Author

Topic: বাংলা (Bengali) - page 393. (Read 5308685 times)

sr. member
Activity: 1372
Merit: 322
November 29, 2020, 06:48:31 AM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
আপনি ঠিক কি বলেছেন বুঝি নি। E-generation কোন প্রজেক্টের কাজ সম্পাদন করার জন্য হাতে নিয়েছে যেটা দুবাইয়ের? এইরকম কিছু? আমাদের দেশের নিজস্ব প্লাটফর্ম হলে সেটা হবে সেন্ট্রালাইজড যেটার কোন ভ্যালু থাকবে না। তাছাড়া ব্লকচেইন আর ক্রিপ্টো দুটোই ভিন্ন।
newbie
Activity: 434
Merit: 0
November 29, 2020, 02:17:56 AM
ডিসেন্ট্রালাইজড স্টেকিং পুল গুলো ব্যবহার করা বেশি নিরাপদ বলে মনে করি কারণ এতে user দের কন্ট্রোল বেশি থাকে।
ডিসেন্ট্রালাইজড পুলগুলো কি স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে হয়ে থাকে? দয়া করে জানাবেন একটু। এবং কয়েনবেজের পুল অপশন কোথায়? আমি দেখিনি এখনো। আমি খুব বেশি রিসার্চ করতে পারছি না কারন আমি বর্তমানে যেখানে আছি সেখানে নেটওয়ার্ক কোয়ালিটি খুবই খারাপ।
Decentralized পুল গুলো স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে হয়ে কারন এখানে আপনি যখন তখন আপনার ইউজার ইডিট রা কন্ট্রোল করতে পারবেন যদি ঔই পুল এ ইউজার এডিট অপশন থাকে তবে বেশিরভাগ decentralized পুল গুলো API base হয়ে থাকে | CoinBase এর পুল এখনো লঞ্চ করে নাই।  ভবিষ্যৎ এ করবে তাদের প্লান আসে।
newbie
Activity: 17
Merit: 0
November 28, 2020, 09:05:54 PM
ভাইয়া,
আপনাদের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি BitcoinTalk এ নতুন, আমি সমস্থ নিয়ম কানুন জানি না। তাই পোস্ট গুলো করেছিলাম। আমি সমস্থ নিয়ম কানুন জানার চেষ্টা করছি। এবং পোস্ট গুলো ডিলিট করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আপনাদের অসংখ্য দন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
member
Activity: 86
Merit: 21
November 28, 2020, 01:00:09 PM
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।

ভাই বাংলাদেশিদের এই অবস্থা দেখলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে সরাসরি কপি করার পরেও অশিকার করে ক্যামনে  Huh
পেজ টা আর্কাইভ করলাম : https://archive.fo/wRAra
newbie
Activity: 434
Merit: 0
November 28, 2020, 12:31:12 PM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 28, 2020, 11:39:19 AM
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।
full member
Activity: 1526
Merit: 110
November 28, 2020, 11:01:02 AM
https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727
এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
আপনি যদি অনুবাদ করে থাকেন তবে আপনি মূল পোস্টের লিঙ্কটা দেন নাই কেন? কারন অনুবাদ করা মূল পোস্টটাতো আর আপনার নিজের না। আপনি আপনার পোস্টটি দিয়েছেন আজকে। এত কম সময়ে লিঙ্ক হারালেন কিভাবে? যাই হোক, এখন ব্যান খাওয়ার জন্য তৈরী হন।

সংযোজন- এনজয় দ্য ব্যান, ডিউড- https://bitcointalksearch.org/topic/m.55702282
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
sr. member
Activity: 1372
Merit: 322
November 28, 2020, 10:48:11 AM

বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
বাকী আর দুইটা আপনি খুজে পাবেনও না। কারন ওইরকম কোন থ্রেড নেই, আমার চোখে পরে নাই ভাই। আপনি হুবহু অন্যজনের পোস্ট তুলে দিয়েছেন এইখানে। এইটার কোন মানে হয়না ভাই। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পোস্ট করুন। মেরিট এমনেই পাবেন।
member
Activity: 86
Merit: 21
November 28, 2020, 09:45:32 AM
এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ  join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।

https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।

@adorable80esan একজন আপনার ভুলগুলো দরিয়ে দিচ্ছে আর আপনি উলটা পালটা বলতেছেন? কপিপেস্ট এই ফোরামে একেবাইরেই ক্ষমার অযোগ্য আপনি কপিপেস্ট করে শুধু মাত্র একটা ভুল করেন নি আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন, একটু সময় নিয়ে তথ্যবহুল পোস্ট করেন এমনিতেই মেরিট পাবেন, আপনি ত দেখছি ফোরামের কোনো নিওমের তয়াক্কা না করেই পোস্ট করেই যাচ্ছেন, পোস্ট ছোটো করে করেন আর তথ্য বহুল করেন তাহলে কাজে দিবে।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:50:36 AM
এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ  join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।

https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:38:16 AM
আপনাকে আমার কিছু বলার নাই উনি যে ইংলিশ পোস্ট টা বঙ্ঘানুবাদ আমি সেই একি পোস্ট টা করছি হইত । যার কারনে মিলে গেছে । আর কোথাই মিলেছে দেখাবেন কি ।
এবং আমি আমার পুরো পোস্ট টি একটি ইংলিশ পোস্ট দেখে বঙ্ঘানুবাদ করেছি । 
ইংলিশ পোস্টের লিংকটা দিন।
এই ফোরাম আপনার কাছে অনেক বড় মনে হলেও এইটা আসলে খুবই ছোট একটা জায়গা যেখানে ঠিকমত ২/৩ দিন সময় দিলে আনাচে কানাচে সব জানা যায়। আপনি কোন ইংলিশ পোস্ট থেকে অনুবাদ করেছেন একটু শেয়ার করবেন।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:32:22 AM
আপনাকে আমার কিছু বলার নাই উনি যে ইংলিশ পোস্ট টা বঙ্ঘানুবাদ আমি সেই একি পোস্ট টা করছি হইত । যার কারনে মিলে গেছে । আর কোথাই মিলেছে দেখাবেন কি ।
এবং আমি আমার পুরো পোস্ট টি একটি ইংলিশ পোস্ট দেখে বঙ্ঘানুবাদ করেছি । 

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:26:50 AM
জি ভাই আপনি ঠিক বলছেন ওনার টা এবং আমার টা মিলে গেছে । ভাই এটা আসলেই কাকতালীও বেপার এটা ছাড়া আপনি আর কোথাই মিল পেয়েছেন দেখাবেন কি ।
একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাবে কাকতালীয়ভাবে? প্রথমে যদি মিথ্যা না বলে সত্য বলতেন আমি রিপোর্ট পর্যন্ত যেতাম না। আপনাকে ফ্রেন্ডলি উপদেশ দিলাম, উলটো আপনি আপনার কপি করা পোস্টে ডিফেন্ড করতেছেন মিথ্যে দিয়ে।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:20:54 AM
জি ভাই আপনি ঠিক বলছেন ওনার টা এবং আমার টা মিলে গেছে । ভাই এটা আসলেই কাকতালীও বেপার এটা ছাড়া আপনি আর কোথাই মিল পেয়েছেন দেখাবেন কি । আর ভাই আমি এখনো বলছি আমি যেটার জন্য আমাকে জিজ্ঞাসা করছেন সেটা আমি করি নাই , বাকিতা আপনার ইচ্ছা আমি কার ইচ্ছার বিরদ্ধে না । ভাল থাকবেন |
lol brother no matter what you done if you done wrong that back to you thanks for your guilty.
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:12:36 AM
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।


এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।


মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

জ্বি, আপনি কপি করেন নাই। কাকতালীয়ভাবে DTalk এর চিন্তা ভাবনা আপনার সাথে সম্পুর্ণ মিলে গেল। আশ্চর্য!  আপনি উনার অল্টা একাউন্ট নন তো? এইরকম একই লেখা DTalk আরো আগে লিখে গিয়েছেন। নাকি DTalk আপনাকে কপি করলো?


মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

প্রথমে ভেবেছিলাম আপনি না জেনে করেছেন। এখন দেখি মিথ্যাও বলতেছেন। রিপোর্ট তো করাই লাগে। নাকি?
সংযোজন- এনজয় দ্য ব্যান, ডিউড- https://bitcointalksearch.org/topic/m.55702282
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 07:56:08 AM
ভাই অনেক দুঃখে সাথে বলতেছি আমি এই পোস্ট গুলো কপি  করি নাই । প্রায় ১ ঘণ্টার সময় নিয়ে এগুলা যাচাই করে নিজে এগুলা লিখেছি । আপনার যদি প্রমান লাগে তাহলে আমি দিতে পারব । আর ভাই আমি যে পোস্ট তা করছি তাতে আমি নিজেই লিখেছি কপি করা যাবে না । যাই হোক ভাই সবাই এক না । আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । যদি কিছু লাগে জানবেন । আমি সাহায্য করতে যথা সম্ভব চেষ্টা করবো । ভাল থাকবেন  
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 07:45:38 AM
@adorable80esan
আপনি কপি পেস্ট কেন করতেছেন? এই ফোরামে কপি পেস্ট করা নিষেধ। কপি পেস্ট করলে ব্যান খাবেন শিওর। কেন অযথা অন্যের পোস্ট আপনি পোস্ট করতেছেন? আর একবার একাউন্ট ব্যান হলে আপনি ফোরাম থেকে সবসময়ের জন্য ব্যান হয়ে যাবেন।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 07:29:29 AM
আজকে আমি কথা বলব যারা আমার মতো যারা নতুন তাদের কি করা উচিত আর অনুচিত |
প্রথমেই আসি ফোরাম কিছু উপদেশ নিয়ে

পরিচিতি থ্রেড:
আপনি যদি একটি সূচনা থ্রেড পোস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেন তবে অনুগ্রহ করে যথেষ্ট কিছু লেখার চেষ্টা করুন বা মোটেই বিরক্ত করবেন না (যার প্রয়োজনীয়তা নাই তা লিখার চেষ্টা না করাই ভালো)। কেবলমাত্র একটি শব্দ / বাক্য যুক্ত থ্রেড এবং পোস্ট যেমন "হ্যালো ও ফোরামটিতে স্বাগতম" এই ধরণের কিছু লিখলে আপনাকেকোনও সতর্কতা ছাড়াই অপসারণ করা হবে কারণ এটি অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে |

সাধারণ থ্রেডে :
সাধারণ থ্রেডে শিরোনামের প্রশ্ন / বিষয় সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য থাকবে। এই প্রশ্ন / বিষয় সম্পর্কিত নকল থ্রেড অনুমোদিত নয়, তাই দয়া করে এগুলি তৈরি করা থেকে বিরত থাকুন।

দেখার তালিকা :
 (ফোরাম প্রশাসক) কীভাবে ওয়াচলিস্টটি ব্যবহার করবেন তা ব্যাখ্যা করে। এই বৈশিষ্ট্যটি আপনাকে পোস্ট করা থ্রেডগুলির ট্র্যাক রাখা সহজ করে তোলে।

বিশ্বাসের তালিকা: এই থ্রেডে বিশ্বাস সিস্টেমটি পড়ুন। এটি পড়ার পরামর্শও দেওয়া হয়: ট্রাস্ট শব্দভাণ্ডার। আপনার যদি এ নিয়ে প্রশ্ন থাকে তবে তাদের এখানে জিজ্ঞাসা করুন। আপনি নিজের বিশ্বাসের তালিকাটি এখানে সেট করতে পারেন।
যেমন : ফোরামে কিছু আছে ট্রাস্ট সিস্টেম নামে পরিচিত। এটি দুটি কিছু পৃথক পৃথক উপাদান নিয়ে গঠিত: বিশ্বাস রেটিং এবং বিশ্বাসের তালিকা। আপনি লোকদের আস্থা রেটিং দিতে পারেন, যা তাদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে খুব কম মন্তব্য। এই রেটিংগুলি কীভাবে প্রদর্শিত হবে তা প্রতিটি পাঠকের বিশ্বাসের তালিকার দ্বারা প্রভাবিত হয়, তাই প্রতিটি পাঠক আলাদা আলাদা বিশ্বাসের রেটিং দেখে। ট্রাস্ট রেটিংগুলি বিশ্বাসের তালিকাকে প্রভাবিত করে না।


রিপোর্ট:
আপনি যদি কেউ নিয়ম ভঙ্গ করতে দেখেন তবে দয়া করে তাদের পোস্টের ডানদিকে পাওয়া 'মডারেটরে টু রিপোর্ট' বৈশিষ্ট্যটি ব্যবহার করুন। বিকল্পভাবে, আপনি সরাসরি একজনের সাথে যোগাযোগ করতে পারেন।
পোস্ট সম্পাদনার সময়: আপনি যদি নিজের পোস্টটি তৈরির 5 মিনিটের মধ্যে সম্পাদনা করেন তবে মূল পোস্টের সময়টি এখনও প্রদর্শিত হবে। অন্যথায়, পোস্টের সময়টি আন্ডারলাইন করা হবে এবং এটির উপরে উপরে মাউস দিয়ে আপনার মাউসের সাহায্যে পোস্টটি সম্পাদনা করার সময়টি প্রদর্শিত হবে


অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :

•   সবাইকে  বিশ্বাস করবেন না! সবসময় যা কিছু করেন না কেন পরীক্ষা করে দেখুন |
•   পেপাল সম্পর্কে সতর্ক থাকুন, বিটকয়েনগুলি বিনিময় করার সময় পেপাল ব্যবহার করা খারাপ না করাই ভালো  | যা করবেন চিন্তা ভাবনা করে করবেন
•   আল্ট-কয়েন সম্পর্কে একটি সতর্কতা : যখনই কোনো কাজ করবেন না কেন সব সময় পরীক্ষা করেন নিবেন | না হলে আপনার সময় এবং শ্রম দুইটাই বৃথা |





আরও বিস্তারিত তথ্য :

কেন নতুনরা ছবি দিতে পারে না মানে Newbie : আলোচনা করেছেন এক জন লিজেন্ডারি বিটকয়েন টক্ প্রশাসন
[Img] -ট্যাগ ব্যবহার করে নিউবি পোস্ট করা ছবিগুলি স্প্যামার এবং ট্রোলের সাথে লিঙ্ক হিসাবে প্রদর্শিত হয়।আপত্তিজনক কারণে, নবাগত পোস্ট করা এম্বেড করা চিত্রগুলি এখন এই পৃষ্ঠাগুলিতে অক্ষম করা হয়েছে:
- বিষয় প্রদর্শন
- সাম্প্রতিক পোস্ট /
- পূর্বরূপ
•   সেগুলি বর্তমানে বা অন্য কোনও পৃষ্ঠায় লুকানো নেই (যেমন ব্যবহারকারীর "পোস্ট পোস্টগুলি দেখান"(show post) পৃষ্ঠা), যদিও পরে যদি এটি প্রয়োজন মনে হয় তবে আমি এটি পরিবর্তন করতে পারি।

•   অক্ষম চিত্রগুলি স্বয়ংক্রিয়ভাবে লিঙ্কগুলিতে রূপান্তরিত হয়। পোস্টার জুনিয়র সদস্য হয়ে উঠলে, তিনি পূর্বে যে চিত্রগুলি পোস্ট করার চেষ্টা করেছিলেন সেগুলি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সক্ষম হবে (যদিও এতে কয়েক মিনিটের বিলম্ব হতে পারে)।

•   এটি সমস্ত পূর্ববর্তী পোস্টগুলির পাশাপাশি ভবিষ্যতের পোস্টগুলিতেও প্রসারিত।
•   থ্রেডটি দেখুন নবীনদের জন্য অক্ষম পোস্টগুলিতে চিত্রগুলি। আপনি যদি এখনই ছবি পোস্ট করতে চান তবে "কপার" -রেঙ্ক কেনা সম্ভব, আরও তথ্যের জন্য এই থ্রেডটি চেকআউট করুন: নিউবাইজগুলি এখন চিত্রগুলি সক্ষম করতে একটি সামান্য ফি দিতে পারে।
আপনার কত টুকু BTC দিতে হবে :
•   আপনার অ্যাকাউন্টের সক্ষমতা বাড়ানোর জন্য আপনি এককালীন ফি দিতে পারেন। সতর্ক হোন যে:

•   আপনি যদি নিয়মগুলি ভঙ্গ করেন তবে আপনাকে নিষিদ্ধ করা যেতে পারে। আপনি কোন বিশেষ চিকিত্সা পাবেন না।
•   এই সদস্যপদগুলি চিরকালের জন্য স্থায়ী নয় বা চিরকাল একই সুবিধা প্রদানের গ্যারান্টিযুক্ত নয়।কোনও ফেরত দেওয়া হবে না।
•   উপলব্ধ প্রদত্ত সদস্যপদসমূহ:
•   BTC - 0.00153892 বিটিসি: আপনি নবাগত হলেও চিত্র-পোস্ট করার অনুমতি দেয়, সময়-মধ্যবর্তী-ক্রিয়া সীমাটি হ্রাস করে এবং প্রাকৃতিক সদস্যের পদমর্যাদার হিসাবে একই রকম কিছু সুবিধা সরবরাহ করে।
বিস্তারিত জানুন -https://bitcointalk.org/index.php?action=credit;promote
•   কেন আপনি ছবি দিতে পারছেন না : কেবলমাত্র পূর্ণ সদস্য এবং তার থেকে বেশি সম্মানের অধিকারীরা ছবি দেয়ার অনুমতি পাই। এটি অবশ্যই 120px প্রশস্ত, 80px লম্বা এবং আকারের 100 কিবি হতে হবে। এটি অবশ্যই একটি পিএনজি, জিআইএফ, বা জেপিইজি চিত্র হতে হবে। এটি অবশ্যই কাজের জন্য নিরাপদ হতে হবে।

কিভাবে আপনি আপনার বিটকয়েন ID খুঁজে পাবেন :
•   প্রথমে আপনার প্রোফাইল চলে যান
•   তারপর (summary)তে ক্লিক করুন
•   বারের URL টি দেখুন (আমার হবে https://bitcointalksearch.org/user/adorable80esan-1879425)
•   এবং আপনার id এবং হচ্ছে UUID (1879425)


এই খানে ফোরাম অ্যাকাউন্টের কি ধরণের স্তর রয়েছে?

র‌্যাঙ্ক              প্রয়োজনীয় ক্রিয়াকলাপ   প্রয়োজনীয় মেধা
নবাগত                           1                0
কনিষ্ঠ সদস্য                          30                  1
সদস্য                                60                  10
পূর্ণ সদস্য                        120               100
সিনিয়র সদস্য                240               250
নায়ক সদস্য                        480               500
কিংবদন্তি                        780                  1030+   
  

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।


এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।


মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।



বিশেষ দ্রষ্টব্য : নিজে বাংলায় লিখি এবং অন্য কে বাংলায় লিখতে সাহায্য করি দিন শেষে আমাদের একটা সাব ফোরাম দরকার শুধু এত টুকু জানি | কেউ ভুলের উর্ধে নয় | ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করি |

newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 07:16:44 AM
জি আমি আপনার সাথে  একমত যে (পল্কাদত) বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে । (পল্কাদত ) এখন ৩ নাম্বার ব্লকচেইন  cryptocurrency বাজারে  এবং এর অনেক ডেভেলপমেন্ট চলতেছে । এবং পল্কাদত এ নুতুন  পল্কা বিটিসি আসতেছে । জা আমরা ২০২১ এ বাজারে পেয়ে যাব । যা  বিটিসি চাহিদা কমাতে পারে । এখন শুদু সময়ের বেপার । আমি একজন ডেভেলপার হিসেবে আম পল্কাদত এর অনেক পরিবরতন দেখেছি । আমার বিশ্বাস সামনে দিন গুলোতে এথেরেউম তাঁর মার্কেট শেয়ার কিছু হলেও হারাবে পল্কাদত এর জন্য ।
ভাল থাকবেন ,ধন্যবাদ সবাইকে ।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 06:55:12 AM
@adorable80esan
মেরিট কিংবা র‍্যাংক, এইসব নিয়ে অনেক পোস্ট আছে। একটু ভালো করে আগের পোস্টগুলো দেখুন এবং এই থ্রেডের মেইন পোস্টটি দেখুন ওইখানে কিছু পোস্টের লিংক দেয়া আছে যেগুলো পড়লে অবশ্যই আপনার দরকারী সব তথ্য পেয়ে যাবেন।
Jump to: