Author

Topic: বাংলা (Bengali) - page 415. (Read 5712806 times)

member
Activity: 99
Merit: 10
November 02, 2020, 10:41:49 AM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন
আশা করা যায় বিটকয়েনের দাম এবছর ২০০০০/২৫০০০ হাজার হবে। এটা মার্কেট এবং বিভিন্ন নিউজ দেখে আমার মনে হয়েছে।
আর বিটকয়েনের দাম বাড়লে অল কয়েনের দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক।
আপনি যদি চেন লিং কম দামে কিনে না থাকেন তবে হোল্ড করতে পারেন। কিছু দিন আগে দাম বেড়েছিল আবারও বাড়তে পারে।     
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 02, 2020, 06:39:25 AM
কি কি কাজ করলে বিটকয়েনটলকেে নেগেটিভ ট্রাস্ট পাওয়া যায়?
এর থেকে পরিত্রানের উপায় কি?
স্ক্যাম, ফিশিং স্পাম, বাউন্টি চিটিং এইগুলো সবচেয়ে কমন রিজন নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য। তবে অনেকেই অন্য অনেক কারনে নেগেটিভ ফিডব্যাক দিয়ে থাকে। সাধারন ভাবে বলতে গেলে যেসব কাজ নীতিগত না, সেসব কাজ করা থেকে বিরত থাকুন।
বিস্তারিত জানতে এইটা চেক করুন- https://bitcointalksearch.org/topic/m.53828556
member
Activity: 116
Merit: 10
November 02, 2020, 03:34:03 AM
কি কি কাজ করলে বিটকয়েনটলকেে নেগেটিভ ট্রাস্ট পাওয়া যায়?
এর থেকে পরিত্রানের উপায় কি?
member
Activity: 116
Merit: 10
November 02, 2020, 03:28:13 AM
**বাউন্টি সতর্কতা**

বিটকয়েনটলকে বাউন্টির কাজ করতে সতর্কতা অবলম্বন করবেন কয়েকটি জায়গায়,
না হলে আপনি নেগেটিভ ট্রাস্ট পাবেন।

১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
৩) খেয়াল করবেন বিটকয়েনটলক ইউজারনেম একই যেন না হয়।
৪) টেলিগ্রাম ইউজারনেম একই যেন না হয়।
৫) বাউন্টির প্রুফ বা অথনিকেশন শুধু কপি করে দিবেন না, একটু স্পেস দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিবেন।


আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536

জি ভাই বুঝতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
আপনি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যা আমি অনেক দিন থেকে খুঁজতে ছিলাম।
আপনাকে আবারও ধন্যবাদ।।
jr. member
Activity: 644
Merit: 7
November 02, 2020, 02:18:25 AM
**বাউন্টি সতর্কতা**

বিটকয়েনটলকে বাউন্টির কাজ করতে সতর্কতা অবলম্বন করবেন কয়েকটি জায়গায়,
না হলে আপনি নেগেটিভ ট্রাস্ট পাবেন।

১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
৩) খেয়াল করবেন বিটকয়েনটলক ইউজারনেম একই যেন না হয়।
৪) টেলিগ্রাম ইউজারনেম একই যেন না হয়।
৫) বাউন্টির প্রুফ বা অথনিকেশন শুধু কপি করে দিবেন না, একটু স্পেস দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিবেন।


আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536

ভাই আপনার পোষ্টটা দেখে আমার অনেক  ভালো লাগছে। আমি এই পোষ্টটা পড়ে অনেক নিয়ম কারণ শিখতে পারলাম। বাউন্টির এসব কাজ করা যাবে না।

ভাই আপনাকে ধন্যবাদ ।
member
Activity: 99
Merit: 10
November 02, 2020, 01:35:42 AM
**বাউন্টি সতর্কতা**

বিটকয়েনটলকে বাউন্টির কাজ করতে সতর্কতা অবলম্বন করবেন কয়েকটি জায়গায়,
না হলে আপনি নেগেটিভ ট্রাস্ট পাবেন।

১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
৩) খেয়াল করবেন বিটকয়েনটলক ইউজারনেম একই যেন না হয়।
৪) টেলিগ্রাম ইউজারনেম একই যেন না হয়।
৫) বাউন্টির প্রুফ বা অথনিকেশন শুধু কপি করে দিবেন না, একটু স্পেস দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিবেন।


আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalksearch.org/topic/ban-evasion-multi-acc-some-harmless-multi-acc-need-a-dt1-2-to-tag-them-5256536
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
November 02, 2020, 12:45:56 AM
অনেক bounty আছে। ৪_৫ সপ্তাহ কাজটা চালানো কথা। যখন জয়েন করে ১ থেকে ২  সপ্তাহ কাজ করে। তারপর পালিয়ে যায়। তখন আমাদের মত অনেক নতুন মেম্বার আর কাজ করতে চায় না।

তাতে আমার করুনিও কি? দয়া করে আমাকে বলবেন।

ধন্যবাদ সবাইকে।
আসলে কোনো প্রজেক্ট কখন স্ক্যাম করবে সেটা বলা মুশকিল। তবে যদি কোন প্রজেক্ট করে তাহলে সেখানে আসলে তেমন কিছুই করার থাকে না। কারন আমরা আগে কাজ করি তারপর রিওয়ার্ড ক্লেইম করি। এর ফাকে যদি টিম চিটিং করে সেখানে আর কিছুই করার থাকে। আর তাতে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর বাউন্টি করার ক্ষেত্রে দেখেশুনে বুঝে সব যাচাই করে ভালো মনে হলেই করা উচিত। আর না হয় সব বৃথা যাবে।


এখন অনেক উচ্চতর র‌্যাঙ্কিং ফোরামের সদস্যরাও SCAM Bounty Promote করছে। Arteezy.rtx Full Member পর পর ৪টা SCAM Bounty Promote করেছে। IAT, CITIOS,
XCARD, BIZpaye

Wapinter - Legendary Member তিনিও SCAM Bounty Promote করেছে।
আগেই বলেছি এটা ম্যানাজার ঠিক করেনা। ম্যানাজার কে ভাড়া করা হয় পরিচালনার জন্য। অনেক ছোটো রেঙ্ক নিয়ে অনেকে ভালো করছে। আর আমি কয়েকজন ম্যানাজার এর সাথে কাজ করেছি। সেজন্য বলা যায় এটা ম্যানাজারকে দোষারোপ করা ভুল।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। মানে ম্যানাজার যুক্ত থাকতে পারে, এটিও অস্বাভাবিক নয়। তবে এর পরিমাণ অনেক কম হবে।


বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?
এটা এতো সিউর হয়ে বলা যায় না। কারন বিটকয়েনের দাম স্থির নয়। আর এটি প্রতিনিয়ত পরিবর্তন হয়। তবে একটা সম্ভাবনা থেকে যায়। কারন ২০১৭ সালের এই টাইমে ভালো একটা পাম্প হয়েছিল। তাই ভালো কিছু আশা করা যায়। আর এবছর কিছু ভালো নিউজ আসতেছে পর্যায়ক্রমে যা বিটকয়েন প্রাইসের জন্য খুবই পজিটিভ। আবার আমেরিকার নির্বাচন একটা বড় প্রভাব ফেলবে মনে হচ্ছে।


বিটকয়েনটক একাউন্ট প্রায়ই নষ্ট হয়ে যায়, কারন কি?
এক্ষেত্রে অনেক ফ্যাক্ট‌র কাজ করে। কে কোনটার ভুক্তভোগী সেটা তো বলতে পারছি না। তবে সবচেয়ে বেশি ব্যান হয় স্পামিং করার কারনে। আর গাইডলাইন/রুলস ফলো করলে আর এই সমস্যা হবে না বলে আশা করি।

ফোরামের রুলস/গাইডলাইন ফলো করা উচিত সবার, তাহলে আর কোনো রিস্ক থাকবে না।
hero member
Activity: 1498
Merit: 537
November 02, 2020, 12:24:44 AM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন
ইউএসএ নির্বাচনের ফলাফল 2 দিন পরে প্রকাশিত হবে। একটি বিশাল আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড আসন্ন। সুতরাং 2 দিন ক্রিপ্টো ট্রেডিং থেকে দূরে থাকাই ভাল। আপনার alts stable coin রূপান্তর করা এবং নির্বাচনের ফলাফলের পরে পুনরায় buy করা ভাল। অতীত ইতিহাস থেকে, আমরা দেখেছি মার্কিন নির্বাচন ক্রিপ্টো বাজারের দামের উপর দুর্দান্ত প্রভাব প্রদর্শন করে। আমার মনে হয় এই নির্বাচনের সময় আমাদের সাবধান হওয়া উচিত।
member
Activity: 86
Merit: 21
November 01, 2020, 11:17:56 PM
মার্কেট আপ এবং ডাউন ট্রেন্ড কি?
মার্কেট বা ট্রেডিং এর ক্ষেত্রে আপ এবং ডাউন ট্রেন্ড শদ্ব গুলা অনেকভাবে ব্যাবহার হয়ে থাকে তার মধ্যে।


আপ ট্রেন্ড কি?
যখন মার্কেট কোনো ধরনের নিয়ম বা রুলস ফলো না করেই খুব তারাতারি উর্ধগতিতে প্রাইস বাড়তে থাকে তখন তাকে আপ ট্রেন্ড বলে। ( যেমনঃ হঠাত করেই বিটকয়েন এর দাম অধিক পরিমানে বৃদ্ধি হচ্চে কোনো প্রকার রুলস বা এ্যানালাইসিস ফলো না করেই তখন এটা আপট্রেন্ড )
আপ ট্রেন্ড চার্টঃ
ডাউন ট্রেন্ড কি?
যখন মার্কেট কোনো ধরনের নিয়ম বা রুলস ফলো না করেই খুব তারাতারি নিম্নদিকে যেতে থাকে বা দাম কমতে থাকে তখন তাকে ডাউন ট্রেন্ড বলে (যেমনঃ হঠাত করে কোনো কারণ ছারাই অতিরিক্ত দাম কমে যাওয়া)
এটি কিভাবে বুঝা যাবে এখন মার্কেট আপ অথবা  ডাউন ট্রেন্ডে চলছে।
এগুলা বুঝতে হলে প্রথমে ক্যান্ডেলস্টিক সম্পর্কে সচ্ছ ধারনা থাকতে হবে এবং মার্কেটের পুর্বের মুভমেন্ট গুলো ফলো করতে হবে যে আসলে পুর্বের মুভমেন্ট গুলা ক্যামন ছিলো, পুর্বের মুভমেন্ট গুলোর সাথে  বর্ত্মানের মুভমেন্ট এর একটা কমপেয়ার  করতে পারলে তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মার্কেট আসলেও কন অবস্থান ফলো করতেছে এবং কোন ট্রেন্ড এ  রয়েছে।

Image  Source: Google উপরের ইমেজ গুলা গুওগল থেকে নেয়া

ক্যান্ডেলস্টিক বা প্যাটার্ন সম্পর্কে কিছুতা আইডিয়া নিতে 16 candlestick patterns every trader should know এখানে দেখতে পারেন। মনোযোগ সহকারে দেখলে আশাকরি অনেকটাই ধারনা পাবেন।
member
Activity: 124
Merit: 10
November 01, 2020, 11:01:12 PM
কিভাবে সঠিক পেপার ওয়ালেট ক্রিয়েট করা যায়?
member
Activity: 112
Merit: 10
November 01, 2020, 12:52:20 PM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন

বিটকয়েন এর দাম কত হবে সেইটা কেউ সঠিক ভাবে বলতে পারবেনা,  তবে আশা করা যায় বিটকয়েন এর দাম খুব শীগ্রই ২০০০০ ডলার যাবে । আার বিটকয়েন এর যদি বুলরান হই তবে অলট কয়েন এ দাম বাড়বে।

chain Link কিছু দিন আগে অনেক দাম বাড়ছে।  তাই আমার মনে হই আপনি বেশি দামে chain Link কিনে ভুল করেছেন। আপনি যদি আাগে বাই করতেন তাহলে এখন অনেক লাভে থাকতেন।  তবে আপনি হোল্ড করতে পারেন ভবিষ্যতে দাম বাড়তে পারে। chain Link একটা ভালো মানের কয়েন
ভাই আমি ও কিছু chainlink hold করেছি। আমার buy price ছিল $১৫। যখন একটু drop এসেছিল তখন ক্রয় টা করেছিলাম। ভাবছিলাম আবার বুঝি $২০ যাবে। কিন্তু এখন তো ১০/১২ ডলার এর উপর যায় না। Cry Cry Cry
jr. member
Activity: 966
Merit: 2
November 01, 2020, 11:56:42 AM
বিটকয়েনটক একাউন্ট প্রায়ই নষ্ট হয়ে যায়, কারন কি?
jr. member
Activity: 148
Merit: 2
November 01, 2020, 11:13:27 AM
Ami ekdom noton,

koto post korle Rank bare?   Smiley

ei bepare senior der kac teke jante cacci!...

এই ফোরামে আপনাকে সাগতম কারন আপনি এখানে নতুন। আর আমিও নতুন তাই আমি হয়তো আপনাকে খুব ভালো করে বোঝাতে পারবো না তার পরেও কিছুটা চেস্টা করব ইনশাআল্লাহ।
এখানে যারা জয়েন করে তারা আসলেই নিজের ক্যেরিয়ার নিয়ে আসেনা তবে এখান থেকে অনেকেই তার নিজের ভবিষ্যত গরতে পারে। তাই আমি আপনাকে বলব আগে আপনাকে এই ফোরামের নিয়ম গুলো ভালো করে জানতে হবে তার জন্য আপনার এই ফোরামের এক সিনিয়র ভাইয়ের পোস্ট লিংক দিলাম- https://bitcointalksearch.org/topic/m.54670086, আশাকরি এইটা পড়লে আপনার কিছুটা উপকার হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে অনুরোধ  করবো পোস্টে জে নিয়ম আছে তা ভালো ভাবে পরার জন্য কারন এখানে নতুন দের জন্য অনেক কিছু আছে ধন্যবাদ।
newbie
Activity: 238
Merit: 0
November 01, 2020, 11:12:56 AM
Assalamu alaikum!

I am from Bangladesh.
My home District Rajshahi.
I am so happy......
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
November 01, 2020, 10:55:03 AM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন

বিটকয়েন এর দাম কত হবে সেইটা কেউ সঠিক ভাবে বলতে পারবেনা,  তবে আশা করা যায় বিটকয়েন এর দাম খুব শীগ্রই ২০০০০ ডলার যাবে । আার বিটকয়েন এর যদি বুলরান হই তবে অলট কয়েন এ দাম বাড়বে।

chain Link কিছু দিন আগে অনেক দাম বাড়ছে।  তাই আমার মনে হই আপনি বেশি দামে chain Link কিনে ভুল করেছেন। আপনি যদি আাগে বাই করতেন তাহলে এখন অনেক লাভে থাকতেন।  তবে আপনি হোল্ড করতে পারেন ভবিষ্যতে দাম বাড়তে পারে। chain Link একটা ভালো মানের কয়েন
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
November 01, 2020, 10:43:13 AM
Ami ekdom noton,

বিটকয়েন টক ফোরামে আপনাকে স্বাগতম
koto post korle Rank bare?   Smiley
আপনি এই পোস্ট টা ভালো করে পড়েন তাহলে আাশা করি বুঝতে পারবেন

https://bitcointalksearch.org/topic/forum-rankspositionsbadges-what-do-those-shiny-coins-under-my-name-mean-178608

ei bepare senior der kac teke jante cacci!...
ভাই এখানে সব সময় বাংলায় লেখা পোস্ট করবেন

jr. member
Activity: 148
Merit: 2
November 01, 2020, 10:39:38 AM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন
newbie
Activity: 1
Merit: 0
November 01, 2020, 10:01:29 AM
Ami ekdom noton,

koto post korle Rank bare?   Smiley

ei bepare senior der kac teke jante cacci!...
jr. member
Activity: 118
Merit: 1
November 01, 2020, 08:18:27 AM
আমি বিটকুয়েনটোলকে নতুন।  আমি দেখি অনেক বড় ভাই বিটকুয়েনটোলকে বহুদিন যাবৎ কাজ করে আসছে। কিন্তু কোন মুনাফা পায় না। যেমন অনেক buonty আছে। ৪_৫ সপ্তাহ কাজটা চালানো কথা। যখন জয়েন করে ১ থেকে ২  সপ্তাহ কাজ করে। তারপর পালিয়ে যায়। তখন আমাদের মত অনেক নতুন মেম্বার আর কাজ করতে চায় না।

তাতে আমার করুনিও কি? দয়া করে আমাকে বলবেন।

ধন্যবাদ সবাইকে।
কিছু স্বনামধন্য Bounty পরিচালকদের অনুসরণ করুন এবং তাদের প্রকল্পগুলিতে কাজ করুন। এছাড়াও, আপনি কোনও উচ্চতর র‌্যাঙ্কিং ফোরামের সদস্য দ্বারা পরিচালিত কোনও Bounty প্রকল্পকে বিশ্বাস করতে পারেন। কোনও নবাগত বা Copper সদস্য যে bounty প্রকল্প পরিচালনা করে তা scam হতে পারে। এটি, 100% সত্য নয় তবে হতে পারে। কোনও নামী এবং বিশ্বস্ত bounty পরিচালকের অনুসরণ করা আরও ভাল হবে এবং আপনি সহজেই scam প্রকল্পগুলি এড়াতে পারবেন।

এখন অনেক উচ্চতর র‌্যাঙ্কিং ফোরামের সদস্যরাও SCAM Bounty Promote করছে। Arteezy.rtx Full Member পর পর ৪টা SCAM Bounty Promote করেছে। IAT, CITIOS,
XCARD, BIZpaye

Wapinter - Legendary Member তিনিও SCAM Bounty Promote করেছে।
member
Activity: 86
Merit: 27
November 01, 2020, 06:59:47 AM
বিটকয়েনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে মাসিক Closed

ছবিটা দেখনের লাইগা quote দিলাম।
Jump to: