অনেক bounty আছে। ৪_৫ সপ্তাহ কাজটা চালানো কথা। যখন জয়েন করে ১ থেকে ২ সপ্তাহ কাজ করে। তারপর পালিয়ে যায়। তখন আমাদের মত অনেক নতুন মেম্বার আর কাজ করতে চায় না।
তাতে আমার করুনিও কি? দয়া করে আমাকে বলবেন।
ধন্যবাদ সবাইকে।
আসলে কোনো প্রজেক্ট কখন স্ক্যাম করবে সেটা বলা মুশকিল। তবে যদি কোন প্রজেক্ট করে তাহলে সেখানে আসলে তেমন কিছুই করার থাকে না। কারন আমরা আগে কাজ করি তারপর রিওয়ার্ড ক্লেইম করি। এর ফাকে যদি টিম চিটিং করে সেখানে আর কিছুই করার থাকে। আর তাতে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর বাউন্টি করার ক্ষেত্রে দেখেশুনে বুঝে সব যাচাই করে ভালো মনে হলেই করা উচিত। আর না হয় সব বৃথা যাবে।
এখন অনেক উচ্চতর র্যাঙ্কিং ফোরামের সদস্যরাও SCAM Bounty Promote করছে। Arteezy.rtx Full Member পর পর ৪টা SCAM Bounty Promote করেছে। IAT, CITIOS,
XCARD, BIZpaye
Wapinter - Legendary Member তিনিও SCAM Bounty Promote করেছে।
আগেই বলেছি এটা ম্যানাজার ঠিক করেনা। ম্যানাজার কে ভাড়া করা হয় পরিচালনার জন্য। অনেক ছোটো রেঙ্ক নিয়ে অনেকে ভালো করছে। আর আমি কয়েকজন ম্যানাজার এর সাথে কাজ করেছি। সেজন্য বলা যায় এটা ম্যানাজারকে দোষারোপ করা ভুল।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। মানে ম্যানাজার যুক্ত থাকতে পারে, এটিও অস্বাভাবিক নয়। তবে এর পরিমাণ অনেক কম হবে।
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?
এটা এতো সিউর হয়ে বলা যায় না। কারন বিটকয়েনের দাম স্থির নয়। আর এটি প্রতিনিয়ত পরিবর্তন হয়। তবে একটা সম্ভাবনা থেকে যায়। কারন ২০১৭ সালের এই টাইমে ভালো একটা পাম্প হয়েছিল। তাই ভালো কিছু আশা করা যায়। আর এবছর কিছু ভালো নিউজ আসতেছে পর্যায়ক্রমে যা বিটকয়েন প্রাইসের জন্য খুবই পজিটিভ। আবার আমেরিকার নির্বাচন একটা বড় প্রভাব ফেলবে মনে হচ্ছে।
বিটকয়েনটক একাউন্ট প্রায়ই নষ্ট হয়ে যায়, কারন কি?
এক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে। কে কোনটার ভুক্তভোগী সেটা তো বলতে পারছি না। তবে সবচেয়ে বেশি ব্যান হয় স্পামিং করার কারনে। আর গাইডলাইন/রুলস ফলো করলে আর এই সমস্যা হবে না বলে আশা করি।
ফোরামের রুলস/গাইডলাইন ফলো করা উচিত সবার, তাহলে আর কোনো রিস্ক থাকবে না।