Author

Topic: বাংলা (Bengali) - page 403. (Read 5716102 times)

sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 27, 2020, 08:02:50 AM
    <>
স্টেকিং সম্পর্কে আমার ধারনা খুবই কম। আপনি এখানে স্টেকিং সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আপনার পোস্টটি পড়ার পর স্টেকিং সম্পর্কে অনেকটাই ধারনা পেয়েছি। আপনি কি কখনও স্টেকিং করেছেন?

যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল।
ভাই আপনি এখানে সম্পূর্ন মিথ্যা অভিযোগ করেছেন। আপনার অভিযোগ যে মিথ্যা সেটা প্রমান করার জন্য নিচে তিনটি পোস্টের লিঙ্ক দিলাম। পোস্টগুলো বাংলাদেশ বোর্ডের এবং এই পোস্টের মাধ্যমেই পোস্ট অথর তাদের প্রথম মেরিট পেয়েছেন।

https://bitcointalksearch.org/topic/m.55645667
https://bitcointalksearch.org/topic/m.55668426
https://bitcointalksearch.org/topic/m.55424414

আপনি যদি মনে করেন যে আপনার কোন পোস্ট মেরিট পাবার যোগ্য তাহলে এখানে লিঙ্কটা দেন। আমাদের সিনিয়ররা আপনার পোস্টের কোয়ালিটি বিবেচনা করে যদি মেরিট দেওয়ার মত হয় তবে অবশ্যই দিবে। আমি আপনার টোটাল পোস্ট হিস্ট্রি চেক করে দেখেছি। বাউন্টি রির্পোট এবং প্রুফ পোস্ট ছাড়া এটাই আপনার প্রথম পোস্ট।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 27, 2020, 07:09:06 AM
আমার কথায় রাগ করবেন না। কারণ আমরা সব সময় সাধারণত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে এবং সবসময় আশায় থাকি আমিও সবার থেকে ভালো কিছু পাব।
প্রতিভাবান হলে হবে না, প্রতিভা দেখাতে হবে এইখানে, তবেই মেরিট পাবেন।
আমি আপনার পোস্ট হিস্টোরির লাস্ট ৪/৫ পেজ দেখলাম। ওইখানে বাউন্টি রিপোর্ট ছাড়া আর কিছুই দেখলাম না। তাহলে আপনাকে কিভাবে মেরিট দেব বলেন। বাউন্টি রিপোর্টে? সেগুলো কি মেরিট দেয়ার যোগ্য?
হাই র‍্যাংক বলতে কোন কিছুই নাই। আমি যারা ভালো কোয়ালিটি পোস্ট করে তাদেরকেই মেরিট দেই।
jr. member
Activity: 616
Merit: 1
November 27, 2020, 06:47:36 AM
টেলিগ্রাম বাউন্টি কিভাবে করে যদি কেউ বলতেন তাহলে খুব উপকার হত বা এর সমন্ধে বিস্তারিত কোথা থেকে জানতে পারবো কোনো সোর্স ‍দিলেও হবে ।


টেলিগ্রাম কামপিং জইন করলে ওই বাউন্টর ফটো এবং লোগো নিজের টেলিগ্রাম প্রোফাইল লাগাতে হয় ।
সব বাউন্টর টেলিগ্রাম কামপিং নিয়ম এক না। কোন কোন বাউন্টতে জইন করলে হয়। আবার কোন কোন বাউন্টতে তাদের গ্রুপে ৫টি পোস্ট করতে হয়। এক সপ্তাহে। আবার অন্য  ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত এমন টেলিগ্রাম গুরুপে পোস্ট করতে বলে। যে বাউন্টতে জইন করবেন যে নিয়মে কাজ করতে বলে সে ভাবে কাজ করবেন । আশা করি বুঝতে পেরেছেন ।
jr. member
Activity: 616
Merit: 1
November 27, 2020, 06:26:22 AM
আমার কথায় রাগ করবেন না। কারণ আমরা সব সময় সাধারণত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে এবং সবসময় আশায় থাকি আমিও সবার থেকে ভালো কিছু পাব।


আপনার ভিতরে পতিভা থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন । পোস্ট করতে থাকু পেয়ে যাবেন । আমাদের সিনিয়রা অবশ্যই নতুনদের পোস্ট লক্ষ করে। আমরা যারা নতুন আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না।



শুধু বাউন্ট পোস্ট করলে মেরিট পাবেন কি করে । আমাদের এই লোকাল বোর্ডে পোস্ট করুন । ক্রিপ্টোকারেন্সী অথবা টেকনিক্যাল কোন বিষয়ে । আপনার যেই বিষয়ে ভাল অভিজ্ঞতা আছে সেটা তুলে ধরুন । যেটা আর কেউ পোস্ট করে নাই এমন বিষয় তুলে ধরুন । আশ করি বুঝতে পেরেছেন ।
jr. member
Activity: 616
Merit: 1
November 27, 2020, 06:14:22 AM
আমার কথায় রাগ করবেন না। কারণ আমরা সব সময় সাধারণত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে এবং সবসময় আশায় থাকি আমিও সবার থেকে ভালো কিছু পাব।


আপনার ভিতরে পতিভা থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন । পোস্ট করতে থাকু পেয়ে যাবেন । আমাদের সিনিয়ার ভাইয়েরা  অবশ্যই নতুনদের পোস্ট লক্ষ করে। আমরা যারা নতুন আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না।
jr. member
Activity: 1120
Merit: 1
November 27, 2020, 05:30:04 AM
আমার কথায় রাগ করবেন না। কারণ আমরা সব সময় সাধারণত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে এবং সবসময় আশায় থাকি আমিও সবার থেকে ভালো কিছু পাব।
jr. member
Activity: 616
Merit: 1
November 27, 2020, 05:11:33 AM
এইখানে কি কেউ আছেন যারা ইথেরিয়াম স্টেকিং করার চিন্তা ভাবনা করছেন। স্টেকিং করতে নরমালী ৩২ ইথার লাগবে মনে হয়। কিন্তু ছোট এমাউন্ট স্টেক করার জন্য অনেক সাইট থাকতে পারে। যদিও আমি এখনো এইসব নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। তবে আমার চিন্তা আছে আমি করব।
তবে রিওয়ার্ড মডেল চিন্তা করলে খুবই কম। ৩২ ইথার স্টেক করলে এক বছরে সম্ভবত ১.৬৮ ইথার রিওয়ার্ড পাওয়া যাবে। এইটা তখনই লাভ হবে যখন একসাথে অনেক ইথার স্টেক করা যাবে। পাশাপাশি, স্টেকিং এ যদি বেশি মানুষ ইনভলভ হয়, তাহলে সেখানে অনেক পরিমান ইথার লক আপ থাকবে যার কারনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক। আপনারা কি মনে করে। কারো এই ব্যাপারে ভালো নলেজ থাকলে শেয়ার করতে পারেন। কিংবা কেউ আগ্রহী হলে এইখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।


ইথেরিয়াম ২.০ ডিসেম্বরের ১তারিখ মার্কেটে আসবে ।  ইথার  ২.০ মার্কেটে আসলে কম ফিস লাগবে, খুব দূত  পাঠানোযাবে টোকেন এবং কম সময় লাগবে ।


ইথেরিয়াম  স্টেকিং করতে গেলে ৩২ ইথার লাগবে । আর স্টেকিং করতে গেলে ১বছরের জন্য আপনার  ইথার  লক থাকবে । আপনি চাইলে  ও বিক্রি করতে পারবেন না। স্টেকিং লাগানোর পর ধরুন ইথারের দাম কমে গেলে আপনার লস হবে। আর দাম বেড়ে গেছে লাভ হবে। ইথার স্টেকিং রেওয়াড ৩২ ইথরিয়ামের  বছর ১০% ইথার পাবেন । ইথরিয়ামের রেওয়াড পুল ৫২৪,২৮৮ ইথার এবং এপিআর ২৬% । এপিআর আর কমে যাবে যত বেশি মানুষ  স্টেকিং লাগাবে ইথরিয়াম।

৩২ ইথেরিয়াম  স্টেকিং করতে গেলে আপনাকে ৪টা বিষয়ে জানতে হবে ।
১, হার্ডওয়্যার থাকতে হবে ।
২, ইথার ২.০ লঞ্চ পাড ব্যবহার করতে যানতে হবে ।
৩, কেলাইঙ্কো ইনস্টল করতে যানতে হবে ।
৪, নোট ব্যবহার করতে যানতে হবে ।




আর যাদের কম ইথেরিয়াম আছে তারা  এক্সচেঞ্জের পোলে অংশগ্রহণ করতে পারবেন । আপনার ০.৫ পরিমাণ ইথেরিয়াম থাকলে ও স্টেকিং করতে পারবেন । আপনার চাইলেই  বাইনান্সের স্টেকিং করতে পারেন ।

এক্সচেঞ্জের পোল স্টেকিং
 যে ভাবে কাজ করে ।

ধরুন আপনার কাছে ০.৫ পরিমাণ ইথেরিয়াম আরেক জনের ১ ইথেরিয়াম আছে । আপনি ও
স্টেকিং এর জন্য লাগাইছেন সে ও স্টেকিং এর জন্য লাগাইছে । আর অনেক স্টেকিং এর জন্য লাগাইছে। সবার টা মিলে ৩২ ইথেরিয়াম হয়েছে । তখন এক্সচেঞ্জ স্টেকিং লাগাই । আর স্টেকিং থেকে যা লাভ হয় সবার মাঝে ভাগ হয়ে যায় । এক্সচেঞ্জ ফি কেটে রাখে সবার কাছে থেকে এটাই এক্সচেঞ্জের লাভ । এক্সচেঞ্জে স্টেকিং সুবিধা হল আপনার ইথেরিয়াম যেকোনো সময় উঠাইতে পারবেন ।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 27, 2020, 01:34:23 AM
এইখানে কি কেউ আছেন যারা ইথেরিয়াম স্টেকিং করার চিন্তা ভাবনা করছেন। স্টেকিং করতে নরমালী ৩২ ইথার লাগবে মনে হয়। কিন্তু ছোট এমাউন্ট স্টেক করার জন্য অনেক সাইট থাকতে পারে। যদিও আমি এখনো এইসব নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। তবে আমার চিন্তা আছে আমি করব।
তবে রিওয়ার্ড মডেল চিন্তা করলে খুবই কম। ৩২ ইথার স্টেক করলে এক বছরে সম্ভবত ১.৬৮ ইথার রিওয়ার্ড পাওয়া যাবে। এইটা তখনই লাভ হবে যখন একসাথে অনেক ইথার স্টেক করা যাবে। পাশাপাশি, স্টেকিং এ যদি বেশি মানুষ ইনভলভ হয়, তাহলে সেখানে অনেক পরিমান ইথার লক আপ থাকবে যার কারনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক। আপনারা কি মনে করে। কারো এই ব্যাপারে ভালো নলেজ থাকলে শেয়ার করতে পারেন। কিংবা কেউ আগ্রহী হলে এইখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
jr. member
Activity: 616
Merit: 1
November 26, 2020, 01:48:51 PM
ডিসেম্বরের শেষের দিকে বিটকেনের দাম অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে  । কারন Mtgox নামে একটি এক্সচেঞ্জ হ্যাক হয় ২০১১ এবং ২০১৩ মোট ৮৫০,০০০ পরিমাণ বিটকয়েন চুরি হয়ে যায় সেই এক্সচেঞ্জ থেকে । এক্সচেঞ্জের ক্ষেত্রে সব থেকে বড়  হ্যাকিং এটা। Mtgox এক্সচেঞ্জের উপরে মামলা হয় বিটকয়েন চুরি হওয়ার জন্য  । Mtgox এক্সচেঞ্জেরপক্ষে থেকে কিছু কিছু বিটকয়েনতাদের গ্রাহকদের দিয়েছে।  ১৫০,০০০ পরিমাণের বিটকয়েন দিতে হবে  ।  আদালত থেকে রায় হয় যাদের বিটকয়েন চুরি হয়ে গেছে  তাদের ফিরিয়ে দিতে হবে  (১৫ অক্টোবরের ২০২০) । Mtgox এক্সচেঞ্জের পক্ষে থেকে আর কিছু দিন সময় চায় আদালত থেকে । পরে আদালত তাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে । ডিসেম্বরে Mtgox এক্সচেঞ্জ ১৫০,০০০ পরিমাণ বিটকয়েন দিয়ে দেই তা হলে স্বাভাবিক ভাবেই বিটকয়েনের দাম কমে যাবে ।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
November 26, 2020, 01:46:11 PM
কিছুদিন পূর্বে আমি আমার  প্রোফাইল তে পোস্ট নাম্বার  এর জায়গায় leet লিখা দেখতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম আমার প্রোফাইল এ মডারেটর রা কোনো ওয়ার্নিং দিয়েছে। তাই আমি বিষয়টা সম্পর্কে জানার জন্যে আমারদের লোকাল থ্রেড এ সার্চ করি কিন্তু এই বিষয়ে কোনো পোস্ট পাইনাই। এর পর অন্য থ্রেড এ এই বিষয়ে সার্চ করি এবং এই বিষয়ে কিছু ইনফরমেশন পাই।  যেহেতু এই থ্রেড এ leet বিষয়ে কোনো পোস্ট হয়নাই তাই আমি এই পোস্ট তা লিখছি শুধু জানানোর জন্যে।

 


leet আসলে ১৩৩৭ এই নম্বর কে রিপ্রেসেন্ট করে।  ফোরামে কেউ যখন ১৩৩৭ টি পোস্ট এর পৌঁছায় তখন তার প্রোফাইল এ পোস্ট এর জায়গায় leet শো করে। এর মাধ্যমে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়না। এটা শুধু দেখানোর জন্যে এবং যখন এ আপনার পোস্ট কাউন্ট ১৩৩৭ এর বেশি হবে এটা চলে যাবে। আমি এই বিষয়ে wikipedia এবং অন্যান্য থ্রেড এ করা পোস্ট গুলো এর লিংক অ্যাড করে দিচ্ছি।  

https://en.wikipedia.org/wiki/Leet

post count leet
What is happening with my account ? Post count : leet ?
অনেক পুরানো কথা মনে করিয়ে দিলেন। প্রায় ছয় বছর আগে monbux আমার profile এ এইটা নজর করে Meta তে post করেছিল - https://bitcointalksearch.org/topic/posts-leet-what-619843. Bitcoin তখন 400 USD এর নিচে। কিছুদিন আগেই ধসে গেছে MtGox.
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 26, 2020, 07:32:15 AM
ধন্যবাদ Review Master আপনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। আমাদের এই লোকাল ফোরাম বলতে গেলে খুবই ছোট। খুব কম ব্যবহারকারী এইখানে এক্টিভ এবং বেশিরভাগ মেম্বার কোন অবদান রাখেনা বলা চলে। এর মধ্যে যদি আপনাদের মত মেম্বার হারাতে হয় তাহলে আমাদের লোকাল বোর্ড পাওয়ার আশা একদম থাকবে না। আশা করছি আমরা সবাই এক হয়ে থাকবো।

আমি আপনার পাশে আছি, কিন্তু লোকাল বোর্ডে এখন থেকে কোনো রিপ্লাই দিব না। শুধুমাত্র কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার থাকলে, সেটি এখানে প্রকাশ করবো এবং লোকাল বোর্ড ইগনোর লিষ্টে রাখবো।আর এর থেকে বেশি কিছুই করবো না। আবারো, সবার জন্য শুভকামনা রইলো।  Smiley
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 26, 2020, 07:28:35 AM
ধন্যবাদ Review Master আপনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। আমাদের এই লোকাল ফোরাম বলতে গেলে খুবই ছোট। খুব কম ব্যবহারকারী এইখানে এক্টিভ এবং বেশিরভাগ মেম্বার কোন অবদান রাখেনা বলা চলে। এর মধ্যে যদি আপনাদের মত মেম্বার হারাতে হয় তাহলে আমাদের লোকাল বোর্ড পাওয়ার আশা একদম থাকবে না। আশা করছি আমরা সবাই এক হয়ে থাকবো।
jr. member
Activity: 410
Merit: 1
November 26, 2020, 07:21:27 AM
ধন্যবাদ। এখানে পোস্ট পড়ে অনেক নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারি।   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 25, 2020, 11:09:36 PM
@Review Master
খুবই খারাপ লাগছে যে আপনি এইরকম একটা পোস্ট করলেন, পাশাপাশি আপনি আবার আপনার সিগ্নেচারে কি সব লিখে রাখছেন।
ফোরামে থাকা না থাকা নিয়ে আমার মতামত-
আমি যদি মনে করি এই ফোরাম আমার উপকারে আসছে কিংবা আমার জ্ঞান শেয়ার করায় কেউ উপকৃত হচ্ছে তাহলে আমি এই ফোরাম ছাড়তে যাবো কেন?
ফোরামে ইগ্নোর অপশন আছে। যার যাকে ভালো লাগবে না কিংবা যার পোস্ট ভালো লাগবে না তাকে ইগ্নোর করে রাখলেই পারেব। এমনিতেই আমাদের লোকালে একটিভ মেম্বার নাই বললেই চলে। তার উপর এইসব। আমি আরও ভেবেছিলাম করোনা গেলে সবাই মিলে মিট আপ করব। এইভাবে হইলে কেমনে কি।

আপনাকে আমি খুব মান্য ও সম্মান করি এবং ফোরামের জন্য আপনি অনেক কিছু করেছেন। তাই আপনাকে মান্য করে সব ডিলিট করলাম।

আর আপনিও জানেন যে, লোকাল বোর্ডের প্রতি  আমার কতটা ভালোবাসা এবং লোকাল বোর্ড থেকেই উচ্চপদে গিয়েছি। তাই লোকাল বোর্ডের কেউ আমার ক্ষতি করলে অস্বাভাবিকের কিছু নেই। সকল নেতিবাচক পোষ্ট ও সিগনেচার ডিলিট করেছি। আর ভালো থাকেন, দোয়া রইলো সবার জন্য।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 25, 2020, 10:15:07 PM
@Review Master
খুবই খারাপ লাগছে যে আপনি এইরকম একটা পোস্ট করলেন, পাশাপাশি আপনি আবার আপনার সিগ্নেচারে কি সব লিখে রাখছেন।
ফোরামে থাকা না থাকা নিয়ে আমার মতামত-
আমি যদি মনে করি এই ফোরাম আমার উপকারে আসছে কিংবা আমার জ্ঞান শেয়ার করায় কেউ উপকৃত হচ্ছে তাহলে আমি এই ফোরাম ছাড়তে যাবো কেন?
ফোরামে ইগ্নোর অপশন আছে। যার যাকে ভালো লাগবে না কিংবা যার পোস্ট ভালো লাগবে না তাকে ইগ্নোর করে রাখলেই পারেব। এমনিতেই আমাদের লোকালে একটিভ মেম্বার নাই বললেই চলে। তার উপর এইসব। আমি আরও ভেবেছিলাম করোনা গেলে সবাই মিলে মিট আপ করব। এইভাবে হইলে কেমনে কি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
November 25, 2020, 09:30:18 PM
বর্তমানে যা বিটকেনের অবস্থান তা মনে হয় আর বেশি দিন টিকশই থাকবে না ।
এটা আমার ধারণা । আশা করি আমার সিনিয়র ও জনিওর ভাইদের ধারণাটা ও যানতে পারব।
একটু টেকনিক্যাল আলোচনা করলে অন্যরা বুঝতে পারবে। আর আপনার আলোচনার কদর বাড়বে। শুধু মনে করা দিয়ে কিছু হয় না। একটু রিসার্চ করে টেকনিক্যাল আলোচনা করলে আপনার জন্য ও ভালো হবে আর অন্যরা ও বুঝতে পারবে।

বোর্ডের যারা সিনিয়র সদস্য আছে তাদের এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত । আমরা যারা নতুন আছি যদি মেরিট পাই তা হলে পোস্ট করার ইচ্ছা আর বৃদ্ধি পাবে। আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ালে আমাদের জন্য ভাল। আশা রাখি সিনিয়রদের পতি তাই আজ ও পোস্ট করি আমাদের লোকাল বোর্ডে।
এই ব্যাপারে এলরেডি পদক্ষেপ নেয়া আছে কিন্তু এখনো গ্রীন সিগন্যাল পাওয়া যায় নি। তবে সবার সাপোর্ট এবং আমাদের লোকাল বোর্ড এ একটিভি আরো বাড়লে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মেরিট সোর্স এর জন্য আবেদন করা হয়েছে। আপনি হয়তো এই পোস্ট টি মিস করেছেন। চেক করে নিবেন।
- https://bitcointalksearch.org/topic/m.55231592
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
November 25, 2020, 09:05:32 PM
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

এখানে অ্যাক্টিভিটি বলতে কি বুঝানো হয়েছে আরো ভালো করে বুঝিয়ে দিলে অনেক উপকার হয়।  অ্যাক্টিভিটি জিনিসটা ঠিক করে আমি বুঝি নাই।

এখানে এক্টিভিটি দ্বারা আপনার পোস্ট কাউন্ট করা হয়েছে। আপনার কতগুলো পোস্ট করা হয়েছে সেই সংখ্যাটি এক্টিভিটি হিসেবে কাউন্ট করা হয়।

আপনি খেয়াল করলেই এটি বুঝবেন। যেমন: আপনার প্রোফাইল এ যেয়ে দেখুন, পোস্ট সংখ্যাটির নিচেই কিন্তু এক্টিভিটি এর অপশন রয়েছে। আপনি এখন পর্যন্ত ৯৫ টি পোস্ট করেছেন তাই আপনার এক্টিভিটিতে ৯৫ আছে। ঠিক এভাবেই সবার গুলো অটোমেটিক কাউন্ট হয়।

অনেকের পোস্ট বেশি তবে এক্টিভিটি কম। এর কারণ, এক্টিভিটি একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় আর পোস্ট এর সংখ্যা নিজ থেকেই বাড়ানো যায়।

এটা আসলেই একটা মনের কথা বলছেন ভাই। সিনিয়র যে সদস্যরা আছে তারা যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমরা কিছু মেরিট পেতে পারি। তা না হলে বর্তমান সময়ে মেরিট পাওয়াটা প্রত্যন্ত ভাগ্যের ব্যাপার সুতরাং সিনিয়র সদস্যদের উচিত আমাদের দিকে খেয়াল রাখা।
সিনিয়র সদস্যরা অবশ্যই একটিভ আছেন এবং দেখেন ও। আপনি আপনার কোয়ালিটি ধরে রাখুন। মেরিট পাওয়াটা মূখ্য নয়, কোনো বিষয় বিশদ ধারণা রাখাই মূখ্য।

রিসার্চ করার চেষ্টা করা যায়। কিছু টেকনিক্যাল আলোচনা করলে অবশ্যই সেটি অন্যের উপকারে আসবে, তাতে করে আপনার মেরিট পাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।

আমাদের লোকাল বোর্ডটি এখন বেশ একটিভ একং অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে। সিনিয়ররা হেল্প করতেছে আলোচনা করার মাধ্যমেই। আর এই বোর্ড এ অবদান রেখে ফোরামে রেঙ্ক আপ হবার উদাহরণ ও রয়েছে। তাই কোয়ালিটি ধরে রাখাকেই মূখ্য মনে করি।
jr. member
Activity: 422
Merit: 1
November 25, 2020, 04:22:41 PM
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।

ভাই এটা কিন্তু মনের কথা বলছেন। আমাদের বাহির থেকে মেরিট আসে না বললেই চলে।হয়তো দু একজন পায় কিনা জানি না।একটা সময় ছিলো আমাদের পোস্ট গুলার তেমন কোয়ালিটি ছিলো না।কিন্তু এখন আমরা যে কোয়ালিটির পোস্ট করছি তাতে আমাদের মেরিট আসার কথা।  কিন্তু আমরা তেমন কিছুই পাই না।তাই আমিও বলবো আমাদের ফোরাম এর যারা মেরিট দিতে আগ্রহী তাদের প্রতি আমার অনুরোধ তারা আমাদের ফোরাম এর সদস্যদের দিয়েন।
ধন্যবাদ



ভাই আপনাদের  কথাই যুক্তি আছে। লোকাল বোর্ডের যারা সিনিয়র সদস্য আছে তাদের এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত । আমরা যারা নতুন আছি যদি মেরিট পাই তা হলে পোস্ট করার ইচ্ছা আর বৃদ্ধি পাবে। আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ালে আমাদের জন্য ভাল। আশা রাখি সিনিয়রদের পতি তাই আজ ও পোস্ট করি আমাদের লোকাল বোর্ডে।
এটা আসলেই একটা মনের কথা বলছেন ভাই। সিনিয়র যে সদস্যরা আছে তারা যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমরা কিছু মেরিট পেতে পারি। তা না হলে বর্তমান সময়ে মেরিট পাওয়াটা প্রত্যন্ত ভাগ্যের ব্যাপার সুতরাং সিনিয়র সদস্যদের উচিত আমাদের দিকে খেয়াল রাখা।
jr. member
Activity: 422
Merit: 1
November 25, 2020, 04:10:04 PM
jr. member
Activity: 422
Merit: 1
November 25, 2020, 04:03:08 PM
আমি আছি কিন্তু রাজশাহী থেকে বলছি।আপনারা সবাই ভালো আছেন তো।
আমি সিলেট থেকে।  একসাথে এতজন বাংলাদেশি তে আমি অনেক বেশি আনন্দিত।
Jump to: