Author

Topic: বাংলা (Bengali) - page 392. (Read 5719412 times)

jr. member
Activity: 410
Merit: 1
December 19, 2020, 04:34:22 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?

আমি যতটুকু জানি সাহায্য করার চেষ্টা করছি।
প্রথমত বিটকয়েনর দাম অনেক বেশি  বেড়েছে তাই এইসময় বিটকয়েন না করা টাই ভালো হবে। ইউএসডি আছে রেখে দেন। এবং দাম কমে গেলে মার্কেটে প্রবেশ করবেন।

এবং আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তবে টেকনিক্যাল এনালাইসিস করা শিখুন। আপনি যেকোনো যায়গা থেকে শিখে নিতে পারেন।     

ধন্যবাদ। 
member
Activity: 238
Merit: 28
December 19, 2020, 04:14:12 AM
গেমস খেলে বিটকয়েন কি আয় করা যায়

EOS, Tron, BSC, Ethereum ভিত্তিক কিছু Dapp আছে। সেখানে গেম খেলে আয় করতে পারবেন। স্পেশালি EOS ভিত্তিক Wombat Wallet এ নিয়মিত গেমিং ইভেন্ট হয়। সেখানে গেম খেলে EOS আয় করতে পারবেন। এন্ড্রোয়েড এ Wombat Wallet Play Store এ পাবেন। ডেস্কটপে DAPP run করার জন্য Wombat এর Chrome extension আছে।
এত ভালো করে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।  EOS ভিত্তিক গেমিং ইভেন্টে প্রথম অবস্থায় আমি কিভাবে জয়েন করতে পারি।

প্রথমে এন্ড্রোয়েড অথবা ক্রোম ওয়েব স্টোর থেকে Wombat Wallet ডাউনলোড করে নিতে হবে। এরপর গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিবেন। এরপর EOS আর Telos ওয়ালেটের এড্রেস সেট করে নিবেন। মনে রাখবেন, আপনি কিন্তু প্রাইভেট কি পাবেন না। EOS Wallet create করতে কিছু ফি পে করা লাগে। কিন্তু wombat ফ্রিতে অয়ালেট ক্রিয়েট করে দেয়। ফি পে করলে ওরা প্রাইভেট কি দিয়ে দিবে। এড্রেস সেট করার পর, হোমেই বিভিন্ন গেমিং কন্টেস্ট দেখতে পারবেন। তবে গেমিং খেলার বিভিন্ন ধাপে EOS লাগতে পারে, বিভিন্ন Tweaks কিনতে। আবার EOS spend করতে গেলে Ram লাগবে। Wombat এই র‍্যাম কেনার অপশন পেয়ে যাবেন।
newbie
Activity: 757
Merit: 0
December 19, 2020, 12:34:33 AM
আমার কিছু Bitcoin আসে, এখন এটা আমি বিক্রি করতে চাই, কিন্তু ২০২১ সালে কি Bitcoin এর দাম কি বারবে, যদি বড় ভাইরা বলে সাহয্য করতেন তাহলে অনেক অপকার হতো।
২০২১ সালে দাম বাড়বে না কমবে সেটার নিশ্চয়তা কেউ সঠিকভাবে বলতে পারবে না, তবে প্রেডিকশন দিচ্ছে অনেকেই বাড়ার সম্ভাবনা বেশি, এখন এটা আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, আপনি হোল্ডে রাখবেন নাকি সেল দিবেন.
আপনাকে ধন্যবাদ এগুলো বলার জন্য।
jr. member
Activity: 840
Merit: 1
December 18, 2020, 09:43:55 PM
আমার কিছু Bitcoin আসে, এখন এটা আমি বিক্রি করতে চাই, কিন্তু ২০২১ সালে কি Bitcoin এর দাম কি বারবে, যদি বড় ভাইরা বলে সাহয্য করতেন তাহলে অনেক অপকার হতো।
২০২১ সালে দাম বাড়বে না কমবে সেটার নিশ্চয়তা কেউ সঠিকভাবে বলতে পারবে না, তবে প্রেডিকশন দিচ্ছে অনেকেই বাড়ার সম্ভাবনা বেশি, এখন এটা আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, আপনি হোল্ডে রাখবেন নাকি সেল দিবেন.
newbie
Activity: 757
Merit: 0
December 18, 2020, 09:11:11 PM
আমার কিছু Bitcoin আসে, এখন এটা আমি বিক্রি করতে চাই, কিন্তু ২০২১ সালে কি Bitcoin এর দাম কি বারবে, যদি বড় ভাইরা বলে সাহয্য করতেন তাহলে অনেক উপকার হতো।
jr. member
Activity: 560
Merit: 2
December 18, 2020, 07:11:19 PM
গেমস খেলে বিটকয়েন কি আয় করা যায়

EOS, Tron, BSC, Ethereum ভিত্তিক কিছু Dapp আছে। সেখানে গেম খেলে আয় করতে পারবেন। স্পেশালি EOS ভিত্তিক Wombat Wallet এ নিয়মিত গেমিং ইভেন্ট হয়। সেখানে গেম খেলে EOS আয় করতে পারবেন। এন্ড্রোয়েড এ Wombat Wallet Play Store এ পাবেন। ডেস্কটপে DAPP run করার জন্য Wombat এর Chrome extension আছে।
এত ভালো করে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।  EOS ভিত্তিক গেমিং ইভেন্টে প্রথম অবস্থায় আমি কিভাবে জয়েন করতে পারি।
jr. member
Activity: 406
Merit: 1
December 18, 2020, 02:42:33 PM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
member
Activity: 238
Merit: 28
December 18, 2020, 05:10:06 AM
গেমস খেলে বিটকয়েন কি আয় করা যায়

EOS, Tron, BSC, Ethereum ভিত্তিক কিছু Dapp আছে। সেখানে গেম খেলে আয় করতে পারবেন। স্পেশালি EOS ভিত্তিক Wombat Wallet এ নিয়মিত গেমিং ইভেন্ট হয়। সেখানে গেম খেলে EOS আয় করতে পারবেন। এন্ড্রোয়েড এ Wombat Wallet Play Store এ পাবেন। ডেস্কটপে DAPP run করার জন্য Wombat এর Chrome extension আছে।
jr. member
Activity: 560
Merit: 2
December 17, 2020, 11:29:22 PM
গেমস খেলে বিটকয়েন কি আয় করা যায়
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 17, 2020, 12:37:50 PM
আমি শীঘ্রই গুরত্বপূর্ণ বিষয়গুলো লেখা শুরু করবো, আশা করি যেটির মাধ্যমে সকল নতুন ব্যবহারকারী বিভিন্ন বিষয় জানতে পারবেন। এইজন্য একটু সময় লাগবে, কারণ সকল বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার পর সকলে যেন বুঝতে পারে এমনভাবে লেখতে হবে। পরের পোষ্টটি হবে আমার ধারাবাহিক সিরিজের "ক্রিপ্টোজগতের সাধারণ বিষয় ১০১ | পর্ব-২য়" এবং এর আগের যত গুরুত্বপূর্ণ পোষ্ট রয়েছে, সেগুলো নিচে লিংক করে দিলাম। যারা এখনো পড়েন নাই, তারা পড়তে পারেন।

ক্রিপ্টোজগতের সাধারণ বিষয় ১০১ | পর্ব-০১: https://bitcointalksearch.org/topic/m.54670086
ডিফাই (Defi) এর সংজ্ঞা: https://bitcointalksearch.org/topic/m.55046882
Total & Circulating Supply কী: https://bitcointalksearch.org/topic/m.54978614
ICO এর বাস্তবিক উদাহরণ : https://bitcointalksearch.org/topic/m.54698658
hero member
Activity: 1498
Merit: 537
December 17, 2020, 04:19:04 AM
 
এক কথায় অনেক জায়গায় ভুল তথ্য সরবরাহ হচ্ছে আর সেটি ব্যবহারকারীদের নিজের অজান্তে
 

ওয়েলকাম ব্যাক। যে যেসব জায়গায় ভুল ইনফরমেশন দিয়েছে সেগুলো quote করে বলে দেন সবাই শুধরে নিতে পারবে। ফোরাম একে অন্যকে সহযোগিতা ও তথ্য আদান প্রদান এর জন্যই।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 16, 2020, 02:15:53 PM
ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিটকয়েন ইতিহাসে প্রথমবারের মতো ২0,000 ডলারে পৌঁছেছে । Cointelegraph এর তথ্য অনুযায়ী এর সম্ভাব্য কারণ গুলা হল ;

* প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেমন MicroStrategy প্রায় ২৫০ মিলিয়ন ডলার মত বিটকয়েনে বিনিয়োগ করেছে এই বছর আর তারা প্রাই ৩৮২৫০ বিটকয়েন হোল্ড করে রেখেছে । এছাড়াও Square CEO Jack Dorsey প্রায় ৫০ মিলিয়ন ডলার মত বিটকয়েনে বিনিয়োগ করেছে ।
* রাশিয়া , কানাডা , চিন এবং অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার ইতিমদ্ধেই ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করতে আরম্ভ করেছে ।
* Paypal এর  বিটকয়েন গ্রহন করার নিউজ ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 16, 2020, 12:27:40 PM
আমি যদিও পোষ্ট করব না বলছিলাম, কিন্তু এখন পোষ্ট না করে পারলাম নাহ। কারণ অনেকে অনেক বিষয় নিয়ে আগের মতো মনগড়া পোষ্ট করতেছে। আর নতুন ব্যবহারকারীদেরকে পুরোপুরি তথ্য না দিতে পেরে, যেটা নিজে ঠিক মনে করতেছে সেটিই বলতেছে। এক কথায় অনেক জায়গায় ভুল তথ্য সরবরাহ হচ্ছে আর সেটি ব্যবহারকারীদের নিজের অজান্তে। তাই আমি কিছুদিন পর থেকে বেসিক বিষয়গুলো নিয়ে শুধু পোষ্ট করবো এবং কারো কোনো মতামতে রিপ্লাই দিবো না। কারণটা সবার জানাই আছে। ভালো থাকবেন সবাই।  Wink
hero member
Activity: 1498
Merit: 537
December 16, 2020, 09:07:49 AM
কাছের মানুষগুলো যখন চোখের সামনে দিয়ে চলে যায়(মারা যায়) তখন বুকটা বড় হাহাকার লাগে। আমার বেস্ট ফ্রেন্ড করোনাই অসুস্থ হয়ে মারে গেল। খুব খারাপ লাগছে।
এই দিকে তার ক্রিপ্টো কারেন্সি গুলো রিকাভার করে তার পরিবারকে দিতে পারবো কিনা জানি না। তবে চেষ্টা করবো যতদূর পারি। যেহেতু তার মোবাইলে লগিন করে থাকার কথা যদি লগিন থাকে তবে আশা রাখি তার গোচ্ছিত সম্পদটুকু তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।

শুনে খারাপ লাগলো তবে আপনার বন্ধুর পরিবারকে সাহায্য করার যে ইচ্ছা তা দেখে ভালো লাগলো। আশা করি সততার সাথে আপনি আপনার বন্ধুর ক্রিপ্টো গুলোর টাকা তার পরিবারকে দিতে পারবেন। একটা কথা মনে করিয়ে দিতে চাই সবাইকে যে, যে যা এ করেন সবাইকে আল্লাহ এর কাছেই ফিরে যেতে হবে এবং কর্মের হিসেবে দিতে হবে।

ইথারিয়াম ২.০ আসার আজ ১৫ দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম ইথারিয়াম ২.০ আসলে ইথারিয়ামের দাম বেড়ে যাবে এবং ইথারিয়াম ট্রান্সেকশন ফি কমে যাবে। কিন্তু এখন পর্যন্ত এসব কিছুই দেখছি না। ইথারিয়াম ট্রান্সেকশন ফি এখনো যথেষ্ট বেশি। নতুন বছর ইথারিয়াম ট্রান্সেকশন ফি এবং এর দামের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন?

আসলে eth শুধু তাদের প্রথম pharse এর আপগ্রেড beacon চেইন কমপ্লিট করেছে। shard চেইন আপগ্রেড করলে ট্রানসাকশান ফিস অনেক কমে যাবে কারণ তখন পুরোপুরি প্রুফ-অফ-ওয়ার্ক এর জায়গায় প্রুফ-অফ-stake টেকনোলজি ব্যবহার করা হবে।
jr. member
Activity: 266
Merit: 1
December 16, 2020, 07:57:00 AM
আজ আমাদের সিনিয়র ভাই @Little Mouse এর শুভ জম্নদিন। জম্নদিনের অনেক শুভেচ্ছা ভাই ,অনেক ভালো এবং হাসিখুশি থাকবেন আর এভাবেই এক্টিভ থেকে সাহায্য করতে থাকবেন।  Wink

@Little Mouse জন্মদিনের শুভেচ্ছা ভাই।  অনেক অনেক শুভকামনা রইল ভাই ।আশা করি ভাল থাকবেন পরবর্তী সময় গুলোতে আর সুন্দর সুন্দর পোষ্টের মাধ্যমে আমাদের সকলকে সহযোগীতা করা অব্যহত রাখবেন। আর আমাদের জন্যও দোয়া রাখবেন
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 16, 2020, 07:52:04 AM
কাছের মানুষগুলো যখন চোখের সামনে দিয়ে চলে যায়(মারা যায়) তখন বুকটা বড় হাহাকার লাগে। আমার বেস্ট ফ্রেন্ড করোনাই অসুস্থ হয়ে মারে গেল। খুব খারাপ লাগছে।
এই দিকে তার ক্রিপ্টো কারেন্সি গুলো রিকাভার করে তার পরিবারকে দিতে পারবো কিনা জানি না। তবে চেষ্টা করবো যতদূর পারি। যেহেতু তার মোবাইলে লগিন করে থাকার কথা যদি লগিন থাকে তবে আশা রাখি তার গোচ্ছিত সম্পদটুকু তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 15, 2020, 02:21:23 PM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
আপনি যদি মোবাইল এ হোল্ড করতে চান তবে ট্রাস্ট ওয়ালেট ভাল হবে । সবচেয়ে ভাল আর সুরক্ষামুলক  অপশন হল হার্ডওয়্যার ওয়ালেট যেমন লেজার ন্যানো এক্স , ট্রেজার এগুলা ব্যাবহার করা , কিন্তু এগুলা ব্যাবহার কিছুটা ব্যয়বহুল কারন এগুলা আপনাকে কিনা লাগবে । তবে আমার মতে আমাদের জন্য সবচেয়ে ভাল অপশন হল ডেক্সটপ ওয়ালেট  যেমন ইলেক্ট্রাম , আমি নিজেও অনেকদিন থেকে এই ওয়ালেট ব্যাবহার করে আসছি লং টাইম বিটকয়েন হোল্ড রাখার জন্য ।
full member
Activity: 1526
Merit: 110
December 15, 2020, 10:31:48 AM
ইথারিয়াম ২.০ আসার আজ ১৫ দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম ইথারিয়াম ২.০ আসলে ইথারিয়ামের দাম বেড়ে যাবে এবং ইথারিয়াম ট্রান্সেকশন ফি কমে যাবে। কিন্তু এখন পর্যন্ত এসব কিছুই দেখছি না। ইথারিয়াম ট্রান্সেকশন ফি এখনো যথেষ্ট বেশি। নতুন বছর ইথারিয়াম ট্রান্সেকশন ফি এবং এর দামের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 15, 2020, 07:53:05 AM

ফী আসলে নিজের মতো চেঞ্জ করা যায় যেভাবে ট্রাস্ট ওয়ালেট এ করা যায়। তবে সেটা বিটকয়েন এর ক্ষেত্রেও কিনা সেটা আমার জানা নাই। আমি মূলত আমার tron ওয়ালেট ব্যবহার করে থাকি math ওয়ালেট এ।


অন্য কয়েনের জন্য ফি কাস্টম করা গেলে বিটকয়েনের জন্যও করা যাবে । তবে প্রসেস কেমন আমি জানি না কিংবা কেমন কাস্টমাইজ করা যায় সেটাও জানি না। ইলেকট্রামে ওইদিক থেকে অনেক সুবিধা। যেমন আপনি চাইলে ফি পার বাইট কিংবা আপনি কতক্ষণের মধ্যে ট্রাঞ্জেকশন এর কনফার্মেশন চান এইরকম কিছু ক্যাটাগরির মাধ্যমে ফি কাস্টোমাইজ করতে পারবেন। এছাড়া আপনি যদি ফি কম ব্যবহার করেন পরবর্তীতে ফি বাড়িয়েও দিতে পারবেন চাইলে কিংবা ট্রাঞ্জেকশন ক্যান্সেল করার পন্থাও রয়েছে যার কারণে আমার মতে নিউ ইউজারদের জন্য ইলেকট্রাম বেস্ট মনে হয়।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
December 14, 2020, 11:46:44 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
অনেক আগে আমি বিটকয়েন ওয়ালেট এবং তার ধরন নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম যেটা আমি অন্য একটি ফোরামেও পাবলিশ করেছিলাম।
বিটকয়েন ওয়ালেট ও তার প্রকারভেদ
এইটা পড়লে মোটামুটি বিটকয়েন ওয়ালেট সম্পর্কে ভালো ধারনা পাবেন।
ওয়ালেট পছন্দের ক্ষেত্রে আমি সাধারনত প্রায়োরিটি দেব আপনার লেনদেন এর ফ্রিকোয়েন্সির উপর। আপনি যদি প্রতিনিয়ত লেনদেন করে থাকেন তবে ইলেকট্রাম খারাপ না। পক্ষান্তরে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করলে অবশ্যই পেপার ওয়ালেট কিংবা হার্ডওয়্যার ওয়ালেট প্রথম পছন্দ। যেহেতু আমাদের দেশে ক্রিপ্টো লিগ্যাল না, হার্ডওয়্যার ওয়ালেট ইম্পোর্ট করায় অনেক ঝামেলা আছে যেটা আমি গত বছর ফেস করেছি। তাই আমি বলব দীর্ঘ সময়ের জন্য পেপার ওয়ালেট ব্যবহার করুন।

দেখে ভালো লাগছে এই থ্রেড আগের চাইতে অনেক বেশি স্পাম মুক্ত এবং অনেক বেশি এক্টিভ। অনেকেই চাচ্ছেন লোকাল বোর্ড দেয়া হোক। তবে আমার মনে হয় না এডমিন খুব সহজে আমাদের লোকাল বোর্ড দেবেন। আমি থিমসের সাথে এগুলো নিয়ে অনেক আগে কথা বলেছিলাম। থিমসের আমাদের লোকাল বোর্ড দেয়ার ব্যাপারে ইন্টারেস্ট খুবই কম লক্ষ করেছি যদিও তার জন্য আমরা নিজেরাই দায়ী ছিলাম। তখন আমাদের এই থ্রেডে খুব বেশি এক্টিভিটি ছিল না। বেশিরভাগই ছিল স্পাম। এখন তুলনামুলক ভাবে অনেক এক্টিভ হয়েছে যদিও আমি খুব বেশি টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা দেখি না যেটা আমাদের দরকার। আমাদের দেশের মানুষ ক্রিপ্টোতে অনেক অজ্ঞ- একথা অনস্বীকার্য। তাই আমরা যত বেশি টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করব তত আমাদের দেশের মানুষ ক্রিপ্টো নিয়ে সচেতন হবে এবং আমাদের দেশে ক্রিপ্টো লিগ্যাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন।
ম্যাথ ওয়ালেট কি ওপেন সোর্স? নাকি প্রাইভেট? আমার আসলে জানা নেই, আমি এই প্রজেক্টের নামই শুনলাম আজকে প্রথম। যদিও আমার খুব জানার কথাও না কারণ আমি খুব বেশি অল্টাকয়েন নিয়ে ঘাটাঘাটি করি না। যেহেতু উনি বিটকয়েন এর কথা বলছেন আমার মনে হয় না মাল্টি ক্রিপ্টো ওয়ালেট উনার ব্যবহার করা উচিত।
Jump to: