Author

Topic: বাংলা (Bengali) - page 417. (Read 5716208 times)

full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 29, 2020, 01:50:04 PM
@সবাইকে উদ্দেশ্য করে বলছি-
কয়েনবেজ কিংবা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করা বাদ দিন। আমার পরিচিত একজন কাল ভুলে $৩২০০ ডলার একজনকে পাঠিয়ে দিয়েছে। উনি ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করেছেন। যদি ইলেকট্রাম করত তাহলে খুব সহজেই ফান্ডটা ডাবল স্পেন্ডিং এর মাধ্যমে ফেরত নেয়া যেত।

৩২০০$,অনেক বড় এমাউন্ট। আশা করি উনি খুব দ্রুত এই অংশ টা রিকভার করতে পারবে।
আপনাকে ধন্যবাদ আপনার উপদেশটার জন্য। আমি তো জানতামই না যে ইলেক্ট্রাম এর মাধ্যমে ফান্ড রিকভার করা যায়। যদিও আমি ইলেক্ট্রাম ব্যবহার করি কিন্তু এটা প্রথম জানলাম। ভবিষ্যৎ এ কাজে লাগবে এই কথাটা যদি কখনো বিপদে পরি।
sr. member
Activity: 1372
Merit: 322
October 29, 2020, 12:59:15 PM
ধন্যবাদ Review Master বিস্তারিত দেয়ার জন্য। আমি আসলে ট্রেডিং প্রেফার করি না খুব একটা। টুকিটাকি ট্রেড করে থাকি কিন্তু এইরকম এনালাইসিস করে না। আমি বেশিরভাগ ট্রেড করি নিউজ এর উপর ভিত্তি করে। আর লং টাইম হোল্ড।

@সবাইকে উদ্দেশ্য করে বলছি-
কয়েনবেজ কিংবা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করা বাদ দিন। আমার পরিচিত একজন কাল ভুলে $৩২০০ ডলার একজনকে পাঠিয়ে দিয়েছে। উনি ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করেছেন। যদি ইলেকট্রাম করত তাহলে খুব সহজেই ফান্ডটা ডাবল স্পেন্ডিং এর মাধ্যমে ফেরত নেয়া যেত।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 29, 2020, 10:26:31 AM
ভারতীয় সরকার ক্রিপ্টোর অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ব্যাংকগুলি 34 টি শাখারও বেশি ক্রিপ্টো পরিষেবা দিচ্ছে। বাংলাদেশ ভারতীয় সরকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং আমরা বাংলাদেশী সরকারের আগে দেখেছি ভারত কী করে তা অনুসরণ করে | তাহলে আপনি কী ভাবেন যে বাংলাদেশী সরকারও এটি বিবেচনা করবে এবং তার প্রতিবেশী দেশ কী করছে তা দেখে আমাদের দেশে ক্রিপ্টোকে অনুমতি দেবে?

সংবাদ লিঙ্ক: https://cointelegraph.com/news/indian-bank-to-offer-crypto-services-across-its-34-branches

আপনি হয়তো পুরো কাহিনীটা জানেন না। মূল কাহিনী হলো: ভারতে কখনোই ক্রিপ্টো ব্যান হয় নাই, শুধুমাত্র RBI (Reserve Bank of India) দ্বারা ব্যাংক ট্রান্সজেকশন ব্যান ছিল এবং অনেক ক্রিপ্টো অ্যাডভোকেট সেটির বিরুদ্ধে মামলা করছিলো। সকলে ক্রিপ্টো ক্রয়-বিক্রয় এবং ট্রেডিং করতে পারতো এবং সর্বশেষ RBI (Reserve Bank of India) এই মামলায় হেরে যায়, আর সকলে এখন ক্রিপ্টো তাদের ব্যাংকে সরাসরি উইথড্র করতে পারবে। আর  এটা অনেক পুরাতন খবর বলা যায় এবং মার্কেট ভালো দেখে ব্যাংকগুলো সুপ্রিম কোর্টের যে রায় কয়েকমাস আগে দিয়েছিলো সেটি কাজে লাগাচ্ছে মাত্র। এককথায় ঝোক বুঝে কোপ মারছে। কিন্তু বাংলাদেশে শুরু থেকেই ক্রিপ্টো ব্যান হয়ে আছে, যদিও এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ ছিল যারা ২০১৪ সালের ১৫ আগস্টে বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয় এবং তারই কিছুদিন পর নাম সরিয়ে নেয় ও সর্বশেষ ক্রিপ্টো ব্যান করে। আশা করি তফাতটা এবার বুঝতে পারতেছেন।

বিটকয়েন ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হওয়ার সোর্স:



ভাই, বর্তমানে নতুনদের অল্প সময়ের জন্য invest করার মত কিছু coin বলবেন। যা লস হওয়ার আশংকা কম এবং কিছু profit করা যায়।

ভাই এমন কোনো কয়েন নেই , তবে আপনি ট্রেডিং শিখতেছেন আশা করি। লেগে থাকুন এবং TA (Technical Analysis) ও FA (Fundamental Analysis) ভালো করে শিখুন। আশা করি ভালো কিছু করতে পারবেন ট্রেডিং থেকে এবং একটাই উপদেশ সকলের উদ্দেশ্য যে, কোনো কয়েন সম্পর্কে না জেনে কখনোই অন্য কারো ট্রেডিং সিগন্যাল অনুসরণ করবেন না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 29, 2020, 10:09:16 AM

 <-- snip -->


CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।
member
Activity: 86
Merit: 21
October 29, 2020, 09:27:03 AM
member
Activity: 124
Merit: 10
October 29, 2020, 03:49:25 AM
member
Activity: 112
Merit: 10
October 29, 2020, 02:50:32 AM
ভারতীয় সরকার ক্রিপ্টোর অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ব্যাংকগুলি 34 টি শাখারও বেশি ক্রিপ্টো পরিষেবা দিচ্ছে। বাংলাদেশ ভারতীয় সরকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং আমরা বাংলাদেশী সরকারের আগে দেখেছি ভারত কী করে তা অনুসরণ করে | তাহলে আপনি কী ভাবেন যে বাংলাদেশী সরকারও এটি বিবেচনা করবে এবং তার প্রতিবেশী দেশ কী করছে তা দেখে আমাদের দেশে ক্রিপ্টোকে অনুমতি দেবে?

সংবাদ লিঙ্ক: https://cointelegraph.com/news/indian-bank-to-offer-crypto-services-across-its-34-branches


মনে হয় এত তারাতারি অনুমতি দিবে না। তবে ভারত সরকার যদি crypto অনুমতি দিয়ে থাকে, তাহলে আমরাও আশা করতে পারি আমাদের সরকার ও এর প্রতি নজর দিতে পারে।
hero member
Activity: 1498
Merit: 537
October 29, 2020, 02:09:09 AM
ভারতীয় সরকার ক্রিপ্টোর অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ব্যাংকগুলি 34 টি শাখারও বেশি ক্রিপ্টো পরিষেবা দিচ্ছে। বাংলাদেশ ভারতীয় সরকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং আমরা বাংলাদেশী সরকারের আগে দেখেছি ভারত কী করে তা অনুসরণ করে | তাহলে আপনি কী ভাবেন যে বাংলাদেশী সরকারও এটি বিবেচনা করবে এবং তার প্রতিবেশী দেশ কী করছে তা দেখে আমাদের দেশে ক্রিপ্টোকে অনুমতি দেবে?

সংবাদ লিঙ্ক: https://cointelegraph.com/news/indian-bank-to-offer-crypto-services-across-its-34-branches

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 29, 2020, 12:15:13 AM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।

এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।

 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়।

@Pffrt আপনি গ্যাপ সম্পর্কে যা বলেছেন , ওই বিষয় গুলো গ্যাপের সংজ্ঞার ক্ষেত্রে সঠিক । তবে মূল তথ্যটি আমি উক্তি করে দিলাম যেন আপনিও @suparigach এর সাথে বিষয়টি জানতে পারেন।

CME Bitcoin Future ট্রেডিং হয়, যারা Future Trading সম্পর্কে জানেন ভালো এবং না জানলে কোনো সমস্যা নাই। এই সম্পর্কে না হয় পরে জানাবো। এখন মূল বিষয়টি বলি, CME Bitcoin Future মূলত ইন্টারন্যাশনাল মার্কেটের মতো চলে, সহজ কথায় Forex-Stock মার্কেটের মতো সপ্তাহে ২ দিন শনিবার ও রবিবার বন্ধ থাকে (মূলত শুক্রবার বিকেল ৫টায় বন্ধ হয়) । আর এই দুইদিনের মধ্যে বিটকয়েনের মূল্য যদি অনেক বেশি বৃদ্ধি-হ্রাস ঘটে। তাহলে সোমবারে যখন CME Bitcoin Future এর ট্রেডিং ক্যান্ডেলে একটি গ্যাপ কিংবা শনিবার ও রবিবারের ক্যান্ডেলগুলো তৈরি হয় না। আর এটিই CME Gap বলা হয় এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে , সেই বিষয়টি CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। কারণ আজকে হোক আর কালকে হোক না কেন CME Gap পূরণ হবেই। উদাহরণ হিসেবে বলবো, ২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারে , কিন্তু এর বিটকয়েন সর্বনিম্ন মূল্য পৌছায়। তখন সকলেই বলছিল যে বিটকয়েনের মূল্য আরো নিচে যাবে । তবে ওই গ্যাপ সম্পর্কে যারা জানতো তারা অন্যদের মজা নিতো , কারণ ২০২০ তে এসে এই ১৪ হাজারের গ্যাপটি পূরণ হয়। তাই বিটকয়েন বাড়বে নাকি কমবে , সেটি এই CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। Cheesy
member
Activity: 112
Merit: 10
October 28, 2020, 11:31:00 PM
Defi টোকেন এর ট্রেন্ড কি শেষ। Defi টোকেন গুলো হঠাৎ dump হওয়ার কারন কি? এটি ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে? আমি কিছু Defi token  hold করেছি।
সম্ভবত মানুষ ডিফাই থেকে বিটকয়েনে সুইচ করতেছে কারণ বিটকয়েন খুব ভালো পাম্প হচ্ছে। তাছাড়া, ডিফাই টোকেনগুলো লং টাইম হোল্ড করা ভুল, যে কোন ট্রেন্ড লং টাইমের জন্য হয় না। ট্রেন্ডের মধ্যেই আপনাকে মার্কেট থেকে বের হতে হবে। যেমন, আই.ই.ও কয়েন শুরুতে ভালো করেছে, পরে ঠিক সব ডাম্প। সেম অবস্থা এইগুলোতেও। আপনাকে শর্টটার্মে চিন্তা করতে হবে।
ভাই, হইত আমি ভুল করে ফেলেছি। না বুঝে কিছু token এর উপর invest করেছি। কিছু টা lose আছি তাই sell দিতে পারছি না। একটু pump হলেই sell দিয়ে দিব। আপনার কথাই ঠিক ডিফাই টোকেনগুলো লং টাইম হোল্ড করা ভুল, যে কোন ট্রেন্ড লং টাইমের জন্য হয় না। ট্রেন্ডের মধ্যেই মার্কেট থেকে বের হতে হবে। আজ আরো নতুন কিছু শিখলাম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 28, 2020, 10:41:53 PM
Defi টোকেন এর ট্রেন্ড কি শেষ। Defi টোকেন গুলো হঠাৎ dump হওয়ার কারন কি? এটি ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে? আমি কিছু Defi token  hold করেছি।
সম্ভবত মানুষ ডিফাই থেকে বিটকয়েনে সুইচ করতেছে কারণ বিটকয়েন খুব ভালো পাম্প হচ্ছে। তাছাড়া, ডিফাই টোকেনগুলো লং টাইম হোল্ড করা ভুল, যে কোন ট্রেন্ড লং টাইমের জন্য হয় না। ট্রেন্ডের মধ্যেই আপনাকে মার্কেট থেকে বের হতে হবে। যেমন, আই.ই.ও কয়েন শুরুতে ভালো করেছে, পরে ঠিক সব ডাম্প। সেম অবস্থা এইগুলোতেও। আপনাকে শর্টটার্মে চিন্তা করতে হবে।
member
Activity: 124
Merit: 10
October 28, 2020, 09:45:56 PM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।
এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।
আমি খুব এক্সপার্ট ট্রেডার না, সত্যি বলতে আমি ডে ট্রেডে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনা। আমি লং টাইম হোল্ডিং পছন্দ করি। তাই ট্রেডিং এর খুঁটিনাটি তেমন বুঝি না। যাই হোক, এইটা সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি।
 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়। যেমন- কোন একটা স্টকের আগের দিন ক্লোজিং প্রাইস- $২ এবং আজকে দিনের অপেনিং প্রাইস- $২.১০, তাহলে সেক্ষেত্রে বলতে পারি গ্যাপ আপ। অপরদিকে, যদি আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের অপেনিং প্রাইস কম হয়, যেমন $১.৯০ হয়, তাহলে সেটা গ্যাপ ডাউন।
CME গ্যাপ ইন্ডিকেটর সম্ভবত শুধু বিটকয়েন এর ক্ষেত্রেই প্রযোজ্য। আর এইখানে আগের দিন এর ক্লোজিং প্রাইস এর পরিবর্তে সাপ্তাহিক প্রাইসের তুলনা করা হয়।
এই CME gap টা সপ্তাহিক হিসেবে নাকি মাসিক হিসেবে ধরা হয়। ধন্যবাদ, আমি কিছুটা বুজতে পেরেছি। তবে মনে হচ্ছে Trade টা অনেক কঠিন।
member
Activity: 112
Merit: 10
October 28, 2020, 01:39:23 PM
Defi টোকেন এর ট্রেন্ড কি শেষ। Defi টোকেন গুলো হঠাৎ dump হওয়ার কারন কি? এটি ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে? আমি কিছু Defi token  hold করেছি।
sr. member
Activity: 1372
Merit: 322
October 28, 2020, 12:55:43 PM
ফোরামে এমন কি কোন নিয়ম আছে যে প্রতিদিন ১-১০ তা পোস্ট করা যাবে এবং প্রতিটি পোস্ট এ একটা থেকে আরেকটা পোস্ট এ কতটা সময় নেয়া প্রয়োজন? আর প্রতিদিন কতো পোস্ট করতে পারবো অন্য ফোরামে অথবা কতো পোস্ট করা উচিত একাউন্ট এর সুরক্ষার জন্য? এই বিষয়ে বিস্তারিত এবং সুস্পষ্ট ধারণা চাই?
আগের পোস্টগুলো পড়লে এইগুলোর উত্তর খুজে পেতেন সহজে। ছোট খাটো ব্যাপার গুলো এইখানে অনেকবার পোস্ট করা হয়েছে ভাই। শুধু একটু খুজে দেখা লাগে।
প্রতিদিন কয়টা পোস্ট করতে পারবেন এইরকম কোন নিয়ম নেই। কোয়ালিটি ঠিক রেখে আপনি যা ইচ্ছে পোস্ট করতে পারবেন। পোস্ট যদি স্পাম না হয় আপনি ঘন্টায় ১০টা পোস্ট করলেও সমস্যা নেই।
newbie
Activity: 3
Merit: 0
October 28, 2020, 12:12:17 PM
ফোরামে এমন কি কোন নিয়ম আছে যে প্রতিদিন ১-১০ তা পোস্ট করা যাবে এবং প্রতিটি পোস্ট এ একটা থেকে আরেকটা পোস্ট এ কতটা সময় নেয়া প্রয়োজন? আর প্রতিদিন কতো পোস্ট করতে পারবো অন্য ফোরামে অথবা কতো পোস্ট করা উচিত একাউন্ট এর সুরক্ষার জন্য? এই বিষয়ে বিস্তারিত এবং সুস্পষ্ট ধারণা চাই?
member
Activity: 86
Merit: 21
October 28, 2020, 08:51:29 AM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।
এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।
আমি খুব এক্সপার্ট ট্রেডার না, সত্যি বলতে আমি ডে ট্রেডে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনা। আমি লং টাইম হোল্ডিং পছন্দ করি। তাই ট্রেডিং এর খুঁটিনাটি তেমন বুঝি না। যাই হোক, এইটা সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি।
 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়। যেমন- কোন একটা স্টকের আগের দিন ক্লোজিং প্রাইস- $২ এবং আজকে দিনের অপেনিং প্রাইস- $২.১০, তাহলে সেক্ষেত্রে বলতে পারি গ্যাপ আপ। অপরদিকে, যদি আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের অপেনিং প্রাইস কম হয়, যেমন $১.৯০ হয়, তাহলে সেটা গ্যাপ ডাউন।
CME গ্যাপ ইন্ডিকেটর সম্ভবত শুধু বিটকয়েন এর ক্ষেত্রেই প্রযোজ্য। আর এইখানে আগের দিন এর ক্লোজিং প্রাইস এর পরিবর্তে সাপ্তাহিক প্রাইসের তুলনা করা হয়।


@Pffrt ভাই অনেক সুন্দর বলেছেন, আমিও তেমন বুঝিনা ট্রেডিং নিয়ে খুব ভালো ধারনা তৈরী করতে হলে আর অনেক সময় দিতে এবং এমন একজন এর সাহায্য নিতে হবে যে কিনা আসলেও ট্রেডিং সম্পর্কে খুব ভালো না বুঝলেও মোটামুটি একটা ধারনা রাখে এমন কারো সাহায্য ছাড়া আপনি ট্রেডিং ভালোভাবে শিখতে বা বুঝতে পারবেন না, অনেক ছোটোখাত জিনিষ আছে জেগুলো কেউ দেখায়ে না দিলে আপনি কখনোই  বুঝতে পারবেন না, আবার অনেক সময় ফ্রেশ ভাবে চিন্তা না করতে পারলেও ভুল প্রেডিকশন করে বসবেন একটা সময় বুল বুঝতে পারবেন কিন্তু তখন দেখবেন আপনার  ফান্ড গায়েব হয়ে গেছে, আপনার আসেপাসে যদি ভালো কোনো ট্রেডার থাকে তাহলে আপনি খুব তারাতারি ট্রেড শিখতে পারবেন। তাছারা আপনার জন্যে অনেক কঠিন হবে। তবে প্রাক্টিস করতে থাকুন বর আমাউন্ট নিয়ে ভুলাভাল সিদ্ধান্ত নিয়েন না আপ্নে ইন্ডিকেটর গুলা প্রথমে একটু বোঝার চেস্টা করুন তাহলে আপনার কাছে সবকিছু অনেকটাই অনেক সহজ হবে।
sr. member
Activity: 1372
Merit: 322
October 28, 2020, 07:40:00 AM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।
এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।
আমি খুব এক্সপার্ট ট্রেডার না, সত্যি বলতে আমি ডে ট্রেডে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনা। আমি লং টাইম হোল্ডিং পছন্দ করি। তাই ট্রেডিং এর খুঁটিনাটি তেমন বুঝি না। যাই হোক, এইটা সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি।
 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়। যেমন- কোন একটা স্টকের আগের দিন ক্লোজিং প্রাইস- $২ এবং আজকে দিনের অপেনিং প্রাইস- $২.১০, তাহলে সেক্ষেত্রে বলতে পারি গ্যাপ আপ। অপরদিকে, যদি আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের অপেনিং প্রাইস কম হয়, যেমন $১.৯০ হয়, তাহলে সেটা গ্যাপ ডাউন।
CME গ্যাপ ইন্ডিকেটর সম্ভবত শুধু বিটকয়েন এর ক্ষেত্রেই প্রযোজ্য। আর এইখানে আগের দিন এর ক্লোজিং প্রাইস এর পরিবর্তে সাপ্তাহিক প্রাইসের তুলনা করা হয়।
member
Activity: 124
Merit: 10
October 28, 2020, 12:48:42 AM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।
member
Activity: 124
Merit: 10
October 28, 2020, 12:23:59 AM
ট্রেড নেওয়ার পর কিভাবে stop lose লাগানো যায়?
সব এক্সেঞ্জার এর স্টপ লস লাগানোর সিস্টেম এক নয়। তবে কাছাকাছি। এই জিনিসটা আমি লিখে দিলে আপনি বুঝবেন না যদি না আপনি প্র্যাক্টিকালি দেখেন। তাই আমি নি্চে বাইন্যান্স এ কিভাবে স্টপলস লাগাতে হয় তার একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। সব গুলো এক্সেঞ্জারের ভিডিও আপনি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যদি আপনার দরকার পরে। কিন্তু মনে হয়না এটা দেখলে আর লাগবে কোনো ভিডিও।
ভিডিওঃ https://www.youtube.com/watch?v=oe1IAVqJonI

@Fatemablabla আপনি ঠিক বলেছেন এটা বঝানো অনেক কঠিন, তারপরেও স্টপলস নতুন্দের জন্যে অনেক বড় এক্ট ভুমিকা পালন করে থাকে এর সাথে ট্রেদিং সম্পর্কে পুর্ন ধারনা রাখাও জরুরী,  স্টপলস সবসময় করা উচিত হয় বিশেষ মুহূর্তে আপনি স্টপলস ব্যাবহারভ করতে পারেন, যেমনঃ ধরুন আপনি একটা ট্রেড ওপেন করেছেন সেখানে আপনার প্রোফিট এর সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি কোনো একটা নিউজ এর কারনে বা মার্কেটের অবস্থানের কথা বিবেচনা করে মনে করছেন যে প্রোফিট এর চাইতে আপনি লস করতে পারেন, এবং আপনি এখন ২% প্রোফিট এ আছেন আর আপনি চাচ্ছেন ১০% প্রোফিট করবেন তখন আপনি সেক্ষেত্রে ৫% লসে স্টপলস ব্যাবহার করতে পারেন, এখানে গুরুত্তপুর্ন আপনি কত শতাংশ % লাভ ও কত শতাংশ লস করতে চান।

স্টপলস ব্যাবহারের ন্নিওম প্রায় সকল জায়গাতে একই রকম আপনি আসলেও ট্রেড বা প্রাক্টিস করতে চাইলে প্রথমে খুব অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন যেমন ২০-৫০ডলার আমার মতে প্রথে বর অংকের  এমাউন্ট ইনভেস্ট না করাই ভালো।
ধন্যবাদ।  
ধন্যবাদ ভাই, আপনাদের উপদেশের জন্য। আমি চেষ্টা করছি আশা করছি সফলা একদিন পাবো।
member
Activity: 86
Merit: 21
October 27, 2020, 09:48:28 AM
ট্রেড নেওয়ার পর কিভাবে stop lose লাগানো যায়?
সব এক্সেঞ্জার এর স্টপ লস লাগানোর সিস্টেম এক নয়। তবে কাছাকাছি। এই জিনিসটা আমি লিখে দিলে আপনি বুঝবেন না যদি না আপনি প্র্যাক্টিকালি দেখেন। তাই আমি নি্চে বাইন্যান্স এ কিভাবে স্টপলস লাগাতে হয় তার একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। সব গুলো এক্সেঞ্জারের ভিডিও আপনি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যদি আপনার দরকার পরে। কিন্তু মনে হয়না এটা দেখলে আর লাগবে কোনো ভিডিও।
ভিডিওঃ https://www.youtube.com/watch?v=oe1IAVqJonI

@Fatemablabla আপনি ঠিক বলেছেন এটা বঝানো অনেক কঠিন, তারপরেও স্টপলস নতুন্দের জন্যে অনেক বড় এক্ট ভুমিকা পালন করে থাকে এর সাথে ট্রেদিং সম্পর্কে পুর্ন ধারনা রাখাও জরুরী,  স্টপলস সবসময় করা উচিত হয় বিশেষ মুহূর্তে আপনি স্টপলস ব্যাবহারভ করতে পারেন, যেমনঃ ধরুন আপনি একটা ট্রেড ওপেন করেছেন সেখানে আপনার প্রোফিট এর সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি কোনো একটা নিউজ এর কারনে বা মার্কেটের অবস্থানের কথা বিবেচনা করে মনে করছেন যে প্রোফিট এর চাইতে আপনি লস করতে পারেন, এবং আপনি এখন ২% প্রোফিট এ আছেন আর আপনি চাচ্ছেন ১০% প্রোফিট করবেন তখন আপনি সেক্ষেত্রে ৫% লসে স্টপলস ব্যাবহার করতে পারেন, এখানে গুরুত্তপুর্ন আপনি কত শতাংশ % লাভ ও কত শতাংশ লস করতে চান।

স্টপলস ব্যাবহারের ন্নিওম প্রায় সকল জায়গাতে একই রকম আপনি আসলেও ট্রেড বা প্রাক্টিস করতে চাইলে প্রথমে খুব অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন যেমন ২০-৫০ডলার আমার মতে প্রথে বর অংকের  এমাউন্ট ইনভেস্ট না করাই ভালো।
ধন্যবাদ।  
Jump to: