Author

Topic: বাংলা (Bengali) - page 409. (Read 5712660 times)

newbie
Activity: 220
Merit: 0
November 15, 2020, 03:42:36 AM
⭐️সচেতনতা মূলক একটি পোষ্ট:::::::⭐️
আপনি যখন বাইন্যান্স বা অন্য কোন ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-
১। আপনার ইমেল
২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।
৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।
৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।
৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।
৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো তাও নোট করে রাখবেন।
৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।
৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।
৯। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।

নতুনদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আমি নতুন অবস্হায় এক্সচেঞ্জ গুলোতে Account করে kyc করে রাখতাম কিন্তুু 2FA key সেভ করে রাখতে ভুলে যেতাম, আর ফোন কোন সময় রেসেট দিলে তখন এক্সচেঞ্জ গুলোতে access নিতে পারতাম না, তখন অনেক সমস্যা তে পরতে হতো।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
November 14, 2020, 11:43:10 PM
⭐️সচেতনতা মূলক একটি পোষ্ট:::::::⭐️
আপনি যখন বাইন্যান্স বা অন্য কোন ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-
১। আপনার ইমেল
২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।
৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।
৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।
৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।
৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো তাও নোট করে রাখবেন।
৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।
৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।
৯। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।
hero member
Activity: 1498
Merit: 537
November 14, 2020, 07:36:22 PM
আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট  পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।

১. আমি কিভাবে মেরিট বারাবো।

২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন  কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট  দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?

৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।

৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?

৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?

৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি  করতে হবে।

আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।

এই পোস্ট এ সব বিস্তারিত বলা আসে। একটু কষ্ট করে পরে নিবেন: https://bitcointalksearch.org/topic/m.7033740
newbie
Activity: 220
Merit: 0
November 14, 2020, 02:10:01 PM
আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট  পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।

১. আমি কিভাবে মেরিট বারাবো।

২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন  কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট  দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?

৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।

৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?

৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?

৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি  করতে হবে।

আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।
hero member
Activity: 1498
Merit: 537
November 14, 2020, 01:42:38 PM
সর্তকতা পোস্ট।

আপনেরা অনেকেই জানেন যে BCH এর আরেকটা HardFork হতে যাচ্ছে। BCH HardFork এর মাধ্যমে দুইটা কয়েন বের হবে। Bitcoin Cash ABCBitcoin Cash Node। আমরা এর আগেও দেখেছি যে dev দের দন্দ এর জন্য আগেও একবার  HardFork হয়েছে।

যারা জানেন না যে হার্ডফোরক এ কি হয় তাদের জন্যে বলসি হার্ডফোরক এ ব্লকচেইন দুই ভাগে বিভক্ত হয়ে যায় । এতে নিউ একটা ক্রিপ্টো coin তৈরী হয়। যারা পুরাতন coin ওয়ালেট এ  নতুন coin  পায়।


BCH  এর dev দের একদল চাচ্ছে যে তারা  miner দের টোটাল mining এর ৮% মানে প্রতি ১০০০ ব্লক এর ৮% dev BCH miner দের  কাছে থেকে নিয়ে dev দের দেওয়া হবে।  কিন্তু আরেক অংশ এর বিপক্ষে।  তাই এই হার্ডফোরক টা হচ্ছে। Binance আগেই বলে দিয়েসে তারা হার্ডফোরক এর নিউ coin  করবে। যারা আগের BCH হোল্ড করবেন তারা ১:১ অনুপাতে টোকেন  পাবেন। এর আগের হার্ড ফর্ক এর মাধ্যমে BCH এবং BSV তে ভাগ  হইসিলো। যারা  হার্ডফোরক এ অংশ নিয়েসিলো তারা ভালো প্রফিট পেয়েসিলো। তাই অনেকে হয়তো মনে  করসেন যে  এইবার ও যদি BCH Hold করি তাহলে  প্রফিট  পাবো। কারণ BCH এর দাম এমনিতেই ২৫০$ এর কাছাকাছি তাই BCH Hold করে যে নিউ coin পাবো তা সেল দিয়ে ভালো প্রফিট পাবো। যারা  এরকম মনে করসেন তারা  বাকি পোস্ট তা পড়ুন।


যারা BCH miner আছেন তারা অবসসই যে দিকে তাদের বেশি প্রফিট হবে  তারা সে দিকে সাপোর্ট দিবেন। আগের Bitcoin Cash ABC মাইনিং করলে ১০০০ ব্লক এর ৮% dev দের  দিতে হবে। নতুন Bitcoin Cash Node মাইনিং করলে  কিছু  দিতে হবেনা। তাই miner যারা আসেন তারা Bitcoin Cash Node মাইনিং এর দিকেই যাবেন। হার্ডফোরক এর এনাউন্সমেন্ট এর পর হয়েছেও তাই। ৭৬.৩% মাইনার Bitcoin Cash Node এর দিকে  গেছেন।


এখন  এক্সচেঞ্জ গুলো বলেসেন যে নেটওয়ার্ক এর  হ্যাশ পাওয়ার বেশি হবে তারা সেই নেটওয়ার্ক কেই সাপোর্ট দিবেন। এখন বুঝাই যাচ্ছে যে Bitcoin Cash Node বেশি পপুলারিটি পাবে।


coinbase ও এনাউন্সমেন্ট করছে তারা Bitcoin Cash Node সাপোর্ট দিবে কারণ তারা মনে করে এটা বেশি ডোমিনেন্স পাবে।

এখন  আসল কথাই আসি। অনেকেই আগের বারের BCH হার্ডফোরক এ জয়েন  হয়ে ভালো প্রফিট পেয়েসেন বলে এবার ও সেই কাজ করবেন বলে তাদের বলে রাখসি আগে ভালো করে  বুঝেন। সব মাইনার  Bitcoin Cash ABC থেকে Bitcoin Cash Node মাইনিং করা শুরু করেছে। এখন Bitcoin Cash ABC যদি কোনো মাইনা না পায় তাহলে সেই coin এর কোনো ভ্যালু থাকবে? আপ্নে দুইটা coin পাইলেও একটা coin এর  প্রাইস ক্র্যাশ করার সম্বভনা আসে। আবার Bitcoin Cash ABC মানে বর্তমান  BCH কিছুদিন পরে ডেড ও হয়ে যেতে পারে। সেইসাথে হার্ডফোরক এর পর BCH এর ভ্যালু দুইটা নিউ coin এর মধ্যে ভাগ হয়ে যাবে। তাই নতুন coin এর ও দাম কম  সম্ভবনা আসে। আমি এই হার্ডফোরক থেকে কোনো প্রফিট এর সম্ভবনা দেখসি না। তাই আমি মনে এখন BCH এ ইনভেস্ট না করাই ভালো।

আমি আপনাদের কোনো সাজেশন দিসি না। আপনাদের যা ভালো মনে হয় করবেন। আমি  শুধু আপনাদের আমার রিসার্চ তা শেয়ার করলাম।

newbie
Activity: 220
Merit: 0
November 14, 2020, 01:10:11 PM
আমি কি signature camp. এ join করতে পারব।।

সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হতে নূন্যতম মেম্বার জুনিয়র মেম্বার হতে হয়ে। আপনি বাউন্টি ক্যাম্পেইন থ্রেড ভালো করে পড়ে দেখবেন, সিগনেচার কারা করতে পারবেন এবং কারা পারবেন না। সেখানে সকল নিয়ম-নীতি থাকে। আপনি যেহেতু এখনো নতুন সুতরাং আপনি সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন না।


ভাই মেরিট কিভাবে পাবো সেটা বলবেন কি? বললে একটু উপকার  হতো।  আাশা করি ans দিবেন
member
Activity: 938
Merit: 11
November 14, 2020, 12:58:38 PM
আমি কি signature camp. এ join করতে পারব।।

সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হতে নূন্যতম মেম্বার জুনিয়র মেম্বার হতে হয়ে। আপনি বাউন্টি ক্যাম্পেইন থ্রেড ভালো করে পড়ে দেখবেন, সিগনেচার কারা করতে পারবেন এবং কারা পারবেন না। সেখানে সকল নিয়ম-নীতি থাকে। আপনি যেহেতু এখনো নতুন সুতরাং আপনি সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন না।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 14, 2020, 12:22:51 PM
এই এক্সচেঞ্জটির নাম হলো pionex। Google এ সার্চ করলেই পেয়ে যাবেন।  PlayStore এ তাদের app ও আছে। KYC না করেই এটি ব্যবহার করতে পারবেন। এই এক্সচেঞ্জ Binance ও Huboi থেকে liquidity আনে। তাই liquidity নিয়ে কোন সমস্যা হবে না।
আমার কাছে মনে হয় এটা যারা সময়ের অভাবে ট্রেডিং এ সময় দিতে পারে না তাদের জন্য বেশি উপযুগি। প্রোফেসনাল ট্রেডারদের মনিটর এর সামনে অনেক সময় ধরে বসে থাকতে হয়। কিন্তু সবার জন্নে এতা করা সম্ভব নয়। আমি মনে করি এই এক্সচেঞ্জ এর ব্যবহারের দ্বারা তারাও কোন সময় ব্যয় না করেও খুব ভাল ভাবে ট্রেডিং করতে পারবে। তবে সরাসরি Binance এ এই বট গুলো ব্যবহার করতে পারলে ভাল হত।
hero member
Activity: 1498
Merit: 537
November 14, 2020, 12:07:21 PM
আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে, শুধু প্রয়োজন আপনার বিশ্বাস অর্জন, তাহলেই হলো। তার কার্য উদ্ধার হলেই চম্পট দিতে বিন্দুমাত্র ভাববেনা। ফেসবুক গ্রুপের বদৌলতে প্রায় ভালো, খারাপ অনেকের সাথেই পরিচয় হয়েছে। কেউ কেউ আছে যারা কখনো স্ক্যাম করবেনা, আবার অনেকেই ক্ষণিকের সাধু আসলে অনলাইন জগৎটাই এরকম।
অনেকটা সত্য। আমি মাসকয়েক আগে ৩০ হাজার টাকা ধরা খাইছিলাম। এইটা আমার একমাত্র স্ক্যাম এর শিকার হওয়া। ফেসবুকে অনেক গ্রুপ আছে যাদের এডমিন স্ক্যামার। আমি প্রতিনিয়তই দেখছি এইসব।
যাই হোক, যারা বায় সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন এর ফান্ড হোল্ড করেছি এবং পাশাপাশি এইখানে কিছু লেনদেন করেছি।
আমার কাছে  কিসু ভালো গ্রুপ আসে যেগুলোতে ভালো ভালো অ্যাডমিন ডিল হয়. আমি নিজেই অনেক টোকেন সেল দিসি। আপ্নের কয়েন সেল  দেওয়া নিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আমার অনেক ট্রাস্টেড বায়ার আসে. আমি নিজে অনেক বড়ো বড়ো ডিল কোরছি কোনো সমস্যা ছাড়া।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 14, 2020, 09:44:52 AM
আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে, শুধু প্রয়োজন আপনার বিশ্বাস অর্জন, তাহলেই হলো। তার কার্য উদ্ধার হলেই চম্পট দিতে বিন্দুমাত্র ভাববেনা। ফেসবুক গ্রুপের বদৌলতে প্রায় ভালো, খারাপ অনেকের সাথেই পরিচয় হয়েছে। কেউ কেউ আছে যারা কখনো স্ক্যাম করবেনা, আবার অনেকেই ক্ষণিকের সাধু আসলে অনলাইন জগৎটাই এরকম।
অনেকটা সত্য। আমি মাসকয়েক আগে ৩০ হাজার টাকা ধরা খাইছিলাম। এইটা আমার একমাত্র স্ক্যাম এর শিকার হওয়া। ফেসবুকে অনেক গ্রুপ আছে যাদের এডমিন স্ক্যামার। আমি প্রতিনিয়তই দেখছি এইসব।
যাই হোক, যারা বায় সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন এর ফান্ড হোল্ড করেছি এবং পাশাপাশি এইখানে কিছু লেনদেন করেছি।
member
Activity: 308
Merit: 22
November 14, 2020, 09:19:26 AM
বাংলাদেশি কোন এক্সচেঞ্জ আছে বলে আমি জানতাম না। আমার জানা মতে যেসব এক্সচেঞ্জ আসে সেগুলো সুধু অনলাইন P2P টাইপ প্লাটফরম। সেগুলো এম্নিতেও বুশি সুবিধার না আবার দাম ও কম পাওয়া যায়। আমার মতে ফেসবুকে আডমিন ডিল করা ভাল। আমার জানা শোনা অনেক বায়ার আছে যারা অনেক বড়ো বড়ো ডিল করে। কারো এই বেপারে কোন সাহায্য দরকার হলে আমাকেও বলতে পারেন।
ফেসবুকে এডমিন ডিল করা অনেক রিস্কি কারণ অনেকগুলো গ্রুপ আছে যেখানে এডমিন নিজেই স্ক্যামার। আমি অনেক দেখেছি যেখানে এইরকম ডেকে নিয়ে স্ক্যাম করা হয়েছে এডমিন ডিলের নাম করে। তবে বিটকয়েন বাংলাদেশ গ্রুপটি ঠিক আছে।
আমার মনে হয় ফেসবুক এ ডিল করা অনেক  রিস্কি, কারণ ফেসবুকে অনেক স্ক্যাম হয়, যদিও আমি বাংলাদেশে  এর বিটকয়েন বাই সেল গ্রুপ এর সম্বন্ধে জানি না, কিন্তু আমার সঙ্গে স্ক্যাম হয়েছে ফেইসবুক  থেকে,
আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে, শুধু প্রয়োজন আপনার বিশ্বাস অর্জন, তাহলেই হলো। তার কার্য উদ্ধার হলেই চম্পট দিতে বিন্দুমাত্র ভাববেনা। ফেসবুক গ্রুপের বদৌলতে প্রায় ভালো, খারাপ অনেকের সাথেই পরিচয় হয়েছে। কেউ কেউ আছে যারা কখনো স্ক্যাম করবেনা, আবার অনেকেই ক্ষণিকের সাধু আসলে অনলাইন জগৎটাই এরকম।
newbie
Activity: 540
Merit: 0
November 14, 2020, 08:30:05 AM
বাংলাদেশি কোন এক্সচেঞ্জ আছে বলে আমি জানতাম না। আমার জানা মতে যেসব এক্সচেঞ্জ আসে সেগুলো সুধু অনলাইন P2P টাইপ প্লাটফরম। সেগুলো এম্নিতেও বুশি সুবিধার না আবার দাম ও কম পাওয়া যায়। আমার মতে ফেসবুকে আডমিন ডিল করা ভাল। আমার জানা শোনা অনেক বায়ার আছে যারা অনেক বড়ো বড়ো ডিল করে। কারো এই বেপারে কোন সাহায্য দরকার হলে আমাকেও বলতে পারেন।
ফেসবুকে এডমিন ডিল করা অনেক রিস্কি কারণ অনেকগুলো গ্রুপ আছে যেখানে এডমিন নিজেই স্ক্যামার। আমি অনেক দেখেছি যেখানে এইরকম ডেকে নিয়ে স্ক্যাম করা হয়েছে এডমিন ডিলের নাম করে। তবে বিটকয়েন বাংলাদেশ গ্রুপটি ঠিক আছে।


আমার মনে হয় ফেসবুক এ ডিল করা অনেক  রিস্কি, কারণ ফেসবুকে অনেক স্ক্যাম হয়, যদিও আমি বাংলাদেশে  এর বিটকয়েন বাই সেল গ্রুপ এর সম্বন্ধে জানি না, কিন্তু আমার সঙ্গে স্ক্যাম হয়েছে ফেইসবুক  থেকে,
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 14, 2020, 07:04:04 AM
বাংলাদেশি কোন এক্সচেঞ্জ আছে বলে আমি জানতাম না। আমার জানা মতে যেসব এক্সচেঞ্জ আসে সেগুলো সুধু অনলাইন P2P টাইপ প্লাটফরম। সেগুলো এম্নিতেও বুশি সুবিধার না আবার দাম ও কম পাওয়া যায়। আমার মতে ফেসবুকে আডমিন ডিল করা ভাল। আমার জানা শোনা অনেক বায়ার আছে যারা অনেক বড়ো বড়ো ডিল করে। কারো এই বেপারে কোন সাহায্য দরকার হলে আমাকেও বলতে পারেন।
ফেসবুকে এডমিন ডিল করা অনেক রিস্কি কারণ অনেকগুলো গ্রুপ আছে যেখানে এডমিন নিজেই স্ক্যামার। আমি অনেক দেখেছি যেখানে এইরকম ডেকে নিয়ে স্ক্যাম করা হয়েছে এডমিন ডিলের নাম করে। তবে বিটকয়েন বাংলাদেশ গ্রুপটি ঠিক আছে।
newbie
Activity: 220
Merit: 0
November 14, 2020, 06:47:04 AM
আমি কি signature camp. এ join করতে পারব।।

না এখন  join হতে পারবেন না
member
Activity: 99
Merit: 10
November 14, 2020, 05:25:49 AM
আমি কি signature camp. এ join করতে পারব।।
না আপনি Signature comping এ এখন জয়েন্ট হতে পারবেন না।
Signature comping জয়েন্টের জন্য আপনাকে **নূন্যতম জুনিয়র মেম্বার** হতে হবে। এবং ৩০ টির বেশি পোস্ট এ্যাকটিভিটি থাকতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 3
Merit: 0
November 14, 2020, 05:16:03 AM
আমি কি signature camp. এ join করতে পারব।।
hero member
Activity: 1498
Merit: 537
November 14, 2020, 04:43:17 AM
আমাদের দেশের যেসব এক্সচেঞ্জ আছে ওইগুলোর মধ্যে ট্রাস্টেড এক্সচেঞ্জগুলোর লিস্ট আছে কারো কাছে এবং তারা কেমন রেট দেয়। একটু জানালে ভালো হত। আমি অনেকদিন কোন এক্সচেঞ্জে সেল দেই না তাই খুব একটা জানা নেই।

ভাই আমদের দেশের এগুলা একটাও ট্রাস্ট করার মত না। যে কোনো টাইমে টাকা মেরে দিতে পারে। এর থেকে বেটার পার্সোনালি কারো কাছে সেল করা।
আপনি চাইলে আমার কাছেও সেল করতে পারেন আমি নিয়মিত $ কিনি এবং সেল করি। আমাকে বিটকয়েন্টক এ মেসেজ করতে পারেন।

বাংলাদেশি কোন এক্সচেঞ্জ আছে বলে আমি জানতাম না। আমার জানা মতে যেসব এক্সচেঞ্জ আসে সেগুলো সুধু অনলাইন P2P টাইপ প্লাটফরম। সেগুলো এম্নিতেও বুশি সুবিধার না আবার দাম ও কম পাওয়া যায়। আমার মতে ফেসবুকে আডমিন ডিল করা ভাল। আমার জানা শোনা অনেক বায়ার আছে যারা অনেক বড়ো বড়ো ডিল করে। কারো এই বেপারে কোন সাহায্য দরকার হলে আমাকেও বলতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 14, 2020, 04:38:30 AM
বিটিসির যে দাম বর্তমানে, ভালো রেট আশা করাটা বোকামি। এখন ডলার রেট অনেক কম। যেখানে আগে আমি ৯২/৯৩ করে সেল দিতাম সেটা এখন অনেক কমে গিয়েছে।
আমাদের দেশের কিছু সাইট আমার জানা আছে যেগুলো ট্রাস্টেড কিন্তু তাদের বায় সেল রেট আকাশ পাতাল ব্যবধান।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 14, 2020, 02:38:48 AM
-snip-
অনেক ভাল এবং গুরত্বপূর্ণ কথা লিখেছেন ভাই। আমি আজকেই প্রথম জানলাম এই বিষয়ে। তাই একটা ত্রাই দিয়ে দেখতে হবে। বট দিয়ে ট্রেড ক্রার ইচ্ছা অনেক দিনের।

আমাদের দেশের যেসব এক্সচেঞ্জ আছে ওইগুলোর মধ্যে ট্রাস্টেড এক্সচেঞ্জগুলোর লিস্ট আছে কারো কাছে এবং তারা কেমন রেট দেয়। একটু জানালে ভালো হত। আমি অনেকদিন কোন এক্সচেঞ্জে সেল দেই না তাই খুব একটা জানা নেই।

ভাই আমদের দেশের এগুলা একটাও ট্রাস্ট করার মত না। যে কোনো টাইমে টাকা মেরে দিতে পারে। এর থেকে বেটার পার্সোনালি কারো কাছে সেল করা।
আপনি চাইলে আমার কাছেও সেল করতে পারেন আমি নিয়মিত $ কিনি এবং সেল করি। আমাকে বিটকয়েন্টক এ মেসেজ করতে পারেন।
sr. member
Activity: 1372
Merit: 322
November 13, 2020, 10:18:02 PM
ইশতিয়াক ভাই, এত বড় কোট করলে কেমনে হবে। এইটা খুবই ইরিটেটিং। আশা করছি এইরকম কোট এড়িয়ে চলবেন।
আমাদের দেশের যেসব এক্সচেঞ্জ আছে ওইগুলোর মধ্যে ট্রাস্টেড এক্সচেঞ্জগুলোর লিস্ট আছে কারো কাছে এবং তারা কেমন রেট দেয়। একটু জানালে ভালো হত। আমি অনেকদিন কোন এক্সচেঞ্জে সেল দেই না তাই খুব একটা জানা নেই।
Jump to: