Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
অনেক আগে আমি বিটকয়েন ওয়ালেট এবং তার ধরন নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম যেটা আমি অন্য একটি ফোরামেও পাবলিশ করেছিলাম।
বিটকয়েন ওয়ালেট ও তার প্রকারভেদএইটা পড়লে মোটামুটি বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভালো ধারনা পাবেন।
ওয়ালেট পছন্দের ক্ষেত্রে আমি সাধারনত প্রায়োরিটি দেব আপনার লেনদেন এর ফ্রিকোয়েন্সির উপর। আপনি যদি প্রতিনিয়ত লেনদেন করে থাকেন তবে ইলেকট্রাম খারাপ না। পক্ষান্তরে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করলে অবশ্যই পেপার ওয়ালেট কিংবা হার্ডওয়্যার ওয়ালেট প্রথম পছন্দ। যেহেতু আমাদের দেশে ক্রিপ্টো লিগ্যাল না, হার্ডওয়্যার ওয়ালেট ইম্পোর্ট করায় অনেক ঝামেলা আছে যেটা আমি গত বছর ফেস করেছি। তাই আমি বলব দীর্ঘ সময়ের জন্য পেপার ওয়ালেট ব্যবহার করুন।
দেখে ভালো লাগছে এই থ্রেড আগের চাইতে অনেক বেশি স্পাম মুক্ত এবং অনেক বেশি এক্টিভ। অনেকেই চাচ্ছেন লোকাল বোর্ড দেয়া হোক। তবে আমার মনে হয় না এডমিন খুব সহজে আমাদের লোকাল বোর্ড দেবেন। আমি থিমসের সাথে এগুলো নিয়ে অনেক আগে কথা বলেছিলাম। থিমসের আমাদের লোকাল বোর্ড দেয়ার ব্যাপারে ইন্টারেস্ট খুবই কম লক্ষ করেছি যদিও তার জন্য আমরা নিজেরাই দায়ী ছিলাম। তখন আমাদের এই থ্রেডে খুব বেশি এক্টিভিটি ছিল না। বেশিরভাগই ছিল স্পাম। এখন তুলনামুলক ভাবে অনেক এক্টিভ হয়েছে যদিও আমি খুব বেশি টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা দেখি না যেটা আমাদের দরকার। আমাদের দেশের মানুষ ক্রিপ্টোতে অনেক অজ্ঞ- একথা অনস্বীকার্য। তাই আমরা যত বেশি টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করব তত আমাদের দেশের মানুষ ক্রিপ্টো নিয়ে সচেতন হবে এবং আমাদের দেশে ক্রিপ্টো লিগ্যাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন।
ম্যাথ ওয়ালেট কি ওপেন সোর্স? নাকি প্রাইভেট? আমার আসলে জানা নেই, আমি এই প্রজেক্টের নামই শুনলাম আজকে প্রথম। যদিও আমার খুব জানার কথাও না কারণ আমি খুব বেশি অল্টাকয়েন নিয়ে ঘাটাঘাটি করি না। যেহেতু উনি বিটকয়েন এর কথা বলছেন আমার মনে হয় না মাল্টি ক্রিপ্টো ওয়ালেট উনার ব্যবহার করা উচিত।