেকে।
মেরিট ছাড়া কি এয়ারড্রপে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে ?  
আসলে এয়ার্ড্রপ এ কাজ করার জন্য মেরিটের প্রয়োজন হয় না। যদি ফোরাম এর মাধ্যমে এয়ার ড্রপ এ জয়েন হতে চান তাহলে আপনার আইডির একটি নির্দিষ্ট রেংক চাওয়া হতে পারে। কিন্তু মেরিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র বিটকয়েন পেইড ক্যাম্পেইন গুলোতে মেরিট চাওয়া হয়। এছাড়া খুব একটা মেরিট যাওয়া হয়না। আর আপনার আইডির রেংক বাড়ানোর জন্য আপনি কুপার মেম্বারশিপ কিনে নিতে পারেন। সে ক্ষেত্রে আপনি ফোরামের  মেম্বার আইডির সমান রিওয়ার্ড পাবেন। নতুন হিসেবে আপনি কুপার মেম্বারশিপ কিনে নেওয়াটা কি আমি প্রেফার করব। আর ফোরামে ভালো অবদান থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন। তখন মেরিট দিয়ে আপনার আইডির নতুন রেংক আপ হবে।

বিস্তারিত নিচের কুয়েট করা পোস্টটি থেকে দেখে নিতে পারেন 👇

By popular demand, newbies can now pay to have some of their restrictions lifted. If you pay the fee, you become a Copper Member, and you can post images. That's the main point of this: allowing newbies to post images. Additionally (and these might change depending on how things go), Copper Members currently have these bonuses:

- Some of the same permissions as Member-rank members, such as reduced signature styling restrictions. (But none of the PM-related restrictions are currently lifted, such as the style limit or per-hour PM limit.)
- Your "you must wait ____ seconds between ___" counter is reduced by 75%. So if you're naturally of Newbie rank, you only have to wait 360-75% = 90 seconds.

If you paid an "evil IP" registration fee, then whatever you paid (in BTC terms) is subtracted from the upgrade fee. If you paid a registration fee a long time ago, you might even get a free Copper Membership due to the increase in BTC price. Just visit the link at the bottom of this post to check whether you have it already.

I am aware that for most people the benefits of this membership are pretty lame. This membership is only intended to fill a specific niche; if you don't need it, don't buy it. It is not intended to be the lower-cost Donator/VIP alternative which I've talked about before as a possibility.

I wrote the system so that I can easily add additional paid memberships in the future, but I might not ever do so. Not sure.

You can buy it here: https://bitcointalk.org/index.php?action=credit;promote
ধন্যবাদ ভাই ।  কুপার মেম্বার এর নিচে কি কোন মেম্বারশিপ আছে ?  এটার জন্য প্রায় ২২ ডলার পেমেন্ট করতে হবে যা একটু ব্যয়বহুল আমার জন্য
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
March 23, 2021, 04:35:23 AM
বিটকয়েন টক ফোরামে একাউন্ট কিভাবে এক্টিভ করবো ?  আমি এই সাইটে নতুন, অভিজ্ঞরা যদি বলতেন ।  ধন্যবাদ
আপনার অ্যাকাউন্টটি নতুন হলেও এখানে রেজিস্টার্ড। কারণ আপনি অলরেডি পোস্ট করতে পারছেন। বিটকয়েন্টক ফোরামে তারাই পোস্ট করতে পারে যাদের রেজিস্টার্ড একাউন্ট থাকে। আপনি যেহেতু পোস্ট করতে পারছেন তার মানে আপনার একাউন্টটি একটিভ আছে এখন পর্যন্ত। আর বিটকয়েন্টক ফোরামে একাউন্ট ক্রিয়েট করলেই সেটি একটিভ হয়ে যায়। একাউন্ট ক্রিয়েট করার পর একটিভ করার জন্য আলাদা কোন প্রসেস নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যায়।

তবে নতুন হিসেবে আপনি ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। এইখানে জানার মতো অনেক কিছু আছে যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে। আপনি যদি 2 বা 3 দিন সময় নিয়ে শুধু এই বাংলা টপিকের পোস্ট গুলো পড়েন তাহলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। সে জন্যই বলছি নতুন হিসেবে ফোরামকে জানতে হবে তারপর জেনেশুনে ফোরাম ব্যবহার করা শুরু করবেন। আশাকরি আপনার জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভালো একটা ইনকামের পথ তৈরি হবে।

পরবর্তী যে কোন জিজ্ঞাসা এখানে করতে পারেন। আশা করছি আপনার মাধ্যমে আমরা শিখতে পারবো, আর আপনিও শিখতে পারবেন এখান থেকে।
মেরিট ছাড়া কি এয়ারড্রপে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে ?  
আসলে এয়ার্ড্রপ এ কাজ করার জন্য মেরিটের প্রয়োজন হয় না। যদি ফোরাম এর মাধ্যমে এয়ার ড্রপ এ জয়েন হতে চান তাহলে আপনার আইডির একটি নির্দিষ্ট রেংক চাওয়া হতে পারে। কিন্তু মেরিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র বিটকয়েন পেইড ক্যাম্পেইন গুলোতে মেরিট চাওয়া হয়। এছাড়া খুব একটা মেরিট যাওয়া হয়না। আর আপনার আইডির রেংক বাড়ানোর জন্য আপনি কুপার মেম্বারশিপ কিনে নিতে পারেন। সে ক্ষেত্রে আপনি ফোরামের  মেম্বার আইডির সমান রিওয়ার্ড পাবেন। নতুন হিসেবে আপনি কুপার মেম্বারশিপ কিনে নেওয়াটা কি আমি প্রেফার করব। আর ফোরামে ভালো অবদান থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন। তখন মেরিট দিয়ে আপনার আইডির নতুন রেংক আপ হবে।

বিস্তারিত নিচের কুয়েট করা পোস্টটি থেকে দেখে নিতে পারেন 👇

By popular demand, newbies can now pay to have some of their restrictions lifted. If you pay the fee, you become a Copper Member, and you can post images. That's the main point of this: allowing newbies to post images. Additionally (and these might change depending on how things go), Copper Members currently have these bonuses:

- Some of the same permissions as Member-rank members, such as reduced signature styling restrictions. (But none of the PM-related restrictions are currently lifted, such as the style limit or per-hour PM limit.)
- Your "you must wait ____ seconds between ___" counter is reduced by 75%. So if you're naturally of Newbie rank, you only have to wait 360-75% = 90 seconds.

If you paid an "evil IP" registration fee, then whatever you paid (in BTC terms) is subtracted from the upgrade fee. If you paid a registration fee a long time ago, you might even get a free Copper Membership due to the increase in BTC price. Just visit the link at the bottom of this post to check whether you have it already.

I am aware that for most people the benefits of this membership are pretty lame. This membership is only intended to fill a specific niche; if you don't need it, don't buy it. It is not intended to be the lower-cost Donator/VIP alternative which I've talked about before as a possibility.

I wrote the system so that I can easily add additional paid memberships in the future, but I might not ever do so. Not sure.

You can buy it here: https://bitcointalk.org/index.php?action=credit;promote
jr. member
Activity: 408
Merit: 1
March 23, 2021, 04:23:56 AM
বিটকয়েন টক ফোরামে একাউন্ট কিভাবে এক্টিভ করবো ?  আমি এই সাইটে নতুন, অভিজ্ঞরা যদি বলতেন ।  ধন্যবাদ
আপনার অ্যাকাউন্টটি নতুন হলেও এখানে রেজিস্টার্ড। কারণ আপনি অলরেডি পোস্ট করতে পারছেন। বিটকয়েন্টক ফোরামে তারাই পোস্ট করতে পারে যাদের রেজিস্টার্ড একাউন্ট থাকে। আপনি যেহেতু পোস্ট করতে পারছেন তার মানে আপনার একাউন্টটি একটিভ আছে এখন পর্যন্ত। আর বিটকয়েন্টক ফোরামে একাউন্ট ক্রিয়েট করলেই সেটি একটিভ হয়ে যায়। একাউন্ট ক্রিয়েট করার পর একটিভ করার জন্য আলাদা কোন প্রসেস নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যায়।

তবে নতুন হিসেবে আপনি ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। এইখানে জানার মতো অনেক কিছু আছে যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে। আপনি যদি 2 বা 3 দিন সময় নিয়ে শুধু এই বাংলা টপিকের পোস্ট গুলো পড়েন তাহলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। সে জন্যই বলছি নতুন হিসেবে ফোরামকে জানতে হবে তারপর জেনেশুনে ফোরাম ব্যবহার করা শুরু করবেন। আশাকরি আপনার জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভালো একটা ইনকামের পথ তৈরি হবে।

পরবর্তী যে কোন জিজ্ঞাসা এখানে করতে পারেন। আশা করছি আপনার মাধ্যমে আমরা শিখতে পারবো, আর আপনিও শিখতে পারবেন এখান থেকে।
মেরিট ছাড়া কি এয়ারড্রপে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে ? 
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
March 23, 2021, 03:01:17 AM
বিটকয়েন টক ফোরামে একাউন্ট কিভাবে এক্টিভ করবো ?  আমি এই সাইটে নতুন, অভিজ্ঞরা যদি বলতেন ।  ধন্যবাদ
আপনার অ্যাকাউন্টটি নতুন হলেও এখানে রেজিস্টার্ড। কারণ আপনি অলরেডি পোস্ট করতে পারছেন। বিটকয়েন্টক ফোরামে তারাই পোস্ট করতে পারে যাদের রেজিস্টার্ড একাউন্ট থাকে। আপনি যেহেতু পোস্ট করতে পারছেন তার মানে আপনার একাউন্টটি একটিভ আছে এখন পর্যন্ত। আর বিটকয়েন্টক ফোরামে একাউন্ট ক্রিয়েট করলেই সেটি একটিভ হয়ে যায়। একাউন্ট ক্রিয়েট করার পর একটিভ করার জন্য আলাদা কোন প্রসেস নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যায়।

তবে নতুন হিসেবে আপনি ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। এইখানে জানার মতো অনেক কিছু আছে যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে। আপনি যদি 2 বা 3 দিন সময় নিয়ে শুধু এই বাংলা টপিকের পোস্ট গুলো পড়েন তাহলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। সে জন্যই বলছি নতুন হিসেবে ফোরামকে জানতে হবে তারপর জেনেশুনে ফোরাম ব্যবহার করা শুরু করবেন। আশাকরি আপনার জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভালো একটা ইনকামের পথ তৈরি হবে।

পরবর্তী যে কোন জিজ্ঞাসা এখানে করতে পারেন। আশা করছি আপনার মাধ্যমে আমরা শিখতে পারবো, আর আপনিও শিখতে পারবেন এখান থেকে।
jr. member
Activity: 408
Merit: 1
March 23, 2021, 01:18:56 AM
বিটকয়েন টক ফোরামে একাউন্ট কিভাবে এক্টিভ করবো ?  আমি এই সাইটে নতুন, অভিজ্ঞরা যদি বলতেন ।  ধন্যবাদ
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 22, 2021, 11:02:36 AM
আমি আমার টাই শেয়ার করতেছি, BNB, SXPBULL এই দুইটা আমার কিনা ছিল এবং আমি একটা ভালো এমাউন্ট প্রফিট করতে পেরেছিলাম কয়েকদিন আগে।

BNB তে তেমন আমার কোনো ধরনের ট্রেডিং ছিল না, কিন্তু SXPBULL থেকে ভালো ধরনের একটি লাভ করতে পেরেছি। আর ভালো বলেছেন যে, এখানে আমরা বিভিন্ন কয়েন/টোকেন নিয়ে আলোচনা করতে পারি এবং আমি এখন থেকে চেষ্টা করবো ভালো কোনো কয়েন/টোকেন আমার লিস্টে থাকলে এখানে খুবই অল্প কথায় লেখবো। যদিও SXPBULL নিয়ে এর আগে অনেকবার আমি টেলিগ্রামে বলছিলাম, এখানে লেখি নাই। কারণ ক্রয় করার পর যদি মূল্য কমে, তাহলে অনেকে বলা শুরু করবে যে আমার বলা কথা ভুল। কিন্তু দীর্ঘসময়ের জন্য আমার কিছু কিছু অনুমান সঠিক হয়েছে। আর এখন থেকে আমি সতর্কতাসহ পোষ্ট দিবে, যেন কেউ আমাকে দোষারোপ করতে পারে না।  Grin

আর আমি আবারও SXPBULL এ ট্রেড নিবো এবং আশা করতেছি আগের মতোই লাভ পাওয়া যাবে।   Cheesy


ধন্যবাদ @DTalk ফুলনোড নিয়ে এমন পোষ্ট লেখার জন্য, যদিও আমি ভাবতেছিলাম যে আমি পোষ্ট লিখবো। এখন দেখতেছি, মনে মনে ভেবে রাখলে হবে না। কারণ বাংলা বোর্ডে এখন অনেকেই পোষ্ট লেখতেছেন এবং এর আগেও @Cadaver20 একটি পোষ্ট লেখেছেন খুব সুন্দর করে, যেটিও আমার মাথায় ছিল যে, ওই বিষয়টি লেখবো। কিন্তু সবাই দেখি সব পোষ্ট লেখা শুরু করতেছেন। এখন যে বিষয়টি মাথায় আছে, সেটি না জানি অন্য কেউ লেখে আমার আগে পোষ্ট দেয়। কালকে থেকেই পরবর্তী বিষয়টি নিয়ে পোষ্ট লেখা শুরু করতে হবে।  Grin
Jump to: