Author

Topic: বাংলা (Bengali) - page 416. (Read 5716102 times)

member
Activity: 86
Merit: 27
November 01, 2020, 06:59:47 AM
বিটকয়েনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে মাসিক Closed

ছবিটা দেখনের লাইগা quote দিলাম।
member
Activity: 124
Merit: 10
October 31, 2020, 11:56:45 AM
মার্কেট আপ এবং ডাউন ট্রেন্ড কি? এটি কিভাবে বুঝা যাবে এখন মার্কেট আপ অথবা  ডাউন ট্রেন্ডে চলছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 31, 2020, 10:56:37 AM
আমি সাধারন নিয়মে জানি Bitcointalke Trust দুই প্রকার ।
 যেমন:  (1)  Negative trust
             (2) positive trust

 কিন্তু আমার account a negative ও positive দুইটার কোনোটার নাই। তাহলে আমার account এ ১ কেন ।

যেমন : +0/=1/_0

এখন আমার করনীয়  কি?
Feedback 3 dhoroner hoy. Negative, positive r neutral. Apnar account er sathe kisu account er connection paoa gese jar karone apnake neutral feedback deya hoyese. Eita khub akta problem er na. Tobe alt account diye abuse korben na. Neutral trust thakle kono prob nai j.
Apnar uchit trust system er guideline ta pora- https://bitcointalksearch.org/topic/m.53828556
jr. member
Activity: 149
Merit: 1
October 31, 2020, 10:23:04 AM
আমি সাধারন নিয়মে জানি Bitcointalke Trust দুই প্রকার ।
 যেমন:  (1)  Negative trust
             (2) positive trust

 কিন্তু আমার account a negative ও positive দুইটার কোনোটার নাই। তাহলে আমার account এ ১ কেন ।

যেমন : +0/=1/_0

এখন আমার করনীয়  কি?
hero member
Activity: 1498
Merit: 537
October 31, 2020, 09:01:11 AM
আমি বিটকুয়েনটোলকে নতুন।  আমি দেখি অনেক বড় ভাই বিটকুয়েনটোলকে বহুদিন যাবৎ কাজ করে আসছে। কিন্তু কোন মুনাফা পায় না। যেমন অনেক buonty আছে। ৪_৫ সপ্তাহ কাজটা চালানো কথা। যখন জয়েন করে ১ থেকে ২  সপ্তাহ কাজ করে। তারপর পালিয়ে যায়। তখন আমাদের মত অনেক নতুন মেম্বার আর কাজ করতে চায় না।

তাতে আমার করুনিও কি? দয়া করে আমাকে বলবেন।

ধন্যবাদ সবাইকে।
কিছু স্বনামধন্য Bounty পরিচালকদের অনুসরণ করুন এবং তাদের প্রকল্পগুলিতে কাজ করুন। এছাড়াও, আপনি কোনও উচ্চতর র‌্যাঙ্কিং ফোরামের সদস্য দ্বারা পরিচালিত কোনও Bounty প্রকল্পকে বিশ্বাস করতে পারেন। কোনও নবাগত বা Copper সদস্য যে bounty প্রকল্প পরিচালনা করে তা scam হতে পারে। এটি, 100% সত্য নয় তবে হতে পারে। কোনও নামী এবং বিশ্বস্ত bounty পরিচালকের অনুসরণ করা আরও ভাল হবে এবং আপনি সহজেই scam প্রকল্পগুলি এড়াতে পারবেন।
jr. member
Activity: 644
Merit: 7
October 31, 2020, 07:16:46 AM
আমি বিটকুয়েনটোলকে নতুন।  আমি দেখি অনেক বড় ভাই বিটকুয়েনটোলকে বহুদিন যাবৎ কাজ করে আসছে। কিন্তু কোন মুনাফা পায় না। যেমন অনেক buonty আছে। ৪_৫ সপ্তাহ কাজটা চালানো কথা। যখন জয়েন করে ১ থেকে ২  সপ্তাহ কাজ করে। তারপর পালিয়ে যায়। তখন আমাদের মত অনেক নতুন মেম্বার আর কাজ করতে চায় না।

তাতে আমার করুনিও কি? দয়া করে আমাকে বলবেন।

ধন্যবাদ সবাইকে।
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
October 31, 2020, 07:14:08 AM
বিটকয়েন 12 বছর আগে আজকের এই দিনে কল্পনা করা হয়েছিল। একটি ৯ পৃষ্ঠার হোয়াইট পেপার, আজ বিটকয়েন এর বাজারের ক্যাপ 250 মিলিয়ন ডলার রূপান্তরিত হয়েছে, তহবিল বাড়াচ্ছে না, বিপণন বাজেট নেই, অফিস নেই, এবং কোনও বেতনভুক্ত কর্মী নেই ।

শেষ ৮ বছর এর আজকে এই দিনে 31 অক্টোবর বিটকয়েন এর দাম-

Code:
২০১৩ - $২০৪
২০১৪ - $৩৩৮
২০১৫ - $৩১৪
২০১৬ -  $৭০০
২০১৭ - $৬৪৬৮
২০১৮ - $৬৩১৭
২০১৯ - $৯১৯৯
২০২০ - $১৪১০০
বিঃদ্রঃ হোয়াইট পেপার ছাড়ার দিন 31 অক্টোবর
jr. member
Activity: 118
Merit: 6
October 31, 2020, 01:52:09 AM
Margin এবং Future ট্রেডিং কি? এটি কিভাবে কাজ করে?
প্রথমেই আমি বলতে চাই Margin Trading কি?
উত্তর ঃ Margin Trading, কম ব্যালেন্স কিংবা ডিপজিড এর মাধ্যমে বড় আকারের Trading করার সুবিধাকে বলা হয়ে থাকে Margin Trading.
অর্থাৎ আপনি কম পরিমান ক্যাশ এর মাধ্যমে মার্কেটে বড় আকারের   Trading করার সুবিধা পাবেন l এবং খুব ছোট পরিমান প্রাইস movment এর কারনে ব্যপক প্রফিট নিতে পারবেন। কিন্তু নতুনদের মধ্যে এ ধরনের কোনো অভিজ্ঞতা থাকে না কারণ তারা জানিনা কি ধরনের ট্রেড করেছে এবং কি হতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ট্রেড করে সেটি তাদের পক্ষে না যেয়ে তাদের বিপক্ষে যায়।
 
ফিউচারস ট্রেডিং কি?

ফিউচারস ট্রেডিংকে কিন্তু বলা হয় বড়লোকদের ট্রেডিং।কারন আপনি একদিন ১০ হাজার থেকে ১লক্ষ্য টাকার মালিক হয়েজেতে পারেন ফিউচারস ট্রেডিং এর মাধ্যমে। শুধুমাত্র ১লট শেয়ারের পন্য নিয়ে এবং সেটা বাইও করতে পারবেন এবং সেলও করতে পারবেন। অর্থাৎ আপনি দুই দিকেই ফিউচার ট্রেডিং করতে পারবেন। আমি আশা করছি আপনাকে কিছুটা হলেও বোঝাতে পারছি, আরও ভালো ভাবে বোঝার জন্য একটা লিংক দিলাম পারলে দেখে নিবেনঃ http://www.bikramchoudhury.org/futures-trading-bengali/
ধন্যবাদ।
member
Activity: 124
Merit: 10
October 31, 2020, 12:21:16 AM
Margin এবং Future ট্রেডিং কি? এটি কিভাবে কাজ করে?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 30, 2020, 11:53:10 PM
কিন্তু আমার দেওয়ার মত মেরিট সীমিত হওয়ার কারনে আমি আমার উপকারে আশা পোস্ট গুলো কেই প্রাধান্য দেই বেশি।
Eita merit deyar standard hoa uchit na. Merit oisob post e deben jegulo quality valo.apnar upokare aslo ki aslo na setar Sathe compare kora cholbe na. Manus jate sohojei quality post cinhito korte pare, merit tar akti nirdeshok.
Asha kori amar point ta bujte perechen.
ধন্যবাদ।  আমি জানি কোয়ালিটি পোস্টে মেরিট দেওয়া প্রয়োজন।  কিন্তু আমার এস মেরিট সীমিত।  তাই সব পোস্টে মেরিট দেওয়া সম্ভব হয়না। আমার হেল্প খুব কম নেওয়া হয় তাই বেশিরভাগ মেরিট আমি এখানেই বিভিন্ন হেল্পফুল এবং কোয়ালিটি পোস্টে দিয়ে দেই। আশা করি আমার পয়েন্ট অব ভিউ বুঝতে পেরেছেন।  আমি অন্যরকম কিছু মিন করি নাই।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 30, 2020, 11:47:24 PM
কিন্তু আমার দেওয়ার মত মেরিট সীমিত হওয়ার কারনে আমি আমার উপকারে আশা পোস্ট গুলো কেই প্রাধান্য দেই বেশি।
Eita merit deyar standard hoa uchit na. Merit oisob post e deben jegulo quality valo.apnar upokare aslo ki aslo na setar Sathe compare kora cholbe na. Manus jate sohojei quality post cinhito korte pare, merit tar akti nirdeshok.
Asha kori amar point ta bujte perechen.
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 30, 2020, 02:03:32 PM
Bitcointalk এই ফোরামে Merited নিয়ে অনেক ধরনের আলোচনা আমি দেখেছি, তাই আমার মনে হয় Merited এখানে কেউ কাউকে এমনি এমনি দেয় না কারো উপকারে আসতে পারলেই হয়ত আপনাকে এই ফোরামের কিছু সিনিয়র ভাই Merited উপহার দেয়। কিন্তু আপনার সেই পোস্ট নিয়ম অনুসারেই হতে হয় তবেই আপনি Merited এর যোগ্য বলে গন্য হবেন, তবে Merited ছাড়াও এখানে ভালো কিছু করতে পারবেন, তবে আপনার অনেক মনবল থাকতে হবে, আপনি ভালো কিছু আসা করেন তবেই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ,আমার দেখতে ভুলে হলে ক্ষমা করবেন ধন্যবাদ।

এখানে শব্দ টা Merited হবেনা। এখানে হবে "Merit". শুদ্ধ করে নিবেন দয়া করে।
আপনার কথা টা সঠিক। আমি যদি আমার ব্যাক্তিগত মতামত দেই৷ তাহলে আমি বেশিরভাগ ঐ পোস্টগুলো তেই মেরিট দেই যেগুলো আমার উপকারে আসে৷ এর বাইরে কিছু পোস্টে দেই যেগুলো অন্যকে হেল্প করে। কিন্তু আমার দেওয়ার মত মেরিট সীমিত হওয়ার কারনে আমি আমার উপকারে আশা পোস্ট গুলো কেই প্রাধান্য দেই বেশি।
আশা করি ভালো ভালো তথ্যবহুল পোস্ট দিবেন এবং আমাদের এই লোকাল বোর্ড কে এগিয়ে নিবেন।
jr. member
Activity: 118
Merit: 6
October 30, 2020, 01:54:26 PM
Bitcointalk এই ফোরামে Merited নিয়ে অনেক ধরনের আলোচনা আমি দেখেছি, তাই আমার মনে হয় Merited এখানে কেউ কাউকে এমনি এমনি দেয় না কারো উপকারে আসতে পারলেই হয়ত আপনাকে এই ফোরামের কিছু সিনিয়র ভাই Merited উপহার দেয়। কিন্তু আপনার সেই পোস্ট নিয়ম অনুসারেই হতে হয় তবেই আপনি Merited এর যোগ্য বলে গন্য হবেন, তবে Merited ছাড়াও এখানে ভালো কিছু করতে পারবেন, তবে আপনার অনেক মনবল থাকতে হবে, আপনি ভালো কিছু আসা করেন তবেই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ,আমার দেখতে ভুলে হলে ক্ষমা করবেন ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 30, 2020, 01:25:12 PM
@Review Master and @istiaque
Valo lagche apnader duijon e Khub Valo babe juktir maddhome nijeder defend kortesen. Amader local forum e eirokom discussion hoy na bollei chole. Trading asole sobkisur sommilito output. Akta nirdisto indicator kingba analysis kokhono lake Debe na. Onek analysis miliye output asbe. Tobe certain indicator shudhu certain information e Debe.
Ami sorry j bangla keyboard use korini. Amar phone panite pore gese, Ami vaiyar phone diye log in korlam.

jara somoy pan majhe moddhe merit source application ta bump diye .
member
Activity: 86
Merit: 21
October 30, 2020, 03:50:12 AM
হাসি পাচ্ছে , আপনি তো আমার কথাই আবার বললেন, আমি বলে দিয়েছি বিটকয়েনের মূল্য বাড়বে নাকি কমবে সেটি CME Gap দেখেই বুঝা যায় (বুঝা যায় মানে এই নয় যে আজকেই বিটকয়েন ২০ হাজার ডলারে যাবে, সময় লাগবে কিন্তু একদিন না একদিন সেটি বৃদ্ধি পাবে) । আর আমি ১০০% সঠিক এটি কখনোই বলি না, শুধু অন্যরা যদি ভাবে যে আমি ১০০% সঠিক হয়ে বলতেছি । তাহলে সেটি অন্যজনের বোঝার ভুল , আমার ভুল নয় ।  তাই এরপর থেকে এমন বিশ্লষণ করে পোষ্ট করবেন, একদিন বেশি মেরিট পাওয়ার আশা করে লাভ নাই, যদি না আপনি সঠিক তথ্য সরবরাহ করতে না পারেন । তবে এর মানে এই না যে, আপনি আশা ছেড়ে দিবেন । অবশ্যই দৃঢ় মনোবল রাখবেন যে, আপনি মেরিট পাবেন , কিন্তু তথ্য যেন সঠিক হয়।

 Cheesy আসলে ভাই ভুল বোঝাবুঝি আর যুক্তি সংগত তর্ক বিতর্ক নিয়েই আমাদের জীবন, আমার মনে বিটকয়েন নিয়ে যখন প্রথম ট্রেড শুরু করলাম তখন ৩মাস এর ব্যাবধানে ২০$ ডলার থেকে $১৪০০+ ডলার ইনকাম করে ফেললাম তখন মনে হচ্ছিল ট্রেড এর সবকিছু শিখে ফেলেছি,  বিটকয়েন যখন উর্ধগতির দিকে যাচ্ছে অন্যদিকে আমার প্রতিটা প্রেডিকশন ভুল হিসেবে রেজাল্ট আসা শুরু করলো আর ১৫দিনের ব্যাবধানে ১৪০০ ডলার থেকে ৬ডলারে পরিণত হলো তারপরে প্রায় ২-৩ মাস কোনো প্রোকার ট্রেড ওপেন করিনি এটা ভেবে যে যদি আবার ভুল হয়, কিন্ত তখন ৭০% এর কাছাকাছি প্রেডিকশন সঠিক হচ্ছিল তার পরেও ভয় ছিল অনেক দিন কারণ আমি তখনো নীর্দিস্ট কিছু সিগনাল, ইন্ডেকেটর আর চার্ট ফলো করতাম, সেটা আমার ছিলো সবথেকে বড় ভুল অনেক পরে এসে বুঝতে পেরেছিলাম। আর বড় সমস্যা বাংলাতে  ট্রেডিং এর তেমন ভালো রিসোর্স  খুব কম আছে নাই বললেই চলে।



উপরের ছবিটি  একটু আগের এই ছবিটা দেখে যদি আমরা লং টাইম এর একটা প্রেডিকশন করেত যায় তাহলে নরমালি বলতে পারি বিটকয়েন খুব সহজেই ২২০০০৳ ডলার অতিক্রম করতে সক্ষম যা  এই জাবত  বিটকয়েন এর সর্বোচ্চ শীমারেখার থেকেও অনেক বেশি। কিন্ত  আমরা জখন বিস্তারিত ভাবে সবকিছু লক্ষ করবো ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এর একটা সমন্নয় করতে গেলে আমারা অনেকটা দ্বিধা দন্দের মধ্যে পরে যাবো যে  আমরা আসলে যা অনুমান করেছি তা সঠিক নাও হতে  পারে, তবে বলে রাখা ভালো যে ট্রেডিং করতে হলে রিস্ক নিয়েই হবে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা।

@Review Master আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে যে ট্রেডিং নিয়ে মোটামুটি আপনার একটা ধারনা বা দক্ষতা আছে অন্তত পক্ষে ভুল্ভাল ইনভেস্ট বা প্রেডিকশন  সবসময় সঠিক হয়না  এটা অন্তত  বুঝেন।   Cheesy
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 30, 2020, 12:24:51 AM

CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।

ভাই আপনি সিনিওর মেম্বার আপনি হয়তো আমার থেকে বেশি জানেন বা বোঝেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনগরা কোনো আমার জানার মধ্যে থেকে বলার চেস্টা করেছি, আপনি আমার পুরো পোস্ট টা ভালোভাবে পরেন নাই

আমি আপনার পোষ্টটি ভালো করে পড়েছি এবং আপনি মনে হয় এখনও বুঝতে পারেন নাই, কোন বিষয়টার জন্য আপনাকে সতর্ক হইতে বলেছি। আপনি যে CME Gap এর সংজ্ঞা দিয়েছেন বা CME Gap কী - সেই সম্পর্কে মতামত দিয়েছে, সেটি আপনি কই পাইলেন । দেখেই তো বুঝা যাচ্ছ আপনি মনগড়া নিজে যেটা বুঝেছেন সেটি লেখেছেন । বরং উপরের পোষ্টটে @Pffr ভালো করেই সংজ্ঞাটি বলে দিয়েছে। আপনার বলা মতামতের কোনো সোর্স আছে বলে আমার মনে হয় না কিংবা আপনি ইংরেজি সংজ্ঞাটার মানেটাই এখনও ভালো করে বুঝতে পারেন নাই । আর একটি বিষয় CME Gap এর প্রভাব বিটকয়েনের মূল্যের উপর আছে কিনা সেটি সম্পর্কে তো আমি কিছুই বলি নাই এবং বলে দিছি যে, আমি পরের পোষ্টটে বলবো।

নোট: আপনার যে বিষয়টি মনগড়া ছিল সেটি এবার লাল রং এর করে দিলাম, আশা করি এবার বিষয়টি বুঝতে পারবেন।




আমার মনে হয় CME Gap কিভাবে কাজ করে এবং এটা আসলে কেনো সেটা আমাদের বোঝা উচিত, আপনি যদি কখনো ডে ট্রেড বা সর্ট টার্ম ট্রেড করে থাকেন তাহলে এটা অবশ্যেই যেনে  থাকবেন।
ধন্যবাদ।


আপনাকে এবার স্বাগতম জানাবো । কারণ সতর্ক করে দেয়ার পর একটু হলেও রিসার্চ করেছেন। আর একটি বিষয় ট্রেডিং শুধু ডে বা শর্ট টার্ম ট্রেডিং হয় না, অনেকে লং টার্ম ট্রেডিং কিংবা সহজ কথায় হোল্ড করে। আর আমি প্রথম পোষ্টটেই বলেছি, ২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারের সেটি ২০২০ সালে এসে পূরণ হয়। যে কেউ যদি সাধারণভাবে এই বাক্যটি পড়ে , তাহলে বুঝতেই পারবে যে, এখানে লং ট্রেডিং কিংবা হোল্ডের কথা বলা হয়েছে । শর্ট কিংবা ডে ট্রেডের তো কথাই আসে না।



CME Gap আমাদেরকে সাহায্যে করে পুর্বের অবস্থান দেখে ভবিশ্যতে কি হতে পারে সেটার একটা ধারনা মাত্র, (যেমনঃ আমরা আকাশে ঘন কালো  মেঘ দেখলে ধারনা করতে পারি যে হয়তো বৃষ্টি হবে) তাই ক্যান্ডেলস্টিক,চার্ট,ইন্ডেকেটর বা CME Gap  ঠিক অনেকটা একই রকম ভাবে কাজ করে(not.100%) আমরা এগুলা দেখে শুদু অনুমান করতে পারি, আর আপনি হয়তো এখানেও একমত হবেন যে ট্রেডিং এর বিষয়ে "১০০% সঠিক"  শদ্বটা খুব কম  ব্যাবহার হয়ে থাকে

হাসি পাচ্ছে , আপনি তো আমার কথাই আবার বললেন, আমি বলে দিয়েছি বিটকয়েনের মূল্য বাড়বে নাকি কমবে সেটি CME Gap দেখেই বুঝা যায় (বুঝা যায় মানে এই নয় যে আজকেই বিটকয়েন ২০ হাজার ডলারে যাবে, সময় লাগবে কিন্তু একদিন না একদিন সেটি বৃদ্ধি পাবে) । আর আমি ১০০% সঠিক এটি কখনোই বলি না, শুধু অন্যরা যদি ভাবে যে আমি ১০০% সঠিক হয়ে বলতেছি । তাহলে সেটি অন্যজনের বোঝার ভুল , আমার ভুল নয় ।  তাই এরপর থেকে এমন বিশ্লষণ করে পোষ্ট করবেন, একদিন বেশি মেরিট পাওয়ার আশা করে লাভ নাই, যদি না আপনি সঠিক তথ্য সরবরাহ করতে না পারেন । তবে এর মানে এই না যে, আপনি আশা ছেড়ে দিবেন । অবশ্যই দৃঢ় মনোবল রাখবেন যে, আপনি মেরিট পাবেন , কিন্তু তথ্য যেন সঠিক হয়।
member
Activity: 86
Merit: 21
October 29, 2020, 11:46:15 PM

 <-- snip -->


CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।

ভাই আপনি সিনিওর মেম্বার আপনি হয়তো আমার থেকে বেশি জানেন বা বোঝেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনগরা কোনো আমার জানার মধ্যে থেকে বলার চেস্টা করেছি, আপনি আমার পুরো পোস্ট টা ভালোভাবে পরেন নাই ট্রেডিং বা বিটকয়েন এর দাম উঠানামার জন্যে শুধুমাত্র CME Gap দ্বায়ী নয় আরো অনেক বিশষ এটার সাথে জরিত আমি আগের পোস্ট এ এটা বোঝাতে চেয়েছি। এখন পর্জন্ত এমন কোনো ট্রেডার এর মুখে এটা আমি শুনিনি যে বিটকয়েন পুরোপুরি CME Gap এর উপরে নির্ভরশীল।  আবার এটাও কোথাও বলা নেই যে  CME Gap পুরোপুরিভাবে বিটকয়েন কে নিওন্ত্রন করে, আপনি এটা বলতে পারেন যে CME Gap সুন্দর একটা ধারনা বা শিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা যেহেতু একটা মার্কেট এনালাইসিস বা মার্কেট এর গতি  বোঝার বা দেখার কার্যকরি একটা মাধ্যম তাই কিছুটা প্রভাব থাকবে এটাই সাভাবিক।

Quote
what is cme gap bitcoin
CME gaps appear when the traditional market closes, but Bitcoin continues to trade on cryptocurrency exchanges. When the market reopens on the CME either the following day or after the weekend, the CME starts trading on the market's current prices.




Image Source: Another CME Gap? Why Bitcoin Traders Should Care

Another CME Gap? Why Bitcoin Traders Should Care
link: https://cryptobriefing.com/another-cme-gap-why-bitcoin-traders-should-care

আমার মনে হয় CME Gap কিভাবে কাজ করে এবং এটা আসলে কেনো সেটা আমাদের বোঝা উচিত, @Review Master আপনাকেউ আমি চিনি না এবং আপনার প্রতি কোনো হিংসাও নাই আমার, আপনি অবগত আছেন যে ট্রেদিং এর ক্ষেত্রে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং মানিম্যানেজমেন্ট  এই  জিনিসগুলা পারসপরিক ভাবে কাজ করে থাকে, CME Gap আমাদেরকে সাহায্যে করে পুর্বের অবস্থান দেখে ভবিশ্যতে কি হতে পারে সেটার একটা ধারনা মাত্র, (যেমনঃ আমরা আকাশে ঘন কালো  মেঘ দেখলে ধারনা করতে পারি যে হয়তো বৃষ্টি হবে) তাই ক্যান্ডেলস্টিক,চার্ট,ইন্ডেকেটর বা CME Gap  ঠিক অনেকটা একই রকম ভাবে কাজ করে(not.100%) আমরা এগুলা দেখে শুদু অনুমান করতে পারি, আর আপনি হয়তো এখানেও একমত হবেন যে ট্রেডিং এর বিষয়ে "১০০% সঠিক"  শদ্বটা খুব কম  ব্যাবহার হয়ে থাকে  আপনি যদি কখনো ডে ট্রেড বা সর্ট টার্ম ট্রেড করে থাকেন তাহলে এটা অবশ্যেই যেনে  থাকবেন।
ধন্যবাদ।
jr. member
Activity: 148
Merit: 2
October 29, 2020, 03:49:54 PM
টুইটার Audit  লিংক কি ভাবে বের করে? আর এই Audit লিংক কখন বের করলে ভালো হয় এবং সঠিক সময় কখন ১০০০ ফ্লোয়ার হলে ২০০০ হলে & ৫০০০ পুরন হয়ে গেলে ?

ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন
টুইটার audit link বের করার কারন হলো জে আপনি কোন  bounty জয়েন করবেন তখন সেই bounty  form পুরন করতে হবে তখন আপনার টুইটার Audit link প্রবাইট করতে হবে। জেমন আপনি জোদি  lyar bounty জয়েন করতে চান তখন টুইটার Audit link প্রয়জন।
এখন কি ভাবে টুইটার Audit link বের করবেন তার link দিয়ে দিলাম
https://www.twitteraudit.com এই link এ ক্লিক করে আপনার Twitter Username দিয়ে দিবেন তখন আপনার ব্রাউজারে উপরের link নিয়ে নিবেন সেখানে আপনার নাম সহ দেখাবে যেমন ঃ https://www.twitteraudit.com/ratnakhan16। এখন আপনি কখন  Audit link নিবেন এই ফোরামে জার ফলোয়ার জত বেসি তার কয়েন তত বেসি তাই আমি আপনাকে বলব আপনার ফলোয়ার ৫০০০ হলেই audit link নিবেন তাতে আপনার লাভ হবে, আশা করি আমি আপনাকে কিছুটা হলেও বোঝাতে চেস্টা করছি,,, ধন্যবাদ
jr. member
Activity: 118
Merit: 6
October 29, 2020, 02:15:13 PM
টুইটার Audit  লিংক কি ভাবে বের করে? আর এই Audit লিংক কখন বের করলে ভালো হয় এবং সঠিক সময় কখন ১০০০ ফ্লোয়ার হলে ২০০০ হলে & ৫০০০ পুরন হয়ে গেলে ?
jr. member
Activity: 148
Merit: 2
October 29, 2020, 02:01:38 PM
আমি এই ফোরামে নতুন তাই আমি ফোরামের  সিনিয়র ভাইদের সহায়তা কামনা করছি |
আমি ৩ ধরনের কয়েন হোল্ড করেছি নিজে নিজেই তাই আমার ভয় যোদি লস হয়েযায় কয়েন গুলা ১. wrx, 2. Bitcoin gold, 3.inj এই কয়েন গুলার ভবিষ্যৎ সম্পর্কে আমাকে ধারণা  দিবেন প্লিজ |
Jump to: