এক দশক আগে হ্যাকিংয়ের কারনে জাপানের বিটকয়েন এক্সচেঞ্জ মাউন্ট গক্স বন্ধ করে দেওয়া হয়েছিলো। ওই এক্সচেঞ্জের গ্রাহকদের আটকে পড়া বিটকয়েন ফেরত দেওয়ার ঘোষণা হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম কমতে শুরু করেছে।
হ্যাকিংয়ের কারণে বিটকয়েন এক্সচেঞ্জ মাউন্ট গক্স থেকে হাতছাড়া হয়েছিল, যা প্রায় ৯ লাখ ৫০ হাজারের মতো বিটকয়েন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৮ বিলিয়ন ডলার। আবারো, ২০১৪ সালে দেউলিয়া হয়ে মাউন্ট গক্স বন্ধ হয়ে গেলেও, পরবর্তীতে হাতছাড়া হওয়া এই বিটকয়েনের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার বিটকয়েন পুনরূদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য ৯ বিলিয়ন ডলারেরও বেশি। মাউন্ট গক্সের বর্তমান ট্রাস্টি এই বিটকয়েনগুলো যথাযথ প্রাপকের কাছে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলো গত সোমবারে তার পর থেকেই কমতে শুরু করে বিটকয়েনের দাম। গত শুক্রবার থেকে জানা যায় গ্রাহকদের পাওনা বিটকয়েন বিভিন্ন এক্সচেঞ্জে সরবরাহ করেছিলো, তার পরে আরো কিছুটা বিটকয়েনের দাম কমে যায়। শুধু বিটকয়েন নয় পাশাপাশি অন্যান্য কয়েনের দাম কমেছে।
যাইহোক, এখনো আশাবাদী আমরা বুলরান শিগ্রই দেখতে পাবো। বাজার অস্থির হয়ে পড়া দেখে আমাদের হতাশ হওয়া চলবে না, ধৈর্য ধরতে হবে আবার বিটকয়েনে তার আগের অবস্থানে ফিরে আসবে।
👉নিউজ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:-👈
যদি পুর্বের বুলরানের মতো এই বছরের বুলরান শুরু হয় তাহলে আমরা শিগ্রই বড় বুলরান দেখতে পাবো যা উপরের পিকচার থেকে বুঝা যায়।
পিক সোর্স: