Author

Topic: বাংলা (Bengali) - page 416. (Read 5304565 times)

member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 16, 2020, 10:04:47 AM
কোন ধরনের পোস্ট বৈধ আর কোন ধরনের পোস্ট বৈধ নয় আমি ভালো ভাবে জানি না।
পোস্ট এর বৈধতা জানার জন্য আপনাকে ফোরামের রুলস জানতে হবে। আর ফোরামের সকল রুলস নিচের লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন। আশা করি এরপর আর কনফিউশন থাকবে না। ফোরামের রুলস/গাইড

এক বোর্ডের পোস্ট অন্য বোর্ডে না দিলে আর উপরের রুলস জানলে আর কোনো সমস্যা হবার কথা না। আর কোনো কিছু জানার হলে এখানে পোস্ট করবেন বাংলাতে, সিনিয়ররা সাহায্য করবে।

সবশেষে আপনাকে ফোরামে স্বাগতম, আশা করি জানার এবং শিখার উদ্দেশ্যে ফোরামের নিয়ম কানুন মেনে চলবেন। তাতেই আপনার শিখার পাশাপাশি ইনকাম এর একটি পথ তৈরি হতে পারে। আর শুধু ইনকাম এর পথ খুঁজলে অনেক কিছু অজানা থাকার সম্ভাবনা প্রচুর।
newbie
Activity: 4
Merit: 2
October 16, 2020, 09:45:23 AM
বিটকয়েনটলকে আমি নতুন ইউজার।
আমি নিয়মিত এ্যাকটিভ থাকতে চাই।
কোন ধরনের পোস্ট বৈধ আর কোন ধরনের পোস্ট বৈধ নয় আমি ভালো ভাবে জানি না।
তাই আমি সিনিয়রদের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 16, 2020, 09:43:40 AM
cryptocurrency পৃথিবীতে কতো গুলো দেশে বৈধ?
এটি একবারে নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ইন্টারনেট ও বিভিন্ন ব্লগ ঘেটে কিছু পরিসংখ্যান পেয়েছি ঐ হিসেবে কিছু দেশের নাম বলা যায়।

নিচের দেশগুলোতে Cryptocurrency বৈধ:

Morocco
Nigeria
Namibia
South Africa
Zimbabwe
Canada (banned by banks)
Mexico
United States
Costa Rica
Nicaragua
Trinidad and Tobago
Jamaica
Brazil
Argentina
Colombia
Chile
Kyrgyzstan
Cyprus
Israel
UAE
Jordan
Saudi Arabia
Iran
Lebanon
Turkey
India (banned by banks)
Pakistan
China
Japan
Hong Kong
Taiwan
South Korea
Indonesia
Philippines
Cambodia
Malaysia
Thailand (banned by banks)
Singapore
Vietnam (not allowed as a payment tool)
Croatia
Germany
Poland
Austria
Czech Republic
Romania
Slovenia
Slovakia
Switzerland
United Kingdom
Australia
New Zealand
Ireland
Netherlands
Belgium
France
Luxembourg
Greece
Italy
Bulgaria
Bosnia and Herzegovina
Malta
Spain
Portugal
Sweden
Iceland
Norway
Denmark
Ukraine


নিচের উল্লেখিত দেশগুলো ঘোষণা করেছে Cryptocurrency অবৈধ:

Algeria
Bolivia
Ecuador
Bangladesh
Nepal
Macedonia


আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে এটি বৈধ নয় বরং বিভিন্ন সময় ঘোষণা দিয়ে এটি অবৈধ ঘোষণা করা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:- এখানে যে ডাটা দেয়া হয়েছে সেটি ইন্টারনেট থেকে নেয়া এবং এর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এটি লেখা ২০১৯ সালের একটি ব্লগ। তাই কিছু কম বেশি হবে।

বোঝার সুবিধার্থে কিছু প্রয়োজনীয় লিংক সাথে দিয়ে দিচ্ছি। কনফিউজড হলে চেক করে নিবেন।

jr. member
Activity: 1442
Merit: 2
October 16, 2020, 08:31:16 AM
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।

না এখন বিএনবি তে এন্ট্রি না নেওয়া ভালো হবে। কারন প্রাইস আবার ডাম্প হবে।  বিটকয়েন ১১০০০ এর নিচে আসলেই দেখবেন এটা আবার ২০-২২$ হয়ে গেসে। তখন কিনতে চাইলে কিনতে পারবেন৷ এখন হয়ত শর্ট ট্রেড এর জন্য কিনা যায়। কিন্তু বিটকয়েন প্রচুর আনইস্টেবল তাই এর প্রাইস ও সঠিক ভাবে কোন দিকে যাবে বলা যাচ্ছেনা।
অসংখ্য ধন্যবাদ এই রকম সুন্দর একটি পরামর্শ দেয়ার জন্য। আমার ও একই ধরনের চিন্তা ছিল, তবে কিছুটা দোটানায় ছিলাম। এই রকম পরামর্শের জন্য আমি অবশ্যই আপনার টেলিগ্রাম Group এ জয়েন হব, আশা করি আমাকে নিরাশ করবেন না।
jr. member
Activity: 507
Merit: 2
October 16, 2020, 06:49:00 AM
Done, vaaai...‌!!
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
I am kingmans
Date: 16 Oct 2020
I own this address.
-----BEGIN SIGNATURE-----
16FXVjTFUVsNbWVwvHC6M6WNrSUpgkkRT6
ICllg+ryytNmC8NWR6Iu3sgnQfIzENiWeg0O142ckDxMW1jvyjeqRKWQTiiC3GwPzz/mjSQf/yC/WsNV+ndCWjM=
-----END BITCOIN SIGNED MESSAGE-----
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 06:45:35 AM
CoinBase Wallet দিয়েও মেসেজ সাইন করা যায়। তবে আমি আপনাদের সাজেশন দিব, আপনারা Non Custodial Wallet ব্যবহার করুন। তাতে আপনার ফান্ডের নিরাপত্তা থাকবে
কয়েনবেজ ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। এইটা ভুল। কোন কাস্টোডিয়াল ওয়ালেট দিয়ে মেসেজ সাইন করা যায় না। মেসেজ সাইন করার জন্য এড্রেস এর প্রাইভেট কি থাকা লাগে। কয়েনবেজ ওয়ালেটে আপনাকে প্রাইভেট কি দেয় না।
মেসেজ সাইন করার জন্য ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ইলেকট্রাম ওয়ালেট বেস্ট সব কিছুর জন্যই।
newbie
Activity: 3
Merit: 0
October 16, 2020, 06:31:11 AM
cryptocurrency পৃথিবীতে কতো গুলো দেশে বৈধ?
member
Activity: 238
Merit: 28
October 16, 2020, 05:33:31 AM
বিটকয়েনটলকের সর্বমোট ইউজার কতো জন?
BitcoinTalk এ সর্ব মোট 2850160 জন ইউজার আছে।(১৬ অক্টোবর ২০২০, বিকাল ৪ টা ৩২ অনুযায়ী)

আপনি এই পেজে সব পরিসংখ্যান পাবেন।
newbie
Activity: 3
Merit: 0
October 16, 2020, 05:05:40 AM
বিটকয়েনটলকের সর্বমোট ইউজার কতো জন?
G20
jr. member
Activity: 1218
Merit: 2
October 16, 2020, 04:50:02 AM
Bitcoin এর যাত্রা কখন থেকে শুরু হয়েছিল।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 16, 2020, 03:41:02 AM
আমার আগের বিটকয়েনটলক একাউন্ট নষ্ট হয়েছে,
এটা নতুন আশা করি সবাইকে পাশে পাবো।
আপনার একাউন্ট কি ব্যান হয়েছে? যদি ব্যান হয়ে থাকে তাহলে আপনার এই একাউন্টটিও ব্যান হবে। কারন যারা এই ফোরামে একবার ব্যান হয় তারা সবসময়ের জন্য ব্যান।তারা আরেই ফোরাম ব্যবহার করার অনুমতি রাখে না।

সবাই দেখি পোস্ট করেন সাহায্য করার জন্য। কিন্তু আপনার কেউ ফোরাম সম্পর্কে বিস্তারিত পড়েনও না।
আমি কিভাবে বিটকয়েনটলক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো?

কি জানতে চান সেটা নির্দিষ্ট করে বলুন। ফোরাম সম্পর্কে জানতে এইটা দেখতে পারেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
newbie
Activity: 757
Merit: 0
October 16, 2020, 12:07:21 AM
আমার আগের বিটকয়েনটলক একাউন্ট নষ্ট হয়েছে,
এটা নতুন আশা করি সবাইকে পাশে পাবো।
jr. member
Activity: 560
Merit: 2
October 15, 2020, 11:40:33 PM
আমি কিভাবে বিটকয়েনটলক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো?
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 15, 2020, 02:18:56 PM
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।

না এখন বিএনবি তে এন্ট্রি না নেওয়া ভালো হবে। কারন প্রাইস আবার ডাম্প হবে।  বিটকয়েন ১১০০০ এর নিচে আসলেই দেখবেন এটা আবার ২০-২২$ হয়ে গেসে। তখন কিনতে চাইলে কিনতে পারবেন৷ এখন হয়ত শর্ট ট্রেড এর জন্য কিনা যায়। কিন্তু বিটকয়েন প্রচুর আনইস্টেবল তাই এর প্রাইস ও সঠিক ভাবে কোন দিকে যাবে বলা যাচ্ছেনা।
jr. member
Activity: 1442
Merit: 2
October 15, 2020, 02:13:02 PM
Binance coin (BNB) দাম গত ২৪ ঘন্টা ৩.১% বেড়েছে। $৩১.১৭ ডলারে পৌঁছানোর পরে এখন ৩০ ডলারের স্থীর আছে। বর্তমানে মার্কেটে শীর্ষ পাঁচে সেরা পারফরম্যান্সের ক্রিপ্টোকারেন্সি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাপ্ত তার বার্ষিক বেড়েছে $৩৩.৪৯।

Binance is the best.

আসলেই bnb ভালো প্রফিট দিচ্ছে সবাইকে। আমি গত সপ্তাহের ডাম্পেও ২৪$ এ কিনেছিলাম বিএনবি কয়েন। কিন্তু পরে ২৯$ এ প্রফিট নিয়ে ছেড়ে দিয়েছি সব। এখন রাখলে আরো ভালো প্রফিট দিত। এই কয়েনটা মনে হয় শ্রীঘই ৫০$ পার করবে যত টুকু মনে হচ্ছে।
আমি টুকটাক ট্রেডিং করি, তাই খুব বেশি কয়েন নিয়ে কাজ করা হয় না। অনেক দিন ধরে BNB এর দিকে নজর দিয়ে ও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ করা হয় নি। আপনার কি মনে হয় এখন ও BNB কিনে লাভ করা সম্ভব? নাকি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যা দেখলাম দাম 32$ এর উপরে গত তিন মাসে যায়নি।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 15, 2020, 12:44:10 PM
আমার ও কিছু মেরিট প্রয়োজন কাজ এর জন্য, আশা করি কেউ সাহায্য করবে। আর ধন্যবাদ আপনাকে বিষয় টি ভালো ভাবে তুলে ধরার জন্য।
কয়েক দিন আগেই এই বোর্ডে একজন কে মেরিট নিয়ে এসব বলছিলাম। তাই আজকে পোস্ট টি আবার দিয়ে দিলাম।
মেরিট চেয়ে নেয়া ফোরামের কোনো রুলসে পড়ে না। উল্টা আপনার এই আইডি টাও রিস্ক হয়ে যায় শুধু মেরিট চাওয়ার কারনে।

মেরিট পাওয়া অনেক কঠিন কিছু নয় আবার অনেক সহজ কিছু ও নয়। কারন আপনার যোগ্যতা দেখিয়েই আপনাকে এটা অর্জন করতে হবে। তার মানে, আপনাকে ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেই মেরিট পেতে পারেন।

অন্যান্য বোর্ড এ না পাওয়ার সম্ভাবনা অনেক কিন্তু এই বোর্ডে একটিভ থাকুন, ভালো টপিক নিয়ে কথা বলুন, অন্যকে সাহায্য করুন। এসব এর মাঝেই কখন আপনি মেরিট পেয়ে যাবেন সেটা আপনিও টের পাবেন। সেজন্যই বলেছি অনেক কঠিন কিছু নয় আবার অনেক সহজ কিছু ও নয়।

আমিও এখানে ছোট্ট অবদান রেখে কিছু মেরিট পেয়েছি, তাই আপনিও চেষ্টা করুন, অবশ্যই ফল পাবেন।
এটা করার চেষ্টা করেন। নিজের স্কিল বাড়ার সাথে সাথে বোনাস হিসেবে মেরিট পাবেন। মেরিট পাবার মাধ্যমে আপনি খুব সহজেই রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন।
sr. member
Activity: 1372
Merit: 322
October 15, 2020, 12:22:29 PM
এই মেসেজ সাধারণত দুই ভাবেই করা যায় এতে কোনো অমিল নেই। দুইটাই একি রকম মেসেজ।
মেসেজে যদি একটা স্পেস কিংবা একটা ডট এইদিক সেদিক হয় তাহলে সেটা ভেরিফাই করা যাবে না। আর দুইটা সাইন করা মেসেজ এর হ্যাশ কখনো একই রকম হওয়ার প্রশ্নই আসে না। আমি আপনার কোন মেসেজ ভেরিফাই করতে পারিনি।

Quote
প্রথমে mycelium wallet খুলে সেটা থেকে প্রাইভেট কী/চাবি নিয়ে ক্রমে গিয়ে  এটা থেকে সার্চ দিবেন https://reinproject.org/bitcoin-signature-tool/
প্রাইভেট কি এর সাথে মেসেজ ভেরিফাই এর কোন সম্পর্ক নেই। তাছাড়া প্রাইভেট কি কারো সাথে শেয়ার করার জিনিস না।
@sajedul
আপনার মেসেজও ভেরিফাই করতে পারিনি। যাদেরটা পেরেছি তাদের মেরিট দিয়েছি। যারা উপরের নিয়ম অনুসরণ করবেন তাদের মেরিট দেয়া হবে।
member
Activity: 308
Merit: 22
October 15, 2020, 11:20:18 AM
মেরিট গিভএওয়ে
-snip-
ধন্যবাদ ভাই, এই সুন্দর মেরিট গিভএওয়ে আয়োজন করার জন্য। আমি মাত্রই মেসেজ সাইন করলাম, আশা করি সব ঠিকঠাক আছে। বাকি নতুন সবাইকে সাইন মেসেজ করে মেরিট গিভএওয়েতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is lifeOK, on 14.10.2020, I can sign a message.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: bc1q3g0ue4pzts6fdq2us0vta0sfdrngwgqh253g94
ILv8dIMcoojL4XfVwxyvl4vnNKgAEJmAyoiApCEOfPDAax8/YTLCgN47UKMCQkfwwUO5dS0JYPtz9XM9+L9SRjo=
-----END BITCOIN SIGNATURE-----
jr. member
Activity: 507
Merit: 2
October 15, 2020, 10:54:37 AM
আমি তো মেসেজ সাইন করেছি কিন্তু এর কোনো রিপ্লাই পেলাম না। আমার মেসেজ সাইন হয়েছে কি না? যদি না হয় তা হলে বলতে পারেন আমি চেষ্টা করবো সাইন করার।
উনি উপরে বলেছেন যে উনি মোবাইল থেকে পোস্ট করতেছেন তাই ভেরিফাই করতে পারছেন না। পরে যখন পিসি থেকে ফোরামে আসবেন তখন দেখবেন। আপনার সাইন করা মেসেজ দুই রকম কেন? আমি ওয়েবে ভেরিফাই করার চেষ্টা করেছি কিন্তু হয় নাই।

এই মেসেজ সাধারণত দুই ভাবেই করা যায় এতে কোনো অমিল নেই। দুইটাই একি রকম মেসেজ। আর আপনি যদি এটা মোবাইল বা কম্পিউটার দিয়ে চেক দেন তাতেও কোনো সমস্যা হবে না। আপনি যেকোনো টা দিয়ে চেক করতে পারেন আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তা হলে আপনি এখানে গিয়ে চেক দিতে পারেন এখানে মেসেজ ভেরিফাই করার সব পদ্ধতি দেয়া আছে। (1miau) https://bitcointalksearch.org/topic/m.55316595
প্রথমে mycelium wallet খুলে সেটা থেকে প্রাইভেট কী/চাবি নিয়ে ক্রমে গিয়ে  এটা থেকে সার্চ দিবেন https://reinproject.org/bitcoin-signature-tool/ এখানে গেলে আপনি সব বুজে যাবেন
যদি আমার কোনো ভুল হয়ে থাকে তা হলে সেটা ক্ষমা করে দিবেন।আর আমার ভুল টা দরিয়ে দিবেন যেন পরে সেটা আর না হয়।।।
 
member
Activity: 238
Merit: 28
October 15, 2020, 10:03:49 AM
মেরিট গিভএওয়ে

 আপনার মেসেজ এবং মেসেজ সাইনের হ্যাশটি এইখানে পোস্ট করুন।

মাইসেলিয়াম ওয়ালেট দিয়ে সাইন করলাম।

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
Username: Sparrow96
Date: 15 October 2020
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: bc1qswh2z8uus8mnufqq6xu4djzkynqj9nhzz20jxf

H2uOBG7mV8az3BHy65iNYWGe227eovJjxggWsHCV4HAeKAb4Tv96aWtKqnNDjxfK+IX9bz/T7hwXwZ75K7URwe0=
-----END BITCOIN SIGNATURE-----
Jump to: