Author

Topic: বাংলা (Bengali) - page 403. (Read 5306955 times)

member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
November 10, 2020, 07:20:22 AM
বিটকয়েন এর গড় মাসিক রিটার্ন আগস্ট ২০১১ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত  |


জানুয়ারি : ৩%
ফেব্রুয়ারি : ১০%
মার্চ : -১১%
এপ্রিল : ১৯%
মে : ১৯%
জুন : ৬%
জুলাই : ১১%
আগস্ট : ৫.৪%
সেপ্টেম্বর : -৩%
অক্টোবর : ১৮.৫%
নভেম্বর : ৫১%
ডিসেম্বর : ৩.৬%



jr. member
Activity: 118
Merit: 6
November 09, 2020, 09:51:28 AM
প্রথমে তারা ৭ দিন এর পরে ১৫ দিন তারপরে ৩০ দিন এভাবে ব্যান করে। এই দিন গুলোতে আপনে কোন কমেন্ট করতে পারবেন না। এগুলো আপনার জন্য ওয়ার্নিং এর মতো। এর পরেও যদি ভুল করতে থাকেন তাহলে একবারে ব্যান করে দিবে।
Bitcointalk ফোরামে ৩ ধাপে Red Trust এর ওয়ারনিং দিতে পারে আপনি বলতেছেন, কিন্তু আমার প্রশ্ন আমি সেটা বুজব কি করে,যে কেউ আমাকে Red Trust এর ওয়ারনিং দিতেছে?
hero member
Activity: 1498
Merit: 537
November 09, 2020, 04:34:27 AM
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
আপনি সর্বনিম্ন Jr. member rank থেকে signature campaign জয়েন করতে পারেন। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link
কিন্তু কিছু বান্টি রয়েছে যেগুলো Member rank ছাড়া জয়েন করা যায় না। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link

আপনি Signature ক্যাম্পেইন জয়েন হওয়ার পূর্বে অবশ্যই Signature ক্যাম্পেইন নিয়ম গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
আমি কিছু নিয়ম উল্লেখ করছিঃ
১. Post on Auction, Off-topics, Giveaways/Airdrop, যে কোন ধরনের Local Forums, Beginners and Help এবং Any Bounty Thread এই জায়গায় গুলো পোষ্ট করলে গ্রহন যোগ্য হবে না।
২. ৭০-১০০ characters পোষ্ট create করতে হবে।
৩. সর্বোচ্ছ আপনি ৩ থেকে ৪ টি পোষ্ট প্রতিদিন করতে পারবেন।
৪. সাধারনত Red Trust account গ্রহন যোগ্য হয় না।

কখনো কোথাও থেকে Copy paste মারবেন না। Forum এর নিয়ম সর্ম্পকে জানতে এখানে দেখুন

সিগ্নেসার ক্যাম্পেইন করতে হলে অনেক নিয়ম মানতে হয় মনে হয় তারকারন সিগ্নেসসার ক্যাম্পেইন এ সব জায়গাতে আলাদা আলাদা নিয়ম যে কারনে  সিগ্নেসার করা অনেক কঠিন সিগ্নেসার এ আইডি ব্যান করে দেয় মনে হয়।
না আপনার ধারনা সঠিক না। সিগনেচার ক্রাম্পেইন করার জন্য ব্যান করেনা। আপনে যদি অপ্রাসঙ্গিক বা খুবই নিম্ন মানের পোস্ট করেন তাহলে ব্যান করতে পারে। আসলে সরাসরি প্রথমবারে ব্যানও করেনা। প্রথমে তারা ৭ দিন এর পরে ১৫ দিন তারপরে ৩০ দিন এভাবে ব্যান করে। এই দিন গুলোতে আপনে কোন কমেন্ট করতে পারবেন না। এগুলো আপনার জন্য ওয়ার্নিং এর মতো। এর পরেও যদি ভুল করতে থাকেন তাহলে একবারে ব্যান করে দিবে।
jr. member
Activity: 54
Merit: 3
November 09, 2020, 03:56:32 AM
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
আপনি সর্বনিম্ন Jr. member rank থেকে signature campaign জয়েন করতে পারেন। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link
কিন্তু কিছু বান্টি রয়েছে যেগুলো Member rank ছাড়া জয়েন করা যায় না। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link

আপনি Signature ক্যাম্পেইন জয়েন হওয়ার পূর্বে অবশ্যই Signature ক্যাম্পেইন নিয়ম গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
আমি কিছু নিয়ম উল্লেখ করছিঃ
১. Post on Auction, Off-topics, Giveaways/Airdrop, যে কোন ধরনের Local Forums, Beginners and Help এবং Any Bounty Thread এই জায়গায় গুলো পোষ্ট করলে গ্রহন যোগ্য হবে না।
২. ৭০-১০০ characters পোষ্ট create করতে হবে।
৩. সর্বোচ্ছ আপনি ৩ থেকে ৪ টি পোষ্ট প্রতিদিন করতে পারবেন।
৪. সাধারনত Red Trust account গ্রহন যোগ্য হয় না।

কখনো কোথাও থেকে Copy paste মারবেন না। Forum এর নিয়ম সর্ম্পকে জানতে এখানে দেখুন

সিগ্নেসার ক্যাম্পেইন করতে হলে অনেক নিয়ম মানতে হয় মনে হয় তারকারন সিগ্নেসসার ক্যাম্পেইন এ সব জায়গাতে আলাদা আলাদা নিয়ম যে কারনে  সিগ্নেসার করা অনেক কঠিন সিগ্নেসার এ আইডি ব্যান করে দেয় মনে হয়।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 09, 2020, 03:39:03 AM
Bitcointalk এ Red Trust খাওয়ার জন্য প্রধান কারন কি?
একবার Red Trust খাওয়ার পরে কি Bitcointalk ব্যবহার করতে পারবো?

অধিকাংশ ক্ষেত্রে একের অধিক আইডি দিয়ে কোন বাউন্টি প্রোজেক্টে কাজ করার জন্য রেড ট্রাস্ট দেওয়া হয়। একাউন্ট গুলো কানেক্টেট কিনা সেটা যাচাই করা তেমন কঠিন কিছুনা। আর আমার জানা মতে একের অধিক একাউন্ট থাকা দোষের কিছুনা কিন্তু একই বাউন্টিতে একের অধিক আইডি নিয়ে কোনভাবেই কাজ করা যাবেনা। বাউন্টি ম্যানেজার ধরতে পারলে রেড ট্রাস্ট খাবেন। এছাড়াও অনেক সময় ফামিং আইডি হিসেবে ডিক্টেট হলেও রেড ট্রাস্ট দেয়।

ফার্মিং আইডি কি?

অনেকে আছে যারা শুধু বাউন্টি করার জন্যই আইডি ব্যবহার করে। এরা অনেকে ক্যাম্পেইন শেষ হবার পরেও তাদের কাজ সাবমিট করতে থাকে ফোরামে। এটা অনেকে অজ্ঞতা বা ভুলেও করে থাকে। এসব আইডিকে অনেক সময় মডারেটররা ফার্মিং আইডি হিসেবে সনাক্ত করে থাকে।

আবার কারো সাথে টাকা পয়সার লেনদেনে সমস্যা করলেও রেড ট্রাস্ট খাইতে হতে পারে ওই মেম্বারের কাছে থেকে।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 09, 2020, 02:19:05 AM
@paglarhat
আপনার উচিত নিয়মগুলো ভালো করে পড়া। ফোরামের নিয়মগুলো যারা বুঝে তাদের একাউন্টের কোন প্রবলেম হবে না। আমরা সবাই ফোরামে এসেই কাজের চিন্তা করি কিন্তু নিয়মগুলো কেউ পড়ার চিন্তা করি না। এইটাই আমাদের মুল সমস্যা।
এইখানে গিয়ে ফোরামের নিয়মগুলো দেখে নিন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657

প্রায়ই আমাদের সিনিয়ররা ফোরামের নিয়ম কানুনগুলো পড়ার পরামর্শ দেন যেন আমাদের একাউন্ট নিরাপদ থাকে। এবং রেফারেন্স হিসাবে নিচের টপিকটি উল্লেখ করেন
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ.
কিন্তু আমরা হয়ত অবহেলা করে বা সময় না থাকার জন্য ফোরামের নিয়ম কানুনগুলো পড়ছি না। এতে করে আমাদের একাউন্টের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। উপরের টপিকে মোট ৩৩ টি রুলস আছে। আমি এই নিয়মগুলোকে এখানে বাংলায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আশা করছি এতে আপনারা খুব সহজে, কম সময়ে ফোরামের নিয়মগুলো পড়তে ও বুঝতে পারবেন। আমি শুধু ফোরামের নিয়মগুলো বাংলায় অনুবাদ করেছি। বাকি অংশ এখনো অনুবাদ করা হয়নি। ভবিষ্যতে সময় পেলে বাকি অংশ সম্পূর্ন করবো।

বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।

১. কোন শূন্য মান বা কম মান, উদ্দেশ্যহীন বা আকর্ষনীয় নয় এমন পোস্ট বা থ্রেড পোস্ট করা যাবে না।

২. কোন অফ্-টপিক পোস্ট করা যাবে না।

৩. কোন ধরনের ট্রল (Troll) করা যাবে না।

৪. কোন রেফারেল কোড বা রেফারেল লিঙ্ক পোস্ট করবেন না। এটি স্প্যাম বলে গণ্য হবে।

৫. কোন Link shorteners ব্যবহার করবেন না কারন এতে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে হয়।

৬. কোন ফিশিং বা ম্যালওয়ার সাইটের লিঙ্ক পোস্ট করবেন না যদি না এটি সতর্কতা বা এটির ভাল কোন কারন থাকে।

৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।

৮. শারীরিক ক্ষতি, মৃত্যুর হুমকিযুক্ত থ্রেড পোস্ট করবেন না।

৯. মেইন বোর্ডে অবশ্যই ইংরেজিতে আলোচনা করতে হবে। অন্যান্য ভাষার আলোচনা উপযুক্ত লোকাল বোর্ডে পোস্ট করতে হবে।

১০. কোন NSFW ছবি কোথাও পোস্ট করা যাবে না। NSFW কন্টেন্ট অবশ্যই চিহ্নিত করা হবে।
(NSFW মানে হচ্ছে Not Safe For Work.  অর্থাৎ এমন কোন ছবি, ভিডিও বা ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করা যাবে না যা মানুষ জনসম্মুখে দেখতে পারে না)।

১১. অবৈধ ট্রেডিং সাইটের লিঙ্ক পোস্ট করা যাবে না।

১২. বিভিন্ন বোর্ডে একই পোস্ট করা যাবে না। তবে অনুবাদ করা টপিক বা পোস্ট আপনার লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন।

১৩. একটি থ্রেড প্রতি ২৪ ঘন্টায় একবার Bumps বা updates করা যাবে। একই সময়ে বিভিন্ন থ্রেড একসাথে Bump করা যাবে যদি এটি বিরক্তিকর না হয়।

১৪. সকল altcoin সম্পর্কিত আলোচনা Alternate cryptocurrencies সেকসন এবং এর সাব বোর্ডে করতে হবে।
(তবে বিটকয়েন এবং একটি altcoin সম্পর্কিত আলোচনা হলে এটি সাধারন বোর্ডের অন্তর্গত হতে পারে।)

১৫. ফোরামের মধ্যে কোন altcoin giveaways গ্রহনযোগ্য না। (Giveaway threads are not allowed)

১৬. কারেন্সি এক্সচেঞ্জ বাের্ডে একের অধিক সক্রিয় সেলস টপিক থাকা যাবে না।

১৭. ক্রেতা বা বিক্রেতার দেশে যেসকল পণ্য অবৈধ তা এখানে ক্রয় বিক্রয় নিষিদ্ধ।

১৮. একের অধিক একাউন্ট থাকা এবং একাউন্ট বিক্রয় করার অনুমতি আছে, কিন্তু একাউন্ট বিক্রয় করাকে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৯. সম্ভাব্য (বা বাস্তব) স্ক্যামগুলো এবং ট্রাস্ট রেটিংগুলো মডারেট করা হয় না। (মডারেশনের অপব্যবহার প্রতিরোধ করার জন্য)।

২০. Invite-only সাইটগুলোতে অ্যাকাউন্ট এবং ইনভাইটস্ বিক্রয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। বিস্তারিত নিচের টপিকে দেখুন Sales of accounts and invites to invite-only sites

২১. পুরাতন Bumps ডিলিট করে দেওয়া উচিত।

২২. অন্যের থ্রেডে বিজ্ঞাপন (মাইনিং পুল, জুয়ার সেবা, এক্সচেঞ্জ, দোকান এর অন্তর্ভুক্ত) গ্রহনযোগ্য নয়, এটি altcoin announcement থ্রেডগুলোর জন্যও প্রযোজ্য কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ না।

২৩. কোন মেম্বার কোনও নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার সময়, স্টাফদের সেই নিয়মের তাদের নিজ নিজ ব্যাখ্যা অনুসরণ করার অধিকার রয়েছে।

২৪. পোস্টের ভিতরে বিজ্ঞাপন (পোস্ট এরিয়ার মধ্যে সিগনেচারও এর অন্তর্ভুক্ত) গ্রহনযোগ্য নয় যদিনা পোস্টটি আপনার তৈরি করা থ্রেডের অন্তর্গত হয় এবং আসলেই বাস্তবিক এবং দরকারী হয়।

২৫. Ban evasion (আপনার একটি একাউন্ট ব্যান হবার পর অন্য একটি একাউন্ট খোলা বা ব্যবহার করা) এর অনুমতি নেই।
(একমাত্র ব্যতিক্রম হচ্ছে আপনার ব্যান সম্পর্কে মেটা সেকসনে একটি থ্রেড তৈরি করতে পারবেন)।

২৬. কোন লোকাল থ্রেড শুরু করার সময় যদি এর নিয়ম কানুনগুলোর যথাযথ বিবরণ থাকে, এগুলো যদি সুনির্দিষ্ট এবং ফোরামের নিয়ম কানুনগুলোর সাথে সাংঘর্ষিক না তবে তা মানতে হবে।

২৭. স্থানীয় বোর্ডে অনুবাদিত কন্টেন্ট পোস্ট করার জন্য স্বয়ংক্রিয় অনুবাদ সরঞ্জাম (Google translator) ব্যবহারের অনুমতি নেই।

২৮. ফোরাম সফ্টওয়্যারের বাগ বা ত্রুটিগুলো (ফলাফল ক্ষতিকারক না হলেও) অনুসন্ধান করার অনুমতি নেই।

২৯. বিজ্ঞাপন এবং বন্যার (flood) মধ্যে সীমাবদ্ধ না থাকলেও, অযাচিত PM পাঠানোর অনুমতি নেই।

৩০. একই ধরনের মার্কেটপ্লেস আইটেম অবশ্যই একসাথে তালিকাবদ্ধ করা উচিত।
(ডোমেন, সফ্টওয়্যার কী এবং মেম্বারশীপ ইনভাইটেশন এর অন্তর্ভুক্ত হবে, তবে আরো অন্য কিছুও এর অন্তর্ভুক্ত হতে পারে)।

৩১. মেম্বারদের avatars অবশ্যই কোন NSFL or NSFW কন্টেন্ট হবে না, কপিরাইটের লঙ্ঘন করবে না অথবা কোন মেম্বারের ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করবে না।
(NSFL=Not Safe For Life, NSFW=Not Safe For Work).

 ৩২. একই সারিতে একাধিক পোস্ট, পোস্ট করার (তবে থ্রেড স্টার্টার কর্তৃক Bumps এবং Reserved পোস্ট এর অন্তর্ভুক্ত নয়) অনুমতি নেই।

৩৩. চুরি বা কপি করা কন্টেন্ট পোস্ট করার অনুমতি নেই।
(কোন মেম্বারের কোন পোস্ট বা থ্রেডের কিছু অংশ কপি করা, সম্পূর্ন অংশ কপি করা, বাইরের কোন উৎস থেকে কপি করা (যেমন, অন্যান্য ওয়েবসাইট) এবং এটিকে নিজের বলে দাবী করা এর অন্তর্ভুক্ত।)

বি:দ্র: যদি কোন নিয়ম আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে প্রশ্ন করুন। কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবে। সবাইকে ধন্যবাদ।

আরো কিছু গুরুত্বপূর্ন টপিক:
১. বিটকয়েনটক [গাইড]
২. গুগল প্লে স্টোরের ফেক অ্যাপস।
৩. কিছু গুরুত্বপূর্ন ওয়ালেটের অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক
member
Activity: 88
Merit: 11
November 09, 2020, 12:02:39 AM
Bitcointalk এ Red Trust খাওয়ার জন্য প্রধান কারন কি?
একবার Red Trust খাওয়ার পরে কি Bitcointalk ব্যবহার করতে পারবো?
Code:
Bitcointalk এ Red Trust খাওয়ার জন্য প্রধান কারন কি?

Bitcointalk এ Red Trust খাওয়ার জন্য প্রধান কারন হল যেকোন ধরনের লেনদেন এবং বান্টিতে cheating, spam করলে।
উদাহরন সরুপ এখানে দেখুন https://bitcointalksearch.org/topic/m.55308228
আপনি বুজতে পারবেন কি কি কাজ করলে আপনার Bitcointalk Account এ Red Trust আসতে পারে।
Code:
একবার Red Trust খাওয়ার পরে কি Bitcointalk ব্যবহার করতে পারবো?
সাধারনত আপনি Bitcointalk ব্যবহার করতে পারবেন কিন্তু Bounty গুলোতে Red Trust account গ্রহন করে না। আর Bounty গুলোতে Join করলেও কোন লাভ হবে মনে হয় না। আপনাকে আর কেও Trust করবে না। তাই Cheating এবং Spam থেকে সবসময় বিরত থাকুন।
member
Activity: 88
Merit: 11
November 08, 2020, 11:27:14 PM
Bitcointalk ফোরামে কোন পোস্ট করার সময় কি ভাবে সেই পোস্টে আন্ডারলাইন করা হয়? এবং আমি প্রতিদিন কয়টা পোস্ট করতে পারবো?
Bitcointalk ফোরামে পোস্ট করার জন্য সমস্থ tools এবং নিয়ম আছে।
এই লিঙ্কটিতে দেখুনঃ https://bitcointalk.org/index.php?action=help;page=post#tags
jr. member
Activity: 148
Merit: 2
November 08, 2020, 10:54:03 PM
Bitcointalk এ Red Trust খাওয়ার জন্য প্রধান কারন কি?
একবার Red Trust খাওয়ার পরে কি Bitcointalk ব্যবহার করতে পারবো?
jr. member
Activity: 118
Merit: 6
November 08, 2020, 10:02:19 PM
Bitcointalk ফোরামে কোন পোস্ট করার সময় কি ভাবে সেই পোস্টে আন্ডারলাইন করা হয়? এবং আমি প্রতিদিন কয়টা পোস্ট করতে পারবো?
member
Activity: 88
Merit: 11
November 08, 2020, 11:54:48 AM
2021 জানুয়ারিতে তারা তাদের চূড়ান্ত পণ্য প্রকাশ করবে | যখন তাদের পণ্য প্রস্তুত থাকবে তাদের পরে তাদের টোকেনটি listed করা উচিত ছিল। এটি কমপক্ষে সেই project জন্য কিছু volume সরবরাহ করবে। এখন সর্বনিম্ন দামেও কোনও ক্রেতা নেই। তবে আমি মনে করি চূড়ান্ত পণ্য release পরে এটি আরও বাড়বে। আমি আশা করি যে bounty hunters এতক্ষণ ধৈর্য ধরে থাকবে।
ভাই, এতো $3,000,000 worth reward এর Project এই রকম যে হবে ভাবতেই পারছিনা। আমার মনে হয় ৪ টা Round এর টোকেন গুলো এক সাথে Hunter দের দেওয়া উচিৎ হয় নি। যদি প্রত্যেক মাসে Reward গুলো দিতো তাহলে হয়তবা এই রকম হত না। এবং Hunter রাও কিছু profit  পেত। যায়হোক কি আর করার ধৈর্য ছাড়া আর কিছুই করার নাই।
jr. member
Activity: 148
Merit: 2
November 08, 2020, 11:44:50 AM
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
আপনি সর্বনিম্ন Jr. member rank থেকে signature campaign জয়েন করতে পারেন। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link
কিন্তু কিছু বান্টি রয়েছে যেগুলো Member rank ছাড়া জয়েন করা যায় না। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link

আপনি Signature ক্যাম্পেইন জয়েন হওয়ার পূর্বে অবশ্যই Signature ক্যাম্পেইন নিয়ম গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
আমি কিছু নিয়ম উল্লেখ করছিঃ
১. Post on Auction, Off-topics, Giveaways/Airdrop, যে কোন ধরনের Local Forums, Beginners and Help এবং Any Bounty Thread এই জায়গায় গুলো পোষ্ট করলে গ্রহন যোগ্য হবে না।
২. ৭০-১০০ characters পোষ্ট create করতে হবে।
৩. সর্বোচ্ছ আপনি ৩ থেকে ৪ টি পোষ্ট প্রতিদিন করতে পারবেন।
৪. সাধারনত Red Trust account গ্রহন যোগ্য হয় না।

কখনো কোথাও থেকে Copy paste মারবেন না। Forum এর নিয়ম সর্ম্পকে জানতে এখানে দেখুন

আমি আজ আপনার দেয়া উপদেশ থেকে জান্তে পারলাম কি ভাবে এবং কখন  signature ক্যাম্পেইনে জয়েন করতে হয় আমার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে সুন্দর করে শিখানোর জন্য।

member
Activity: 88
Merit: 11
November 08, 2020, 11:28:21 AM
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
আপনি সর্বনিম্ন Jr. member rank থেকে signature campaign জয়েন করতে পারেন। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link
কিন্তু কিছু বান্টি রয়েছে যেগুলো Member rank ছাড়া জয়েন করা যায় না। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link

আপনি Signature ক্যাম্পেইন জয়েন হওয়ার পূর্বে অবশ্যই Signature ক্যাম্পেইন নিয়ম গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
আমি কিছু নিয়ম উল্লেখ করছিঃ
১. Post on Auction, Off-topics, Giveaways/Airdrop, যে কোন ধরনের Local Forums, Beginners and Help এবং Any Bounty Thread এই জায়গায় গুলো পোষ্ট করলে গ্রহন যোগ্য হবে না।
২. ৭০-১০০ characters পোষ্ট create করতে হবে।
৩. সর্বোচ্ছ আপনি ৩ থেকে ৪ টি পোষ্ট প্রতিদিন করতে পারবেন।
৪. সাধারনত Red Trust account গ্রহন যোগ্য হয় না।

কখনো কোথাও থেকে Copy paste মারবেন না। Forum এর নিয়ম সর্ম্পকে জানতে এখানে দেখুন
hero member
Activity: 1498
Merit: 537
November 08, 2020, 11:25:08 AM
কেন Youengine (YOUC) বান্টি failed?

ইউইঞ্জিন বাউন্টি এখনো ফেইল না। বলতে পারেন মার্কেটে বাই সেল নাই। এর অনেক গুলো কারন আছে। যার মধ্যে প্রধান কারন হল তাদের বিশাল টোকেন সাপ্লাই। বাউন্টিতে তারা ৩মিলিয়ন টোকেন মার্কেটে ছাড়ছে। কিন্তু এই টোকেন এর ব্যবহার এর সুযোগ এখনো তারা তৈরি করতে পারে নাই। এজন্য তাদের টোকেন প্রাইস এত ডাউন
তারা যদি তাদের প্রোডাক্ট ভবিষ্যৎ এ সফল ভাবে মার্কেট এ ছাড়তে পারে তাহলে তাদের টোকেন এর একটি ব্যবহার এর সুযোগ আসবে এবং টোকেন এর প্রাইস বাড়বে।

এই বিষয়ে পূর্নাঙ্গ জানতে এই বিষয়ে একটি ইংরেজি আলোচনা রয়েছে এটা ঘুরে দেখতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/--5286833

আমিও আপনার সাথে এক মত প্রকাশ করি কারন YOUC Bounty মোট ৪ টা রাউন্ড চলছে এবং তাদের অনেক টোকন একবারে দিয়েছে আর তাই হয়তো O তে চলে জাচ্ছে।
তারা কোন প্রকার প্রচারণা না করেই
টোকেন গুলা দিয়ে দেয়াটাও আর একটা কারণ। তারা যোদি মাসে ১০% করে সবাই কে দিত তাহলে হয়তো আমার কিছু প্রফিট নিতে পারতাম, তবে হতাস হওয়ার কিছু নেই প্রফিট পাবো শুধু সময়ের অপেক্ষা,
2021 জানুয়ারিতে তারা তাদের চূড়ান্ত পণ্য প্রকাশ করবে | যখন তাদের পণ্য প্রস্তুত থাকবে তাদের পরে তাদের টোকেনটি listed করা উচিত ছিল। এটি কমপক্ষে সেই project জন্য কিছু volume সরবরাহ করবে। এখন সর্বনিম্ন দামেও কোনও ক্রেতা নেই। তবে আমি মনে করি চূড়ান্ত পণ্য release পরে এটি আরও বাড়বে। আমি আশা করি যে bounty hunters এতক্ষণ ধৈর্য ধরে থাকবে।
jr. member
Activity: 148
Merit: 2
November 08, 2020, 11:21:17 AM
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
jr. member
Activity: 118
Merit: 6
November 08, 2020, 10:00:46 AM
কেন Youengine (YOUC) বান্টি failed?

ইউইঞ্জিন বাউন্টি এখনো ফেইল না। বলতে পারেন মার্কেটে বাই সেল নাই। এর অনেক গুলো কারন আছে। যার মধ্যে প্রধান কারন হল তাদের বিশাল টোকেন সাপ্লাই। বাউন্টিতে তারা ৩মিলিয়ন টোকেন মার্কেটে ছাড়ছে। কিন্তু এই টোকেন এর ব্যবহার এর সুযোগ এখনো তারা তৈরি করতে পারে নাই। এজন্য তাদের টোকেন প্রাইস এত ডাউন
তারা যদি তাদের প্রোডাক্ট ভবিষ্যৎ এ সফল ভাবে মার্কেট এ ছাড়তে পারে তাহলে তাদের টোকেন এর একটি ব্যবহার এর সুযোগ আসবে এবং টোকেন এর প্রাইস বাড়বে।

এই বিষয়ে পূর্নাঙ্গ জানতে এই বিষয়ে একটি ইংরেজি আলোচনা রয়েছে এটা ঘুরে দেখতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/--5286833

আমিও আপনার সাথে এক মত প্রকাশ করি কারন YOUC Bounty মোট ৪ টা রাউন্ড চলছে এবং তাদের অনেক টোকন একবারে দিয়েছে আর তাই হয়তো O তে চলে জাচ্ছে।
তারা কোন প্রকার প্রচারণা না করেই
টোকেন গুলা দিয়ে দেয়াটাও আর একটা কারণ। তারা যোদি মাসে ১০% করে সবাই কে দিত তাহলে হয়তো আমার কিছু প্রফিট নিতে পারতাম, তবে হতাস হওয়ার কিছু নেই প্রফিট পাবো শুধু সময়ের অপেক্ষা,
member
Activity: 238
Merit: 28
November 08, 2020, 08:48:44 AM
কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
আপনি কি One Bank এর OK Wallet এর কথা বলছেন? যদি এর কথা বলেন, তবে আমাদের টপিকের সাথে রিলেটেড না।
আবার Okex/Okchanger এর কথা বলেন। তবে এখানে আলোচনা করতে পারেন।
আপনি বিস্তারিত বলুন। ওয়েবসাইট দিন।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 08, 2020, 07:58:46 AM
কেন Youengine (YOUC) বান্টি failed?
প্রোজেক্ট টা আসলে এতটাও খারাপ না। তাদের প্রোডাক্ট টা এখন তারা বাজারে আনতে পারেনাই। তাই তাদের টোকেন এর কোন ব্যবহার না থাকার জন্য কেউ তাদের টোকেন টা কিনতে চাচ্ছে না। তবে তারা জানুয়ারী তে তাদের প্রোডাক্ট বাজারে আনতে পারে। তখন টোকেন এর ভালো দাম পাবার অনেক সম্ভবনা আছে বলে আমার মনে হয়।
sr. member
Activity: 1372
Merit: 322
November 08, 2020, 04:36:39 AM
ভাই কিছু মনে করবেন না। আমি বুজতে পারিনাই, আমি তারিখে ক্লিক করি কিন্তু কিছু বুজতে পারছি না, আমাকে আবার একটু বুজিয়ে দিবেন প্লিজ,,      
Code:
[quote author=amarmurgi link=topic=631891.msg55540670#msg55540670 date=1604764222]
ভাই কিছু মনে করবেন না। আমি বুজতে পারিনাই, আমি তারিখে ক্লিক করি কিন্তু কিছু বুজতে পারছি না, আমাকে আবার একটু বুজিয়ে দিবেন প্লিজ,,      
[/quote]
উপরে কোডের মধ্যে লেখা অংশটা দেখেন। এইখানে আপনি আমাকে যে কোট করেছেন সেটা আমি বাদ দিয়েছি। আপনাকে এখন কোট করার জন্য উপরের কোডের অংশটিই ব্যবহার করেছি আমি। আশা করি বুঝতে পেরেছেন।

কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
এই ওয়ালেটের নাম তো শুনি নাই আগে৷ দয়া করে তাদের ওয়েবসাইট লিংক শেয়ার করুন।
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 11:25:22 PM
কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
Jump to: