Author

Topic: বাংলা (Bengali) - page 413. (Read 5712660 times)

member
Activity: 88
Merit: 11
November 06, 2020, 05:21:07 AM
আপনার দেওয়া লিংকে গিয়ে দেখলাম মিনিমাম 50$ ছাড়া হবে না, তবে সাধারণ সেলারদের কি হবে ভাই?     
$৫০ এর কম হলে সব কস্ট মিলিয়ে লসই হয়। তাই এই লিমিট দেয়া।যাই হোক, আপনি ছোট এমাউন্ট সেল দিতে চাইলে নক দিয়েন।

আজ আলোচনা করবো Paper wallet সর্ম্পকে।

Paper wallet create করার জন্য অনেক Site আছে। তবে আমি বলব এই দুইটা Site best paper wallet create করার জন্য। আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রথম লিংকঃ এই লিংকে যানঃ https://bitcoinpaperwallet.com/

ভুল তথ্য দিচ্ছেন। অনলাইনে পেপার ওয়ালেট ক্রিয়েট করা রিস্কি। বিভিন্ন স্পাইওয়্যার আপনার জেনারেট করা প্রাইভেট কি চুরি করার জন্য সর্বদা এইসব অনলাইন পেপার ওয়ালেট জেনারেট সাইটে নজর রাখে।
পেপার ওয়ালেট ক্রিয়েট করতে হবে অফলাইনে। গিটহাব থেকে গিট ডাউনলোড করে সিকিউর অপারেটিং সিস্টেম এর মাধ্যমেই প্রাইভেট কি জেনারেট করতে হবে।
আমি ভুল তথ্য shere করি নি। আপনি ভালো ভাবে post টা দেখুন। Offline create করার নিয়ম টাও দেওয়া আছে।
member
Activity: 238
Merit: 28
November 06, 2020, 05:10:28 AM

Download করার পর Internet Connection বন্ধ করে দিন।

ওয়ালেট জেনারেট করার সময় নেট কানেকশন অবশ্যই বন্ধ করা জরুরি। কারণ নেট কানেকশন ছাড়াও ওয়ালেট জেনারেট করা যাবে। সেইসংগে ডাউনলোড ও করা যাবে। নেট কানেকশন বন্ধ করা জরুরি কারণ জেনারেশন সাইটে ওয়ালেট স্টিলার থাকতেও পারে।

ভুল তথ্য দিচ্ছেন। অনলাইনে পেপার ওয়ালেট ক্রিয়েট করা রিস্কি। বিভিন্ন স্পাইওয়্যার আপনার জেনারেট করা প্রাইভেট কি চুরি করার জন্য সর্বদা এইসব অনলাইন পেপার ওয়ালেট জেনারেট সাইটে নজর রাখে।

আপনাকে সমর্থন করছি। বিটকয়েনটকেই কিছু পোস্ট পড়েছিলাম যে অনলাইনে জেনারেট  করা পেপার ওয়ালেট ব্যবহার করার পর ফান্ড চুরি হয়েছে।

https://iancoleman.io/bip39/  সিকিউরড হিসেবে স্বীকৃত। তাদের কোড গিটহাবে উন্মুক্ত। তারপরও নেট কানেকশন বন্ধ করে ইউজ করতে বলা হয়। কারণ ব্যাকডোর থাকতে পারে। আবার নিজেও কম্পিউটার কেও বিশ্বাস করা যায় না। ইনস্টল করা সফটওয়্যারই হয়তো প্রাইভেট কি হ্যাকারকে পাঠিয়ে দিচ্ছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 06, 2020, 04:24:17 AM
আপনার দেওয়া লিংকে গিয়ে দেখলাম মিনিমাম 50$ ছাড়া হবে না, তবে সাধারণ সেলারদের কি হবে ভাই?     
$৫০ এর কম হলে সব কস্ট মিলিয়ে লসই হয়। তাই এই লিমিট দেয়া।যাই হোক, আপনি ছোট এমাউন্ট সেল দিতে চাইলে নক দিয়েন।

আজ আলোচনা করবো Paper wallet সর্ম্পকে।

Paper wallet create করার জন্য অনেক Site আছে। তবে আমি বলব এই দুইটা Site best paper wallet create করার জন্য। আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রথম লিংকঃ এই লিংকে যানঃ https://bitcoinpaperwallet.com/

ভুল তথ্য দিচ্ছেন। অনলাইনে পেপার ওয়ালেট ক্রিয়েট করা রিস্কি। বিভিন্ন স্পাইওয়্যার আপনার জেনারেট করা প্রাইভেট কি চুরি করার জন্য সর্বদা এইসব অনলাইন পেপার ওয়ালেট জেনারেট সাইটে নজর রাখে।
পেপার ওয়ালেট ক্রিয়েট করতে হবে অফলাইনে। গিটহাব থেকে গিট ডাউনলোড করে সিকিউর অপারেটিং সিস্টেম এর মাধ্যমেই প্রাইভেট কি জেনারেট করতে হবে।
member
Activity: 86
Merit: 21
November 06, 2020, 03:29:14 AM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস যেহেতু মুক্তি পেয়েছে, আমি কি ইথিরিয়াম হোল্ড করতে পারি লং টাইমের জন্য।

এটা আসলে আপনার ব্যাক্তিগত শিদ্ধান্তের উপরে অনেকটাই নির্ভর করতে আপনি কতোটুকো রিস্ক নিতে প্রস্তুত লং টার্ম ট্রেডিং বলতে আমরা শাধারনত ২-৫ বছর বলে থাকি, আপনি যদি বুঝেশুনে ইনভেস্ট করে হোল্ড করতে পারেন তাহলে আপনি ৫বছরের মধ্যে  একটা ভালো ফলাফল পাবেন আশা করা যায়।

প্রশ্ন হতে পারে ঃ
কেনো আমি/আপনি ইথারিয়াম হোল্ড করবো?  

উত্তরঃ ইথারিয়াম যেহেতু বিটক্যেন এর পরেই ঠিক তার অবস্থান সেহেতু বলতে পারি যে ইথারিয়াম অনেক ভালো একটা প্রফিট দিতে পারে ।

আপনি কেনো মনে করেন ইথারিয়াম ভালো একটা প্রফিট দেবে?
উত্তরঃ বর্ত্মানে বিটকইয়েন দ্রুত মোভমেন্ট এর কারনে অন্যান্ন সকল কয়েন বা টোকেন কিছুটা নিম্নমুখি তাই মার্কেটের পুর্বের অবস্থান দেখে এটুকো ধারনা করা যায় যে বিটকয়েন যখন কিছুটা  স্থির গতিতে চলবে তখন অন্যান্ন টোকেন বা কয়েন উর্ধ্মুখি হতে শুরু করবে।  তাহলে  বলা যায় সাধারন অর্থে ইথারিয়াম একটা প্রফিট দিতে চলেছে।

তাহলে এখন কি আমরা ট্রেডিং এ ইনভেস্ট করবো?
উত্তরঃ ট্রেডিং মানে শুধু কিনলেন আর বিক্রি করে দিলেন এমন কিছুনা একটু জটিল অনেক কিছু বুঝতে হয় ট্রেডিং করতে হলে, তবে এখন যেহেতু মার্কেট তেমন কোনো ধরনের নিয়ম  অনুশরন না  করেই চলছে সেহেতু এক্ষন ইনভেস্ট করে ট্রেডিং করা থেকে বিরত থাকাই ভালো, ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিং উওভয়ের ক্ষেত্রে।
member
Activity: 88
Merit: 11
November 06, 2020, 03:12:20 AM
Create Safest Bitcoin Paper Wallet

Bitcoin store করার জন্য 100% safe wallet হলোঃ Hardwer wallet and Paper wallet.
আমাদের বাংলাদেশ থেকে Hardwer wallet ক্রয় করা, ব্যয় বা সময় সাপেক্ষ। আবার আগে ব্যবহার হয়েছিল কিনা তাও জানা নেই। তাই Bitcoin store করা জন্য উত্তম wallet হলো Paper wallet.

আজ আলোচনা করবো Paper wallet সর্ম্পকে।

Paper wallet create করার জন্য অনেক Site আছে। তবে আমি বলব এই দুইটা Site best paper wallet create করার জন্য। আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রথম লিংকঃ এই লিংকে যানঃ https://bitcoinpaperwallet.com/

Generate keys and print Paper wallet এ ক্লিক করুন।



আপনার mouse নারা চারা করুন। এবং এই Box টির লেখা ০ না আসা পর্যন্ত Mouse নারাতে থাকুন।



এই রকম ভাবে আসবে, এবং আপনার Paper wallet তৈরি হয়ে গেছে। আপনি অবশ্যই Print করে নিবেন।


 

আপনি আপনার নিজের মতো keys নিতে পারেন. এই Box keys লিখতে হবে।



২য় লিংকঃ এই লিংকে যানঃ https://www.bitaddress.org/bitaddress.org-v3.3.0-SHA256-dec17c07685e1870960903d8f58090475b25af946fe95a734f88408cef4aa194.html

এই লিংকে ক্লিক করার পর এই রকম একটি Page আসবে।



কিছুক্ষন Mouse নাড়াতে থাকুন ১০০% করুন। তারপর এই রকম page আসবে এবং আপনার Paper wallet create হয়ে গেছে।





কিভাবে Offline Paper Wallet করা যায়ঃ

এই লিংকে যানঃ https://www.bitaddress.org/bitaddress.org-v3.3.0-SHA256-dec17c07685e1870960903d8f58090475b25af946fe95a734f88408cef4aa194.html

আগের নিয়মে Account Generate করুন এবং নিচে GitHub Repository Zip File টা Download করুন।




Download করার পর Internet Connection বন্ধ করে দিন।



Download File টা Extract All করে নিন। File টা Open করুন এখানে যান। ১০ সেকেন্ড সময় নিতে পারে।




আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই দুই টা Account Create করবেন, একটা Wallet Bitcoin Store করার জন্য, আর একটা Wallet Trade এর কাজে ব্যবহার করার জন্য।

আমার লেখাতে কোন ভুল হলে ক্ষমার করে দিবেন।
member
Activity: 116
Merit: 10
November 06, 2020, 02:11:14 AM
কেউ বিটিসি, এলটিসি সেল দিতে চাইলে আমার কাছে সেল দিতে পারেন। আমি ইতিমধ্যে ফোরাম থেকে কয়েকজনের সাথে ডিল করেছি। ইন্সট্যান্ট পেমেন্ট দেয়া হয় বিকাশ কিংবা নগদের মাধ্যমে। বিস্তারিত জানতে এইটা চেক করুক- https://bitcointalksearch.org/topic/sell-bitcoin-in-bangladesh-buying-btc-for-bdt-bangladeshi-taka-98tk-per-usd-5251387
আপনার দেওয়া লিংকে গিয়ে দেখলাম মিনিমাম 50$ ছাড়া হবে না, তবে সাধারণ সেলারদের কি হবে ভাই?     
member
Activity: 112
Merit: 10
November 06, 2020, 12:38:19 AM
Trump vs  Biden token on FTX

jr. member
Activity: 118
Merit: 6
November 05, 2020, 11:51:53 PM
BTC পাম্প হয়ে ১৪৫০০ হাই হলো  কিন্তু অল কয়েন কেন ডাম্প? তবে কি আমাদের ক্রিপ্টমারকেটে অলকয়েন নিয়ে কোন আলোচনা নেই,নাকি কি উএস নির্বাচন আমাদের ক্রিপ্টমারকেট কে প্রভাবিত করবে, অথবা নব নিরবাচিত উএস প্রেসিডেন্ট আমাদের ক্রিপ্টমারকেটে আরও নতুন রুপ দিবে,সবাইকে ধন্যবাদ,,
আসলে এটা আল্টকয়েন ডাম্পের প্রধান কারন হল বিটকয়েন এর বিশাল পাম্প। বিটকয়েন টানা পাম্প হচ্ছে এবং আশা করা যাচ্ছে ১৬০০০৳ টাচ করবে, এই জন্য বেশির ভাগ ট্রেডার ব্যালেন্স বিটকয়েনে টান্সফার করে নিচ্ছে আল্টকয়েন সেল করে। এই জন্য বেশির ভাগ আল্টকয়েন ডাম্প হচ্ছে। কিন্তু যদি বিটকয়েন একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে অন্য সবকয়েন আবার পাম্প করা শুরু করবে। এটা সকল বুলরানেই দেখেছি আমরা।


বিটকয়েনের ১৬২০০$ এ একটা স্ট্রং পুয়েন্ট আছে যদি বিটকইয়েন $১৫৬০০/১৫৮০০+ হয়ে কিছুক্ষন স্থির থাকে তবেই $১৬২০০ তে হিট করবে,  আমেরিকার পরিস্থিতি এখোনো অস্থিতিশীল অনেকে অনেক কারণ বলতেছে বা ধরনা করতেছে কিন্তু প্রকিত কারণ এখনো স্পস্ট না যে বিটকইয়েন আসলেও কি কারনে পাম্প হচ্ছে।

আপনার অল্টকয়েন এর ক্ষেত্রে যুক্তি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে বিটক্যেন এখানে প্রধান পেয়ার, যেটা অন্য সকল প্রকার টোকেন বা কয়েন কে পরিচালনা করে থাকে, আবার বিটক্যেন অনেক কিছুর অপরে প্রভাব বিস্তার করে থাকে যে কারনে এখনো কোনো কারণ ইসপস্ট নয় এখানে, বিটকইয়েন এর বর্তমানের পাম্প যদি ফর্ক এর কাওরনে হয়ে থাকে তবে এটা আজকে থেকে ২স্পতাহের মধ্যে ৩০০০০$ ছাড়ায় যেতে পারে আর অন্য কোনো কারনে পাম্প হলে পুরো মার্কেট আবার রিকোভারিমোডে চলে জাবে তারপরে আবার কিছু সময় নিবে।

আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আন্তরজাতিকভাবে বড় ধরনের কোনো নিউজ পাবলিশ না হওয়া পর্যন্ত তারপরে নিশ্চিত হওয়া যাবে।
আমি আপনাদের দুই জনকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা কারন kasakola এর প্রশ্নের উত্তরটা  আপনারা দু জনেই  দারুন ভাবে বুজাতে সক্ষম হয়েছেন, আসলেই বিটকয়েন এর উপরে নিরভর করেই সকল কয়েন আজ বুজতে পারলাম, এই ক্রিপ্টো মারকেট এভাবেই চলে, ধন্যবাদ
member
Activity: 99
Merit: 10
November 05, 2020, 10:56:00 PM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস যেহেতু মুক্তি পেয়েছে, আমি কি ইথিরিয়াম হোল্ড করতে পারি লং টাইমের জন্য।
আপনি ইতিমধ্যে যদি মার্কেট গুলোতে নজর দিয়ে থাকেন তবে বুঝতে পারবেন।
ঘোষণাটি আসার পর পরই কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে।
আশা করা যায় ইথিরিয়ামের মূল্য বৃদ্ধি পেতে থাকবে।
এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।
member
Activity: 116
Merit: 10
November 05, 2020, 10:37:44 PM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস যেহেতু মুক্তি পেয়েছে, আমি কি ইথিরিয়াম হোল্ড করতে পারি লং টাইমের জন্য।
member
Activity: 86
Merit: 21
November 05, 2020, 02:10:28 PM
BTC পাম্প হয়ে ১৪৫০০ হাই হলো  কিন্তু অল কয়েন কেন ডাম্প? তবে কি আমাদের ক্রিপ্টমারকেটে অলকয়েন নিয়ে কোন আলোচনা নেই,নাকি কি উএস নির্বাচন আমাদের ক্রিপ্টমারকেট কে প্রভাবিত করবে, অথবা নব নিরবাচিত উএস প্রেসিডেন্ট আমাদের ক্রিপ্টমারকেটে আরও নতুন রুপ দিবে,সবাইকে ধন্যবাদ,,
আসলে এটা আল্টকয়েন ডাম্পের প্রধান কারন হল বিটকয়েন এর বিশাল পাম্প। বিটকয়েন টানা পাম্প হচ্ছে এবং আশা করা যাচ্ছে ১৬০০০৳ টাচ করবে, এই জন্য বেশির ভাগ ট্রেডার ব্যালেন্স বিটকয়েনে টান্সফার করে নিচ্ছে আল্টকয়েন সেল করে। এই জন্য বেশির ভাগ আল্টকয়েন ডাম্প হচ্ছে। কিন্তু যদি বিটকয়েন একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে অন্য সবকয়েন আবার পাম্প করা শুরু করবে। এটা সকল বুলরানেই দেখেছি আমরা।


বিটকয়েনের ১৬২০০$ এ একটা স্ট্রং পুয়েন্ট আছে যদি বিটকইয়েন $১৫৬০০/১৫৮০০+ হয়ে কিছুক্ষন স্থির থাকে তবেই $১৬২০০ তে হিট করবে,  আমেরিকার পরিস্থিতি এখোনো অস্থিতিশীল অনেকে অনেক কারণ বলতেছে বা ধরনা করতেছে কিন্তু প্রকিত কারণ এখনো স্পস্ট না যে বিটকইয়েন আসলেও কি কারনে পাম্প হচ্ছে।

আপনার অল্টকয়েন এর ক্ষেত্রে যুক্তি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে বিটক্যেন এখানে প্রধান পেয়ার, যেটা অন্য সকল প্রকার টোকেন বা কয়েন কে পরিচালনা করে থাকে, আবার বিটক্যেন অনেক কিছুর অপরে প্রভাব বিস্তার করে থাকে যে কারনে এখনো কোনো কারণ ইসপস্ট নয় এখানে, বিটকইয়েন এর বর্তমানের পাম্প যদি ফর্ক এর কাওরনে হয়ে থাকে তবে এটা আজকে থেকে ২স্পতাহের মধ্যে ৩০০০০$ ছাড়ায় যেতে পারে আর অন্য কোনো কারনে পাম্প হলে পুরো মার্কেট আবার রিকোভারিমোডে চলে জাবে তারপরে আবার কিছু সময় নিবে।

আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আন্তরজাতিকভাবে বড় ধরনের কোনো নিউজ পাবলিশ না হওয়া পর্যন্ত তারপরে নিশ্চিত হওয়া যাবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 05, 2020, 11:51:38 AM
আসলে এটা আল্টকয়েন ডাম্পের প্রধান কারন হল বিটকয়েন এর বিশাল পাম্প। বিটকয়েন টানা পাম্প হচ্ছে এবং আশা করা যাচ্ছে ১৬০০০৳ টাচ করবে, এই জন্য বেশির ভাগ ট্রেডার ব্যালেন্স বিটকয়েনে টান্সফার করে নিচ্ছে আল্টকয়েন সেল করে। এই জন্য বেশির ভাগ আল্টকয়েন ডাম্প হচ্ছে। কিন্তু যদি বিটকয়েন একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে অন্য সবকয়েন আবার পাম্প করা শুরু করবে। এটা সকল বুলরানেই দেখেছি আমরা।
একমত।
যখন বিটকয়েন পাম্প হয়, তখন অল্টা অল্প কিছু পাম্প হয় সাময়িক সময়ের জন্য কিন্তু বিটকয়েন পাম্প কন্টিনিউ থাকলে অল্টা ডাম্প হয় কারন ট্রেডাররা বিটিসিতে সুইচ করে। আবার, বিটকয়েন ডাম্প হলেও অল্টাও ডাম্প হয় কারণ সবকয়েন কম বেশি বিটিসির বিপক্ষে মেজরমেন্ট করা হয়। অন্যদিকে, যখন বিটিসি ভালো পাম্প হওয়ার পর স্থির থাকে, তখন ট্রেডাররা আবার অল্টার দিকে ঝুকে যার কারনে অল্টা পাম্প হয়।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 05, 2020, 11:30:04 AM
BTC পাম্প হয়ে ১৪৫০০ হাই হলো  কিন্তু অল কয়েন কেন ডাম্প? তবে কি আমাদের ক্রিপ্টমারকেটে অলকয়েন নিয়ে কোন আলোচনা নেই,নাকি কি উএস নির্বাচন আমাদের ক্রিপ্টমারকেট কে প্রভাবিত করবে, অথবা নব নিরবাচিত উএস প্রেসিডেন্ট আমাদের ক্রিপ্টমারকেটে আরও নতুন রুপ দিবে,সবাইকে ধন্যবাদ,,
আসলে এটা আল্টকয়েন ডাম্পের প্রধান কারন হল বিটকয়েন এর বিশাল পাম্প। বিটকয়েন টানা পাম্প হচ্ছে এবং আশা করা যাচ্ছে ১৬০০০৳ টাচ করবে, এই জন্য বেশির ভাগ ট্রেডার ব্যালেন্স বিটকয়েনে টান্সফার করে নিচ্ছে আল্টকয়েন সেল করে। এই জন্য বেশির ভাগ আল্টকয়েন ডাম্প হচ্ছে। কিন্তু যদি বিটকয়েন একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে অন্য সবকয়েন আবার পাম্প করা শুরু করবে। এটা সকল বুলরানেই দেখেছি আমরা।
jr. member
Activity: 148
Merit: 2
November 05, 2020, 09:31:56 AM
BTC পাম্প হয়ে ১৪৫০০ হাই হলো  কিন্তু অল কয়েন কেন ডাম্প? তবে কি আমাদের ক্রিপ্টমারকেটে অলকয়েন নিয়ে কোন আলোচনা নেই,নাকি কি উএস নির্বাচন আমাদের ক্রিপ্টমারকেট কে প্রভাবিত করবে, অথবা নব নিরবাচিত উএস প্রেসিডেন্ট আমাদের ক্রিপ্টমারকেটে আরও নতুন রুপ দিবে,সবাইকে ধন্যবাদ,,
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 05, 2020, 09:11:06 AM
কেউ বিটিসি, এলটিসি সেল দিতে চাইলে আমার কাছে সেল দিতে পারেন। আমি ইতিমধ্যে ফোরাম থেকে কয়েকজনের সাথে ডিল করেছি। ইন্সট্যান্ট পেমেন্ট দেয়া হয় বিকাশ কিংবা নগদের মাধ্যমে। বিস্তারিত জানতে এইটা চেক করুক- https://bitcointalksearch.org/topic/sell-bitcoin-in-bangladesh-buying-btc-for-bdt-bangladeshi-taka-98tk-per-usd-5251387
member
Activity: 308
Merit: 22
November 04, 2020, 11:31:21 PM
~snip~

ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস রিলিজ এর খবর পাওয়ার পরে মোটামুটি ইথিরিয়াম এর দাম কিছুটা বেড়েছে । ইথিরিয়াম এর ডেভেলপার ভিটালিক এর টুইট করার আগে ইথিরিয়াম এর দাম ছিল $৩৮৫-৩৯০ ডলার এর মধ্যে উঠা -নামা করতে ছিলো কিন্তু ভিটালিক এর টুইট করার পরেই ইথিরিয়াম $৪০০+ ডলার হয়।
আশা করা যাচ্ছে এই মাসে ইথিরিয়াম এর দাম আরো বাড়তে পারে।

যাক অবশেষে অফিসিয়াল নিউজ পেলাম, আমরা এর আগে বহুবার শুনেছি হবে হবে, অবশেষে ইথেরিয়াম 2.0 অর্থাৎ Proof of stake পহেলা ডিসেম্বর চালু হতে যাচ্ছে।  

এখন অবধি, ইথেরিয়াম নেটওয়ার্ক বিটকয়েন দ্বারা প্রবর্তিত প্রুফ-অফ ওয়ার্ক (PoW) পদ্ধতির মাধ্যমে ট্রাঞ্জেকশন প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে তবে বর্তমানে বৃহৎ আকারের লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমনঃ ট্রাঞ্জেকশন কষ্ট বেড়ে যাওয়া, কনফার্মেশন এর দীর্ঘ সূত্রিতা। ইথেরিয়াম ফাউন্ডার ভিটালিক সম্প্রতি তার পোস্টে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন, যা প্রুফ-অফ-স্টেক (PoS) প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ইথেরিয়াম এর কার্যকারিতা বহুগুনে বাড়িয়ে তুলবে।

ইথিরিয়াম এর প্রাইস এই খবরের পর কিছুটা বেড়ে যায়, বর্তমানে ইথিরিয়াম এর প্রাইস $৪০৫ যা আগামীতে আরো বাড়ার সম্ভাবনা আছে।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
November 04, 2020, 01:20:30 PM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস আজকে মুক্তি পেয়েছে। ইথিরিয়াম এর ডেভেলপার ভিটালিক এটা নিশ্চিত করেছেন তার টুইটারে। ইথিরিয়াম ২.০ এর Proof of stake  ডিসেম্বর এর ১তারিখ চালু করার জন্য ধার্য করা হয়েছে৷  ইথিরিয়াম এর প্রাইস পাম্প হওয়ার অনেক ভালো সম্ভাবনা আছে।


টুইট লিংকঃ https://twitter.com/VitalikButerin/status/1324018999458295809?s=19

ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস রিলিজ এর খবর পাওয়ার পরে মোটামুটি ইথিরিয়াম এর দাম কিছুটা বেড়েছে । ইথিরিয়াম এর ডেভেলপার ভিটালিক এর টুইট করার আগে ইথিরিয়াম এর দাম ছিল $৩৮৫-৩৯০ ডলার এর মধ্যে উঠা -নামা করতে ছিলো কিন্তু ভিটালিক এর টুইট করার পরেই ইথিরিয়াম $৪০০+ ডলার হয়।
আশা করা যাচ্ছে এই মাসে ইথিরিয়াম এর দাম আরো বাড়তে পারে।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 04, 2020, 01:01:28 PM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস আজকে মুক্তি পেয়েছে। ইথিরিয়াম এর ডেভেলপার ভিটালিক এটা নিশ্চিত করেছেন তার টুইটারে। ইথিরিয়াম ২.০ এর Proof of stake  ডিসেম্বর এর ১তারিখ চালু করার জন্য ধার্য করা হয়েছে৷  ইথিরিয়াম এর প্রাইস পাম্প হওয়ার অনেক ভালো সম্ভাবনা আছে।


টুইট লিংকঃ https://twitter.com/VitalikButerin/status/1324018999458295809?s=19
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 04, 2020, 09:59:35 AM
ভালো বলেছেন, কিন্তু একদম নতুন ভাইদের জন্য আমার পরামর্শ। ক্রিপ্টোকারেন্সি, আইসিও এবং ব্লকচেইন নিয়ে বেশি বেশি পড়াশুনা করুন, নলেজ বৃদ্ধি করুন।
যদি কেউ ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো নলেজ নিতে পারে তাহলে তাদের বাউন্টি করার দরকার পড়বে না। তারা ফোরাম থেকে অনেকভাবে আয় করতে পারে। সিগ্নেচার ক্যাম্পেইন করে অনেক আর্ন করা যায়। যাদের ভালো র‍্যাংক আছে তারা অনেক ভালো ভালো ক্যাম্পেইন করতে পারে।
বাউন্টিতে পেমেন্ট এর কোন নিশ্চয়তা নেই কিন্তু সিগ্নেচার ক্যাম্পেইন করলে পেমেন্ট ১০০% পাওয়া যাবে।
jr. member
Activity: 101
Merit: 2
November 04, 2020, 09:42:13 AM
এখন বেশির ভাগ বাউনটি ইস্কাম । আমরা বাউনটি হান্টার কাজ করি দুই মাস তিন মাস ধরে। আর যখন পেমেন্ট পাই সেই টোকেন এর দাম থাকে না।
এর সমাধান কি ?
বাউন্টি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর জয়েন্ট করবেন।
অথবা বিটকয়েনটলকেে মেম্বার, ফুল মেম্বার, হিরো মেম্বার, লিজেন্ডারি মেম্বার অর্থাৎ সিনিয়রদের ফলো করতে পারেন তারা যে সব বাউন্টি দিবে সে সব জয়েন্ট হতে পারেন।
কেননা তারা বিস্তারিত জেনে তারপর জয়েন্ট করে বাউন্টিতে।
আশা করি সমাধান পেয়েছেন।
ধন্যবাদ।

ভালো বলেছেন, কিন্তু একদম নতুন ভাইদের জন্য আমার পরামর্শ। ক্রিপ্টোকারেন্সি, আইসিও এবং ব্লকচেইন নিয়ে বেশি বেশি পড়াশুনা করুন, নলেজ বৃদ্ধি করুন। অবশ্যই এই ফোরাম এ সময় দিন। সিনিয়ার ভাইদের পোস্ট গুলো পড়ুন।  সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজে নিজে রিসার্চ অথবা রিভিউ করা শিখুন। কারণ, অনেক ক্ষেত্রে অনেক বাউন্টি ম্যানেজার এমন প্রজেক্ট শেয়ার করে, যা স্ক্যাম করে অথবা টোকেন এর ভ্যালু থাকে না।
Jump to: