কয়েনবেজ কিংবা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করা বাদ দিন। আমার পরিচিত একজন কাল ভুলে $৩২০০ ডলার একজনকে পাঠিয়ে দিয়েছে। উনি ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করেছেন। যদি ইলেকট্রাম করত তাহলে খুব সহজেই ফান্ডটা ডাবল স্পেন্ডিং এর মাধ্যমে ফেরত নেয়া যেত।
৩২০০$,অনেক বড় এমাউন্ট। আশা করি উনি খুব দ্রুত এই অংশ টা রিকভার করতে পারবে।
আপনাকে ধন্যবাদ আপনার উপদেশটার জন্য। আমি তো জানতামই না যে ইলেক্ট্রাম এর মাধ্যমে ফান্ড রিকভার করা যায়। যদিও আমি ইলেক্ট্রাম ব্যবহার করি কিন্তু এটা প্রথম জানলাম। ভবিষ্যৎ এ কাজে লাগবে এই কথাটা যদি কখনো বিপদে পরি।