প্রায়ই আমাদের সিনিয়ররা ফোরামের নিয়ম কানুনগুলো পড়ার পরামর্শ দেন যেন আমাদের একাউন্ট নিরাপদ থাকে। এবং রেফারেন্স হিসাবে নিচের টপিকটি উল্লেখ করেন
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ.
কিন্তু আমরা হয়ত অবহেলা করে বা সময় না থাকার জন্য ফোরামের নিয়ম কানুনগুলো পড়ছি না। এতে করে আমাদের একাউন্টের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। উপরের টপিকে মোট ৩৩ টি রুলস আছে। আমি এই নিয়মগুলোকে এখানে বাংলায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আশা করছি এতে আপনারা খুব সহজে, কম সময়ে ফোরামের নিয়মগুলো পড়তে ও বুঝতে পারবেন। আমি শুধু ফোরামের নিয়মগুলো বাংলায় অনুবাদ করেছি। বাকি অংশ এখনো অনুবাদ করা হয়নি। ভবিষ্যতে সময় পেলে বাকি অংশ সম্পূর্ন করবো।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।১. কোন শূন্য মান বা কম মান, উদ্দেশ্যহীন বা আকর্ষনীয় নয় এমন পোস্ট বা থ্রেড পোস্ট করা যাবে না।
২. কোন অফ্-টপিক পোস্ট করা যাবে না।
৩. কোন ধরনের ট্রল (Troll) করা যাবে না।
৪. কোন রেফারেল কোড বা রেফারেল লিঙ্ক পোস্ট করবেন না। এটি স্প্যাম বলে গণ্য হবে।
৫. কোন Link shorteners ব্যবহার করবেন না কারন এতে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে হয়।
৬. কোন ফিশিং বা ম্যালওয়ার সাইটের লিঙ্ক পোস্ট করবেন না যদি না এটি সতর্কতা বা এটির ভাল কোন কারন থাকে।
৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।
৮. শারীরিক ক্ষতি, মৃত্যুর হুমকিযুক্ত থ্রেড পোস্ট করবেন না।
৯. মেইন বোর্ডে অবশ্যই ইংরেজিতে আলোচনা করতে হবে। অন্যান্য ভাষার আলোচনা উপযুক্ত লোকাল বোর্ডে পোস্ট করতে হবে।
১০. কোন NSFW ছবি কোথাও পোস্ট করা যাবে না। NSFW কন্টেন্ট অবশ্যই চিহ্নিত করা হবে।
(NSFW মানে হচ্ছে Not Safe For Work. অর্থাৎ এমন কোন ছবি, ভিডিও বা ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করা যাবে না যা মানুষ জনসম্মুখে দেখতে পারে না)।
১১. অবৈধ ট্রেডিং সাইটের লিঙ্ক পোস্ট করা যাবে না।
১২. বিভিন্ন বোর্ডে একই পোস্ট করা যাবে না। তবে অনুবাদ করা টপিক বা পোস্ট আপনার লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন।
১৩. একটি থ্রেড প্রতি ২৪ ঘন্টায় একবার Bumps বা updates করা যাবে। একই সময়ে বিভিন্ন থ্রেড একসাথে Bump করা যাবে যদি এটি বিরক্তিকর না হয়।
১৪. সকল altcoin সম্পর্কিত আলোচনা Alternate cryptocurrencies সেকসন এবং এর সাব বোর্ডে করতে হবে।
(তবে বিটকয়েন এবং একটি altcoin সম্পর্কিত আলোচনা হলে এটি সাধারন বোর্ডের অন্তর্গত হতে পারে।)
১৫. ফোরামের মধ্যে কোন altcoin giveaways গ্রহনযোগ্য না। (
Giveaway threads are not allowed)
১৬. কারেন্সি এক্সচেঞ্জ বাের্ডে একের অধিক সক্রিয় সেলস টপিক থাকা যাবে না।
১৭. ক্রেতা বা বিক্রেতার দেশে যেসকল পণ্য অবৈধ তা এখানে ক্রয় বিক্রয় নিষিদ্ধ।
১৮. একের অধিক একাউন্ট থাকা এবং একাউন্ট বিক্রয় করার অনুমতি আছে, কিন্তু একাউন্ট বিক্রয় করাকে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৯. সম্ভাব্য (বা বাস্তব) স্ক্যামগুলো এবং ট্রাস্ট রেটিংগুলো মডারেট করা হয় না। (মডারেশনের অপব্যবহার প্রতিরোধ করার জন্য)।
২০. Invite-only সাইটগুলোতে অ্যাকাউন্ট এবং ইনভাইটস্ বিক্রয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। বিস্তারিত নিচের টপিকে দেখুন
Sales of accounts and invites to invite-only sites২১. পুরাতন Bumps ডিলিট করে দেওয়া উচিত।
২২. অন্যের থ্রেডে বিজ্ঞাপন (মাইনিং পুল, জুয়ার সেবা, এক্সচেঞ্জ, দোকান এর অন্তর্ভুক্ত) গ্রহনযোগ্য নয়, এটি altcoin announcement থ্রেডগুলোর জন্যও প্রযোজ্য কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ না।
২৩. কোন মেম্বার কোনও নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার সময়, স্টাফদের সেই নিয়মের তাদের নিজ নিজ ব্যাখ্যা অনুসরণ করার অধিকার রয়েছে।
২৪. পোস্টের ভিতরে বিজ্ঞাপন (পোস্ট এরিয়ার মধ্যে সিগনেচারও এর অন্তর্ভুক্ত) গ্রহনযোগ্য নয় যদিনা পোস্টটি আপনার তৈরি করা থ্রেডের অন্তর্গত হয় এবং আসলেই বাস্তবিক এবং দরকারী হয়।
২৫. Ban evasion (আপনার একটি একাউন্ট ব্যান হবার পর অন্য একটি একাউন্ট খোলা বা ব্যবহার করা) এর অনুমতি নেই।
(একমাত্র ব্যতিক্রম হচ্ছে আপনার ব্যান সম্পর্কে মেটা সেকসনে একটি থ্রেড তৈরি করতে পারবেন)।
২৬. কোন লোকাল থ্রেড শুরু করার সময় যদি এর নিয়ম কানুনগুলোর যথাযথ বিবরণ থাকে, এগুলো যদি সুনির্দিষ্ট এবং ফোরামের নিয়ম কানুনগুলোর সাথে সাংঘর্ষিক না তবে তা মানতে হবে।
২৭. স্থানীয় বোর্ডে অনুবাদিত কন্টেন্ট পোস্ট করার জন্য স্বয়ংক্রিয় অনুবাদ সরঞ্জাম (Google translator) ব্যবহারের অনুমতি নেই।
২৮. ফোরাম সফ্টওয়্যারের বাগ বা ত্রুটিগুলো (ফলাফল ক্ষতিকারক না হলেও) অনুসন্ধান করার অনুমতি নেই।
২৯. বিজ্ঞাপন এবং বন্যার (flood) মধ্যে সীমাবদ্ধ না থাকলেও, অযাচিত PM পাঠানোর অনুমতি নেই।
৩০. একই ধরনের মার্কেটপ্লেস আইটেম অবশ্যই একসাথে তালিকাবদ্ধ করা উচিত।
(ডোমেন, সফ্টওয়্যার কী এবং মেম্বারশীপ ইনভাইটেশন এর অন্তর্ভুক্ত হবে, তবে আরো অন্য কিছুও এর অন্তর্ভুক্ত হতে পারে)।
৩১. মেম্বারদের avatars অবশ্যই কোন NSFL or NSFW কন্টেন্ট হবে না, কপিরাইটের লঙ্ঘন করবে না অথবা কোন মেম্বারের ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করবে না।
(NSFL=Not Safe For Life, NSFW=Not Safe For Work).
৩২. একই সারিতে একাধিক পোস্ট, পোস্ট করার (তবে থ্রেড স্টার্টার কর্তৃক Bumps এবং Reserved পোস্ট এর অন্তর্ভুক্ত নয়) অনুমতি নেই।
৩৩. চুরি বা কপি করা কন্টেন্ট পোস্ট করার অনুমতি নেই।
(কোন মেম্বারের কোন পোস্ট বা থ্রেডের কিছু অংশ কপি করা, সম্পূর্ন অংশ কপি করা, বাইরের কোন উৎস থেকে কপি করা (যেমন, অন্যান্য ওয়েবসাইট) এবং এটিকে নিজের বলে দাবী করা এর অন্তর্ভুক্ত।)
বি:দ্র: যদি কোন নিয়ম আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে প্রশ্ন করুন। কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবে। সবাইকে ধন্যবাদ।
আরো কিছু গুরুত্বপূর্ন টপিক:
১.
বিটকয়েনটক [গাইড]২.
গুগল প্লে স্টোরের ফেক অ্যাপস।৩.
কিছু গুরুত্বপূর্ন ওয়ালেটের অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক