আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।
১. আমি কিভাবে মেরিট বারাবো।
২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?
৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।
৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?
৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?
৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি করতে হবে।
আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।
*মেরিট বাড়াতে হলে আপনাকে দরকারী বা প্রয়োজনীয় পোস্ট করতে হবে, এতে অনেকে উপকৃত হবে এবং আপনাকে মেরিট প্রদান করবে।
*না বাউন্টি থ্রেড সাবমিট দিলে আইডি বাতিল হবে না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি ধরনের প্রোজেক্ট প্রোমোট করছেন, যদি কোন স্কাম বাউন্টি প্রোমোট করেন তাহলে রেড ট্রাস্ট খাওয়ার সম্ভাবনা থাকে।
*হাই, হ্যালো, গুড প্রোজেক্ট এই জাতীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। এতে আপনার একাউন্ট টি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
*পোস্ট করার লিমিট নেই। তবে ভাল পোস্ট করুন।
* পোস্টে বাংলা এবং ইংলিশ এর সংমিশ্রণ করবেন না। যেখানে যা দরকার সেখানে সেই অনুযায়ী লিখবেন।
*আপনাকে অবশ্যই বিটকয়েনটক ফোরামের সকল নিয়ম মেনে চলতে হবে। কোন প্রকার স্কামিং করবেন না। সব সময় প্রয়োজনীয় পোস্ট করুন। এভাবে আপনি আপনার একাউন্টটি ব্যান হওয়া থেকে বাঁচাতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।