Author

Topic: বাংলা (Bengali) - page 404. (Read 5716164 times)

jr. member
Activity: 616
Merit: 1
November 25, 2020, 02:55:22 PM
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।

ভাই এটা কিন্তু মনের কথা বলছেন। আমাদের বাহির থেকে মেরিট আসে না বললেই চলে।হয়তো দু একজন পায় কিনা জানি না।একটা সময় ছিলো আমাদের পোস্ট গুলার তেমন কোয়ালিটি ছিলো না।কিন্তু এখন আমরা যে কোয়ালিটির পোস্ট করছি তাতে আমাদের মেরিট আসার কথা।  কিন্তু আমরা তেমন কিছুই পাই না।তাই আমিও বলবো আমাদের ফোরাম এর যারা মেরিট দিতে আগ্রহী তাদের প্রতি আমার অনুরোধ তারা আমাদের ফোরাম এর সদস্যদের দিয়েন।
ধন্যবাদ



ভাই আপনাদের  কথাই যুক্তি আছে। লোকাল বোর্ডের যারা সিনিয়র সদস্য আছে তাদের এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত । আমরা যারা নতুন আছি যদি মেরিট পাই তা হলে পোস্ট করার ইচ্ছা আর বৃদ্ধি পাবে। আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ালে আমাদের জন্য ভাল। আশা রাখি সিনিয়রদের পতি তাই আজ ও পোস্ট করি আমাদের লোকাল বোর্ডে।
jr. member
Activity: 616
Merit: 1
November 25, 2020, 02:39:17 PM
বর্তমানে যা বিটকয়েনর অবস্থান তা মনে হয় আর বেশি দিন টিকশই থাকবে না ।
এটা আমার ধারণা । আশা করি আমার সিনিয়র ও জনিওর ভাইদের ধারণাটা ও যানতে পারব।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 25, 2020, 10:49:44 AM
আপনার গ্রুপ এ যাবার প্রয়োজন নাই। আমি আপনাকে ২০১৭ আর ২০২০ এর বুল রান এর মধ্যে পার্থক্যটা দেখতে বলছি শুধু। মার্কেট ডিপ এ যাবেই আজ হোক কাল।

আমার কোনো গ্রুপ নেই এবং ওই গ্রুপটি @Little Mouse ভাইয়ের এবং বাউন্ট হান্টারদের সহযোগিতার জন্য তৈরি করা হয়েছে, যেন এখানে সবাই বাউন্টি সম্পর্কিত পোষ্ট কম করে। আর এখানে কে কেমন জানে এটা বিষয় নয়, বিষয় হলো অন্যজন যে ভিন্নমত দিচ্ছে সেটি কোনবিষয়ে বলতেছে, সেটি বুঝতে পারার উপর। আর আপনিও সহমত যে, মার্কেটে ডিপ আসবে, আমি সেটির উপর ফোকাস করেছিলাম। আর প্রত্যেক পাম্পের পরই কিছুটা হলেও কারেকশন হয়।  Wink




ভাই, আপনাগো মতে next ATH আনুমানিক কোন সময়ে হইব আর তখন BTC'র USD value কত হইব?

এটি কেউ বলতে পারবে না, সবাই শুধু অনুমান করে এবং মার্কেটে কত রিটেইল ইনভেস্টর আসতেছে, মার্কেটের ট্রেন্ড কেমন, ইন্ডিকেটর কেমন অবস্থায় আসে এবং নতুন কোনো বড় কিছু হতে যাচ্ছে কিনা ইত্যাদির উপর । অনেকে তো অনুমান করেছে যে, এবার বিটিসির মূল্য ২৫০ হাজার ডলারেরও উপরে যাবে। কিন্তু কী হবে, কেউ সঠিকভাবে বলতে পারবে না।
member
Activity: 308
Merit: 22
November 25, 2020, 10:40:58 AM
ভাই, আপনাগো মতে next ATH আনুমানিক কোন সময়ে হইব আর তখন BTC'র USD value কত হইব?
কেউ নিশ্চিত করে এইটা বলতে পারবে না ভাই৷ তবে আশা করি আগামী ৪/৫ দিনের মধ্যেই নতুন অল টাইম হাই পাব। আগের হাই রেসিস্টেন্ট হিসেবে কাজ করবে এবং সেটা ক্রস করা খুব সহজ হবেনা। তবে একবার ক্রস করতে পারলে খুব ভালো কিছু আশা করা যায়।
আইডিয়া করাটাও বোকামি, কেউই বলতে পারবেনা আগামী ৩-৪ দিনের মধ্যে বিটকয়েনের দাম কেমন হবে কিন্তু কারো কোনো প্রকার সন্দেহ নেই যে খুব শিগ্রহী নিউ অল টাইম ক্রস করবে। বিটকয়েন মার্কেট যে কতটা আনপ্রেডিকটেবল তা এক্সপেরিয়েন্স না করলে বুঝা মুশকিল। বছরের শুরুতে কি প্রাইস ছিল আর এখন কি প্রাইস......

sr. member
Activity: 308
Merit: 280
November 25, 2020, 09:54:34 AM
ভাই, আপনাগো মতে next ATH আনুমানিক কোন সময়ে হইব আর তখন BTC'র USD value কত হইব?
কেউ নিশ্চিত করে এইটা বলতে পারবে না ভাই৷ তবে আশা করি আগামী ৪/৫ দিনের মধ্যেই নতুন অল টাইম হাই পাব। আগের হাই রেসিস্টেন্ট হিসেবে কাজ করবে এবং সেটা ক্রস করা খুব সহজ হবেনা। তবে একবার ক্রস করতে পারলে খুব ভালো কিছু আশা করা যায়।
jr. member
Activity: 35
Merit: 3
November 25, 2020, 09:49:42 AM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

Grin ভালো হয় যদি আপনি ওনার লেখা লাইনটা পড়েন। ওনি বলেছেন যে, ২০১৭ এর মতো মার্কেট ক্রাশ হবে না, যেটি সাধারণত ২০১৮ তে হয়েছিল। আমি মার্কেট ক্রাশ হওয়া নিয়ে কথা বলেছি, নাকি বুলরান। আর আপনি দেখি জেদ নিয়ে আছেন যে, আপনি ১০০০% সঠিক এবং আমি যে একটা বিষয়ের অপর দিক দেখাচ্ছি সেটি মোটেও সঠিক নয়।  Roll Eyes আমি তো এর আগের পোষ্টটে পরোক্ষভাবে বললাম যে বুলরান হবে। হুদাই অল্প একটু পইড়া ৬ কে ৯ বানানোর অভ্যাস আমার না। পারললে BountyHunk টেলিগ্রাম গ্রুপে দেখেন, বিটিসির মূল্য যখন ১২ কিংবা ১৫ হাজার ডলার ছিল, তখন থেকে সবাইকে বলতেছিন, বিটিসির বুলরান চলতেছে এবং নতুন সর্বোচ্চ মূল্য (ATH) তৈরি হবে।

আমি কথা বলতেছি, মার্কেট ক্রাশ হবে কিনা, আর আপনি পইরা আছেন বুল রান নিয়ে। এত বুদ্ধি আমার থাকলে আমি তো ঘুমাতেই পারতাম না। আর আমি নিউজ পোর্টালরা পেইড নিউজও পাবলিশ করে, যেমন Q4 এর টপ অল্টকয়েনের লিস্ট, যেগুলো পেইড হয়। আর @istiak2277 নিউজ পোর্টালের রেফারেন্স বেশি দিতেছে বিগত পোষ্টগুলোতে, তাই তাকে এই বিষয়টি লক্ষ্য রাখার ঈজ্ঞিত দিয়েছে। এখন যদি আপনি বেশি বুঝে ৬ কে ৯ বানান আমার করার কিছু নাই।

অনেক হইচ্ছে, অন্ধকে পথ দেখায় আমার লাভ নাই।
বুঝতে পারছি আপনে অনেক জানেন। আপনার গ্রুপ এ যাবার প্রয়োজন নাই। আমি আপনাকে ২০১৭ আর ২০২০ এর বুল রান এর মধ্যে পার্থক্যটা দেখতে বলছি শুধু। মার্কেট ডিপ এ যাবেই আজ হোক কাল।  ক্রিপ্টো মার্কেট সব সময় sideway তে চলে না। যাই হোক আমি চাইনা ফোরাম এ নিজেদের মধ্যে ঝগড়া করতে। এমনিতেই বাংলাদেশি মেম্বার কম তার মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য ভালো না। ক্রিপ্টো মার্কেট unpredictable তাই সবার আলাদা মতামত থাকতে পারে। আমি সবার মতামতকেই রেস্পেক্ট করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্যে।
ভাই, আপনাগো মতে next ATH আনুমানিক কোন সময়ে হইব আর তখন BTC'র USD value কত হইব?
hero member
Activity: 1498
Merit: 537
November 25, 2020, 12:24:17 AM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

Grin ভালো হয় যদি আপনি ওনার লেখা লাইনটা পড়েন। ওনি বলেছেন যে, ২০১৭ এর মতো মার্কেট ক্রাশ হবে না, যেটি সাধারণত ২০১৮ তে হয়েছিল। আমি মার্কেট ক্রাশ হওয়া নিয়ে কথা বলেছি, নাকি বুলরান। আর আপনি দেখি জেদ নিয়ে আছেন যে, আপনি ১০০০% সঠিক এবং আমি যে একটা বিষয়ের অপর দিক দেখাচ্ছি সেটি মোটেও সঠিক নয়।  Roll Eyes আমি তো এর আগের পোষ্টটে পরোক্ষভাবে বললাম যে বুলরান হবে। হুদাই অল্প একটু পইড়া ৬ কে ৯ বানানোর অভ্যাস আমার না। পারললে BountyHunk টেলিগ্রাম গ্রুপে দেখেন, বিটিসির মূল্য যখন ১২ কিংবা ১৫ হাজার ডলার ছিল, তখন থেকে সবাইকে বলতেছিন, বিটিসির বুলরান চলতেছে এবং নতুন সর্বোচ্চ মূল্য (ATH) তৈরি হবে।

আমি কথা বলতেছি, মার্কেট ক্রাশ হবে কিনা, আর আপনি পইরা আছেন বুল রান নিয়ে। এত বুদ্ধি আমার থাকলে আমি তো ঘুমাতেই পারতাম না। আর আমি নিউজ পোর্টালরা পেইড নিউজও পাবলিশ করে, যেমন Q4 এর টপ অল্টকয়েনের লিস্ট, যেগুলো পেইড হয়। আর @istiak2277 নিউজ পোর্টালের রেফারেন্স বেশি দিতেছে বিগত পোষ্টগুলোতে, তাই তাকে এই বিষয়টি লক্ষ্য রাখার ঈজ্ঞিত দিয়েছে। এখন যদি আপনি বেশি বুঝে ৬ কে ৯ বানান আমার করার কিছু নাই।

অনেক হইচ্ছে, অন্ধকে পথ দেখায় আমার লাভ নাই।
বুঝতে পারছি আপনে অনেক জানেন। আপনার গ্রুপ এ যাবার প্রয়োজন নাই। আমি আপনাকে ২০১৭ আর ২০২০ এর বুল রান এর মধ্যে পার্থক্যটা দেখতে বলছি শুধু। মার্কেট ডিপ এ যাবেই আজ হোক কাল।  ক্রিপ্টো মার্কেট সব সময় sideway তে চলে না। যাই হোক আমি চাইনা ফোরাম এ নিজেদের মধ্যে ঝগড়া করতে। এমনিতেই বাংলাদেশি মেম্বার কম তার মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য ভালো না। ক্রিপ্টো মার্কেট unpredictable তাই সবার আলাদা মতামত থাকতে পারে। আমি সবার মতামতকেই রেস্পেক্ট করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্যে।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 24, 2020, 08:10:14 PM
ভাইয়া আর একটি প্রশ্ন ছিল আমি যদি এই বোর্ড এবং বাউন্টি করি তাহলে কি একাউন্ট সাসপেন্ড হবে??
না। আপনি যদি বাউন্টি সেকসনে কাজ করেন এবং মাঝেমাঝে বাংলাদেশ বোর্ডে পোস্ট করেন তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হবে না। এমনকি আপনি যদি শুধু বাউন্টি করেন তবুও আপনার একাউন্ট সাসপেন্ড হবে না। কারন আমি কিছু আইডি দেখেছি যারা Newbie বা Jr. Member এবং তাদের এক্টিভিটি ১০০০ এর বেশি বা ৮০০-৯০০। তারা শুধু বাউন্টিতে কাজ করে। যদি শুধু বাউন্টিতে কাজ করলে একাউন্ট সাসপেন্ড হত তবে তাদের একাউন্ট অনেক আগেই সাসপেন্ড হয়ে যেত। আপনার একাউন্ট সাসপেন্ড হবে তখনই যখন আপনি ফোরামের কোন নিয়ম ভঙ্গ করবেন। আমি আপনাদের জন্য ফোরামের নিয়মগুলো বাংলায় অনুবাদ করেছি। আপনি চাইলে সেগুলো একবার পড়তে পারেন।
https://bitcointalksearch.org/topic/m.55551271
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 24, 2020, 01:55:47 PM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

Grin ভালো হয় যদি আপনি ওনার লেখা লাইনটা পড়েন। ওনি বলেছেন যে, ২০১৭ এর মতো মার্কেট ক্রাশ হবে না, যেটি সাধারণত ২০১৮ তে হয়েছিল। আমি মার্কেট ক্রাশ হওয়া নিয়ে কথা বলেছি, নাকি বুলরান। আর আপনি দেখি জেদ নিয়ে আছেন যে, আপনি ১০০০% সঠিক এবং আমি যে একটা বিষয়ের অপর দিক দেখাচ্ছি সেটি মোটেও সঠিক নয়।  Roll Eyes আমি তো এর আগের পোষ্টটে পরোক্ষভাবে বললাম যে বুলরান হবে। হুদাই অল্প একটু পইড়া ৬ কে ৯ বানানোর অভ্যাস আমার না। পারললে BountyHunk টেলিগ্রাম গ্রুপে দেখেন, বিটিসির মূল্য যখন ১২ কিংবা ১৫ হাজার ডলার ছিল, তখন থেকে সবাইকে বলতেছিন, বিটিসির বুলরান চলতেছে এবং নতুন সর্বোচ্চ মূল্য (ATH) তৈরি হবে।

আমি কথা বলতেছি, মার্কেট ক্রাশ হবে কিনা, আর আপনি পইরা আছেন বুল রান নিয়ে। এত বুদ্ধি আমার থাকলে আমি তো ঘুমাতেই পারতাম না। আর আমি নিউজ পোর্টালরা পেইড নিউজও পাবলিশ করে, যেমন Q4 এর টপ অল্টকয়েনের লিস্ট, যেগুলো পেইড হয়। আর @istiak2277 নিউজ পোর্টালের রেফারেন্স বেশি দিতেছে বিগত পোষ্টগুলোতে, তাই তাকে এই বিষয়টি লক্ষ্য রাখার ঈজ্ঞিত দিয়েছে। এখন যদি আপনি বেশি বুঝে ৬ কে ৯ বানান আমার করার কিছু নাই।

অনেক হইচ্ছে, অন্ধকে পথ দেখায় আমার লাভ নাই।
hero member
Activity: 1498
Merit: 537
November 24, 2020, 12:57:47 PM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

আগের তুলনায় এক্সচেঞ্জগুলোতে বিটিসির হোল্ডিং কিংবা ট্রান্সজেকশন কম। এটার উত্তর সকল ক্রিপ্টো ব্যবহারকারীর জানা। কারণ এই বছরে যত এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কোনো ইনভেস্টরই চাইবে যে তার বিটিসি এক্সচেঞ্জে রাখতে, এছাড়াও এখনো বিটিস নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করে নাই। তাহলে তারা এক্সচেঞ্জে বিটিসি ট্রান্সফার করার কোনো মানেই হয় না।

এক্সচেঞ্জ হ্যাক হবার জন্য কেউ এবার BTC এক্সচেঞ্জ এ রাখছে না এটা আমার কাছে সঠিক মনে হচ্ছেনা। কারণ ২০১৭ তে ও অনেকগুলো এক্সচেঞ্জ হ্যাক হয়েছিল এবং এটা প্রতি বছর এ হয় কম বেশি। কিন্তু তারপরেও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এর ব্যবহার কমেনি। আর BTC ATH ক্রস  করলে বুল রান continue হবে কারণ ইনভেস্টর রা BTC buy করা শুরু করবে । বেশিরভাগ রিটেল ইনভেস্টর রা পুরাতন ATH হিট করার আগেই তাদের BTC sell দেয় কারণ এত এ রেসিস্টেন্স লেভেল।


 
newbie
Activity: 191
Merit: 0
November 24, 2020, 11:59:09 AM
টেলিগ্রাম বাউন্টি কিভাবে করে যদি কেউ বলতেন তাহলে খুব উপকার হত
টেলিগ্রাম বাউন্টি খুবই সহজ। টেলিগ্রাম বাউন্টি মূলত ২ ধরনের।
১. টেলিগ্রাম ক্যাম্পেইন।
2. টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইন।

প্রথম টাইপের ক্যাম্পেইনে শুধু জয়েন হতে হয়। মাঝেমাঝে দুই একটা পোস্ট করে এক্টিভ থাকতে হয়।

আর দ্বিতীয় টাইপের ক্যাম্পেইনে প্রজেক্টের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। আপনার টেলিগ্রাম আইডিতে প্রজেক্টের অফিসিয়াল এভাটার  এবং প্রজেক্টের নাম ব্যবহার করতে হবে। এরপর আপনাকে চাহিদা অনুযায়ী অন্যান্য ক্রিপ্টো রিলেটেড গ্রুপে পোস্ট করতে হবে। তবে অবশ্যই স্প্যামিং করা যাবে না। যেমন আপনি যদি একটি ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্য একটা প্রজেক্ট সম্পর্কে পোস্ট করেন তবে এটা স্প্যামিং হবে। আপনি যে প্রজেক্টের গ্রুপে লিখবেন সে প্রজেক্ট সম্পর্কেই লিখবেন।
এত সুন্দর করে বুঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া আর একটি প্রশ্ন ছিল আমি যদি এই বোর্ড এবং বাউন্টি করি তাহলে কি একাউন্ট সাসপেন্ড হবে??
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 24, 2020, 10:05:35 AM
  <-- snip -->

শুধু নিউজ সোর্স না দেখে ফ্যাক্ট গুলো যাচাই করুন। উনি যে পয়েন্টস গুলো নোট করেছেন তার সব এ আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। নিউজ মিডিয়া গুলো hype তৈরী করে এটা ঠিক আছে কিন্তু মার্কেট এনালাইসিস করলে ফ্যাক্ট গুলোর সত্যতা পাওয়া যায়। ওনার সব গুলো পয়েন্ট সত্য পাস্ট ডাটা এনালাইসিস করলে। আর ক্রিপ্টো মার্কেট এ একটা কথা প্রচলিত আছে" হিস্ট্রি রিপিটস "। আমারও মনে হচ্ছে  আমরা আরেকটা বিটকয়েন bull রান দেখতে যাচ্ছি।
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না। আমি ডিপ কিংবা মার্কেট ক্রাশ হবে কিনা অথবা বিটকয়েনের সর্বোচ্চ মূল্য তৈরি হওয়ার পর নতুন করে ২০১৭ কিংবা ২০১৮ এর মতো ডিপ কিংবা কারেকশন আসবে কিনা সেটি বলেছি । আর আপনি তো আমার কথার সাথেই একমত পোষণ করলেন যে, " হিস্ট্রি রিপিটস "। এর মানে তো একটাই যে, ২০১৮ এরমতো আবার বিটকয়েন নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করার পর অল্টরান তৈরি হবে এবং এরপর আবার মার্কেট আবার ডিপ/কারেকশনে যাবে।

নোট: আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, একবার পড়ে যদি আমার পোষ্টের মূলভাব না বুঝতে পারেন তাহলে হাজার পড়ে বুঝার চেষ্টা করুন । কারণ আমি অন্য অনেক ব্যবহারকারীর মতো , "খুব সুন্দর" "খুব ভালো পোষ্ট" "একমত ভাই" - এসব ফালতু পোষ্টে/রিপ্লাই এ বিশ্বাস করি না । আর একহাতে তালি বাজে না এবং @istiak2277 মার্কেটের একটি দিক তুলে ধরেছে , আর আমি অন্যদিকটা তুলে ধরলাম। কারণ মার্কেটে এখন নতুন নতুন ব্যবহারকারীরা যোগদান করতেছে, তাই তারা যেন দুইটি দিকই জানতে পারে। আর আমার কারো সাথে কোনো দুশমনি নাই। কেউ যদি এমন ভাবেন, তাহলে লোকাল বোর্ড ছেড়ে দেব। আর একটি চ্যালেঞ্জ, অন্যদের মতো যদি আমি নিজের দিকটা ভাবতে শুরু করি। তাহলে আমার একাউন্টের উচ্চপদে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। কম সময়ে উচ্চপদে যেতে পারবো। আমি চাই লোকাল বোর্ডের সকলে যেন সঠিক তথ্য এবং সকল বিষয়গুলো জানতে পারে।
hero member
Activity: 1498
Merit: 537
November 24, 2020, 09:51:41 AM
নিউজ সোর্স থেকে এসব পড়ে, কখনোই বলা যাবে না যে এবারের বুল রান ২০১৭ থেকে আলাদা। তার একটি কারণ বলতেছি, প্রত্যেকটা নিউজপোর্টাল টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। বিশ্বাস যদি না হয়, তাহলে একটি প্রশ্নের উত্তর খুজেন যে, কোনো একটি প্রজেক্ট সম্পূর্ণভাবে লঞ্জ/চালু হওয়ার আগেই কেমন করে "টপ অল্টকয়েন ২০২০" শিরোনামযুক্ত নিউজের লিষ্টে চলে আসে । আর প্রত্যেকটা নিউজ রিপোটাররা ইনকাম করে , এইসব বায়েস্ট নিউজ পাবলিশের মাধ্যমে।  আর আপনি যে নিউজ সোর্স থেকে বলেছেন যে, আগের তুলনায় এক্সচেঞ্জগুলোতে বিটিসির হোল্ডিং কিংবা ট্রান্সজেকশন কম। এটার উত্তর সকল ক্রিপ্টো ব্যবহারকারীর জানা। কারণ এই বছরে যত এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কোনো ইনভেস্টরই চাইবে যে তার বিটিসি এক্সচেঞ্জে রাখতে, এছাড়াও এখনো বিটিস নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করে নাই। তাহলে তারা এক্সচেঞ্জে বিটিসি ট্রান্সফার করার কোনো মানেই হয় না। শুধু বিটিসির সর্বোচ্চ মূল্যের অপেক্ষায় থাকুন, আজ হোক আর কাল হোক মার্কেটে অবশ্যই আবার নতুন ডিপ দেখা যাবে, আর সেটি আগের মতোই হইতে পারে। তবে কত মূ্ল্যের ডিপে যাবে, সেটি কেউ বলতে পারবে না, যেমনটা বিটিসির সর্বোচ্চ মূল্য কেউ বলতে পারবে না।

শুধু নিউজ সোর্স না দেখে ফ্যাক্ট গুলো যাচাই করুন। উনি যে পয়েন্টস গুলো নোট করেছেন তার সব এ আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। নিউজ মিডিয়া গুলো hype তৈরী করে এটা ঠিক আছে কিন্তু মার্কেট এনালাইসিস করলে ফ্যাক্ট গুলোর সত্যতা পাওয়া যায়। ওনার সব গুলো পয়েন্ট সত্য পাস্ট ডাটা এনালাইসিস করলে। আর ক্রিপ্টো মার্কেট এ একটা কথা প্রচলিত আছে" হিস্ট্রি রিপিটস "। আমারও মনে হচ্ছে  আমরা আরেকটা বিটকয়েন bull রান দেখতে যাচ্ছি।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
November 24, 2020, 09:14:25 AM
আমরা অনেকেই ডলার বাইসেল এর ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ থেকে ক্রয় বা বিক্রয় করতে গিয়ে প্রতারিত হয়েছি। আবার এক পক্ষ আরেক পক্ষকে বিশ্বাস করতে না পারার কারণে বাই/সেলই করেন না। অথচ প্রয়োজন বাই বা সেল করার।
যাইহোক, বেশি কথা না বলে মূল কথাই আসি,আমাদের খুব পরিচিত এবং ভাল মানের দুইটি এক্সচেন্জ বাইন্যান্স এবং কুকয়েন বাংলাদেশিদের জন্য P2P অর্থাৎ লোকাল বাই সেল চালু করেছে। অর্থাৎ এখন থেকে খুব নিশ্চিন্তাতেই বাইন্যান্স বা কুকয়েন থেকে আপনার ডলার বাই বা সেল করতে পারেন। কোন প্রকার প্রতিরত হওয়া ছাড়াই।
আপনি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোন সেবা ব্যবহার করতে পারেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 24, 2020, 08:54:20 AM
ভাই ডিপ বলতে যা বোঝাচ্ছেন সেটা ২০১৮ সালে অনেকেই ভেবে কিনেছিল এবং পরে আমরা দেখেছি কি হয়েছিল। অনেকেই অনেক টাকা লস খেয়েছে কারন দাম অনেক কমেছে।
আমি ২০১৮ সালে ডিপ ডিপ বলে অনেক ক্রয় করেছি। মনে হয়েছিল এইটাই ডিপ, আর যাবেনা কিন্তু পরে অনেক ধরা খেয়েছি। এইরকম বুল মার্কেটের সময় অনেক ভাবনা চিন্তা করতে হয় ভাই।

ডিপ আসবেই যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের লাভ বের করা শুরু করবে, তবে আপনি স্টাবল কারেন্সি পেয়ারের মূল্য হিসেবে এন্ট্রি নিতে পারেন। আমার অভিজ্ঞতাই বলি, ২-৩ দিন আগে আমি Stellar (XLM) এ বিনিয়োগের চিন্তা করছিলাম, কিন্তু অলসতার কারণে বিনিয়োগ করা হয়নি। আর আজকে  Stellar (XLM) এর মূল্য প্রায় ২গুণ মূল্যে চলে গিয়েছে। তাই এখন ডিপ আসার সম্ভাবনা আগের থেকে কম এবং অল্টরানের পর নতুন করে ডিপ পেতে পারি, আমার যেটা মনে হয়।




আসলে ২০১৭ এর বুল রান আর এই বুল রান এক না।  যে সব কারণে এই বুল  রান এ ২০১৭ এর মতো মার্কেট ক্র্যাশ করবে না তা তুলে ধরছি।

নিউজ সোর্স থেকে এসব পড়ে, কখনোই বলা যাবে না যে এবারের বুল রান ২০১৭ থেকে আলাদা। তার একটি কারণ বলতেছি, প্রত্যেকটা নিউজপোর্টাল টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। বিশ্বাস যদি না হয়, তাহলে একটি প্রশ্নের উত্তর খুজেন যে, কোনো একটি প্রজেক্ট সম্পূর্ণভাবে লঞ্জ/চালু হওয়ার আগেই কেমন করে "টপ অল্টকয়েন ২০২০" শিরোনামযুক্ত নিউজের লিষ্টে চলে আসে । আর প্রত্যেকটা নিউজ রিপোটাররা ইনকাম করে , এইসব বায়েস্ট নিউজ পাবলিশের মাধ্যমে।  আর আপনি যে নিউজ সোর্স থেকে বলেছেন যে, আগের তুলনায় এক্সচেঞ্জগুলোতে বিটিসির হোল্ডিং কিংবা ট্রান্সজেকশন কম। এটার উত্তর সকল ক্রিপ্টো ব্যবহারকারীর জানা। কারণ এই বছরে যত এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কোনো ইনভেস্টরই চাইবে যে তার বিটিসি এক্সচেঞ্জে রাখতে, এছাড়াও এখনো বিটিস নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করে নাই। তাহলে তারা এক্সচেঞ্জে বিটিসি ট্রান্সফার করার কোনো মানেই হয় না। শুধু বিটিসির সর্বোচ্চ মূল্যের অপেক্ষায় থাকুন, আজ হোক আর কাল হোক মার্কেটে অবশ্যই আবার নতুন ডিপ দেখা যাবে, আর সেটি আগের মতোই হইতে পারে। তবে কত মূ্ল্যের ডিপে যাবে, সেটি কেউ বলতে পারবে না, যেমনটা বিটিসির সর্বোচ্চ মূল্য কেউ বলতে পারবে না।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 24, 2020, 03:50:47 AM
টেলিগ্রাম বাউন্টি কিভাবে করে যদি কেউ বলতেন তাহলে খুব উপকার হত
টেলিগ্রাম বাউন্টি খুবই সহজ। টেলিগ্রাম বাউন্টি মূলত ২ ধরনের।
১. টেলিগ্রাম ক্যাম্পেইন।
2. টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইন।

প্রথম টাইপের ক্যাম্পেইনে শুধু জয়েন হতে হয়। মাঝেমাঝে দুই একটা পোস্ট করে এক্টিভ থাকতে হয়।

আর দ্বিতীয় টাইপের ক্যাম্পেইনে প্রজেক্টের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। আপনার টেলিগ্রাম আইডিতে প্রজেক্টের অফিসিয়াল এভাটার  এবং প্রজেক্টের নাম ব্যবহার করতে হবে। এরপর আপনাকে চাহিদা অনুযায়ী অন্যান্য ক্রিপ্টো রিলেটেড গ্রুপে পোস্ট করতে হবে। তবে অবশ্যই স্প্যামিং করা যাবে না। যেমন আপনি যদি একটি ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্য একটা প্রজেক্ট সম্পর্কে পোস্ট করেন তবে এটা স্প্যামিং হবে। আপনি যে প্রজেক্টের গ্রুপে লিখবেন সে প্রজেক্ট সম্পর্কেই লিখবেন।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 24, 2020, 01:01:10 AM
বিটকয়েন দাম স্থিতিশীল এখন যেটা অল্টাকয়েনের মুল্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনাদের কি মনে হয়। বিটকয়েন এর দাম কি আরো বাড়তে পারে আপনাদের কি মনে হয়? নাকি বুলরান পরবর্তী অল্টাকয়েন পাম্প?

যদি BTC তার ATH লেভেল ক্রস করে তাহলে BTC আরো পাম্প হতে পারে এবং ALTs bleed হবার চান্স আছে। কিন্তু BTC যদি ATH ক্রস করেও এবং পাম্প হয় তারপরেও এটি ২৫০০০$ এর আসে পশে স্ট্যাবল হতে পারে। তখন আবার ALTs  পাম্প হবে। সব কিছু BTC এর মোভমেন্টস এর ওপর ডিপেন্ডস করছে। এই মার্কেট কন্ডিশন এ ট্রেড করা খুব এ রিস্ক হবে। তবে ডিপ এ buy  করা যেতে পারে।
ভাই ডিপ বলতে যা বোঝাচ্ছেন সেটা ২০১৮ সালে অনেকেই ভেবে কিনেছিল এবং পরে আমরা দেখেছি কি হয়েছিল। অনেকেই অনেক টাকা লস খেয়েছে কারন দাম অনেক কমেছে।
আমি ২০১৮ সালে ডিপ ডিপ বলে অনেক ক্রয় করেছি। মনে হয়েছিল এইটাই ডিপ, আর যাবেনা কিন্তু পরে অনেক ধরা খেয়েছি। এইরকম বুল মার্কেটের সময় অনেক ভাবনা চিন্তা করতে হয় ভাই।

আসলে ২০১৭ এর বুল রান আর এই বুল রান এক না।  যে সব কারণে এই বুল  রান এ ২০১৭ এর মতো মার্কেট ক্র্যাশ করবে না তা তুলে ধরছি।

১. বিগত ৬ মাসে এক্সচেঞ্জ গুলোতে বিটকয়েন এর ডিপোজিট অনেক কমে গেছে। নিউ সোর্স: এর মানে হচ্ছে এইবার bitcoin হোল্ডার রা শুধু retail ইনভেস্টর নয় ২০১৭ এর মতো যারা ২০১৮ এর মার্কেট ক্র্যাশ এর জন্যে দায়ী বলে মনে করা হয়। তাই বলা যায় এইবার আর btc হোল্ডার রা btc সেল করতে আগ্রহী নয়।  তাই মার্কেট ক্র্যাশ এর সম্ভবনা খুব কম।


২. এইবার অনেক বড়ো বড়ো ইনস্টিটিউশন bitcoin এ ইনভেস্ট করছে। তারা তাদের রিসার্ভ অ্যাসেট হিসেবে BTC হোল্ড করছে।  নিউস সোর্স:

৩. ২০১৭ এর বুল রান চার্ট btc এবং eth এর তুলনা করলে দেখা যায় যে এই দুইটা সমানুপাতিক হরে বৃদ্ধি পেয়েছে এবং একটা সময় এ ETH এর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট BTC এর চাইতেও বেশি হয়ে যায় ক্র্যাশ এর পূর্বে। কিন্তু এইবার ETH  এর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট BTC এর চাইতেও কম এ আছে এখনো তাই হয়তো বুল রান এখনো শেষ হয়নাই বলে মনে হয়। নিউস সোর্স:

৪. BTC বুল রান এর আগের হিস্ট্রি দেখলে দেখা যায় যে প্রতিটি বুল রান এ BTC ৩৭ গুন্ থেকে ১৭ গুন্ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই এইবার যদি ৮ গুন্ ও দাম বরে আগের বুল রান এর চাইতে তাহলে বলা যায় বুল  রান কেবল শুরু হয়েছে। নিউস সোর্স:
 

এছাড়াও আরও অনেক কারণ আছে যার কারণে আমি মনে করি BTC বুল রান এখনো অনেক বাকি। আর এইবার BTC এর গ্রোথ স্ট্যাবল ভাবে হবার সম্ভবনা বেশি।
jr. member
Activity: 42
Merit: 2
November 23, 2020, 11:52:15 PM
ক্রিপ্টো  বাই সেল ইন বাংলাদেশ(It's  illegal so do it on your own risk)

বেশিরভাগ যারা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড এর সাথে জড়িত আছে তাদের সবচেয়ে বড় প্রবলেম  কিভাবে আমরা অর্জিত Btc,Eth or Ltc etc কোথায় সেল করব অর কোথায় এগুলো কিনব।

১/ফেইসবুক গ্রুপ- আমি ব্যক্তিগত ভাবে এটাকে সাপোর্ট  করিনা। কারন আমি যখন প্রথম ক্রিপ্টোতে আসি ৫০ ডলার স্ক্যাম  এর স্বীকার  হয় ফেইসবুক গ্রুপের এডমিনের মাধ্যমে।তাই আমি ফেইসবুক গ্রুপে বাই সেল করিনা।


২/টেলিগ্রাম গ্রুপ-বর্তমানে অনেক  ইউটিউবার এইসব গ্রুপের এডমিন এবং যদি ট্রাস্টেড  ইউটিউবার হয় তাহলে টেলিগ্রামে বাই সেল গ্রুপে বাই সেল করা যায়।নিজ দায়িত্বে রিয়েল ইউটিউবারদের বাই সেল গ্রুপে জয়েন করেন এবং বাই সেল করেন।

৩/F2F-যদি সরাসরি বাই সেল করা যায় তাহলেত চিন্তাই নেই কিন্তু আমাদের বেশির ভাগের কোন পরিচিত লোক নাই যে বাই সেল করব। তা এইটা বেশিরভাগ লোকের জন্য প্রবলেম।

৪/Bangladeshi exchange-যেটা আমি ৩-৪ ইয়ার্স ধরে ইউস করছি।কিন্ত এই ৩-৪ ইয়ার্সে আমি অনেকগুলা ক্রিপ্টো এক্সচেইন্জ ইউস করছি তার মধ্যে বেশির ভাগ এখন আর নেই। কিন্তু বর্তমানে আমি ৭-৮ মাস একটা এক্সচেইন্জ ইউস করতাছি যেইটা অনেক ট্রাস্টেট । 1$ =86  TK


কিন্তু এই এক্সচেইন্জারে আগে Eth,Btc or ltc etc পাঠাতে  হয়  কয়েনবেইস ইউস করে। তখন তারা আপনাকে বিকাশ নগদে টাকা দেই।

তাই কেউ এক্সচেইন্জ করতে চাইলে উপরের যে কোন উপায়ে করতে পারবেন কিন্তু অবশ্যই আগে থেকে জেনে শুনে বাই সেল করবেন।আর আমি মাত্র ওয়েবসাইটের অর গ্রুপের নাম বলছি যেইগুলা আমি নিজে ইউস করছি এবং কোন স্ক্যাম  এর স্বীকার হয়নি।আপনি যদি এক্সচেইন্জ করেন তাহলে নিজ দায়িত্বে  করবেন।
member
Activity: 308
Merit: 22
November 23, 2020, 09:42:52 PM
টেলিগ্রাম বাউন্টি কিভাবে করে যদি কেউ বলতেন তাহলে খুব উপকার হত বা এর সমন্ধে বিস্তারিত কোথা থেকে জানতে পারবো কোনো সোর্স ‍দিলেও হবে ।
আমি বলতে পারি টেলিগ্রাম বাউন্টি যেকোনো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন থেকে অনেক সহজ। শুধু টেলিগ্রামে জয়েন দেয়াই কাজ আর এক্টিভ থাকতে হবে, মাঝেমধ্যে কমেন্ট করতে হবে। বর্তমানে টেলিগ্রাম এম্বাসেডর প্রোগ্রাম খুবই জনপ্রিয়। এখানে বিস্তারিত জানার কিছুই নেই, শুধু ইন্সট্রাকশন ফলো করতে হবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 23, 2020, 07:27:38 PM
বিটকয়েন দাম স্থিতিশীল এখন যেটা অল্টাকয়েনের মুল্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনাদের কি মনে হয়। বিটকয়েন এর দাম কি আরো বাড়তে পারে আপনাদের কি মনে হয়? নাকি বুলরান পরবর্তী অল্টাকয়েন পাম্প?

যদি BTC তার ATH লেভেল ক্রস করে তাহলে BTC আরো পাম্প হতে পারে এবং ALTs bleed হবার চান্স আছে। কিন্তু BTC যদি ATH ক্রস করেও এবং পাম্প হয় তারপরেও এটি ২৫০০০$ এর আসে পশে স্ট্যাবল হতে পারে। তখন আবার ALTs  পাম্প হবে। সব কিছু BTC এর মোভমেন্টস এর ওপর ডিপেন্ডস করছে। এই মার্কেট কন্ডিশন এ ট্রেড করা খুব এ রিস্ক হবে। তবে ডিপ এ buy  করা যেতে পারে।
ভাই ডিপ বলতে যা বোঝাচ্ছেন সেটা ২০১৮ সালে অনেকেই ভেবে কিনেছিল এবং পরে আমরা দেখেছি কি হয়েছিল। অনেকেই অনেক টাকা লস খেয়েছে কারন দাম অনেক কমেছে।
আমি ২০১৮ সালে ডিপ ডিপ বলে অনেক ক্রয় করেছি। মনে হয়েছিল এইটাই ডিপ, আর যাবেনা কিন্তু পরে অনেক ধরা খেয়েছি। এইরকম বুল মার্কেটের সময় অনেক ভাবনা চিন্তা করতে হয় ভাই।
Jump to: