Author

Topic: বাংলা (Bengali) - page 410. (Read 5712729 times)

jr. member
Activity: 118
Merit: 6
November 13, 2020, 11:38:00 AM
Bitcointalk ফোরামে আজ আমি আপনাদের একটি শুখবর দেই।
জারা juicyfields বাউন্টিতে জয়েন করেছিলে তাদের আজ প্রফিট নেয়ার সময় হয়েছে জয়েন profit, 500 —1000 $ 

bounty link juicyfields : https://bitcointalksearch.org/topic/bounty-juicyfields-profitable-cannabis-crowdgrowing-200000-5235174

সিট লিংক ঃ https://docs.google.com/spreadsheets/u/0/d/1D8OYo6Om2kLWwD-NdBfgZnj4XoEt3GpLNEKuqssIcMU/htmlview

website link : https://juicyfields.io/
আপনারা জাস্ট লগইন কিরবেন এবং আপনার ডলার তুলে নিবেন FTX exchange এর  ETH  address দিয়ে,,, আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ,
member
Activity: 99
Merit: 10
November 13, 2020, 10:33:34 AM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
ভাই সব কিছুর এ এক্টা সাধারন মান আছে। আপনেরা যেভাবে মোটা মোটা করে সবুজ কালারিং করতেছেন সেটা দেখতে একদম এ ভাল লাগছে না। আর কালারিং করা হয় ওই লিখাগুলোর উপর যাতে সবাই আলাদা ভাবে নজর দেয়। এখন আপনে যদি আহেতুক কালারিং করেন তাহলে সেটা কেমন দেখায় আপ্নেই বলেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
জি ভাই বুঝতে পারলাম,
ধন্যবাদ।
আমি চেষ্টা করবো ভবিষ্যতে সতর্ক থাকতে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 13, 2020, 08:48:16 AM
হতে পারে। আমি আসলে খুব অভিজ্ঞ না এইসব ব্যাপারে। একবার পেইড একটা বট ট্রাই করব ভেবে চেক করা হয়েছিল যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম। এনিওয়ে, অনেক ধন্যবাদ আপনাকে। আমার বর্তমানে কোন মেরিট নাই, থাকলে আপনার আগের পোস্টে অবশ্যই দিতাম।
hero member
Activity: 1498
Merit: 537
November 13, 2020, 07:20:49 AM
@laredo7mm
ধন্যবাদ এইরকম একটা পোস্ট শেয়ার করার জন্য।আমার জানাই ছিলনা যে কোন এক্সচেঞ্জে তাদের নিজস্ব বট থাকতে পারে। আসলে আমি খুব জনপ্রিয় কয়েকটি এক্সচেঞ্জ ছাড়া অন্য এক্সচেঞ্জ তেমন ব্যবহারও করি না, যদিও আমি ট্রেড খুব কমই করি বলতে পারেন।
বট ব্যবহার ঠিক মত না জানলে খুব রিস্কি হয়ে যেতে পারে। যারাই চিন্তা ভাবনা করছেন এইরকম বট ব্যবহার করবেন, সতর্ক থাকবেন।

আসলে এটি কঠিন কিছু না। আর তাদের নিজেদের ব্লগ সাইট আছে যেখানে তারা এসব বট এর ব্যবহার এবং এই বট গুলো কোন মার্কেট কন্ডিশনে ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যাবে তা বিস্তারিত বলা আছে। এছাড়া এই বট গুলো এর উপর ভিত্তি করে বিভিন্ন ট্রেডিং ওয়ে বলা আসে উধারন সহ। আপনে চাইলে এইসব নিজের মত করে সাজিয়ে ও নিতে পারেন। ব্লগ লিঙ্কঃ https://blog.pionex.com/
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 13, 2020, 06:50:55 AM
@laredo7mm
ধন্যবাদ এইরকম একটা পোস্ট শেয়ার করার জন্য।আমার জানাই ছিলনা যে কোন এক্সচেঞ্জে তাদের নিজস্ব বট থাকতে পারে। আসলে আমি খুব জনপ্রিয় কয়েকটি এক্সচেঞ্জ ছাড়া অন্য এক্সচেঞ্জ তেমন ব্যবহারও করি না, যদিও আমি ট্রেড খুব কমই করি বলতে পারেন।
বট ব্যবহার ঠিক মত না জানলে খুব রিস্কি হয়ে যেতে পারে। যারাই চিন্তা ভাবনা করছেন এইরকম বট ব্যবহার করবেন, সতর্ক থাকবেন।
legendary
Activity: 1722
Merit: 5937
November 13, 2020, 06:42:35 AM
সবাইকে হাই, গুগল অনুবাদ ব্যবহারের জন্য ক্ষমা চাই।

আমি কেবল আপনাকে জানাতে চেয়েছিলাম যে আমি আপনার সম্প্রদায়টি এতে যুক্ত করেছি [CHARTS] Brief monthly overview of the local boards activity. আপনি যদি অন্যান্য স্থানীয় বোর্ডের সাথে কীভাবে তুলনা করতে আগ্রহী হন এবং সম্ভবত এটি আপনাকে আপনার নিজস্ব স্থানীয় বোর্ড পেতে সহায়তা করতে পারে। এবং সাহায্য @BitCoinDream মেধা প্রয়োগের সাথে.
hero member
Activity: 1498
Merit: 537
November 12, 2020, 01:50:45 PM
আমি জানি এই ফোরাম এ অনেক বাংলাদেশি মেম্বার আসেন যারা বিভিন্ন বাউন্টিতে কাজ করেন। এর মধ্যে অনেকেই আছেন যারা তাদের আরনিং দিয়ে ট্রেডিং করেন। কিন্তু ট্রেডিং এর ভাল স্কিল না থাকার জন্য কখনই তেমন প্রফিট করতে পারেন না। আজকে আমার এই পোস্ট টি সেই সব মেম্বার দের জন্য। আমি আজকে এমন একটি প্লাটফরম নিয়ে কথা বলব যার ব্যবহার করলে আপনাদের ট্রেডিং এ লস অনেক কমে যাবে এবং প্রফিট অনেক বেড়ে যাবে। আমি নিজে এই প্লাটফরমটি ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপ্নেরা যারা ট্রেডিং করে অনেক লসে করেছেন আগে আমার মত তারা উপকৃত হতে পারেন। আমি আগেই প্লাটফরমটির নাম বলব না। আমি আগে আপনাদের এর ব্যবহার এবং আমার উইথড্র প্রুফটা দেখাতে চাই।

Screenshot 1: প্রথম ছবিতে দেখুন আমি এর আগেও কয়েকবার এই এক্সচেঞ্জ থেকে অনেক ডলার উইথড্র করেছি। আপ্নেরা চাইলে গুগলে এর রিভিউ দেখতে পারেন। এমনকি আমি এখনও এই এক্সচেঞ্জ এর একজন নিয়মিত ইউজার।


এখন আসা যাক এই এক্সচেঞ্জ এমন কি টুলস আছে যা ব্যবহার করলে এত প্রফিট করা যায়। এই এক্সচেঞ্জটি আসলে একটি বট ডেডিকেটেড এক্সচেঞ্জ। বাইনান্স এর মত মেজর এক্সচেঞ্জ গুলো নিজেরা কোনো ট্রেডিং বট অনুমোদন করে না। তবে বিভিন্ন ৩য় পার্টি আছে যারা এইসব বট সারভিস দিয়ে থাকে। কিন্তু সেই সব বট ব্যবহার করতে হলে প্রতি মাসে টাকা দিতে হয়। কিন্তু এই এক্সচেঞ্জ এ সেই সব বট কোনো টাকা ছাড়াই একদম ফ্রী তে দিচ্ছে। এখানে বিভিন্ন বট আছে যেগুলো বিভিন্ন মার্কেট কন্ডিশনে ব্যবহারের জন্য উপযুগি। আমি এইখানে আপনাদের এই সব বট গুলো সম্পর্কে প্রাথমিক ধারনা দিব।

Screenshot 2: ২য় এবং ৩য় ছবিতে আপনেরা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এর বিভিন্ন বট।  আমি এখন এক এক করে প্রধান বট গুলো সম্পর্কে আপনাদের ধারনা দিব।


প্রধান বট সমুহের নামঃ
১।  Grid Trading Bot
২।  Smart Trade Bot
৩।  Trailing Buy
৪।  Trailing Sell
৫।  DCA
৬। TWAP

১। Grid Trading Bot: Grid Trading খুবই জনপ্রিয় একটি ট্রেডিং মেথড। এই পদ্ধতিতে ট্রেডার তার বট এর জন্য সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল আগে থেকে ঠিক করে নেন এবং এই রেঞ এর মধ্যে Buy এবং Sell এর অর্ডার আগে থেকেই ঠিক করে দেওয়া থাকে। নিচের একটা Buy অর্ডার  fill up হলে তার উপরের একটি Sell অর্ডার নিজে থেকেই চালু হয়ে যায়। এইখানে ট্রেডার দের সারাদিন Computer এর সামনে বসে থাকতে হয় না। ট্রেডার বট চালু করে দিয়ে অন্য যে কোন কাজে করতে পারে।

কিভাবে Grid Trading বট ব্যবহার করবেন?

১। AL Strategy: বট টি এমনভাবে প্রোগ্রাম করা যে এটি নিজে থেকেই যেকোন মার্কেটের আগের ৭ দিনের ডাটা এন্যলাইসিস করে তার সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল বের করতে পারে। একই সাথে কয়টি Grid এবং কত ডলার ব্যবহার করলে সবচেয়ে বেশি প্রোফিট হবে তা ও বের করে দিতে পারে। আপনাকে সুধু কত ডলার ইনভেস্ট করবেন তা ঠিক করে ক্রিয়েট তে ক্লিক করলেই বট তৈরি হয়ে যাবে।



২। Set Myself: এই পদ্ধতিতে বট এর সব লিমিট নিজে থেকেই ঠিক করে দেওয়া যায়। যেমন এইখানে ১ নং মার্ক করা Upper limit বলতে রেসিস্টেন্স এবং ২ নং মার্ক করা Lower limit বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে। ট্রেডার এইখানে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল ঠিক করে দিতে পারবে। সাথে কতগুলো Grid থাকবে সেটাও ঠিক করে দিতে পারবে ৩ নং মার্ক করা জায়গায়। সাথে Grid গুলো Arithmetic আকারে হবে নাকি Geometric আকারে তা নির্ধারন করে দিতে হবে। Atithmetic এবং Geometric এর কাজ কি তা আমি একটু নিচে বলে দিব। ৪ নং মার্ক করা জায়গায় কত ডলার এর ট্রেড করবে তা বলে দিতে হবে। ট্রেডার চাইলে ৫ নং মার্ক করা বক্স এ Trigger price সেট করে ৬ নং মার্ক করা বক্স এ Stop loss price এবং ৭ নং বক্স এ  close Bot at প্রাইস সেট করে দিতে পারবে যা AL Strategy এ করা জায়না।


Upper limit:বলতে রেসিস্টেন্স কে বুঝানো হয়েছে।

Lower limit:বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে।

Arithmetic:এর মাধ্যমে প্রতিটি  Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত % উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫% বা ১০% দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত % ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।

Geometric:এর মাধ্যমে প্রতিটি  Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত ডলার  উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫ বা ১০ ডলার দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত ডলার ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।

Trigger price:
কয়েনের দাম কত ডলারে গেলে বটটা চালু হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে হবে।

Stop loss price:কয়েনের দাম যদি কোন কারনে ডাউন হয়ে যায় তাহলে ট্রেডার চাইলে একটা দাম আগে থেকেই ঠিক করে দিতে পারে যেখানে গেলে বটটি বন্ধ হয়ে যাবে।

close Bot at:
ট্রেডার চাইলে কত ডলারে গেলে বটটা বন্ধ হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে পারবে।  

Trailing percent:এই tool টির মাধ্যমে Stop loss price কয়েনের দাম পরিবর্তনের সাথে সাথে ওঠা নামা করানো যায়। যেমনঃ Trailing percent ৩% দেওয়া থাকলে কয়েনের দাম যত বাড়বে   Stop loss price তত উপরে উঠতে থাকবে। এভাবে উঠতে উঠতে দাম যদি ৩% কমে যায় তাহলে ট্রেডটি বন্ধ হয়ে যাবে।

কি ভাবে Smart Trade Bot ব্যবহার করবেন?

এটির ব্যবহার করা খুব এ সহজ। ট্রেডারকে প্রথমে ১ নং মার্ক করা বক্স এ Buy price ঠিক করে দিতে হবে। ২ নং মার্ক করা বক্স এ কত পরিমান Buy করতে হবে তা ঠিক করে দিতে হবে। এখন ট্রেডার চাইলে Buy order এর সাথে  sell order ও একই সাথে সেট করে দিতে পারবে। তা করার জন্য ৩ নং বক্স এ Trigger Sell price সেট করে দিতে হবে এবং সেই সাথে কয়েনের দাম কত %  UP হলে order টি বন্ধ হবে তা ও ঠিক করে দেওয়া যাবে। ট্রেডার চাইলে ৪ নং মার্ক করা বক্স এ Trailing percent সেট করে দিতে পারবে অথবা সরাসরি Stop loss price tool টি ব্যবহার করতে পারবেন ৫ নং মার্ক করা বক্স এ।



উদাহরনঃ ধরুন আপনে BCH কিনতে চান সর্বোনিম্ন দামে এবং sell order ও একই সাথে সেট করে দিতে চান। তাহলে আপনে আপ্নের order এভাবে যদি সেট করেন, Buy price 250USDT, Buy Quantity 1 BCH, Trigger sell price 270USDT, Trailing percent 3%, stop loss 240USDT. এই ক্ষেত্রে যা হবে তা হল,  BCH এর দাম যদি   250USDT তে যায় তাহলে বটটি চালু হয়ে যাবে এবং 1 BCH কেনা হয়ে যাবে একই সাথে    270USDT তে একটি sell order চালু হয়ে যাবে। এখন মার্কেট যদি আরো কমে 240USDT তে যায় তাহলে BCH sell হয়ে যাবে। আর মার্কেট যদি উপরে যায় তাহলে তা Trailing percent 3%  অনুসরন করে stop loss মার্কেট  এর দাম এর 3% নিচে থাকবে।
      
Traling buy: এই tool টি ব্যবহার করা খুবই সুবিধাজনক। ক্রিপ্টো মার্কেট খুব এ আনিশ্চিত এবং এর দাম আগে থেকে বুঝা যায়না। অনেক সময় দেখা যায় মার্কেট সাপোর্ট এর ও নিচে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম নিচে Buy করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Investment amounts ঠিক করে দিতে হবে।


Trailing sell:ই tool টি ব্যবহার করে সর্বোচ্চ দামে কয়েন Sell করতে পারবেন ।  অনেক সময় দেখা যায় মার্কেট রেসিস্টেন্স এর ও উপরে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম উপরে Sell করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Sell quantity ঠিক করে দিতে হবে।


আমি DCA, TWAP ও Infinity Grid এর বিষয়ে আমি কিছু বললাম না এই পোস্ট এ কারন এই tool গুলো ব্যবহার করতে বড় আকারে ডলার দরকার হয়। তারপরেও কেও জানতে চাইলে আমি বলে দিব।


এই এক্সচেঞ্জটির নাম হলো pionex। Google এ সার্চ করলেই পেয়ে যাবেন।  PlayStore এ তাদের app ও আছে। KYC না করেই এটি ব্যবহার করতে পারবেন। এই এক্সচেঞ্জ Binance ও Huboi থেকে liquidity আনে। তাই liquidity নিয়ে কোন সমস্যা হবে না।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 12, 2020, 12:12:31 PM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
ভাই সব কিছুর এ এক্টা সাধারন মান আছে। আপনেরা যেভাবে মোটা মোটা করে সবুজ কালারিং করতেছেন সেটা দেখতে একদম এ ভাল লাগছে না। আর কালারিং করা হয় ওই লিখাগুলোর উপর যাতে সবাই আলাদা ভাবে নজর দেয়। এখন আপনে যদি আহেতুক কালারিং করেন তাহলে সেটা কেমন দেখায় আপ্নেই বলেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
hero member
Activity: 1498
Merit: 537
November 12, 2020, 11:51:01 AM

2020 সালে hype create করলো Defi এবং NFT। 2021 সালে এমন কি hype create করতে পারে?

কি ধরনের হাইপ হবে তা আগে থেকে বলা মুস্কিল। তবে Defi হাইপ যেভাবে শুরু হয়েছিলো NFT হাইপ এখন সেভাবে হয়নাই। তাই আমার মনে হয় ২০২১ সালটা NFT এর বছর হতে পারে। Dego finance সহ আরো কোম্পানি NFT তে সফলতা পেয়েছে। এছাড়া আমার জানা মতে Binance এর মতো এক্সচেঞ্জ ও NFT এর বেপারে আগ্রহ দেখিয়েছে। তাই আমার মনে হচ্ছে ২০২১ হতে যাচ্ছে NFT নিয়ে ভালো কিছু আসা করা যায়।

Bitcoin ki ai year a 20000USD per hote pare
হতেই পারে আবার নাও হতে পারে। কেও নিশ্ছিত বলতে পারবে না। তবে বিটকয়েন এর দাম খুব তারাতাড়ি বারছে। এরকম সময়ে দাম পরার এক্টা সম্ভবনা থাকে।

jr. member
Activity: 410
Merit: 1
November 12, 2020, 10:31:48 AM
গ্রুপ টায় অনেক প্রয়োজনীয় জিনিস পাই। ধন্যবাদ।     
member
Activity: 99
Merit: 10
November 12, 2020, 10:15:31 AM
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
কালারিং লিখলে আপনাকে কেউ নিষেধ করতে পারবে না। কিংবা ফোরামের রুলস অনুযায়ী সেটা নিষিদ্ধ নয় কিন্তু প্রয়োজনে ব্যবহার না করাটাই উত্তম কারন স্বাভাবিক লেখা পড়তেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যাই হোক, এইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো ভালো না লাগলে আপনাকে ইগ্নোর করে রাখতে পারে।
বিটকয়েন তো আবার ভালোই পাম্প হবে মনে হচ্ছে৷ আপনাদের কি মতামত? ২০১৭ সালের ডিসেম্বারকে কি ইতিহাস আবার রিপিট করবে? ২০১৭ সালের শেষের মাসগুলোতে বিটকয়েন এমনই পাম্প হয়েছিল।
জি ভাই বুঝতে পারলাম।
আপনাকে ধন্যবাদ।
আমারও মনে হয় নভেম্বরের শেষের দিকে বিটকয়েনের দাম বাড়তে পারে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 12, 2020, 10:11:49 AM
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
কালারিং লিখলে আপনাকে কেউ নিষেধ করতে পারবে না। কিংবা ফোরামের রুলস অনুযায়ী সেটা নিষিদ্ধ নয় কিন্তু প্রয়োজনে ব্যবহার না করাটাই উত্তম কারন স্বাভাবিক লেখা পড়তেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যাই হোক, এইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো ভালো না লাগলে আপনাকে ইগ্নোর করে রাখতে পারে।
বিটকয়েন তো আবার ভালোই পাম্প হবে মনে হচ্ছে৷ আপনাদের কি মতামত? ২০১৭ সালের ডিসেম্বারকে কি ইতিহাস আবার রিপিট করবে? ২০১৭ সালের শেষের মাসগুলোতে বিটকয়েন এমনই পাম্প হয়েছিল।
member
Activity: 99
Merit: 10
November 12, 2020, 04:59:42 AM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 12, 2020, 04:07:46 AM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
member
Activity: 99
Merit: 10
November 12, 2020, 01:24:03 AM
2020 সালে hype create করলো Defi এবং NFT। 2021 সালে এমন কি hype create করতে পারে?
আসলে কিপ্টোকারেন্সিতে কখন কোনটা hype হবে তা বলা মুশকিল, তবে আমার মতে Callisto Network (CLO) এই টোকনটার দিকে নজর রাখতে পারেন, আশা করি আপনার উপকার হবে
member
Activity: 99
Merit: 10
November 12, 2020, 01:09:58 AM
বিটকয়েন এর গড় মাসিক রিটার্ন আগস্ট ২০১১ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত  |


জানুয়ারি : ৩%
ফেব্রুয়ারি : ১০%
মার্চ : -১১%
এপ্রিল : ১৯%
মে : ১৯%
জুন : ৬%
জুলাই : ১১%
আগস্ট : ৫.৪%
সেপ্টেম্বর : -৩%
অক্টোবর : ১৮.৫%
নভেম্বর : ৫১%
ডিসেম্বর : ৩.৬%




আমি এই বিষয়টি অনেক দিন থেকে খুঁজতে ছিলাম, অবশেষে আপনার কাছে পাইলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 11, 2020, 12:04:18 PM
Bitcoin ki ai year a 20000USD per hote pare

প্রথমত এরপরের পোষ্ট/রিপ্লাইগুলো অবশ্যই বাংলাতে লেখবেন। আমি আমার মতামত দিলে এটিই বলব যে, বিটিসি পূর্বের বুল মার্কেটে বৃদ্ধি শুরুর পূর্বে কিছুটা কারেকশন ( বৃদ্ধির পূর্বে মূল্যের হ্রাসকে কারেকশন বলা যায়) করে এবং এটি এই বছরের অনেকবার হয়েছে। যদি বিটিসির মূল্য ৯ হাজার ডলারের সময়কার কথা মনে করেন , তাহলে দেখবেন যে, বৃদ্ধি পাবার পর হ্রাস পেয়েছে এবং এরপর অনেকটা আবার বৃদ্ধি পেয়েছে। তাই বিটিসির মূল্য আমার মতে ২০ হাজার পার করতে পারে , যদি বিটিসির বর্তমান কারকশনটা শেষ হয়।



অবশেষে Ethereum 2.0 Launch এর তারিখ জানা গেল ডিসেম্বর এর ১ তারিখ ২০২০।

বিস্তারিত - https://blog.ethereum.org/2020/11/04/eth2-quick-update-no-19/

এটি এক সপ্তাহের পুরাতন খবর বলা যায়। কারণ ভিটালিক বুটারিন এটি সপ্তাহের শুরুতেই টুইট করেছে এবং আজকে একটি Hard Fork সম্ভবত হইলো ইথিরিয়াম নেটওয়ার্কে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 11, 2020, 11:36:53 AM
সত্যিকারের ব্যবহার না নিয়ে একটি টোকেন। তারা প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের জন্য মাত্র পাঁচটি ছোট এক্সচেঞ্জের তালিকাভুক্ত করেছে। এছাড়াও, তাদের প্রকল্পটি এতটা unique নয় এবং তাদের বাজারে অনেক প্রতিযোগী রয়েছে। এই প্রকল্পটিকে আপাতত ব্যর্থতা বলা যেতে পারে তবে ভবিষ্যতে কী ঘটতে পারে তা আমরা জানি না। সম্ভবত তাদের টোকেনের জন্য কিছু বাস্তব ব্যবহারের কেস তৈরির পরিকল্পনা রয়েছে।

আমি @Fatemablabla এর পোষ্টটে লিংক করে দেওয়া মূল্য টপিকটির যেসব পয়েন্ট ছিল, সবগুলোই আপনি বাংলায় অনুবাদ করে রিপ্লাই করেছেন। এটা কখনোই আশা করা যায় না। দয়া করে এমন কপি-পেষ্ট থেকে দূরে থাকুন।

আবার সোর্স লিংক দিলাম: https://bitcointalksearch.org/topic/--5286833
jr. member
Activity: 118
Merit: 1
November 11, 2020, 11:34:36 AM
অবশেষে Ethereum 2.0 Launch এর তারিখ জানা গেল ডিসেম্বর এর ১ তারিখ ২০২০।

বিস্তারিত - https://blog.ethereum.org/2020/11/04/eth2-quick-update-no-19/
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 11, 2020, 11:24:45 AM
2020 সালে hype create করলো Defi এবং NFT। 2021 সালে এমন কি hype create করতে পারে?
অবশ্যই হাইপ থাকবে। কারন ক্রিপ্টো প্রজেক্ট হাইপ দিয়েই চলে।৷ যখন যেই হাইপ থাকবে তখন ঐটা চলবে। তবে আমার মনে হয় ২০২১ এর ডিফাই এবং এনএফটি হাইপ চলবে। ২০২২ এ হয়ত আমরা নতুন৷ হাইপ দেখব। কিন্তু কিসের হাইপ হবে ঐটা এখনো বলা মুশকিল।

Bitcoin ki ai year a 20000USD per hote pare

হতেও পারে। আমি তো এমন প্রেডিকশন ও দেখেছি যে ৩০০০০$ যাবে। সম্ভাবনা তো আছেই, বাকিটা ভবিষ্যৎ এ বলা যাবে।
Jump to: