Author

Topic: বাংলা (Bengali) - page 391. (Read 5308565 times)

jr. member
Activity: 141
Merit: 2
December 03, 2020, 02:20:36 AM
এই Bitcointalk ফোরামে আমি প্রতিদিন কয়টি পোস্ট করতে পারবো? আর কি কি বিষয় নিয়ে এখানে কথা বলতে পারি?   
jr. member
Activity: 588
Merit: 1
December 03, 2020, 01:33:26 AM
ETH ২.০ নিয়ে সবার মধ্যে অনেক আগ্রহ থাকলেও এর আপগ্রেড কিভাবে হচ্ছে বা কতদিন লাগবে বা একবারে আপগ্রেড শেষ কিনা তা নিয়ে কোনো পোস্ট করা হয়নাই বাংলাতে। আমি আমার এই পোস্ট এ ETH ২.০ এর আপগ্রেড এর ধাপ গুলো নিয়ে সবার মধ্যে কিছু ধারণা দিতে চাই।

ETH ২.০ এর আপগ্রেড ৩ টি ধাপে সম্পন্ন হবে। ডিসেম্বর এর ১ তারিখ এ এর প্রথম ধাপটি সম্পন্ন হয়েছে। ETH ২.০ এর আপগ্রেড ধাপ সমূহ।

১. The Beacon Chain: এই ধাপটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ডিসেম্বর ১, ২০২০ তারিখ এ। এর মাধ্যমে ETH নেটওয়ার্ক এর scalability(আকার পরিবর্তন যোগ্য) অনেক বৃদ্ধি পেয়েছে। The Beacon Chain এর মাধ্যমে ETH নেটওয়ার্ক এ স্টকিং features আনা হয়েছে। এছাড়াও এর মাধ্যমে পরবর্তী সিস্টেম আপগ্রেড এর জন্য ETH নেটওয়ার্ককে প্রস্তুত করা হয়েছে যেমন এটি shard chain এর সাথে Beacon chain কে যুক্ত করবে। এটি ETH Mainnet(ETH নেটওয়ার্ক এর বর্তমান সিস্টেম ) এর সাথে ETH ২.০(Beacon Chain ) এর সমন্বয় সাধন করবে।


২. Shard chains: Shard chains ETH নেটওয়ার্ক এর সুরক্ষা বৃদ্ধি করবে এবং এর ডাটা মজুদ ও অধিক transaction করার ক্ষমতা বৃদ্ধি করবে। এই আপগ্রেডটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে এবং ২০২১ সালের মধ্যে তা সম্পন্ন হবার কথা। এই আপগ্রেড টি সম্পন্ন হলে ETH নেটওয়ার্ক প্রতি সেকেন্ড এ ১০০০ টি transaction প্রসেস করতে পারবে ফলে ETH নেটওয়ার্ক এর বর্তমানে একটা বড়ো সমস্যা উচ্চ গ্যাস ফী সমাধান হবে।


৩. The docking: এটি ETH নেটওয়ার্ক আপগ্রেড এর শেষ ধাপ। সব কিছু ঠিক থাকলে এটি ২০২২ সালে শেষ হবে। এটি Beacon chain ও shard chain এর সাথে যুক্ত হবে এবং বর্তমান ETH mainnet Proof-of-Work সিস্টেম এ কাজ করে কিন্তু ETH ২.০ Beacon chain এর সাথে যুক্ত হলে ETH নেটওয়ার্ক Proof-of-stake সিস্টেম এ কাজ করবে। এটি ETH নেটওয়ার্ক এর স্থায়িত্ব বৃদ্ধি করবে।
newbie
Activity: 854
Merit: 0
December 03, 2020, 12:44:26 AM
আমি আজকে আপনাদেরকে মাই ইথার ওয়ালেট সম্পরকে কিছু বলবো, মাই ইথার ওয়ালেট একটি ভালো মানের ওয়ালেট কারন সেখানে আপনার কোন ডলার থাকে তাহলে কোন সম্যসা নেই যার কারন আপনি যদি কখনো আপনার ওয়ালেটের পেরাইভেট কি ডিলিট করে ফেলেন তাহলে আপনার ফোনে আলাদা ভাবে একটা ফাইল ডাউনলোড হয়ে থাকে আপনি ওই ফাইল থেকে আপনি আপনার ওয়ালেট পুনরায় ফেরত পাবেন, কিন্ত পাসওয়াড টি মনে রাখতে হবে পাসওয়াড না হলে হবে না, আশা করি সবাই বুঝতে পারবেন,
jr. member
Activity: 40
Merit: 2
December 03, 2020, 12:24:35 AM
আমি অনেক দিন থেকে XRP হোল্ড করতেছি, ইতিমধ্যে আমার ফান্ড ডাবল হয়েছে এবং আমি অধের্ক সেল করেছি। আর বাকী অধের্ক আরও কতো দিন হোল্ড করবো? এ ব্যাপারে কেউ কি সহযোগিতা করতে পারবেন?

যেহেতু ফান্ড ডাবল হয়েছে। আমার মতে পুরোটাই সেল দেওয়া উচিৎ। কারণ XRP এখন BTC এর উপর নির্ভর করবে। BTC ডাউন হলে XRP হার্ডলি ডাউন হবে। আর BTC যেহেতু ATH TOUCH করছে, সেহেতু ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। সো আমি সাজেশন    করবো সেল দেওয়ার জন্য।             
jr. member
Activity: 644
Merit: 7
December 02, 2020, 11:15:23 PM
আমি অনেক দিন থেকে XRP হোল্ড করতেছি, ইতিমধ্যে আমার ফান্ড ডাবল হয়েছে এবং আমি অধের্ক সেল করেছি। আর বাকী অধের্ক আরও কতো দিন হোল্ড করবো? এ ব্যাপারে কেউ কি সহযোগিতা করতে পারবেন?
jr. member
Activity: 644
Merit: 7
December 02, 2020, 11:01:39 PM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে? ETH  2.0 চালু হলে গ্যাস ফি কি কমবে? সিনিয়রদের সহযোগিতা কামনা করছি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 02, 2020, 10:17:41 PM
আপনাকে ধন্যবাদ কয়েনবেজ নিয়ে আলোচনা করার জন্য,  যদিও আমার কয়েনবেজে অ্যাকাউন্ট আছে।কয়েনবেজ খুবই ভালো ওয়ালেট কয়েন জমা করার জন্য।
Spamming না করে একটু ভালো করে আলোচনা করুন কেন আপনার কাছে ভালো মনে হয়েছে। এখানে আমি একটি ঘটনা তুলে ধরেছি যেটি কোনোভাবেই ইতিবাচক নয়। আপনার ভালো অভিজ্ঞতা থাকলে সেটা একটু ডিটেইলে শেয়ার করুন।

সবচেয়ে বড় কথা, আপনি আপনার একাউন্ট এর সবকিছু না, কারন আপনাকে কয়েনবেজ কোনো প্রাইভেট কী প্রোভাইড করে না।
jr. member
Activity: 588
Merit: 1
December 02, 2020, 03:02:09 PM
বিটকয়েনর দাম যত দিন যাবে তত বাড়তে থাকবে আমার মতামত না এটা, এটা অভিজ্ঞদের মতামত। ২০৩০ সাল নাগাদ বিটকয়েনের দাম ১ লাক ডলার যাওয়ার সম্ভাবনা আছে।
jr. member
Activity: 588
Merit: 1
December 02, 2020, 12:20:51 PM
আপনাকে ধন্যবাদ কয়েনবেজ নিয়ে আলোচনা করার জন্য,  যদিও আমার কয়েনবেজে অ্যাকাউন্ট আছে।কয়েনবেজ খুবই ভালো ওয়ালেট কয়েন জমা করার জন্য।
newbie
Activity: 434
Merit: 0
December 02, 2020, 12:10:23 PM
কয়েনবেজ ওয়ালেট নিয়ে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমিতো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। এটি কোন ধরনের ওয়ালেট কাস্টোডিয়াল নাকি নন-কাস্টোডিয়াল। আমার কাছেতো ওয়ালেট এর প্রাইভেট কি নাই শুধু সীড ফ্রেজ আছে। ট্রাস্ট ওয়ালেটে কি প্রাইভেট কী পাওয়া যায়? এই ওয়ালেটে বিটকয়েন বা ETH জমা রাখা কতটা নিরাপদ?
আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করিনি কিংবা এইটা কিভাবে কাজ করে সেটাও খুব জানি না। তবে যেহেতু সিড কি আছে বলতেছেন এইটা মনে হয় না কাস্টোডিয়াল। আপনি কি ওই সিড কি দিয়ে অন্য ওয়ালেটে আপনার ওয়ালেট এক্সেস করতে পারবেন?
আমার খুব বেশি ধারনা নেই তবে আপনার কথা শুনে মনে হয় এইটা কাস্টোডিয়াল না।

ভাই এই গুলো মুলত open source Cloud computing platform.  এখানে যারা Ethereum developers এর Solidity এর কাজ তারাই চাইলে একটা Dapp developing করতে পারবে।
newbie
Activity: 434
Merit: 0
December 02, 2020, 12:06:21 PM
বিটকয়েন আইডি গুলো কেনো ব্যান করে ,ব্যান করার কি কি কারণ হতে পারে ? কেউ জানলে একটু বলবেন
Kindly আপনি Thread এর পোস্ট টা ভালো করে পড়লেই বুঝে যাবেন আশা করি।
newbie
Activity: 406
Merit: 0
December 02, 2020, 12:04:08 PM
বিটকয়েন আইডি গুলো কেনো ব্যান করে ,ব্যান করার কি কি কারণ হতে পারে ? কেউ জানলে একটু বলবেন
newbie
Activity: 434
Merit: 0
December 02, 2020, 12:03:16 PM
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 02, 2020, 10:37:51 AM
কয়েনবেজ ওয়ালেট নিয়ে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমিতো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। এটি কোন ধরনের ওয়ালেট কাস্টোডিয়াল নাকি নন-কাস্টোডিয়াল। আমার কাছেতো ওয়ালেট এর প্রাইভেট কি নাই শুধু সীড ফ্রেজ আছে। ট্রাস্ট ওয়ালেটে কি প্রাইভেট কী পাওয়া যায়? এই ওয়ালেটে বিটকয়েন বা ETH জমা রাখা কতটা নিরাপদ?
আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করিনি কিংবা এইটা কিভাবে কাজ করে সেটাও খুব জানি না। তবে যেহেতু সিড কি আছে বলতেছেন এইটা মনে হয় না কাস্টোডিয়াল। আপনি কি ওই সিড কি দিয়ে অন্য ওয়ালেটে আপনার ওয়ালেট এক্সেস করতে পারবেন?
আমার খুব বেশি ধারনা নেই তবে আপনার কথা শুনে মনে হয় এইটা কাস্টোডিয়াল না।
full member
Activity: 1526
Merit: 110
December 02, 2020, 09:21:58 AM
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।
কয়েনবেজ ওয়ালেট নিয়ে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমিতো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। এটি কোন ধরনের ওয়ালেট কাস্টোডিয়াল নাকি নন-কাস্টোডিয়াল। আমার কাছেতো ওয়ালেট এর প্রাইভেট কি নাই শুধু সীড ফ্রেজ আছে। ট্রাস্ট ওয়ালেটে কি প্রাইভেট কী পাওয়া যায়? এই ওয়ালেটে বিটকয়েন বা ETH জমা রাখা কতটা নিরাপদ?
jr. member
Activity: 2058
Merit: 2
December 02, 2020, 05:41:59 AM
# মেটামাস্ক সিকিউরিটি #
 হ্যাক থেকে মাই ইথারওয়ালেট সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ। মেটামাস্ক ব্যবহার এটির একটি সমাধান। মেটামাস্ক ব্যবহারের পরেও মাইইথারওয়ালেট হ্যাক এর কিছুটা ঝুঁকি থাকে। হ্যাকের বিভিন্ন কারণ রয়েছে। হ্যাক প্রতিরোধ করতে কিছু নির্দেশ অবশ্যই অনুসরণীয় হতে পারেন। কিছু নিেদর্শনা৷

 1. সর্বদা মেটামাস্ক বা আপনার মাইইথারওয়ালেট ফাইল দিয়ে লগইন  করুন।
২. কোনও এক্সচেনজে মূল  মাইথারওয়ালেট প্রাইভেট ক্যে  এর মাধ্যমে লগইন  না করার চেষ্টা করুন
 ৩. ইমেলের মাধ্যমে সমস্ত লিঙ্ক খুলবেন না
৪. এক্সচেনজে টোকেন সেল করার পর দ্রুত সম্ভব লগআউট করুন
 ৫. আপনার পিসিতে বুকমার্ক মাইইথারওয়ালেট যুক্ত করুন। আপনি আপনার পিসিতে  কিছু ক্রিপ্টোনিয়র এক্সট্রেনশন যুক্ত করতে পারেন। ক্রোম এ কীভাবে যুক্ত করা যায় তা এখানে একটি লিঙ্ক আছে  , যা আপনাকে ভুল দিক ধরতে সাহায্য  করবে।
 ভিডিও 1 কীভাবে যোগ এবং ডিলেট  করতে হয় তা দেখায়।
 1. https://www.youtube.com/watch?v=RqqQXZ8KXtM শেষ মুহুর্তের এই লিঙ্কে  কীভাবে ক্রিপ্টোনিয়ার এক্সট্রাকশন যোগ করতে পারে তা দেখায় যা আপনাকে ফিশিং  দিক থেকে রক্ষা করে
 2. হিন্দি ... https: //www.youtube.com/watch? V = Vwd5jHpIxP4
 এই ভিডিওটি আপনাকেও সহায়তা করতে পারে
 3.https: //www.youtube.com/watch? V = RkV2NpWWd94
 যারা মাইইথারওয়ালেটের সুরক্ষার জন্য ক্রমে মেটামাস্ক যুক্ত করার নিয়ম জানেন  না তাদের জন্য  যান ...
 https: //www.youtube.com/watch? V = j51gLUgh7es
আশা করি এটি মাইইথারওয়ালেট সুরক্ষায় একজনকে সহায়তা করতে পারে
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 02, 2020, 04:49:33 AM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
Coinbase wallet নিয়ে ইতোমধ্যে অনেক ভালো একটি ধারনা পেয়ে গেছেন। কারন @Little_Mouse ভাই খুব সুন্দর করে বর্ননা করেছেন। আর আমি রিপ্লাই করতেছি একটি ঘটনা বলবো বলে।

আমার খুব কাছের একজন ভাই ১৫০০ ডলার এর মতো হোল্ড করছিল এবং এগুলো Coinbase Wallet এ রেখেছিল। বাই-সেল করতো, সেজন্য প্রায়ই দিনেই অনেক বার ঢুকতে হতো ওয়ালেটে। হঠাৎ একদিন ঢুকতেছিল না, পরে অনেক ট্রাই করেও ঢুকতে পারে নাই। সাপোর্ট এ কন্টাক্ট করেও ফল পাওয়া যায় নি। তাদের কল সেন্টারে কথা বলে ৫০০০ টাকা গেছে কিন্তু আজো এর কোন সুরাহা হয় নি।

সেজন্য Coinbase Wallet ব্যবহার না করাই ভালো। আর ফান্ড হোল্ড করার জন্য তো অবশ্যই না।
jr. member
Activity: 644
Merit: 7
December 02, 2020, 12:45:04 AM
চারদিকে এখন শুধু ETHEREUM 2.0  নিয়ে নিউজ প্রচার হচ্ছে। এই  ETHEREUM 2.0 চালু হওয়ার মাধ্যমে আমরা কি ধরনের সুবিধা পাবো?  নাকি শুধুই Ethereum এর আপডেট ভার্সন?       

আমি টুইটারে দেখলাম ইথিরিয়াম 2.0 চালু হয়েছে কিন্তু আমাদের কি লাভ?  গতকাল আমি মেটামাস্ক থেকে একটি ট্রানজেকশন করেছি কিন্তু ফি হিসেবে আমাকে 2 ডলার এর মত দিতে হয়েছে।
শুনেছিলাম টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর আমাদের ট্রানজেকশন ফি কমবে কিন্তু তা কমেনি। হয়তো আমাদেরকে এখন ইথিরিয়াম এর বিকল্প কোন কিছু খুঁজতে হবে।
jr. member
Activity: 40
Merit: 2
December 01, 2020, 10:13:19 PM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।

 আপনার সাথে আমিও একমত। কয়েনবেজ থেকে অনেকের কয়েন গায়েব হয়ে যাওয়া শুনেছি।  সবথেকে নিরাপদ হার্ডওয়্যার ওয়ালেট।      
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 01, 2020, 09:29:08 PM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।
Jump to: