Author

Topic: বাংলা (Bengali) - page 406. (Read 5712660 times)

jr. member
Activity: 458
Merit: 1
November 21, 2020, 08:32:53 PM
member
Activity: 938
Merit: 11
November 21, 2020, 02:46:10 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।

বিটকয়েনটক ফোরামে আপনাকে স্বাগতম।  কোন কাজ করার পূর্বে আপনার উচিত বিটকয়েনটক ফোরাম সম্পর্কে ভালো করে জানা,  নিয়ম- কানুন গুলো মেনে চলা। তাহলে আপনি ভবিষ্যতে তেমন কোন সমস্যার সম্মুখীন হবেন না।
বিটকয়েনটক ফোরামে র‍্যাং জিনিস টা খুবুই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পোস্ট এবং মন্তব্য লিখে আপনি আপনার র‍্যাংক বৃদ্ধি করতে পারেন।
newbie
Activity: 308
Merit: 0
November 21, 2020, 12:57:59 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
member
Activity: 308
Merit: 22
November 21, 2020, 07:53:04 AM
jr. member
Activity: 842
Merit: 1
November 21, 2020, 07:09:07 AM
তাই আমি এইটা বাংলাতে লিখে শেয়ার করছি।
ভাই আপনি যদিও অনেক কষ্ট করে বাংলায় অনুবাদ করেছেন কিন্তু এই বাংলা পড়ে যতটা না সহজে বিষয়টা বোঝা যায় তা চেয়ে ইংরেজিতে পড়ে সহজে বুঝা যায়।

জ্বি ভাই, ঠিক বলেছেন। আমরা বাঙালী অথচ মোবাইলের ল্যাংগুয়েজ বাংলা সেট করলে কিছুই বুঝিনা। Grin
hero member
Activity: 1498
Merit: 537
November 21, 2020, 07:00:45 AM


ধাপ ১: প্রথমে আল্টকয়েকটক ফোরামে একটি একাউন্ট খুলতে হবে। সেই একাউন্টের Username এবং আপনার বিটকয়নটক একাউন্টের Username একই হতে হবে।
https://www.altcoinstalks.com/index.php


একই না হলেও চলবে। শুধু Bitcointalk এর  প্রোফাইলে আপনার altcointalk প্রোফাইল রেফার লিংক থাকলেই চলবে। আমি নিজে আমার একাউন্ট আপডেট করেছি কোনো সমস্যা হয়নাই।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 21, 2020, 06:50:13 AM
তাই আমি এইটা বাংলাতে লিখে শেয়ার করছি।
ভাই আপনি যদিও অনেক কষ্ট করে বাংলায় অনুবাদ করেছেন কিন্তু এই বাংলা পড়ে যতটা না সহজে বিষয়টা বোঝা যায় তা চেয়ে ইংরেজিতে পড়ে সহজে বুঝা যায়। বিষয়টা আমি আরো একটু পরিস্কার করতে চাই।

ধাপ ১: প্রথমে আল্টকয়েকটক ফোরামে একটি একাউন্ট খুলতে হবে। সেই একাউন্টের Username এবং আপনার বিটকয়নটক একাউন্টের Username একই হতে হবে।
https://www.altcoinstalks.com/index.php

ধাপ ২: এরপর আপনার আল্টকয়েকটক একাউন্ট লিঙ্ক বিটকয়নটক একাউন্টের ওয়েবসাইট বা যেকোন জায়গায় সেট করতে হবে।

ধাপ ৩: এরপর আল্টকয়েকটক ফোরামের এডমিনকে আপনার আল্টকয়েকটক একাউন্টের লিঙ্ক, বিটকয়নটক একাউন্টের লিঙ্ক, Username এবং rank মেসেজ করে পাঠাতে হবে।
https://www.altcoinstalks.com/index.php?action=pm;sa=send;u=1

সতর্কতা
ভাই আপনি রেফারেল লিঙ্ক ব্যবহার করেছেন। এটা বিটকয়েনটক ফোরামের নিয়ম বহির্ভূত।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
৪. কোন রেফারেল কোড বা রেফারেল লিঙ্ক পোস্ট করবেন না। এটি স্প্যাম বলে গণ্য হবে।
jr. member
Activity: 842
Merit: 1
November 21, 2020, 04:56:54 AM
Altcoinstalks ফোরাম কোয়ালিটি মেম্বার আনার জন্যে Bitcointalk ফোরাম এর হাই rank এর মেম্বার দের জন্যে একটা অফার খুলেছে। এই পোস্ট টা অন্য বোর্ড এ শেয়ার হলেও আমাদের লোকাল বোর্ড এ শেয়ার হয়নাই। তাই আমি এইটা বাংলাতে লিখে শেয়ার করছি।  এই ফোরাম এ যাদের হাই rank একাউন্ট আছে তারা চাইলে Altcoinstalks ফোরাম এ খুব সহজেই একটা হাই rank একাউন্ট পেতে পারেন। শুধু নিচের প্রসেস গুলো ফলো করেন।

Quote
Teleported Rank
আপনি যদি Altcoinstalks এ নবাগত হন বা আপনি কেবল একটি অ্যাকাউন্ট তৈরি করতে চলেছেন তবে আপনি ইতিমধ্যে বিটকোয়েন্টাল্কে উচ্চ র‌্যাঙ্কড অ্যাকাউন্ট পেয়েছেন, আপনি বিটকয়েন্টটালক থেকে অ্যালটকয়িন্টলকে আপনার র‌্যাঙ্ক টেলিপোর্ট করতে পারবেন!

টেলিপোর্ট শর্ত
- আপনি যে ফোরাম থেকে টেলিপোর্ট করছেন তার একই ব্যবহারকারীর সাথে একটি অ্যাকাউন্ট খুলুন।
- আপনার যদি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থাকে তবে টেলিফোর্ডটিকে নকল হিসাবে লেবেল করতে অ্যাডমিনকে বলুন।
- অন্য ফোরামে আপনার স্বাক্ষরে টেলিপোর্ট করা প্রোফাইলের একটি লিঙ্ক রাখুন, লিঙ্কটি হওয়া উচিত: আমার অল্ট
- যদি এটি আপনার প্রথম অ্যাকাউন্ট হয় বা সদৃশ হয় তবে আপনার প্রোফাইল + তথ্যে প্রশাসক লিঙ্কটি প্রেরণ করুন

টেলিপোর্টেশন গেটগুলি খুলুন
- বিটকুইন্টক: সম্পূর্ণ সদস্য এবং উপরের
- অন্যান্য ফোরাম: সিনিয়র সদস্য এবং উপরের (শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে)

Official ANN: https://www.altcoinstalks.com/index.php?topic=178480
Altcoinstalks Admin: https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1
hero member
Activity: 1498
Merit: 537
November 21, 2020, 04:29:49 AM
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 21, 2020, 04:14:31 AM
আমি ব্যক্তিগত বিনিয়োগের চাইতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকেই মূল্য বৃদ্ধির মুল কারণ বলবো যদিও যে দুজনের কথা বলেছেন তাদের ইনফ্লুয়েন্স অনস্বীকার্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগই বেশিরভাগ নতুন বিনিয়োগকারীদের ইনফ্লুয়েন্স করছে এবং অনেকের মধ্যে FOMO (FEAR OF MISSING OUT) ক্রিয়েট করেছে। এটা আমিঅ লক্ষ্য করেছি। আমার কাছে অনেক নতুন লোক পিএম করছে ফেসবুকে তাদের বিটকয়েনে ইনভেস্ট করা উচিত কিনা কিংবা তারা কিনতে চাচ্ছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 21, 2020, 03:17:37 AM

BTC বিটকয়েনের মূল্য বৃদ্ধির পেছনে কারা রয়েছে কিংবা কারণটি কী? BTC


বিটকয়েনের মূল্য খুবই তাড়াতাড়ি পূর্বের সর্বোচ্চ মূল্যে পৌছাতে যাচ্ছে এবং আশা করা যায় , এই বছরে আবার ২০ হাজার ডলারে পৌছাবে। কিন্তু বিটকয়েন কেন এত বৃদ্ধি পাচ্ছে এবং কেনই বা কম সময়ে এত বৃদ্ধি পেলো, সেটি অনেকের জানার আগ্রহ । অনেকে এই বিষয়টি জানেন আবার অনেকে এই বিষয়টির কারণ জানেন না। যাই হোক আমার কারণটি জানা আছে এবং সেটি আপনাদের সাথে বিনিময় করলাম। বিটকয়েনের মূল্য এত বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে , বিভিন্নখ্যাতিমান ব্যক্তিদের বিটকয়েনে ইনভেস্ট করা এবং সেটি নিয়ে টুইট করা। আশা করি, অনেকে "Game of Thrones" দেখেছেন এবং সেই ওয়েব সিরিজের "Arya Stark" খ্যাত অভিনেত্রী "Maisie Williams" নভেম্বরের ১৭ তারিখে তার টুইটে বলে যে, তিনি কী বিটকয়েনে লং পজিশন নিবেন কি না? যেটি থেকে বুঝা যায় , তিনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন।
মূল সোর্স: https://twitter.com/Maisie_Williams/status/1328428879334297600

শুধুমাত্র এটিই নয়, আমেরিকার র ্যাপার অথবা হিপহপ গায়ক Logic গতমাসে $৬ মিলিয়ন বিটকয়েনে বিনিয়োগ করেছিল এবং সেটির বর্তমান মূল্য প্রায় $৯ মিলিয়ন । আর তিনি নিজের টুইটার নামটিও পরিবর্তন করে "Bobby Bitcoin" রেখেছেন এবং বিটকয়েন নিয়ে ১৯ নভেম্বর একটি টুইটও করেছেন।
মূল সোর্স: https://twitter.com/Logic301/status/1329264425946279936

এছাড়াও আরো অনেকে খ্যাতিমান প্রতিষ্টানের বিটকয়েনে ইনভেস্ট করা এবং Paypal এ ক্রিপ্টোকারেন্সি সুবিধা সংযুক্ত হওয়ার মতো অনেক বিষয় বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে অনেক অবদান রাখতেছে।
member
Activity: 308
Merit: 22
November 21, 2020, 03:00:17 AM
-snip-
কোন কয়েন গুলো ডিফাই প্রজেক্ট এবং ইউনিসোয়াপ লিস্টেড কিভাবে বুঝবো এবং এই সমন্ধে বিস্তারিত জানবো কোথা থেকে দয়া করে যদি বলতেন

কোন কয়েন গুলো ডিফাই প্রজেক্ট তা জানার জন্য এই লিংক ফলো করুন: https://coinmarketcap.com/defi/

ইউনিসোয়াপ একটি ডিসেন্ট্রিলাইসড এক্সচেঞ্জ, বর্তমানে এখানে কোন কয়েন গুলো লিস্টেড আছে তা জানার জন্য এই লিংক ফলো করুন : https://coinmarketcap.com/exchanges/uniswap-v2/
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 21, 2020, 01:20:06 AM
কিছুদিন পূর্বে আমি আমার  প্রোফাইল তে পোস্ট নাম্বার  এর জায়গায় leet লিখা দেখতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম আমার প্রোফাইল এ মডারেটর রা কোনো ওয়ার্নিং দিয়েছে। তাই আমি বিষয়টা সম্পর্কে জানার জন্যে আমারদের লোকাল থ্রেড এ সার্চ করি কিন্তু এই বিষয়ে কোনো পোস্ট পাইনাই। এর পর অন্য থ্রেড এ এই বিষয়ে সার্চ করি এবং এই বিষয়ে কিছু ইনফরমেশন পাই।  যেহেতু এই থ্রেড এ leet বিষয়ে কোনো পোস্ট হয়নাই তাই আমি এই পোস্ট তা লিখছি শুধু জানানোর জন্যে।

 


leet আসলে ১৩৩৭ এই নম্বর কে রিপ্রেসেন্ট করে।  ফোরামে কেউ যখন ১৩৩৭ টি পোস্ট এর পৌঁছায় তখন তার প্রোফাইল এ পোস্ট এর জায়গায় leet শো করে। এর মাধ্যমে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়না। এটা শুধু দেখানোর জন্যে এবং যখন এ আপনার পোস্ট কাউন্ট ১৩৩৭ এর বেশি হবে এটা চলে যাবে। আমি এই বিষয়ে wikipedia এবং অন্যান্য থ্রেড এ করা পোস্ট গুলো এর লিংক অ্যাড করে দিচ্ছি।  

https://en.wikipedia.org/wiki/Leet

post count leet
What is happening with my account ? Post count : leet ?

বিষয়ে তা ইন্টারেষ্টিং। আগে এইটা সম্পর্কে শুনিনাই। বিটকয়েনtalk ফোরাম এ এরকম আরো কোনো বিষয় বা ফাঙ্কশন আছে কি যেটা সচরাচর দেখা যায় না।  আমার মনে হয় ফোরাম এর বিভিন্ন ফাঙ্কশন এবং টপিক নিয়ে এরকম আরো পোস্ট দিলে নতুন যারা আছে তারা এইসব বিষয়ে সম্পর্কে জানতে পারবে। অন্য চাইল্ড ফোরাম এ এইসব বিষয়ে আলোচনা হলেও বাংলাদেশী ফোরাম এ এইসব নিয়ে আলোচনা তেমন দেখা যায় না।
hero member
Activity: 1498
Merit: 537
November 21, 2020, 12:33:31 AM
কিছুদিন পূর্বে আমি আমার  প্রোফাইল তে পোস্ট নাম্বার  এর জায়গায় leet লিখা দেখতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম আমার প্রোফাইল এ মডারেটর রা কোনো ওয়ার্নিং দিয়েছে। তাই আমি বিষয়টা সম্পর্কে জানার জন্যে আমারদের লোকাল থ্রেড এ সার্চ করি কিন্তু এই বিষয়ে কোনো পোস্ট পাইনাই। এর পর অন্য থ্রেড এ এই বিষয়ে সার্চ করি এবং এই বিষয়ে কিছু ইনফরমেশন পাই।  যেহেতু এই থ্রেড এ leet বিষয়ে কোনো পোস্ট হয়নাই তাই আমি এই পোস্ট তা লিখছি শুধু জানানোর জন্যে।

 


leet আসলে ১৩৩৭ এই নম্বর কে রিপ্রেসেন্ট করে।  ফোরামে কেউ যখন ১৩৩৭ টি পোস্ট এর পৌঁছায় তখন তার প্রোফাইল এ পোস্ট এর জায়গায় leet শো করে। এর মাধ্যমে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়না। এটা শুধু দেখানোর জন্যে এবং যখন এ আপনার পোস্ট কাউন্ট ১৩৩৭ এর বেশি হবে এটা চলে যাবে। আমি এই বিষয়ে wikipedia এবং অন্যান্য থ্রেড এ করা পোস্ট গুলো এর লিংক অ্যাড করে দিচ্ছি।  

https://en.wikipedia.org/wiki/Leet

post count leet
What is happening with my account ? Post count : leet ?
member
Activity: 938
Merit: 11
November 20, 2020, 03:52:50 PM
বাংলাদেশীরা কই সবাই একটু কমেন্টস কর ভাই

আছি ভাই কেমন আছেন?  কাজ করতে যাই ভাই কিন্তু ভালো কাজ পাচ্ছি নাহ। আপনি কি নিয়ে কাজ করেন ভাই?  আর কতোবছর ধরে কাজ করছেন?

আপনি সবে মাত্র একাউন্ট করেই কাজ করতে চাচ্ছেন বিষয়টা আসলে তেমন না। আপনাকে আগে ফোরামের রুলস এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। এজন্য আপনি ফোরামের বিভিন্ন সেকশনে গিয়ে বেশি বেশি পোস্ট পড়তে থাকুন। গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে জানার চেষ্টা করুন। কয়েনমার্কেটক্যাপে গিয়ে বিভিন্ন কয়েন এর আপডেট জানুন। বিভিন্ন একচেঞ্জ সম্পর্কে ধারণা অর্জন করুন। বিভিন্ন ওয়ালেট সম্পর্কে ধারণা নিন। আর প্রতিদিন ফোরামে ১-২ টি করে মান সম্মত কমেন্ট করুন।
যখন আপনি মোটামুটি বেসিক ধারণা পাবেন পাশাপাশি অন্তত আপনার ২৮ একটিভিটি হবে তারপর বাউন্টি করার চিন্তা ভাবনা করলে বেটার হবে।

জি! আপনি ঠিক বলেছেন। ক্রিপ্টোতে আসলে হলে অবশ্যই এর সম্পর্কে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন। এখানে অনেক স্কামিং ও জালিয়াতি বিদ্যমান। নতুনদের জন্য রয়েছে অসংখ্য ফাঁদ। তাই নতুনদের উচিত ক্রিপ্টো নিয়ে অনেক অনুন্ধান করা। এবং যে প্রোজেক্ট কাজ করবে সে প্রোজেক্ট সম্পর্কে অনুসন্ধান করা।
newbie
Activity: 191
Merit: 0
November 20, 2020, 03:21:42 PM
কিছু কয়েন দেখলাম অনেক দাম কমে গেছে প্রায় 90-95% ইথারপুল এবং ইথারস্কান দেখলাম কয়েন গুলো কেই একজন 60-65% হোল্ড করে রাখছে এই জন্য কি দাম কমছে।

ইথারস্ক্যান কিংবা ইথারপুল ব্যবহার না করে, আপনি টোকেনগুলো কয়েন/টোকেন ট্রাকিং করা সাইট যেমন: কয়েনমার্কেটক্যাপ কিংবা কয়েনগিকো ব্যবহার করেন। তাহলে ভালো আইডিয়া পাবেন। কয়েনগিকোতে বিশেষ করে , টিম টোকেন বিক্রি করলে সেটির সতর্ক বার্তা কয়েন/টোকেনের নামের উপরে দেয়। আর যদি সেটি কোনো ডিফাই প্রজেক্ট হয় এবং শুধুমাত্র ইউনিসোয়াপে লিস্টেড থাকে , তাহলে সম্ভবত তারাই টোকেনটির মূল্য কারসাজি করতেছে। তাই ওমন কয়েন থেকে দূরে থাকুন।  Wink

কোন কয়েন গুলো ডিফাই প্রজেক্ট এবং ইউনিসোয়াপ লিস্টেড কিভাবে বুঝবো এবং এই সমন্ধে বিস্তারিত জানবো কোথা থেকে দয়া করে যদি বলতেন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 20, 2020, 02:28:49 PM
আমরা সকলেই গুগল থেকেই রিসার্চ করি।  আপনার কাজে গুগল এর চাইতেও ভালো কোনো সার্চ ইঞ্জিন যদি থাকে যেখানে রিসার্চ করলে আরো ভালো ইনফরমেশন পাওয়া যাবে দয়া করে জানাবেন।ধন্যবাদ

আপনাকে অন্যকোনো সার্চ ইঞ্জিনের দরকার নেই, শুধুমাত্র দরকার একটু বেশি সময় দিয়ে সঠিক এবং অফিসিয়াল সোর্সগুলো বের করার। আশা করি, এবার সকলের জন্য বিষয়টি পরিষ্কার হয়েছে।




এভাবেই তো আগাতে হবে। ক্রিপ্টো ডেভেলপমেন্ট হতে হলে একটা প্রজেক্ট যতটুকু এগিয়ে এসেছে সেটাকে নতুন মাত্রা দিতে পারলেই ভালো।

<-- snip -->

ETH ২.০ এর সাথে মিল থাকলেও আমি কপিক্যাট বলার কোনো কারণ দেখছি  না।  হয়তোবা তারা ETH ২.০ এর আইডিয়া নিয়েছে কিন্তু polkadot তাদের সার্ভিস আগে আনতে পেরেছে।
এটি আমিও মেনে চলি। কিন্তু কেউ যদি আপনার টিমের একজন সদস্য হয় এবং আপনাদের একটি আইডিয়া জানার পর নতুন একটি প্রজেক্ট তৈরি করে , কারণ আপনারা সেই নতুন আইডিয়াতে তেমন বেশি সময় দিচ্ছেন না এবং তাড়াতাড়ি কোনো কিছু করতে চাচ্ছেন না। আর আপনার টিমের সদস্যটি ওই আইডিয়াটিই নিলো এবং নতুন একটি বিষয় সংযুক্ত করে খুবই তাড়াতাড়ি একটি প্রজেক্ট চালু করলো এবং সেটি পরিপূর্ণ নয় ও একটির পর একটি ধাপে প্রজেক্টটি টেষ্ট করতে থাকলো এবং এমন সালে পরিপূর্ণভাবে চালু করলো , যখন আপনারও নতুন আইডিয়াটি মার্কেটে আসতে যাচ্ছে। তাহলে আমি তো একে কপি করাই বলব, আর এটি আমার মতামত এবং পূর্বেও বলেছি, সকলের মতামতে ভিন্নতা রয়েছে।

নোট: এরপর আর এই কপিক্যাট বিষয়টি নিয়ে মতামত দিবো না। এখন থেকে যেকোনো টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আশা করি, সেই বিষয়গুলোতে @Little Mouse , @laredo7mm অন্যান্য সকলেই সংযুক্ত হবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 20, 2020, 02:05:14 PM
কিছু কয়েন দেখলাম অনেক দাম কমে গেছে প্রায় 90-95% ইথারপুল এবং ইথারস্কান দেখলাম কয়েন গুলো কেই একজন 60-65% হোল্ড করে রাখছে এই জন্য কি দাম কমছে।

ইথারস্ক্যান কিংবা ইথারপুল ব্যবহার না করে, আপনি টোকেনগুলো কয়েন/টোকেন ট্রাকিং করা সাইট যেমন: কয়েনমার্কেটক্যাপ কিংবা কয়েনগিকো ব্যবহার করেন। তাহলে ভালো আইডিয়া পাবেন। কয়েনগিকোতে বিশেষ করে , টিম টোকেন বিক্রি করলে সেটির সতর্ক বার্তা কয়েন/টোকেনের নামের উপরে দেয়। আর যদি সেটি কোনো ডিফাই প্রজেক্ট হয় এবং শুধুমাত্র ইউনিসোয়াপে লিস্টেড থাকে , তাহলে সম্ভবত তারাই টোকেনটির মূল্য কারসাজি করতেছে। তাই ওমন কয়েন থেকে দূরে থাকুন।  Wink
newbie
Activity: 191
Merit: 0
November 20, 2020, 06:49:08 AM
কিছু কয়েন দেখলাম অনেক দাম কমে গেছে প্রায় 90-95% ইথারপুল এবং ইথারস্কান দেখলাম কয়েন গুলো কেই একজন 60-65% হোল্ড করে রাখছে এই জন্য কি দাম কমছে।
full member
Activity: 1099
Merit: 116
November 20, 2020, 04:59:19 AM
বাংলাদেশীরা কই সবাই একটু কমেন্টস কর ভাই

আছি ভাই কেমন আছেন?  কাজ করতে যাই ভাই কিন্তু ভালো কাজ পাচ্ছি নাহ। আপনি কি নিয়ে কাজ করেন ভাই?  আর কতোবছর ধরে কাজ করছেন?

আপনি সবে মাত্র একাউন্ট করেই কাজ করতে চাচ্ছেন বিষয়টা আসলে তেমন না। আপনাকে আগে ফোরামের রুলস এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। এজন্য আপনি ফোরামের বিভিন্ন সেকশনে গিয়ে বেশি বেশি পোস্ট পড়তে থাকুন। গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে জানার চেষ্টা করুন। কয়েনমার্কেটক্যাপে গিয়ে বিভিন্ন কয়েন এর আপডেট জানুন। বিভিন্ন একচেঞ্জ সম্পর্কে ধারণা অর্জন করুন। বিভিন্ন ওয়ালেট সম্পর্কে ধারণা নিন। আর প্রতিদিন ফোরামে ১-২ টি করে মান সম্মত কমেন্ট করুন।
যখন আপনি মোটামুটি বেসিক ধারণা পাবেন পাশাপাশি অন্তত আপনার ২৮ একটিভিটি হবে তারপর বাউন্টি করার চিন্তা ভাবনা করলে বেটার হবে।
Jump to: