< -- snip -- >
অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা শিখার চাইতে আয় করার প্রতি বেশি মনযোগী। আমরা যদি প্রথমে শিখার চিন্তা করি তাহলে পরে অনেক আয় করা যায়। কিন্তু সে পথে কেউ আগাতে রাজি নয়। এই ফোরামে অনেক কিছু শেখার আছে। আমি অনেকদিন এই ফোরামে আছি এবং আমি যাই জানি, এই ফোরামের সাহায্যেই শিখেছি।
আমি ব্যক্তিগত ভাবে কিছুটা ব্যস্ত। আমিও শীঘ্রই কিছু আর্টিকেল লিখবো চিন্তা করেছি।
কথা একদম সত্য। আমার কিছু বন্ধুকে বললাম আগে , নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে এবং কাজ নিজে থেকে চলে আসবে। কিন্তু আমি ব্যর্থ , কারণ তারা বসে বসে লাখপতি হতে চায় এবং MLM/Pyramid/Ponzi স্কিমগুলোতে ইনকাম করা শুরু করছে ভুয়া স্কিনশট ম্যাসেন্জারের "মাই ডে" তে দিয়ে। তাই সকলকে এইটাই বলি, জ্ঞান অর্জন আগে।
ভালো লাগলো যে, সকল মেম্বাররা আমরা পোষ্ট লেখা শুরু করবো। আর এমন চলতে থাকলে তো আমাদের একটি একক সেকশন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে।
আপনি ঠিক বলেছেন ভাই। বেশিরভাগ মানুষ শর্টকাট এ ইনকাম করতে চায়। আমার কথা দিয়েই না হয় শুরু করি। সময়টা তখন ২০১৬, অনেক কষ্ট করে একটা কম্পিউটার কিনলাম। কারণ এক বড় ভাই বলেছিলো অনলাইন থেকে ইনকাম করা যায়। ওই সূত্র ধরেই অনলাইন যাত্রা শুরু। কিন্তু সত্য বলতে ২ বছর ধরে আমি কোনো ইনকাম করতে পারি নি, কারণ আমি কোনো দক্ষতা বা নলেজ ছাড়া ইনকাম করতে চেয়েছিলাম, কিন্তু পারি নি। তারপর ২০১৯ সালের কথা, তখন ক্রিপ্টো নিয়ে একটু ধারণা পাই, সেই থেকে আমার ক্র্যাপ্তকাররেন্সি নিয়ে যাত্রা শুরু। এয়ারড্রপ বাউন্টি নিয়ে শিখলাম এবং কাজ শুরু করলাম।
কিন্তু এখানেও সমস্যা, অনেক স্ক্যাম প্রজেক্ট এ ভরা। কিছু প্রজেক্ট পেমেন্ট দেয় আবার কিছু প্রজেক্ট পেমেন্ট দেয় না। এদিকে আমার অনেক সময় পরিশ্রম ২ টাই বৃথা। তাই চিন্তা করলাম কিভাবে ভালো মানের প্রজেক্ট খুঁজে পাওয়া যায়। তাই তখন থেকে একটু একটু করে পড়াশুনা শুরু করলাম, ব্লকচেইন এবং Crytocurrency নিয়ে। এমনিতে তেমন একটিভ থাকতাম না Bitcointalk এ, এবং এত টাকা ইনকাম করার পর আমি দীর্ঘদিন একটিভ ছিলাম না Bitcointalk এ। কিন্তু আমি ভাবলাম এরকম হটাৎ কাজ ছেড়ে দিলে আমি অনেক পেছনে চলে যাবো, তাই আবার আসলাম। তাছাড়া, যাইহোক, কাজের ক্ষেত্রে Bitcointalk এ যারা সিনিয়র ভাইরা আছে তাদের পোস্ট গুলো পড়তাম। বলতে গেলে, দিনে ৩ ৪ ঘন্টা পড়ার জন্য ঠিক করে রাখতাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা হলো। এবং তার পর থেকে এয়ারড্রপ বা বাউন্টি নিয়ে কাজ করি। Cyptocurrency নিয়ে পড়াশুনার পর যখন আমি স্ক্যাম এবং ট্রাস্টেড প্রজেক্ট বের করতে পারি, তখন থেকেই আমার ইনকাম শুরু।
তাছাড়া তখন ক্রিপ্টো মার্কেট এর অবস্থা খুব ভালো ছিল। ১ বছরের মাথায় আমি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা ইনকাম করেছি এয়ারড্রপ এবং বাউন্টি মিলিয়ে। তারপর আমি আরো পড়াশুনা শুরু করি, এক সময় আমি আরো নলেজ অর্জন করি। তারপর আইসিও কোম্পানিতে জব শুরু করি কাস্টমার সাপোর্ট এর ওপর। আলহামদুলিল্লাহ এখনো কাজ করছি। ছোট পদ হোক কিংবা বড়, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমাকে তিনি ধর্য্য এবং ইচ্ছা শক্তি দিয়েছেন cryptocurrency নিয়ে কাজ করার। আমার ইচ্ছা আমি আরো পড়বো এবং আরো ওপরে যাওয়ার ইচ্ছা। আল্লাহ যেন আমার মনের আসা পূরণ করেন আমীন।