Author

Topic: বাংলা (Bengali) - page 421. (Read 5718451 times)

member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
October 22, 2020, 03:59:48 AM
পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করলো।
নিঃসন্দেহে গত কিছুদিন ধরে ভালো সংবাদ গুলোর মধ্যে এটি একটি। এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার আরো এক ধাপ এগিয়ে গেলো। সর্বোপরি এটি একটি ভালো সংবাদ যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির গ্লোবাল ইউজার সংখ্যা ও ব্যবহার দুটোই বৃদ্ধি পাবে।

পেপাল প্রাথমিকভাবে নতুন ক্রিপ্টো পরিষেবার মাধ্যমে 4 টি ক্রিপ্টোকারেন্সি সমর্থন করবে: বিটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ এবং লাইটকয়েন। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পেপাল অ্যাকাউন্টধারীরা এই সেবাটি গ্রহণ করতে পারবে । সংস্থাটি প্রথমে ভেনমো-তে এর  কার্যপ্রনালী প্রসারিত করবে এবং ২০২১ সালের প্রথমার্ধে আন্তর্জাতিক বাজারগুলি নির্বাচন করার পরিকল্পনা করেছে।

টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
যেকোনো দুটি টুইট বা রিটুইট করার মাঝে কিছু সময়ের ব্যবধান রাখা উচিত। কারন এসব কারনে অনেক টুইটার একাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নিজের একাউন্ট এর সেফটির জন্য সময়ের ব্যবধান রেখে ইউজ করা উচিত বলে মনে করছি।
সাধারণত বাউন্টি করার জন্য বেশি টুইট বা রিটুইট এর প্রয়োজন হয়। তাই বাছাই করে কিছু ভালো বাউন্টি করার সাজেশন থাকলো।
member
Activity: 86
Merit: 21
October 22, 2020, 03:34:54 AM
ধন্যবাদ ভাই।
টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
জানা থাকলে জানাবেন প্লিজ।

হ্যা টুইটার এর কিছু লিমিটেশন আছে আপনি একটা আনভেরিফাইড এ্যাকাউনট দিয়ে দিনে সর্বোচ্চো ৪০০ টা ফলো করতে পারবেন আর ভেরিফাইড এ্যাকাউন্ট এর মাধমে একদিনে সর্বোচ্চ ১০০০ টা ফলো করতে পারবেন, আর একটা এ্যাকাউন্ট এর মাধমে আপনি সর্বোচ্চ ৫০০০ জন কে ফলো করতে পারবেন।

ইংরেজিতে নিয়ম গুলা এভাবে দেওয়া আছে আমি চেস্টা করেছি বাংলাতে সহজ ভাষায় বলতে।
What are the technical follow limits?

We don’t limit the number of accounts you can follow overall, but there are some limits as to the pace at which you can do so.
Every Twitter account is able to follow up to 400 accounts per day. Verified Twitter accounts are able to follow up to 1,000 accounts per day.
In addition to the daily limits, there are follow ratios that go into effect once you’re following a certain number of accounts:
Every Twitter account can follow up to 5,000 accounts. Once you reach that number, you may need to wait until your account has more followers before you can follow additional accounts.
This number is different for each account and is automatically calculated based on your unique ratio of followers to following.


আর বিস্তারিত জানতে চাইলে আপনি টুইটার রুলস এ্যান্ড পলিছিটার্মস এ্যান্ড কন্ডিশন দেখতে পারেন।
member
Activity: 116
Merit: 10
October 22, 2020, 02:44:39 AM
member
Activity: 86
Merit: 21
October 22, 2020, 02:32:43 AM
member
Activity: 116
Merit: 10
October 22, 2020, 02:23:28 AM
টুইটার একাউন্ট নিরাপদ রাখতে পারবো কি করলে দয়া করে কেউ কি একটু জানাবেন।
member
Activity: 86
Merit: 21
October 22, 2020, 01:52:33 AM
ETH 2.0 is testnet successful. Ethereum 2.0 deposit contract to launch this week. Good luck ETH.

Ethereum 2.0 তে লেনদেন শুরু হওয়া মাত্র কয়েকশতগুন বেশি দ্রুত ইথারিয়াম লেনদেন সম্পন্ন হবে এক্ষেত্রে সময় আরো অনেক বাচবে প্রতিটা লেনদেন আরো দ্রুতো হবে, আরো নতুন বেশ কিছু সুবিধা যুক্ত হবে এক কথাতে বলা যায় যে বিটক্যেন এর পরের অবস্থান ইথারিয়াম নিয়ে রাখবে  আর করনার পরবর্তি সময়ে বিটকয়েন আর ইথারিয়াম এর গুরুত্ত আরো বেড়ে যাবে। ডেবিট বা ক্রেডিট ভিসা/মাস্টার কার্ড এর থেকে মানুষ এখন বিটক্যেন ও  ক্রিপ্টো কারেন্সির উপরে নির্ভর  করবে অনেক বেশি। অন্যতম শুবিধা বলতে এখানে তথ্য  চুরি করে লেনদেন করা সমভব না মাস্টার কার্ড বা  ভিসা কার্ড এ জেভাবে করে  থাকে।
member
Activity: 86
Merit: 21
October 21, 2020, 11:50:16 PM
পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করলো। Good news for Cryptocurrency Holder...

এটা অনেক ভালো সংবাদ যে পেপাল ক্রিপ্টো কারেন্সি গ্রহন করেছে তবে আমার মনে হয় বাংলাদেশ থেকে এখনো পেপাল বৈধভাবে ব্যাবহার করা যায়না তাই আমরা তেমন কোনো লাভমান  হতে পারব বলে মনে হয়না, বাংলাদেশ যখন পেপাল ও ক্রিপ্টো কারেন্সি বৈধ বলে ঘোষণা দেবে তারপরেই  মুলত আমরা লাভমান হতে পারবো। বাংলাদেশে এবং ভারত এর জন্যে নেটেলার ও স্ক্রীল ব্যাক্তি থেকে ব্যাক্তি লেনদেন বন্ধ করে দিয়েছে এগুলা লক্ষ  করলে কিছুটা অনুমান করা যায় যে পেপাল বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধ করতে অনেক দেরি আছে।
member
Activity: 124
Merit: 10
October 21, 2020, 11:39:36 PM
পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করলো। Good news for Cryptocurrency Holder...
member
Activity: 86
Merit: 21
October 21, 2020, 11:22:03 PM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is  Abdullah500 form bitcointalk.org, and today  (21/10/2020 i sign a massages  with mycelium 2.3.0
thank you very much.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 186mHgZ5KtV355PRPzUBmcRj8G6Ly2N3bK

H5i7yih3pyvuUoqVsNvM4OuQyLQAdZbf21FBEHa9QPoraB9YEMqgou479yA2SNmP/o77/mkVdlJoZmUCO0H6Ohk=
-----END BITCOIN SIGNATURE-----

আপনার সাইন ম্যাসেজ এ কিছুটা ভুল রয়েছে মাইসেলিয়াম ও ইলেক্ট্রাম কনোটার মাধমেই ভভেরিভাই করা সম্ভাব হচ্ছেনা আপনি পুনরাই আবার সাইন ইন করুন।
jr. member
Activity: 43
Merit: 2
October 21, 2020, 01:01:41 PM
Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
This is  Abdullah500 form bitcointalk.org, and today  (21/10/2020 i sign a massages  with mycelium 2.3.0
thank you very much.
-----BEGIN BITCOIN SIGNATURE-----
Version: Bitcoin-qt (1.0)
Address: 186mHgZ5KtV355PRPzUBmcRj8G6Ly2N3bK

H5i7yih3pyvuUoqVsNvM4OuQyLQAdZbf21FBEHa9QPoraB9YEMqgou479yA2SNmP/o77/mkVdlJoZmUCO0H6Ohk=
-----END BITCOIN SIGNATURE-----
jr. member
Activity: 101
Merit: 2
October 21, 2020, 12:30:35 PM

< -- snip -- >

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা শিখার চাইতে আয় করার প্রতি বেশি মনযোগী। আমরা যদি প্রথমে শিখার চিন্তা করি তাহলে পরে অনেক আয় করা যায়। কিন্তু সে পথে কেউ আগাতে রাজি নয়। এই ফোরামে অনেক কিছু শেখার আছে। আমি অনেকদিন এই ফোরামে আছি এবং আমি যাই জানি, এই ফোরামের সাহায্যেই শিখেছি।
আমি ব্যক্তিগত ভাবে কিছুটা ব্যস্ত। আমিও শীঘ্রই কিছু আর্টিকেল লিখবো চিন্তা করেছি।

কথা একদম সত্য। আমার কিছু বন্ধুকে বললাম আগে , নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে এবং কাজ নিজে থেকে চলে আসবে। কিন্তু আমি ব্যর্থ , কারণ তারা বসে বসে লাখপতি হতে চায় এবং MLM/Pyramid/Ponzi স্কিমগুলোতে ইনকাম করা শুরু করছে ভুয়া স্কিনশট ম্যাসেন্জারের "মাই ডে" তে দিয়ে। তাই সকলকে এইটাই বলি, জ্ঞান অর্জন আগে।

ভালো লাগলো যে, সকল মেম্বাররা আমরা পোষ্ট লেখা শুরু করবো। আর এমন চলতে থাকলে তো আমাদের একটি একক সেকশন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে।  Cheesy

আপনি ঠিক বলেছেন ভাই। বেশিরভাগ মানুষ শর্টকাট এ ইনকাম করতে চায়। আমার কথা দিয়েই না হয় শুরু করি। সময়টা তখন ২০১৬, অনেক কষ্ট করে একটা কম্পিউটার কিনলাম। কারণ এক বড় ভাই বলেছিলো অনলাইন থেকে ইনকাম করা যায়। ওই সূত্র ধরেই অনলাইন যাত্রা শুরু। কিন্তু সত্য বলতে ২ বছর ধরে আমি কোনো ইনকাম করতে পারি নি, কারণ আমি কোনো দক্ষতা বা নলেজ ছাড়া ইনকাম করতে চেয়েছিলাম, কিন্তু পারি নি। তারপর ২০১৯ সালের কথা, তখন ক্রিপ্টো নিয়ে একটু ধারণা পাই, সেই থেকে আমার ক্র্যাপ্তকাররেন্সি নিয়ে যাত্রা শুরু। এয়ারড্রপ বাউন্টি নিয়ে শিখলাম এবং কাজ শুরু করলাম।

কিন্তু এখানেও সমস্যা, অনেক স্ক্যাম প্রজেক্ট এ ভরা। কিছু প্রজেক্ট পেমেন্ট দেয় আবার কিছু প্রজেক্ট পেমেন্ট দেয় না। এদিকে আমার অনেক সময় পরিশ্রম ২ টাই বৃথা। তাই চিন্তা করলাম কিভাবে ভালো মানের প্রজেক্ট খুঁজে পাওয়া যায়। তাই তখন থেকে একটু একটু করে পড়াশুনা শুরু করলাম, ব্লকচেইন এবং Crytocurrency নিয়ে। এমনিতে তেমন একটিভ থাকতাম না Bitcointalk এ, এবং এত টাকা ইনকাম করার পর আমি দীর্ঘদিন একটিভ ছিলাম না Bitcointalk এ। কিন্তু আমি ভাবলাম এরকম হটাৎ কাজ ছেড়ে দিলে আমি অনেক পেছনে চলে যাবো, তাই আবার আসলাম। তাছাড়া, যাইহোক, কাজের ক্ষেত্রে Bitcointalk এ যারা সিনিয়র ভাইরা আছে তাদের পোস্ট গুলো পড়তাম। বলতে গেলে, দিনে ৩ ৪ ঘন্টা পড়ার জন্য ঠিক করে রাখতাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা হলো। এবং তার পর থেকে এয়ারড্রপ বা বাউন্টি নিয়ে কাজ করি। Cyptocurrency নিয়ে পড়াশুনার পর যখন আমি স্ক্যাম এবং ট্রাস্টেড প্রজেক্ট বের করতে পারি, তখন থেকেই আমার ইনকাম শুরু।

তাছাড়া তখন ক্রিপ্টো মার্কেট এর অবস্থা খুব ভালো ছিল। ১ বছরের মাথায় আমি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা ইনকাম করেছি এয়ারড্রপ এবং বাউন্টি মিলিয়ে। তারপর আমি আরো পড়াশুনা শুরু করি,  এক সময় আমি আরো নলেজ অর্জন করি। তারপর আইসিও কোম্পানিতে জব শুরু করি কাস্টমার সাপোর্ট এর ওপর। আলহামদুলিল্লাহ এখনো কাজ করছি। ছোট পদ হোক কিংবা বড়, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমাকে তিনি ধর্য্য এবং ইচ্ছা শক্তি দিয়েছেন cryptocurrency নিয়ে কাজ করার। আমার ইচ্ছা আমি আরো পড়বো এবং আরো ওপরে যাওয়ার ইচ্ছা। আল্লাহ যেন আমার মনের আসা পূরণ করেন আমীন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 21, 2020, 11:29:41 AM

< -- snip -- >

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা শিখার চাইতে আয় করার প্রতি বেশি মনযোগী। আমরা যদি প্রথমে শিখার চিন্তা করি তাহলে পরে অনেক আয় করা যায়। কিন্তু সে পথে কেউ আগাতে রাজি নয়। এই ফোরামে অনেক কিছু শেখার আছে। আমি অনেকদিন এই ফোরামে আছি এবং আমি যাই জানি, এই ফোরামের সাহায্যেই শিখেছি।
আমি ব্যক্তিগত ভাবে কিছুটা ব্যস্ত। আমিও শীঘ্রই কিছু আর্টিকেল লিখবো চিন্তা করেছি।

কথা একদম সত্য। আমার কিছু বন্ধুকে বললাম আগে , নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে এবং কাজ নিজে থেকে চলে আসবে। কিন্তু আমি ব্যর্থ , কারণ তারা বসে বসে লাখপতি হতে চায় এবং MLM/Pyramid/Ponzi স্কিমগুলোতে ইনকাম করা শুরু করছে ভুয়া স্কিনশট ম্যাসেন্জারের "মাই ডে" তে দিয়ে। তাই সকলকে এইটাই বলি, জ্ঞান অর্জন আগে।

ভালো লাগলো যে, সকল মেম্বাররা আমরা পোষ্ট লেখা শুরু করবো। আর এমন চলতে থাকলে তো আমাদের একটি একক সেকশন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে।  Cheesy
sr. member
Activity: 1372
Merit: 322
October 21, 2020, 11:24:28 AM
আমরা সবাই এইখানে বাউন্টি আর ক্যাম্পেইন নিয়ে, এককথায় ইনকাম নিয়েই আলোচনা করি। কিন্তু কেউই খুব একটা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্ট কিংবা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি না। ক্যাম্পেইন কিংবা বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য আপনারা টেলিগ্রাম গ্রুপ @BountyHunk এ জয়েন হতে পারেন। এইখানে আলোচনা ক্রিপ্টো নিয়েই রাখা ভালো হবে মনে হয়।

এই বিষয়টি নিয়ে আমি একমত এবং আমার জরুরি কিছু কাজ শেষ হইলে বিভিন্ন বিষয়ের উপর পোষ্ট লেখা শুরু করব। আশা করি, তখন আমরা সকলে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারবো।  Cheesy
অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা শিখার চাইতে আয় করার প্রতি বেশি মনযোগী। আমরা যদি প্রথমে শিখার চিন্তা করি তাহলে পরে অনেক আয় করা যায়। কিন্তু সে পথে কেউ আগাতে রাজি নয়। এই ফোরামে অনেক কিছু শেখার আছে। আমি অনেকদিন এই ফোরামে আছি এবং আমি যাই জানি, এই ফোরামের সাহায্যেই শিখেছি।
আমি ব্যক্তিগত ভাবে কিছুটা ব্যস্ত। আমিও শীঘ্রই কিছু আর্টিকেল লিখবো চিন্তা করেছি।
newbie
Activity: 30
Merit: 0
October 20, 2020, 12:41:53 PM
আমরা সবাই এইখানে বাউন্টি আর ক্যাম্পেইন নিয়ে, এককথায় ইনকাম নিয়েই আলোচনা করি। কিন্তু কেউই খুব একটা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্ট কিংবা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি না। ক্যাম্পেইন কিংবা বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য আপনারা টেলিগ্রাম গ্রুপ @BountyHunk এ জয়েন হতে পারেন। এইখানে আলোচনা ক্রিপ্টো নিয়েই রাখা ভালো হবে মনে হয়।
ভাই আপনি একদম সত্যি কথা বলেছেন তার সাথে আমি আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কারন আপনি একজন সিনিয়র ভাই, তাই আপনি আমাদের জন্য এত্ত ভালো ভাবনা নিয়ে হাজির হয়েছেন,আমি আপনার দেয়া টেলিগ্রাম এ জয়েন হয়েগেলাম আমার টেলিগ্রাম @harami32। আমি আশাকরি আগামী দিনেও আপনি আমাদের পাশে থাকবেন এবং সব ধরনের সহজগিতা করবেন। ধন্যবাদ ভাই
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 20, 2020, 12:35:40 PM
আমরা সবাই এইখানে বাউন্টি আর ক্যাম্পেইন নিয়ে, এককথায় ইনকাম নিয়েই আলোচনা করি। কিন্তু কেউই খুব একটা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্ট কিংবা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি না। ক্যাম্পেইন কিংবা বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য আপনারা টেলিগ্রাম গ্রুপ @BountyHunk এ জয়েন হতে পারেন। এইখানে আলোচনা ক্রিপ্টো নিয়েই রাখা ভালো হবে মনে হয়।

এই বিষয়টি নিয়ে আমি একমত এবং আমার জরুরি কিছু কাজ শেষ হইলে বিভিন্ন বিষয়ের উপর পোষ্ট লেখা শুরু করব। আশা করি, তখন আমরা সকলে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারবো।  Cheesy
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 20, 2020, 12:02:19 PM
আমরা সবাই এইখানে বাউন্টি আর ক্যাম্পেইন নিয়ে, এককথায় ইনকাম নিয়েই আলোচনা করি। কিন্তু কেউই খুব একটা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্ট কিংবা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি না। ক্যাম্পেইন কিংবা বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য আপনারা টেলিগ্রাম গ্রুপ @BountyHunk এ জয়েন হতে পারেন। এইখানে আলোচনা ক্রিপ্টো নিয়েই রাখা ভালো হবে মনে হয়।
member
Activity: 308
Merit: 22
October 20, 2020, 11:08:51 AM
আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।
আপনি এখনো নিউবি মেম্বার, ফোরামে জুনিয়র মেম্বার এবং তার উপরের র‍্যাংক যারা তারাই সিগ্নেচার ব্যবহার করতে পারে। আপনাকে আগে মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে। তবে বেশিরভাগ বাউন্টি মনে হয় জুনিয়র মেম্বারদের এলাউ করেনা। আর বিটকয়েন পেমেন্ট এর ক্যাম্পেইন এ ফুল মেম্বার+ হতে হয়। মেম্বারদের জন্যে খুব কম ক্যাম্পেইন আছে।
সিগ্নেচার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করা আমার সবার কাছে খুবই কাক্ষিত কেননা এখানে প্রতি সপ্তাহ অন্তর একটি ভালো এমাউন্ট পাওয়া যায়। অবশ্য সার্ভিস বোর্ডে প্রায় সব সিগ্নেচার ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ফুল মেম্বার টু লিজেন্ডারি র‍্যাংক হতে হয়। বর্তমানে আমি মেম্বার র‍্যাংক এ আছি এবং গত তিন সপ্তাহ ধরে বেটনোমি সিগ্নেচার ক্যাম্পেইনে আছি, যা আমার মতো প্রোফাইলের জন্য অনেক বড় পাওয়া। তাই সবাইকে বলবো আপনারা কাজ চালিয়ে যান, থেমে থাকবেন না। জয় আমাদের হবেই।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
October 20, 2020, 10:55:38 AM
আপনি মনে হয় একেবারেই আকাশ ছোয়া সপ্নে বিভোর হয়ে গেছেন কারন এখানে আপনি খুব সহজেই কথাটা বলে দিলেন জে আপনি সিগ্নেচার কেম্পেইন কাজ করবেন বলা সহজ করা কঠিন।

আগে জুনিয়র মেম্বার হন,
পরে স্বপ্ন দেখেন।

@kasakola এবং @dhaldanga আপনাদেরকে শুধু একটাই কথা বলব যে, আকাশ ছোয়া স্বপ্ন দেখা উচিত। আমি অন্যদের জানি, শুধু আমার বর্তমান অবস্থার কথা বলি:  আল্লাহ তায়ালার রহমতে বর্তমানে আমি ক্রিপ্টো থেকে ইনকাম করে বাড়ির ৫টি রুম প্লাসটার করলাম, নিজের জন্য  Realme 5i মোবাইল কিনেছি এবং Full Member ও হয়ে গেলাম। এসব শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবতাম যে, একদিন এইটা করবো, ওইটা করবো এবং আশা কখনোই ছেড়ে দেই নাই ( এখানে যেসব বিষয় বললাম সব নতুনদের উৎসাহ দেয়ার জন্য যে ক্রিপ্টো থেকে অনেক কিছু করা সম্ভব, এটি কোনো ধরনের শো-অফ না )। আমি ২০১৮ এর শেষে প্রায় সবকিছু ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার মন সেটি হতে দেয় নাই, কারণ ক্রিপ্টো থেকে যে অনেক ভালো কিছু করা সম্ভব সেটি জানতাম। আমি যতটুকু বললাম এটি অনেক মেম্বারদের কাছে কিছু না, কারণ অনেকে আছে মাস শেষে $১০০০+ ইনকামও করে। তাই প্রথমে ইনকাম নয়, সঠিক জ্ঞান অর্জন করুন এবং অন্যদেরকে উৎসাহ দিন, যদিও তার স্বপ্নটি আকাশ ছোয়াই হোক না কেন।  Wink

সঠিক কথা বলেছেন। যদি স্বপ্নই না দেখেন তাহলে বড় হবেন কিভাবে। বড় হতে হলে আপনি বড় স্বপ্ন দেখতে হবে। আমি ২০১৭ তে এই ফোরামে ছিলাম। তখন একটা সিগনেচার  থেকে ৭০০$ পেয়ে আমার পড়ালেখার জন্য এই ফোরাম ছেড়ে চলে গেসি। কিন্তু এই করোনা আবার আমাকে ফোরামে ফিরিয়ে এনেছে। আমার আগেই স্বপ্ন ছিল এই ফোরাম থেকে ক্রিপ্টো ইনকাম করে আমি অনেক কিছু করব। জুন মাসের থেকে এখানে আবার এক্টিভ হয়েছি। এবং লাস্ট ২-৩ মাসে আমি প্রায় ৪০০০$ ইনকাম করেছি এখান থেকে। আমার প্রায় অনেকগুলো চাহিদা আমি পূরণ করে ফেলেছি। কারন এগুলো আমার স্বপ্ন ছিল। হয়ত ফ্যামিলি থেকে টাকা নিয়েও পূরন করতে পারতাম কিন্তু নিজের টাকায় পূরন করার মত মজা আর কিছুতে নেই। তাই বড় স্বপ্ন দেখতে শিখুন তাহলে তা পূরন না হলেও ছোট স্বপ্ন গুলো পূরন করতে পারবেন ইনশাআল্লাহ। 
member
Activity: 238
Merit: 28
October 20, 2020, 07:32:25 AM

একজন ভাই কিভাবে মেসেজ সাইন করবেন তার টিউটোরিয়াল ও লিখেছেন।
আমার সেই টিউটোরিয়াল মডারেটর অফ টপিক হিসেবে ডিলিট করে দিয়েছেন। আমি অফ টপিক এর মত কিছু লিখিনি। আপাতত তাকে ইংলিশ টিউটোরিয়াল ফলো করতে হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 20, 2020, 07:29:08 AM
আপনি মনে হয় একেবারেই আকাশ ছোয়া সপ্নে বিভোর হয়ে গেছেন কারন এখানে আপনি খুব সহজেই কথাটা বলে দিলেন জে আপনি সিগ্নেচার কেম্পেইন কাজ করবেন বলা সহজ করা কঠিন।

আগে জুনিয়র মেম্বার হন,
পরে স্বপ্ন দেখেন।

@kasakola এবং @dhaldanga আপনাদেরকে শুধু একটাই কথা বলব যে, আকাশ ছোয়া স্বপ্ন দেখা উচিত। আমি অন্যদের জানি, শুধু আমার বর্তমান অবস্থার কথা বলি:  আল্লাহ তায়ালার রহমতে বর্তমানে আমি ক্রিপ্টো থেকে ইনকাম করে বাড়ির ৫টি রুম প্লাসটার করলাম, নিজের জন্য  Realme 5i মোবাইল কিনেছি এবং Full Member ও হয়ে গেলাম। এসব শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবতাম যে, একদিন এইটা করবো, ওইটা করবো এবং আশা কখনোই ছেড়ে দেই নাই ( এখানে যেসব বিষয় বললাম সব নতুনদের উৎসাহ দেয়ার জন্য যে ক্রিপ্টো থেকে অনেক কিছু করা সম্ভব, এটি কোনো ধরনের শো-অফ না )। আমি ২০১৮ এর শেষে প্রায় সবকিছু ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার মন সেটি হতে দেয় নাই, কারণ ক্রিপ্টো থেকে যে অনেক ভালো কিছু করা সম্ভব সেটি জানতাম। আমি যতটুকু বললাম এটি অনেক মেম্বারদের কাছে কিছু না, কারণ অনেকে আছে মাস শেষে $১০০০+ ইনকামও করে। তাই প্রথমে ইনকাম নয়, সঠিক জ্ঞান অর্জন করুন এবং অন্যদেরকে উৎসাহ দিন, যদিও তার স্বপ্নটি আকাশ ছোয়াই হোক না কেন।  Wink

আসসালামু আলাইকুম। আমি কিভাবে সিগ্নেচার ক্যাম্পেইন এ যোগদান করব? কোন বিটকয়েন ঠিকানা আমার ব্যবহার করা উচিত? লিঙ্ক সহ দেন। সবাই আমাকে সহোযোগিতা করেন।

আর @Abdullah500 আপনাকে এই লোকাল বোর্ডে স্বাগতম। আপনি প্রশ্নটি পরিপূর্ণভাবে করলে হয়তো একবারে উত্তর পেয়ে যেতেন। মেসেজ/বার্তা বিটকয়েন ওয়ালেট থেকে সাইন করার উপায় ও বিবরণযুক্ত অনেক পোষ্ট  এই ফোরামে আছে। আপনি যদি ইংরেজি পোষ্টগুলো ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ইংরেজি থেকে বাংলায় রূপান্তুর করে পড়ুন এবং এরপরও সমস্যা থাকলে সঠিকভাবে বলুন যে কোন লাইনটি কিংবা বিষয়টি বুঝতে পারেন নি। অন্য মেম্বার হয়তো পোষ্টের লিংক দিয়েছে , তাই আমি আর লিংক দিলাম না।
Jump to: