Create Safest Bitcoin Paper Wallet
Bitcoin store করার জন্য 100% safe wallet হলোঃ Hardwer wallet and Paper wallet.
আমাদের বাংলাদেশ থেকে Hardwer wallet ক্রয় করা, ব্যয় বা সময় সাপেক্ষ। আবার আগে ব্যবহার হয়েছিল কিনা তাও জানা নেই। তাই Bitcoin store করা জন্য উত্তম wallet হলো Paper wallet.
আজ আলোচনা করবো Paper wallet সর্ম্পকে।
Paper wallet create করার জন্য অনেক Site আছে। তবে আমি বলব এই দুইটা Site best paper wallet create করার জন্য। আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রথম লিংকঃ এই লিংকে যানঃ
https://bitcoinpaperwallet.com/ Generate keys and print Paper wallet এ ক্লিক করুন।
আপনার mouse নারা চারা করুন। এবং এই Box টির লেখা ০ না আসা পর্যন্ত Mouse নারাতে থাকুন।
এই রকম ভাবে আসবে, এবং আপনার Paper wallet তৈরি হয়ে গেছে। আপনি অবশ্যই Print করে নিবেন।
আপনি আপনার নিজের মতো keys নিতে পারেন. এই Box keys লিখতে হবে।
২য় লিংকঃ এই লিংকে যানঃ
https://www.bitaddress.org/bitaddress.org-v3.3.0-SHA256-dec17c07685e1870960903d8f58090475b25af946fe95a734f88408cef4aa194.html এই লিংকে ক্লিক করার পর এই রকম একটি Page আসবে।
কিছুক্ষন Mouse নাড়াতে থাকুন ১০০% করুন। তারপর এই রকম page আসবে এবং আপনার Paper wallet create হয়ে গেছে।
কিভাবে Offline Paper Wallet করা যায়ঃ
এই লিংকে যানঃ
https://www.bitaddress.org/bitaddress.org-v3.3.0-SHA256-dec17c07685e1870960903d8f58090475b25af946fe95a734f88408cef4aa194.html আগের নিয়মে Account Generate করুন এবং নিচে GitHub Repository Zip File টা Download করুন।
Download করার পর Internet Connection বন্ধ করে দিন।
Download File টা Extract All করে নিন। File টা Open করুন এখানে যান। ১০ সেকেন্ড সময় নিতে পারে।
আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই দুই টা Account Create করবেন, একটা Wallet Bitcoin Store করার জন্য, আর একটা Wallet Trade এর কাজে ব্যবহার করার জন্য।
আমার লেখাতে কোন ভুল হলে ক্ষমার করে দিবেন।