Author

Topic: বাংলা (Bengali) - page 393. (Read 5719322 times)

hero member
Activity: 1498
Merit: 537
December 14, 2020, 11:44:14 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

Math ওয়ালেট আমি কখনো ব্যবহার করিনি এটার ফি ক্যামন বলতে পারেন? ট্রাস্ট ওয়ালেট অনেকেই এখন ব্যাবহার করছে কয়েনবেজ ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকেই কয়েনবেজ অনেকের ডলার নাকি আটকে দিচ্ছে বিভিন্ন্য কারন দেখিয়ে, এই ধরনের সমস্যা গুলা আমাদের জন্যে অনেক খারাপ একদিকে বাংলাদেশে বিটক্যেন অবৈধ অন্যদিকে এক্সচেঞ্জ গুলা সমস্যা করলে অনেক মানুষ বিপদে পরে যাবে প্রতিবারে অনেক ফি দিতে হবে ।
ফী আসলে নিজের মতো চেঞ্জ করা যায় না যেভাবে ট্রাস্ট ওয়ালেট এ করা যায়। তবে সেটা বিটকয়েন এর ক্ষেত্রেও কিনা সেটা আমার জানা নাই। আমি মূলত আমার tron ওয়ালেট ব্যবহার করে থাকি math ওয়ালেট এ।
member
Activity: 86
Merit: 21
December 14, 2020, 10:54:03 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

Math ওয়ালেট আমি কখনো ব্যবহার করিনি এটার ফি ক্যামন বলতে পারেন? ট্রাস্ট ওয়ালেট অনেকেই এখন ব্যাবহার করছে কয়েনবেজ ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকেই কয়েনবেজ অনেকের ডলার নাকি আটকে দিচ্ছে বিভিন্ন্য কারন দেখিয়ে, এই ধরনের সমস্যা গুলা আমাদের জন্যে অনেক খারাপ একদিকে বাংলাদেশে বিটক্যেন অবৈধ অন্যদিকে এক্সচেঞ্জ গুলা সমস্যা করলে অনেক মানুষ বিপদে পরে যাবে প্রতিবারে অনেক ফি দিতে হবে ।
full member
Activity: 1526
Merit: 110
December 14, 2020, 10:45:26 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবুও আমি আরো একটু যোগ করতে চাই। আপনি যদি অল্প পরিমান বিটকয়েন অল্প দিনের জন্য হোল্ড করতে চান তবে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং এর বিশ্বস্ততাও যথেষ্ট।
এছাড়াও আপনি নিচের টপিকটি পড়তে পারেন। এখান থেকে অনেককিছু জানতে পারবেন।
[General] Bitcoin Wallets - Which, what, why?
hero member
Activity: 1498
Merit: 537
December 14, 2020, 06:11:23 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 13, 2020, 08:25:01 PM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
কোল্ড ওয়ালেট।
প্রথমত, পেপার ওয়ালেট সর্বোত্তম। তবে পেপার ওয়ালেট যদি অনলাইনে জেনারেট করা হয় সেটা রিস্কি। তাই অফলাইনে জেনারেট করতে হবে। নোট- পেপার ওয়ালেট থেকে যখন বিটকয়েন মুভ করবেন তখন একটি ট্রাঞ্জেকশনে সব বিটকয়েন মুভ করবেন।
পেপার ওয়ালেট এর পাশাপাশা হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করা যায়। লেজার, ট্রেজর, কিপকি এইগুলো ভালো হার্ডওয়্যার ওয়ালেট।
newbie
Activity: 616
Merit: 0
December 13, 2020, 10:15:24 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 13, 2020, 09:00:25 AM
আজ আমাদের সিনিয়র ভাই @Little Mouse এর শুভ জম্নদিন। জম্নদিনের অনেক শুভেচ্ছা ভাই ,অনেক ভালো এবং হাসিখুশি থাকবেন আর এভাবেই এক্টিভ থেকে সাহায্য করতে থাকবেন।  Wink

@Little Mouse জন্মদিনের শুভেচ্ছা ভাই। আশা করি ভাল থাকবেন পরবর্তী সময় গুলোতে আর সুন্দর সুন্দর পোষ্টের মাধ্যমে আমাদের সকলকে সহযোগীতা করা অব্যহত রাখবেন। আর আমাদের জন্যও দোয়া রাখবেন।
full member
Activity: 1526
Merit: 110
December 12, 2020, 10:30:57 PM
যদিও অতীতে এই থ্রেডের অবস্থাও ভালো ছিল না যা বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে।
আমাদের লোকাল বোর্ডের প্রথম দিকের পোস্ট খেয়াল করলে দেখা যায় হাই, হ্যালো টাইপের পোস্টের সংখ্যাই বেশি। কিন্তু এখন অনেক গঠনমূলক পোস্ট হচ্ছে। এধরনের পোস্টের মাধ্যমে আমাদের জ্ঞানও অনেক বৃদ্ধি পাচ্ছে।

আমরা অতীতেও চেষ্টা করেছি এখনো করছি একটি পূর্নাঙ্গ লোকাল বোর্ড পাওয়ার জন্য। এভাবে চেষ্টা করলে একদিন অবশ্যই পেয়ে যাব।

তবে দুঃখের বিষয় এই যে আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বার কম তার উপর আবার কিছু মেম্বার নিজেদের মধ্যে ছোট-খাট ভুল বোঝাবুঝির জন্য এখানে এক্টিভ হচ্ছেন না। আমি আশা করবো উনারা বৃহত্তর স্বার্থে নিজেদের ছোট-খাট রাগ দুঃখ ভুলে যাবেন। আমি জানি উনারা আমাদের লোকাল বোর্ডের পোস্টগুলো প্রতিদিন পড়েন কারন উনারা এই বোর্ডকে অন্তর থেকে ভালবাসেন।
jr. member
Activity: 99
Merit: 4
December 12, 2020, 08:27:47 PM
বাংলাদেশিদের জন্যে পুর্নাংগ বোর্ড আগামিতে পাওয়া যাবে আমরা সতর্কতার সাথে বাংলাতে হেল্পফুল পোস্ট প্রতিনিওত করতে থাকলে সময় লাগবে তবে আমরা বাংলা বোর্ড পাবো। একে অন্যকে সাহাজ্য করতে থাকলে এখানে গঠন মুলক পোস্ট অনেক বেশি এটার মাধ্যমে তখন সবাই উপক্রিত হবে।
আগামীতে পাওয়া যাবে ঠিক কিন্তু অনেক দেরী আছে। অতীতে  অনেকেই চেষ্টা করেছেন, এখনো করছেন কিন্তু লোকাল বোর্ড পাওয়া হল না। যদিও অতীতে এই থ্রেডের অবস্থাও ভালো ছিল না যা বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে।
দিন দিন বাংলাদেশের অনেক মানুষ ক্রিপটো বিশ্বের পথে আসছে।আর হিউজ পরিমান সদস্য রয়েছে বাংলাদেশের।  তবে সকলে ক্রিপটো বিশ্বের সকল কিছু সম্পর্কে জানেনা। ধীরে ধীরে বাংলাদেশের অনেক লোক ক্রিপটো বিশ্বে প্রবেশ করেছে।আমাদের লোকাল বোর্ড পেতে আরো সময় লাগবে বলে মনে করি। তবে আমাদের সকলের বেশী সময় দিতে।  এবং সকলের ভালো মানের পোস্ট এবং তুলে ধরতে হবে। যার ফলে আমরা সামনের দিকে অগ্রসর হবো।
jr. member
Activity: 99
Merit: 4
December 12, 2020, 08:18:00 PM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।
ভাই আমি কয়েনবেস ওয়ালেটের ভক্ত ছিলাম।তাহলে আজ বুঝতে পারলাম কয়েনবেস কেমন। তবে কয়েনবেস সুরক্ষার দিকে অনেক ভালো এগিয়ে। আমি কয়েন ধরে রাখার জন্য কয়েনবেস ওয়ালেট ব্যবহার করিনা। তবে নন কাস্টোডিয়াল ওয়ালেট সবচেয়ে ভালো। সেখানে নিজের মতো প্রাইভেট কী থাকে, যার ফলে কেউ সেখান থেকে অর্থ কন্টোল করতে পারবে না
sr. member
Activity: 308
Merit: 280
December 12, 2020, 04:47:21 PM
বাংলাদেশিদের জন্যে পুর্নাংগ বোর্ড আগামিতে পাওয়া যাবে আমরা সতর্কতার সাথে বাংলাতে হেল্পফুল পোস্ট প্রতিনিওত করতে থাকলে সময় লাগবে তবে আমরা বাংলা বোর্ড পাবো। একে অন্যকে সাহাজ্য করতে থাকলে এখানে গঠন মুলক পোস্ট অনেক বেশি এটার মাধ্যমে তখন সবাই উপক্রিত হবে।
আগামীতে পাওয়া যাবে ঠিক কিন্তু অনেক দেরী আছে। অতীতে  অনেকেই চেষ্টা করেছেন, এখনো করছেন কিন্তু লোকাল বোর্ড পাওয়া হল না। যদিও অতীতে এই থ্রেডের অবস্থাও ভালো ছিল না যা বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে।
member
Activity: 308
Merit: 22
December 12, 2020, 12:11:36 PM
আজ আমাদের সিনিয়র ভাই @Little Mouse এর শুভ জম্নদিন। জম্নদিনের অনেক শুভেচ্ছা ভাই ,অনেক ভালো এবং হাসিখুশি থাকবেন আর এভাবেই এক্টিভ থেকে সাহায্য করতে থাকবেন।  Wink
full member
Activity: 1526
Merit: 110
December 12, 2020, 11:30:02 AM
আমি আছি বাংলাদেশ থেকে  Embarrassed
আমরা সকল বাংলাদেশী আজকে আপনার জন্য ধন্য হলাম। নতুন একাউন্ট খুলেছেন আজকে। দুইটা পোস্ট করেছেন এখন পর্যন্ত দুইটাই স্প্যাম পোস্ট। প্রথম পোস্ট করেছেন Rbitex বাউন্টি ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইন ৪ সপ্তাহের এবং গত ১১ তারিখে ৪ সপ্তাহ শেষ হয়েছে। আপনি ৫ নাম্বার সপ্তাহের রিপোর্ট পোস্ট করেছেন। SPQRCoin এর চোখে পড়লে রেড ট্রাস্ট খাবেন। এখনো সাবধান হন। গঠনমূলক পোস্ট করুন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 12, 2020, 09:10:18 AM
মার্জিন ট্রেডে লোন নেয়া যায় ব্রোকার থেকে এইটা ঠিক তবে লোন এর রয়েছে অনেক শর্ত। আপনার এক্সচেঞ্জ ওয়ালেটে নির্দিষ্ট পরিমান অন্য কয়েন থাকতে হবে এবং আপনার নতুন ইনভেস্ট করা কয়েনের দাম যদি একটা নির্দিষ্ট পরিমান কমে যায় তাহলে এক্সচেঞ্জ আপনার অন্য কয়েন সেল করে তাদের লোন রিকভার করবে।
jr. member
Activity: 560
Merit: 2
December 12, 2020, 02:43:35 AM
আমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই? ট্রেড এ কি ঝুকি আছে। কেউ জানলে আমাকে বলে সাহায্য করেন।
ট্রেড হলো কেনা বেচা করাকে বুঝিয়ে থাকে। আপনি যদি ক্রিপটো কয়েন দিয়ে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঝুকি নিতে হবে। ঝুকি ব্যতীত কোনো ট্রেড নেই। তবে আপনি মার্জিন ট্রেড করতে চান তাহলে আমি আপনাকে প্রথমে ক্রিপটো বিশ্বের সকল তথ্য ও জ্ঞান লাভ করার জন্য সুপারিশ করবো। কারন আপনি কয়েন সম্পর্কে কোনো ধারনা না জানেন, তাহলে আপনার জন্য ট্রেডিং খুবই ঝুকিপূর্ন হবে। তাই আপনাকে ক্রিপটো কয়েন সম্পর্কে সকল ধারনা নিতে হবে। এবং একটি কয়েন এর অতীত বর্তমান ও গতিবিধি দেখতে হবে। তবে ট্রেড করার জন্য বিন্যান্স প্লাটফর্ম বেছে নিবেন। কারন এটি খুবই নিরাপদ ও সুরক্ষিত।  আর মার্জিন ট্রেডে ঝুকি রয়েছে। মার্জিন ট্রেড বলতে কোনো ব্রোকারের থেকে ঋন নিয়ে ট্রেড করা। আর আপনি যদি কারো থেকে ঋন নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য আরো ঝুকিপূর্ণ হয়ে গেলো।  তবে যাদের ট্রেড করার জন্য পর্যাপ্ত অর্থ নেই তারা ব্রোকারদের থেকে ঋন নেয়। তবে যারা ট্রেড এক্সপার্ট তাদের জন্য মার্জিন ট্রেড করা ভালো হবে। নয়তো নবাগত ট্রেডারদের আমি মার্জিন ট্রেড করার পরামর্শ কখনো দিতে পারিনা
মার্জিন ট্রেড এর সম্পর্কে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যে বললেন ট্রেড করার জন্য বিন্যাস প্লাটফর্ম বেছে নিতে হবে,কিন্তু এটা আমি কিভাবে করবো?এ সম্পর্কে আপনার জানা থাকরে বলবেন।
jr. member
Activity: 99
Merit: 4
December 12, 2020, 01:25:20 AM
আমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই? ট্রেড এ কি ঝুকি আছে। কেউ জানলে আমাকে বলে সাহায্য করেন।
ট্রেড হলো কেনা বেচা করাকে বুঝিয়ে থাকে। আপনি যদি ক্রিপটো কয়েন দিয়ে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঝুকি নিতে হবে। ঝুকি ব্যতীত কোনো ট্রেড নেই। তবে আপনি মার্জিন ট্রেড করতে চান তাহলে আমি আপনাকে প্রথমে ক্রিপটো বিশ্বের সকল তথ্য ও জ্ঞান লাভ করার জন্য সুপারিশ করবো। কারন আপনি কয়েন সম্পর্কে কোনো ধারনা না জানেন, তাহলে আপনার জন্য ট্রেডিং খুবই ঝুকিপূর্ন হবে। তাই আপনাকে ক্রিপটো কয়েন সম্পর্কে সকল ধারনা নিতে হবে। এবং একটি কয়েন এর অতীত বর্তমান ও গতিবিধি দেখতে হবে। তবে ট্রেড করার জন্য বিন্যান্স প্লাটফর্ম বেছে নিবেন। কারন এটি খুবই নিরাপদ ও সুরক্ষিত।  আর মার্জিন ট্রেডে ঝুকি রয়েছে। মার্জিন ট্রেড বলতে কোনো ব্রোকারের থেকে ঋন নিয়ে ট্রেড করা। আর আপনি যদি কারো থেকে ঋন নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য আরো ঝুকিপূর্ণ হয়ে গেলো।  তবে যাদের ট্রেড করার জন্য পর্যাপ্ত অর্থ নেই তারা ব্রোকারদের থেকে ঋন নেয়। তবে যারা ট্রেড এক্সপার্ট তাদের জন্য মার্জিন ট্রেড করা ভালো হবে। নয়তো নবাগত ট্রেডারদের আমি মার্জিন ট্রেড করার পরামর্শ কখনো দিতে পারিনা
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 12, 2020, 01:23:58 AM
.....<>...
ভাই আপনার লেখার ধরন দেখে মনে হচ্ছে আপনি এটি কোথাও থেকে অনুবাদ করেছেন। যদি সত্যিই অনুবাদ করে থাকেন তবে সোর্স লিঙ্কটা দেন। কারন সোর্স লিঙ্ক ছাড়া এটি plagiarism হবে। আর plagiarism ধরা পড়লে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।

আমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই?
উপরের বাক্যে আপনি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। এখন আপনিই বলুন এই বাক্যটা দিয়ে কি কোন প্রশ্ন জিজ্ঞাসা হয়েছে। আপনি দুই এক দিন আগেও মার্জিন ট্রেড নিয়ে প্রশ্ন করেছিলেন এবং আমাদের এক ভাই @risatrakib খুব সুন্দর করে উত্তর দিয়েছেন।

ভাই এক লাইনের স্প্যাম পোস্ট না করে একটু আলোচনায় অংশগ্রহন করুন। আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে এক্টিভিটিও বেড়ে যাবে।
jr. member
Activity: 560
Merit: 2
December 11, 2020, 11:20:21 PM
আমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই? ট্রেড এ কি ঝুকি আছে। কেউ জানলে আমাকে বলে সাহায্য করেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 11, 2020, 11:00:06 PM
ধন্যবাদ Cadaver20
প্লে স্টোরে এমন অনেক ওয়ালেট রয়েছে যেগুলো স্ক্যাম হয় বেশিরভাগ ওয়ালেটই যদিও গুগল এই ব্যাপারে খুব বেশি কিছু করছে না কিংবা তাদের কিছু করারও নেই কারণ সব এপ ম্যানুয়ালি চেক করা পসিবল ও না।
সে যাই হোক, অনেকেই দেখি কয়েনবেজ কিংবা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করেন। ইলেকট্রাম এর এনড্রয়েড ভার্সন খুবই ইউজার ফ্রেন্ডলি। এত সহজ এবং ভালো ওয়ালেট থাকতে ওয়েব ওয়ালেট কিংবা কাস্টোডিয়াল ওয়ালেট ব্যবহার করার দরকার কি?
বলে রাখা ভালো, ইলেকট্রাম এর যে কোন এপ তাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন- www.electrum.org
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 11, 2020, 10:43:19 PM
গতকাল আমি গুগল প্লেতে ভুয়া ওয়ালেটগুলির একটি তালিকা তৈরি করেছিলাম। সেই তালিকায় আরো একটি ওয়ালেট যোগ হল আজকে। আপনারা যারা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করতে চান তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসল ব্লকচেইন ওয়ালেট ডাউনলোড করে ব্যবহার করবেন।

ফেক ব্লকচেইন ওয়ালেট:


প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.andreys.blockchainwallet

এই ফেক অ্যাপ সম্পর্কে কিছু রিভিউ:



আসল ব্লকচেইন ওয়ালেট:


প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=piuk.blockchain.android

অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক:
www.blockchain.com

আপনারা উপরের লিঙ্ক থেকে আসল ব্লকচেইন ওয়ালেট ডাউনলোড করতে পারবেন।
Jump to: