আমি জানি এই ফোরাম এ অনেক বাংলাদেশি মেম্বার আসেন যারা বিভিন্ন বাউন্টিতে কাজ করেন। এর মধ্যে অনেকেই আছেন যারা তাদের আরনিং দিয়ে ট্রেডিং করেন। কিন্তু ট্রেডিং এর ভাল স্কিল না থাকার জন্য কখনই তেমন প্রফিট করতে পারেন না। আজকে আমার এই পোস্ট টি সেই সব মেম্বার দের জন্য।
আমি আজকে এমন একটি প্লাটফরম নিয়ে কথা বলব যার ব্যবহার করলে আপনাদের ট্রেডিং এ লস অনেক কমে যাবে এবং প্রফিট অনেক বেড়ে যাবে। আমি নিজে এই প্লাটফরমটি ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপ্নেরা যারা ট্রেডিং করে অনেক লসে করেছেন আগে আমার মত তারা উপকৃত হতে পারেন। আমি আগেই প্লাটফরমটির নাম বলব না। আমি আগে আপনাদের এর ব্যবহার এবং আমার উইথড্র প্রুফটা দেখাতে চাই।
Screenshot 1: প্রথম ছবিতে দেখুন আমি এর আগেও কয়েকবার এই এক্সচেঞ্জ থেকে অনেক ডলার উইথড্র করেছি। আপ্নেরা চাইলে গুগলে এর রিভিউ দেখতে পারেন। এমনকি আমি এখনও এই এক্সচেঞ্জ এর একজন নিয়মিত ইউজার।
এখন আসা যাক এই এক্সচেঞ্জ এমন কি টুলস আছে যা ব্যবহার করলে এত প্রফিট করা যায়। এই এক্সচেঞ্জটি আসলে একটি বট ডেডিকেটেড এক্সচেঞ্জ। বাইনান্স এর মত মেজর এক্সচেঞ্জ গুলো নিজেরা কোনো ট্রেডিং বট অনুমোদন করে না। তবে বিভিন্ন ৩য় পার্টি আছে যারা এইসব বট সারভিস দিয়ে থাকে। কিন্তু সেই সব বট ব্যবহার করতে হলে প্রতি মাসে টাকা দিতে হয়। কিন্তু
এই এক্সচেঞ্জ এ সেই সব বট কোনো টাকা ছাড়াই একদম ফ্রী তে দিচ্ছে। এখানে বিভিন্ন বট আছে যেগুলো বিভিন্ন মার্কেট কন্ডিশনে ব্যবহারের জন্য উপযুগি। আমি এইখানে আপনাদের এই সব বট গুলো সম্পর্কে প্রাথমিক ধারনা দিব।
Screenshot 2: ২য় এবং ৩য় ছবিতে আপনেরা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এর বিভিন্ন বট। আমি এখন এক এক করে প্রধান বট গুলো সম্পর্কে আপনাদের ধারনা দিব।
প্রধান বট সমুহের নামঃ
১। Grid Trading Bot২। Smart Trade Bot৩। Trailing Buy৪। Trailing Sell৫। DCA৬। TWAP১। Grid Trading Bot: Grid Trading খুবই জনপ্রিয় একটি ট্রেডিং মেথড। এই পদ্ধতিতে ট্রেডার তার বট এর জন্য সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল আগে থেকে ঠিক করে নেন এবং এই রেঞ এর মধ্যে Buy এবং Sell এর অর্ডার আগে থেকেই ঠিক করে দেওয়া থাকে। নিচের একটা Buy অর্ডার fill up হলে তার উপরের একটি Sell অর্ডার নিজে থেকেই চালু হয়ে যায়। এইখানে ট্রেডার দের সারাদিন Computer এর সামনে বসে থাকতে হয় না। ট্রেডার বট চালু করে দিয়ে অন্য যে কোন কাজে করতে পারে।
কিভাবে Grid Trading বট ব্যবহার করবেন?১। AL Strategy: বট টি এমনভাবে প্রোগ্রাম করা যে এটি নিজে থেকেই যেকোন মার্কেটের আগের ৭ দিনের ডাটা এন্যলাইসিস করে তার সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল বের করতে পারে। একই সাথে কয়টি Grid এবং কত ডলার ব্যবহার করলে সবচেয়ে বেশি প্রোফিট হবে তা ও বের করে দিতে পারে। আপনাকে সুধু কত ডলার ইনভেস্ট করবেন তা ঠিক করে ক্রিয়েট তে ক্লিক করলেই বট তৈরি হয়ে যাবে।
২। Set Myself: এই পদ্ধতিতে বট এর সব লিমিট নিজে থেকেই ঠিক করে দেওয়া যায়। যেমন এইখানে ১ নং মার্ক করা Upper limit বলতে রেসিস্টেন্স এবং ২ নং মার্ক করা Lower limit বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে। ট্রেডার এইখানে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল ঠিক করে দিতে পারবে। সাথে কতগুলো Grid থাকবে সেটাও ঠিক করে দিতে পারবে ৩ নং মার্ক করা জায়গায়। সাথে Grid গুলো Arithmetic আকারে হবে নাকি Geometric আকারে তা নির্ধারন করে দিতে হবে। Atithmetic এবং Geometric এর কাজ কি তা আমি একটু নিচে বলে দিব। ৪ নং মার্ক করা জায়গায় কত ডলার এর ট্রেড করবে তা বলে দিতে হবে। ট্রেডার চাইলে ৫ নং মার্ক করা বক্স এ Trigger price সেট করে ৬ নং মার্ক করা বক্স এ Stop loss price এবং ৭ নং বক্স এ close Bot at প্রাইস সেট করে দিতে পারবে যা AL Strategy এ করা জায়না।
Upper limit:বলতে রেসিস্টেন্স কে বুঝানো হয়েছে।
Lower limit:বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে।
Arithmetic:এর মাধ্যমে প্রতিটি Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত % উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫% বা ১০% দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত % ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।
Geometric:এর মাধ্যমে প্রতিটি Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত ডলার উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫ বা ১০ ডলার দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত ডলার ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।
Trigger price:কয়েনের দাম কত ডলারে গেলে বটটা চালু হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে হবে।
Stop loss price:কয়েনের দাম যদি কোন কারনে ডাউন হয়ে যায় তাহলে ট্রেডার চাইলে একটা দাম আগে থেকেই ঠিক করে দিতে পারে যেখানে গেলে বটটি বন্ধ হয়ে যাবে।
close Bot at:ট্রেডার চাইলে কত ডলারে গেলে বটটা বন্ধ হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে পারবে।
Trailing percent:এই tool টির মাধ্যমে Stop loss price কয়েনের দাম পরিবর্তনের সাথে সাথে ওঠা নামা করানো যায়। যেমনঃ Trailing percent ৩% দেওয়া থাকলে কয়েনের দাম যত বাড়বে Stop loss price তত উপরে উঠতে থাকবে। এভাবে উঠতে উঠতে দাম যদি ৩% কমে যায় তাহলে ট্রেডটি বন্ধ হয়ে যাবে।
কি ভাবে Smart Trade Bot ব্যবহার করবেন?এটির ব্যবহার করা খুব এ সহজ। ট্রেডারকে প্রথমে ১ নং মার্ক করা বক্স এ Buy price ঠিক করে দিতে হবে। ২ নং মার্ক করা বক্স এ কত পরিমান Buy করতে হবে তা ঠিক করে দিতে হবে। এখন ট্রেডার চাইলে Buy order এর সাথে sell order ও একই সাথে সেট করে দিতে পারবে। তা করার জন্য ৩ নং বক্স এ Trigger Sell price সেট করে দিতে হবে এবং সেই সাথে কয়েনের দাম কত % UP হলে order টি বন্ধ হবে তা ও ঠিক করে দেওয়া যাবে। ট্রেডার চাইলে ৪ নং মার্ক করা বক্স এ Trailing percent সেট করে দিতে পারবে অথবা সরাসরি Stop loss price tool টি ব্যবহার করতে পারবেন ৫ নং মার্ক করা বক্স এ।
উদাহরনঃ ধরুন আপনে BCH কিনতে চান সর্বোনিম্ন দামে এবং sell order ও একই সাথে সেট করে দিতে চান। তাহলে আপনে আপ্নের order এভাবে যদি সেট করেন, Buy price 250USDT, Buy Quantity 1 BCH, Trigger sell price 270USDT, Trailing percent 3%, stop loss 240USDT. এই ক্ষেত্রে যা হবে তা হল, BCH এর দাম যদি 250USDT তে যায় তাহলে বটটি চালু হয়ে যাবে এবং 1 BCH কেনা হয়ে যাবে একই সাথে 270USDT তে একটি sell order চালু হয়ে যাবে। এখন মার্কেট যদি আরো কমে 240USDT তে যায় তাহলে BCH sell হয়ে যাবে। আর মার্কেট যদি উপরে যায় তাহলে তা Trailing percent 3% অনুসরন করে stop loss মার্কেট এর দাম এর 3% নিচে থাকবে।
Traling buy: এই tool টি ব্যবহার করা খুবই সুবিধাজনক। ক্রিপ্টো মার্কেট খুব এ আনিশ্চিত এবং এর দাম আগে থেকে বুঝা যায়না। অনেক সময় দেখা যায় মার্কেট সাপোর্ট এর ও নিচে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম নিচে Buy করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Investment amounts ঠিক করে দিতে হবে।
Trailing sell:ই tool টি ব্যবহার করে সর্বোচ্চ দামে কয়েন Sell করতে পারবেন । অনেক সময় দেখা যায় মার্কেট রেসিস্টেন্স এর ও উপরে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম উপরে Sell করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Sell quantity ঠিক করে দিতে হবে।
আমি DCA, TWAP ও Infinity Grid এর বিষয়ে আমি কিছু বললাম না এই পোস্ট এ কারন এই tool গুলো ব্যবহার করতে বড় আকারে ডলার দরকার হয়। তারপরেও কেও জানতে চাইলে আমি বলে দিব।
এই এক্সচেঞ্জটির নাম হলো
pionex। Google এ সার্চ করলেই পেয়ে যাবেন। PlayStore এ তাদের app ও আছে। KYC না করেই এটি ব্যবহার করতে পারবেন। এই এক্সচেঞ্জ Binance ও Huboi থেকে liquidity আনে। তাই liquidity নিয়ে কোন সমস্যা হবে না।