Author

Topic: বাংলা (Bengali) - page 408. (Read 5712806 times)

sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 17, 2020, 04:56:30 AM
আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 যে সব সিগনেচার ক্যাম্পইন এ মেম্বার একাউন্টকে জয়েন করতে বলে সেই সব
       ক্যাম্পইন এ কি কপার মেম্বাররা জয়েন হতে পারবে না?
বেশিরভাগ সিগনেচার ক্যাম্পইনে লেখা থাকে Member/Copper Member. এধরনের সিগনেচার ক্যাম্পইনে Copper Member জয়েন হতে পারবে। আর যেসব সিগনেচার ক্যাম্পইনে Copper Member একাউন্ট নিবে না সেখানে সরাসরি লেখা থাকবে "Copper Member not accepted" যেমন YOUengine ক্যাম্পইন। আর যেসব সিগনেচার ক্যাম্পইনে শুধু Member লেখা থাকে সেখানেও Copper Member একাউন্ট জয়েন হতে পারবে যেমন JACS সিগনেচার ক্যাম্পইন। আপনি JACS সিগনেচার ক্যাম্পইনের spreedsheet no 94, 126 দেখতে পারেন।

আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 থেড এ কপার মেম্বার এর কথা উল্লেখ থাকলে তখন  কপার মেম্বাররা জয়েন
      করতে পারবে তাই তো?
হ্যা।

আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 আর কয়েক জনের আইডিতে দেখলাম কপার মেম্বার এর সাথে নিউবি লেখা। তার
      মানে আমি কপার মেম্বার বাই করলে আমার সাথে নিউবি লেখাটা থাকবেই?
আপনি যদি "Copper membership" কিনে নেন তবুও আপনার প্রফাইলে Newbie লেখা থাকবেই। তবে আপনার প্রফাইলের Rank up হলে তখন আপনি যে Rank এ থাকবেন সেই Rank লেখা থাকবে প্লাস Copper Member ও লেখা থাকবে। কারন Copper Member হলো একটা Custom title। এটি কোন বিটকয়েনটক Rank নয়। Copper Member রা বিটকয়েনটক "Member" Rank এর সমমানের।

🔹 আবার কয়দিন পর আমার আইডি জে,আর, হলে সাথে কি অই কপার মেম্বার
      লেখাটা থাকবেই?
হ্যা। তবে আপনি চাইলে আপনার Custom title "Copper Member" লেখাটা বাদও দিতে পারেন। যারা Copper Member তাদের প্রফাইলে সেই অপশনটা আছে।
newbie
Activity: 9
Merit: 2
November 17, 2020, 02:16:02 AM
Bitcointalk ফোরামে আজ আমি আপনাদের একটি শুখবর দেই।
জারা juicyfields বাউন্টিতে জয়েন করেছিলে তাদের আজ প্রফিট নেয়ার সময় হয়েছে জয়েন profit, 500 —1000 $ 

bounty link juicyfields : https://bitcointalksearch.org/topic/bounty-juicyfields-profitable-cannabis-crowdgrowing-200000-5235174

সিট লিংক ঃ https://docs.google.com/spreadsheets/u/0/d/1D8OYo6Om2kLWwD-NdBfgZnj4XoEt3GpLNEKuqssIcMU/htmlview

website link : https://juicyfields.io/
আপনারা জাস্ট লগইন কিরবেন এবং আপনার ডলার তুলে নিবেন FTX exchange এর  ETH  address দিয়ে,,, আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ,

যারা juicyfields বাউন্টিতে প্রখমবার Payment পেয়েছেন, তারা আবার https://juicyfields.io/ লগইন করেন, দেখেন আবার ডলার দিয়েছে।
আমি প্রথমবার $1061 ডলার পাইছি
দ্বিতীয়বার $350 ডলার পাইছি
আমিও পাইছি,
ভবিষ্যতে কি আরও পাওয়া যাবে?
jr. member
Activity: 118
Merit: 1
November 17, 2020, 12:51:41 AM
Bitcointalk ফোরামে আজ আমি আপনাদের একটি শুখবর দেই।
জারা juicyfields বাউন্টিতে জয়েন করেছিলে তাদের আজ প্রফিট নেয়ার সময় হয়েছে জয়েন profit, 500 —1000 $ 

bounty link juicyfields : https://bitcointalksearch.org/topic/bounty-juicyfields-profitable-cannabis-crowdgrowing-200000-5235174

সিট লিংক ঃ https://docs.google.com/spreadsheets/u/0/d/1D8OYo6Om2kLWwD-NdBfgZnj4XoEt3GpLNEKuqssIcMU/htmlview

website link : https://juicyfields.io/
আপনারা জাস্ট লগইন কিরবেন এবং আপনার ডলার তুলে নিবেন FTX exchange এর  ETH  address দিয়ে,,, আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ,

যারা juicyfields বাউন্টিতে প্রখমবার Payment পেয়েছেন, তারা আবার https://juicyfields.io/ লগইন করেন, দেখেন আবার ডলার দিয়েছে।
আমি প্রথমবার $1061 ডলার পাইছি
দ্বিতীয়বার $350 ডলার পাইছি
member
Activity: 99
Merit: 10
November 17, 2020, 12:21:16 AM
মেম্বার বা ফুল মেম্বারশিপ কিনে নেওয়া যায় কি?
আর কিনে নেওয়া কি ঝুকিপূর্ণ?
newbie
Activity: 220
Merit: 0
November 16, 2020, 11:53:27 PM

🔹কোপার মেম্বার কি মেম্বার এর সমান?
এটি সঠিক যে, কপার মেম্বার মেম্বার একাউন্টের সমান কিন্তু আপনি যদি মনে করে থাকেন কপার মেম্বারশিপ কিনে বাউন্টি / সিগনেচার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করতে পারবেন, তা কখনোই  সম্ভব না ( যদিও কিছু কিছু বাউন্টিতে কপার মেম্বার সাপোর্ট করে ) আপনি নিউবি হিসেবেই পরিচিত পাবেন।

আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 যে সব সিগনেচার ক্যাম্পইন এ মেম্বার একাউন্টকে জয়েন করতে বলে সেই সব
       ক্যাম্পইন এ কি কপার মেম্বাররা জয়েন হতে পারবে না?

🔹 থেড এ কপার মেম্বার এর কথা উল্লেখ থাকলে তখন  কপার মেম্বাররা জয়েন
      করতে পারবে তাই তো?

🔹 আর কয়েক জনের আইডিতে দেখলাম কপার মেম্বার এর সাথে নিউবি লেখা। তার
      মানে আমি কপার মেম্বার বাই করলে আমার সাথে নিউবি লেখাটা থাকবেই?

🔹 আবার কয়দিন পর আমার আইডি জে,আর, হলে সাথে কি অই কপার মেম্বার
      লেখাটা থাকবেই?

এই কয়েটা উত্তর পেলে সিগনেচার সম্পকে আমার আর কোন প্রশ্ন থাকবে না।
ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 16, 2020, 09:31:05 PM
আমি কয়েন সমন্ধে জানার চেস্টা করছি ভবিষৎ ট্রেডার হয়ার জন্য গুগল এরং ইউটিউব থেকে শিক্ষার চেস্টা করছি। কয়েনমার্কেটকেপে একটা অপশন দেখলাম অন-চেইন- এনালাইসিস কেউ যদি এর বিস্তারিতো বুঝিয়ে দিতেন খুব উপকার হতো। ফোটো অপলোড অপশন বুঝতে পারলাম না। নাতো স্ক্রিনসর্ট দিতাম
অনচেইন এনালাইসিস হল যেকোন কয়েনের এড্রেস টু এড্রেস লেনদেন কেমন হচ্ছে, কিংবা বড় কোন মুভ হল কিনা, কিংবা হোল্ডাররা কেমন এমাউন্ট হোল্ড করছে, কত শতাংশ কত দিন মুভ করেনি এইসব তথ্য।
এইখানে পিক এড করতে হলে আপনাকে  কোন একটা ইমেজ হস্টিং সাইটে যেতে হবে এবং সেখানে পিক আপলোড করে BBCode নিয়ে সেটা এইখানে শেয়ার করতে হবে। নিউবি একাউন্ট থেকে পোস্ট করলে ইমেজ দেখা যাবে না।
newbie
Activity: 191
Merit: 0
November 16, 2020, 03:49:02 PM
আমি কয়েন সমন্ধে জানার চেস্টা করছি ভবিষৎ ট্রেডার হয়ার জন্য গুগল এরং ইউটিউব থেকে শিক্ষার চেস্টা করছি। কয়েনমার্কেটকেপে একটা অপশন দেখলাম অন-চেইন- এনালাইসিস কেউ যদি এর বিস্তারিতো বুঝিয়ে দিতেন খুব উপকার হতো। ফোটো অপলোড অপশন বুঝতে পারলাম না। নাতো স্ক্রিনসর্ট দিতাম
member
Activity: 308
Merit: 22
November 16, 2020, 12:47:47 PM
🔹বন্টি ক্যম্পেইন এ জয়েন হতে কি কি করা লাগবে আমার।
নিউবি হিসেবে বাউন্টিতে জয়েন হওয়ার জন্য বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকলেই হবে, যেমন : ফেসবুক, টুইটার, মিডিয়াম, ইউটিউব, রেডিট....

🔹কোপার মেম্বার কি মেম্বার এর সমান?
এটি সঠিক যে, কপার মেম্বার মেম্বার একাউন্টের সমান কিন্তু আপনি যদি মনে করে থাকেন কপার মেম্বারশিপ কিনে বাউন্টি / সিগনেচার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করতে পারবেন, তা কখনোই  সম্ভব না ( যদিও কিছু কিছু বাউন্টিতে কপার মেম্বার সাপোর্ট করে ) আপনি নিউবি হিসেবেই পরিচিত পাবেন।
sr. member
Activity: 1372
Merit: 322
November 16, 2020, 07:03:58 AM

🔹বন্টি ক্যম্পেইন এ জয়েন হতে কি কি করা লাগবে আমার।

🔹কোপার মেম্বার বাই করে কি বন্টি ক্যম্পেইন  এ জয়েন হত্তয়া যাবে?

🔹কোপার মেম্বার কি মেম্বার এর সমান?
     ধন্যবাদ
১. যে বাউন্টি ক্যাম্পেইন করবেন সে ক্যাম্পেইনের নিয়ম পড়লেই বুঝতে পারবেন কি কি করা লাগবে বা কি কি লাগবে আপনার।
২. কপার মেম্বার দিয়ে সব বাউন্টি করতে পারবেন এবং পাশাপাশি সিগ্নেচার ক্যাম্পেইনও করতে পারবেন।
৩. জ্বি, কপার মেম্বার মেম্বার একাউন্টের সমান।
newbie
Activity: 220
Merit: 0
November 16, 2020, 06:43:41 AM
আমি বন্টি সিগনেচার ক্যম্পেইন সম্পকে তেমন কিছু জানি না। তবে অল্প কিছু ধারণা আছে।  অনেক জনের কাছে জানতে চাইছি  কিন্তুু কেউ শেখাতে রাজি হয় নাই।
এইখান থেকে পোস্ট করে অনেক জনের কাছে থেকে ভালো কিছু জানতে পারছি।
আশা করি সিনিয়ররা নিচের উত্তর গুলো দিবেন।

🔹বন্টি ক্যম্পেইন এ জয়েন হতে কি কি করা লাগবে আমার।

🔹কোপার মেম্বার বাই করে কি বন্টি ক্যম্পেইন  এ জয়েন হত্তয়া যাবে?

🔹কোপার মেম্বার কি মেম্বার এর সমান?
     ধন্যবাদ
member
Activity: 238
Merit: 28
November 16, 2020, 04:55:17 AM

আপনি সিউর ডিসেম্বর ১ তারিখ চালু হবে ETH 2.0  

Ethereum 2.0 Launch করতে ১৬৩৮৪ ভ্য়ালিডেটরকে টোটাল ৫২৪,২৮৮ ether Ethereum 2.0 Deposit Contract এ ডিপোজিট করতে হবে। এই পোস্ট লিখার সময় ৯৫,১৩৬ ether আছে Ethereum 2.0 Deposit Contract এ। যদি ১ ডিসেম্বর এর ৭ দিন আগে  ৫২৪,২৮৮ ether  কালেক্ট হয়, কেবল তখনই ১ তারিখে Ethereum 2.0 Launch হবে। নয়তো ডেট আরো ৭ দিন পেছাবে।

সোর্স:


https://cointelegraph.com/news/ethereum-2-0-begins-launch-process-as-deposit-contract-goes-live

আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে স্বাগতম।
member
Activity: 99
Merit: 10
November 16, 2020, 04:17:06 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
ইথিরিয়াম ২ এখনো চালু হয়নি। ধারণা করা হচ্ছে আগামী ১ ডিসেম্বর চালু হবে।

সুবিধা সমূহ:

ফিচারইথিরিয়ামইথিরিয়াম 2
কন্সেনসাস মেকানিজম  Proof of Work (POW)Proof of Stake(POS)
স্টেকিংকরা যায়নাকরা যাবে
স্কেলিবিলিটিপ্রতি সেকেন্ডে ১৫ টি ট্রান্সেকশন সাপোর্ট করেপ্রতি সেকেন্ডে ১০০০ টি ট্রান্সেকশন সাপোর্ট করবে
এনার্জি কনজাম্পশনপ্রুফ অব ওয়ার্ক হওয়ায় মাইনিং এ প্রচুর এনার্জি খরচ হয়।প্রুফ অব স্টেক এজন্য মাইনিং লাগবে না। ফলে এনার্জি খরচ হবেনা।
সিকিউরিটিকম্পেরিটিভ্লি কমকেউ নেটওয়ার্ক এর ক্ষতি করার চেষ্টা করলে পেনাল্টি দিতে হবে। তাই সিকিউরিটি বাড়বে আশা করা যায়।


সোর্স:
১। https://news.bitcoin.com/eth-2-0-scheduled-for-december-vitalik-deposits-1-4m-worth-of-ether-into-phase-0-contract/
২।https://ethereum.org/en/eth2/
৩।https://medium.com/coinmonks/what-is-ethereum-2-0-1c8ad1cface6

জি ভাই বুঝতে পারছি।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।
আশা করি ETH 2.0 চালু হবে।।
member
Activity: 99
Merit: 10
November 16, 2020, 04:13:59 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?

Eth 2.0 ডিসেম্বর ১ তারিখ থেকে চালু হবে, তবে কি কি সুবিধা পাত্তয়া যাবে তা এখনো পুরোপুরি জানতে পারি নাই।
আপনি সিউর ডিসেম্বর ১ তারিখ চালু হবে ETH 2.0   
member
Activity: 238
Merit: 28
November 16, 2020, 01:32:23 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
ইথিরিয়াম ২ এখনো চালু হয়নি। ধারণা করা হচ্ছে আগামী ১ ডিসেম্বর চালু হবে।

সুবিধা সমূহ:

ফিচারইথিরিয়ামইথিরিয়াম 2
কন্সেনসাস মেকানিজম  Proof of Work (POW)Proof of Stake(POS)
স্টেকিংকরা যায়নাকরা যাবে
স্কেলিবিলিটিপ্রতি সেকেন্ডে ১৫ টি ট্রান্সেকশন সাপোর্ট করেপ্রতি সেকেন্ডে ১০০০ টি ট্রান্সেকশন সাপোর্ট করবে
এনার্জি কনজাম্পশনপ্রুফ অব ওয়ার্ক হওয়ায় মাইনিং এ প্রচুর এনার্জি খরচ হয়।প্রুফ অব স্টেক এজন্য মাইনিং লাগবে না। ফলে এনার্জি খরচ হবেনা।
সিকিউরিটিকম্পেরিটিভ্লি কমকেউ নেটওয়ার্ক এর ক্ষতি করার চেষ্টা করলে পেনাল্টি দিতে হবে। তাই সিকিউরিটি বাড়বে আশা করা যায়।


সোর্স:
১। https://news.bitcoin.com/eth-2-0-scheduled-for-december-vitalik-deposits-1-4m-worth-of-ether-into-phase-0-contract/
২।https://ethereum.org/en/eth2/
৩।https://medium.com/coinmonks/what-is-ethereum-2-0-1c8ad1cface6
newbie
Activity: 220
Merit: 0
November 16, 2020, 12:42:33 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?

Eth 2.0 ডিসেম্বর ১ তারিখ থেকে চালু হবে, তবে কি কি সুবিধা পাত্তয়া যাবে তা এখনো পুরোপুরি জানতে পারি নাই।
member
Activity: 99
Merit: 10
November 16, 2020, 12:07:52 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
newbie
Activity: 220
Merit: 0
November 15, 2020, 11:41:36 PM
আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট  পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।

১. আমি কিভাবে মেরিট বারাবো।

২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন  কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট  দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?

৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।

৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?

৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?

৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি  করতে হবে।

আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।

*আপনাকে অবশ্যই বিটকয়েনটক ফোরামের সকল নিয়ম মেনে চলতে হবে। কোন প্রকার স্কামিং করবেন না। সব সময় প্রয়োজনীয় পোস্ট করুন। এভাবে আপনি আপনার একাউন্টটি ব্যান হওয়া থেকে বাঁচাতে পারবেন।


ধন্যবাদ এখন মোটামুটি অনেক কিছু জানতে আর শিখতে পারলাম।
আমার আগের আইডি টা ব্যন হয়ে গিয়েছিল, তখন আমি এইসব তথ্য জানতাম না।
এইখানে পোস্ট করে আপনাদের থেকে অনেক কিছু জানতে আর শিখতে পারছি।
এখন থেকে এই সব কিছু ফলো করব।
তাহলে আশা করি আমার আইডি টা আর ব্যন হবে না।
ধন্যবাদ
member
Activity: 938
Merit: 11
November 15, 2020, 02:43:19 PM
আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট  পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।

১. আমি কিভাবে মেরিট বারাবো।

২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন  কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট  দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?

৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।

৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?

৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?

৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি  করতে হবে।

আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।

*মেরিট বাড়াতে হলে আপনাকে দরকারী বা প্রয়োজনীয় পোস্ট করতে হবে,  এতে অনেকে উপকৃত হবে এবং আপনাকে মেরিট প্রদান করবে।

*না বাউন্টি থ্রেড সাবমিট দিলে আইডি বাতিল হবে না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি ধরনের প্রোজেক্ট প্রোমোট করছেন, যদি কোন স্কাম বাউন্টি প্রোমোট করেন তাহলে রেড ট্রাস্ট খাওয়ার সম্ভাবনা থাকে।

*হাই, হ্যালো, গুড প্রোজেক্ট এই জাতীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। এতে আপনার একাউন্ট টি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

*পোস্ট করার লিমিট নেই। তবে ভাল পোস্ট করুন।
* পোস্টে বাংলা এবং ইংলিশ এর সংমিশ্রণ করবেন না। যেখানে যা দরকার সেখানে সেই অনুযায়ী লিখবেন।
*আপনাকে অবশ্যই বিটকয়েনটক ফোরামের সকল নিয়ম মেনে চলতে হবে। কোন প্রকার স্কামিং করবেন না। সব সময় প্রয়োজনীয় পোস্ট করুন। এভাবে আপনি আপনার একাউন্টটি ব্যান হওয়া থেকে বাঁচাতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 15, 2020, 10:09:21 AM

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

ভাই এত তারিখ প্রথমত মনে রাখার দরকার নেই এবং আপনি যেটি বলেছেন যে, এক্সচেঞ্জে KYC করার বিষয়টি। আমি সকলকে বলব যে, যদি দরকার না পড়ে , তাহলে আপনারা কখনোই কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে KYC করবেন না, কারণ এটি আপনার একটি অসুবিধার কারণ হতে পারে, যদি আমাদের দেশের সরকার ক্রিপ্টো ব্যবহাকারীদের জন্য কোনো আইনী ব্যবস্থা গ্রহণ করে ( যদিও এর সম্ভাবনা খুবই কম এবং ব্যান তুলে নেওয়ার সম্ভাবনা কিছুটা দেখতে পাইতেছি। আর আগেই বলে রাখলাম, এটি কুকয়েনের p2p এর জন্য নয়।) ।

এখন আসি, 2FA এর বিষয়টি নিয়ে। অনেকে গুগলের অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে সব হারিয়ে যায় ( যদি ব্যাকআপ কী সযত্নে না রাখেন)। এরজন্য একটি সমাধান আছে এবং সেটি হলো, Authy নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপটিতে যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে রাখেন ( মোবাইল নাম্বার ব্যবহারে কারো আপত্তি না থাকলে ), তাহলে মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারবেন কোনো ব্যাকআপ কী এন্ট্রি না করেই। আর মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে, কোনো সমস্যা নাই । কারণ মোবাইল নাম্বার দিয়ে একাউন্টে সাইন ইন করলে সবগুলো আবার ব্যাকআপ অটোমেটিক হয়ে যায়, শধুমাত্র Authy অ্যাপে যে ব্যাকআপ পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটি ভালো করে মনে রাখবেন।

Authy অ্যাপের লিংক: https://authy.com/download/
newbie
Activity: 191
Merit: 0
November 15, 2020, 10:06:24 AM
আমি তেমন ট্রেড করিনা আগে যে কয়েন গুলো পেতাম  সেগুলো এক্সচেঞ্জন করতাম কিছু হোল্ড করে রাখতাম। আমি প্রোফেশনাল ট্রেডার হতে চাই প্রোপার এনালাইসিস তেমন বুঝি না কোন কোন দিক গুলো জানতে হবে একজন ভাল ট্রেডার হতে হলে। আশা করছি উত্তর পাবো অগ্রিম ভালোবাসা
Jump to: