এইখানে কি কেউ আছেন যারা ইথেরিয়াম স্টেকিং করার চিন্তা ভাবনা করছেন। স্টেকিং করতে নরমালী ৩২ ইথার লাগবে মনে হয়। কিন্তু ছোট এমাউন্ট স্টেক করার জন্য অনেক সাইট থাকতে পারে। যদিও আমি এখনো এইসব নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। তবে আমার চিন্তা আছে আমি করব।
তবে রিওয়ার্ড মডেল চিন্তা করলে খুবই কম। ৩২ ইথার স্টেক করলে এক বছরে সম্ভবত ১.৬৮ ইথার রিওয়ার্ড পাওয়া যাবে। এইটা তখনই লাভ হবে যখন একসাথে অনেক ইথার স্টেক করা যাবে। পাশাপাশি, স্টেকিং এ যদি বেশি মানুষ ইনভলভ হয়, তাহলে সেখানে অনেক পরিমান ইথার লক আপ থাকবে যার কারনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক। আপনারা কি মনে করে। কারো এই ব্যাপারে ভালো নলেজ থাকলে শেয়ার করতে পারেন। কিংবা কেউ আগ্রহী হলে এইখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
ইথেরিয়াম ২.০ ডিসেম্বরের ১তারিখ মার্কেটে আসবে । ইথার ২.০ মার্কেটে আসলে কম ফিস লাগবে, খুব দূত পাঠানোযাবে টোকেন এবং কম সময় লাগবে ।
ইথেরিয়াম স্টেকিং করতে গেলে ৩২ ইথার লাগবে । আর স্টেকিং করতে গেলে ১বছরের জন্য আপনার ইথার লক থাকবে । আপনি চাইলে ও বিক্রি করতে পারবেন না। স্টেকিং লাগানোর পর ধরুন ইথারের দাম কমে গেলে আপনার লস হবে। আর দাম বেড়ে গেছে লাভ হবে। ইথার স্টেকিং রেওয়াড ৩২ ইথরিয়ামের বছর ১০% ইথার পাবেন । ইথরিয়ামের রেওয়াড পুল ৫২৪,২৮৮ ইথার এবং এপিআর ২৬% । এপিআর আর কমে যাবে যত বেশি মানুষ স্টেকিং লাগাবে ইথরিয়াম।
৩২ ইথেরিয়াম স্টেকিং করতে গেলে আপনাকে ৪টা বিষয়ে জানতে হবে ।
১, হার্ডওয়্যার থাকতে হবে ।
২, ইথার ২.০ লঞ্চ পাড ব্যবহার করতে যানতে হবে ।
৩, কেলাইঙ্কো ইনস্টল করতে যানতে হবে ।
৪, নোট ব্যবহার করতে যানতে হবে ।
আর যাদের কম ইথেরিয়াম আছে তারা এক্সচেঞ্জের পোলে অংশগ্রহণ করতে পারবেন । আপনার ০.৫ পরিমাণ ইথেরিয়াম থাকলে ও স্টেকিং করতে পারবেন । আপনার চাইলেই বাইনান্সের স্টেকিং করতে পারেন ।
এক্সচেঞ্জের পোল স্টেকিং
যে ভাবে কাজ করে ।
ধরুন আপনার কাছে ০.৫ পরিমাণ ইথেরিয়াম আরেক জনের ১ ইথেরিয়াম আছে । আপনি ও
স্টেকিং এর জন্য লাগাইছেন সে ও স্টেকিং এর জন্য লাগাইছে । আর অনেক স্টেকিং এর জন্য লাগাইছে। সবার টা মিলে ৩২ ইথেরিয়াম হয়েছে । তখন এক্সচেঞ্জ স্টেকিং লাগাই । আর স্টেকিং থেকে যা লাভ হয় সবার মাঝে ভাগ হয়ে যায় । এক্সচেঞ্জ ফি কেটে রাখে সবার কাছে থেকে এটাই এক্সচেঞ্জের লাভ । এক্সচেঞ্জে স্টেকিং সুবিধা হল আপনার ইথেরিয়াম যেকোনো সময় উঠাইতে পারবেন ।