Author

Topic: বাংলা (Bengali) - page 420. (Read 5718177 times)

member
Activity: 308
Merit: 22
October 23, 2020, 01:11:58 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


আমি কিছু সময় আগেই বিষয়টি সম্পর্কে জানতে পারি। বাংলাদেশ প্রথম সারির একটি দেশ যেখানে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। তো স্বাভাবিকভাবেই, যেখাবে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করা একদম নিষিদ্ধ সেখানে বাংলাদেশী টাকা দিয়ে কুকয়েনে P2P ট্রেড করার বিষয়টি অবিশ্বাস্য ব্যাপার। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, আরো বিস্তারিত জানার অপেক্ষায়।

কিভাবে কুকয়েনে P2P ট্রেড করবেন
newbie
Activity: 540
Merit: 0
October 23, 2020, 12:59:56 PM
 kon exchange valo Bitcoin hold korarr jonno
member
Activity: 124
Merit: 10
October 23, 2020, 12:20:25 PM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is  Abdullah500 form bitcointalk.org, and today  (21/10/2020 i sign a massages  with mycelium 2.3.0
thank you very much.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 186mHgZ5KtV355PRPzUBmcRj8G6Ly2N3bK

H5i7yih3pyvuUoqVsNvM4OuQyLQAdZbf21FBEHa9QPoraB9YEMqgou479yA2SNmP/o77/mkVdlJoZmUCO0H6Ohk=
-----END BITCOIN SIGNATURE-----

আপনার সাইন ম্যাসেজ এ কিছুটা ভুল রয়েছে মাইসেলিয়াম ও ইলেক্ট্রাম কনোটার মাধমেই ভভেরিভাই করা সম্ভাব হচ্ছেনা আপনি পুনরাই আবার সাইন ইন করুন।

 কিন্তু ভাই আমি তো মাইসিলিয়াম দিয়ে করেছি এবং সঠিকভাবে করেছি কিন্তু কি যে ভুল হল তা তো বলতে পারতেছি না। একটু হেল্প করেন
নতুন করে আরেকবার Sign করুন। Sign হয়ে গেলে এই Link গিয়ে Sign massage টা verify করুন। Link: Check:
https://tools.bitcoin.com/verify-message/
তারপর এই ফরমেটে জমা দিন।
Address: .............
Message: .............
Signature: .............

আশা করি বুজতে পেরেছেন।
member
Activity: 124
Merit: 10
October 23, 2020, 12:06:44 PM
প্রায় সব Exchange মাঝে মাঝে #AMA রাখে। আসলে এই AMA টা কি?
যেমনঃ https://twitter.com/kucoincom/status/1319609518985146368?s=20
hero member
Activity: 1498
Merit: 537
October 23, 2020, 11:44:13 AM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112

member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 23, 2020, 11:38:26 AM
ভাই, বিটকয়েন যে হারে অগ্রসর হচ্ছে, আমরা আশা করতে পারি শ্রীগ্রই আমাদের সরকার ও এটি মাথায় নিতে পারে।
যে দেশ বলতে পারে বিকাশের মাধ্যমে মানি লন্ডারিং হয়, যে দেশ গ্যাম্বলিং বন্ধ করার জন্য স্ক্রিল নেটেলার এর উপর নিষেধাজ্ঞা দিতে পারে, সে দেশের সরকারের উপর ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করার আশা করাটা বোকামি। আমাদের দেশের যারা উপরস্থলে আছেন, তারা এমন সব স্টেপ নেন যেগুলো যুক্তিহীন। আমার মনে হয় না আরো ৪/৫ বছর আমরা অপেক্ষা করলেও পাবো।
  সব কথা ভালো লাগলো কারন এসব বাস্তব সত্য। সরকারের প্রতিটি স্তরে অযোগ্য লোক বসে আছে। এখন শুধু জিডিপি হিসাব করা হয়। কিন্তু বাংলাদেশের জিডিপির ৬০-৭০% গুটি কতক লোকের কাছে বন্ধি। এসব দেখার কেউ নেই।

ক্রিপ্টোকারেন্সি তো অনেক পরের ব্যাপার। দেশের বর্তমান অবস্থা থেকে একটি স্বাভাবিক গনতান্ত্রিক দেশে পরিণত করতে অন্তত ৫০ বছর প্রয়োজন। এরপর হয়তো ক্রিপ্টোকারেন্সির কথা আসবে, তার আগে কোনো ভাবে সম্ভব সেটা বলা মুশকিল। ৫০ সংখ্যায় বেশি মনে হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এমন সময় লাগবে গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে।

সত্যিকার গনতান্ত্রিক দেশে ক্রিপ্টোকারেন্সি একটি নরমাল ব্যাপার। কিছু বিতর্ক তো থাকবেই সবখানে।
jr. member
Activity: 43
Merit: 2
October 23, 2020, 09:44:09 AM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is  Abdullah500 form bitcointalk.org, and today  (21/10/2020 i sign a massages  with mycelium 2.3.0
thank you very much.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 186mHgZ5KtV355PRPzUBmcRj8G6Ly2N3bK

H5i7yih3pyvuUoqVsNvM4OuQyLQAdZbf21FBEHa9QPoraB9YEMqgou479yA2SNmP/o77/mkVdlJoZmUCO0H6Ohk=
-----END BITCOIN SIGNATURE-----

আপনার সাইন ম্যাসেজ এ কিছুটা ভুল রয়েছে মাইসেলিয়াম ও ইলেক্ট্রাম কনোটার মাধমেই ভভেরিভাই করা সম্ভাব হচ্ছেনা আপনি পুনরাই আবার সাইন ইন করুন।

 কিন্তু ভাই আমি তো মাইসিলিয়াম দিয়ে করেছি এবং সঠিকভাবে করেছি কিন্তু কি যে ভুল হল তা তো বলতে পারতেছি না। একটু হেল্প করেন
jr. member
Activity: 43
Merit: 2
October 23, 2020, 08:51:11 AM
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 23, 2020, 06:48:54 AM
ভাই, বিটকয়েন যে হারে অগ্রসর হচ্ছে, আমরা আশা করতে পারি শ্রীগ্রই আমাদের সরকার ও এটি মাথায় নিতে পারে।
যে দেশ বলতে পারে বিকাশের মাধ্যমে মানি লন্ডারিং হয়, যে দেশ গ্যাম্বলিং বন্ধ করার জন্য স্ক্রিল নেটেলার এর উপর নিষেধাজ্ঞা দিতে পারে, সে দেশের সরকারের উপর ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করার আশা করাটা বোকামি। আমাদের দেশের যারা উপরস্থলে আছেন, তারা এমন সব স্টেপ নেন যেগুলো যুক্তিহীন। আমার মনে হয় না আরো ৪/৫ বছর আমরা অপেক্ষা করলেও পাবো।
member
Activity: 124
Merit: 10
October 23, 2020, 05:00:48 AM
পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করলো। Good news for Cryptocurrency Holder...
নিঃসন্দেহে এইটা ভালো নিউজ। পেপাল অনেক বড় পেমেন্ট মেথড এবং বিশ্বের অনেক দেশ দ্বারা স্বীকৃত। যেহেতু পেপাল দিয়ে ক্রিপ্টো বায় সেল কিংবা হোল্ড করা যাবে, আমি মনে করি ক্রিপ্টোর গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়ে যাবে।
আমাদের ভাগ্য খারাপ যে আমাদের না আছে পেপাল, না আছে ক্রিপ্টো।
ভাই, বিটকয়েন যে হারে অগ্রসর হচ্ছে, আমরা আশা করতে পারি শ্রীগ্রই আমাদের সরকার ও এটি মাথায় নিতে পারে।
member
Activity: 124
Merit: 10
October 23, 2020, 04:50:06 AM
ভাই, প্রথমে আপনাকে অসখ্য ধন্যবাদ। এই রকম তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই তথ্যটা দেখার পর বিশেষ করে আমাদের মত নতুনদের খুব উপকার হবে। এই নিয়ম গুলো অনূরসন করলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের Twitter Ban হওয়ার সম্ভবনা কমে যাবে।
member
Activity: 124
Merit: 10
October 23, 2020, 04:23:16 AM
বিটকয়েন অনেকদিন পর ১৩০০০$ ক্রস করল। দেখে খুবই ভালো লাগসে।আমার তো মনে হচ্ছে ১৫০০০$ ও পার করে ফেলবে এই ধাক্কায় যদি আরো ২-১টা ভালো নিউজ আসে বিটকয়েন এর জন্য। আর সবচেয়ে বড় হল যদি হোয়েলস রা বিটকয়েন এর এই সাপোর্ট ধরে রাখে তাহলে আমারা একটা ভালো বুলরান আশা করতেই পারি।
আপনাদের কি মতামত বিটকয়েন এর এবারের এই পাম্প নিয়ে?
ভাই, আমার মনে হয় Bitcoin এর এই pump টা Paypal এর news আশার পর শুরু হলো। এবং অনেক investor ও এখন Bitcoin এর দিকে লক্ষ্য দিচ্ছে। আশা করা যায় $২০০০০ পার করতে পারে এই সালে।
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
October 22, 2020, 10:06:14 PM
বিটকয়েন অনেকদিন পর ১৩০০০$ ক্রস করল। দেখে খুবই ভালো লাগসে।আমার তো মনে হচ্ছে ১৫০০০$ ও পার করে ফেলবে এই ধাক্কায় যদি আরো ২-১টা ভালো নিউজ আসে বিটকয়েন এর জন্য। আর সবচেয়ে বড় হল যদি হোয়েলস রা বিটকয়েন এর এই সাপোর্ট ধরে রাখে তাহলে আমারা একটা ভালো বুলরান আশা করতেই পারি।
আপনাদের কি মতামত বিটকয়েন এর এবারের এই পাম্প নিয়ে?

বিটকয়েন এর দাম যদি $১৫০০০ খুব তারাতারি যায়  তাহলে আশা করা যায় বিটকয়েন এর দাম ২০১৭ সালের অল টাইম হাই দাম এর চাইতে বেশী হবে। কয়েক মাসের মধ্যে নতুন অল টাইম হাই দাম হবে বিটকয়েন এর
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 22, 2020, 01:01:42 PM
বিটকয়েন অনেকদিন পর ১৩০০০$ ক্রস করল। দেখে খুবই ভালো লাগসে।আমার তো মনে হচ্ছে ১৫০০০$ ও পার করে ফেলবে এই ধাক্কায় যদি আরো ২-১টা ভালো নিউজ আসে বিটকয়েন এর জন্য। আর সবচেয়ে বড় হল যদি হোয়েলস রা বিটকয়েন এর এই সাপোর্ট ধরে রাখে তাহলে আমারা একটা ভালো বুলরান আশা করতেই পারি।
আপনাদের কি মতামত বিটকয়েন এর এবারের এই পাম্প নিয়ে?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2020, 12:53:28 PM
তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।

স্পাম হ্যাশট্যাগ ব্যবহার করলে কিছুটা সমস্যা হতে পারে। স্পাম হ্যাশট্যাগ বলতে যেসব টুইটে আপনি অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করছেন সেগুলোকে বোঝানো হচ্ছে। যেমন, আপনার পোস্ট হল ক্রিপ্টো নিয়ে কিন্তু আপনি রিচ বাড়ানোর জন্য একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলেন। সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে, আপনার একাউন্টে কিছু লিমিট দিতে পারে। এইটা নির্দিষ্ট কোন রুলস না, কিন্তু এইটা কমন সেন্স এবং আমি কোথাও দেখেছি এইটা।

ভাই আপনি একটু আমার পোষ্টটি ভালো করে পড়ুন, আমি উপরে বলছি যে অনেক সচেতন ক্রিপ্টো ব্যবহাহারকারী টু্ইটারে ওমন টুইট রিপোর্ট করে এবং এটিও আপনি বলছেন। আমি শুরুতে বিষয়টি বলেছি, তাই আবার নতুন করে উক্তি করি নাই। লেখাটা একটু অন্যরকম করে বলছি , আশা করি বিষয়টি বুঝতে পারবেন।  Cheesy
sr. member
Activity: 1372
Merit: 322
October 22, 2020, 12:45:33 PM
but টুইট করার সময়  #- ট্যাগ গুলো খেল করে দিবেন। ক্রিপ্টো,  বিটিসি, ইথার, Cryptocurrency ইত্যাদি এই tag গুলো খুব কম use করবেন আমার একটা টুইটার একাউন্ট ব্যান্ড হইসে,

তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।
স্পাম হ্যাশট্যাগ ব্যবহার করলে কিছুটা সমস্যা হতে পারে। স্পাম হ্যাশট্যাগ বলতে যেসব টুইটে আপনি অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করছেন সেগুলোকে বোঝানো হচ্ছে। যেমন, আপনার পোস্ট হল ক্রিপ্টো নিয়ে কিন্তু আপনি রিচ বাড়ানোর জন্য একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলেন। সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে, আপনার একাউন্টে কিছু লিমিট দিতে পারে। এইটা নির্দিষ্ট কোন রুলস না, কিন্তু এইটা কমন সেন্স এবং আমি কোথাও দেখেছি এইটা।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2020, 11:52:19 AM
আমি একটি বিষয় লক্ষ্য করলাম @Istiaque এবং @nissanahammed28 আপনারা নিজে থেকে অনেক রুলস তৈরি করতেছেন টুইটারের জন্য। কোনো সোর্স ছাড়া আপন মনে রুলস/নিয়ম তৈরি করা বন্ধ করুন। আর আমি এখানে অফিসিয়াল টুইটারের লিমিটেশন সম্পর্কিত লিংক দিলাম: https://help.twitter.com/en/rules-and-policies/twitter-limits
এরপর থেকে ভালো করে রিসার্স করবেন এবং নতুনদেরকে ভুল তথ্য দেয়া থেকে দূরে থাকুন। অন্যথায় আমি ব্যবস্থা নিব, কারণ মেরিটের জন্য সবাই এভাবে এখানে ভুল তথ্য দিলে খুবই খারাপ লাগে।

টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?

টুইটারে কিছু লিমিটেশন আছে। নিচে সবগুলো দিয়ে দিলাম:
  • টুইট ও রিটুইট করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ২৪০০ টুইট ও রিটুইট করতে পারবেন এবং এটি টুইটারে আপডেট হয় প্রতি ৩০ মিনিটে।
  • ই-মেইল পরিবর্তন: প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪ টি ই-মেইল পরিবর্তন করতে পারবেন।
  • ফলো করার লিমিট: প্রতিদিন সর্বোচ্চ ৪০০ ফলো ও আনফলো করতে পারবেন। আপনার যখন ৫০০০ ফলোয়ার হবে, তখন টুইটার ফলো করার একটি লিমিট করে দিবে এবং এটি কোনো নির্দিষ্ট নয়।

এখন আমার কিছু উপদেশ সকল ব্যবহারকারীদের উদ্দেশ্য: ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে একটু সময় নিবেন এবং বটের মতো একবারেই অনেক ফলো করিয়েন না। আর আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ফলোয়ার বাড়ানোর চেষ্টা না করাই ভালো , আর যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে "App and Sessions" থেকে সাথে সাথে ওই ওয়েবসাইটটি সরিয়ে/রিমুভ করবেন। এখন আসি টুইট ও রিটুইট এর ক্ষেত্রে, আপনি যখনই একটি টুইট কিংবা রিটুইট করবেন, তখন থেকে সর্বনিম্ন ১ মিনিট অপেক্ষা করুন নতুন টুইট কিংবা রিটুইট করার জন্য। আমি এই নিয়মগুলো মেনে চলি এবং একাউন্টের তেমন সমস্যা হয় না। শুধু স্ক্যাম প্রজেক্টের বাউন্টি থেকে দূরে থাকুন, কারণ ওসব ওয়েবসাইটের টুইট ও রিটুইটগুলো রিপোর্ট খায় এবং যারা রিটুইট করে তাদের একাউন্ট লিমিট হয়। আর এটি আমার সাথে অনেকবার হয়েছে এবং সেইজন্য সকল ফালতু প্রজেক্টে জয়েন করি না ।



তবে আপনার সাথে আরো একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে টুইটারে প্রতি ঘন্টাতে ৫-৬ টা এর  বেশি টুইট বা রিটুইট না করাই ভালো হবে কারণ  অনেক  রুলস আছে টুইটার বলেও না আবার কোথাও লেখাও নাই । যে কারনেই অনেক সময় সকল নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভাব হয়না , আমাদের মুল্যবান এ্যাকাউন্ট গুলা হারাতে হয়।

ভাই এমনও সময় ছিল যখন আমি প্রতি ঘন্টাতে ৩২ টা টুইট ও রিটুইট করেছিলাম এবং একাউন্টের কোনো সমস্যা হয় নাই । শুধু উপরের বলা, নিয়মগুলো ধৈর্য্য সহকারে মেনে চলছিলাম।

but টুইট করার সময়  #- ট্যাগ গুলো খেল করে দিবেন। ক্রিপ্টো,  বিটিসি, ইথার, Cryptocurrency ইত্যাদি এই tag গুলো খুব কম use করবেন আমার একটা টুইটার একাউন্ট ব্যান্ড হইসে,

তাহলে তো সকল বাউন্টি হান্টারদের এতদিন একাউন্ট টিকার কথা না। আপনি হ্যাসট্যাগ ব্যবহার করুন , কিন্তু স্ক্যাম/ফালতু টুইট-রিটুইটগুলোতে এসব হ্যাসট্যাগ ব্যবহার করবেন না। উপরেই বললাম, ওসব একাউন্টগুলোর টুইট-রিটুইটগুলো সচেতন ক্রিপ্টোব্যবহারকারীরা রিপোর্ট করে এবং ফলস্বরূপ একাউন্ট ব্যান হয়।


সকলের উদ্দেশ্য একটি অনুরোধ


(১) আপনারা এখন থেকে বাউন্ট নিয়ে এমন পোষ্ট করা বন্ধ করুন , কারণ নিজেদের মানে বাংলাদেশের জন্য যদি আপনারা একটি একক একাউন্ট চান। তাহলে আমাদেরকে প্রথমেই এই লোকাল বোর্ডটিকে তথ্যবহুল করুন এবং বাউন্টি বিষয়ক তথ্য কখনোই এই বোর্ডটিকে তথ্যবহুল করবে না।

(২) বিটকয়েনটক ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহার করা যায়, এইজন্য আপনারা মেরিট অ্যাবইউজ করিয়েন না। আর একাউন্টটিকে উচ্চপদে নেয়ার জন্য ভুল তথ্য শেয়ার করবেন না এবং ফোরামের সকল নিয়ম মেনে চলুন।

(৩) যারা প্রোগ্রামিং জানেন, তারা ডেভেলপমেন্ট বিষয় নিয়ে আলোচনা শুরু করুন কিংবা প্রশ্ন করুন। এতে সকলের জ্ঞান বৃদ্ধি পাবে।

(৪) ফোরামটিকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রথমে জ্ঞান অর্জন করুন এবং দ্বিতীয় অবস্থানে ইনকামের জন্য ব্যবহার করুন।
sr. member
Activity: 1372
Merit: 322
October 22, 2020, 11:36:30 AM
পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করলো। Good news for Cryptocurrency Holder...
নিঃসন্দেহে এইটা ভালো নিউজ। পেপাল অনেক বড় পেমেন্ট মেথড এবং বিশ্বের অনেক দেশ দ্বারা স্বীকৃত। যেহেতু পেপাল দিয়ে ক্রিপ্টো বায় সেল কিংবা হোল্ড করা যাবে, আমি মনে করি ক্রিপ্টোর গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়ে যাবে।
আমাদের ভাগ্য খারাপ যে আমাদের না আছে পেপাল, না আছে ক্রিপ্টো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 22, 2020, 07:23:43 AM
১. আপনি যদি কোনও নির্দিষ্ট থ্রেডে কিছু অনুসন্ধান করতে চান তবে আপনাকে প্রথমে সেই থ্রেডটি খুলতে হবে। তারপর আপনি সহজেই আপনার সমস্ত উত্তর পেতে অনুসন্ধান বাটন ব্যবহার করতে পারেন।
এইটা বের করার অন্য ওয়েও আছে। যদিও আপনি যেভাবে বলছেন সেটাই বেস্ট। অনেক থ্রেডে আমরা দেখি সবগুলো পোস্ট দেখার জন্য All একটা অপশন থাকে। ওইটাতে ক্লিক করে আপনি যা খুজতেছেন সেই রিলেটেড কোন ওয়ার্ড কিংবা কোন এড্রেস খুজলে উক্ত এড্রেসটি আপনার ব্রাউজারের Find in page অপশনে পেস্ট করে সার্চ করলেও পাওয়া যাবে।
member
Activity: 86
Merit: 21
October 22, 2020, 04:28:04 AM
টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
না। এমন কোনো লিমিট নেই। তবে যেকোনো দুটি টুইট বা রিটুইট করার মাঝে কিছু সময়ের ব্যবধান রাখা উচিত। কারন এসব কারনে অনেক টুইটার একাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নিজের একাউন্ট এর সেফটির জন্য সময়ের ব্যবধান রেখে ইউজ করা উচিত বলে মনে করছি।
সাধারণত বাউন্টি করার জন্য বেশি টুইট বা রিটুইট এর প্রয়োজন হয়। তাই বাছাই করে কিছু ভালো বাউন্টি করার সাজেশন থাকলো।

ধন্যবাদ ভাই,
তবে আপনার সাথে আরো একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে টুইটারে প্রতি ঘন্টাতে ৫-৬ টা এর  বেশি টুইট বা রিটুইট না করাই ভালো হবে কারণ  অনেক  রুলস আছে টুইটার বলেও না আবার কোথাও লেখাও নাই । যে কারনেই অনেক সময় সকল নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভাব হয়না , আমাদের মুল্যবান এ্যাকাউন্ট গুলা হারাতে হয়।
Jump to: