Author

Topic: বাংলা (Bengali) - page 412. (Read 5712660 times)

member
Activity: 238
Merit: 28
November 08, 2020, 08:48:44 AM
কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
আপনি কি One Bank এর OK Wallet এর কথা বলছেন? যদি এর কথা বলেন, তবে আমাদের টপিকের সাথে রিলেটেড না।
আবার Okex/Okchanger এর কথা বলেন। তবে এখানে আলোচনা করতে পারেন।
আপনি বিস্তারিত বলুন। ওয়েবসাইট দিন।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 08, 2020, 07:58:46 AM
কেন Youengine (YOUC) বান্টি failed?
প্রোজেক্ট টা আসলে এতটাও খারাপ না। তাদের প্রোডাক্ট টা এখন তারা বাজারে আনতে পারেনাই। তাই তাদের টোকেন এর কোন ব্যবহার না থাকার জন্য কেউ তাদের টোকেন টা কিনতে চাচ্ছে না। তবে তারা জানুয়ারী তে তাদের প্রোডাক্ট বাজারে আনতে পারে। তখন টোকেন এর ভালো দাম পাবার অনেক সম্ভবনা আছে বলে আমার মনে হয়।
sr. member
Activity: 1372
Merit: 322
November 08, 2020, 04:36:39 AM
ভাই কিছু মনে করবেন না। আমি বুজতে পারিনাই, আমি তারিখে ক্লিক করি কিন্তু কিছু বুজতে পারছি না, আমাকে আবার একটু বুজিয়ে দিবেন প্লিজ,,      
Code:
[quote author=amarmurgi link=topic=631891.msg55540670#msg55540670 date=1604764222]
ভাই কিছু মনে করবেন না। আমি বুজতে পারিনাই, আমি তারিখে ক্লিক করি কিন্তু কিছু বুজতে পারছি না, আমাকে আবার একটু বুজিয়ে দিবেন প্লিজ,,      
[/quote]
উপরে কোডের মধ্যে লেখা অংশটা দেখেন। এইখানে আপনি আমাকে যে কোট করেছেন সেটা আমি বাদ দিয়েছি। আপনাকে এখন কোট করার জন্য উপরের কোডের অংশটিই ব্যবহার করেছি আমি। আশা করি বুঝতে পেরেছেন।

কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
এই ওয়ালেটের নাম তো শুনি নাই আগে৷ দয়া করে তাদের ওয়েবসাইট লিংক শেয়ার করুন।
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 11:25:22 PM
কি ভাবে OK Wallet ক্রিয়েট করতে হয়? এবং এটি কি মোবাইল দিয়ে করা যায়?এবং এর ব্যবহার কি ভাবে করা হয়?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 07, 2020, 01:45:12 PM
কেন Youengine (YOUC) বান্টি failed?

ইউইঞ্জিন বাউন্টি এখনো ফেইল না। বলতে পারেন মার্কেটে বাই সেল নাই। এর অনেক গুলো কারন আছে। যার মধ্যে প্রধান কারন হল তাদের বিশাল টোকেন সাপ্লাই। বাউন্টিতে তারা ৩মিলিয়ন টোকেন মার্কেটে ছাড়ছে। কিন্তু এই টোকেন এর ব্যবহার এর সুযোগ এখনো তারা তৈরি করতে পারে নাই। এজন্য তাদের টোকেন প্রাইস এত ডাউন
তারা যদি তাদের প্রোডাক্ট ভবিষ্যৎ এ সফল ভাবে মার্কেট এ ছাড়তে পারে তাহলে তাদের টোকেন এর একটি ব্যবহার এর সুযোগ আসবে এবং টোকেন এর প্রাইস বাড়বে।

এই বিষয়ে পূর্নাঙ্গ জানতে এই বিষয়ে একটি ইংরেজি আলোচনা রয়েছে এটা ঘুরে দেখতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/--5286833
newbie
Activity: 3
Merit: 0
November 07, 2020, 01:36:01 PM
কেন Youengine (YOUC) বান্টি failed?
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 10:50:22 AM
আর এটা কিভাবে করা যায় আমাকে জানাবেন পোস্ট করে।
আপনি যাকে কোট করবেন তার পোস্টের লিংক + ডেট দেয়া আছে দেখেন। ওই অংশটা রাখবেন আর পোস্টের যে অংশ তে উত্তর দেবেন সে অংশটা রেখে বাকী সব কেটে ফেলবেন। তারপর /কোট এর পর আপনার উত্তরটি লিখবেন। এইটা অনেক সহজ, ভাই।

ভাই কিছু মনে করবেন না। আমি বুজতে পারিনাই, আমি তারিখে ক্লিক করি কিন্তু কিছু বুজতে পারছি না, আমাকে আবার একটু বুজিয়ে দিবেন প্লিজ,,       
sr. member
Activity: 1372
Merit: 322
November 07, 2020, 09:46:21 AM
আর এটা কিভাবে করা যায় আমাকে জানাবেন পোস্ট করে।
আপনি যাকে কোট করবেন তার পোস্টের লিংক + ডেট দেয়া আছে দেখেন। ওই অংশটা রাখবেন আর পোস্টের যে অংশ তে উত্তর দেবেন সে অংশটা রেখে বাকী সব কেটে ফেলবেন। তারপর /কোট এর পর আপনার উত্তরটি লিখবেন। এইটা অনেক সহজ, ভাই।
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 09:38:08 AM
ইলেকট্রাম Wallet কি ?  ইলেকট্রাম Wallet কি ভাবে ক্রিয়েট করতে হয়?
এবং এটি কি ভাবে ব্যবহার করে? আমি আপনাদের কাছে সাহাজ্য প্রার্থনা করতেছি।  
এইটা খুবই সহজ। ইলেকট্রাম একটি ওপেন সোর্স লাইট ওয়ালেট যেটা নতুন ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক। ওয়ালেট ক্রিয়েট করে আপনি শুধু ১২ ওয়ার্ডের সিড কি টা সেভ করবেন। এইটাই। এতে আপনার ওয়ালেট সেইফ থাকবে।
ইলেকট্রামের একটা টিউটোরিয়াল যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদিও এইটা শুধু মোবাইল ভার্সনের জন্য প্রযোজ্য।
লিংক- https://youtu.be/r63F1JjxRLY

Bitcointalk এ কারো প্রশ্ন উওর দিতে আমি শরবউচ্চ কয়বার QUOTE করতে পারবো ?
কোন নির্দিষ্ট লিমিট নেই তবে যতটা কম করা যায় কারন অতিরিক্ত কোট করলে পড়তে সমস্যা হয়। কোটের মধ্যে যে অংশটা আপনি উত্তর দিচ্ছেন না সেটা কেটে ফেলা ভালো, যেমনটা আমি আপনার পোস্টের জন্য করেছি।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য। কিন্তু ভাই আপনি জেভাব Quota করেছেন আমি সেভাবে পারি না, আর এটা কিভাবে করা যায় আমাকে জানাবেন পোস্ট করে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 07, 2020, 09:18:02 AM
ইলেকট্রাম Wallet কি ?  ইলেকট্রাম Wallet কি ভাবে ক্রিয়েট করতে হয়?
এবং এটি কি ভাবে ব্যবহার করে? আমি আপনাদের কাছে সাহাজ্য প্রার্থনা করতেছি।  
এইটা খুবই সহজ। ইলেকট্রাম একটি ওপেন সোর্স লাইট ওয়ালেট যেটা নতুন ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক। ওয়ালেট ক্রিয়েট করে আপনি শুধু ১২ ওয়ার্ডের সিড কি টা সেভ করবেন। এইটাই। এতে আপনার ওয়ালেট সেইফ থাকবে।
ইলেকট্রামের একটা টিউটোরিয়াল যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদিও এইটা শুধু মোবাইল ভার্সনের জন্য প্রযোজ্য।
লিংক- https://youtu.be/r63F1JjxRLY

Bitcointalk এ কারো প্রশ্ন উওর দিতে আমি শরবউচ্চ কয়বার QUOTE করতে পারবো ?
কোন নির্দিষ্ট লিমিট নেই তবে যতটা কম করা যায় কারন অতিরিক্ত কোট করলে পড়তে সমস্যা হয়। কোটের মধ্যে যে অংশটা আপনি উত্তর দিচ্ছেন না সেটা কেটে ফেলা ভালো, যেমনটা আমি আপনার পোস্টের জন্য করেছি।
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 09:16:26 AM
Bitcointalk  ফোরামে নতুন হিসাবে আমার জানাটা খুবি প্রয়োজন।

Bitcointalk এ কারো প্রশ্ন উওর দিতে আমি শরবউচ্চ কয়বার QUOTE করতে পারবো ?
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 08:22:45 AM
Quote
তবে আপনার কাছে আমার অনুরোধ এই paper wallet কি ভাবে ব্যবহার করা হয়? অবশ্যই আপনি NEXT পোস্টে আলোচনা করবেন প্লিজ।
অবশ্যই আপনারা অপলাইন ওয়ালেট তৈরি করবেন। লিঙ্ক ওয়ালেট ক্রিয়েট করে প্রাইভেট কি গুলো প্রিন্ট করে রেখে দিবেন। এবং আপনি যে Browser ব্যবহার করেছেন সেই Browser অবশ্যই ক্লিয়ার ডেটা দিয়ে নিবেন। পেপার ওয়ালেট ব্যবহার করার জন্য অনেক ওয়ালেট আছে, তবে সহজ ও Best ওয়ালেট হলো BlockchainWallet
Blockchain Wallet টি Signup করে নিবেন। Gmail একটা WALLET ID দিবে ওটা সেভ করে রেখে দিবেন। Blockchain Wallet অবশ্যই Google Authenticator লাগিয়ে নিবেন।
Account Create হয়ে গেলে Login হওয়ার পর এই রকম Page আসবে



Setting Icon এ যান



Wallet and Addresses যান



Import Bitcoin Address ক্লিক করুন এবং Paper Wallet Private keys Import করুন



এখন আপনি আপনার নিজের মত Bitcoin Wallet ব্যবহার করুন।

বর্তমানের জন্য Wallet টি ব্যবহার করা শেষ হলে Wallet টি Logout করে ফেলুন এবং Browser অথবা apps টি Clear Data করে রাখুন
ধন্যবাদ আপনাকে paper wallet ব্যবহার  সম্পর্কে আলোচনা করার জন্য,আমি আপনার দেয়া পোস্ট দেখে paper wallet ব্যবহার জানতে পারলাম।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 07, 2020, 08:01:31 AM
ইলেকট্রাম Wallet কি ?  ইলেকট্রাম Wallet কি ভাবে ক্রিয়েট করতে হয়?
এবং এটি কি ভাবে ব্যবহার করে? আমি আপনাদের কাছে সাহাজ্য প্রার্থনা করতেছি। 
ইলেক্ট্রাম ওয়ালেট একটি সাধারণ, সহজেই ব্যবহারযোগ্য বিটকয়েন ওয়ালেট। এটি ২০১১ সালের নভেম্বরে প্রকাশ করা হয়েছিল। নতুন ওয়ালেট তৈরি করতে আপনার ওয়ালেট তৈরির সফটওয়্যার চালনা করতে হবে এবং যদি সেই ডিভাইসে কোনও পুরানো ওয়ালেট ফাইল না থাকে তবে একটি নতুন ওয়ালেট তৈরি করা হবে বা যদি ইতিমধ্যে কোনও পুরানো ওয়ালেট ফাইল থাকে তবে এটি পুরানোটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে।
jr. member
Activity: 118
Merit: 6
November 07, 2020, 07:51:01 AM
ইলেকট্রাম Wallet কি ?  ইলেকট্রাম Wallet কি ভাবে ক্রিয়েট করতে হয়?
এবং এটি কি ভাবে ব্যবহার করে? আমি আপনাদের কাছে সাহাজ্য প্রার্থনা করতেছি। 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 07, 2020, 05:14:09 AM
আমি কিছু বিটকয়েন লম্ভা সময়ের জন্য hold করেছি। যা Exchange wallet রয়েছে। Exchange গুলো যে হারে হ্যাক হচ্ছে তাতে তো ভয় পাচ্ছি। এখন আমার করনীয় কি, আমি কি Exchange wallet hold করবো নাকি পেপার ওয়ালেটে ট্রান্সফার করবো।
দীর্ঘ সময়ের জন্য হোল্ড করলে পেপার ওয়ালেট বেস্ট, কিংবা হার্ডওয়্যার ওয়ালেটও ব্যবহার করতে পারেন। কোন ভাবেই এক্সচেঞ্জে রাখবেন না। হ্যাকিং ছাড়াও রিস্ক আছে। কোন কারনে আপনার একাউন্ট ফ্রিজ করে দিতে পারে।
যদি পেপার কিংবা হার্ডওয়্যার ওয়ালেট কোনটাই ব্যবহার না করেন তবে ইলেকট্রাম ওয়ালেট আছে৷ মোবাইল ভার্সন ও আছে ইলেকট্রামের। সেটা ব্যবহার করতে পারেন। একটু সতর্ক হলে ইলেকট্রামে কোন প্রব্লেম নেই। আমি নিজেও ইলেকট্রাম ব্যবহার করি মোটামুটি এমাউন্ট হোল্ড করার জন্য।
member
Activity: 88
Merit: 11
November 07, 2020, 01:29:36 AM
Quote
তবে আপনার কাছে আমার অনুরোধ এই paper wallet কি ভাবে ব্যবহার করা হয়? অবশ্যই আপনি NEXT পোস্টে আলোচনা করবেন প্লিজ।
অবশ্যই আপনারা অপলাইন ওয়ালেট তৈরি করবেন। লিঙ্ক ওয়ালেট ক্রিয়েট করে প্রাইভেট কি গুলো প্রিন্ট করে রেখে দিবেন। এবং আপনি যে Browser ব্যবহার করেছেন সেই Browser অবশ্যই ক্লিয়ার ডেটা দিয়ে নিবেন। পেপার ওয়ালেট ব্যবহার করার জন্য অনেক ওয়ালেট আছে, তবে সহজ ও Best ওয়ালেট হলো BlockchainWallet
Blockchain Wallet টি Signup করে নিবেন। Gmail একটা WALLET ID দিবে ওটা সেভ করে রেখে দিবেন। Blockchain Wallet অবশ্যই Google Authenticator লাগিয়ে নিবেন।
Account Create হয়ে গেলে Login হওয়ার পর এই রকম Page আসবে



Setting Icon এ যান



Wallet and Addresses যান



Import Bitcoin Address ক্লিক করুন এবং Paper Wallet Private keys Import করুন



এখন আপনি আপনার নিজের মত Bitcoin Wallet ব্যবহার করুন।

বর্তমানের জন্য Wallet টি ব্যবহার করা শেষ হলে Wallet টি Logout করে ফেলুন এবং Browser অথবা apps টি Clear Data করে রাখুন
member
Activity: 112
Merit: 10
November 06, 2020, 12:48:26 PM
Create Safest Bitcoin Paper Wallet

Bitcoin store করার জন্য 100% safe wallet হলোঃ Hardwer wallet and Paper wallet.
আমাদের বাংলাদেশ থেকে Hardwer wallet ক্রয় করা, ব্যয় বা সময় সাপেক্ষ। আবার আগে ব্যবহার হয়েছিল কিনা তাও জানা নেই। তাই Bitcoin store করা জন্য উত্তম wallet হলো Paper wallet.
আমি আগে Paper wallet সর্ম্পকে ভালো ভাবে জানতাম না। শুধু জানতাম Bitcoin safe করার জন্য Paper wallet ব্যবহার করা হয়। আজ Post টা দেখে ভালো ভাবে বুজতে পারলাম। আমি অপলাইন একটা পেপার ওয়ালেট ক্রিয়েট করলাম।

তবে আমি মনে করি না যে আপনি যদি ছোট বিনিয়োগকারী হন তবে কোনও paper ওয়ালেটটি গুরুত্বপূর্ণ। আপনার ছোট fund exchange নিরাপদ হবে।
আমি কিছু বিটকয়েন লম্ভা সময়ের জন্য hold করেছি। যা Exchange wallet রয়েছে। Exchange গুলো যে হারে হ্যাক হচ্ছে তাতে তো ভয় পাচ্ছি। এখন আমার করনীয় কি, আমি কি Exchange wallet hold করবো নাকি পেপার ওয়ালেটে ট্রান্সফার করবো।
hero member
Activity: 1498
Merit: 537
November 06, 2020, 10:56:16 AM
আপনার দেওয়া লিংকে গিয়ে দেখলাম মিনিমাম 50$ ছাড়া হবে না, তবে সাধারণ সেলারদের কি হবে ভাই?     
$৫০ এর কম হলে সব কস্ট মিলিয়ে লসই হয়। তাই এই লিমিট দেয়া।যাই হোক, আপনি ছোট এমাউন্ট সেল দিতে চাইলে নক দিয়েন।

আজ আলোচনা করবো Paper wallet সর্ম্পকে।

Paper wallet create করার জন্য অনেক Site আছে। তবে আমি বলব এই দুইটা Site best paper wallet create করার জন্য। আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রথম লিংকঃ এই লিংকে যানঃ https://bitcoinpaperwallet.com/

ভুল তথ্য দিচ্ছেন। অনলাইনে পেপার ওয়ালেট ক্রিয়েট করা রিস্কি। বিভিন্ন স্পাইওয়্যার আপনার জেনারেট করা প্রাইভেট কি চুরি করার জন্য সর্বদা এইসব অনলাইন পেপার ওয়ালেট জেনারেট সাইটে নজর রাখে।
পেপার ওয়ালেট ক্রিয়েট করতে হবে অফলাইনে। গিটহাব থেকে গিট ডাউনলোড করে সিকিউর অপারেটিং সিস্টেম এর মাধ্যমেই প্রাইভেট কি জেনারেট করতে হবে।
আমি ভুল তথ্য shere করি নি। আপনি ভালো ভাবে post টা দেখুন। Offline create করার নিয়ম টাও দেওয়া আছে।
আমি জানি না বিটিসি সুরক্ষিত করার জন্য কাগজের ওয়ালেট ছাড়া অন্য কোনও নিরাপদ উপায় আছে। তবে আপনি যদি ইন্টারনেটে সংযুক্ত যে কোনও ডিভাইসে আপনার paper ওয়ালেটটি create করেন তবে সেই সুরক্ষা লঙ্ঘন হতে পারে। সুতরাং আমাদের জানা উচিত যে আমরা কী করছি এবং কীভাবে আমাদের তা করা উচিত। তবে আমি মনে করি না যে আপনি যদি ছোট বিনিয়োগকারী হন তবে কোনও paper ওয়ালেটটি গুরুত্বপূর্ণ। আপনার ছোট fund exchange নিরাপদ হবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 06, 2020, 09:50:23 AM
তবে আপনার কাছে আমার অনুরোধ এই paper wallet কি ভাবে ব্যবহার করা হয়? অবশ্যই আপনি NEXT পোস্টে আলোচনা করবেন প্লিজ।
পেপার ওয়ালেট ক্রিয়েট করবেন অফলাইন মেথডে যেটা উপরে উনি শেয়ার করেছেন। কারন অনলাইন অনেক রিস্কি। পাশাপাশি, পারলে যে ডিভাইসে পেপার ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা আর কখনো অনলাইনে কানেকশন করবেন না। অথবা সম্পুর্ণ নতুন অপারেটিং সিস্টেম আপডেট দেবেন।
বিশেষ সতর্কতা
পেপার ওয়ালেট থেকে যখন বিটিসি পাঠাবেন তখন একসাথে সম্পুর্ণ বিটিসি পাঠাতে হবে। অন্যথায়, আপনার বাকী বিটিসি হারিয়ে যেতে পারে।
jr. member
Activity: 118
Merit: 6
November 06, 2020, 09:21:23 AM
Jump to: