Author

Topic: বাংলা (Bengali) - page 414. (Read 5712660 times)

member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 04, 2020, 05:58:28 AM
মার্কিন নির্বাচনে বিটকয়েনের দামকে প্রভাবিত করবে?
এটি crypto currency উপর যদি কোনও প্রভাব ফেলে তবে এটি একটি স্বল্প মেয়াদী।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 04, 2020, 04:13:55 AM
দাম খুব বেশি না। আর সলপ  পরিমাণ  থাকলে  টপ ৫ এক্সচেঞ্জে রাখতে পারেন । আর না হয় গুগল ইস্টর থেকে কইনবেস ওয়ালেট ডাউনলোড করে ব্যবহার করতে পাররেন সম্পন্ন ফ্রি।

আপনার দেওয়া এই উপদেশ একদমি ভুল। কোনে এক্সেঞ্জার এবং সেন্ট্রালাইজ ওয়ালেট কখনোই ক্রিপ্টো সংরক্ষন করার ভালো মাধ্যম না। কারন এগুলো যে কোনো সময় আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে এবং তখন আপনি আপনার ক্রিপ্টো আর নাও পেতে পারেন।  একটা কথা মনে রাখবেন এই ক্রিপ্টো ফিল্ডে যতক্ষন আপনার কাছে আপনার ওয়ালেট এর প্রাইভেট কি নাই ততক্ষন পর্যন্ত আপনার ক্রিপ্টো আপনার কাছে নাই। তাই এক্সেঞ্জার এ না রেখে কোনো প্রাইভেট কি যুক্ত ওয়ালেট এ আপনার মূল্যবান ক্রিপ্টো সংরক্ষন করুন।
member
Activity: 88
Merit: 11
November 04, 2020, 04:04:31 AM
মার্কিন নির্বাচনে বিটকয়েনের দামকে প্রভাবিত করবে?
member
Activity: 88
Merit: 11
November 04, 2020, 03:54:43 AM
বিটকয়েন হোল্ড করতে কোন ওয়ালেট বা এক্সচেঞ্জ ভালো হবে?
হার্ডওয়্যার ওয়ালেট সর্বোত্তম তবে যদি সেটা কিনতে না পারেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম একটি ওপেন সোর্স ওয়ালেট এবং এটি সম্পুর্ন ফ্রি, আর নিজের ব্যাংকের মত। কয়েনবেজ কিংবা অন্য এক্সচেঞ্জে কখনো হোল্ড করবেন না। এইটা অনেক রিস্কি।
ভাই আমার মনে হয় পেপার ওয়ালেট সর্বোত্তম ওয়ালেট বিটকয়েন সংরক্ষণ করার জন্য। কিন্তু পেপার ওয়ালেট সঠিক ভাবে কিভাবে Create করা যায় তা আমরা জানি না। আশা করি কিভাবে পেপার ওয়ালেট Create করা যায় তা আমাদের মাঝে শেয়ার করবেন।
jr. member
Activity: 43
Merit: 2
November 04, 2020, 02:35:15 AM
আপনি মনে হয় একেবারেই আকাশ ছোয়া সপ্নে বিভোর হয়ে গেছেন কারন এখানে আপনি খুব সহজেই কথাটা বলে দিলেন জে আপনি সিগ্নেচার কেম্পেইন কাজ করবেন বলা সহজ করা কঠিন।

আগে জুনিয়র মেম্বার হন,
পরে স্বপ্ন দেখেন।

@kasakola এবং @dhaldanga আপনাদেরকে শুধু একটাই কথা বলব যে, আকাশ ছোয়া স্বপ্ন দেখা উচিত। আমি অন্যদের জানি, শুধু আমার বর্তমান অবস্থার কথা বলি:  আল্লাহ তায়ালার রহমতে বর্তমানে আমি ক্রিপ্টো থেকে ইনকাম করে বাড়ির ৫টি রুম প্লাসটার করলাম, নিজের জন্য  Realme 5i মোবাইল কিনেছি এবং Full Member ও হয়ে গেলাম। এসব শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবতাম যে, একদিন এইটা করবো, ওইটা করবো এবং আশা কখনোই ছেড়ে দেই নাই ( এখানে যেসব বিষয় বললাম সব নতুনদের উৎসাহ দেয়ার জন্য যে ক্রিপ্টো থেকে অনেক কিছু করা সম্ভব, এটি কোনো ধরনের শো-অফ না )। আমি ২০১৮ এর শেষে প্রায় সবকিছু ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার মন সেটি হতে দেয় নাই, কারণ ক্রিপ্টো থেকে যে অনেক ভালো কিছু করা সম্ভব সেটি জানতাম। আমি যতটুকু বললাম এটি অনেক মেম্বারদের কাছে কিছু না, কারণ অনেকে আছে মাস শেষে $১০০০+ ইনকামও করে। তাই প্রথমে ইনকাম নয়, সঠিক জ্ঞান অর্জন করুন এবং অন্যদেরকে উৎসাহ দিন, যদিও তার স্বপ্নটি আকাশ ছোয়াই হোক না কেন।  Wink

সঠিক কথা বলেছেন। যদি স্বপ্নই না দেখেন তাহলে বড় হবেন কিভাবে। বড় হতে হলে আপনি বড় স্বপ্ন দেখতে হবে। আমি ২০১৭ তে এই ফোরামে ছিলাম। তখন একটা সিগনেচার  থেকে ৭০০$ পেয়ে আমার পড়ালেখার জন্য এই ফোরাম ছেড়ে চলে গেসি। কিন্তু এই করোনা আবার আমাকে ফোরামে ফিরিয়ে এনেছে। আমার আগেই স্বপ্ন ছিল এই ফোরাম থেকে ক্রিপ্টো ইনকাম করে আমি অনেক কিছু করব। জুন মাসের থেকে এখানে আবার এক্টিভ হয়েছি। এবং লাস্ট ২-৩ মাসে আমি প্রায় ৪০০০$ ইনকাম করেছি এখান থেকে। আমার প্রায় অনেকগুলো চাহিদা আমি পূরণ করে ফেলেছি। কারন এগুলো আমার স্বপ্ন ছিল। হয়ত ফ্যামিলি থেকে টাকা নিয়েও পূরন করতে পারতাম কিন্তু নিজের টাকায় পূরন করার মত মজা আর কিছুতে নেই। তাই বড় স্বপ্ন দেখতে শিখুন তাহলে তা পূরন না হলেও ছোট স্বপ্ন গুলো পূরন করতে পারবেন ইনশাআল্লাহ। 

 আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।  আমার প্রশ্নটিতে কিছু ভুল হয়েছিল আর এই ভুলের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারলাম। শুভকামনা রইল সবার জন্য।
jr. member
Activity: 410
Merit: 1
November 04, 2020, 01:41:12 AM
গ্রুপ টায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি যেগুলো আমার অজানা। ধন্যবাদ।       
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 03, 2020, 11:02:49 PM
বিটকয়েন হোল্ড করতে কোন ওয়ালেট বা এক্সচেঞ্জ ভালো হবে?
হার্ডওয়্যার ওয়ালেট সর্বোত্তম তবে যদি সেটা কিনতে না পারেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম একটি ওপেন সোর্স ওয়ালেট এবং এটি সম্পুর্ন ফ্রি, আর নিজের ব্যাংকের মত। কয়েনবেজ কিংবা অন্য এক্সচেঞ্জে কখনো হোল্ড করবেন না। এইটা অনেক রিস্কি।
member
Activity: 116
Merit: 10
November 03, 2020, 11:01:53 PM
এখন বেশির ভাগ বাউনটি ইস্কাম । আমরা বাউনটি হান্টার কাজ করি দুই মাস তিন মাস ধরে। আর যখন পেমেন্ট পাই সেই টোকেন এর দাম থাকে না।
এর সমাধান কি ?
বাউন্টি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর জয়েন্ট করবেন।
অথবা বিটকয়েনটলকেে মেম্বার, ফুল মেম্বার, হিরো মেম্বার, লিজেন্ডারি মেম্বার অর্থাৎ সিনিয়রদের ফলো করতে পারেন তারা যে সব বাউন্টি দিবে সে সব জয়েন্ট হতে পারেন।
কেননা তারা বিস্তারিত জেনে তারপর জয়েন্ট করে বাউন্টিতে।
আশা করি সমাধান পেয়েছেন।
ধন্যবাদ।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
November 03, 2020, 08:15:52 PM
এখন বেশির ভাগ বাউনটি ইস্কাম । আমরা বাউনটি হান্টার কাজ করি দুই মাস তিন মাস ধরে। আর যখন পেমেন্ট পাই সেই টোকেন এর দাম থাকে না।
এর সমাধান কি ?
সত্যিকার অর্থে এর কোন স্থায়ী সমাধান আছে বলে মনে হয় নি কখনো। দীর্ঘ সময় ক্রিপ্টোর সাথে থাকার দরুন আমি কিছু জিনিস ফলো করেছি। তার মধ্যে যাচাই বাছাই করে বাউন্টি করাটা অন্যতম।

তারপরও কিছু টোকেন এর এমন অবস্থা হয়েছে যেন এক্সচেঞ্জ এর ফি পর্যন্ত কাভার করে না। এগুলো সত্যিই দুঃখজনক, কিন্তু তারপর ও বিশ্বাস করেই কাজ করে যেতে হবে। কোনো না কোনো ভাবে আপনি গেইনার হয়ে যাবেন যদি আপনি কষ্ট করেন।

সবসময় টোকেন এর ইউটিলিটি খেয়াল করে বাউন্টি করবেন। তা না হলে কোটি কোটি টোকেন পেলেও কাজ হবে না। ইউটিলিটি থাকলেই টোকেনের চাহিদা তৈরি হবে এবং ভালো প্রাইস পাওয়া যাবে, সেক্ষেত্রে বর্তমানে ভালো প্রাইস না পেলে হোল্ড করবেন। টার্গেট প্রাইস এচিভ করলে তখন সেল করে দিবেন।
jr. member
Activity: 616
Merit: 1
November 03, 2020, 01:54:55 PM
বিটকয়েন হোল্ড করতে কোন ওয়ালেট বা এক্সচেঞ্জ ভালো হবে?



মূলত আপনার বেশি বিটকয়েন থাকলে । লেজার ওয়ালেট ব্যবহার করতে পারেন ১০০% নিরাপদ। দাম খুব বেশি না। আর সলপ  পরিমাণ  থাকলে  টপ ৫ এক্সচেঞ্জে রাখতে পারেন । আর না হয় গুগল ইস্টর থেকে কইনবেস ওয়ালেট ডাউনলোড করে ব্যবহার করতে পাররেন সম্পন্ন ফ্রি।
jr. member
Activity: 616
Merit: 1
November 03, 2020, 01:44:46 PM
এখন বেশির ভাগ বাউনটি ইস্কাম । আমরা বাউনটি হান্টার কাজ করি দুই মাস তিন মাস ধরে। আর যখন পেমেন্ট পাই সেই টোকেন এর দাম থাকে না।
এর সমাধান কি ?
member
Activity: 116
Merit: 10
November 03, 2020, 06:18:43 AM
বিটকয়েন হোল্ড করতে কোন ওয়ালেট বা এক্সচেঞ্জ ভালো হবে?
member
Activity: 99
Merit: 10
November 03, 2020, 05:43:29 AM
@paglarhat
আপনার উচিত নিয়মগুলো ভালো করে পড়া। ফোরামের নিয়মগুলো যারা বুঝে তাদের একাউন্টের কোন প্রবলেম হবে না। আমরা সবাই ফোরামে এসেই কাজের চিন্তা করি কিন্তু নিয়মগুলো কেউ পড়ার চিন্তা করি না। এইটাই আমাদের মুল সমস্যা।
এইখানে গিয়ে ফোরামের নিয়মগুলো দেখে নিন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
জি ভাই বুঝেছি।
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।               
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 03, 2020, 05:12:03 AM
@paglarhat
আপনার উচিত নিয়মগুলো ভালো করে পড়া। ফোরামের নিয়মগুলো যারা বুঝে তাদের একাউন্টের কোন প্রবলেম হবে না। আমরা সবাই ফোরামে এসেই কাজের চিন্তা করি কিন্তু নিয়মগুলো কেউ পড়ার চিন্তা করি না। এইটাই আমাদের মুল সমস্যা।
এইখানে গিয়ে ফোরামের নিয়মগুলো দেখে নিন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
member
Activity: 99
Merit: 10
November 03, 2020, 03:18:00 AM
ভাই আমি যে লিংক দিয়েছি সেখানে গিয়ে দেখেন।
আর আমি চুরি শিখাচ্ছি না বরং সাবধান করে দিচ্ছি নিউ ইউজারদেরকে।
আমার বন্ধু  প্রথমে Rafiqul84 ব্যান হওয়ার পর Rafiqul123 নামের একাউন্টটি অনেক দিন ব্যাবহার করেছে।
কিন্তু আগের একাউন্টে একবার ঐ ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছে যে এড্রেস পরের একাউন্টে ব্যাবহার হয়েছে সব সময়।
আর একারনেই নেগেটিভট্রাস্ট দিয়েছিল আমার বন্ধুর একাউন্টে।
আমি সত্যিকথা বললাম বাকী টা আপনার ইচ্ছা।
প্রয়োজনে লিংকে ক্লিক করে দেখুন ভাই।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536


আপনার বন্ধু যে ২য় একটা একাউন্ট ব্যবহার করেছে এটাই তো এখানে নিষিদ্ধ।  একবার ব্যান হয়ে গেছে মানে সে এই ফোরামে নিষিদ্ধ,  এখানে তার আর অন্য একাউন্ট খোলার যোগ্যতা নেই। তারপরেও সে খুলেছে এবং ব্যবহার করেছে। এবং এক সময় ধরা খেয়েছে। তাই রেডট্রাস্ট খেয়েছে।
আর আপনি না জেনে সবাইকে সতর্ক করতেছেন, কিন্তু তা সঠিক না। একবার ব্যান হয়ে গেলে এই ফোরামে না আশাই ভালো।
ঠিক আছে ধন্যবাদ আপনাকে।
আমি এই বিষয় গুলো জানতাম না।
পরবর্তীতে এমন ভুল আর হবে না।
শুভকামনা রইলো আপনার জন্য।।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
November 03, 2020, 02:33:10 AM
ভাই আমি যে লিংক দিয়েছি সেখানে গিয়ে দেখেন।
আর আমি চুরি শিখাচ্ছি না বরং সাবধান করে দিচ্ছি নিউ ইউজারদেরকে।
আমার বন্ধু  প্রথমে Rafiqul84 ব্যান হওয়ার পর Rafiqul123 নামের একাউন্টটি অনেক দিন ব্যাবহার করেছে।
কিন্তু আগের একাউন্টে একবার ঐ ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছে যে এড্রেস পরের একাউন্টে ব্যাবহার হয়েছে সব সময়।
আর একারনেই নেগেটিভট্রাস্ট দিয়েছিল আমার বন্ধুর একাউন্টে।
আমি সত্যিকথা বললাম বাকী টা আপনার ইচ্ছা।
প্রয়োজনে লিংকে ক্লিক করে দেখুন ভাই।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536


আপনার বন্ধু যে ২য় একটা একাউন্ট ব্যবহার করেছে এটাই তো এখানে নিষিদ্ধ।  একবার ব্যান হয়ে গেছে মানে সে এই ফোরামে নিষিদ্ধ,  এখানে তার আর অন্য একাউন্ট খোলার যোগ্যতা নেই। তারপরেও সে খুলেছে এবং ব্যবহার করেছে। এবং এক সময় ধরা খেয়েছে। তাই রেডট্রাস্ট খেয়েছে।
আর আপনি না জেনে সবাইকে সতর্ক করতেছেন, কিন্তু তা সঠিক না। একবার ব্যান হয়ে গেলে এই ফোরামে না আশাই ভালো।
member
Activity: 99
Merit: 10
November 03, 2020, 01:15:29 AM
১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
ভুল, একের অধিক একাউন্টে একই ইথেরিয়াম এড্রেস ব্যবহার করলেও সমস্যা নেই যদি কেউ একটা বাউন্টিতে একের অধিক একাউন্ট ব্যবহার না করে।

Quote
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
একাউন্ট ব্যান হলে উক্ত ব্যক্তি এই ফোরাম ব্যবহার করার অধিকার রাখেনা। একটা আইডি ব্যান মানে সারাজীবনের জন্য এই ফোরাম থেকে একজন ব্যক্তি হিসেবেই ব্যান।

Quote
আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।
আপনি চুরি শিখাচ্ছেন মানুষকে। কিভাবে চুরি করে ধরা খাওয়া থেকে বাচতে হয় তা শিখাচ্ছেন। আপনি নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়ার যোগ্য এবং আমি তাই দিচ্ছি।
ভাই আমি যে লিংক দিয়েছি সেখানে গিয়ে দেখেন।
আর আমি চুরি শিখাচ্ছি না বরং সাবধান করে দিচ্ছি নিউ ইউজারদেরকে।
আমার বন্ধু  প্রথমে Rafiqul84 ব্যান হওয়ার পর Rafiqul123 নামের একাউন্টটি অনেক দিন ব্যাবহার করেছে।
কিন্তু আগের একাউন্টে একবার ঐ ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছে যে এড্রেস পরের একাউন্টে ব্যাবহার হয়েছে সব সময়।
আর একারনেই নেগেটিভট্রাস্ট দিয়েছিল আমার বন্ধুর একাউন্টে।
আমি সত্যিকথা বললাম বাকী টা আপনার ইচ্ছা।
প্রয়োজনে লিংকে ক্লিক করে দেখুন ভাই।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 02, 2020, 08:55:56 PM
১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
ভুল, একের অধিক একাউন্টে একই ইথেরিয়াম এড্রেস ব্যবহার করলেও সমস্যা নেই যদি কেউ একটা বাউন্টিতে একের অধিক একাউন্ট ব্যবহার না করে।

Quote
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
একাউন্ট ব্যান হলে উক্ত ব্যক্তি এই ফোরাম ব্যবহার করার অধিকার রাখেনা। একটা আইডি ব্যান মানে সারাজীবনের জন্য এই ফোরাম থেকে একজন ব্যক্তি হিসেবেই ব্যান।

Quote
আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।
আপনি চুরি শিখাচ্ছেন মানুষকে। কিভাবে চুরি করে ধরা খাওয়া থেকে বাচতে হয় তা শিখাচ্ছেন। আপনি নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়ার যোগ্য এবং আমি তাই দিচ্ছি।
member
Activity: 116
Merit: 10
November 02, 2020, 05:17:49 PM
কি কি কাজ করলে বিটকয়েনটলকেে নেগেটিভ ট্রাস্ট পাওয়া যায়?
এর থেকে পরিত্রানের উপায় কি?
স্ক্যাম, ফিশিং স্পাম, বাউন্টি চিটিং এইগুলো সবচেয়ে কমন রিজন নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য। তবে অনেকেই অন্য অনেক কারনে নেগেটিভ ফিডব্যাক দিয়ে থাকে। সাধারন ভাবে বলতে গেলে যেসব কাজ নীতিগত না, সেসব কাজ করা থেকে বিরত থাকুন।
বিস্তারিত জানতে এইটা চেক করুন- https://bitcointalksearch.org/topic/m.53828556
ধন্যবাদ ভাই।
আমাকে সহযোগিতা করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।
sr. member
Activity: 1372
Merit: 322
November 02, 2020, 11:51:49 AM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন
অল্টাকয়েনে লং টাইমের জন্য ইনভেস্ট করা রিস্কি। কারন যে কোন সময় এইসব কয়েন একেবারে খারাপের দিকে যেতে পারে। যদিও আমি জানি না এই প্রজেক্টটি কেমন। ২০১৩/২০১৪ সালের দিকে কিছু প্রজেক্ট ছিল যেগুলো এখন হারিয়ে গেছে। তাই অল্টাতে শর্ট টাইম চিন্তা করাই ভালো।
বিটকয়েন এর দামের কথা কেউ বলতে পারবে না। ভালো একটা নিউজ কয়েকদিনের মধ্যে যেমন বর্তমান দাম থেকে ২০০০০ ডলার পর্যন্ত নিয়ে যেতে পারে, তেমনি একটা খারাপ নিউজের জন্য অনেক কমেও যেতে পারে।
Jump to: