Author

Topic: বাংলা (Bengali) - page 419. (Read 5716208 times)

jr. member
Activity: 148
Merit: 2
October 24, 2020, 01:49:39 PM
kucoin exchange যোদি সরা সরি ব্যাংকিং শুবিধা থাকত তাহলে হয়তো আমাদের জন্য আরও বেশি উপকারে আসত। আমার প্রশ্ন kucoin exchange কি ব্যাংকিং শুবিধা দিবে আমাদের বাংলাদেশী কারেন্সি তে?
member
Activity: 88
Merit: 11
October 24, 2020, 01:38:49 PM
NFT যে রকম hype তৈরি করছে। তাতে মনে হচ্ছে NFT can be next Defi.
jr. member
Activity: 148
Merit: 2
October 24, 2020, 01:38:03 PM
kucoin Exchange জোদি বাংলাদেশে আরও আগে থেকে এড করেনিত তবে আমরা আরও উন্নতি করতে পারতাম, এবং অনেক হোল্ডার হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা পেত, ধন্যবাদ kucoin exchange
member
Activity: 86
Merit: 21
October 24, 2020, 11:28:16 AM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


পি২পি তো চালু করে দিল কুকয়েন। কিন্তু তারা কিসের ভিত্তিতে এটা চালু করলো বুঝলাম না। কারন ব্যাংক ট্রাঞ্জেকশন হবে এই প্রক্রিয়া তে। আর আমরা জানি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ক্রিপ্টো রিলেটেড ট্রাঞ্জেকশন করা যায় না। তাহলে এখানে আমরা ট্রাঞ্জেকশন করব কিভাবে।

P2P মানে তারা বলতে চেয়েছে ব্যাক্তি থেকে ব্যাক্তি লেনদেন করা যাবে এতদিন সেটা করা যেতনা, এখন আপনি চাইলেই যেকোনো কুকয়েন থেকে কুকয়েনে খুব অনায়াসে লেনদেন করতে পারবেন মানে, কয়েনবেজ থেকে কয়েনবেজ এ যেভভাবে লেনদেন করা যায় ঠিক কিছুটা সেরকম, আর বাংলাদেশে যেহেতু জুয়া খেলা নিষিদ্ধ তাই ক্রিপ্ট কারেন্সি বা বিটকয়েন কখনো বৈধতা দিবে কিনা যথেস্ট সন্দেহ আছে, আর ভুলেও কেউ বাংলাদেশ থেকে ক্রিপ্টো রিলেটেড কোনো ধরনের ট্রানজেকশন করতে যাবেন না তাহলে পুড়োটাই বিপদে পরে যাবেন। কারণ আমাদের দেশের ব্যাংক এর লোকজন এখনো টেকনোলজি সম্পর্কে খুব একটা বেশি দক্ষ না তাই লেনদেন করলে বুঝে সুনে করবেন।
jr. member
Activity: 118
Merit: 6
October 24, 2020, 10:39:37 AM
বাংলাদেশে  Kucoin Exchange যুক্ত হওয়াটা আমাদের জন্য খুশির খবর,এখন আমরা আমাদের মতকরে bye and sell করতে পারবো, আমি ধন্যবাদ জানাই Kucoin Exchange Co কারন তিনি আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু ভাবার জন্য, আমাদের দেশের যারা অনলাইন ইনকামের সাথে জরিত তাদের জন্য সত্যি খুশির খবর,
jr. member
Activity: 141
Merit: 2
October 24, 2020, 09:24:27 AM
Kucoin Exchange বাংলাদেশি টাকা লেনদেন করায় আমাদের জন্য শুখবর কারণ আমারা অনেক সময় ভুয়া কিছু জায়গাতে ক্রয় বিক্রয় করতাম যেমন ঃ ফেসবুক, টেলিগ্রাম এ বিক্রি করতে গিয়ে প্রতারিত হয়, কিন্তু এখন Kucoin এখন থেকে আমাদের সেই প্রতারণার হওয়া থেকে রক্ষা করবে, আর এরি মাধ্যমে বাংলাদেশও cryptocurrency প্রসারিত হবেই ইনশাআল্লাহ,
hero member
Activity: 1498
Merit: 537
October 24, 2020, 05:41:52 AM
P2P ট্রেডিং বিষয়টি ভিন্ন। যারা কুকয়েন এর বিষয় নিয়ে চিন্তিত তাদের জন্য সহজভাবে বুঝাতে হলে বলা যায়। আপনারা হয়তো ফেসবুকের বিভিন্ন বাই/সেল গ্রুপে জয়েন আছেন বা এই ধরনের পোষ্ট দেখে থাকেন। আর অনেকেই এই সব গ্রুপ থেকে লেনদেন করেন। তবে অধিকাংশ গ্রুপ বা ব্যক্তি গুলো এই ধরনের লেনদেনে প্রতারনা করেন।
এই ধরনেরে প্রতারনা থেকে বাঁচা যাবে কুয়েনএর এই পদ্ধতিতে। যেমন অনেকেই প্রতারনা থেকে বাঁচতে এ্যডমিন ডিল করে থাকেন। বিষয় ঠিক এ্যডমিন ডিলের মতো। এখানে এ্যডমিন কুয়েনকে ধরে নিলেই সব কিছু পরিস্কার হয়ে যাবেন।

পি 2 পি চুক্তি কী তা সম্পর্কে অনেকেরই সঠিক জ্ঞান নেই। আমি মনে করি এটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের একটি গাইড তৈরি করা উচিত। পি 2 পি ট্রেডিং কেবল তখন যখন দু'জন লোক ক্রিপ্টোকারেন্সি কিনতে বা বিক্রয় করতে একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করে। অ্যাডমিন চুক্তির সাথে আপনার ফেসবুক গ্রুপ বাণিজ্যের অনুরূপ এটি ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন। আসলে এখানে যা ঘটে তা হ'ল এক্সচেঞ্জ সফ্টওয়্যারটি ক্রেতাদের এবং বিক্রেতাদের একে অপরের সাথে তাদের পছন্দের শর্তাদির ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ করতে ব্যবহৃত হয়। Exchange কে এখানে প্রশাসক হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। কোথায় বা কী ধরনের চুক্তি হয়েছে তা ব্যাংক জানতে পারবে না। তারা কেবল লেনদেন প্রক্রিয়া করবে।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
October 24, 2020, 04:44:09 AM
P2P ট্রেডিং বিষয়টি ভিন্ন। যারা কুকয়েন এর বিষয় নিয়ে চিন্তিত তাদের জন্য সহজভাবে বুঝাতে হলে বলা যায়। আপনারা হয়তো ফেসবুকের বিভিন্ন বাই/সেল গ্রুপে জয়েন আছেন বা এই ধরনের পোষ্ট দেখে থাকেন। আর অনেকেই এই সব গ্রুপ থেকে লেনদেন করেন। তবে অধিকাংশ গ্রুপ বা ব্যক্তি গুলো এই ধরনের লেনদেনে প্রতারনা করেন।
এই ধরনেরে প্রতারনা থেকে বাঁচা যাবে কুয়েনএর এই পদ্ধতিতে। যেমন অনেকেই প্রতারনা থেকে বাঁচতে এ্যডমিন ডিল করে থাকেন। বিষয় ঠিক এ্যডমিন ডিলের মতো। এখানে এ্যডমিন কুয়েনকে ধরে নিলেই সব কিছু পরিস্কার হয়ে যাবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 24, 2020, 02:45:23 AM
আমরা যারা কুকয়েন এর বিডি ট্রেডিং পেয়ার দেখে অনেক খুশি হচ্ছি- এইটা আসলে তেমন কিছুই না। এইটা localcryptos কিংবা localbitcoins এর মতই। তেমন কোন পার্থক্য নেই। এতে সরকার তেমন কিছু করতেও পারবে না।
কুকয়েন হঠাৎ এইরকম ডিসিশন নেয়ার কারন কি? বাংলাদেশ থেকে কি কোন সিগন্যাল পেয়েছে  Grin

যারা P2P এর মানেই ভালো করে জানে না , তারা সেই ধরনের খুশি হয়েছে । আর আপনি যেটি বলেছেন , সেটি আসল কাহিনী এবং কুকয়েন শুধুমাত্র একটি সিকিউরিটি দিতেছে যেন কেউ স্ক্যাম করতে না পারে। কারণ অনেকেই ফেসবুক কিংবা টেলিগ্রামে ক্রয়-বিক্রয় করে, তারা অনেক সময় স্ক্যামের শিকার হয়ে থাকে। Localbitcoins কিংবা Paxful এর মতোই তেমন কিছু না। আর যারা এক্সচেঞ্জের কাজ করে, তাদের জন্য একটি সুযোগ হয়ে গেলো এর বেশি আর কিছু না।

আর বাংলাদেশ থেকে কোনো সিগন্যাল পেয়েও লাভ হবে না। যারা পেপালকে বৈধ করে নাই , এই ভেবে যে টাকা ও তথ্য পাচার হবে। তবে রেগুলেশন আনলেও এমন আনবে যে তেমন কোনো লাভ হবে না।



আমিও তাই মনে করি. বাংলাদেশ সরকার যদি এ সম্পর্কে জানতে পারে তবে তারা সম্ভবত ব্যবস্থা নেবে। আমি kucoin সাপোর্টেও কথা বলেছি। তারা বলেছে যে ইতিমধ্যে অনেকে সফলভাবে এই জাতীয় লেনদেন করেছেন। তবে আমি মনে করি আমাদের সেই ঝুঁকি নেওয়া উচিত নয়। আমরা এর জন্য কারাগারে যেতে পারি।

এখানে ব্যবস্থা নেয়ার কিছু নাই , যদি অনেকে রিপোর্টও করে। কারণ Paxful এ প্রতিদিন ১ লক্ষ টাকার বেশি ক্রিপ্টো লেনদেন হয় এবং টেলিগ্রামে তো আমার জানা মতে ১০ হাজার ডলারের লেনদেন হয়। তাহলে বলে , সরকার কেমন করে এদেরকে কাবু করবে । আর যদি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে যায়, তাহলে একটি আন্দোলন চালু হয়ে যাবে। কারণ অনেকেই এখন এই ক্রিপ্টো ক্রয়-বিক্রয় করে অর্থ উপার্জন করে এবং এদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

আর একটা মজার বিষয় হলো, বিখ্যাত Ponzi/Pyramid/scam scheme ওয়েবসাইট বালসেজ তো Tron ব্লকচেইন ব্যবহার করতেছে এবং বাংলাদেশের প্রায় ৮০% ছাত্র-ছাত্রীরা এটিতে বোকার মতো ইনভেস্ট করে কাজ করতেছে (আমার বন্ধুদের মধ্যে প্রায় সবাই এটিতে ইনভেস্ট করেছে, যদিও আমি তাদেরকে মানা করেছিলাম। আর তারা ভুয়া ইনকামের স্ক্রিনশট মেসেঞ্জারের মাইডেতে দিয়ে নতুনদেরকে বোকা বানাচ্ছে ) । তারাও নিজের অজান্তে ক্রিপ্টো লেনদেনে অংশগ্রহণ করতেছে।
বি:দ্র: কেউ বালসেজের মতো ফালতু Ponzi/Pyramid/scam scheme ওয়েবসাইটে ইনভেস্ট কখনোই করবেন না।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
October 24, 2020, 02:17:40 AM
আমরা যারা কুকয়েন এর বিডি ট্রেডিং পেয়ার দেখে অনেক খুশি হচ্ছি- এইটা আসলে তেমন কিছুই না। এইটা localcryptos কিংবা localbitcoins এর মতই। তেমন কোন পার্থক্য নেই। এতে সরকার তেমন কিছু করতেও পারবে না।
কুকয়েন হঠাৎ এইরকম ডিসিশন নেয়ার কারন কি? বাংলাদেশ থেকে কি কোন সিগন্যাল পেয়েছে  Grin

আমিও এটা চিন্তা করতেছি বাংলাদেশ সরকার তাদেরকে গোপন কোনো সংকেত দিলো নাকি , আমার তো মনে হয় সরকার ক্রিপ্টো লিগ্যাল করার কাজ শুরু করে দিয়েছে এবং এইজন্য আগে থেকেই কুকয়েন কে পার্টনার করে রেখে দিয়েছে। আমি সঠিক নাও হতে পারি। যদি এমন কিছু হয়েই যায় তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমরা। দেখা যাক কি করে সরকার।
বাংলাদেশ সরকার কোনও এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কথা বলবে না। তবে এটি সম্ভব যে তারা ক্রিপ্টো বৈধকরণ সম্পর্কে চিন্তাভাবনা করছে। Cointelegraph একটি সংবাদ ছিল যেখানে তারা উল্লেখ করেছিল যে বাংলাদেশ ভিত্তিক ব্যাংক এশিয়া রিপলের সাথে অংশীদার হয়েছে। আপনি এখানে পুরো সংবাদটি পড়তে পারেন: https://cointelegraph.com/news/bangladesh-bank-with-4-billion-in-assets-now-employs-ripplenet

আমার মনে হয় প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমি মনে করি Kucoin এই বিষয়টি নিশ্চিত করে।
member
Activity: 124
Merit: 10
October 24, 2020, 02:01:55 AM
হঠাৎ Kucoin এর থেকে এ রকম একটা সংবাদ ভাই আমরা নিতে পারছি না। কিন্তু সংবাদটা শুনে খুশি হলাম।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 24, 2020, 12:30:42 AM
আমরা যারা কুকয়েন এর বিডি ট্রেডিং পেয়ার দেখে অনেক খুশি হচ্ছি- এইটা আসলে তেমন কিছুই না। এইটা localcryptos কিংবা localbitcoins এর মতই। তেমন কোন পার্থক্য নেই। এতে সরকার তেমন কিছু করতেও পারবে না।
কুকয়েন হঠাৎ এইরকম ডিসিশন নেয়ার কারন কি? বাংলাদেশ থেকে কি কোন সিগন্যাল পেয়েছে  Grin

আমিও এটা চিন্তা করতেছি বাংলাদেশ সরকার তাদেরকে গোপন কোনো সংকেত দিলো নাকি , আমার তো মনে হয় সরকার ক্রিপ্টো লিগ্যাল করার কাজ শুরু করে দিয়েছে এবং এইজন্য আগে থেকেই কুকয়েন কে পার্টনার করে রেখে দিয়েছে। আমি সঠিক নাও হতে পারি। যদি এমন কিছু হয়েই যায় তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমরা। দেখা যাক কি করে সরকার।
sr. member
Activity: 1372
Merit: 322
October 23, 2020, 11:41:40 PM
আমরা যারা কুকয়েন এর বিডি ট্রেডিং পেয়ার দেখে অনেক খুশি হচ্ছি- এইটা আসলে তেমন কিছুই না। এইটা localcryptos কিংবা localbitcoins এর মতই। তেমন কোন পার্থক্য নেই। এতে সরকার তেমন কিছু করতেও পারবে না।
কুকয়েন হঠাৎ এইরকম ডিসিশন নেয়ার কারন কি? বাংলাদেশ থেকে কি কোন সিগন্যাল পেয়েছে  Grin
member
Activity: 308
Merit: 22
October 23, 2020, 11:36:04 PM
kon exchange valo Bitcoin hold korarr jonno
বিটকয়েন হোল্ড করার জন্য কোনো প্রকার এক্সচেন্জই শ্রেয় নয়। মনে করলাম আপনার কিছু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে জমা আছে, তার অর্থ হলো যে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সির মালিক নন কেননা এক্সচেঞ্জ আপনাকে কোনো প্রকার প্রাইভেট কি প্রদান করে না। আপনি যেহেতু ক্রিপ্টো মুদ্রা দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান তাই আপনাকে অবশ্যই হার্ড ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেব।
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
October 23, 2020, 09:16:40 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


পি২পি তো চালু করে দিল কুকয়েন। কিন্তু তারা কিসের ভিত্তিতে এটা চালু করলো বুঝলাম না। কারন ব্যাংক ট্রাঞ্জেকশন হবে এই প্রক্রিয়া তে। আর আমরা জানি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ক্রিপ্টো রিলেটেড ট্রাঞ্জেকশন করা যায় না। তাহলে এখানে আমরা ট্রাঞ্জেকশন করব কিভাবে।

আমিও তাই মনে করি. বাংলাদেশ সরকার যদি এ সম্পর্কে জানতে পারে তবে তারা সম্ভবত ব্যবস্থা নেবে। আমি kucoin সাপোর্টেও কথা বলেছি। তারা বলেছে যে ইতিমধ্যে অনেকে সফলভাবে এই জাতীয় লেনদেন করেছেন। তবে আমি মনে করি আমাদের সেই ঝুঁকি নেওয়া উচিত নয়। আমরা এর জন্য কারাগারে যেতে পারি।

jr. member
Activity: 101
Merit: 2
October 23, 2020, 05:15:27 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112



বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনও অবৈধ। তাই, আমি বুজতে পারছি না কুকয়েন কিভাবে পারমিশন পেলো সরাসরি ক্র্যাপ্তকাররেন্সি P2P fiat বেচা কেনা করার তা আবার বাংলাদেশী টাকা তে । তবে, আমার মনে হয় সরকার খুব দ্রুতই এটাকে বৈধতা দিতে পারেন। কারণ অর্থমন্ত্রী ব্লকচেইন নিয়ে বাজেড এর কথা বলেছে সংসদ এ - Source ATN NEWS: https://www.youtube.com/watch?v=GtHLk5dt1IM

এবং সবচেয়ে বড় কথা এই যে, করোনা মহামারীর মধ্যেও,  ক্র্যাপ্তকাররেন্সির বেবহার আরো বাড়ছে যার কারণে খুব শিগ্রই সারা বিশ্বে বেশিরভাগ মানুষ ক্র্যাপ্তকাররেন্সি নিয়ে কাজ করবে । তাই আমি বিশ্বাস করি, যেকোনো দেশের প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক, ক্র্যাপ্তকাররেন্সি বন্ধ করতে পারবে না। হয়তো কিছু সময়ের অপেক্ষা।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 23, 2020, 03:18:01 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


পি২পি তো চালু করে দিল কুকয়েন। কিন্তু তারা কিসের ভিত্তিতে এটা চালু করলো বুঝলাম না। কারন ব্যাংক ট্রাঞ্জেকশন হবে এই প্রক্রিয়া তে। আর আমরা জানি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ক্রিপ্টো রিলেটেড ট্রাঞ্জেকশন করা যায় না। তাহলে এখানে আমরা ট্রাঞ্জেকশন করব কিভাবে।
jr. member
Activity: 35
Merit: 3
October 23, 2020, 02:50:37 PM
প্রায় সব Exchange মাঝে মাঝে #AMA রাখে। আসলে এই AMA টা কি?
যেমনঃ https://twitter.com/kucoincom/status/1319609518985146368?s=20
AMA মানে Ask Me Anything.
member
Activity: 86
Merit: 27
October 23, 2020, 02:30:02 PM
kon exchange valo Bitcoin hold korarr jonno
Exchange Bitcoin hold করনের লাইগা নয়। Trade করনের লাইগা। Bitcoin hold করনের লাইগা paper wallet use করেন। Bitaddress.org এর code Github দিয়া নামায়ে নেন - https://github.com/pointbiz/bitaddress.org. এরপর offline এ address আর private key তৈরি কইরা নেন। Private Key খাতায় লিখা রাখেন আর computer দিয়া মুইছা দেন। এরপর address টায় আপনার Bitcoin transfer কইরা নেন। খাতাটা যত্ন কইরা রাখেন আর পারলে দুই তিন জায়গায় লিখা রাখেন, যেগুলা কেবল আপনি জানবেন।

সর্বদা মনে রাইখেন - Not your Keys, not your Bitcoin.
member
Activity: 308
Merit: 22
October 23, 2020, 01:11:58 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


আমি কিছু সময় আগেই বিষয়টি সম্পর্কে জানতে পারি। বাংলাদেশ প্রথম সারির একটি দেশ যেখানে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। তো স্বাভাবিকভাবেই, যেখাবে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করা একদম নিষিদ্ধ সেখানে বাংলাদেশী টাকা দিয়ে কুকয়েনে P2P ট্রেড করার বিষয়টি অবিশ্বাস্য ব্যাপার। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, আরো বিস্তারিত জানার অপেক্ষায়।

কিভাবে কুকয়েনে P2P ট্রেড করবেন
Jump to: