CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে বোঝা যায়
@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।
এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।
ভাই আপনি সিনিওর মেম্বার আপনি হয়তো আমার থেকে বেশি জানেন বা বোঝেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনগরা কোনো আমার জানার মধ্যে থেকে বলার চেস্টা করেছি, আপনি আমার পুরো পোস্ট টা ভালোভাবে পরেন নাই
আমি আপনার পোষ্টটি ভালো করে পড়েছি এবং আপনি মনে হয় এখনও বুঝতে পারেন নাই, কোন বিষয়টার জন্য আপনাকে সতর্ক হইতে বলেছি। আপনি যে CME Gap এর সংজ্ঞা দিয়েছেন বা CME Gap কী - সেই সম্পর্কে মতামত দিয়েছে, সেটি আপনি কই পাইলেন । দেখেই তো বুঝা যাচ্ছ আপনি মনগড়া নিজে যেটা বুঝেছেন সেটি লেখেছেন । বরং উপরের পোষ্টটে @Pffr ভালো করেই সংজ্ঞাটি বলে দিয়েছে। আপনার বলা মতামতের কোনো সোর্স আছে বলে আমার মনে হয় না কিংবা আপনি ইংরেজি সংজ্ঞাটার মানেটাই এখনও ভালো করে বুঝতে পারেন নাই । আর একটি বিষয় CME Gap এর প্রভাব বিটকয়েনের মূল্যের উপর আছে কিনা সেটি সম্পর্কে তো আমি কিছুই বলি নাই এবং বলে দিছি যে, আমি পরের পোষ্টটে বলবো।
নোট: আপনার যে বিষয়টি মনগড়া ছিল সেটি এবার লাল রং এর করে দিলাম, আশা করি এবার বিষয়টি বুঝতে পারবেন।
আমার মনে হয় CME Gap কিভাবে কাজ করে এবং এটা আসলে কেনো সেটা আমাদের বোঝা উচিত, আপনি যদি কখনো ডে ট্রেড বা সর্ট টার্ম ট্রেড করে থাকেন তাহলে এটা অবশ্যেই যেনে থাকবেন।
ধন্যবাদ।
আপনাকে এবার স্বাগতম জানাবো । কারণ সতর্ক করে দেয়ার পর একটু হলেও রিসার্চ করেছেন। আর একটি বিষয় ট্রেডিং শুধু ডে বা শর্ট টার্ম ট্রেডিং হয় না, অনেকে লং টার্ম ট্রেডিং কিংবা সহজ কথায় হোল্ড করে। আর আমি প্রথম পোষ্টটেই বলেছি,
২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারের সেটি ২০২০ সালে এসে পূরণ হয়। যে কেউ যদি সাধারণভাবে এই বাক্যটি পড়ে , তাহলে বুঝতেই পারবে যে, এখানে লং ট্রেডিং কিংবা হোল্ডের কথা বলা হয়েছে । শর্ট কিংবা ডে ট্রেডের তো কথাই আসে না।
CME Gap আমাদেরকে সাহায্যে করে পুর্বের অবস্থান দেখে ভবিশ্যতে কি হতে পারে সেটার একটা ধারনা মাত্র, (যেমনঃ আমরা আকাশে ঘন কালো মেঘ দেখলে ধারনা করতে পারি যে হয়তো বৃষ্টি হবে) তাই ক্যান্ডেলস্টিক,চার্ট,ইন্ডেকেটর বা CME Gap ঠিক অনেকটা একই রকম ভাবে কাজ করে(not.100%) আমরা এগুলা দেখে শুদু অনুমান করতে পারি, আর আপনি হয়তো এখানেও একমত হবেন যে ট্রেডিং এর বিষয়ে "১০০% সঠিক" শদ্বটা খুব কম ব্যাবহার হয়ে থাকে
হাসি পাচ্ছে , আপনি তো আমার কথাই আবার বললেন, আমি বলে দিয়েছি বিটকয়েনের মূল্য বাড়বে নাকি কমবে সেটি CME Gap দেখেই বুঝা যায় (বুঝা যায় মানে এই নয় যে আজকেই বিটকয়েন ২০ হাজার ডলারে যাবে, সময় লাগবে কিন্তু একদিন না একদিন সেটি বৃদ্ধি পাবে) । আর আমি ১০০% সঠিক এটি কখনোই বলি না, শুধু অন্যরা যদি ভাবে যে আমি ১০০% সঠিক হয়ে বলতেছি । তাহলে সেটি অন্যজনের বোঝার ভুল , আমার ভুল নয় । তাই এরপর থেকে এমন বিশ্লষণ করে পোষ্ট করবেন, একদিন বেশি মেরিট পাওয়ার আশা করে লাভ নাই, যদি না আপনি সঠিক তথ্য সরবরাহ করতে না পারেন । তবে এর মানে এই না যে, আপনি আশা ছেড়ে দিবেন । অবশ্যই দৃঢ় মনোবল রাখবেন যে, আপনি মেরিট পাবেন , কিন্তু তথ্য যেন সঠিক হয়।